নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

দূরত্বমা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১২



এই যে, রাতের মতন করে পালিয়ে যাচ্ছে আমাদের মুহূর্তরা, অন্ধকারে হারিয়ে যাচ্ছ তুমি আর তোমাকে খুঁজতে গিয়ে বারবার পথ হারিয়ে ফেলছে আমার মতন কেউ একজন; এই যে, এইভাবে ক্রমশ তুমি ধোঁয়া হয়ে দূরে সরে যাচ্ছ হিমালয়ের নীল বিষাদের উপত্যকায় যেন দূরে যেতেই কাছে এসেছিলে নতুন ভোরের মিছিলে।

এই যে, বিকেল শেষে সন্ধ্যা নেমে এলেই কেবল শূণ্যতা বাড়ে, প্রচণ্ড ভীড়ের মাঝেও নিজেকে বড্ড একা লাগে। একজোড়া কৌতুহলী চোখ খুঁজে ফেরে নরম হাতের শক্ত বাঁধন। খুঁজতে খুঁজতে ক্লান্তিতে ঘরে ফিরে যায় অবশেষ।পাওয়া যায়না তোমাকে, তুমি কেবল দূরে সরে যাও, তোমার নামে বাসা বাঁধে দূরত্ব।

এই যে, তোমার অপেক্ষায় আমার মৃত্যু ঘনিয়ে আসছে, তোমার সন্ধানে মনের ভেতর ক্লান্তি জমে যাচ্ছে; তোমার নীল সমুদ্রে পাল ফেলে ডুবে যাচ্ছে তোমার প্রিয় নাবিক, তোমার আকশে হারিয়ে যাচ্ছে তোমায় ঘিরে দীর্ঘশ্বাস; তার কি হবে ?

আর কিছুক্ষণ, তারপর হয়তো একেবারেই হারিয়ে যাবে তোমার পৃথিবীর শেষ প্রাণটুকু ঠিক যেভাবে হারিয়ে যাচ্ছ তুমি, তোমার পৃথিবীর স্বপ্নগুলো!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৫৪

নিষাদ খান বলেছেন: ভালো থাকুক একাকী স্বপ্নেরা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:২২

আরিয়ান আরাফ বলেছেন: ভালো থাকুক সেও !

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৭

মিরোরডডল বলেছেন: গভীর অনুভূতি

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: হাহাকার আর হতাশা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

আরিয়ান আরাফ বলেছেন: অপূর্ণতাও বলতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.