নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

রহস্যাবৃত যমজ স্বর্ণযুগ সভ্যতা অঘোরে অনুরূপ

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৫









প্রশান্ত মহাসমুদ্রের তীরবর্তী প্রাচীন মায়ান এবং প্রাচীন বালিনীয় সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থিত দুটি সভ্যতা। আপাতদৃষ্টিতে এই সম্পর্কহীন প্রাচীন সভ্যতা দুটি ধ্বংসাবশেষের অনুচ্চারিত গল্প হলেও এখনো রহস্যজনকভাবে উভয় সংস্কৃতির স্থাপত্য, মূর্তিশিল্প, ধর্ম একই ভাবধারায় ভিন্ন শরীরে আবিষ্ট। উভয় সংস্কৃতি যদিও মহাসমুদ্র দ্বারা বিপরীত দিকে পৃথককৃত তথাপি অনেক বিভ্রান্তিকর এবং অসমাধিত মিলের মাধ্যমে প্রাচীন মায়ান এবং প্রাচীন বালিনীয় সভ্যতা সংযুক্ত রয়েছে। এদেরকে বলা যেতে পারে সর্বশ্রেষ্ঠ প্রত্নতাত্ত্বিক প্রহেলিকা যার রহস্য আমেরিকান পণ্ডিতদের দ্বারা কেবল উপেক্ষিতই হচ্ছে। প্রত্নতত্ত্ব নিয়ে কি এমন রাজনীতি ও ব্যবসায়ী স্বার্থ জড়িত থাকতে পারে ? বিষয়টি নিয়ে গভীর ভাবে ভেবে দেখার প্রয়োজন রয়েছে।



শক্তিশালী কর্পোরেট পরিবারের একটি অতি ধনী অভিজাত শ্রেণী সফলভাবে আমাদের প্রাচীন অতীতের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সত্য গোপন করে রেখেছে। প্রভাবশালী আমেরিকান নেতাদের দ্বারা গঠিত অদৃশ্য সরকার যাদের লক্ষ্য তাদের পিতৃপুরুষদের প্রতিষ্ঠিত অর্থনৈতিক ও রাজনৈতিক স্বৈরশাসন একটি গোপন গ্লোবাল সিস্টেমের মাধ্যমে বজায় রাখা। আরো নির্দিষ্টভাবে, প্রাগঐতিহাসিক এই পৃথিবীতে একটি অত্যন্ত অত্যাধুনিক স্বর্ণযুগ সভ্যতার অস্তিত্ব গোপন করা। প্রশান্ত মহাসমুদ্রের উভয় পক্ষের দৃশ্যত একই স্বর্ণযুগ সভ্যতা হঠাৎ শেষ হয় কিন্তু পরে বিশ্বের প্রথম পরিচিত সভ্যতাগুলোর উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত হয়। দক্ষিণ-পূর্ব মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের উপর উদিত একটি অত্যন্ত উন্নত সভ্যতা প্রাচীন মায়ান; অন্য দিকে প্রাচীন বালিনীয়, দক্ষিণ পূর্ব এশিয়ার বালি দ্বীপে অবস্থিত হওয়ার পরেও রহস্যজনকভাবে অনুরূপ দুটি সমান্তরাল সংস্কৃতি।



সোপানযুক্ত পিরামিড







বালিনীয় (বামে) বেসাকিহ মাতার মন্দির এবং মায়ান (ডানে) হাই প্রিস্ট এর মন্দির বা অস্থি-আধার যাদের প্রতিটি ধাপে ধাপে বিন্যস্ত সিঁড়ির পাশ দিয়ে সজ্জিত রয়েছে পাখাত্তয়ালা ড্রাগন আর সাপের সঙ্গে। সিঁড়ির নীচে তাদের মুখ খোলা থাকে।







আর্চ স্থাপত্য







ভক্তিমূলক ভাররক্ষার্থ প্রাচীর গাত্রের প্রলংবিত অংশ যাদের উপরের অংশ ধাপে ধাপে বিন্যস্ত হলেও নিচের দিকটা সমান্তরাল ভাবে ব্রিজের মতো করে গঠিত।



মন্দিরের প্রবেশ মুখে ভয়ংকর শ্বর







রাগান্বিত পাথুরে মূর্তি জীবনের অনন্তকাল এবং ক্রমাগত পুনর্নবীকরণের একটি প্রতীক







আসিন্তিয়াউব্বাহ কাওয়াইলের আধ্যাত্মিক শক্তি অন্বেষণে প্রার্থনারত মূর্তি







বিভিন্ন ভয়ংকর প্রানী ও সাপের মুখোশ খোদিত প্রবেশদ্বার











যমজ হাতির শ্বর যা প্রকৃতি এবং মানুষের শক্তি ও বুদ্ধিমত্তাকে প্রকাশ করে







চাকানা প্রতীকসমূহ







চোখ ও কপালের মাঝে তৃতীয় চোখ







ট্রিপ্টিক











Hyperdiffusionism - the theory that all cultures originated from one [Golden Age] culture. Hyperdiffusionists deny that parallel evolution or independent invention took place to any great extent throughout history, they claim that all cultures can be traced back to a single culture.



Wikipedia



প্রশান্ত মহাসাগর দ্বারা পৃথককৃত এই দুটি প্রাচীন সভ্যতা যেন পাজল খেলার মতই; হারিয়ে যাওয়া অংশগুলোকে জোড়া লাগাতে পারলেই এই যমজ সভ্যতা দুটির পূর্বপুরুষগণকে সাধারনভাবে একত্রে প্রকাশ করা সম্ভব হবে। কিন্তু এদেরকে যদি আমরা শুধুমাত্র হারিয়ে যাওয়া সভ্যতার আলোকেই বিচার করি তাহলে আমাদের অজ্ঞাতেই রহস্য হয়ে রয়ে যাবে চিরকালের জন্য।







মন্তব্য ৯৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৯৮) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: কান্ডারি অথর্ব ভাই @ লক্ষ্য করার মতো জিনিস বটে দুইটা দুই সভ্যতা কিন্তু এতো মিল কিভাবে? কি অদ্ভুত এই পৃথিবী।

দারুন শিক্ষামূলক পোস্ট ভাই। +++++

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই প্লাসে কৃতজ্ঞতা। শুভ রাত্রি। ভাল থাকুন।

২| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১১

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভাল পোস্ট! যেন জীবন্ত উইকি ;)

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ জীবন্ত উইকি থেকে ঘুরে যাওয়ার জন্য।

৩| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৮

প্যারাডাইস বলেছেন:

খুব সুন্দর পোস্ট। অনেক কিছু জানলাম।
ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ও বৈশাখী শুভেচ্ছা।

৪| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক কিছু জানলাম, শেয়ারের জন্যে ধন্যবাদ :)

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ তনিমা আপনাদের মন্তব্য আমার ব্লগিং এর প্রেরনা। শুভ বৈশাখ।

৫| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: খুবই তথ্যসমৃদ্ধ পোস্ট। ভাল লাগল। এমন পোস্ট সামুতে আজকাল কমই পাওয়া যায়।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ অনুপ্রানিত হোলাম মন্তব্যে। শুভ নববর্ষ।

৬| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: চমৎকার পোষ্ট++++++++++++++

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



এত্ত প্লাস আমার জন্য !!!

৭| ১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: শক্তিশালী কর্পোরেট পরিবারের একটি অতি ধনী অভিজাত শ্রেণী সফলভাবে আমাদের প্রাচীন অতীতের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সত্য গোপন করে রেখেছে। প্রভাবশালী আমেরিকান নেতাদের দ্বারা গঠিত অদৃশ্য সরকার যাদের লক্ষ্য তাদের পিতৃপুরুষদের প্রতিষ্ঠিত অর্থনৈতিক ও রাজনৈতিক স্বৈরশাসন একটি গোপন গ্লোবাল সিস্টেমের মাধ্যমে বজায় রাখা।

এর কোন নির্দিষ্ট কারণ আপনার জানা আছে? কেন তারা বালিনীয় এবং মায়ানের মতো দুটো সভ্যতাকে অন্ধকারে রাখতে চাচ্ছে আর কেনই বা বিশ্ব প্রত্নতাত্ত্বিকরা এই সভ্যতা দুটো নিয়ে কোন গবেষণা করছে না?

সভ্যতা দুটো সম্বন্ধে অনেক কিছু জানলাম। এর আগে অন্য একটা পোস্টে আপনি মিশরীয় সভ্যতা এবং ইনকা সভ্যতার তুলনামূলক সাদৃশ্য নিয়ে লিখেছিলেন। দুটো পোস্টই অনেক চমৎকার। ধন্যবাদ কাণ্ডারি অথর্ব।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই, আপনার মনযোগী পাঠ ও পোস্ট বিশ্লেষণ আমার খুব ভাল লাগে।

প্রত্নতাত্ত্বিকরা এই সভ্যতা দুটো নিয়ে বহু গবেষণা করেছেন কিন্তু এই বিষয়ে অনেক তথ্য গোপন করা হয়েছে বা এড়িয়ে যাওয়ার প্রবনতা দেখা যায়। হয়ত এসবের রহস্য উন্মোচিত হয়ে পড়লে তাদের পূর্বপুরুষদের স্বরূপ প্রকাশিত হয়ে পরবে যা তারা চায় না কারন এতে করে তাদেরকে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপনকে বাধ্য করবে। কিন্তু তাদের যে অভীষ্ট লক্ষ্য তার অন্তর্নিহিত রহস্য পৃথিবীর মানুষের কাছে প্রকাশিত হয়ে পড়ার ভয়েই তারা এই গোপনীয়তার আশ্রয় নিয়ে থাকে।

৮| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৫

ভিটামিন সি বলেছেন: ভাই এইসব ছবি দেখলে আমার ভয় লাগে।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


বলেন কি ?

শুভ নববর্ষ।

৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩

নীল জোসনা বলেছেন: আগে মিশরীয় ও ইনকা সভ্যতা সম্পর্কে জেনেছিলাম । এখন আবার অবাক হলাম ।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিও এদের সম্পর্কে যতই জানছি ততই অবাক হচ্ছি। শুভ নববর্ষ।

১০| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৮

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: সভ্যতা দুটো সম্বন্ধে অনেক কিছু জানলাম। ধন্যবাদ আপনাকে।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভ বৈশাখ।

১১| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২

মামুন রশিদ বলেছেন: বালিয়ান সভ্যতা সম্পর্কে তেমন কোন ধারনা ছিল না । মায়ানদের সাথে তাদের মিল দেখে অবাক হয়েছি ।


চমৎকার পোস্ট কান্ডারি । এর আগেরটি সহ দুটো পোস্টই শিক্ষামূলক ।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। পাঠে কৃতজ্ঞতা।

১২| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০

মেলবোর্ন বলেছেন: Hyperdiffusionists deny that parallel evolution or independent invention took place to any great extent throughout history, they claim that all cultures can be traced back to a single culture.

তাহলে তো বলা যায় Therefore all human can be trace back to one human which then support Adam and eve story all human come from one origin

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



সুপ্রিয় ব্লগার আমার সালাম জানবেন।

আপনার সাথে পূর্ণ সহমত। এটাই একমাত্র ম্যাসেজ।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:২১

আমিনুর রহমান বলেছেন:




হুম ... পড়লাম !

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আজকে সত্যি আমার সৌভাগ্যের দিন। শুভ পহেলা বৈশাখ ভাইয়া।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: all cultures can be traced back to a single culture.


***

চমৎকার সিরিজ পোস্ট। এর আগে ইনকা ও মিশরীয় সভ্যতার মধ্যে বিদ্যমান সাদৃশ্য দেখিয়েছিলেন। অনেক কিছু জানা গেলো।

আগের পোস্টটা কি সংক্ষিপ্ত করা হয়েছে?

পরের পোস্টের অপেক্ষায় থাকলাম।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রিয় ব্লগারের কাছ থেকে এমন মন্তব্য পেলে ব্লগিং করার স্পৃহা দিগুণ পরিমান বেড়ে যায়।

শুভ নববর্ষ ভাই।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অনেক কিছু জানলাম।

পরবর্তী পোস্টের অপেক্ষায়...

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অপেক্ষার প্রহর জানিনা শেষ হবে কবে ?

শুভ নববর্ষ।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ইন্টারেস্টিং পোষ্ট! কত কিছুই তো জানি না।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


শেয়ার করতে পারার মাঝেই আনন্দ।

ভাল থাকুন সবসময়। পহেলা বৈশাখ শুভ হোক।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

মিলন হোসেন১৫৮ বলেছেন: ইন্টারেস্টিং পোষ্ট!

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার কাছেও বিষয়গুলো ইন্টারেস্টিং। পহেলা বৈশাখ শুভ হোক।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

একজন ঘূণপোকা বলেছেন:
এইভাবে তো চিন্তা করি নাই !!!



ধন্যবাদ

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


পড়তে পড়তে অনেক সময় অনেক অযথা চিন্তাও মাথায় এসে ভর করে।

শুভ নববর্ষ।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নতুন বিষয়ে জানানোর ব্লগ খুব কম দেখা যায়।

আরেকটি উচ্চমার্গের ব্লগ পোস্ট পেলাম আমাদের কাণ্ডারি অথর্বের হাত থেকে।

শুভেচ্ছা জানবেন, প্রিয় সহব্লগার :)

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা ভাই।

সত্যি বলতে এভাবে পাশে আছেন বলেই নিজের জ্ঞানের পরিধিও বাড়ছে।

২০| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪

জুলফিকা৩৩ বলেছেন: শিক্ষনীয় পোষ্ট। ধন্যবাদ।

জানুন, না জানা অনেক কিছু >> Click This Link

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ, ভাল থাকুন, নববর্ষের শুভেচ্ছা।

২১| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

মুদ্‌দাকির বলেছেন: চরম ভাবে অবাক হবার কথা , কিন্তু কেন জানি অবাক হই না এই বিষয় গুলোতে !! একি নবী বা একি শয়তানের কাজ !! ঐ দিন খেয়াল করছিলাম তাঁতে কাপড় বুনার ব্যাপারটা সারা পৃথিবীতেই ব্যাসিক ব্যাপারটা একি রকম , একি তো হবার কথা একজনের কাছথেকেই শেখা হয়ত !!!! তাছাড়া মানুষের ব্যাসিক ইনিস্টিংট গুলাও একি রকম!!! বাচ্চাদের দুষ্টামি খেয়াল করলে অবাক হতে হয় , বা বাচ্চাদের প্রশ্নকরার ধরন !! একদম ছোটবেলায় খুব অবাক হতাম "মা" বলতে প্রায় পুরা পৃথিবীর মানুষই "ম" ধ্বনিটা কেন ব্যাবহার করবে ???????????????????????????????????

অনেক চিন্তার খোরাক পোষ্টটি! ধন্যবাদ

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কারন আমরা এক ঈশ্বরের সৃষ্টি এবং মাধ্যম আদম ও হাওয়া।

শুভেচ্ছা জানবেন বছরের প্রথম দিনের।

২২| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

মোঃ ইসহাক খান বলেছেন: আবারো পড়াশুনার পরিচয়! চালিয়ে যান। অনেক শুভেচ্ছা রেখে গেলাম।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক কিছুই জানিনা বলে পড়তেই ভাল লাগে।

প্রিয় গল্পাকার ভাল থাকুন, আনন্দময় হোক নতুন বছর।

২৩| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: মহাবিশ্ব এবং তার ইতিহাস সমান্তরাল গতিতে চলাফেরা করে - স্বপ্নবাজ অভি

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ !!!

২৪| ১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২

উদাস কিশোর বলেছেন: দারুণ পোষ্ট ।
অনেক কিছু জানলাম

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ উদাস কিশোর। শুভেচ্ছা নতুন বছরের।

২৫| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩১

বোধহীন স্বপ্ন বলেছেন: সত্যিই কি অদ্ভূত মিল!! একদিন হয়তো আমরা এর রহস্য জানতে পারব, সেই আশায় থাকলাম।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ততদিন বেঁচে থাকব কিনা সেটাই প্রশ্ন।

শুভ নববর্ষ।

২৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

জেরিফ বলেছেন: হোয়াট এ পোস্ট


অসাধারন হয়েছে । এত সুন্দর ভাবে তুলে ধরেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ । শুভ কামনা প্রতিনিয়ত :)

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এভাবে পাশে থেকে ভালোবাসা দিস বলেই কষ্ট করে আনন্দ পাই।

২৭| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


দূর্জয় ভাই নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০১

লিরিকস বলেছেন: সুন্দর পোস্ট।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভ্রাতা। শুভ নববর্ষ।

২৯| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

তৌফিক মাসুদ বলেছেন: সত্যি অবিভুত হলাম আপনার লেখাটি পড়ে। আগে এমনটা ভাবিনি।

আমাদের পৃথিবীটা মুক্ত অর্থনীতির পুজিবাদদের হাতে বন্দী। তাদের প্রয়োজনেই সত্যকে মিথ্যাও চরম মিথ্যাকে সত্য বানাবার একটা প্রচেষ্টা করা হয়।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিও বিষয়গুলো পড়তে গিয়ে জেনেছি।

আপনার সাথে সহমত। শুভ নতুন বছর।

৩০| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৭

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার পোস্ট, তবে আর একটু বিস্তারিত হতে পারতো!
শুভেচ্ছা কাণ্ডারি ভাই।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া নতুন বছরের সালাম ও শুভেচ্ছা রইল।

পোস্টটা কিছুটা সহজ করতে যেয়ে সংক্ষিপ্ত করে ফেলেছি।

৩১| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৪

বৃতি বলেছেন: সাবজেক্ট ম্যাটারটা খুব ইন্টারেস্টিং। আরো জানার আগ্রহ জন্মালো।

পোস্টে অনেক ভাল লাগা।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারও আগ্রহ জন্মেছে তাই আরও পড়ছি এই নিয়ে।

সব সময় সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। শুভ নববর্ষ।

৩২| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

নিরপেক্ষ মানুষ বলেছেন: প্রিয়তে

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

এটা আমার সৌভাগ্য।

নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।

৩৩| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯

হাতীর ডিম বলেছেন: "শক্তিশালী কর্পোরেট পরিবারের একটি অতি ধনী অভিজাত শ্রেণী সফলভাবে আমাদের প্রাচীন অতীতের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সত্য গোপন করে রেখেছে। "
ব্যপারটা মাথায় ঢোকেনি। গোপণ করে রেখেছে কেন?

সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ। :)

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


তাদের রাজনৈতিক, ধর্মীয় ও ব্যবসায়িক স্বার্থেই তারা গোপন করে রাখার চেষ্টা করে।


কৃতজ্ঞতা জানবেন। শুভ নববর্ষ।

৩৪| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

সকাল রয় বলেছেন:
আমি বালিনীয় যুগে ছিলাম এক অমর স্থাপত্যশিল্পী___
____________________________________তখন আমার নাম ছিল ;)

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিও কিন্তু আপনার সাথেই ছিলাম ;) নতুন বছর শুভ হোক।

৩৫| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫

গোর্কি বলেছেন:
যথারীতি আবারও চমৎকার পোস্ট!

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ পহেলা বৈশাখ।

৩৬| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট!

কবিতা বেশি ভালো লাগে।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়........

নতুন বছর আনন্দে কাটুক।

৩৭| ১৩ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৭

সানড্যান্স বলেছেন: একশটা প্লাস!!!

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই কেমন আছেন ? এত্ত প্লাসের জন্য কৃতজ্ঞতা। নতুন বছরে শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।

৩৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১

নিশাত তাসনিম বলেছেন: আপনার প্রতিটা পোস্ট পড়ার মতো। এটিও অসাধারণ লাগলো।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


লজ্জায় ফেলে দিলেন।

নতুন বছর হোক সুখময়।

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখিত ভাইয়া , আগের মন্তব্যটি কিছুটা মজা করে সিরিয়াসলি করেছিলাম !


আশা করি নিজ গুনে আমাকে ক্ষমা করে দিবেন !

মনের কোন চিপা গলিতে আমার জন্য রাগ রাখবেন না , ভালোবাসা না হয় নাইবা পেলাম :(( :((

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ওই মন্তব্যটা নেক্সট কোন পোস্টে রেফারেন্স হিসেবে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি।

আমি তোকে নিজের ছোট ভাই বলেই জানি। আর মনে রাখবি বড় ভাইরা কখনও ছোট ভাইয়ের অমঙ্গল চায়না। বকা দিলেও সেটা ভালোবেসেই দেয়।

৪০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ নববর্ষ ভাই।

৪১| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫০

নাসীমুল বারী বলেছেন: শুভ নববর্ষ ১৪২১।

'প্রশান্ত মহাসমুদ্রের তীরবর্তী প্রাচীন মায়ান এবং প্রাচীন বালিনীয় সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থিত দুটি সভ্যতা। আপাতদৃষ্টিতে এই সম্পর্কহীন প্রাচীন সভ্যতা দুটি ধ্বংসাবশেষের অনুচ্চারিত গল্প হলেও এখনো রহস্যজনকভাবে উভয় সংস্কৃতির স্থাপত্য, মূর্তিশিল্প, ধর্ম একই ভাবধারায় ভিন্ন শরীরে আবিষ্ট। উভয় সংস্কৃতি যদিও মহাসমুদ্র দ্বারা বিপরীত দিকে পৃথককৃত তথাপি অনেক বিভ্রান্তিকর এবং অসমাধিত মিলের মাধ্যমে প্রাচীন মায়ান এবং প্রাচীন বালিনীয় সভ্যতা সংযুক্ত রয়েছে।'

সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থিত সভ্যতা দুটির মিলের এমন ঘটনা কাকতালীয় নয়; মানুষের সীমাবদ্ধ চেতনার বহিঃপ্রকাশ মাত্র। সময়, দূরত্ব সভ্যতা দুটিকে পৃথক করলেও মানুষের চৈতনিক সীমা একই স্তরে সীমিত। তাই এমন মিল হয়ে গেছে। আর এটাই স্রষ্টা আর মানুষের ক্ষমতার ব্যবধান। স্রষ্টাই শ্রেষ্ট। মানুষ বড়জোর তার শ্রেষ্টতম সৃষ্টি।
সুন্দর এমন একটি সংযুক্তির জন্য লেখককে ধন্যবাদ।


আমরা যে 'পোস্ট' শব্দটি ব্যবহার করি, এই 'পোস্ট' ইংরেজি শব্দটা আমরা বাংলা প্রতিশব্দায়ন করতে পারি ' সংযুক্তি' শব্দ দিয়ে। এতে রক্তের বিনিময়ে রক্ষা করা বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা জানানোটা আরেকটু হৃষ্টপুষ্ট হবে না?

এ সম্পর্কে আপনার মতামত প্রত্যাশা করছি।

আমার ব্লগে আমন্ত্রণ।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ নববর্ষ।

সুন্দর গঠন মূলক মন্তব্যের জন্য অনেক ভাল লাগল। আপনার কথাগুলো খুব পছন্দ হয়েছে। অবশ্যই আপনার সংযুক্তিতে ঘুরে আসব।

পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৪২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবারও পড়লাম। বেশ ইন্টারেস্টিং একটা ফিচার। ব্যাপার গুলো খুবই ভাবায়।

যাইহোক, আশা করি নববর্ষ ভালো কেটেছে কান্ডারী ভাই এর!

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া পুনরায় মন্তব্য করে যাওয়ার জন্য চির কৃতজ্ঞ। ভীষণ ভাবে অনুপ্রানিত হোলাম আপনার মন্তব্যে।

নারে ভাই সারাদিন ঘরেই ছিলাম। পরিবারকে ফুল টাইম সময় দিছি। এই আমার নববর্ষ পালন। আপনার কেমন কাটল এই দিনটা ?

৪৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪

অদৃশ্য বলেছেন:





দারুন পোষ্ট কান্ডারী ভাই... আমি বিশ্বাস করি সময়ের সাথে সাথে অনেক কিছুই মানুষ পৃথিবী থেকেই জেনে বা দেখে যাবে... কিন্তু মানুষ তার বিশ্বাসকেই হারিয়ে ফেলবে... একদিন রহস্য উন্মোচিত হোক

আপনার কাছ থেকে কিন্তু একটি জ্বিনদের নিয়ে একটি পোষ্ট পাওনা আছে, মনে আছেতো ভাইজান...


শুভকামনা...

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় অদৃশ্য। অবশ্যই মনে আছে। একদিন হুট করে দিয়ে দিব জীনদের নিয়ে পোস্ট। কৃতজ্ঞতা ও নববর্ষের শুভেচ্ছা রইল।

৪৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৭

দীপান্বিতা বলেছেন: শুভ নববর্ষ :)

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ নববর্ষ আপু।

৪৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: সাহিত্য আড্ডা

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ।

৪৬| ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২০

সচেতনহ্যাপী বলেছেন: অজানাকে জানার মজাই আলাদা। একটা ব্যাপার কিন্তু লক্ষ্যনীয় প্রাচীন সভ্যতার প্রায় সবগুলোর রীতিনীতির মাঝেও অবাক করা মিল।।
তাহলে কি সেই থিওরীতেই আবার বিশ্বাস আনতে হবে যে,হয়তো আমাদের পৃর্ব পুরুষরা আমাদের চৈয়ে বুদ্ধিমান ছিল অথবা ভীনগ্রহের কেউ তাদের পথ দেখাতো।।
দেরীতে নজর পড়লো বলে মন্তব্যের ঘরেও সবার শেষে। ধন্যবাদ।।

২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সবার শেষে মন্তব্য করলেও খুব সুন্দর একটা সারাংশ টেনেছেন। ভীন গ্রহের কেউ পথ দেখাতো কিনা সেটা বলা যাচ্ছেনা তবে আমাদের পূর্ব পুরুষরা বুদ্ধিমান ও অনেক বেশি আধুনিক ছিল।

৪৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৬

নিউরোকথক বলেছেন: অসাধারন লিখেছেন। বেশ তথ্যবহূল! কাজে আসবে।

২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৪৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩০

আজীব ০০৭ বলেছেন: দারুন পোষ্ট

বেশ তথ্যবহূল!


+++

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য। শুভ রাত্রি।

৪৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

মধুমিতা বলেছেন: চমৎকার পোস্ট। আপনি না লিখলে হয়তো জানাই হতো না।

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। আপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় আছি। আমিও আপনার পোস্ট থেকে অনেক নতুন কিছু জানছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.