নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

উইংড সান ডিস্ক দেবত্ব, রাজমর্যাদা এবং ক্ষমতার এক স্বর্গীয় প্রতীক

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪









উইংড সান ডিস্ক বা পাখাযুক্ত সূর্য গোলক প্রাচীন মিশর, মেসোপটেমিয়া, আনাতোলিয়া, এবং পারস্য এর মধ্যে দেবত্ব, রাজমর্যাদা এবং ক্ষমতা যুক্ত একটি প্রতীক। এছাড়াও প্রতীকটি দক্ষিণ আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রাচীন সংস্কৃতির মধ্যে পাওয়া গেছে।







মিশরীয় পুরাণ অনুযায়ী দেবতা হোরাস তার সেথের সঙ্গে যখন যুদ্ধ লাগে তখন উইংড সান ডিস্কের বা পাখাযুক্ত সূর্য গোলক ব্যবহার করেন। দেবতা থথ তার জাদুবলে দেবতা হোরাসকে সান ডিস্ক বা সূর্য গোলকের সাথে ব্যবহৃত উইংস বা প্রসারিত পাখায় পরিনত করেন। দেবী নেখবেট এবং উয়াযেট ইউরায়ুসের রূপ ধারন করে সাপ আকারে তার পাশে যোগদান করেন।





Alien (1979)



উইংড সান ডিস্ক বহু প্রাচীন সভ্যতাগুলোর জন্য সাধারণ ধর্মীয় আইকন, তবে এই প্রতীকটি সাধারণত মিশরীয় এবং মেসোপটেমিয়ান সংস্কৃতির সঙ্গে যুক্ত করা হয়। এছাড়াও দক্ষিণ আমেরিকার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রাচীন সংস্কৃতির মধ্যে পাওয়া গেছে। সুমেরীয় প্রাচীন প্রাচীরে প্রতীকটি দুঃখ, বেদনা, উদ্বেগ, বিপন্ন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার অবলম্বন হিসেবে যুক্ত হয় । এটিকে সুমেরীয়দের স্বর্গীয় শরীরের নিবিরু বলা হয়। যদিও এই প্রাচীন প্রতীক সাধারণভাবে মিশরের সঙ্গে যুক্ত তথাপি এটি দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় দূরবর্তী সংস্কৃতির ছাড়াও পারস্যদেশনিবাসীগণ আসসিরিয়ান দ্বারা ব্যবহার করা হয় ।







মহান ঈশ্বর, মিশরীয়দের হোরাস , কুমারী মায়ের সন্তান হিসেবে জন্ম নেয়া যীশু , রা এমনকি বিশ্বের শত্রু ধ্বংস হিসেবে এই প্রতীক চিহ্নিত। এর দুই পাখার পার্শ্বদেশ সূর্যের অক্ষিগোলক দিয়ে গঠিত। দুই পাখা সাপের মত চিত্রিত। মিশরীয়রা ঐতিহ্যগতভাবে মিশরের উচ্চ এবং নিম্ন রক্ষা দেবীর প্রতিনিধিত্বমূলক হিসেবে এটিকে চিহ্নিত করে। কিন্তু ফ্রিম্যাশন প্রতীকীবাদে এর পরিদর্শন স্বরূপ কাছাকাছি একটি ভিন্ন ব্যাখ্যা প্রকাশ করা হয়।







মেসোপটেমিয়াএ পাওয়া অঙ্কন অনুযায়ী ৩টি মহাজাগতিক তারকা বস্তু দ্বারা বেষ্টিত সূর্য খুঁজে পাওয়া যায় যা একটি প্রতিনিধিত্বমূলক দন্ড হিসেবে অঙ্কিত। রক্তবর্ণ বৃত্তাকার, সবুজ বৃত্তাকার প্রতিনিধিত্বমূলক ৭ বোন নামে পরিচিত প্লেইয়াডেস তারকা ক্লাস্টার দ্বারা বেষ্টিত যা একটি ক্রিসেন্ট বা পূর্ণিমা হয়। কেন্দ্রীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকটি হচ্ছে লাল বৃত্তাকার উইংড সান ডিস্ক যা অন্তত আমাদের বর্তমান আকাশে কোন পরিচিত মহাজাগতিক বস্তুর সঙ্গে মিলে।







ফ্রিম্যাশনরা তাদের প্রথম লজ তৈরির পর থেকে প্রাচীন ধর্মের এবং গূঢ় ঐতিহ্য সম্পর্কে অধ্যয়নরত হয়েছে। তারা তাদের প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রাচীন চিহ্ন গ্রহণ করেছে এবং তাদের শিল্পকর্মে উইংড সান ডিস্ক এবং মহাজাগতিক বস্তুর একই কনফিগারেশন খুঁজে পাওয়া যায়। ফ্রিম্যাশনরা মহাজাগতিক বস্তুর মূল কনফিগারেশন থেকে পরিবর্তন করে শুধু একটি অল সিং আইস জন্য উইংড সান ডিস্ক এর সাথে যুক্ত করে দেয়। কিন্ত প্রাচীন মিশরে উইংড সান ডিস্ক অন্যান্য মহাজাগতিক বস্তুর প্রতিনিধিত্বকারী হিসেবে ছিলো।





Harry Potter and the Philosopher’s Stone (2001)



এনুমা এলিশ তার ব্যাবিলনিয়ান সৃষ্টি শ্রুতিতে লিখেছেন;



“Nibiru is [Marduk's] star, which he made appear in the heavens . . . The stars of heaven, let him [Nibiru] set their course; let him shepherd all the gods like sheep.”







১৯৮০ এর জ্যোতির্বিজ্ঞানীরা প্ল্যানেট এক্স নামক একটি গ্রহের উৎস সন্ধান করতে পারেন যার আকার জুপিটার এর চেয়ে বড় ছিলো যা কিনা আমাদের সোলার সিস্টেমের মধ্যে প্রত্যেক গ্রহের চৌম্বক এবং মহাকর্ষীয় ক্ষেত্র পরাস্ত করার জন্য পর্যাপ্ত স্থান। তারা বলে না যে তার কক্ষপথের সময়কাল অনুযায়ী প্ল্যানেট এক্স আমাদের সোলার সিস্টেমের অংশ হতে যথেষ্ট ঘূর্ণায়মান ছিলো কিনা। কিন্তু অনাদিকাল হতে প্ল্যানেট এক্স শুধুমাত্র গ্রহ নয় বরং দেবতাদের বাড়িতে উইংড সান ডিস্ক রূপে বৃহৎ স্বর্গীয় বস্তু হয়ে আছে।







আজকের ব্রিটিশ রয়েল পরিবার প্রাচীন অতীতের রাজকীয় পরিবারের বংশ। আরো নির্দিষ্টভাবে সমস্ত ইতিহাস জুড়ে উইংড সান ডিস্ককে প্রচুর সম্মান করা হয়েছে, যা এক স্বর্গীয় শরীর। এটি এক নিখুঁত শ্বাসাঘাত প্রতীক, নিম্ন প্রকৃতির পাবনের এবং এক সাথে যূথবদ্ধ চূড়ান্ত চড়াই যা প্রত্যেক মন্দিরের প্রতীকী অলঙ্করণের একটি অংশ যার প্রদর্শন করা হয় জীবনের নিকটতম প্রকাশের প্রতীকীর উপর যেখানে আমাদের দীন পৌঁছেছে মৃত্যুর পর যে প্রত্যেক দরজা দিয়ে।





Cimetière du Père Lachaise, Paris, France





সুমেরিয়ান





আসসিরিয়ান অশুর





নম্রুদ





Columbia. Queen Semiramis of Babylon (Goddess of the Moon), holding the torch with the eternal flame of Nimrod (Sun God).





Entrance of Rosicrucian Park



কিছু লগোতে উইংড সান ডিস্ক এর ব্যবহার











হলিউডের বিভিন্ন চলচিত্রে প্রতীকী হিসেবে উইংড সান ডিস্ক এর ব্যবহার































































বাংলাদেশের বিমান বাহিনীর পোশাকে এর ব্যবহার দেখুন; ফ্যাল্কন বা ঈগল যাই বলি না কেন ঘুরে ফিরে সেই অল সিং আইস অফ হোরাস









মন্তব্য ১০০ টি রেটিং +৯/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০

মামুন রশিদ বলেছেন: কত অজানারে..


প্রচন্ড পরিশ্রম করতে পারার মানসিকতা আর জানার প্রবল আগ্রহ থাকলেই কেবল এইরকম কষ্টকর চমৎকার পোস্ট দেয়া সম্ভব ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রিয় মামুন ভাই আপনাদের অগণিত ভালোবাসাই আমাকে কিছুটা কষ্ট করার মানসিকতা দিয়েছে নতুবা কবেই ফিউজ হয়ে যেতাম। কৃতজ্ঞতা জানবেন।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: পোস্টের বাহারে না পড়েই plus....

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই প্লাসের জন্য কৃতজ্ঞতা এবার তাহলে পোস্টটা পড়ে দেখুন প্লাসের যোগ্য হয়েছে কিনা ? :)

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তথ্য , ভাল লাহল

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় পরিবেশ বন্ধু, আপনার কমেন্ট সবসময় অনুপ্রেরণা দেয়।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অসাধারণ !

এসব পোস্টই সামহোয়্যারের সম্পদ ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু সত্যি ভীষণ খুশি হোলাম এভাবে উৎসাহ দেয়ার জন্য। পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন সব সময়।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

সুমন কর বলেছেন: আমার কথাটি মামুন ভাই বলে দিয়েছেন। আসলে অনেক কষ্টসাধ্য পোস্ট। পরে সময় করে পড়তে + জানতে হবে। ভালো থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় সুমন ভাই সময় করে পড়ে দেখলে আশা করি নিরাশ হবেন না।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

জুন বলেছেন: পরিশ্রম স্বার্থক কান্ডারী । অত্যন্ত মুল্যবান একটি নতুন বিষয় নিয়ে পোষ্ট যে বিষয়ে জানা ছিল কম।
+

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সুপ্রিয় জুন আপু জীবনে একটাই আফসোস মিশরে কখনও যাওয়া হবেনা। জীবনে একটাই শখ যদি কখনও সম্ভব হয় তাহলে একবার মিশরে যেয়ে খুব কাছ থেকে জিনিসগুলো দেখার।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

সকাল রয় বলেছেন:
আমি ইতিহাস পছন্দ করি।
মাঝে মাঝে মনে হয় আমি কোনদিন এসব ঐতিহাসিক জায়গার কেউ ছিলাম ;)


এমন দারুন পোষ্টে শুধু ধন্যবাদ দিলে কম হয়ে যায়। তাই বললাম ১০০০০ ভালোলাগা।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

ইতিহাস পছন্দের দিক থেকে তাহলে আজ হতে আপনি আমার মিতা। আর ১০,০০০ ভালোলাগার বিনিময়ে ইনফিনিটি ভালোবাসা জানবেন।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

জেরিফ বলেছেন: আপনি মানুষ ??

মাথা ঘুরাচ্ছে । আপনি পারেন ও ভাই

পোস্টে ১০০০ প্লাস । আর আপনাকে এক কাপ আইস টি খাওয়ামু । পাওনা থাকলেন আর হ্যা মনে করিয়ে দিবেন চায়ের কথা ।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


এরে বাই ভালই মানুষ আছিলাম এখন আবার তুমি এইডা কি জিগাইলা ? আমার নিজেরই অহন মাথা ঘুরাইতাছে।

আর ১০০০ প্লাস কি আমি গুইনা শেষ করবার পারুম !:#P

আহারে আইস টি কত দিন খাইনা :(

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক কিছু জানলাম!
অসাধারণ পোস্ট!

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ও কৃতজ্ঞতা অভি ভাইয়া। অনুপ্রাণিত হোলাম।

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

অদিব বলেছেন: অসাধারণ পোস্ট। পোস্টে অসংখ্য প্লাস! :D :D :D

আর অ্যাস্টন মার্টিন গাড়ির লোগোতেও কিন্তু উইংড সান আছে। :-0 :-0 :-0

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভ্রাতা :#) :#) :#)

আরও অনেক অনেক কিছুতেই আছে আমি স্যাম্পল হিসেবে অল্প কিছুই দিয়েছি। :D :D :D

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
জোসসস !
এ ধরনের পোস্ট পড়তে সবসময়ই ভাল্লাগে ||

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার খুব প্রিয় বিষয় এগুলো। জানার আগ্রহ প্রচুর। ভরসা পেলাম সামনে এমন কিছু পোস্ট দেয়ার। কৃতজ্ঞতা জানবেন।

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট! খুব ভালো লাগল।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার ভালো লাগায় পরিশ্রম সার্থক হল কা_ভা ভাই।

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

একজন ঘূণপোকা বলেছেন:

বরাবরে মতই অসাধারণ পোস্ট


ধন্যবাদ প্রিয় ব্লগার


২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় ভ্রাতা বরাবরের মতই আপনার মন্তব্যে উৎসাহ পেলাম। কৃতজ্ঞতা জানবেন।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৯

বোধহীন স্বপ্ন বলেছেন: খাইছে এত জায়গায় এই প্রতীক!! অনেক জানতে পারলাম এই পোস্টে। ++++

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


আরও অনেক জায়গায় এই প্রতীকের ব্যবহার হয়। অনেকগুলো আমি নিজেই ঠিক মত এখনও জানিনা। তাই অল্প যা পেয়েছি তাই দিলাম। মন্তব্যে ভাল লাগা রইল।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৯

কয়েস সামী বলেছেন: একেবারে নতুন বিষয় আমার কাছে!! থ্যাংকস অ্যা লট!

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ভাল লাগা রইল ভাই উৎসাহে।

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

ইসতিয়াক অয়ন বলেছেন: অস্থির একটা পোস্ট পড়লাম !

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি নিজেও এমন মন্তব্যে অস্থির। শুভ কামনা নিরন্তর।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: এল ক্লাসিকো একটা পোষ্ট পড়লাম। সরাসরি প্রিয়তে।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় মানুষের প্রিয়তে স্থান পেয়ে সত্যি ভীষণ অনুপ্রাণিত হোলাম।

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮

তন্দ্রা বিলাস বলেছেন: দারুন একটা পোস্ট। :)

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেকদিন পর আপনাকে পেয়ে খুশি হোলাম। নিশ্চয় ভাল আছেন।

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৮

মেহেরুন বলেছেন: ভাই এরকম পোস্ট আমার দারুন লাগে। ভালো লাগলো অনেক দিন পর এমন তথ্য বহুল পোস্ট পেয়ে। আছেন কেমন??? +++++

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চেষ্টা করব আপনার এই ভাল লাগাকে ধরে রাখতে। আর সত্যি কথা বলতে আমি একদমই ভাল নেই। দোয়া করবেন।

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

জুল ভার্ন বলেছেন: সুন্দর পোষ্ট, ভাল লাগল।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা মাথা পেতে নিলাম ভাই। আমার সালাম জানবেন।

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫

জুল ভার্ন বলেছেন: ভাল লাগার কিম্বা প্রিয়তে নেবার অপশন কাজ করছেনা :(

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সার্ভারের সমস্যা জনিত কারণে এমন হতে পারে। আমারও মাঝে মাঝে এমন হয়। আবার অটো ঠিকও হয়ে যায়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ লেখা, অপুর্ব সব ছবি। চমৎকার লাগল। জানাবার জন্য ধন্যবাদ।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় ব্লগারের কাছ থেকে এমন মন্তব্য পেলে দারুণ উৎসাহ বোধ করি। কৃতজ্ঞতা রইল।

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

মেহেরুন বলেছেন: Click This Link

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


পড়ে দেখব আপু।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো লাগলো সান ডিস্কের ইতিহাস।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।

২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

মধুমিতা বলেছেন: অসাধারণ !

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার সিরিজটিও অসাধারন ও অনন্য। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অবশ্যই প্রিয়তে ! তর ধৈর্য দেইখা অবাক হই !

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এমন মন্তব্য পেলে আর পোস্ট প্রিয়তে নিলে ধৈর্য না ধরে অন্য কোন উপায় থাকেনা।

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

পঞ্চপাণ্ডব বলেছেন: খুব ভালো লাগল।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সময় নিয়ে পড়ে মন্তব্য করার জন্য কৃতজ্ঞতা জানবেন। আপনাদের উৎসাহ আমার প্রেরনা।

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

চিরতার রস বলেছেন: প্রতিটি পোস্টের পিছনেই আপনার স্টাডি/পরিশ্রম করার ব্যাপারটা সত্যিই আশ্চর্যজনক। কান্ডারি অথর্বের পোস্টে ঢোকা মানেই কিছু জানা, কিছু শিখতে পারা।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


এইরকম মন্তব্য পেলে লজ্জায় পরে যাই। আসলে কিছু বিষয় আগেই জানা শুধু পোস্ট দেয়ার জন্য নতুন করে ঘাটাঘাটি করা এই যা। কিন্তু আপনার পোস্টে যে আরও বেশি শিখতে পারি সেটার কি হবে ? চিরতার রসের পোস্ট মানেও অনেক কিছু শিখতে পারা।

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

ড. জেকিল বলেছেন: একই জিনিস এতো বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের দ্বারা ব্যবহার হয়ে আসছে, তার মানে তো এর পেছনে নিশ্চয় কিছু না কিছু চরম সত্য আছে। কোন উপসংহার টানলেন না?

পোস্ট খুব সুন্দর লাগলো।

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আসলে এর উপসংহার নির্ভর করে যার যার ভাবনার কাছে। পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যার পেছনে লুকিয়ে রয়েছে অনেক সত্য। কিছু সত্য ঈশ্বর কর্তৃক গোপন রাখা হয়েছে কিছু বিকৃত বা লুকায়িত হয়েছে মানুষের ষড়যন্ত্রের কারণে যার রহস্য ভেদ করা আমাদের সাধারন মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা শুধু অনুমানই করতে পারি। কিন্তু লজিক বলে ঘটনা সত্য।

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

যুবায়ের বলেছেন: অসাধারন.....
অনেক কিছু জানা হলো...

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভ্রাতা। শুভ রাত্রি। ভাল থাকুন সব সময়।

৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: আরজুপনির সাথে সহমত, এই পোস্টগুলো সামহয়্যারের সম্পদ। অনেক ভাল লাগা রইল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


কৃতজ্ঞতা জানবেন ভাই।

৩২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অথর্ব অনেক কষ্ট এবং পরিশ্রম করে আপনি সুন্দর একটি তথ্য ও তত্ত্ব নির্ভর পোষ্ট উপহার দিয়েছেন পাঠকদের।

সুন্দর হয়েছে পোষ্টটি।




ধন্যবাদ। ভাল থাকবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাদের ভালোবাসার কারণে এমন পোস্ট দিয়ে তৃপ্তি পাই। অসংখ্য ধন্যবাদ ভাই।

৩৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক দিন ধরেই ভাল সামুতে ভাল পোস্ট দেখছিলাম না। অনেক পরিশ্রমী করেছেন যার ফলাফল এ অসাধারণ পোস্টটি।
পরবর্তী পোস্টের অপেক্ষায় থেকে প্রিয়তে নিয়ে রাখলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কৃতজ্ঞতা রইল প্রিয়তে স্থান দেয়ার জন্য। এই ধরনের আরও কিছু পোস্ট দেয়ার ইচ্ছে আছে। সময় সুযোগ হলে অবশ্যই দেব ভাই। উৎসাহ অনেক বেড়ে গেছে।

৩৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার । সিম্পলি বলতে গেলে সুপার্ভ । !:#P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ভ্রাতা।

৩৫| ২৭ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এত পরিশ্রম করার ধৈর্য আমার নাই। /:)


অসাধারণ কান্ডারি ভাই। আপনিও আপনার পোস্টও । :!> :#>


:)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আগে বলেন আপনার মাঝে মাঝে কি হয় ? আপনারে ব্লগে কম দেখি কেন ?

৩৬| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: অফলাইনে আগেই পড়ে গিয়েছিলাম। শোকেসে নেয়ার তাগিদে আবার আসলাম। পোষ্টের ব্যাপারে একটাই মন্তব্য, গ্রেট পোষ্ট। অনেক ভালোলাগা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


মাথা পেতে নিলাম। আপনার কাছে কৃতজ্ঞ।

৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

ইউসুফ আলী রিংকূ বলেছেন: পোস্ট টি ২ বার পড়লাম এবং
উইংড সান ডিস্ক প্রতীক টি সম্পর্কে অনেক অজানা কাহিনী জানলাম ।


তথ্য বহুল পোস্ট এবং ছবিগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই কোথায় হারিয়ে যান বলেন দেখি ?

৩৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৮

নাছির84 বলেছেন: অজানার অতলে
আলোর 'কান্ডারি'

এ ধরনের পোষ্ট সামহোয়ারের সম্পদ। কৃতজ্ঞতা রইল....প্রিয়তে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই এমনে বললে ভীষণ লজ্জায় পরতে হয়। :!>

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

এহসান সাবির বলেছেন: কোয়ালিটি পোস্ট ম্যান।

আপনার কাছ থেকে আমরা ভালো পোস্ট আশা করি।

চমৎকার।

ভালোলাগা রইল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার উৎসাহ সবসময় টনিক হিসেবে কাজ করে সাবির ভাই।

৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২০

জামাল কুরাইশ বলেছেন: I wish an in-depth writing from you about Freemasonry

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্লগার অনিক আহসান ও ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের কিছু পোস্ট রয়েছে ফ্রিম্যাশন এর উপর পড়ে দেখতে পারেন। আমি চেষ্টা করব নতুন আরও কিছু তথ্য তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাই।

৪১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

মোঃ ইসহাক খান বলেছেন: অনেক ঘাঁটাঘাঁটি, অনেক পরিশ্রম করে দাঁড় করিয়েছেন। টপিকটাও কৌতূহলোদ্দীপক এবং চিত্তাকর্ষক।

সাধুবাদ জানবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় গল্পাকার। মন্তব্যে অনুপ্রাণিত হোলাম ভীষণ।

৪২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

নাজিম-উদ-দৌলা বলেছেন:
আপনার এই ধরনের পোষ্ট গুলো সব প্রিয়তে নিয়ে যেতে ইচ্ছে করে। কিন্তু সমস্যা হল ঐ অপশনে একটা লিমিট দিয়ে রাখছে সামু। আমার জ্ঞানপিপাসা বিশাল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


সামুরে মাইনাচ ;) আমারও ভাই আপনার মত জ্ঞান পিপাসা অনেক বেশি। শুভ কামনা ও কৃতজ্ঞতা নিরন্তর।

৪৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

খাটাস বলেছেন: অসাধারণ শব্দ টা ও পোষ্টের কাছে নগণ্য। আপনার পরিশ্রমে অনেক অজানা জানার সুযোগ হয় বারবারই- এই ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আসা সম্ভবত আপনার পক্ষেই সম্ভব।
অনেক ভাল লাগা প্রিয় কাণ্ডারি ভাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ শব্দটাও এমন উৎসাহ ব্যাঞ্জক মন্তব্যের কাছে নগণ্য প্রিয় খাটাস।

৪৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

রাসেলহাসান বলেছেন: চমৎকার পোষ্ট!! অনেক কিছু জানলাম। জীবনে জানার কোন শেষ নেই। দারুন!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

জীবনে সত্যি জানার কোন শেষ নেই। অসংখ্য ধন্যবাদ ভাই।

৪৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০২

ইলুসন বলেছেন: চমৎকার একটা পোস্ট। পড়ে অনেক ভালো লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দেরী করে উত্তর দেয়ার জন্য দুঃখিত ইলুসন ভাই। নিশ্চয় ভাল আছেন ? পোস্ট ভাল লেগেছে জেনে খুব খুশি খুশি লাগছে।

৪৬| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

দীপান্বিতা বলেছেন: +++

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা জানবেন।

৪৭| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:৪৭

আমি সাজিদ বলেছেন: কেমনে পারেন কান্ডারি দা?

অসাধারন পোস্ট। প্রিয়তে।

০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


পড়ার অভ্যেসটা আমার খুব খারাপ, যখন যা মাথায় আসে তাই নিয়ে পড়তে থাকি। আর সেই থেকেই এসব পোস্ট।

নিরন্তর কৃতজ্ঞতা ও শুভকামনা রইল সাজিদ ভাই।

৪৮| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:০৫

মুদ্‌দাকির বলেছেন: লিংক দেয়াটা ঠিক আছে কিন্তু লিঙ্কতো অনেক!! লিঙ্কের সাথে এর ডেফিনিসন গুলো পোষ্টেই দিয়ে দিলে আমার মত অলস পাঠকদের সুবিধা হবে !!! আর পোষ্টে কিন্তু এটা জানতে পারলাম না যে কেন সবাই এই উইংড সান ডিস্কের প্রতি দূর্বল ???? নাকি কান্ডারি ভাই এই প্রশ্নটাই সবাইকে আপনি করেছেন ?????

১৩ ই মে, ২০১৪ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই মন্তব্যে। আসলে লিংক করে দিয়েছি যেন পোস্টটা ছোট হয়। বিস্তারিত লিখতে গেলে বিশাল বড় হয়ে যেত। সেক্ষেত্রে অনেকেই পড়ার আগ্রহ হারিয়ে ফেলত।

রহস্যটা যে এখানেই নিহিত সেই রহস্য ভেদ করার পেছনে যুক্তি হয়ত দেয়া যেত কিন্তু কোন কিছু সম্পর্কে নিশ্চিত না হয়ে আসলে তথ্য দেয়া ঠিক না। তাই এই জায়গাটা উন্মুক্ত রেখেছি আলোচনার জন্য।

৪৯| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৬

আমি কাল্পনিক সজল বলেছেন: দারুণ লাগলো। এমন কিছু জানলাম যা জানা ছিল না। ধন্যবাদ এমন কষ্টসাধ্য পোস্ট দেওয়ার জন্য। :) ++

২৬ শে মে, ২০১৪ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা জানবেন।

৫০| ১১ ই জুন, ২০১৪ রাত ২:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: গ্রেট পোস্ট!!!!

১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ শোভন। শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.