নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

পানামঃ অস্তিত্বের সাক্ষী হয়ে ডুকরে ওঠা এক নগরী

১০ ই মে, ২০১৪ রাত ১:৫৫









পানাম নগরী একটি অতি প্রাচীন ও ঐতিহাসিক জনপদের নাম। পানাম নগরীর ধ্বংসপ্রাপ্ত ইমারত সমূহ স্বাক্ষ্য দেয় একসময় সোনারগাঁয়ের অভিজাত নাগরিকদের বসবাসের কেন্দ্র ছিল। মায়াবি পর্দায় দুলে উঠার মতো মসলিন এবং ঋতু ভিত্তিক বিভিন্ন উৎসবে মূখর নগরী; আবহমান বাঙালির লোকাচার, জীবনাচার, আবহমান জীবন সংস্কৃতির এক জীবন্ত দলিল ছিলো পানাম নগরী। ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনাগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থানকাপড়, দেশ থেকে যেতো মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়তো পালতোলা নৌকা। পরবর্তিতে এই পোষাক বাণিজ্যের স্থান দখল করে ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্যকেন্দ্র। পানামে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর। যার বেশিরভাগ বাড়িই ঊনবিংশ শতাব্দির। মূলত পানাম ছিলো হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। তারাই গড়ে তোলেন এই নগরী।



























পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তি স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। এর সাথে আছে সিরামিক টাইল‌বাসের রূপায়ণ। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান।



























পানাম নগরী আর জেগে উঠেনি। পানাম নগরীর মূল প্রবেশ পথের ছোট্ট খালটির উপরে একটি সেতু ছিলো, যার কোনো অস্তিত্ব আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানাম নগরীর বাড়িঘরগুলোতে শ্যাওলা ধরেছে, ভেতরের পরিবেশটা স্যাঁতস্যাঁতে, গোমট। বাড়িগুলোর দেয়ালে গজাচ্ছে গাছপালা, অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড়। অনেক ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়েছে। চুরি হচ্ছে কড়িকাঠ ও তক্তা। ফলে বিভিন্ন সময় বাড়িগুলোর ছাদ ধ্বসে পড়ছে, ভেঙ্গে পড়ছে সিঁড়ি ও দেয়াল। পরিত্যক্ত এসব বাড়িগুলোর অনেকগুলোতে মানুষ কিংবা পশু-পাখি মলমূত্র ত্যাগ করে থাকে। অনেক বাড়িরই সিরামিক টাইল্‌সে ভাঙ্গন ধরেছে, খিলানে ধরেছে মরিচা। কোনো কোনো বাড়ির কার্ণিশে গজিয়েছে আগাছা।একটি বাড়িতে বিশাল নাচঘরে বসে জুয়াড়ি আর নেশাখোরদের আড্ডা।



























অনেক ভবনকে সংস্কারের নামে মূল স্থাপত্যিক সৌন্দর্য্য ঢেকে ফেলা হয়েছে। শত বছরের পুরোন কাশীনাথ ভবনের পুরোন অলংকরণ ফেলে দিয়ে নতুন করে অলংকরণ করা হয়েছে। তাছাড়া অতীতের ছোট ও চ্যাপ্টাকৃতি ইটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বর্তমানের বড় আকারের ইট।



























স্মৃতি বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া পানাম নগরীর লোনা ইট, কালো পাথরের টেরাকোটা ধূসর স্মৃতি এখনও ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। নাচ ঘরে এখন আর নাচে না নর্তকী। বাজে না নর্তকীর পায়ের ঘুঙুর। বণিকদের সারি সারি ডিঙি নোঙর ফেলেনা পানাম নগরীর ঘাটে। কালের পরিক্রমায় হারিয়ে গেছে এ নগরীর জীবনের সব বর্ণাঢ্য আয়োজন। থেমে গেছে প্রাণের প্রবাহ। অনাদর আর অবহেলার চিহ্ন গায়ে মেখে আজও দাড়িয়ে আছে ধ্বংসাবশেষ অট্টালিকাগুলো অস্তিত্বের সাক্ষী হয়ে।













































উৎসর্গঃ শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার আমিনুর রহমান ভাইকে।





(তথ্য সংগ্রহে বাংলাদেশ পর্যটন এবং ছবি নিজস্ব মোবাইল থেকে তোলা)





মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ রাত ২:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:




চমৎকার পোস্ট!!!

১ম ভালোলাগা।

১০ ই মে, ২০১৪ রাত ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


তোর কাছ থেকে প্রথম ভাল লাগা পেয়ে খুব ভাল লাগল। শুভ রাত্রি।

২| ১০ ই মে, ২০১৪ রাত ৩:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিগুলো সুন্দর!

১০ ই মে, ২০১৪ দুপুর ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ হাসান ভাই। আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে।

৩| ১০ ই মে, ২০১৪ ভোর ৬:১৯

উপপাদ্য বলেছেন: ব্লগের পাতায় ইতিহাসে ছবি,

অসাধারন।

১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৪| ১০ ই মে, ২০১৪ সকাল ৯:৩৬

মামুন রশিদ বলেছেন: আমাদের গর্ব করার মত খুব বেশি ঐতিহ্য নেই । পানাম নগর আমাদের পম্পেই, আমাদের কর্ডোভা । কিন্তু অবহেলা, অযত্ন আর মাত্রাহীন লোভের শিকার হয়ে এই ঐতিহ্যবাহি নগর আজ ধ্বংসের মুখে ।

আমাদের এই স্বর্ণময় ইতিহাসের স্বাক্ষী এই পানাম নগরীকে রক্ষার ব্যাপারে কর্তৃপক্ষের সুবিবেচনা কামনা করি ।


চমৎকার পোস্ট ।

১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমাদের এই স্বর্ণময় ইতিহাসের স্বাক্ষী এই পানাম নগরীকে রক্ষার ব্যাপারে কর্তৃপক্ষের সুবিবেচনা কামনা করি ।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় মামুন ভাই।

৫| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:৩৮

ফা হিম বলেছেন:
ধ্বংস হবার আগেই একবার ঘুরে আসতে হবে

১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ঘুরে আসুন মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি কাজ করবে।

৬| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:২১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: পুরাই নস্টালজিক হয়ে গেলাম রে ভাই। :( :(( সেই কবে গিয়েছিলাম এই মায়াবী নগরীতে... :( :( পুরানো সেই ঘোরার কথা মনে করায় দিলেন... :( :(

অনেক ধন্যবাদ পোস্টটার জন্য। :) :) :)

১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারতো ভাই বাড়িই ঐদিকে। তাই বাড়ি গেলেই যাওয়া পরে।

শুভেচ্ছা রইল।

৭| ১০ ই মে, ২০১৪ দুপুর ১২:১৬

জন কার্টার বলেছেন: অসাধারণ ছবি ও সাথে বর্ণনা ।

যেতে ইচ্ছে হচ্ছে :( :( :(

আপনার ফিচার সব সময় ব্যতিক্রম কিছু নিয়ে , এটা আমার অনেক অনেক পছন্দ । আশা করি অনেক নতুন কিছু জানতে পারবো আপনার মাধ্যমে !!

শুভ কামনা রইলো :)

১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আপনাদের উৎসাহে আমার ব্লগিং। দোয়া করবেন যেন পছন্দে ভাটা না ফেলি। আর একদিন সময় করে ঘুরে আসুন ভাল লাগবে।

শুভেচ্ছা রইল ভাই।

৮| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭

পিয়ালী পিয়া বলেছেন: ভাইয়া, ঢাকা থেকে কি ভাবে যাবো ? আর কত সময়, টাকা-পয়সা , লাগবে একটু জানান..প্লিজ।

১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ঢাকার গুলিস্তান থেকে সরাসরি বাস আছে। ভাড়া নেবে ৩৫-৪০ টাকা। সময় লাগবে পৌনে এক ঘন্টা। তারপর সোনারগাঁও নেমে সেখান থেকে রিক্সায় বা সি এন জি করে যেতে পারেন পানাম। রিক্সায় গেলে ভাড়া লাগবে ২৫-৩০ টাকা সি এন জি আছে জনপ্রতি ১০ টাকা করে নেয়। ঘুরে আসুন ভাল লাগবে।

৯| ১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট! বর্ননার সাথে কিছুটা পুরানো ধাচের ছবিগুলো কেমন যেন রহস্য সৃষ্টি করেছে। সব মিলিয়ে সুন্দর পোষ্ট!

১০ ই মে, ২০১৪ বিকাল ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আমারতো আর ক্যামেরা নাই; তাই ভাঙ্গা একটা মুপাইল আছে ঐটা দিয়াই ফটু তুলি বইলা ফটুগুলা পুরান পুরান লাগে। এই পুরান ফটু যে আপনার ভাল লাগছে এই জন্য ধইন্যা লন।

ভাইজানের কি শরীরটা ভালা ?

১০| ১০ ই মে, ২০১৪ বিকাল ৪:০৮

ইঞ্জিঃ সামি বলেছেন: চমৎকার পোস্ট!!! ধন্যবাদ আপনাকে

১০ ই মে, ২০১৪ রাত ১০:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা রইল।

১১| ১০ ই মে, ২০১৪ রাত ৮:৪৮

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: সুন্দর পোষ্ট । ছবি বর্ণনা মিলিয়ে ভালো লাগা । :)

১০ ই মে, ২০১৪ রাত ১০:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ আদনান ভাই। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

১২| ১০ ই মে, ২০১৪ রাত ৯:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

মুগ্ধ হবার মতো সব স্থাপনা আর কারুকার্য।

পুরাতন স্থাপত্য দেখতে আর
পুরাতন সংবাদপত্র পড়তে আমার খুব ভালো লাগে।

আপনার এধরণের পোস্টগুলো ব্লগের জন্য খুবই গুরুত্বপূর্ণ :)

১০ ই মে, ২০১৪ রাত ১১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া আপনার সাথে আমার এই একটি জায়গায় খুব মিলে গেল। আমিও পুরাতন বিষয়গুলো নিয়ে বেশ আগ্রহী। আমার অধিকাংশ পোস্ট দেখবেন পুরাতন সভ্যতা ও সংস্কৃতি নিয়েই দেয়ার চেষ্টা করি। ব্লগে লিখে প্রাপ্তি এতটুকুই যে কিছু জিনিস শেয়ার করতে পারি। শেয়ার করতে পারার মাঝেই তৃপ্তি। আর এর মাঝে যখন আপনাদের যাদের আমি খুব পছন্দ করি তাদের কাছ থেকে যখন উৎসাহ পাই তখন খুব আনন্দ লাগে।

শুভেচ্ছা সব সময়ের জন্য।

১৩| ১০ ই মে, ২০১৪ রাত ১০:০৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো দারুণ, আর বর্ণনা বরাবরের মতই চমৎকার।

মুগ্ধ হয়ে পড়লাম।

১০ ই মে, ২০১৪ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ শঙ্কু ভাই। তবে ছবিগুলো নিয়ে আমার খুব আফসোস। ক্যামেরা থাকলে আরও সুন্দর ছবি উপহার দেয়া যেত।

শুভেচ্ছা রইল।

১৪| ১০ ই মে, ২০১৪ রাত ১০:২০

প্রেমাবুবা বলেছেন: ....Research can we do with very simple things....it could be done by General peoples & students -not Government....we have no Need Government!!! ...only then we may sucess one day!!!
....thenk you very much for good writing, docomenting,
docomenting is most importent!!!

১০ ই মে, ২০১৪ রাত ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কিন্তু ভাই রিসার্চ নিজেরা করলেও তার বাস্তবায়নের জন্য সরকারকে দরকার। একটি দেশে সরকার থাকে বিভিন্ন অবকাঠামোগুলো বাস্তবায়নের জন্যই। নতুবা ব্যাক্তিগত উদ্যোগে দেশ চালান সম্ভব নয়। এই কাজ গুলো দেশের কাজেরই অংশ। কারন পর্যটন শুধু ভ্রমন কিংবা বিনোদন নির্ভর নয় এখান থেকে দেশের অর্থনীতিতে উপার্জনও হয়ে থাকে।

আপনার পরামর্শ খুব ভাল লেগেছে। মেনে চলার চেষ্টা করব অবশ্যই। শুভেচ্ছা রইল ভাই।

১৫| ১০ ই মে, ২০১৪ রাত ১০:৫৯

মুদ্‌দাকির বলেছেন: নস্টালজিক হয়ে গেলাম, কিছু সুন্দর স্মৃতি আছে এই নগরে !! কয়েকটা পতিত বাড়ির ছাঁদে উঠেছিলাম বন্ধুরা মিলে, ভয়ানক !! আমার মস্তিষ্কে ভুতের গল্পের বাড়ি গুলো আর এই নগরের বাড়িগুলো একই ছবি দেখায় !!

১০ ই মে, ২০১৪ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এখন আর ছাঁদে ওঠা যায় না। ভবনগুলোর অবস্থা এতই নাজুক যে; যে কোন সময় ভেঙে পরতে পারে।

আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন ভাই; এই বাড়িগুলোতে যদি সেই সময় জন্মাতে পারতাম তাহলে কতই না ভাল হতো !!!

১৬| ১০ ই মে, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: চলুন ভাই সবাই মিলে একদিন ঘুরতে যাই।

+++++++++++++

১১ ই মে, ২০১৪ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


অবশ্যই চলুন ভাই যাই। সামনে কোন ছুটির দিন দেখে চলুন ঘুরে আসি।

১৭| ১০ ই মে, ২০১৪ রাত ১১:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ পোস্ট ।

সরকার যথাযত একটা ব্যবস্থা নিলে ......
এইভাবে দেখতে অনেক খারাপ লাগে ।

ভাল থাকুন কান্ডারি ভাই ।

১১ ই মে, ২০১৪ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই। সরকার বহুবার ব্যবস্থা নিয়েছে কিন্তু ঐযে দুর্নীতি এটার জন্যই আসলে কাজগুলো সঠিক ভাবে হচ্ছেনা।

শুভকামনা রইল মাহমুদ ভাই।

১৮| ১১ ই মে, ২০১৪ রাত ১২:১৩

এহসান সাবির বলেছেন: দিব্বি তো লগইন দেখছি, কমেন্টও দেখতেছি.....

এই পোস্টে আমি একটা মন্তব্য করেছিলাম সেইটার উত্তর কি দিতে ভুলে গেছেন নাকি এখনও দেখেননি? B-)

১১ ই মে, ২০১৪ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সেলিব্রেটি হওয়ার চেষ্টা করতেছি ভাই বুঝলেন; ছেলিরবেটি। শুনেছি এভাবে করলে নাকি ছেলিরবেটি হওয়া যায়। ;) :P B-))

১৯| ১১ ই মে, ২০১৪ রাত ১২:১৬

আমি তুমি আমরা বলেছেন: কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এতগুলো পুরনো ইমারত, অথচ সংরক্ষনের কোন উদ্যোগ নেই? প্যাথেটিক।

১১ ই মে, ২০১৪ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই বহুবার লোক দেখানোর উছিলায় উদ্যোগ নেয়া হইছে। কিন্তু কাজের কাজ কিছু না হলেও সোনারগাঁও জাদুঘরের কিন্তু ভালই উন্নয়ন হয়েছে। সেখানে বিশাল বিশাল মূর্তিও বানানো হয়েছে কিন্তু সেইসব মূর্তির সাথে সোনারগাঁওর ইতিহাসের কোন সংযুক্তি নাই। খুব প্যাথেটিক ভাই !!!

২০| ১১ ই মে, ২০১৪ রাত ১২:২৯

এহসান সাবির বলেছেন: ভালো আইডিয়া পেলাম। আমিও হতে চাই ;)




গরম কমুক, সবাই একদিন যাবো।

১১ ই মে, ২০১৪ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই ছেলিরবেটি হইতে পারলে কিন্তু আমারে অটোগ্রাফ দিবেন। নাকি এখনই নিয়ে রাখব পরে যদি আবার আমারে না চিনেন ?

ভাই তাহলে আমাদের বাড়িতে চলেন, ওখানে থেকে একদিন তারপর ঘুরে আসব নে ?

২১| ১১ ই মে, ২০১৪ রাত ১২:৪৪

তারছেড়া লিমন বলেছেন: শোকেসে নিলাম আপাতত, বাকিটুকু পরে ;) ;) ;) ;)

১১ ই মে, ২০১৪ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


লিমন ভাই আপনার শোকেসে স্থান পেয়ে আপ্লুত হোলাম।

:)

২২| ১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৪

আমিনুর রহমান বলেছেন:




নস্টালজিক পোষ্ট। ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই মৃত নগরীর সাথে।

এর সংস্কারের জন্য সরকারের আশু ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।
পোষ্টের জন্য ধন্যবাদ কান্ডারি ভাই।

পোষ্টে প্লাস ও প্রিয়তে।

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া আরও তিনটা ছবি দিলাম দেখেনতো এগুলো চেনেন কিনা ?








পানামের সংস্কারের জন্য সরকারের আশু ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন।

সহমত।

শুভেচ্ছা ও শুভ কামনা সব সময়ের জন্য।

২৩| ১১ ই মে, ২০১৪ দুপুর ২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: অনবদ্য পোস্ট। উৎসর্গ ভাল লেগেছে। আমিনুর ভাইয়ের সুস্থতা সাফল্য কামনা করছি ।

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সেলিম ভাই মন্তব্যে আমার কৃতজ্ঞতা জানবেন। আপনার জন্য সাফল্য কামনা করছি। সাথে আমিন ভাইয়ের জন্য সুস্থতা সাফল্য কামনা করছি।

২৪| ১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যেতে হবে একবার... ধন্যবাদ ছবিগুলো শেয়ারের জন্য...

১২ ই মে, ২০১৪ সকাল ৮:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাকেও অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল ভাই। একদিন সময় নিয়ে ঘুরে আসুন ভাল লাগবে।

২৫| ১২ ই মে, ২০১৪ ভোর ৫:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর পোষ্টে আবারও হাজিরা দিলাম।

অটঃ একটি ফেসবুক টিপস, কিভাবে বিরক্তকর প্রোফাইলকে আনফলো করবেন B-) B-) ;) :P

১)

২)

১২ ই মে, ২০১৪ সকাল ৮:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার মতো একজন সেলিব্রেটি গুনী ব্লগারের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। খুশিতে আজ সারাদিন ঘুরে বেড়াব বলে সিদ্ধান্ত নিয়েছি।

আর ফেসবুকের ব্যাপারে যদি বলেন তাহলে কারও কাছ থেকে বিরক্তকর কিছু পেলে আনফলো না করে আমি বরং তাকে আনফ্রেন্ড করে দিতেই পছন্দ করি। আর আনফ্রেন্ড করে দেয়ার অপশনটা কিন্তু আমি জানি ভাই। এর জন্য আপনার কষ্ট করে আমার জন্য ফটোশপ নিয়ে বসতে হবেনা।

ধন্যবাদ ভাই সুস্থ থাকুন। যে গরম পরছে কখন যে তরমুজ রোগে আক্রান্ত হয়ে পড়েন বলাতো যায় না।

২৬| ১২ ই মে, ২০১৪ দুপুর ২:২০

অদৃশ্য বলেছেন:






অনেকদিন আগে গিয়েছিলাম... সোনারগাঁ ও পানাম নগরীতে... অল্প কিছুদিনের মধ্যেই আবার যাবার ইচ্ছা আছে... সম্ভবত অল্প কিছুদিনের মধ্যেই ওখানকার লিচুগুলোও পাওয়া যাবে...

দারুন পোষ্ট...


শুভকামনা...

১২ ই মে, ২০১৪ রাত ৯:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই ভাল কথা মনে করেছেন যদি যান তাহলে আমাকে একবার নক দিয়েন আমিও আপনার সাথে যাবো।

২৭| ১৩ ই মে, ২০১৪ রাত ১:০২

তাসজিদ বলেছেন: কান্ডারি ভাই, লেখায় এত ভিন্নতা আনেন কিভাবে?

আপনার প্রতিটি পোস্ট ভিন্ন। একটির সাথে আরেকটির কোন মিল নেই।

এই মৌসুমি, এই পানামা সিটি, এই তাস নিয়ে কারবার, কখন আবার কবি।

এক অঙ্গে কত রুপ।

১৩ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


হা হা হা হা তাসজিদ ভাই লজ্জা দিলেন ভাই :!> :!> :!>

২৮| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৬

সুমন কর বলেছেন: গিয়েছিলাম, কয়েক বছর আগেই। ভাল লাগে, ঘুরে দেখতে। পোস্টে প্লাস।

ছবি দিতে পারছি না, কেন? X( X((

তাই দিতে পারলাম না।




২৬ শে মে, ২০১৪ রাত ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবি দেন দেখি আপনার ছবি কেমন হয়েছে :D :D :D

২৯| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৪০

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আমাদের অবহেলায় হয়ত অচিরেই হারিয়ে যাবে প্রিয় এ নগরটি ৷


তখন হয়ত আপনার এই মূল্যবান ও স্মৃতিময় পোস্টটি মহাকালের সাক্ষী হয়ে থাকবে ৷

এক কথায় অসাধারণ ৷ সুন্দর উপহারের জন্য ধন্যবাদ ৷

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাকেও অসংখ্য ধন্যবাদ। শুভ দুপুর।

৩০| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:০৩

ড. জেকিল বলেছেন: ভাই, আমারও একদিন যাওয়ার ইচ্ছা আছে, কয়েকদিনের মধ্যেই যাবো মনে হয়। ধন্যবাদ পোস্টের জন্য।

২৮ শে মে, ২০১৪ রাত ১০:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আমারে নিয়া যাইয়েন কিন্তু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.