নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

মৃতপ্রায় রোদের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছায়াভিমান

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৫









তখনও নিঃসঙ্গ রানওয়ে জুড়ে শীতের নেশায় বিভোর অমানিশা,

কুয়াশার আবেশে বাতাসে শিশিরের নিঃশব্দ পদচারনা,

মাতাল সাগরের কোলাহলে মুখরিত বালুচর,

ঝাউ বনের পথে হলো প্রথম পরিণয়।



মনে পড়ে পাহাড়ের দেহে লজ্জা বিকিয়ে দিয়ে বুনো ঘাসগুলো কেমন নগ্ন হতেছিলো !



মেমফিস হতে উঠে আসা নীল জলা পরীরা,

প্রান এঁকে দিয়েছিলো পাল তোলা খাগড়ার বহরে;

পৌষের গর্ভে তারপর রচে গেল অনন্ত এক কাব্যিক মহাকাল,

স্বর্গ আর নরকের দ্বৈরথে আজও যার শঙ্খ বাজে,

ঝিনুকের শব দেহে নির্ঘুম জেগে রয় জীবনের মুক্তোরা।



মৃতপ্রায় রোদের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছায়াভিমান,

খুঁজে ফিরে মাটিতে শ্যাওলার ঘন বন।



ময়ূরের মতো করে সেতো পেখম তুলে নাচেনা,

ডানা মেলে উড়ে চলে শকুনের মতো;

ধীর-স্থির তারপর নির্জীব দেহটাকে ছিঁড়ে খায়,

রক্ত মাখা শব্দরা বেহালার সুর তুলে বিলাপ করে,

আঁচল পেতে কেউ তার অশ্রু কুঁড়োয়না।



মনে পড়ে আকাশের কাছে লজ্জা বিকিয়ে দিয়ে লোনা শহরটা সেদিন খুব কেঁদেছিলো !



বুক পকেটে রাখা রমণীর চুলের ফিতাটা এখনও রঙিন,

যদি কখনও স্বপ্ন আসে বাতাসের অবাধ্যতায়,

তবে তাকে খোঁপায় বেঁধে নেয়ার আশ্বাসে।



চোখের মেলাতে সন্ধ্যার রকমারী পশরা বসেছে,

বায়স্কোপের ভেতরে বধূ সেজে রাত হাসে,

তবু রোদের অপেক্ষায়;

সূর্য নক্ষত্র রমণীর প্রতি আরাধনা;

এই বুঝি ভোর হয়ে এলো বলে !















প্রণয়ের হাট-বাজারে বিধবা মর্ত্যরানীর বিকিকিনি ভাল না,

দর-দাম কশে দেখি নদীর মোহনা কাশফুলের শেকলে আঁটা,

ক্ষুধার বেনারশি শাড়িতে যে জোছনার নকশি বোনা,

হলুদ সন্ধ্যার পরিশেষে দেখি আঁচলে তার গোলাপের কাঁটা।



যুবতী মেঘবনের পায়ে সরু হিলের ঠক-ঠক শব্দে বাতাস কাঁদে,

গানের গন্ধ ভরা রজনীগন্ধার সৌন্দর্য ডেকে বলে,

এই দুঃখ আমি কোথায় রাখি ? হে প্রিয়,

“আমাকে তবু গোপন করে নিও তোমার অব্যয়ের দহনে"



শুনেছি পূর্ণিমার উঠোনে একদা একঝাঁক অমানিশা হেসেছিলো,

বুড়ো সূর্য তাকে নবজীবন দিতে গিয়ে নাকি নিজেই অন্ধকারে অস্ত গিয়েছিলো,

শোকে বিহবল মালতীর চোখে এখনো তারই প্রলয়ের অগ্নিশিখা জ্বলে,

জনক-জননীর বেশে আমাদের জানালার কার্নিশে তবু যেন রোদ খেলে।















আজকের এই রাত যেন কোন এক ভয়ানক খুনি,

চোখের তীর দূর আকাশের অন্ধকারকে করেছে নিশানা;

মৃত তারারা খসে পড়ছে চেয়ে দেখো নিয়তির অধরে,

সময়গুলো ভীষণ ভীত চারদিকের নিঃসঙ্গতায়,

হৃদয়ের বহ্নিতে উঠেছে ধোঁয়া,

জ্বলছে দেখো প্রণয়ের পর্ণমোচী,

বেঁচে থাকা যে আজ অসম্ভব !



মুখোশের আড়ালে পরিচয়হীন কতশত মুখোশ,

রক্ষীদের আগে পেছনেও পাহারারত অগণিত রক্ষী,

এলোমেলো নিঃশ্বাসে বিষণ্ণতার বুনো হাসি,

মৃত্যু যে কখন এসে কাড়া নাড়বে দরজায় জানা নেই ?

জন্মের পরেই মৃত্যু কাঁদা মাটির সংসারে,

নীল বিষের ফাঁদ পাতা এই মহাপ্রলয়ের অভিসারে,

বেঁচে থাকা যে আজ অসম্ভব !









মন্তব্য ৯২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

লেখোয়াড় বলেছেন:
আমি জানিনা কিভাবে এমন লেখা সম্ভব!!!
পরে কথা হবে এটা নিয়ে, আপাতত বিস্ময় জানিয়ে গেলাম।

কান্ডারি!!

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় লেখোয়াড় ভাই অনেক উৎসাহিত বোধ করছি। অপেক্ষায় রইলাম...

শুভ রাত্রি।

২| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বায়স্কোপের ভেতরে বধূ সেজে রাত হাসে!

সুন্দর।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


থ্যাংকস প্রিয় কবি !!!

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বায়স্কোপের ভেতরে বধূ সেজে রাত হাসে!

সুন্দর।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা শতত :)

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভীষণ ভালো লিখছিস আজকাল ! অভিনন্দন !

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


দোয়া করিস। মুরুব্বীদের দোয়ার খুব দরকার ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

এহসান সাবির বলেছেন: উফ!!!!

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


কি হইল ভাইজান পায়ে কি কাঁটা ফুটলো নাকি :-*

৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + চমৎকার কথামালা ।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


বড় ভাই যখন + দিয়েছেন তখন আর কিছু লাগবেনা :) :)

৭| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

এহসান সাবির বলেছেন: আপনার কি মনে হয় আমার পায়েে কিছু ফুটেছে?

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ছুট বেলায় মাঠে খেলতে গেলে পায়ে কাঁটা ফুটলে ওইরকম উফ !!! করতাম :D

৮| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২

সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে।

++++++++++++

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


প্লাসের রেল লাইনের জন্য ধন্যবাদ সুমন ভাই। শুভ রাত্রি।

৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

এহসান সাবির বলেছেন: মুখোশের আড়ালে পরিচয়হীন কতশত মুখোশ,
রক্ষীদের আগে পেছনেও পাহারারত অগণিত রক্ষী,
এলোমেলো নিঃশ্বাসে বিষণ্ণতার বুনো হাসি,
মৃত্যু যে কখন এসে কাড়া নাড়বে দরজায় জানা নেই ?
জন্মের পরেই মৃত্যু কাঁদা মাটির সংসারে,
নীল বিষের ফাঁদ পাতা এই মহাপ্রলয়ের অভিসারে,
বেঁচে থাকা যে আজ অসম্ভব !



০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


তবু বেঁচে থাকতে চায় মানুষ !!! কেউ কেউ অমরত্বের স্বাদ চায় !!!

১০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভাল লাগা আমার । নেট সমস্যার কারনে এখন ভাললাগা দেয়াটাও কঠিন কাজ। ২য় বার এসে দেয়া লাগলো । :)

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আপনার প্লাস মানেই গুরুজনের আশীর্বাদ। :) :) :) :)

১১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন:
গানের গন্ধ ভরা রজনীগন্ধার সৌন্দর্য ডেকে বলে,
এই দুঃখ আমি কোথায় রাখি ? হে প্রিয়,
“আমাকে তবু গোপন করে নিও তোমার অব্যয়ের দহনে"


মুগ্ধ!

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কিন্তু আমি কি তারে আপন করে পেয়েছি হৃদয়ের গোপনে ??? :( :( :(

১২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

মামুন রশিদ বলেছেন: ছায়াভিমান মুছে যাক নতুন সূর্যোদয়ে ।

বেশ কিছুদিন পর কবিতা পেলাম । ভালো লেগেছে ।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


এই অপেক্ষায়তেই জীবন কেটে যাচ্ছে। মৃত্যু যে কোন সময় আসতে পারে।

মামুন ভাই আপনার পোস্ট পাইনা কতদিন হয়ে গেল। ল্যাপটপ কবে ঠিক করবেন ? আপনার গল্প ন্না পেলে ভাল লাগেনা।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:



মুগ্ধ হলাম!! কোন লাইন কোট করলাম না প্রত্যেকটি লাইন জীবনের মত কেটে যাচ্ছিলো। শুভকামনা ভ্রাতা।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিত আরও ভয়ে ভয়ে ছিলাম ভ্রাতা । উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৬

এহসান সাবির বলেছেন: ঐ যে ঐ লাইন গুলি

শুনেছি পূর্ণিমার উঠোনে একদা একঝাঁক অমানিশা হেসেছিলো,
বুড়ো সূর্য তাকে নবজীবন দিতে গিয়ে নাকি নিজেই অন্ধকারে অস্ত গিয়েছিলো,
শোকে বিহবল মালতীর চোখে এখনো তারই প্রলয়ের অগ্নিশিখা জ্বলে,
জনক-জননীর বেশে আমাদের জানালার কার্নিশে তবু যেন রোদ খেলে।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিত তারে বোঝাতে পারিনি কতটা মেঘ সরে গেলে আবারও সূর্য হাসবে !!!
সে শুধু অক্ষাংশ আর দ্রাঘীমাংশই মেপে মেপে সুমেরীয় সভ্যতার কাছে ফিরে গেল !!!

১৫| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৩

আরজু মুন জারিন বলেছেন: মেমফিস হতে উঠে আসা নীল জলা পরীরা,
প্রান এঁকে দিয়েছিলো পাল তোলা খাগড়ার বহরে;
পৌষের গর্ভে তারপর রচে গেল অনন্ত এক কাব্যিক মহাকাল,
স্বর্গ আর নরকের দ্বৈরথে আজও যার শঙ্খ বাজে,
ঝিনুকের শব দেহে নির্ঘুম জেগে রয় জীবনের মুক্তোরা। X(( X(( X((

আপনার লেখা গুলি অন্যধরনের। আমার জন্য বোঝা একটু কঠিন। তবে না বুঝে আপনার ভাষার ব্যবহার ,শব্দ বাক্যের ব্যবহার বেশ ভাল লেগেছে। কবিতার অন্তর্নিহিত অর্থ বুঝিনি। পড়তে ভাল লেগেছে।

অনেক অনেক শুভেচ্ছা জানবেন।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার কাছ থেকে উৎসাহ পেয়ে খুব ভাল লাগল।

খুব সাধারন ভাবে যদি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিন্তা করেন, পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত পাপ পুন্যর হেতু নিয়ে ভাবেন, দেখবেন চাওয়া পাওয়ার কত ব্যবধান, কাউকে ভালোবাসার পর হারালে ফিরে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা জাগে মনের ভেতর তেমনই বোধ করি নরকে যাওয়ার পর স্বর্গের প্রতি আফসোস হয়। যুদ্ধের বিভীষিকা থেকে সুন্দর পৃথিবীকে অসুন্দর অশুভ ছায়ার হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু সমস্যা হলো এইযে ছায়া হয়ে রোদের জন্য বেঁচে থাকার যে অপেক্ষা তার কোন ভরসা নেই সময়ের। যে কোন সময় মৃত্যু আসবে।

আমি খুব মৃত্যু সচেতন, আর মিথ নিয়ে আছি বলে কবিতাতেও মাঝে মাঝে মিথ চলে আসে।

সব সময় সাথে থেকে অনুপ্রেরনা দেয়ার জন্য ঋণী হয়ে রইলাম।

শুভেচ্ছা শতত।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৬

রাজিব বলেছেন: আপনার লেখার হাত খুবই ভাল। উপমা ও রূপকের ব্যবহার ভাল লেগেছে। তবে সত্যি কথা বলতে কি কবিতার অনেক কিছুই পড়ে বুঝতে পারি নি। তাই এই কবিতার উপর পরবর্তী পোস্টে গদ্য আকারে মূল ভাব ও রূপক ও উপমা গুলোর পিছনের কথা তুলে ধনের তাহলে আমার মত অনেকেই কবিতার কথা বুঝতে পারবে।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় রাজিব ভাই।

আপনার পরামর্শ খুব ভাল লাগল। এটা আমার ব্যর্থতা যে আমি সহজ করে লিখতে পারিনি যা বোঝাতে চেয়েছিলাম। আমার এক প্রিয় ভাই আছেন তিনি বলেন যে কবিতার একটি লাইন নাকি একটি উপন্যাস। সেই থেকে আসলে ব্যাপারটা মাথায় ঢুকে গেছে।

এখানে চেষ্টা করছি কিছুটা ব্যাখ্যা করতে। উপরে মুন আপুকে কিছুটা ধারনা দিয়েছি।

যেমন ধরেন রানওয়ের কাজ কি ? বিমান ওঠা নামা করে যেখানে। কিন্তু সেই রানওয়ে যখন কুয়াশায় ছেয়ে থাকে তখন বিমান চলাচল বন্ধ থাকে। তেমনই জীবন যখন নানা সমস্যায় জর্জরিত থাকে তখন সূর্য ওঠার অপেক্ষায় থাকে ছায়ার অভিমান।

এই সমাজ বিধবা নারীদের অন্য চোখে দেখে। তাদের বুঝি রঙ ঢং করার অধিকার নেই। কিন্তু যে জীবন বিধবা তুল্য তার কি বেঁচে থাকার ইচ্ছে করেনা !

তাইতো যদিও জানি মৃত্যুর কোন ভরসা নাই তবুও জীবনের জন্য অপেক্ষা, ঈশ্বরের কাছে সুস্থ হয়ে ওঠার প্রার্থনা।

শুভেচ্ছা ও শুভ কামনা সব সময়ের জন্য।

১৭| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৮

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার চেয়ে শিরোনাম তা বেশি, বেশি সুন্দর!

শুভেচ্ছা রইলো

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু অনেকদিন পর এলেন আমার ব্লগে। খুব খুশি হোলাম।

তাইলে শুধু শিরোনামটাই রাখি। বাকি লেখাগুলো মুছে দেই :P :P

শুভেচ্ছা অগণিত :) :)

১৮| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৩

ডি মুন বলেছেন: মাতাল সাগরের কোলাহলে মুখরিত বালুচর,
ঝাউ বনের পথে হলো প্রথম পরিণয়।



মেমফিস হতে উঠে আসা নীল জলা পরীরা,
প্রান এঁকে দিয়েছিলো পাল তোলা খাগড়ার বহরে;
পৌষের গর্ভে তারপর রচে গেল অনন্ত এক কাব্যিক মহাকাল,
স্বর্গ আর নরকের দ্বৈরথে আজও যার শঙ্খ বাজে,
ঝিনুকের শব দেহে নির্ঘুম জেগে রয় জীবনের মুক্তোরা।


মনে পড়ে আকাশের কাছে লজ্জা বিকিয়ে দিয়ে লোনা শহরটা সেদিন খুব কেঁদেছিলো !


মুখোশের আড়ালে পরিচয়হীন কতশত মুখোশ,
রক্ষীদের আগে পেছনেও পাহারারত অগণিত রক্ষী,




নাহ, আর কোট করবো না। সবই সুন্দর। দারুন কবিতা।

কাণ্ডারিয় কবিতা। :)

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম !!! অনেক অনেক ভাল লাগল তোর মুখে হাসি দেখে :) :)

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

১৯| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৫

ডি মুন বলেছেন: আর একটা কথা


মনে পড়ে পাহাড়ের দেহে লজ্জা বিকিয়ে দিয়ে বুনো ঘাসগুলো কেমন নগ্ন হতেছিলো !

'হতেছিলো' না বলে 'হয়েছিলো' লিখলে আরো কান্ডারিয় হতো। :)

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


না মুন এটা হলো ঘটমান অতীত কাল। অতীতে শেষ হয়ে গিয়েছিল এমনটা বোঝানো হয়নি। হচ্ছিল আর হয়েছিল এই দুইয়ের মাঝে কালের পার্থক্য আছে। হচ্ছিলর কাব্যিক রূপ হতে ছিলো।

২০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়েছি :)

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আইচ্ছা ভাল কথা তুইতো অনেক ফাঁকিবাজ। ঈদের দিন বাসায় আসবি বলে আর আসিস নাই কেন X( X( X(

২১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

এহসান সাবির বলেছেন: মনে পড়ে পাহাড়ের দেহে লজ্জা বিকিয়ে দিয়ে বুনো ঘাসগুলো কেমন নগ্ন হতেছিলো !


আমি এই লাইনটা নিয়ে বল্লে একটা গল্পর আকার ধারন করতে পারে।

আমার মনে হয় আমার কথা আপনার বিশ্বাষ হয়নি.........!!

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই ঐযে আপনি একটা কথা বলেন কবিতার একটা লাইন হলো একটা উপন্যাস। আমিত এইটাই মনে প্রানে বিশ্বাস করি।

আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। সেগুলোর প্রয়োগ করতে চেষ্টা করি।

২২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৪

প্রবাসী পাঠক বলেছেন: কবিতা খুব একটা বুঝি না কাণ্ডারি ভাই। কবিতার অন্তর্নিহিত ভাব বেশিরভাগ সময়ই অচেনা থেকে যায় আমার কাছে। কবিতা আমার কাছে বিদেশী ভাষায় শোনা গানের মত লাগে। গানের অর্থ বুঝতে না পারলেও গানের সুর যেমন বিমোহিত করে রাখে তেমনি আপনার কবিতাটাও মুগ্ধ করেছে।


বুক পকেটে রাখা রমণীর চুলের ফিতাটা এখনও রঙিন,
যদি কখনও স্বপ্ন আসে বাতাসের অবাধ্যতায়,
তবে তাকে খোঁপায় বেঁধে নেয়ার আশ্বাসে।

চোখের মেলাতে সন্ধ্যার রকমারী পশরা বসেছে,
বায়স্কোপের ভেতরে বধূ সেজে রাত হাসে,
তবু রোদের অপেক্ষায়;
সূর্য নক্ষত্র রমণীর প্রতি আরাধনা;
এই বুঝি ভোর হয়ে এলো বলে !


অসাধারণ।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিও যে খুব কবিতা বুঝি তেমন না। তবে কবিতা পাগল মানুষ আমি।

তবে প্রিয় ভাইয়ের কাছে যখন এই লাইনগুলো ভাল লেগেছে তখন ঋণী না থেকে উপায় নাই।

খুব উৎসাহিত বোধ করছি ভাই। শুভেচ্ছা নিরন্তর।

২৩| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩৫

ডি মুন বলেছেন: আচ্ছা আচ্ছা। বুঝেছি।

মানে শব্দটা হতেছিল শব্দটা শ্রুতিমধুর লাগছিলো না তাই বলছিলাম। তবে কবিতার আবহ ঐ শব্দটাই ডিমান্ড করলে সে কথা আলাদা।

আনন্দে একবস্তা কমেন্ট করে ফেললাম। :-P

এরকম সুন্দর কবিতা আরো চাই। এগিয়ে চলুক কবিতা লেখা।

শুভকামনা রইলো ভাইয়া

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


একবার হচ্ছিলো লিখতে চাইছিলাম কিন্তু মনে ধরলো না। অনেকে ভেবে শেষে ঠিক করলাম হতেছিলই যায় এখানে।

নাইলে ক্রিয়ার কালটা ঠিক থাকেনা। তোর কাছে ভাল কোন শব্দ থাকলে বল। এডিট করে নেই।

এক বস্তা কমেন্টের জন্য এই ভাই আবেগে সিক্ত তার উপর তোর প্রিয়তে স্থান পাওয়া আমার জন্য সৌভাগ্যের।

দোয়া করিসরে ভাই যেন লিখতে পারি।

২৪| ০৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৬

স্বপ্নবাজ অভি বলেছেন: যে কোন বিষয়ে আপনার ডেডিকেশনের একজন বিরাট মানের ভক্ত আমি !

দীর্ঘ এই অর্থবহুল কবিতার ব্যাপারে কিছু বলার সাহস পাচ্ছিনা , শুধু প্লাস নেন , প্লাস আর প্লাস !

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


জানতে পেরে অবাক হোলাম যে এই অথর্বেরও একজন ভক্ত আছে।

ভাই তোর প্লাস গুলো সযত্নে রেখে দিলাম। যখনই প্লাসগুলো দেখব তখনই তোর কথা মনে পড়বে।

ভাল থাকিস খুব।

২৫| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: কবিতা খুব ভালো লাগলো।
অ.ট.-আমাদের পরবর্তী সাহিত্য আড্ডা হচ্ছে, ০৮/০৮/২০১৪ সামনে শুক্রবার। ঈদ পরবর্তী এটা আমাদের প্রথম আড্ডা, তাই পরিচিত অপরিচিত সকলকে আসার আমন্ত্রণ যানাচ্ছি। আড্ডা হচ্ছে আমাদের সেই পরিচিত বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ক্যাফেটারিয়ায়। সময়ঃ বিকাল সাড়ে চারটায়। আশা করি যারা যারা নিয়মিত এই সাহিত্য আড্ডায় হাজির থাকেন, তারা সময় মতো পৌছে যাবেন। যারা নতুন আসতে চাইছেন তাদের জন্য ফোন নম্বর হলোঃ ০১৬১৯-৫১৮৯৩৪ (সজীব), ০১৯৮৮৮৬৯৬৭ (নাঈম রানা), ০১৭২৪৬১৪২৫৬ (দুর্জয়)।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

ব্যাস্ততা না থাকলে আপনাদের সাথে আড্ডায় যোগ দেয়ার জন্য চেষ্টা করবো।

শুভেচ্ছা।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
সূর্য নক্ষত্র রমণীর প্রতি আরাধনা;-ভাল লাগল ৷

পুরো আবহটুকু বেশ লাগল ৷

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভাই আপনাকে। মন্তব্যে কৃতজ্ঞতা রইল।

শুভেচ্ছা শতত।

২৭| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওরে কবিতা!!!!!!!!! রে! জাস্ট অসাম!
প্লাস দিলাম ভাই!!!!!!

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

কৃতজ্ঞতা ভাইডি। এইভাবে বলিয়া শরম দিয়েন না। :!> :#>

২৮| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি কবিতা !!! বড়ই শান্তি পেলাম
এত্ত এত্ত প্লাস ------

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু আপনাকে কিছুটা হলেও শান্তি দিতে পারায় আমার কবিতা সস্তি বোধ করছে।

কৃতজ্ঞতা ও শুভকামনা নিরন্তর।

২৯| ০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৪

সাজিদ উল হক আবির বলেছেন: বাহ !!!
+++++++

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ প্লাসের জন্য। ভাল থাকুন ।

৩০| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

জেরিফ বলেছেন: নীল বিষের ফাঁদ পাতা এই মহাপ্রলয়ের অভিসারে,
বেঁচে থাকা যে আজ অসম্ভব

কিছু কমু না :(

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কিছু বলা লাগবেনা। কষ্টগুলো এমনই হয়।

৩১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২২

ভিজামন বলেছেন: অনেক দিন পর ভালো একটি লেখা... ভালো লাগলো

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই মনে যে তুষেরই আগুন জ্বলে রইয়া রইয়া.....

৩২| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতা ভালো লাগলো।

ধন্যবাদ, কাণ্ডারি অথর্ব।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

অনুপ্রানিত হোলাম প্রিয় গল্পাকার।

৩৩| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দারুন , ভাই , দারুন

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আদনান ভাই আমার একটা বদনাম আছে আমি নাকি খুব আবেগী। আর আমার চোখে পানি আইনেন না ভাইজান।

৩৪| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পড়ে আমার অভিব্যক্তি যেরকম, তা অলরেডি প্রথম কমেন্টে লেখোয়াড় বলে ফেলেছেন।

অনেক সমৃদ্ধ আর পরিণত কবিতা পড়লাম। অভিনন্দন।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আমি রিপ্লাইয়ে কিছু বলার ভাষা পাচ্ছিনা। দোয়া করবেন ভাই।

৩৫| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

সকাল রয় বলেছেন:

আঁচল পেতে কেউ তার অশ্রু কুঁড়োয়না।

বেশ ভালো লাগলো কাব্য

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


যা দিয়েছো তুমি আমায় কি দেব তার প্রতিদান
মন মজালে ওরে বাউলা গান
আমার, মন মজালে ওরে বাউলা গান

অন্তরে আসিয়া যখন দিলে তুমি ইশারা
তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়া একতারা
মন মানেনা তোমায় ছাড়া তোমাতে সঁপেছি প্রাণ
মন মজালে ওরে বাউলা গান

কি করে পাবো তোমারে তাই ভাবি দিন-রজনী
মনের ভাব প্রকাশ করি কথায় দিয়ে রাগিণী
এস্কে দিল-দরিয়ার পানি ভাটি ছেড়ে বয় উজান
মন মজালে ওরে বাউলা গান

কত গান গেয়ে গেলেন যারা মরমী কবি
আমি তুলে ধরি দেশের দুঃখ-দুর্দশার ছবি
বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান
মন মজালে ওরে বাউলা গান

৩৬| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০২

কয়েস সামী বলেছেন: আপনি ভাই সত্যি করে বলুন তো অাপনি আসলে কে। গল্পকার? প্রাবন্ধিক? না কি কবি?

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কয়েস ভাই আপাতত একটা গানের প্রতি বিভোর হয়ে রয়েছি। শুনে দেখুন খুব ভাল লাগবে। যদি হৃদয়ে কাপন না ধরে তাহলে বিফলে মূল্য ফেরত।

৩৭| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:২২

সায়েদা সোহেলী বলেছেন: এতে কিছু একজন পারে কি করে! ! B:-)


বিষয় ভিত্তিক লেখাগুলোর মতো কবিতা ও মাস্টার পিস! ! একটু ভিন্ন অন্য সব কবিতার থেকে! !

গল্প গল্প ছবি ছবি কবিতা , সাথে একটু ভয়! ! +++++

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাদের প্রশ্রয় পেয়ে পেয়েইতো এই পর্যন্ত আসা। সত্যি আপু আপনাদের উৎসাহ আর অনুপ্রেরণা আমাকে এই পর্যন্ত এনেছে।

এরজন্য এই অথর্ব চির ঋণী।

দোয়া করি ভাল থাকুন সব সময়।

৩৮| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৮

ডি মুন বলেছেন:
আহা , সাঝ সকালে আবার কবিতাখান পইড়া আরাম পাইলাম।




* আর ঈদের দিন সকালে হালকা পাতলা বৃষ্টি হইয়াই তো আমার ঘুমের সুব্যাবস্থা কইরা দিছিলো। তাই আর যাওয়া হয় নাই কোথাও।

যাক, পরের ঈদে সুদে-আসুলে পোষাইয়া নেওয়া যাবে। বাসার সবাই কেমন আছে?

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


রাতে ঘুমাইস নাই নাকি !!! আমিও ঘুমাই নাই। B-)

খালি কবিতা পইড়া আরাম পাইলেই চলবে নাস্তাও খাওয়া লাগবে। :P

আইচ্ছা যা এই অঙ্গীকারের উপর তোকে মাফ করা হইল। আছে ভাল আছে।

৩৯| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ কান্ডারির অসাধারণ কবিতা!

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় মবীন ভাই আমার কবিতার কথা বললে ঠিক আছে কিন্তু আমি কিন্তু মোটেও অসাধারণ নই। আমি হইলাম অথর্ব। X( X(

৪০| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬

জাফরুল মবীন বলেছেন: কান্ডরি অথর্ব কিনা সে বিষয়ে প্রমাণসহ ব্যাখ্যা দেওয়া হয়েছেView this link এই পোস্টের ৫নং মন্তব্যের উত্তরে। :)

আচ্ছা ভাই সেদিন থেকে আপনি আমারে খালি রাগের ইমো মারতাছেন।এ নিয়ে ৮ টা হলো।এটা কী সেই বিখ্যাত সিনেমাটিক উক্তির বাস্তব প্রতিফলন “He is angry with me because he loves me a lot."? :P =p~ :P

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আই লাভ ইউ এর চেয়ে বেশি কিছু বলার নাই। :!> আপন ভাইয়ের সাথে ভালুবাইসা রাগের ইমো দেই। পর মানুষরে দিলে উল্টা মাইর খাওয়ার সম্ভাবিলিটি থাকে। :P

৪১| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কান্ডারী ভাই! আপনার লেখা পড়ে তো মাথা নষ্ট! অদ্ভুত লিখেছেন! কোট করতে গেলে মেলা লাইন করতে হবে!

অনেক ভালো লাগা রইলো!

মুগ্ধপাঠ!

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় কবির কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়া খুবই আনন্দের বিষয়।

কৃতজ্ঞতা এমন উৎসাহ দেয়ার জন্য।

৪২| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৩

লিরিকস বলেছেন: +

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ আপু।

৪৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতারে কি কবিতা লিখছেন ! ++++++++++
আপনার কাছে আমার কবিতা এখন নস্যি মনে হচ্ছে । :(

ক্লাসিক ।

অনেক শুভকামনা । মাঝে মাঝে কবিতাও দিয়েন ।

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


খুঁজে খুঁজে পুরানো কবিতা পড়ার জন্য কৃতজ্ঞতা ভ্রাতা।

তবে এটা আপনার বড় মনের পরিচয় যে, আমার অখাদ্য টাইপ কবিতার আপনি প্রশংসা করছেন।

আমি শতবার চাইলেও আপনার মতো অনন্য ও অসাধারন কবিতা লিখতে পারবো না।

আপনার জন্য অসংখ্য শুভকামনা ও শ্রদ্ধা সব সময়ের জন্য।

৪৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

ইমতিয়াজ ১৩ বলেছেন: মন্তব্যে কি লিখব তা নিয়ে ভাবতে হয়েছে প্রায় ৫ মিনিট, কারন এখানে যারা মন্তব্য করেছেন প্রায় সবাই সামুর ব্লগিং জগতে নিজ নিজ ক্ষেত্রে এক একটি উজ্জল নক্ষত্র। আর কবিতার সাথে ছবির অনুপম যোগাযোগে এই পোষ্টটি হয়ে উঠেছে এক অনন্য অসাধারণ পোষ্ট।



শুধু ধন্যবাদ নয় সাথে

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই এমন মন্তব্যের প্রতি উত্তরে আসলে কি বলা উচিত আমার জানা নেই।

আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।



শুধু আপনার জন্য ভাই।

৪৫| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রীত ও পুলকিত হইলাম

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইমতিয়াজ ভাই।

৪৬| ১৬ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

সোহানী বলেছেন: এতো চমৎকার কথামালার পোস্টটি আমার চোখ এড়িয়ে গেল ????

দেরিতে হলে ও ভালোলাগা জানিয়ে গেলাম.............

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



পড়েছেন এতেই অনেক খুশি হয়েছি। আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশের শেষ নেই আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.