নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

রহস্যাবৃত যমজ সংস্কৃতি অঘোরে অনুরূপ

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪









আটলান্টিক মহাসমুদ্রের তীরবর্তী আফ্রিকার প্রাচীন মিশর এবং দক্ষিণ আমেরিকার প্রাচীন ইনকা সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থিত দুটি সভ্যতা। এদের মাঝে কখনও যোগাযোগও ছিলনা কিন্তু এখনো রহস্যজনকভাবে উভয় সংস্কৃতির প্রাচীন শিল্প, স্থাপত্য, প্রতীকীবাদ একই ভাবধারায় ভিন্ন শরীরে আবিষ্ট দুটি পুরাণ ও ধর্ম। উভয় সংস্কৃতি যদিও মহাসমুদ্র দ্বারা বিপরীত দিকে পৃথককৃত তথাপি অনেক বিভ্রান্তিকর এবং অসমাধিত মিলের মাধ্যমে প্রাচীন মিশরীয় এবং প্রাচীন ইনকা সভ্যতা সংযুক্ত রয়েছে।







পিরামিডের মধ্যে প্রোথিত মৃতদেহ।







মৃত্যুর পরেও জীবন আছে বলে বিশ্বাস।







মৃতদেহের দুটি হাত ক্রস করে রাখা হত বাম ও ডানের ভারসাম্য বোঝাতে অর্থাৎ মৃত্যুর মধ্যে দিয়ে নতুন করে জীবন প্রাপ্তির পর সাম্য অবস্থান বোঝানর জন্য।







মৃত দেহের উপর স্বর্ণের মুখোশ স্থাপন করা হত যা তাদের পৃথিবী থেকে অস্থায়ী জীবন শেষে অনন্তকালের মধ্যে ফিরে মানুষের শাশ্বত আত্মার নেতৃত্ব গ্রহণকে আধ্যাত্মিক রূপদান করা হত।







বিরূদ্ধ পশু নেকলেস, মানব বা সুষম পশু ক্ষমতা এবং অনন্তকাল সমান শান্তিপূর্ণ; রাষ্ট্রীয় ও স্থানগত প্রতীক। স্বর্ণ নেকলেসের বাহ্যিক সম্মুখভাগ যমজ পশু মাথা দ্বারা গঠিত যার সমাপ্তিতে তাদের সঙ্গে মরদেহের হাড় সুশোভিত।











আধ্যাত্মিক ও স্বর্গীয় বাড়িতে এবং অনন্ত উৎসের কাছাকাছি যথার্থ তসলিমার যা পরিপূর্ণতা বা একবারে নৈকট্য লাভ করার উদ্দেশ্য নিয়ে গঠিত প্রতীক।











ট্র্যাপিজয়েড অলি।







দীর্ঘায়ত খুলি।







গভীর পুরুষ ক্ষমতা, উর্বরতা, জন্ম, দীর্ঘায়ু, শক্তি হিসেবে নির্মিত পবিত্র ওবেলিস্ক







ভূমিকম্প প্রতিরোধক মন্দির।







ভূমিকম্প প্রতিরোধক অভ্যন্তরস্থ ঢালু স্থাপনা।







সৌর ধর্ম







প্রতিসম ভঙ্গি পশু উপাস্যদের একটি কেন্দ্রীয় সৌর প্রতীক। শীতকালীন ও গ্রীষ্মকালীন ঋতুর মধ্যে সূর্যের একটি নিখুঁত ভারসাম্য আনা যা ইতিবাচক ও নেতিবাচক যমজ পশু শক্তি সামঞ্জস্য বজায় রাখে। সূর্য আমাদের শাশ্বত আত্মার জন্য অত্যাবশ্যক ঠিক যেমন প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ সহজাত ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট।







থার্ড আই বা তৃতীয় চোখের শক্তি আহ্বায়িত, কপালে খোচিত পশু যা উভয় সংস্কৃতিতে আধ্যাত্মিক আলোকসজ্জার চিন্তার প্রতীক হিসেবে জাগ্রত যার কল্যাণে সাধারন দুটি চোখ মিলে একটি রাষ্ট্র তৈরি করতে পারে।







কথায় আছে রোম একদিনে গড়ে উঠেনি। মানুষ যে নীচ থেকে ধাপে ধাপে উপরে উঠে তারই প্রকাশ এই ধাপে ধাপে বিন্যস্ত স্থাপনা।







একই ধর্ম চিহ্নিত পাশাপাশি আটকান তিন তক্তার উপর অংকিত তিন দরজা বিশিষ্ট মন্দির বা ট্রিপ্টিক







মানব বিবর্তণের লক্ষ লক্ষ বছর পরেও মেটাল ক্ল্যাস্পস ব্যবহার করে একসঙ্গে শক্তভাবে আবদ্ধ প্রস্তর খন্ড।







স্টাফ ঈশ্বর আইকন







মৃতের জন্য নরত্বারোপমূলক কফিন; যারা মৃত্যুকে হার মানানোর মত স্পর্ধা দেখিয়েছে এবং যারা স্থানীয় ঈশ্বর তাদের জন্য পরিকল্পিত যেন এই সব সত্য জনসাধারণের অনুসরণ করার জন্য প্রদত্ত উদাহরণ হিসেবে অনন্তকাল থেকে যায়।







উভয় সংস্কৃতির একক চোখ বা মাইন্ড আই বা অন্তর চোখ বা থার্ড আই বা তৃতীয় চোখ যা সূর্য বা ভেতরের আত্মা সূচিত।







কপালে খোচিত সূর্য রূপী তৃতীয় চোখ।







মাথায় খোচিত সূর্য রূপী তৃতীয় চোখ।



A Cyclops in Greek Mythology and later Roman Mythology, was a member of a primordial race of Giants, each with a Single Eye in the middle of his forehead. The name is widely thought to mean “Circle-Eyed”



Wikipedia







শত শত ওজনের বিশাল সব পাথর ব্যবহার করে নির্মিত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির।







নির্মিত সমান্তরাল খাগড়া নৌকা







ভাসমান শ্বর







উর্বরতার সঙ্গে যুক্ত ফেল্লিক চিহ্ন







প্রতীকায়িত মানুষের প্রবেশ-প্রস্থান, আধ্যাত্মিকতা, শাশ্বত পরিবেষ্টীত উপাদান।







সম্প্রসারিত মন্দির।







অনেক ক্ষেত্রেই প্রায়শই তাদের শিল্পে ডান-বাম প্রতিসাম্য ভঙ্গি হিসেবে ব্যবহৃত হত সাপ।







পাথর কারিগরি।







অনুরূপ সুদর্শন শিল্পকর্ম যা প্রতিসাম্য ও গূঢ় প্রতীকীবাদ নিবদ্ধীত।







আতেন চিত্রলিপিতে ব্যবহৃত বর্ণমালা বিশেষ যা উভয় সংস্কৃতির মধ্যে স্বয়ং একটি প্রতীক হিসেবে মাঝখানে একটি বিন্দুর সঙ্গে একটি বৃত্ত হিসেবে তাদের সৌর দেবতাকে বোঝান হত।



Having uncovered many of these parallels themselves, the two cultures were children of the same ancestral Mother Culture or Golden Age “Atlantis” culture.



-The Victorian Scholars



Atlantis sank into the Atlantic Ocean following a kind of Flood-like Catastrophe, but left behind outposts on either side of the Atlantic Ocean that preserved its culture.



-Plato



এতসব মিল থাকার পরেও আটলান্টিকের তীরবর্তী এই দুই সভ্যতার এই মিলগুলোকে একেবারেই উপেক্ষা করা হয়ে থাকে। এর কারন হয়ত রহস্যে ঘেরা ইনকা এবং মিশরীয়রা প্রকৃতপক্ষে অঘোরে অনুরূপ প্রকৃত ক্ষমতার উৎস। তাদের একে অপরের সাথে কোনরূপ যোগাযোগ না থাকা সত্ত্বেও এখনো তারা উভয় একটি সাধারণ ঐতিহ্য ধারন করে আছে।





















মন্তব্য ১০৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: দুটি সভ্যতার তুলনামূলক তথ্য সমৃদ্ধপোস্ট ভাল লাগলো ।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ বড়দা। :)

২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।
চমৎকার পোস্ট !!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ সুমন দা। :)

৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫২

এহসান সাবির বলেছেন: পোস্ট ভালো....
সত্যিই দারুন। ব্যাপক তথ্য.........!!


অটঃ ভাই দেব দেবি/ মিথ/ ইনকা/মিশর/ ফেরাউন... বেশ অনেকই হলো.... এবার একটা ভালো কবিতা পোস্ট করা যায় না?

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


গতকাল স্বপ্নদের বাড়ি গিয়েছিলাম,
কি অদ্ভুত দেখতে ওরা,
পরনে নিদারুন কষ্ট,
খাবার বলতে সামান্য কটা দেনা,
তাই নিয়ে সুখের সংসার ওদের।
ওদের চোখেও অশ্রু ঝরে;
কিন্তু ওরা একে সমুদ্র বলেই জানে।

কিছু ক্ষুধার্ত শকুন কি দেখেছিলাম ?
ঠিক মনে পরছেনা !
হবে হয়ত !
শকুনের মতই দেখতে কিছু দেখেছিলাম;
বসে ছিল স্বপ্ন ছিঁড়ে খাবে বলে।

অহেতুক করুনা নয়,
বল আমি স্বপ্ন দেখব বলে
স্বপ্ন দেখতে চাই;
আমি বারবার আশাহত হই বলে
আশাহতই হয়ে রই।

আমাকে কেউ বলেনা,
কেউ দেখেনা,
শূন্য পাতায় কেউ খোজেনা,
অতৃপ্ত নোনা পানিতে তৃষ্ণা মেটেনা,
আমি তব স্বপ্ন হব;
কেউ বলেনা, কেউ বলেনা !!

৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:০৮

শান্তির দেবদূত বলেছেন: ওয়াও! কিভাবে সম্ভব এত মিল? কাকতালিয়ের ওতো একটা লিমিট আছে? এ মিল বিষয়ে কি আসলেই কোন ব্যাপক গবেষণা হয়নি? না কী কোন কুলকিনারা করা সম্ভব হয় নি?

অনেক কিছু জানা হলো সেই সাথে না জানার পরিমানটাও বেড়ে গেল সমান তালে। শুভেচ্ছা।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

গবেষণা হয়েছে। এখনও হচ্ছে তবে সত্যটা গোপন করার চেষ্টা রহস্যকে আরও বাড়িয়ে দেয় বহুগুণ। তবে যতদূর জানি কূলকিনারা করা সম্ভব হয়নি।

শুভকামনা ও কৃতজ্ঞতা নিরন্তর।

৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:২১

বেকার সব ০০৭ বলেছেন: আপনার কাছ থেকে নতুন তথ্য জানলাম পোস্টে+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ দিলাম

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এতগুলো প্লাস আমার জন্য অনেক বেশি পাওয়া। শুভ কামনা সব সময়ের জন্য।

৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:২২

রাতুল_শাহ বলেছেন: এত মিল!
অনেক অজানার মধ্যে আছিরে ভাই।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


জানার আগ্রহ থেকেই মূলত এমন পোস্ট দেয়া। কৃতজ্ঞতা রইল।

৭| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:৩৫

রুদ্রাক্ষী বলেছেন: আমার কি মনে হয় জানেন। আসলে তাদের উৎপত্তি একই সভ্যতা থেকে। হয়ত আরো পুরোনো কোন সভ্যতা.....। আর তাই এত দুরত্ব সত্তেও তাদের মধ্যে রয়ে গেছে চমকে দেয়ার মত মিল। যেন দুই জায়গায় দুই জমজ ভাই। দারুন জিনিস জানালেন ভাই। অসংখ্য প্লাস রইলো। ভাল থাকবেন।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ধরে নিলাম তাদের উৎপত্তি একই সভ্যতা থেকে কিন্তু এত আগে যখন সমুদ্রে জাহাজ চলাচল আবিষ্কার হয়নি তখন কিভাবে একটি সভ্যতা থেকে এভাবে মহাসমুদ্রের দুই প্রান্তে একই রকম দুটি সভ্যতা গড়ে উঠেছিল।

বিষয়গুলো সত্যি রহস্যময়। অনেক ভাবনার জন্ম দেয়।

প্লাসের জন্য কৃতজ্ঞতা রইল। শুভেচ্ছা।

৮| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০৮

এহসান সাবির বলেছেন: বাহ্.......! কবিতাটাও সুন্দর......!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


এই মাত্র লিখলাম আপনার কথায়। কিন্তু ভাই হুদাই আলু পাম দিয়েন না। এইটা কুন কবিতার পর্যায় পরেনা। :( :( :( কবিতা লিখতে ইচ্ছা করেনা। হয়ত পারিনা তাই।

৯| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:৫১

নিশাত তাসনিম বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


এত দেখছি প্লাসের রেল লাইন। অনেক অনেক অনেক ধন্যবাদ এই রেল লাইনের জন্য। :)

১০| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাস প্লাস প্লাস!!!


শোনা যায় লিখন পদ্ধতিতেও ইনকাদের ইতিহাস মিশরীয়দের মতোই সমৃদ্ধ। যদিও প্যাপাইরাসের বদলে ইনকাদের লেখালেখি ছিলো দড়িতে গিট দিয়ে দিয়ে। পরীয়াযী মানুষ বিশ্বময় ছড়িয়েছে সেই প্রাগৈতিহাসি যুগ থেকেই। কে জানে হয়তো সমুদ্রে চলাচলের কোন ব্যবস্থা তারাও করেছিলো। যারা এত শিল্প সংস্কৃতি চর্চা করে গেছে এত বিশাল সমুদ্র তারা জয় করতে চায়নি সেটা কিছুটা অস্বাভাবিক লাগে। হয়তো বিতাড়িত হয়ে ভাগ্যের খোঁজে কোন ভেলায় চেপে নিরুদ্দেশ পাড়ি দিয়েছিলো আর তাদের ভাগ্য ঠেকেছিলো পেরুর প্রত্যন্ত অঞ্চলে! স্প্যানিশদের অপরিসীম বর্বরতা আর লুটপাট না হলে হয়তো আরো কিছু ইতিহাসের সন্ধান পাওয়া যেতো!

চমৎকার কিছু ভাবনার রসদের জন্য আন্তরিক ধন্যবাদ কান্ডারী ভাই।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


মন্তব্যে সুপার লাইক। আপনার দেয়া তথ্য আমার পোষ্টকে সমৃদ্ধশালী করল। কৃতজ্ঞতা জানবেন।

১১| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৩:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: সামুতে নতুন। তাই বেশী পোষ্ট পড়া হয় নাই। তবে যতগুলো এই পর্যন্ত পড়েছি, তার মধ্যে আপনার এই পোষ্টই আমার কাছে সেরা। অনেক তথ্যবহুল একটা পোষ্ট এবং দুটো প্রাচীন সভ্যতার মধ্যে মিল দেখাতে যেয়ে দারুণ ভাবে পাশাপাশি চিত্র এবং বর্ণনা দিয়ে তুলে ধরেছেন। বেশ শ্রমসাধ্য পোষ্ট বুঝাই যাচ্ছে।
পোষ্টটা পড়ে আশ্চর্য হলাম এতো মিল কীভাবে থাকতে পারে। আপনি বলছেন গবেষণা হয়েছে এবং এখনও হচ্ছে তবু এর কারণ বা রহস্য উন্মোচিত হয় নাই।
ওপরে *কুনোব্যাঙ* এর মন্তব্যটাও আমার খুব পছন্দ হয়েছে। কিছুটা যুক্তি খুঁজে পেলাম তাতে।
অনেক ধন্যবাদ কাণ্ডারি অথর্ব।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কুনোব্যাঙ ভাইয়ের তথ্য অত্যন্ত যৌক্তিক। আপনার কাছে এই পোস্ট ভাল লেগেছে জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম। ভাল থাকুন সবসময়। কৃতজ্ঞতা রইল।

১২| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৪৬

মামুন রশিদ বলেছেন: দারুণ! দারুণ! সময় এবং প্রকৃতি দ্বারা পরষ্পর বিচ্ছিন্ন দুটো সভ্যতা এবং সমাজ কৃষ্টি আর ঐতিহ্যে কিভাবে এতটা কাছাকাছি এলো, এটা সত্যিই বিস্ময় জাগায় ।


যথারীতি চমৎকার পোস্ট !


ভালোলাগা++

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন ভাই আপনার ভাল লাগায় আমার সার্থকতা। বড় ভাইদের কাছ থেকে প্লাস পাওয়া পরম সৌভাগ্যের এবং অবশ্যই দোয়াও বটে। কৃতজ্ঞতা চিরদিনের জন্য। আপনাকে সবসময় পাশে পাই বলেই এখনও ব্লগিং করি।

১৩| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ইন্টারেস্টিং! রিচার্ড ক্যাসেরো নামের একজন সাংবাদিকের ব্লগে বিষয়টি যখন প্রথম দেখলাম, তখন সত্যই স্তম্ভিত হয়েছিলাম। এতো মিল কীভাবে হয়? পৃথিবীর সকল শাসকই কি এক! ;)

আমাদের মহেনজোদারো বা হরপ্পা সভ্যতার সাথেও এর কিছু মিল পেয়ে যাবেন নির্ঘাত :)

আমরা পাঠ্যপুস্তকের বদৌলতে মিশরীয় সভ্যতা সম্পর্কে যা জানি, ইনকা ও এসটেক সভ্যতা নিয়ে তার সিকিও জানি না। জানা দরকার ছিল।

বিষয়টি বাংলাভাষীদের জন্য উপস্থাপন করে বিশাল কাজ করেছেন ভাই। অভিনন্দন.....
এবং অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা :)

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ক্যাসেরো, আমার দেখা সবচেয়ে গুনী একজন সাংবাদিক। তার প্রতিটি তথ্য ভাবনার রসদ। আমি তার ভক্ত।

আপনার মন্তব্যে মহেনজোদারো বা হরপ্পা সভ্যতা নিয়ে নতুন করে ভাবনায় পরে গেলাম। আর এখন থেকেই লেগে পরলাম এই দুই সভ্যতা নিয়ে।

অনুপ্রেরণা দেয়ার জন্য কৃতজ্ঞতা মইনুল ভাই।

১৪| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

দি সুফি বলেছেন: অনেক আগে ইনকাদের নিয়ে কিছুটা পড়েছিলাম। তবে এরকম মিলের কথা শুনিনি।
প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক পড়ে মূলত ইনকাদের সভ্যতা গড়ে ওঠে। তাই আমার কাছে মনে হয়না এরকম মিল থাকাটা খুব একটা রহস্যময় বা অসম্ভব।

অনেকদিন পর সামুতে একটা অন্যরকম পোষ্ট পেলাম। +++

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


রহস্যময় বা অসম্ভব নয় তবে মনের ভেতর অনেক প্রশ্নের জন্ম দেয়। অনেক কিছুর প্রমান করে, অনেক সম্ভাবতার জন্ম দেয়।

আপনার জন্য অসংখ্য শুভকামনা।

১৫| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ইনকা সভ্যতা সম্পর্কে ওয়াচে থাকা শঙ্খনীল কারাগারের একটি তথ্যবহুল পোস্ট।
দেখতে চাইলে : রহস্যময় “ইনকা সভ্যতা” ও তাদের বিস্তারিত ইতিহাস

কবিতাটাও অসাম লাগছে কিন্তু চোখের পানি ধরে রাখতে পারিনি এই লাইনটায়

কিছু ক্ষুধার্ত শকুন কি দেখেছিলাম ?
ঠিক মনে পরছেনা !
হবে হয়ত !
শকুনের মতই দেখতে কিছু দেখেছিলাম;
বসে ছিল স্বপ্ন ছিঁড়ে খাবে বলে।

অনেক কিছূ জানলাম আপনার অসাধারণ পোস্ট থেকে।
কস্টের জন্য ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


লিঙ্কের জন্য ধন্যবাদ।

শুধু বলব ভাই দোয়া করি ভাল থাকুন সবসময়। ভাল থাকতে পারাটা পরম সৌভাগ্যের। সবার কপালে জোটেনা।

১৬| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: কি মিল !!

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম অনেক মিল এই যেমন তোর আর আমার মধ্যে অনেক মিল। ;)

১৭| ১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৫

একলা ফড়িং বলেছেন: অদ্ভুত কাকতালীয় কাকতাল!!!


আমাকে কেউ বলেনা,
কেউ দেখেনা,
শূন্য পাতায় কেউ খোজেনা,
অতৃপ্ত নোনা পানিতে তৃষ্ণা মেটেনা,
আমি তব স্বপ্ন হব;
কেউ বলেনা, কেউ বলেনা !!

কবিতাটা অনেক বেশি সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


কাকতালীয় অথবা হোরাসের এক্সিস্টেন্স সর্বকালে সব সভ্যতায় বিদ্যমান এটা যে সত্য নয় তেমনটাও হয়ত যৌক্তিক।

আর এই কবিতা যে ভাল লাগতে পারে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

১৮| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

আছিফুর রহমান বলেছেন: এতো দুরে অবস্থান হওয়ার পর ও এতো মিল ক্যান। এর দ্বারা কি বোঝানো হয়,
এলিয়ান নয় তো????

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


এলিয়ান হবে কেন ভাই। তবে এত দূরে অবস্থানের পরেও দুটি সভ্যতার মাঝে এমন মিল থাকাটা রহস্যের। সেই রহস্য হয়ত একদিন আমাদের কাছে পরিষ্কার হবে।

১৯| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

কয়েস সামী বলেছেন: ++++ priyote nilam.

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার প্রিয়তে স্থান পেয়ে ভীষণ খুশি লাগছে।

২০| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

মোঃ ইসহাক খান বলেছেন: জগতের রহস্যময়তা নিয়ে কারো ভাবনা দেখাটাও আনন্দের!

শুভেচ্ছা রইলো।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রিয় গল্পাকারের কাছ থেকে মন্তব্য পাওয়াটাও সৌভাগ্য ও আন্দদের। ভাল থাকবেন ভাই সবসময়।

২১| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব লেখা! চমৎকার লাগল।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ঢাকাবাসী।

২২| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২২

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার পোস্ট থেকে অনেক কিছু জানলাম ।
আর আপনার তাৎক্ষনিক লিখা কবিতায় অভিভূত হয়ে গেলাম ।কবিতাটা বেশি
ভাল লাগল ।ধন্যবাদ ,শুভ কামনা রইল ।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


এমন কমপ্লিমেন্ট আমার জন্য অনেক বড় পাওয়া। শুভেচ্ছা রইল।

২৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৯

কালীদাস বলেছেন: কিছুটা মিল আছে।
যতদূর মনে পড়ে জিনিষটা নিয়ে ডিবেটও আছে মেলা :|

ভাল জিনিষ :)

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


মন্তব্য ও পাঠে কৃতজ্ঞতা জানবেন। যে ডিবেটের সমাধান চেষ্টা করলেই সমাধান করা সম্ভব কিন্তু কেন হচ্ছেনা সেটাই এক রহস্য।

২৪| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:১১

শুঁটকি মাছ বলেছেন: অস্থির একটা পোস্ট হয়েছে। তবে মিশরীয় সভ্যতাটা তুলনামূলক বেশী উন্নত মনে হল।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক খুশি হলাম আপনার ভাল লাগায়। আর হ্যাঁ অবশ্যই মিশরীয় সভ্যতা প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নত এবং বৈজ্ঞানিক সভ্যতা যা আজও নানা রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে।

২৫| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অদ্ভুত মিল, এবং লেখাটাও অসাধারণ।

কিছু কিছু মিল তো অবশ্যই খুব রহস্যময়; তবে কিছু কিছু মিলের ক্ষেত্রে যদি আমরা মিল দেখাতেই চাই, খুঁজলে হয়তো অন্যান্য সভ্যতায়ও তার মিল পাওয়া যেতে পারে। আবার কিছু কিছু জিনিসের ক্ষেত্রে যদিও মিল বলা হচ্ছে, ওগুলো আবার মিল নাও হতে পারে, বা ঐ মিলগুলো অন্যান্য সভ্যতায়ও হয়তো সহজেই খুঁজে পাওয়া যাবে। নিচের দিকের ৫-৭টা চিহ্ন ঐরকম অ-মিল হিসাবে ভাবা যায়।

কিন্তু বিষয়গুলো নিশ্চয়ই অনেক রহস্যের জন্ম দিচ্ছে।

শুভেচ্ছা।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার বলেছেন আপনার সাথে সহমত তবে এই দুটি সভ্যতার এই মিল অমিল নিয়ে অনেক গবেষণা হয়েছে, যুক্তি তর্ক আছে অনেক। তবে কোন এক অদৃশ্য কারণে সেগুলো উপেক্ষা করা হয়েছে। আর রহস্যের জন্মটাই এখান থেকে শুরু।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর ভাইয়া।

২৬| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার পোষ্ট ।
অনেক কিছু জানা গেল ।
দুটি সভ্যতার তথ্য সমৃদ্ধপোস্ট ভাল লাগলো ।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ উদাস কিশোর ভাই। শুভেচ্ছা।

২৭| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ২:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: অবশ্যই প্রিয়তে । কমেন্টে কবিতা পেলাম একটা । তোর সেরা লেখা !

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সেরা লেখা যখন দিয়েই ফেলেছি তখন আর পোস্ট না দিলেও হবে। :D

যাই হোক অনেক অনেক অনেক কৃতজ্ঞতা ও দোয়া সব সময়ের জন্য রইল।

২৮| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:




দুটি সভ্যতার এত মিল সত্যি আশ্চর্যজনক। তবে সৃষ্টিশীলতা দেখে মনে হচ্ছে একে অন্যকে অনুকরণ করেছে। হতে পারে সৃষ্টিকর্তা মানুষের চিন্তাশক্তি ও সৃষ্টিশক্তি প্রায় কাছাকাছি দিয়েছেন। আর না হয় তারা এই মহা সমুদ্রকে অতিক্রম করে একে অন্যকে অনুসরণ করেছে। যার নজির হয়তো কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে একটা বিষয় দেখে মনে হল সমুদ্র জয় করতে পারেনি এটা ধরে নেয়া ঠিক হবেনা। সেটা হল খাগড়া নৌকা।


এধরণের ঘটনাও ঘটতে পারে, ইনকা সভ্যতা দেখতে আসা মিশরীয়রা ইনকাদের কাছে ধরা পড়ে ভাষাগত অমিলের কারণে এলিয়েন হিসবে মারা পড়েছে। আবার মিশরীয় সভ্যতা দেখতে আসা ইনকারা মিশরীয়দের কাছে এলিয়েন হিসেবে মারা পড়েছে। ;)



অনেক তথ্যবহুল একটি পোষ্টের জন্য ++++++++++++++

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


শোভন ভাই মিশরীয় সভ্যতা ইনকাদের বহু আগের সভ্যতা। সেই ক্ষেত্রে ইনকাদের প্রভাবিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে খাগড়া নৌকা করে মহাসমুদ্র পার হওয়া সম্ভব নয়।

চমৎকার একটি মন্তব্য আরও কিছু নতুন ভাবনার জন্ম দিল। কৃতজ্ঞতা রইল।

২৯| ১৫ ই মার্চ, ২০১৪ ভোর ৫:২৯

রাসেলহাসান বলেছেন: বরাবরের মত অসাধারন! অসাধারন! পোষ্ট!
সত্যি চমৎকার সব সংগ্রহ আপনার। অনেক ভালো লেগেছে।
এতো মিল থাকার পেছনে কারন কি? মিশরীয় আর ইনকা কি আসলেই ভিন্ন ছিলো? নাকি এদের একজনের সভ্যতা আরেকজন দেখে নকল করছে?
এসব রহস্য ঘেরা আরো অনেক অনেক পোষ্ট চাই!
বিশেষ করে মিশরীয় রহস্য নিয়ে আরো কিছু পোষ্ট দিলে ভালো লাগবে। আমার এদের সম্পর্কে আরো গভীর কিছু জানার ইচ্ছা।

পোস্টে প্লাস দিয়ে গেলাম..
+++++++++++++++

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সাথেই থাকুন নিশ্চয় মিশর কিংবা এই ধরনের রহস্য নিয়ে আরও পোস্ট পাবেন সামনে যদি বেঁচে থাকি। তবে ভীষণ অনুপ্রেরনা পেলাম আপনার মন্তব্যে। কৃতজ্ঞতা জানবেন।

৩০| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৭:৫৮

গোর্কি বলেছেন:
ফ্যানটাস্টিক!!! দারুণ পোস্ট। অনেক ভালোলাগা রইল।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


এই একটি শব্দই অনুপ্রেরণা দেয়ার জন্য যথেষ্ট। শুভ কামনা সব সময়ের জন্য।

৩১| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

ডট কম ০০৯ বলেছেন: কোন বইয়ে জেন পড়ছিলাম এলিয়েন দের কাছ থেকে ওরা এইগুলা শিখেছিল।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি কিন্তু ভাই এলিয়েন টেলিয়েন বিশ্বাস করিনা। শুভেচ্ছা শুভকামনা নিরন্তর।

৩২| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

বশর সিদ্দিকী বলেছেন: দারুন তো B:-) । বিষয়টা একেবারেই অজানা ছিল। দুটি সভ্যতার তুলনামুলক চিত্র্রগুলো লেখাটাকে আরো তথ্যপুর্ন করেছে। ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক অনেক ধন্যবাদ বশর ভাই। ভাল থাকা হোক সব সময়।

৩৩| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০

মুদ্‌দাকির বলেছেন: হুম , মিল গুলো অদ্ভুত !!! তবে মানুষের পছন্দ আর আকর্ষনের ব্যাপার গুলো একি রকম!!!! এটা আবারো প্রমানিত হয়। আবার মানুষর আবেগীয় ভালোলাগার ব্যাপারগুলোও এক রকম। দেখেন না "মা" শব্দটা পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রায় একি রকম, ব্যাপার গুলো ঐশ্বরিকও হতে পারে, তবে মানবিক কো-ইন্সিডেন্স হলে অবাক হব না, আফটার অল মানুষ কে বানাই সে???????!!!!!

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

তবে ভাই কাকতালীয় ব্যাপারটা আমি মেনে নিতে পারিনা। আমার কাছে কেন যেন মনে হয় কোন কিছুই কাকতালীয় নয়। সব কিছুই যৌক্তিক শুধু উপযুক্ত ব্যাখ্যা প্রমান দাড় করাতে পারিনা বলেই এমনটা হয়। আর আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাই এর প্রধান কারন।

শুভেচ্ছা।

৩৪| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

নাভিদ কায়সার রায়ান বলেছেন: চরম! এতো গবেষণা করার টাইম পান কোই?

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


উত্তরটা খুব সহজ ভাই। কাজকর্ম নাই তাই অফুরন্ত সময় পাওয়া যায়। শুভেচ্ছা ও শুভকামনা সবসময়ের জন্য।

৩৫| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: কতটা কম জানি আমরা! পোস্ট দেখে আক্ষেপে ভরে যাচ্ছে মন।

হ্যাটস অফ প্রিয় কান্ডারি। অসাধারণ পোস্ট। বারবার পড়ে চমকিত হবার মত।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক অনেক ধন্যবাদ ও অনুপ্রেরণা দেয়ার জন্য কৃতজ্ঞতা ভাই।

৩৬| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৬

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মিলের বিষয়গুলো তো জানতাম না । আলাদা আলাদা ভাবে সবই দেখেছি কিন্তু কখনই মিলের বিষয়টা ভেবে দেখিনি । খুবই অবাক হলাম । পোস্টে +++++++++++++++++++++++

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মিলের বিষয়গুলো নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম তারপর এই পোস্ট। প্লাসে কৃতজ্ঞতা রইল আদনান ভাই।

৩৭| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৩

তাসজিদ বলেছেন: আমার কিন্তু ইনকা থেকে মিশরীয় সভ্যতাই বেশি টানে।

পোস্ট এ+

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সেম টু ইউ তাসজিদ ভাই। আমারও মিশরীয় সভ্যতাই বেশি প্রিয়।

এ+ পেয়ে খুবই আপ্লুত।

৩৮| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১:২৭

টুম্পা মনি বলেছেন: অসাধারণ পোষ্ট!!!!!!! অনেক ভালো লাগল।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কবি। ভাল থাকা হোক সব সময়।

৩৯| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৫

অদৃশ্য বলেছেন:





বরাবরের মতোই সুন্দর... অনেক অজানা জানা হচ্ছে আপনার এমনসব লিখাগুলো থেকে...

তবে সত্য বলতে কি, আমি কিন্তু আপনার আছ থেকে জ্বিন পরীদের নিয়ে একটি সুপার পোষ্টের অপেক্ষাতে আছি কান্ডারী ভাই...

শুভকামনা...

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


অদৃশ্য ভাই কথা দিচ্ছি জীনদের নিয়ে একটি পোস্ট দিব। আমারও ইচ্ছে রয়েছে তবে পরীদের নিয়ে দেয়া সম্ভব হচ্ছেনা কারন তাদের অস্তিত্ব নেই। তবে আমাকে এই পোস্টের জন্য কিছুটা সময় দিতে হবে। শুভেচ্ছা রইল।

৪০| ১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৭

চিরতার রস বলেছেন: যমজ সংস্কৃতির তথ্যবহুল উপস্থাপণ উপভোগ করলাম।

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় চিরতার রস।

৪১| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৬

ফারজানা শিরিন বলেছেন: দারুণ !!!

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ওরে কতদিন পর আপনাকে ব্লগে পেলাম। কোথায় ছিলেন ? কেমন আছেন?

৪২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৯

যক্ষা_রোগী বলেছেন: অতি ভয়াবহ রকমের চমৎকার!

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই মন্তব্য পরে চোখে পানি চলে এসেছে। এতটা প্রত্যাশা করিনাই। শুভেচ্ছা রইল।

৪৩| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ। শুধুই কি অসাধারণ !!! প্রচন্ড রকমের অসাধারণের মোড়কে তথ্য সমৃদ্ধ একটি পোস্ট পড়ে জ্ঞানের সীমাকে একটু বাড়িয়ে নিলাম।

অনেক অনেক শুভকামনা

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন: ধন্যবাদ

৪৪| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৪

মিনহাজ শুভ বলেছেন: এত তথ্য পান কই ?
ইমন যুবায়ের আপনার কি আত্মীয় হয় নাকি ?
চালাইয়া যান থামবেন না ।

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন: ধন্যবাদ

৪৫| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

কালোপরী বলেছেন: :) :) :)

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন: ধন্যবাদ

৪৬| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অজানা একটা জিনিস জানা হল!

পোস্টে ++

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন: ধন্যবাদ

৪৭| ১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

বোকা ডাকু বলেছেন: ভাইরে আমার সীমাবদ্ধ মস্তিষ্কে সীমিত জ্ঞান যে কত টা সীমিত তা আপনার এই সুবিশাল তথ্যসমৃদ্ধ পোষ্ট দেখে বুঝলাম। চোখে মুখে অন্ধকার দেখতেসি। দুনিয়াতে রহস্যের শেষ নাই!

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন: ধন্যবাদ

৪৮| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জানার আছে অনেক কিছু... :)

২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ভাই।

৪৯| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: উভয় সংস্কৃতির একক চোখ বা মাইন্ড আই বা অন্তর চোখ বা থার্ড আই বা তৃতীয় চোখ যা সূর্য বা ভেতরের আত্মা সূচিত।


ধন্য হলাম.. মিল অমিলের কারখানা হাজার হাজার বছর ধরে...

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


মিল অমিলের কারখানা হাজার হাজার বছর ধরে...

বাহ!! দারুণ বলেছেন ভাই :) :)

৫০| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল...এভাবে জানা ছিল না, দুই সভ্যতার কথা শুনেছিলাম কিন্তু এত মিল জানা ছিল না...ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৫১| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কত কিছু যে জানা বাকি!!!! কত কিছু রয়েছে অজানা!!
দারুন একটা পোষ্ট! খুবই ভালো লাগল।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার মন্তব্য সবসময় আমাকে ব্লগিং এর প্রেরনা দেয়। নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি। কৃতজ্ঞতা জানবেন সবসময় এভাবে পাশে থাকার জন্য।

৫২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

তারছেড়া লিমন বলেছেন: দারুন তুলনামূলক বিশ্লেষণ ............... আমি এই পোষ্ট মিছালাম ক্যামতে>>>>>....

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


মিছাইছেন তাতে কুন সমস্যা নাই। এখন পড়ছেন তাতেই কৃতজ্ঞতা জানবেন লিমন ভাই।

৫৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০

শংখনীল কারাগার বলেছেন: অসাধারণ পোস্ট।

অজানা একটি বিষয় জানলাম।

ধন্যবাদ আপনার সুন্দর লেখনীতে এই অভিনব বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপন করে শেয়ার করার জন্য।

২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ, অনুপ্রাণিত হোলাম মন্তব্যে। ভাল থাকুন সব সময়।

৫৪| ১১ ই মে, ২০১৪ রাত ১২:২১

আপেক্ষিক বলেছেন: অনেক সুন্দর পোস্ট!!

১১ ই মে, ২০১৪ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ভাই। মন্তব্যে অনুপ্রানিত হোলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.