নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১০১ টা বানান ভুল । তবুও লিখব......

আরিফুল হক৩৫

আরিফুল হক৩৫ › বিস্তারিত পোস্টঃ

একটি শূন্য সিঁড়ী

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩

তখন ঘরির কাটায় ঠিক বারোটা
আকাশের চাঁদ একা
মিটি মিটি তারা গুলো
ছিন্ন আলোকে নিরবে ঝিমোয়।

শূন্য পাথুরে সিঁড়িটা অপেক্ষায়
তোমার আমার গল্প শুনবে বলে,
তবে যে তা হবার নয়
কেননা, তুমি আজ গল্প শুনবেনা।

আমি আর সিঁড়িটা
আজও একা
তোমার অপেক্ষায় নয়
চাঁদটা ডুববে বলে।

জীবনের ভিড়ে অজানায়
হারিয়ে গেলাম ধিরে
তোমার আমার অধ্যায়
ইতিহাস অতলে বিলীন।

কিছু স্মৃতি, আজও
তাড়া করে পিছু
কুঁড়ে কুঁড়ে খায় এ দেহ
ঘুনে ধরা জীবন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

রাজসোহান বলেছেন: বানান ভুল আছে /:)

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩

আরিফুল হক৩৫ বলেছেন: ভাই আমি বানান এ কাঁচা।

২| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৪

শরনার্থী বলেছেন: আপডেটঃ
জার্মান প্রবাসে- 1305
অগ্নি সারথির ব্লগ- 217
ইস্টিশন ব্লগ- 147
প্রবীর বিধানের ব্লগ- 57
ইতুর ব্লগ- 23

অসম ব্যবধান শুরু হয়েছে মোটামুটি। প্রাতিষ্ঠানিক ব্লগের সাথে লড়াই করে যাওয়াটা বেশ দুঃসাধ্য হয়ে উঠছে দিনের পর দিন। আবারো আপনাদের ভোট দেবার অনুরোধ করছি। প্লিজ আপনারা ভোট দিন।

ভোট দিতে যা করতে হবেঃ
প্রথমে https://thebobs.com/bengali/ এই ঠিকানায় যেতে হবে। এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করুন। লগইন হয়ে গেলে বাছাই করুন অংশে ক্লিক করুন। ক্লিক করে ইউজার অ্যাওয়ার্ড বাংলা সিলেক্ট করুন। এরপর মনোনীতদের একজনকে বেছে নিন অংশে ক্লিক করে, অগ্নি সারথির ব্লগ সিলেক্ট করুন। এরপর ভোট দিন বাটনে ক্লিক করে কনফার্মেশন পেয়ে গেলেই আপনি সফল ভাবে আমাকে ভোট প্রদান করে ফেলেছেন। এভাবে ২৪ ঘন্টা পরপর মে ২, ২০১৬ পর্যন্ত ভোট দেয়া যাবে।

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮

বেলের শরবত বলেছেন: ভগ্নিসারথি নামে এক মহাকাঙাল আছে এই ব্লগে। কেমনে জানি জায়গা পাইছে বুবস.কমে সেরা ব্লগে। বাস, দুনিয়াটা ভাইঙা পরছে ফকিন্নিটার মাথায়, বুটের জন্য এমনে কাঙালিপনা কোথাও দেখি নাই্ জাতীয় ইলেকশন বাদে। মাল্টি খুইল্ল্যা সেইটা দিয়াও জায়গায় জায়গায় ল্যাদাইতে ল্যাদাইতে ভরায়া ফালাইতাছে বুটের জন্য। পাত্তা না পায়া এখন শুরু করছে জার্মানপ্রবাসের নামে কুৎসা গাওয়া।

হালা ফকিন্নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.