নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

১০১ টা বানান ভুল । তবুও লিখব......

আরিফুল হক৩৫

আরিফুল হক৩৫ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়া সাহা- প্রধান মন্ত্রির বক্তব্য-ঃ পক্ষ-বিপক্ষ

২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৮

প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্প এর কাছে কী বলেছেন তা নিয়ে কথা না বলাই ভালো। তবে তার প্রতিক্রিয়া আমরা যেভাবে দেখিয়েছি তা অবশ্যই প্রয়োজন ছিল। আমরা সত্যিই যে অসাম্প্রদায়িক তা আমারা প্রমাণ দিলাম দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে।
বিভিন্ন মন্ত্রীরা যেভাবে তাদের প্রতিকৃয়া দেখিয়েছেন তা নিয়ে কথা নাই বা বললাম। আমরা সবাই অপেক্ষা করেছিলাম প্রধানমন্ত্রী কী বলেন তা শোনার। প্রধান মন্ত্রির বক্তব্য অনেকের পছন্দ হয় নাই । জানা কথা। হবার কথাও না। তবে আমাদের জায়গায় থাকলে উনিও আমাদের মতো তাই করতেন। উনার একটা কথা বা উনার নেওয়া একটা পদক্ষেপ আমাদের দেশকে হুমকির মুখে ফেলতে পাড়ে। আর উনি তার যায়গায় থেকে ভাবছেন বলেই বিষয়টা ঠান্ডা মাথায় সমাধান করছেন। আমদের চেয়ে উনার দেশপ্রেম কম হবার কথা না। আমাদের অনেকের দাদা-বাবা-ভাই-বোন-মা-দাদির রক্ত দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে। তবে সেই দলে তিনিও আছেন। তা আমাদের ভুললে চলবেনা। উনার বাবা দেশের হাল শক্ত হাতে না ধরলে এ দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ। দেশের মাটিতে তার রক্তওতো মিশে গেলো। এই মাটি বিক্রি করে বাবার আত্মার সাথে বেঈমানি করবেন না তিনি। আমাদের চোখে অনেক কিছুই সোজা সমাধান মনে হয় । একটি সংসার চালাতে যেখানে আমরা হিমশিম খাচ্ছি সেখানে একবার ভেবে দেখেন কোটি সংসার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চালিয়ে তিনি কেমন আছেন। প্রিয়া সাহার বিচার করবেন? তাকে বিচার করলে প্রমাণ হলো আমরা অত্যাচার করি। তার দুখ বলায় তাকে আমরা বিচারের কাঠগড়ায় দাড় করিয়েছি। এই ভুল মেসেজটা বিশ্ব দরবারে যাবে। তাই সবার কাছে আমার মতো ক্ষুদ্র মাথার একজন আপনাদের কাছে হাত জোড় করে বলছি, এই বিষয়টাকে রাষ্ট্রীয় ভাবে হেন্ডেল করতে দিন। আমাদের আবেগ দিয়ে দেশ চলবেনা, চালাতে হবে বুদ্ধি, কর্ম আর সততা দিয়ে।

আমাদের নিজেদের ছবি আয়নায় দেখলেই উত্তর পেয়ে যাবো আমরা কতখানি ভালোবাসি আমার দেশকে।
যদি ভালোই বাসতাম তবে ড্রেনে প্লাস্টিক বর্জ ফেলতামনা।
যদি ভালোই বাসতাম তবে রাস্তায় ইভিটিজিংকরতামনা।
যদি ভালোই বাসতাম তবে অবাদে গাছ কেটে ফেলতামনা।
যদি ভালোই বাসতাম তবে অযথা হর্ণ বাজাতামনা ফেলতামনা।
যদি ভালোই বাসতাম তবে অনুমোদন ছাড়া গাড়ি চালাতামনা।
যদি ভালোই বাসতাম তবে নিজে সুবিধাভোগী হতামনা।
যদি ভালোই বাসতাম তবে ক্ষমতার দম্ভে অন্যকে ক্ষতি করতামনা।
যদি ভালোই বাসতাম তবে সুদ ঘুষ খেতামনা।
ইত্যাদি ইত্যাদি......।
বলতে পাড়েন এগুলোর সাথে দেশপ্রেম এর কী সম্পর্ক? যদি এটাই না বুঝলেন তবে বুঝে নিবেন আপনি কারো সমালোচনা করারও যোগ্যতা রাখেননা।
(আরিফুল হক)
সবগুলো আমার একান্তই নিজের ভাবনা। এর সম্পুর্ণ দায়িত্ব আমার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: প্রিয়া সাহার বক্তব্য নিয়ে সামুতে যত পোষ্ট এসেছে তত নিউজ পত্র পত্রিকায়ও আসে নাই।

২৭ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৫

আরিফুল হক৩৫ বলেছেন: হ্যাঁ ভাই। আশা করি দেশটা খুব শিগ্রই আগের যায়গায় ফিরে যাবে।

২| ২৮ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ ভাই। আশা করি দেশটা খুব শিগ্রই আগের যায়গায় ফিরে যাবে।

একহিসেবে দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.