নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

স্বাস্থ্যকর প্রাচীন স্বাক্ষর মতবাদ

০৭ ই জুন, ২০১৪ রাত ৮:০৮









প্রাচীন জ্ঞান চর্চার মধ্যে স্বাক্ষর মতবাদ অনুযায়ী প্রত্যেক ফল এবং উদ্ভিজ্জ শরীরের নির্দিষ্ট অঙ্গর আকার ও আকৃতির অনুরূপ। যা আমাদের কাছে সে ফল এবং সবজির উপকারিতা হিসাবে সংকেত বা চিহ্ন হিসেবে কাজ করে। কোন ফল এবং সবজির নিরাময় এবং পুষ্টিকর বৈশিষ্ট্য প্রতিফলিত হয় মানব দেহের বাইরের শারীরিক আকৃতির সাথে সম্পর্কিত ফল বা সবজি দ্বারা উদ্ভূত আকৃতির সাথে। আধুনিক বিজ্ঞান প্রাচীন স্বাক্ষর মতবাদ সঠিক বলে নিশ্চিত করেছে।







স্বাক্ষর মতবাদ আধুনিক রসায়নের জনক প্যারাসেলসুস (১৪৯৩-১৫৪১) হতে বিবেচনা করা হয়। যিনি একজন সুইস চিকিত্সক, অপরসায়নবিদ্ ও দার্শনিক দ্বারা আধুনিক সময়ের মধ্যে জনপ্রিয় হয়েছেন। তার মতবাদ অনুযায়ী গাছপালার গুণাবলী প্রায়ই তাদের চেহারায় প্রতিফলিত হয়। তিনি এইভাবে গাছপালার ভেতরের প্রকৃতি তাদের বাইরের প্রকৃতির সাথে মিলের ধারনা আবিষ্কার করেন। যা তিনি আদিম যুগের স্বাক্ষর মতবাদ থেকে প্রাপ্ত হয়েছেন। স্বাক্ষর মতবাদের পরে য্যাকব বোহম (১৫৭৫-১৬২৪) দ্বারা বিপ্লব আস্বাদিত হয়। জার্মানি একটি ছোট শহরে এই বিষয়ে লেখা শুরু করেন। ২৫ বছর বয়সে তিনি লিখেছেন মানুষ এবং তার স্রষ্টার মধ্যকার সম্পর্কের কথা যে, “মানুষের স্রষ্টা এবং নির্মিত উভয়র মধ্যে সত্যিকারের সম্পর্ক দেখেছি যেখানে একটি মহিমান্বিত রহস্যময় দৃষ্টির অভিজ্ঞতা বিদ্যমান







শিমের সাথে মানুষের কিডনির গঠনগত মিল রয়েছে এবং যা কিডনির বিভিন্ন রোগের জন্য আরোগ্য প্রদানকারী হিসেবে কাজ করে।







আখরোটের আকৃতি মস্তিষ্কের অনুরূপ যা মস্তিষ্কের উন্নয়নের জন্য সাহায্য করে।







গাজরের প্রস্থচ্ছেদ চোখের অনুরূপ যা চোখে রক্ত প্রবাহ বাড়াতে এবং চোখের অন্যান্য কার্যত অংশের জন্য উপকারী।







পালংশাক দেখতে মানুষের হাড়ের মতো। পালংশাক হাড়ের শক্তি বৃদ্ধিতে কাজ করে। হাড়ের ২৩ শতাংশ হলো সোডিয়াম এবং এতে ২৩ শতাংশ পরিমান সোডিয়াম আছে। শরীরে সোডিয়ামের অভাব হলে মানুষের হাড় মজবুত থাকেনা তখন হাড়ের ক্ষয় শুরু হয় কিন্তু পালংশাক সেই চাহিদা পূরণ করে।







এ্যভোক্যাদোর ভেতরগত অংশের সাথে মহিলাদের গর্ভ এবং জরায়ুর গঠনগত মিল রয়েছে যা গর্ভকালীন সময়ে স্বাস্থ্যর জন্য উপকারী। জন্মর সময় অবাঞ্ছিত ওজন, সার্ভিকাল ক্যান্সারের নিরস্ত করতে এবং নারীর ভারসাম্য রক্ষাকারী হরমোনকে সাহায্য করে। পুষ্প থেকে একটি পরিপক্ক এ্যভোক্যাদো ফল ঠিক যেমন নয় মাস সময় লাগে তেমনি একটি মানব শিশু মায়ের গর্ভে ভ্রূণ হতে পরিনত হতে নয় মাস সময় নেয়।







ডুমুর বীজ যখন পূর্ণ এবং বড় হয় তখন তারা দুই দুই করে স্তব্ধ হয়। ডুমুর পুরুষের শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি এবং পুরুষের বন্ধ্যাত্ব পরাস্ত করতে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে।







মাশরুমের অর্ধেক অংশ যেভাবেই দেখুন এটি মানুষের কানের অনুরূপ। মাশরুমে বিশেষ ভিটামিন আছে যা মস্তিষ্ক থেকে শব্দ প্রেরণ করে কানের মধ্যে, এমনকি বেশী ছোট সুস্থ হাড়ের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি ধারণ করে। মাশরুম শ্রবণ উন্নতির জন্য উপকারী।







আমাদের ফুসফুস আলভিওলি টিস্যু নামক ক্ষুদ্র শাখা নিয়ে গঠিত যা আঙ্গুর এর শাখার অনুরূপ। ফুসফুস থেকে রক্ত প্রবাহে অক্সিজেন পাস করার জন্য সাহায্য করে। তাজা ফলের মধ্যে একটি উচ্চ খাদ্য হিসাবে আঙ্গুর ফুসফুসের ক্যান্সার এবং এমফিসেমা ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়াও আঙ্গুরের বীজ এলার্জি দ্বারা সূত্রপাত হওয়া হাঁপানি তীব্রতা কমাতে প্রোয়ান্থোসাইয়ানিডিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে সাহায্য করে।







আদা সাধারণভাবে পেটের আকৃতির। যার সবচেয়ে বড় সুফল হলো হজমের জন্য অত্যন্ত ফলপ্রসূ। তাছাড়া পেটের অসুখ এবং বমি বমি ভাব হতে আরোগ্য লাভের জন্য আদা বেশ উপকারী।







মিষ্টি আলু অগ্ন্যাশয়র অনুরূপ এবং প্রকৃতপক্ষে ডায়াবেটিকসের এর গ্লাইসিমিক সূচকের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে।







জলপাই ডিম্বাশয়ের স্বাস্থ্য ও ক্রিয়ায় সহায়তা করে।







টম্যাটো হৃদরোগ রক্ষা করতে সাহায্য করে যা লাইকোপেনি দিয়ে পূর্ণ থাকে। লাল ক্যারোটিন ছানি, ম্যাকুলার পতন এবং বিভিন্ন ক্যান্সার হতে রক্ষা করার জন্য সাহায্য করে। শরীরের ক্ষতি হতে পারে এমন ক্ষতিকারক মৌল হতে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় পুস্টির উপাদান রয়েছে টম্যাটোতে।







স্বাক্ষর মতবাদ শব্দটি অদ্ভুত হতে পারে কিন্তু তা আধুনিক সময়ের মধ্যে আবিষ্কৃত অত্যন্ত উপযোগী প্রাচীন জ্ঞান। অবশ্যই আধুনিক প্রক্রিয়া জাত খাবার কিনে খাওয়ার বদলে স্থানীয় তাজা সবজি কিনে নিজেরা রান্না করে খাওয়াটা খুব বেশি স্বাস্থ্যকর।







পুনশ্চঃ



কালের পরিক্রমায় সামহোয়্যার ইন ব্লগের সাথে আমার দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। এই সুদীর্ঘ সময়ে এই পোস্টটি নিয়ে আমার মোট পোস্টের সংখ্যা দুইশত পূর্ণ হলো। আমার এই ব্লগীয় পথ চলায় সকল সহ ব্লগারগণ যারা আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উৎসাহ দিয়েছেন, জুগিয়েছেন অনুপ্রেরনা আপনাদের সকলের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের সকলের প্রতি রইল আমার অগনিত ভালোবাসা। আপনাদের সকলের কাছে আমার ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিশেষভাবে অনুরোধ রইল। সকলেই নিজ নিজ ভার্চুয়াল এবং একচুয়াল লাইফে স্বাস্থ্যকর প্রাচীন স্বাক্ষর মতবাদ মেনে চলতে সচেষ্ট হোন। সুস্থ থাকুন, ভাল থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।







মন্তব্য ৬৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:১৭

খেয়া ঘাট বলেছেন: দারুনতো...........চমৎকার একটা লিখা।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


ওরে রে ভাই এযে দেখি প্লাসের বন্যা........ ভাই সিক্ত হোলাম আপনার ভালোবাসায়। :) :)

২| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:২২

খেয়া ঘাট বলেছেন: এই সুদীর্ঘ সময়ে এই পোস্টটি নিয়ে আমার মোট পোস্টের সংখ্যা দুইশত পূর্ণ হলো। - অভিনন্দন।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার সহযোগিতা চির স্মরণীয় হয়ে থাকবে ভাই। :)

৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:২৩

একজন ঘূণপোকা বলেছেন:
দ্বিশততম পোস্ট পূর্তিতে শুভেচ্ছা !:#P !:#P !:#P

আশা করি এমন করেই লিখে যাবেন।

শুভ কামনা ও শ্রদ্ধা জানবেন সবসময়। সর্বক্ষেত্রে।

আরকের পোস্টে পড়ে অজানা এক অধ্যায় জানলাম।

আসলেই শাক-শব্জিরে সাথে দেহের মিলতো ভালোয়ই আছে।

+++++++++++

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার এই পথ চলায় আপনার মতো একজন মানুষের সান্নিধ্য আমার জন্য অনেক বড় পাওয়া। সব সময় উৎসাহ জুগিয়েছেন এই জন্য কৃতজ্ঞ রইলাম।

শুভেচ্ছা :) :)

৪| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩৬

সুমাইয়া আলো বলেছেন: পোস্টে +++++
২০০তম পোস্টে শুভেছা :)

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার জন্য অনেক শুভ কামনা রইল। ব্লগীয় পথ চলা হোক আনন্দময়। :)

৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪০

জাফরুল মবীন বলেছেন: অভিনন্দন ডাবল সেঞ্চুরিয়ানকে--



০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:






আমার পক্ষ থেকে আপনার জন্য... শুভ কামনা রইল।

৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ২০০ তম পোষ্টে বিশাল ছক্কা হাঁকালেন দেখি !

আপনার জন্য টুপি খোলা শুভেচ্ছা গুরু ! অবশ্য গত কয়েকদিন ধরেই ক্রমাগত কখনো গল্পে , কখনো কবিতায় , কখনো ইতিহাসে , কখনো চিকিৎসা বিদ্যায় একের পর এক বাউন্ডারি মেরেই যাচ্ছিলেন !! ফর্ম ভালো বুঝা যাচ্ছে। এবার একটু রয়ে সয়ে ৩০০+ এর দিকে নজর দেন!

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


গত কয়েকদিন ধরে অনেক জ্বালাতন করেছি, আমাকে নীরবে সহ্য করেছিস এই জন্য কৃতজ্ঞ।

দোয়া করি আর পারলে ক্ষমা করিস যদি মনে কখনও কষ্ট দিয়ে থাকি। খুব ইচ্ছে ছিল ২০০ পোস্টের। ইচ্ছে পূরণ করলাম। B-)

৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:



২০০ তম পোষ্টের জন্য প্রিয় কাণ্ডারি ভাইকে.....








এরকম স্বাস্থ্য বিষয়ক টিপস মানার জন্য ডাক্তারদের পরামর্শ প্রয়োজন। তাই ব্লগের ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি। ;)

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:




B-)) B-)) B-))

৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩৯

শুঁটকি মাছ বলেছেন: ২০০ তম পোস্ট শুভেচ্ছা ভাই!!!
:-B :-B :-B :-B :-B :-B :-B

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় শুঁটকি। এইটা তোর জন্য B-))



৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৪৩

দুঃখ বিলাস বলেছেন: ২০০তম পোস্টে শুভেছা।

ভালো থাকুন।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক অনেক ধন্যবাদ। সময় গুলো সামুর সাথে চমৎকার কাটুক এই প্রত্যাশা রইল। :) :) :)

১০| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৫

মামুন রশিদ বলেছেন: ক্যামনে কি!! এত পড়াশোনা করার সময় পান ক্যামনে!! আমি সময় নামক পাগলা ঘোড়াটাকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছি না :(


সুন্দর পোস্টে ভালোলাগা ।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


মামুন ভাই সব সময় বড় ভাইয়ের মতো আগলে রেখেছেন এই অধমকে। এই ঋণ শোধ হবার নয়।

ভাল বলেছেন অনেক পড়াশোনা করা হলো; অস্কার পেতে আর কত দেরী হে কান্ডারি B-))

১১| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরিবাহ!! চমৎকার পোস্ট করেছেন~! সময়টুকু যদি মিলতো, আমিও চেষ্টা করে দেখতাম আপনার মত ...
খালি সময়ের ক্যালকুলাস টাই আজো মেলাতে পারলাম নাহ! :(

যাহোক, এটাকি আপনার ২০০ তম পোস্ট??

সঙ্গে করে নিয়ে গেলাম ...

শুভকামনা নিরন্তর ...

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


হয়ত আইনস্টাইন এই জন্যই নীরব :( :( :(

দোয়া করি ব্যাস্ততার ফাঁকে ফাঁকে আপনার অংকের সমাধানও হয়ে যাবে। আপনার সুন্দর সুন্দর পোস্টের অপেক্ষায় ...

হ্যাঁ ভাই এটাই আমার ২০০ তম পোস্ট :( :( :( খুব তাড়াহুড়ো করেই শেষ করে নিলাম :D

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর :)

১২| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

কফির উপর কি শাড়ির রং দিয়ে লিখছেন নাকি? ;)
তয় কফি ভালা হইছে।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি কিন্তু অপেক্ষায় আছি X( আগে পোস্ট তারপর অন্য কথা X((

১৩| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৩৮

প্রবাসী পাঠক বলেছেন: ২০০ তম পোস্টের শুভেচ্ছা।

আপনার ব্লগে আসা অনেকটা শিক্ষা সফরের মত। পোস্টে প্লাস।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


স্কুলের শিক্ষকতা করতে না পেরে ব্লগেই কিছুটা জ্ঞান চর্চা ফলিয়ে নিলাম :-B

আপনারা সব সময় সাথে থেকে উৎসাহ দিয়েছেন এই জন্য চির ঋণী হয়ে থাকলাম ভ্রাতা। অনেক জ্বালাতন করেছি ক্ষমা করবেন।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর :) :)

১৪| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: অদ্ভুত তো!





দ্বিশতক পুর্তির শুভেচ্ছা।

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অদ্ভুত হলেও কার্যকরী।

ধন্যবাদ কুনো ভাই। ভাল থাকবেন সব সময়। শুভেচ্ছা রইল। !:#P

১৫| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২৩

আমি স্বর্নলতা বলেছেন:

প্রথমেই অভিনন্দন কাণ্ডারি ভাই।


খুব ইন্টারেস্টিং লাগল, চমৎকার পোস্ট।

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:




এটা আপনার জন্য :) :)

১৬| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:১৪

মুদ্‌দাকির বলেছেন:
এই বিষয়টা অনেক ভাবায়!! খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার!! মনে মনে আরো খুজি। এই রকম আরো অনেক আছে, পর্ব হবে নাকি ??
আর কান্ডারি ভাই গর্ভাশয়ের সাথে সম্পর্কিত ঐ ফলটি এ্যভোক্যাদো পেপে নয় !!!

আর ডবল সেঞ্চুরির জন্য সালাম

আসসালামুআলাইকুম!!

০৮ ই জুন, ২০১৪ দুপুর ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


এই নাহলো ডাক্তার হওয়ার সুবিধা। অনেক ধন্যবাদ ভাই আমি এ্যভোক্যাদোরে পেপে ভাবছিলাম :P

আমি খুব অবাক হইছি ব্যাপারগুলো জেনে। আরও বেশ কিছু আছে কিন্তু এই নিয়ে আর পর্ব করতে ইচ্ছে করছেনা।

আপনার কাছে আমি অনেক ঋণী কারন আপনি আমাকে সব সময় সাথে থেকে উৎসাহ দিয়ে এসেছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকল ভাই।

ওয়ালাইকুম আসসালাম।

১৭| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভেচ্ছা রইল ভাই।

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু মানুষের শুভেচ্ছা না বললেও মনে হয় সাথেই আছে সব সময় তাদের মধ্যে আপনি অন্যতম। আপনি খুব ইনোসেন্ট এবং সরল কিসিমের মানুষ। এইগুনটা আপনার খুব ভাল লাগে।

১৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: দারুণ পোস্ট। অনেক কিছু জানতে পারলাম।

২০০তম পোস্টের জন্য শুভেচ্ছা রইলো। !:#P !:#P !:#P

আশা করি, আপনি এমনভাবে আরো ২০০, থুক্কু ২০বছর আমাদের এমন সুন্দর সুন্দর পোস্ট দিয়ে যাবেন।

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাকে সেই শুরু থেকে না পেলেও দীর্ঘ দিন ধরে আপনি আমার সাথে থেকে আমাকে নানা ভাবে অনুপ্রেরনা দিয়েছেন। ভুল হলে ধরিয়ে দিয়েছেন। এইজন্য আপনার কাছে আমি ঋণী সুমন ভাই। তবে মানুষের মৃত্যুর কোন ভরসা নাই তাই আরও ২০০ পোস্ট কিংবা ২০ বছর হয়ত সম্ভব নয়। সবারই সীমাবদ্ধতা থাকে আমিও এর ব্যাতিক্রম নই। আপনাদের সাথে আছি। আপনাদের প্রতি ভাল লাগা আমার সব সময় থাকবে।

শুভেচ্ছা ভাই :) :)

১৯| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট। ২০০ তম পোস্ট পূর্তিতে শুভেচ্ছা আর অভিনন্দন। শুভকামনা থাকলো কান্ডারী অথর্ব।হ্যাপী ব্লগিং । :)

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই সেই শুরু থেকে আপনার উৎসাহ ছিল আমার জন্য পাথেয় হিসেবে। আপনার কাছে তাই ঋণটাও বেশি। দোয়া করবেন আমার জন্য।

শুভেচ্ছা :)

২০| ০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২১

মিনুল বলেছেন: তথ্যবহুল সুন্দর পোস্ট। আপনার ২০০তম পোস্ট পূর্তিতে শুভেচ্ছা নিরন্তর।

০৯ ই জুন, ২০১৪ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন মিনুল ভাই। শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর। :)

২১| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

শের শায়রী বলেছেন: ২০০ পোষ্টের জন্য আমার ভাই কে আমার তরফ থেকে স্নেহ আর ভালোবাসা। এই ভাইটা নিজেও জানে না তাকে আমি কতটুকু ভালবাসি। হয়ত ভাবে এক মায়ের পেটের ভাই না হলে আপন ভাইর ভালোবাসা থাকে না। তাই যদি ভাবিস তবে কিন্তু ভুল করলি ভাই।

বলব বলব করেও যে কথাটা বলি নাই এই ২০০ পোষ্টে সেটা বলে যাই আই লাভ ইয়্যু ব্রাদার। তুই খুব ভালো মানুষ।

১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আপনি আমার মায়ের পেটের ভাই না হলেও আপনারে আমি আপন ভাইয়ের মতোই মানি আর শ্রদ্ধা করি। এইটা আপনারে বলে বুঝাতে পারবো না। আমিও জানি আপনি আমারে কত ভালোবাসেন। আপনি বললে আমি আপনার জন্য জান কুরবান করতে পারি এইটা হয়ত আপনি বুঝেন না।

ভাই দোয়া কইরেন। আপনার দোয়া আমার জন্য খুব বেশি দরকার। আর আমি আপনার জন্য সব সময় দোয়া করি।

২২| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৮

আদম_ বলেছেন: ন্যাচার অব ডকট্রিন নিয়ে আমার অনেক আগ্রহ।
সময় সুযোগ থাকলে পিজিওনমি নিয়ে লিখবার অনুরোধ রইলো।
পোস্ট প্রিয়তে ...........।

১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। আমি অবশ্যই আপনার কথা রাখার জন্য চেষ্টা করব। এখনই পড়তে শুরু করে দিলাম। :) :)

২৩| ১০ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৫

জেরিফ বলেছেন: ডাবল সেঞ্চুরি হাকিয়ে এখন আবার উড়াল দেওয়ার চিন্তা মোটেও ভালো না । আপনাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন কিছু দিন পর পর মাথায় এই ভূত টা যেন আর না আসে ।

X( X( X(

১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কিয়ের মধ্যে কি পান্তা ভাতে তৈল X( X( X(

২৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

পোস্টটা প্রায়ই দেখতে হবে তাই সাথে নিয়ে গেলাম ।
২০০তম পোস্টে দারুণ উপহার দিলেন আমাদের ।

এভাবেই শত, হাজার পূর্ণ করুন সামহোয়্যারের আঙিনায় ।।

১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু আপনি আমাকে সেই প্রথম থেকে উৎসাহ দিয়ে আসছেন। তাই আপনার প্রতি আমি কৃতজ্ঞ।



এটা আপনার জন্য :)

২৫| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৯

শরৎ চৌধুরী বলেছেন: দারুণ একটা পোস্ট।+++++।

১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


সুপ্রিয় শরৎ ভাই। আপনার উপস্থিতি এবং মন্তব্য সবসময় আমাকে দারুন ভাবে অনুপ্রানিত করে। নিজেকে শুধরে নিতে সাহায্য করে। আপনার কাছে তাই ঋণটাও অনেক বেশি। আপনার জন্য :)

২৬| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১৪

এহসান সাবির বলেছেন: দ্বিশততম পোস্ট পূর্তিতে শুভেচ্ছা।

শুভ কামনা সব সময়।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আগে বলেন বিদেশ গেছিলেন আমার জন্য কি আনছেন ?

২৭| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃতি এভাবেই সমন্বয় করে কাল থেকে কালান্তরে...

জ্ঞানের বিকাশ হয়.. হারিয়ে যায়.. আবার আবিস্কার হয়...

দারুন একটা বিষয় জানানো জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং তাও আবার একটা মাইলফলক পোষ্টে :)

ডাবল সেঞ্চুরির শুভেচ্ছা। +++++++++++++ প্রিয়তে।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই এভাবে পাশে থেকে সবসময় উৎসাহ জুগিয়েছেন বলেই এই পর্যন্ত আসতে পেরেছি। নতুবা এতটা আমার সাধ্য ছিলনা। দোয়া করবেন যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। প্রকৃতির মতো হারিয়ে গেলেও যেন আবার আপনাদের ভালবাসায় সিক্ত হতে পারি। :) :) :)

২৮| ১৫ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

এহসান সাবির বলেছেন: কিছু না :( :(

আমার তো আসারই পয়সা ছিল না........!!

১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কি বলেন পরে আসলেন কিভাবে ? B:-) B:-)

২৯| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৯

আমি নিন্দুক বলেছেন: ২০০!!!

উরিবাবা!!

২২ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


!:#P !:#P !:#P উরিবাবা!!

৩০| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারন লেখা।

আপনার পোস্টগুলি সামুর সম্পদ।

দুইশত তম পোস্টে অভিনন্দন।

০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাদের উৎসাহ আর ভাল লাগাতেই আমার এই পথ চলা। কৃতজ্ঞতা চিরদিনের। সামু ও আপনাকে শুভেচ্ছা।

৩১| ২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় কাণ্ডারি ভাই,

বৈচিত্র্যময় আর চমৎকার লেখার জন্য সামু
আপনার কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকবে !

ব্লগ মাতা শ্রদ্ধেয় জানা আপু আপনাকে এই পোস্টে একটা
ছোট্ট শুভেচ্ছা জানালে সামুর কৃতজ্ঞতাবোধ প্রকাশ পেত !


যাহোক,২০০ তম পোস্টে আপনার জন্য অনেক ভালোবাসা আর শুভেচ্ছা !

০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সুপ্রিয় গ্রানমা এমন ভালবাসা আমি মরে গেলেও ভুলতে পারবো কিনা সন্দেহ। সব সময় সাথে থেকে অনুপ্রেরণা দিয়ে গেছেন এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। আমার ভালবাসা জানবেন।

আসলেই জানা আপু অন্তত আমাকে এক কাপ কফি হলেও খাওয়াতে পারতো :P

৩২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

শাশ্বত স্বপন বলেছেন: চমৎকার!!!!!!!!

২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৩৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:৫১

মাসুম ইসলাম বলেছেন: নিঃসন্দেহে তথ্যবহুল , আর এখান থেকেই স্বাক্ষর মতবাদের নাম শুনলাম। ধন্যবাদ কান্ডারি ভাই। :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.