নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাব

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০









বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাতে এসেছি,

ঘন তমসার সিঁথিতে সিঁদুর এঁকে খুনসুটি করব বলে; তোমার বুকে।

আস্তাবলের গোপন কুঠুরীতে লেলিহান আমি,

তৃষ্ণার্ত বৈরী বাতাসে ভবঘুরে স্বপ্নিল মনে ভাবি,

চলে যায় আমার বসন্তের দিনগুলো;

যদি মেঠোফুলের পাতায় পাতায় রং লাগে,

পাঁপড়ির এলোমেলো বিন্যাসে;

যদি দাউ দাউ করে জ্বলে কাটফাটা চৈত্রের দুপুর,

ধন্য হবে কি তোমার নরম কোমল মাটির অধর ?

হঠাৎ ঘুম ভাঙতেই দেখি,

তোমার জানালা আর ভেতরের ঝরে পরা শরীর জ্বলে পুড়ে অঙ্গার।



স্বপ্নদের বাড়িতে অদ্ভুত গড়ন নিয়ে নিদারুণ কষ্টদের বসবাস,

অশ্রুর সমুদ্রে শোভিত দেনায় গোছানো সুখের সংসার,

কিছু ক্ষুধার্ত শকুনের স্বপ্ন ছিঁড়ে খাওয়ার বাসনা;

আর তোমার অহেতুক করুনা,

শূন্য পাতায় নোনা জলের তৃষ্ণা মেটায়।

আমি তব স্বপ্ন হব;

বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাব।

মন্তব্য ৮২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৫

লাবনী আক্তার বলেছেন: আমি তব স্বপ্ন হব;
বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাব।




চমৎকার!! প্রতিটা কথা বেশ উপলব্ধি করলাম।

কেউ কেউ হয়ত কারো কারো ফিরে আসার জন্য এভাবেই দহন পোহায়। কিন্তু আসলেই কি বুঝে তারা এই অপেক্ষার কি যন্ত্রনা??

সত্যিই বুঝেনা । :(

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


কথায় আছে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার আদায়ের মত বিড়ম্বনা আর নাই। কারও কারও ক্ষেত্রে কথাটা ভীষণ ভাবে ক্রিয়াশীল।

আপনার জন্য শুভকামনা।

২| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৬

আমিনুর রহমান বলেছেন:




আমি ভাবছি এইটা যৌগিক নাকি মৌলিক পোষ্ট !

এই পোষ্ট নিয়ে একটা মিটিঙে বসা দরকার পোষ্ট বিশেষজ্ঞদের নিয়ে।
বিশেষজ্ঞ মানে আবার আপনে কিন্তু ভাইবেন না বিশেষভাবে অজ্ঞ ;)

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


এটা একটা নিষ্ক্রিয় পোষ্ট :D

আমিও কি সেই মিটিঙে অংশগ্রহণ করতে পারব ? আমিত আবার বিশেষভাবে অজ্ঞ :||

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

অদৃশ্য বলেছেন:






আহ্‌... সুন্দর ... অনেক সুন্দর

অবশ্য সাথে তীব্রও বলা যায়...


কান্ডারী ভাইয়ের জন্য
শুভকামনা...

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


অন্তরে তুষের আগুন জ্বলে রইয়া রইয়া .......

দগ্ধ হৃদয়ের শুভেচ্ছা প্রিয় অদৃশ্য

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১

আমিনুর রহমান বলেছেন:





আরে ভাই আমার বা আপনার মনে হয় সেখানে যাওয়ার কুনু অনুমতি আছে :/

০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কেন কেন !! আমি আর আপনি আর কিছু না হোক এক কাপ চাত অন্তত খেয়ে আসতে পারব ফ্রিতে ;)

৫| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার! ভালো লাগল!

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় কা_ভা কিন্তু লাচ্ছিত খাওয়া হলোনা :(

৬| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮

বৃতি বলেছেন: ভাল লাগলো ভাইয়া :)

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



চৈত্রের চৈতালিতে ভাল থাকা হোক সবসময়।

৭| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল!

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



অগ্রীম বৈশাখী শুভেচ্ছা :)

৮| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬

ৎঁৎঁৎঁ বলেছেন: চলে যায় আমার বসন্তের দিনগুলো;
যদি মেঠোফুলের পাতায় পাতায় রং লাগে,
পাঁপড়ির এলোমেলো বিন্যাসে;
যদি দাউ দাউ করে জ্বলে কাটফাটা চৈত্রের দুপুর,
ধন্য হবে কি তোমার নরম কোমল মাটির অধর ?


আহা! এই চাঁন্দিফাটা চৈত্রের রোদে দুই ঘন্টা ঝা ঝা ঘুরে এসে বসলাম, ব্লগে ঢুকলাম, আপনার কবিতাটা শান্তি এনে দিল!

শুভ দুপুর সুপ্রিয় কান্ডারী ভাই!

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


বিরহের এই কবিতা প্রিয় কবির মনে শান্তি এনে দিতে পেরেছে; ধন্য আমি ধন্য।

শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবির জন্য সবসময়।

৯| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিরহী যন্ত্রণার বহিঃপ্রকাশ কবিতার পঙক্তিতে চমৎকার ভাবে ফুটে উঠেছে। কবিতায় রূপক এবং উপমার ব্যবহার খুব ভালো হয়েছে। ভাবের বিন্যাসও নজর কাড়া। খুব ভালো লাগলো কাণ্ডারি অথর্ব।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


মন্তব্যে ভীষণ ভাবে অনুপ্রানিত হোলাম। কৃতজ্ঞতা জানবেন।

১০| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: যেমন ছবি তেমন তার শব্দ এবং বাক্য বিন্যাস---------দারুন এবং দারুন

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ, ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ।

১১| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতার স্বাদ পাইলাম মনে হইলো আপনার কবিতায় :) । শুভেচ্ছা রইলো ভাই ।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



গুরু বেঁচে থাকলে হয়ত এতক্ষনে আমাকে বলত কবিতার যে ক টাও লিখতে পারিস না...... ওরে অথর্ব !!!

১২| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অতি উত্তম !

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কতটুকু উত্তম নাকি সুচিত্রা সেন বললে ভাল হত।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর একটি কবিতা পড়লাম।
প্রতিটি লাইন উদ্ধৃতি করার মতো :)

শেষ লাইন দিয়ে কবিতার শিরোনাম দেবার বিষয়টিও ভালো লেগেছে।

কবিকে শুভেচ্ছা!

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সুপ্রিয় ব্লগার আমি কিন্তু কবি না !!

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রিয় ব্লগারের জন্য সবসময়।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

মামুন রশিদ বলেছেন: আমি তব স্বপ্ন হব;
বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাব।


তবু যদি আমাদের গরম লাগাটা কমে.. 8-|


কবিতা ভালো লেগেছে কান্ডারি :)

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ফিরে আসার দহনইত পোহাচ্ছি মামুন ভাই। জানিনা এই দহন শেষ হবে কবে ?

১৫| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ওই ভাই মাঝে মাঝে কোথায় হারিয়ে যান বলেন দেখি ?

১৬| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ !

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


মুন ভাই বৈশাখের গরম গরম শুভেচ্ছা রইল।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৪

সায়েদা সোহেলী বলেছেন: স্বপ্নদের বাড়িতে অদ্ভুত গড়ন নিয়ে নিদারুণ কষ্টদের বসবাস,
অশ্রুর সমুদ্রে শোভিত দেনায় গোছানো সুখের সংসার,
কিছু ক্ষুধার্ত শকুনের স্বপ্ন ছিঁড়ে খাওয়ার বাসনা;
আর তোমার অহেতুক করুনা,
শূন্য পাতায় নোনা জলের তৃষ্ণা মেটায়।


বাহ !! +++

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এই বৈশাখ জীবনে সুখ বয়ে আনুক।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৫০

নিশাত তাসনিম বলেছেন: সুন্দর কবিতাটি বেশ লাগলো পড়ে। +

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


পড়ার জন্য কৃতজ্ঞতা নিশাত ভাই।

১৯| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:




তৃষ্ণার্ত বৈরী বাতাসে ভবঘুরে স্বপ্নিল মনে ভাবি,
চলে যায় আমার বসন্তের দিনগুলো;
যদি মেঠোফুলের পাতায় পাতায় রং লাগে,
পাঁপড়ির এলোমেলো বিন্যাসে;
যদি দাউ দাউ করে জ্বলে কাটফাটা চৈত্রের দুপুর,
ধন্য হবে কি তোমার নরম কোমল মাটির অধর ?


চমৎকার লাগলো।


আমি তব স্বপ্ন হব;
বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাব।


শেষটা দুর্দান্ত!!


অনেক অনেক ভাললাগা কাণ্ডারি ভাই।


+++++++++++++++++++++++++

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ শোভন। চল এই গরমে প্রতিদিন আইস টি খাই। :)

২০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:
কি কথা মনে করিয়া দিলেন /:)

নেন আপনার জন্য ও আমার জন্য দুই গ্লাস আইস টি বানাইলাম।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আহ !! প্রাণটা জুড়ায় গেলো

২১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ২:৪৭

বৃত্তে বন্দী বলেছেন: বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাব।


এটা বেশি ছুঁয়ে গেছে

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ছুঁয়ে যাওয়ার মাঝে শান্তি। শুভেচ্ছা রইল।

২২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

জেরিফ বলেছেন: ধন্য হবে কি তোমার নরম কোমল মাটির অধর
কেউ আছেন , থাকলে আওয়াজ দিবেন :!> :!>


প্রেমে পড়ে গেলাম :#> :#> :#>

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



ছেলেটা দেখি দারুন রোম্যান্টিক !!!

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খুবই চমৎকার!
ভালো লাগল!!

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৪১

রাসেলহাসান বলেছেন: অসম্ভব সুন্দর!!
একেবারে ছুয়ে গেলো।

প্লাস :) +++++++++++++++++++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা।

২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯

মোঃ ইসহাক খান বলেছেন: শক্তিশালী শব্দমালা।

ভালো থাকুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার মন্তব্য পেয়ে ভাল লাগছে। শুভ কামনা নিরন্তর প্রিয় গল্পাকার।

২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩

লিরিকস বলেছেন: সুন্দর পোস্ট।
গান শুনুন মন ভালো রাখুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রান

শুভেচ্ছা

২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ৮:০২

রুপসী2012 বলেছেন: দারুণ।

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ, অনুপ্রানিত হোলাম মন্তব্যে।

২৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২১

গোর্কি বলেছেন:
চৈত্রের তাপদাহ থেকে গ্রীষ্মের কালবৈশাখীর জন্য আকুলতা!
শৈত্যপ্রবাহ থেকে গ্রীষ্মের তাপদাহর জন্য ব্যকুলতা!!
সবার আশাই যেন পূর্ণ হয়!!!
আন্তরিক শুভকামনা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেকদিন পর দেখা হল আপনার সাথে। নিশ্চয় ভাল আছেন ?

শুভকামনা ও শুভেচ্ছা সব সময়ের জন্য।

২৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: চমৎকার লেখা ! ঠান্ডা হলাম..

০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ। আপনি ঠাণ্ডা হয়েছেন জেনে অনুপ্রানিত হোলাম। শুভেচ্ছা।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমি তব স্বপ্ন হব
বহ্নিতে তোমার ফিরে আসার দহন পোহাব।

সুন্দর

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাসুম ভাই। ভাল থাকুন সবসময়।

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭

একজন আরমান বলেছেন:
দারুন।
শিরোনামটা বেশি দারুন।

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রয়াত আরমানের জন্য অনেক শুভ কামনা।

৩২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩

মিজানুর রহমান মিলন বলেছেন: আহ্ কি চমৎকার ! খুবই সুন্দর লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


মিলন ভাই মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভেচ্ছা নিরন্তর।

৩৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: "স্বপ্নদের বাড়িতে অদ্ভুত গড়ন নিয়ে নিদারুণ কষ্টদের বসবাস" এক লাইনেই হৃদয় জয় করে নিয়েছেন । :)

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল আমার বন্ধুর শনে।

ভাল থাকুন আদনান ভাই সব সময়।

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।।

০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ দুর্জয় ভাই।

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ চমৎকার লাগল কাণ্ডারি!

শুভরাত্রি।

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় শঙ্কু ভাই।

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৭

যুবায়ের বলেছেন: চমৎকার....

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ যুবায়ের ভাই।

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৬

আজীব ০০৭ বলেছেন: চমৎকার!

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল।

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

সংগ্রামী বালক বলেছেন: কি আমার মন্তব্য করিবো কান্ডারি ভাই,
আপনার লেখাটা কেনো জানি বার বার পড়িবার মন চায়।
খুব সুন্দর লিখেছেন।

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


যে মন্তব্য করেছেন তাতেই ভীষণ লজ্জা পেলাম অবশ্য সাথে অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা নিরন্তর।

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩১

শ।মসীর বলেছেন: ভাই এত কঠিন শব্দ মাথায় আসে কেমনে :)

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই লেখার সময় অটো চলে আসে.... মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভেচ্ছা নিরন্তর। :)

৪০| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: দারুন একটা কবিতা পড়লাম ভাই।

চমৎকার।

++++

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ সাবির ভাই। বৈশাখী শুভেচ্ছা রইল।

৪১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নদের বাড়িতে অদ্ভুত গড়ন নিয়ে নিদারুণ কষ্টদের বসবাস,
অশ্রুর সমুদ্রে শোভিত দেনায় গোছানো সুখের সংসার,


একেই যে প্রকৃত সুখের সংসার বলা যায় ...

কবিতা পাঠে তৃপ্তি পেলাম।
ধন্যবাদ, কান্ডারি অথর্ব।

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা অন্ধবিন্দু। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.