নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

যে রাতে নেমে এল বসন্ত !

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৮



ক্যালেন্ডারের পাতায় শীত শেষ । শহরে রূক্ষতাকে কাটিয়ে মলিন তুলোয় রঙিন একটা ভাব এলে বলে! হয়তো এসেও গেছে অগোচরে। চোখের ভিতর এখনো কুয়াশা, বুকে শৈত্য প্রবাহের শির শির হাওয়া, পাঁজরের কাঁপুনি এটোসেটো সোয়েটারে ঢেকে হেঁটে যাচ্ছে নিঃসঙ্গ পথিক; অমাবস্যায় ঠিক দেখা যায়না, টের পাওয়া যায়না কাঁপুনির আর্তনাদ!

অহেতুক ভাবনা ফেলে ফের ভাবা যায় শহরে শীত নেই, এসেছে বসন্ত!

শহরে রঙ নেই তবুও তাকে কে যেন সাজিয়েছে লাল হলুদের আদলে, শহরে সুখ নেই অথচ চারিদিকে সবাই কেমন হাসছে, শহরে প্রাণ নেই অথচ নিজেকেই বড্ড প্রাণহীন লাগে আবার এই শহরে কেউ নেই কোথাও তবুও তাকে কেন এত আপন মনে হয়; অদ্ভুত! কি আশ্চর্য গোলকধাঁধা, সত্য মিথ্যার মায়াজাল!

এভাবে ভাবতে না চাইলে চোখ বন্ধ করে একটা গান শোনা যেতে পারে নইলে অপু’র গলায় রবীন্দ্রনাথ অথবা পুরোনো কোন স্মৃতিচারণ!

সেল থেকে বেরুবার নিয়ম নেই । কতদিন, ঠিক কতদিন বের হইনা মনে পড়েনা; কতদিন আকাশ দেখিনা, গান বাজে না, অপু রবীন্দ্র’ শোনায় না! মাথা ঝিম ঝিম করে , শকের ভোল্টেজ বাড়ছে ক্রমে ক্রমে। এখনও কানে বাজে শিকলের টুংটাং, চোখে কুয়াশা!

এদিকে শহরে শীত শেষ, নেমে এসেছে বসন্ত; রঙিন এক ঝলমলে বসন্ত!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২৩

রায়হানুল এফ রাজ বলেছেন: সাথে নামছে অসহ্য গরম।
হাহাহা...

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: শীত বসন্ত ইত্যাদি ধনীদের বিষয়। ধনীদের বিলাসিতা। গরীব মানুষ শুধু চায় তিনবেলা কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকতে। তাদের আবেগ নেই। প্রেম ভালোবাসা নেই। তাদের আছে শুধু ক্ষুধা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৪

আরিয়ান আরাফ বলেছেন: ক্ষুধার চাইতে বড় মুক্তি, এর ক্ষুধাও বিলাসিতা :)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২

পদ্মপুকুর বলেছেন: সুন্দর অনুভব।
যেহেতু অহেতুক ভাবনা ফেলে ফের ভাবা যায়, শহরে শীত নেই, এসেছে বসন্ত। সেহেতু কিছু সুন্দরের পসরা সাজানোই যাক না আবার নতুন করে..

ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৪

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক :)

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৩

নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা। সুন্দর l

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

ফয়সাল রকি বলেছেন: সেলবাসী বন্দীর জন্য- শুভ বসন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.