নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১০১ টা বানান ভুল । তবুও লিখব......

আরিফুল হক৩৫

আরিফুল হক৩৫ › বিস্তারিত পোস্টঃ

ভাস্কর্য ও বাংলার ভবিষৎ

২৭ শে মে, ২০১৭ বিকাল ৩:২৪

এই গুটি কয়েক লোক নিজেরাও জানেনা সুপ্রিম কোর্টের সামনে রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক লেডি জাস্টিসের আদলে গড়া ভাস্কর্যটি থাকার তাৎপর্য কী?

গ্রিক দেবীর ভাস্কর্যটির জন্য মায়া কান্না দ্বারা তাদের বৈদেশ প্রেম এর প্রমাণ পাচ্ছি। যার জন্য এরা প্রধাণ মন্ত্রির সিদ্ধান্তকেও প্রত্যাক্ষাণ করছেন।
এদেরকে প্রশ্ন করেই দেখুননা, উত্তর একটাই আসবে ''হেফাজতের কথায় দেশ চলবে নাকী?'' তাহলে কী এটা স্পষ্ট বলা যায় না - তাদের ভাস্কর্যটি নিয়ে মাথা ব্যথা নাই , যত সমস্যা তা হেফাজতকে নিয়ে।



ভাই, নিজেদের বিবাদের জন্য আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি ভাবছিনা। হেফাজতের কথায় দেশ চলবেনা , না জাগরণরে কথায় , না আমার কথায় । চলবে জনগণ গঠিত সরকার দ্বারা। যেহেতু আমরা জনগণ সরকার গঠন করি দেশ পরিচালনার জন্য তাহলে সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। অন্যকে নিচু দেখাতে নিজেকেও ছোট হতে হয়।
আন্দোলন -প্রতিবাদ করুন দেশের জন্য, দেশের মানুষের জন্য। সমস্যায় জর্জরিত আজ দেশ, দেশের মানুষ। আপনারা যদি ভুলে গিয়ে থাকেন মনে পরার সুবধিার্থে কিছু লিখে যাচ্ছি -

১. বেকারত্ব
২. কর্মসংস্থানের অভাব
৩. দারীদ্রতা
৪. দ্রব্যমূল্য
৫. সন্ত্রাস
৬. জাত-ধর্মের বিভেদ ইত্যাদি।


এটা বলা যায় আপাতত এই সমস্যার সমাধান হলে দেশ অনেক এগিয়ে যাবে।
দেশের লাখো লোক যারা দু-মুঠো ডাল ভাতের জন্য লড়াই করে চলছে রাত অবধি । আসুননা তাদের পাশে দাড়াই।

আমাদের শুভ বুদ্ধির উদয় হোক।
জয় বাংলা , জয় হোক বাংলার কোটি জনতার, এগিয়ে যাক দেশ ও সমৃদ্ধ হোক বাংলার ভবিষৎ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: আসলেই সবার শুভ বুদ্ধির উদয় হোক।

২| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন।

বাংলার জয় হোক,
জয় হোক মেহনতি মানুষের।

আপনার জন্য শুভকামনা সবসময়।

৩| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সুন্দর পোস্ট।
আমাদের সকলের শুভ বুদ্ধির উদয় হোক।
শুভ কামনা।

৪| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৫:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: রমজানের এই ঊষালগ্নে আল্লাহ আমাদের জাতিকে বিভেদ হতে বাঁচিয়ে রাখুন এই দোয়া করি।

৫| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: সরকারী ও আইনি সিদ্বান্ত যা আমরা সম্মান করি িএবং সম্মান করতে বাধ্য ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.