নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

ছড়ার মতন নিঃসঙ্গতা

১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৭



জল টুপ টুপ
ঝিঝিরাও চুপ
নিশ্চুপ নিশিতে,
বুক ধরফর
অস্ফুট স্বর
কাঁপছে আতংকে।
চোখ ছলছল
ভাংছে প্রবল
নিগূঢ় যন্ত্রণায়,
দীপ নিভু নিভু
নিভছেনা তবু্ও
ঘোর অমাবস্যায়!
চোখে ঘুমঘুম
বালিশের চুম
মিশিয়েছি শ্রাবণে,
নেই রাখঢাক
বিষাদের হাক'
ডাকছে অকারণে!
পিছে ফিসফাস
যত ছাইপাঁশ
ভালোবাসায় কাতর,
একা হাসফাস
ফাঁকা চারপাশ
বিষণ্ণ করিডোর!
তবুও মিছেমিছি
এই বাঁচা-বাঁচি
আমি আর আমাতে,
ভুলে প্রতিদিনই
সংশয়ে থামি
ভ্রম আর মায়াতে!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৪

দজিয়েব বলেছেন: বাহ! দারুণ।

২| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতার বর্নণার মতই সমাজের অবস্থা।

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪০

আরিয়ান আরাফ বলেছেন: সমাজের চাইতে মনের অবস্থা আরও বেশি খারাপ

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

আহমেদ জী এস বলেছেন: আরিয়ান আরাফ ,




ছোট ছোট বাক্য
বাস্তবতার স্বাক্ষ্য,
দারুন ছন্দ
ছড়িয়েছে গন্ধ
রয়ে সয়ে-
কি যে বলি শেষে
সংশয় যদি মেশে
এই ভয়ে.............


১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৩

আরিয়ান আরাফ বলেছেন: ভয় নাই , মনে আসে যা তাই বলে যান :)

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২০

মু, আমজাদ হোসেন বলেছেন: আপনি চমৎকার লিখেন । তবে কিছু মনে করবেন না, ছন্দ আর অন্তমিল সম্পর্কে আরেকটু পড়ালেখা করে নিলে আমার মনে হয় আপনি শিল্পোত্তীর্ণ ছড়া কবিতা লিখতে পারবেন । ধন্যবাদ ।

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৯

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ। এই ব্যাপারে কিছু বই সাজেস্ট করলে উপকৃত হতাম :)

৫| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৪

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো নিখুঁত প্রকাশ।

৬| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.