নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতা

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮



রোজ সন্ধ্যে নামার লগ্নে এই শহর প্রচন্ড একাকী বোধ করে।
ক্লান্তিতে নুয়ে পরে গোধূলির লাল দিগন্তে, খানিকটা জিড়িয়ে নেয়ার ছলে-
তন্দ্রার মতন ঘুমিয়ে থাকে। দেখে বুঝা যায় না তার ।
সারাটা শহরজুড়ে কেবল ছুটে চলা, থামবার কোন নিয়ম নেই এখানে তবুও
মনে হয় কোথায় যেন থমকে থাকে সে, অপেক্ষায় দাঁড়িয়ে থাকে কোন অজানায়!
রাস্তার নিয়ন-সোডিয়াম মাখামখি করে দাঁড়িয়ে থাকে এই শহরের অভ্যর্থনায়;
লাল-নীল বাতি জ্বেলে প্রজাপতির দল বলে যায় প্রতিদিনকার নির্ধারিত দিনলিপি!
কেউ কেউ সে প্রজাপতির ডানায় স্বপ্ন মেখে এই শহরে হাঁটতে গিয়ে হারিয়ে যায়, সে
ল্যাম্পপোস্টের মতন সবকিছু দেখে ভুলে যায় নিমিষে, মন খারাপে কেঁদে যায় রাতের চোখে!
তার কান্না কেউ দেখে না, শোনে না! এমনি করে সে কান্নাভেজা ঘুম ঘুম চোখে জেগে থাকে রোজ;
আমাদের মতন করে! তারপর সব ভুলে গিয়ে জেগে উঠে সকালে! ছুটে চলার মতন দাঁড়িয়ে থাকে
দূরত্বের সীমানায়, যা কেউ কখনো দেখেনি কিংবা দেখেছে বুঝেনি !
রোজ সন্ধ্যে নেমে এলেই এই শহর গুলিয়ে ফেলে নিজেকে;
উদাস চোখে তাকিয়ে থাকে শূণ্যতায়, যার কোন মানে নেই আমাদের কাছে !

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১১

শায়মা বলেছেন: ফের সকালে নিজেকে খুঁজে পায়।:)

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩

আরিয়ান আরাফ বলেছেন: সন্ধ্যে হলে আবার হারিয়ে ফেলে :)

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৬

শায়মা বলেছেন: ভয় পাছে শেষ রাতে ঘুম আসে.... আঁখি পাতে ....


:)

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৪

আরিয়ান আরাফ বলেছেন: নীল স্লিপের রাতের মতন এখানটাও বড্ড এলোমেলো :)

৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: আরিয়ান আরাফ ,




মোটামুটি লেগেছে !
নিঃসঙ্গতার বাতি , নীল । সেখানে প্রজাপতি ওড়েনা , শুধু শূন্যতা ডানা মেলে ...................

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১

আরিয়ান আরাফ বলেছেন: শূণ্যতা শহরের চোখ জুড়ে। সেখান হতে কেউ প্রজাপতি খুঁজে বেড়ায় কেউ বা দীর্ঘশ্বাস । কেউ খুঁজে পায় শূন্যতার মানে কেউ বা খালি হাতেই ফিরে আসে :)

৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: মানবমন সঙ্গী চায়। সে চায় বিষন্ন প্রহরে কোকিলের কুহুতানের সঙ্গে আরেকটা মোন তার সঙ্গীনি হোক। না পেলেই নিঃসঙ্গতা...।
উদাস করা কবিতায় ভালোলাগা।
8-| 8-|

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪০

আরিয়ান আরাফ বলেছেন: এই উদাস উদাস ভালোলাগারা ভালো থাকুক :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.