নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ প্রণয়ের ইশতেহার

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭









নিষিদ্ধ প্রণয়ের ইশতেহার ছাপালে শাসক বিরোধী সমরে,

আকাশের ওপারে আকাশে;

যেখানে নিয়তির পশরা সাজিয়ে জেগে রয় লুব্ধক।



দিগম্বরী নক্ষত্ররাজী শোভিত নীহারিকায়,

তোমার পুণ্যপ্রার্থী আমি এক বিলাসী যোগী।

কালিন্দীর গহীন পাথারে বিমল শশী,

কালরূপে সপ্ত আকাশ ছিড়ে পড়ে,

বিদীর্ণ করে রচে যায় শ্যামস্নিগ্ধ গোধূলি লগ্ন।



তুমি কি আমার ভাগ্যদেবী হবে ?

তোমার চরণে অঞ্জলী দেবো,

ভোরের তারায় শিউলি হয়ে ঝরবো দুজনে,

মন্দিরে প্রভাত ফেরি হবে,

সেখানে আদিম উন্মাদনায় নাচবো দুজনে;

বালুচরে কান পেতে শুনবো শঙ্খচিলের গুঞ্জন,

আঁচলের সুধায় স্বপ্ন বুনবো জলের অবগাহনে।



তুমিতো বললে আমায়-

দেবী সেতো জানে কেবলই অভিশাপের মূর্তি হতে,

আমি বলি শোনো-

আমি তবো অভিশাপ নিয়েই ভাগ্যের অনুলিপি খুঁজে ফিরবো হাতের রেখায়।



সখি যাতনা কাহারে কয়,

বুঝবে কেমন করে ?

এখানেও কিছু অযাচিত তমসারা খেলা করে,

রাত্রি হয়, রাতের পর ভোর;

তবু অকারণ আমি জেগে রই জোছনা পোহাব বলে।



রাঙা অধরে আঁকবে কি আকাশের ছবি?

লাজুক হেসে একটি বার বলবে কি ?

ভালোবাসি ! ভালোবাসি !! ভালোবাসি !!!



মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

এহসান সাবির বলেছেন: তবু অকারণ আমি জেগে রই জোছনা পোহাব বলে।

রাঙা অধরে আঁকবে কি আকাশের ছবি?
লাজুক হেসে একটি বার বলবে কি.......

'' ও কবি, তুই কি শুধু আমার হবি
চোখ বুজলেই আমি দেখি
তোর দেওয়া সেই চাঁদের ছবি....''

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


তোর জন্য কলঙ্ক নেবো,
বুকের নোনায় প্লাবন হবো,
তুই বললে যতন করে আকাশ ছোবো.....

২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

তারছেড়া লিমন বলেছেন: রাত জেগে জেগে তার প্রতীক্ষার কি অবসান হবে না ভাই......... ভালবাসা কি দূর নক্ষত্রের মাঝে লুকিয়েছে..........



দারুন কবিতা খানি। মনের দহন থেকে যদি ভাল কিছু পাই তো চলতে থাক মনের দহন ..........

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


এ দহন জ্বালা নাহি দেবো ফুরোতে,
বড় যে মধুর লাগে এ ভবের তৃষা কেলিতে....

৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২২

হাতীর ডিম বলেছেন: সুন্দর কবিতা :)

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ হাতীর ডিম। :)

৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু স্তবককেও পূর্ণ কবিতা পাঠের আনন্দে নেয়া যায়।

দারুন লাগলো।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় কবির কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পেলে উৎসাহ অনেক বেড়ে যায়। ধন্যবাদ ভাই।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। মন্তব্যে ও পাঠে কৃতজ্ঞতা।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৫

মামুন রশিদ বলেছেন: লাজুক হেসে একটি বার বলবে কি ?
ভালোবাসি ! ভালোবাসি !! ভালোবাসি !!!


আহা আহা, সেই সুরে কাছে দুরে
জলে স্থলে বাজাই বাঁশি
ভালবাসি ভালবাসি ।

চমৎকার! অপূর্ব!

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


এর বেশি নাকি ভালোবাসা যায় না !
আমি বলি আরও ভালোবাসা পরিমাপ করবার নয়,
ভালোবাসা ফুরোবার নয়।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ শরৎ ভাই আপনার মন্তব্য সবসময় লেখায় উৎসাহ যোগায়।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৯

ইমিনা বলেছেন: তুমি কি আমার ভাগ্যদেবী হবে ?
তোমার চরণে অঞ্জলী দেবো,
ভোরের তারায় শিউলি হয়ে ঝরবো দুজনে,
...
...
এতো সুন্দর করে ভাবনাগেলোকে বাহিরে আনলেন কিভাবে?
এখন তো ভাবতে ভাবতেই আমার দিন পেরিয়ে যাবে।।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অবশ্যই আপনাদের উৎসাহ ও ভালোবাসায়।

দিন গেল তোমার পথ চাহিয়া......... সহে না যাতনা.......

শুভেচ্ছা রইল।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৮

বোকামানুষ বলেছেন: কেন যে এত ভাল কবিতা লিখতে পারিনা :| :(

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কি বলেন ? আমার তো আপনার লেখা খুব ভাল লাগে।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯

অদৃশ্য বলেছেন:






এটা সুন্দর কান্ডারী ভাই... খুবই সুন্দর... দারুন লেগেছে লিখাটি আমার...




শুভকামনা...

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সবসময় পাশে থেকে এভাবে উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা মাঝে মাঝে হারিয়ে ফেলি। শুভকামনা রইল।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার। অনেক চমৎকার।।

২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী । আপনার মতো আমিও দেশকে অনেক ভালোবাসি।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১১

জন কার্টার বলেছেন: ভালোবাসি ! ভালোবাসি !! ভালোবাসি !!!

খুব বলতে ইচ্ছে করে :-& :-& :-&

চমৎকার কবিতা

২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


তাহলে বলে ফেলুন পরে না আবার আফসোস থেকে যায় .....

শুভেচ্ছা ও শুভকামনা রইল।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৫

শংখনীল কারাগার বলেছেন: অসাধারণ।

২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। উৎসাহে কৃতজ্ঞতা।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

একজন আরমান বলেছেন:
মুগ্ধ ।

আমি বলি শোনো-
আমি তবো অভিশাপ নিয়েই ভাগ্যের অনুলিপি খুঁজে ফিরবো হাতের রেখায়।


দারুণ লেগেছে।

২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ আরমান তোর মুগ্ধতায় আমার ভাল লাগা।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা।ভাল লেগেছে কান্ডারী ।

২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ বড় ভাই। আছেন কেমন ?

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫০

ডট কম ০০৯ বলেছেন: কবি কেউ রেগে হলেও বলুক ভালোবাসি! ভালবাসি!! ভালবাসি!!!

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কেউ রেগে হলেও বলুক

ভালোবাসি ! ভালোবাসি !! ভালোবাসি !!!

:) :) :)

১৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা কাণ্ডারি ভাই।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই।

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২১

এহসান সাবির বলেছেন: কবিতাটায় মনে হয় আরো কিছু লেখা যেত।

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা হলো ভাবের ফসল। ভাবনা যতদূর পাখা মেলবে ততদূর পর্যন্তই না কবিতা উড়বে।

তবে যদি আপনার মনে কিছু আসে তাহলে মন্তব্যে দিয়ে গেলে আমি পোস্টে আপডেট করে নেবো প্রিয় ভাই আমার।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

মশিকুর বলেছেন:
আহা! আকুতি ও আকাঙ্খা সমগ্র ++++

সখী দেখি বড্ড বোকা।

৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। প্লাসের জন্য কৃতজ্ঞতা জানবেন।

চালাকও হতে পারে ।

২০| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৭

চিরতার রস বলেছেন: সেখানে আদিম উন্মাদনায় নাচবো দুজনে;
বালুচরে কান পেতে শুনবো শঙ্খচিলের গুঞ্জন,
আঁচলের সুধায় স্বপ্ন বুনবো জলের অবগাহনে।

লুমান্টিক ;)
ওয়ান অব ইউর বেস্ট পয়েট্রি :)

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই, আপনার কাব্য বোধ ভাল লাগল। কৃতজ্ঞতা জানবেন উৎসাহ প্রদানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.