নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

কার্নিশ বেয়ে বেড়ে ওঠা সন্ধ্যামালতী

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৪৬









তারপর একদিন মাটির কান্নাগুলো দাম দিয়ে কিনেছিলাম,

নিকশ কালো আঁধারে অতিথির বেশে;

ছেঁড়া চাঁদের শহরে অ-ভালোবাসার রাজত্ব গড়বো বলে।



গোধূলির স্নিগ্ধতায় অপার্থিব তোমাকে;

একটু ছুঁয়ে দেখার নেশায় তখনো নিমজ্জিত আমি,

ফিকে রংধনুতে বিন্দু বিন্দু জমে থাকা শিশিরের চোখে ঠিকানা খুঁজেছি;

খুঁজেছি তোমাকে পূর্বাহ্ণ থেকে অপরাহ্ণ,

বাতাসের সাথে এলোমেলো ছায়াবিন্যাসে,

যেখানে আমাদের স্বপ্নকথনগুলো নীল পদ্ম হয়ে ফোটে,

বারান্দার কার্নিশ বেয়ে বেড়ে ওঠা সন্ধ্যামালতীর চোখে ঘুম,

এই ঘুম চেয়েছিলে বুঝি !

আস্থা হারানো মাদুলীর ভেতর ছত্রাক হয়ে এবার তবে ঘুমাও তুমি।



এখন আমার সময়গুলো কেটে যায়;

অগ্নিদগ্ধ আমার মানুষীর জীর্ণ শীর্ণ নগ্ন শরীরটাকে চুমু খেয়ে।

আকাশের করুনায় বিভোর নক্ষত্র তাকে করেনি ক্ষমা,

দেয়নি সমুদ্র হয়ে বেঁচে থাকার অহংকার।



এখনও ভোরের কল্লোলে পাখি ডাকে,

রোদেলা নুপুরের ছন্দে মাটি হাসে;

আর আমার মুঠোয় আঁকড়ে রাখা নোলকে তোমার ময়ূখ হয়ে রই,

জানি তুমি কাঁদবে বলে অবচেতনে।



মন্তব্য ৮৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৫৫

মামুন রশিদ বলেছেন: বারান্দার কার্নিশ বেয়ে বেড়ে ওঠা সন্ধ্যামালতীর চোখে ঘুম,
এই ঘুম চেয়েছিলে বুঝি !
আস্থা হারানো মাদুলীর ভেতর ছত্রাক হয়ে এবার তবে ঘুমাও তুমি।


অপূর্ব! অসাধারণ!


মুগ্ধপাঠ !!

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ মামুন ভাই, আপনার মন্তব্য সবসময় প্রেরনা যোগায়।

২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৫৮

রাহুল চক্রবর্তী বলেছেন: কাব্যসুষমায় পরিপূর্ণ,শুভ কামনা।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ রাহুল ভাই। ভাল থাকুব প্রতি ক্ষণে।

৩| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৪

দালাল০০৭০০৭ বলেছেন: অপুরব

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ আপু। শুভ দুপুর।

৪| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৪

দালাল০০৭০০৭ বলেছেন: অপুরব

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


:)

৫| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৩

আরজু পনি বলেছেন:

আকাশের করুনায় বিভোর নক্ষত্র তাকে করেনি ক্ষমা,
দেয়নি সমুদ্র হয়ে বেঁচে থাকার অহংকার
... হাহাকার !

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


এই হাহাকার শেষ হবে কবে ?

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন পনি আপু।

৬| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৪

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লেগেছে।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। শুভ বিকেল।

৭| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৭

তাসজিদ বলেছেন: কাণ্ডারি ভাই , কবিতা নিয়মিত লেখেন না কেন?

কবিতায় ++++++++++++++++++++++

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভীষণ উৎসাহ পেলাম আপনার মন্তব্যে। নিয়মিত লেখার চেষ্টা করব। শুভেচ্ছা।

৮| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



খুঁজেছি তোমাকে পূর্বাহ্ণ থেকে অপরাহ্ণ,
বাতাসের সাথে এলোমেলো ছায়াবিন্যাসে,
যেখানে আমাদের স্বপ্নকথনগুলো নীল পদ্ম হয়ে ফোটে,
বারান্দার কার্নিশ বেয়ে বেড়ে ওঠা সন্ধ্যামালতীর চোখে ঘুম,
এই ঘুম চেয়েছিলে বুঝি !
আস্থা হারানো মাদুলীর ভেতর ছত্রাক হয়ে এবার তবে ঘুমাও তুমি।


চমৎকার!!!

নিয়মিত কবিতা পোষ্ট চাই।

০২ রা মে, ২০১৪ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


যেভাবে অনুপ্রেরনা দিচ্ছিস তাতে সামনের দিনগুলো কতটা আশা পূরণ করতে সক্ষম হবো সেটাই ভাবছি !!!

৯| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৫৪

লিরিকস বলেছেন: +++

০২ রা মে, ২০১৪ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় লিরিকস। কৃতজ্ঞতা জানবেন।

১০| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা :)

০২ রা মে, ২০১৪ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই। শুভেচ্ছা রইল।

১১| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:১২

এনামুল রেজা বলেছেন: দৃশ্যকল্প গুলো ভালো লাগলো। সুন্দর হয়েছে কবিতা। :)

০২ রা মে, ২০১৪ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


যখন প্রিয়জন কেউ চলে যায় সকল ধরাছোঁয়ার বাইরে তখন একটি মনের ভাবনাগুলো হয়ত এমনই হয়ে থাকে !!!

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

১২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন কবিতা। প্রস্তুতি নিন। আগামী বই মেলায় বই চাই।
সিরিয়াসলি বললাম। ভেবে দেখতে পারেন।

০২ রা মে, ২০১৪ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় কা-ভা যদি আপনি প্রচ্ছদ ও প্রকাশনার দায়িত্ব নেন তাহলে হয়ত সম্ভব হতে পারে।

কৃতজ্ঞতা জানবেন উৎসাহ প্রদানে।

১৩| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:৪১

ইমিনা বলেছেন: ওহ্, সন্ধ্যামালতী শব্দটা ই অন্য রকম। এর ছোঁয়ায় যে কোন কবিতা, গল্প বা গান অসাধারন হতে বাধ্য :) :)
অার আপনার কবিতা তো বরাবর ই অসাধারন।
অনেকগুলো ভালোলাগা জানিয়ে গেলাম :) :)

০২ রা মে, ২০১৪ রাত ১২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


সন্ধ্যামালতী ........

একজন গুনী ব্লগারের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়াটা এই অথর্বের জন্য বিশাল সৌভাগ্যের।

ভাল থাকুন আপু সবসময়।

১৪| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:




কাভা ভাইর সাথে সহমত !!

০২ রা মে, ২০১৪ রাত ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


শিরোনামের ক্রেডিট না নিয়েই এতটা প্রশংসা শুধু তোর পক্ষেই সম্ভব।

১৫| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০২

নিশাত তাসনিম বলেছেন: সুন্দর কবিতায় ভালো লাগা।

০২ রা মে, ২০১৪ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ নিশাত ভাই। আপনাদের জন্যই লিখে তৃপ্তি।

১৬| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

পেন আর্নার বলেছেন: পুরো কবিতাটাই সুন্দর, তবে শুধু এই লাইনটিই অনেক বেশি টেনেছে কেন জানি-

এই ঘুম চেয়েছিলে বুঝি ! হয়তো এই স্তবকেই সবটুকু ঐকান্তিকতা বিরাজ করছে।

শুভকামনা ভাইয়া।

০২ রা মে, ২০১৪ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ঠিক তাই আপু। সেতো আর ফিরে আসবেনা। ঘুমের মতো শান্তি চেয়েছিল বলেই চলে গেছে অন্যকে না ঘুমের যন্ত্রণায় কাঁদিয়ে। কেমন আছেন ?

১৭| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

জমরাজ বলেছেন: ভালোলাগা রইল।

০২ রা মে, ২০১৪ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। আপনার নামটা দেখলেই মনে পড়ে যায় এই বুঝি মৃত্যু এলো। দারুন একটা নাম বেছে নিয়েছেন।

১৮| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,



যার এখনও ভোরের কল্লোলে পাখি ডাকে,
রোদেলা নুপুরের ছন্দে মাটি হাসে;
সে কেন ছেঁড়া চাঁদের শহরে অ-ভালোবাসার রাজত্ব গড়তে চাইবে ?

তার আগাগোড়া কবিতাতে তো এক অপূর্ব ভালোবাসার রাজত্ব দেখতে পাচ্ছি !!!!!

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্য মানেই কিছু শিখতে পারা।

ভাইয়া একজন মানুষের প্রিয়তমা যখন মৃত্যুর দেশে চলে যায় তখন অভিমানের বশে মন চাইতেই পারে ব্যথাগুলো তার অ-ভালোবাসার রাজত্ব গড়তে। নিঃসঙ্গতা কখনও কখনও মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। তবুও পৃথিবী থেমে থাকেনা। অতীতের ভালোবাসাময় স্মৃতিগুলো আবার বাধ্য করে প্রিয়তমার প্রতি শ্রদ্ধায় অবনত হতো। হয়ত বেঁচে থাকলে বারন করতো নির্ঘুম রজনী না পার করার জন্য। শুনেছি কাঁদলে নাকি মৃত আত্মা কষ্ট পায়। সেতো আর না ভালোবেসে চলে যায় নি। বেঁচে থাকলে আরও ভালবাসত। তাইতো শেষে বলেছি

আর আমার মুঠোয় আঁকড়ে রাখা নোলকে তোমার ময়ূখ হয়ে রই,
জানি তুমি কাঁদবে বলে অবচেতনে।

১৯| ০১ লা মে, ২০১৪ রাত ৮:০৪

টিকিটাম বলেছেন: কার্নিশ বেয়ে বেড়ে ওঠা সন্ধ্যামালতী:

not eye - but heart is crying!

০২ রা মে, ২০১৪ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


চোখ নয় হৃদয় কাঁদে......

২০| ০১ লা মে, ২০১৪ রাত ৯:০৪

নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ চমৎকার একটি কবিতার জন্যে।
ত্রিশ দশকে বাংলা কবিতা একটা বাঁক নেয়। রূপক, রূপকল্প আর বিমূর্ত অবয়বে আঙিক বৈচিত্র্যে অপূর্ব শৈলীতেসে সময় বেড়ে ওঠে কবিতা। বর্ননা ও কাহিনী নির্ভরতা ডিঙিয়ে কবিতা সাহিত্যের বিমূর্ততায় নতুন রূপ পরিগ্রহ করে। সে থেকেই বাংলা কবিতা বাংলা সাহিত্যের আভিজাত্য স্থানে নিজের ঠিকানা স্থায়ী করে নেয়।

আজও তেমনি কবিতা বয়ে চলছে সাহিত্য সাগরে নিরবধি। কান্ডারি অথর্ব-এর 'কার্নিশ বেয়ে বেড়ে ওঠা সন্ধ্যামালতী' তেমনি এক অপূর্ব কবিতা। কী তার কল্পচিত্রের রূপময়তা! দারুণ!!

শুভ কামনায়।

০২ রা মে, ২০১৪ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


এমন মন্তব্য পেলে প্রতি উত্তরে কিছু লেখার আর ভাষা খুঁজে পাইনা। এমনিতেই কাউকে মন্তব্য করতে বা প্রতিউত্তর দেয়ার ক্ষেত্রে আমি বেশ অপটু তার উপর এমন একটি মন্তব্য..... এই মন্তব্যটি আমার ব্লগীয় জীবনে পাওয়া অনেক মন্তব্যের মাঝে একটি স্মরনীয় মন্তব্য হয়ে থাকবে।

এতটা পাওয়ার যোগ্যতা সত্যি নেই ভাই আমার। আমি নিতান্তই একজন অখাদ্য টাইপ লেখক। এতটা আমার জন্য নয়।

কৃতজ্ঞতা জানবেন ভাই।

২১| ০১ লা মে, ২০১৪ রাত ১০:৪৫

সকাল রয় বলেছেন:

এখন আমার সময়গুলো কেটে যায়;
অগ্নিদগ্ধ আমার মানুষির জীর্ণ শীর্ণ নগ্ন শরীরটাকে চুমু খেয়ে।
আকাশের করুণায় বিভোর নক্ষত্র তাকে করেনি ক্ষমা,
দেয়নি সমুদ্র হয়ে বেঁচে থাকার অহংকার।


এখানটা ভালো লাগলো খুব

০২ রা মে, ২০১৪ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার........... শুভকামনা চিরদিনের জন্য।

২২| ০১ লা মে, ২০১৪ রাত ১১:১৬

এহসান সাবির বলেছেন: কবি কবিতারা আসছে বলে মনে হয়.......!!

০২ রা মে, ২০১৪ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই এর জন্য সকল প্রশংসার হকদার আপনি। আপনার জন্যই মূলত নতুন করে কবিতা লেখায় ফিরে আসা। নতুবা আমি কবিতা লেখা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কবিতা লেখায় অনেক যাতনা কাজ করে।

২৩| ০১ লা মে, ২০১৪ রাত ১১:১৬

টুম্পা মনি বলেছেন: কোন লাইন কোট করার সাধ্য নেই। পুরো কবিতাই অসাধারণ!

০২ রা মে, ২০১৪ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু এভাবে বলে লজ্জা দিয়েন না প্লীজ।

নিজের প্রিয় ব্লগারের কাছ থেকে এমন মন্তব্য পেলে আপ্লুত হতে হয়।

২৪| ০২ রা মে, ২০১৪ রাত ১২:০৪

শুঁটকি মাছ বলেছেন: আর আমার মুঠোয় আঁকড়ে রাখা নোলকে তোমার ময়ূখ হয়ে রই,
জানি তুমি কাঁদবে বলে অবচেতনে।
কি সুন্দর লাইন দুইটা

০২ রা মে, ২০১৪ রাত ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


এই আপনার আমার পোস্টে এসে গন্ধ ছড়িয়ে যাওয়া। অনেক অপেক্ষায় ছিলাম ...... ভীষণ খুশি হোলাম প্রিয় শুঁটকি আপনার দুর্গন্ধ পেয়ে। ;)

মাইন্ড কইরেন না জাস্ট ফান করলাম। ভাল থাকবেন সবসময়। শুভেচ্ছা অগনিত।

২৫| ০২ রা মে, ২০১৪ রাত ১:১০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: তারপর একদিন মাটির কান্নাগুলো দাম দিয়ে কিনেছিলাম,
নিকশ কালো আঁধারে অতিথির বেশে;
ছেঁড়া চাঁদের শহরে অ-ভালোবাসার রাজত্ব গড়বো বলে

অসাধারণ লেখা ।

০২ রা মে, ২০১৪ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।

২৬| ০২ রা মে, ২০১৪ রাত ১:৪২

অন্ধবিন্দু বলেছেন:
কবিতার পূর্বাহ্ণ থেকে অপরাহ্ণ
কার্নিশ বেয়ে বেড়ে ওঠা সন্ধ্যামালতীর প্রতি অ-ভালোবাসা দেখলাম।
জীর্ণ শীর্ণ নগ্ন শরীর, এলোমেলো ছায়াবিন্যাসে
অপার্থিব সন্ধ্যামালতী ...

পাঠে তৃপ্তি পেলাম। ধন্যবাদ।

০২ রা মে, ২০১৪ রাত ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ অন্ধবিন্দু আপনাকে। উৎসাহ পেলাম লেখায় অনেক। শুভকামনা নিরন্তর।

২৭| ০২ রা মে, ২০১৪ রাত ১:৫০

উপপাদ্য বলেছেন: এখন আমার সময়গুলো কেটে যায়;
অগ্নিদগ্ধ আমার মানুষীর জীর্ণ শীর্ণ নগ্ন শরীরটাকে চুমু খেয়ে।

বেশ মানবিক লাইন দুটো।

খুব চমৎকার কবিতা।

০২ রা মে, ২০১৪ রাত ২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধরে নিলাম ওপারের জীবনটা হয়ত এমনই হবে। অসংখ্য ধন্যবাদ উপপাদ্য আপনাকে। শুভেচ্ছা রইল।

২৮| ০২ রা মে, ২০১৪ সকাল ১০:৩০

ফা হিম বলেছেন: এরকম কবিতা খুব কম বুঝি। তবে দৃশ্যকল্পগুলো ভালো লাগে।

কোথায় যেন একটা রোমান্টিক বিষন্নতা টের পাই।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


বাহ ! দারুন বলেছেন রোমান্টিক বিষন্নতা....

বিষণ্ণতা আছে বলেই সুখের সন্ধানে বেঁচে থাকা....

শুভেচ্ছা রইল

২৯| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সহব্লগার টুম্পামনি আমার কথা বলে দিয়েছেন।
সমগ্র কবিতায় ভালোলাগা!
কবিকে অনেক শুভেচ্ছা! :)

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


মইনুল ভাই আমাকে কবি বললে কবিদের অপমান করা হবে। শুনেছি কাকেরাও নাকি কবি। আমি কবিতার কাঙাল। লেখার চেয়ে পড়তে বেশি তৃপ্তি পাই। মাঝে মাঝে মনের ভাবনাগুলো লেখার চেষ্টা করি, এই যা !!!

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা নিরন্তর।

৩০| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই
কান্ডারীর কবিতার বই আগামী বই বেলায়।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


কিন্তু সেলিম ভাই, আমার কবিতা প্রকাশকরা ছাপাবে কেন ? আমার কোন প্রকাশনা পরিচিতও নেই।

৩১| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই
কান্ডারীর কবিতার বই আগামী বই বেলায়।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কৃতজ্ঞতা জানবেন সেলিম ভাই।

৩২| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০০

মাহমুদ০০৭ বলেছেন: মুগ্ধপাঠ । ভাল থাকুন কাণ্ডারি ভাই ।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ সুপ্রিয় মাহমুদ ভাই। পাঠে কৃতজ্ঞতা জানবেন।

৩৩| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
অপার্থিব ভালবাসা হয়ত কাঁদায় অবচেতনে

আর বেড়ে উঠে স্মৃতির সন্ধ্যামালতী মনের কার্নিশে......




কবিতার রুপকল্পে মুগ্ধ হলাম ৷ মঙ্গল হোক ৷

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মন্তব্যে অনুপ্রানিত হোলাম। শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন নিরন্তর।

৩৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১:৫৭

বাংলার পাই বলেছেন: এখন আমার সময়গুলো কেটে যায়;
অগ্নিদগ্ধ আমার মানুষীর জীর্ণ শীর্ণ নগ্ন শরীরটাকে চুমু খেয়ে।
আকাশের করুনায় বিভোর নক্ষত্র তাকে করেনি ক্ষমা,
দেয়নি সমুদ্র হয়ে বেঁচে থাকার অহংকার।-----------অসাধারণ কবিতা।

শুভেচ্ছা জানবেন।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ বাংলার পাই ভাই। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৩৫| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:১০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: সুন্দর।

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন সব সময়।

৩৬| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:১০

না পারভীন বলেছেন: দুঃখ ময় সুন্দর । ভাল লেগেছে অনেক । প্রিয়তে নিলাম ।

০৩ রা মে, ২০১৪ বিকাল ৪:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার প্রিয়তে স্থান পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের। শুভেচ্ছা রইল।

৩৭| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:৫৭

সায়েদা সোহেলী বলেছেন: কান্ডারী র ব্লগে এসে বারবার মুগ্ধ হতেই হয়! কবিতায় +++

।অনেক গুলো লেখা মিস করে গেছি , সময় নিয়ে আসতে হবে

০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

:!> :#> :#> আপু এভাবে বললে খুব লজ্জায় পরে যাই।

সময় নিয়ে পড়বেন। অনেক ভাল থাকুন সবসময়।

৩৮| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:৪৩

অদৃশ্য বলেছেন:





দূর্দান্ত লিখা... মুগ্ধ হয়েছি লিখাটি পড়ে কান্ডারী ভাই



শুভকামনা...

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার জন্য অনেক শুভকামনা রইল প্রিয় ব্লগার। আপনাকে মুগ্ধ করতে পেরেছি জেনে খুব ভাল লাগছে।

৩৯| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:০২

ডট কম ০০৯ বলেছেন: কথার কি অপূর্ব ব্যাবহার। আমি মুগ্ধ কবিতা পড়ে।

০৫ ই মে, ২০১৪ সকাল ৯:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


কথাগুলো যে একান্তই মনের। মুগ্ধতায় ভালবাসা রইল।

৪০| ০৫ ই মে, ২০১৪ সকাল ১০:৩৮

জুন বলেছেন: এখনও ভোরের কল্লোলে পাখি ডাকে,
রোদেলা নুপুরের ছন্দে মাটি হাসে;


অ-ভালোবাসার কবিতায় ভালোবাসার কি অসাধারন প্রকাশ
আর সব কিছু বাদ দিয়ে তুমি শুধু কবি হও।
+

০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু আপনি আমার গার্ডিয়ান তাই আপনার কথা সব সময় শিরোধার্য।

৪১| ০৫ ই মে, ২০১৪ রাত ৯:১০

আমি সাদমান সাদিক বলেছেন: চমৎকার কান্ডারি ভাই ।

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই, শুভেচ্ছা রইল।

৪২| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৩২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: আর আমার মুঠোয় আঁকড়ে রাখা নোলকে তোমার ময়ূখ হয়ে রই,
জানি তুমি কাঁদবে বলে অবচেতনে।

স্নিগ্ধ রকম ভালো লাগা । :)

০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


এই আঁকড়ে ধরে রাখার নামই বুঝি ভালোবাসা। এমন ভালোবাসাইতো স্নিগ্ধতা পূর্ণ।

শুভেচ্ছা আদনান ভাই।

৪৩| ০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:১৬

পেন আর্নার বলেছেন: আমি একরকম ভাল আছি ভাইয়া। আপনি ভাল থাকবেন।

০৮ ই মে, ২০১৪ দুপুর ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভকামনা রইল আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.