নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

ঝড়

২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:১৬



তারপর, একটি তারা খসে গেল আকাশ থেকে;
এক ফোঁটা জল টুপ করে পরে গেল মেঘ থেকে,
হঠাৎ একটা বিজলী এসে শাসিয়ে গেল সবাইকে;
খানিক বাদে ধুপ করে একটা ঝড় এল সাঁ সাঁ শব্দে-
একটা গাছের ডাল ভেঙে গেল,
একটা ঘরের চাল উড়ে গেল,
রাস্তার সব আলো নিভে গেল,
নেমে এলো এক গুমট অন্ধকার!
ভেসে এলো ঐ দূর পাহাড়ের চিৎকার !
একজন ভিনদেশী লোক,
আটকে আছে পথের মাঝে,
থমকে গেছে ঝড়ের রাতে,
ফিরবে কখন তাও জানে না,
রাস্তাটাও ঠিক যায়না চেনা,
কেউ একজন নেই যে পাশে,
কি করবে সে কিসের আশে!
ভাবতে ভাবতেই ঝড় থামল,
অচিন পথিক পথ ধরল,
ছুটে চলল তার ঠিকানায়,
পথের ঐ শেষ সীমানায়!
ঠান্ডা হাওয়ার শান্ত রাতে,
ক্লান্ত পথিক তাকিয়ে দেখে
ঠিকানা তার পালটে গেছে,
কাল যা ছিল মায়ার মাঝে !

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


সাধারণ ঝড়

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০

আরিয়ান আরাফ বলেছেন: ঝড়গুলো সাধারণই হয় তবে কারো কারো ক্ষেত্রে তা অসাধারণ হয়ে উঠে :)

২| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ঝড়ো বর্ণনা, ভালো লাগলো নিত্যকার পরিবর্তন মনে করিয়ে দেয়া কাব্য।
তার আগের সময় কেমন ছিল ভাবছি

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১

আরিয়ান আরাফ বলেছেন: রূপক হিসেবে ধরে নিন :)

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫১

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

রাজীব নুর বলেছেন: ভালো লাগল কবিটাখানি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.