নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

মাশা স্বপ্নই যার জীবনের মূলমন্ত্র

০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৪









স্বপ্ন মানুষকে জীবনে চলার পথে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। প্রত্যক মানুষের জীবনেই স্বপ্ন থাকাটা অত্যন্ত জরুরী। এর পরেও অধরা হয়ে থেকে যায় কিছু স্বপ্নরা। আজ এমনই একজন নারীর সম্পর্কে লিখছি যার জীবনের মূলমন্ত্রই হলো স্বপ্ন। যদি চাঁদে যাওয়ার জন্য তৈরি হওয়া যায়, তাহলে চাঁদে না পৌঁছাতে পারলেও অন্তত কোনো তারার কাছে যেন পৌঁছানো যায়। অন্তত রুশ স্বর্ণকেশী মাশা তাই মনে করেন।







মারিয়া শারাপোভা, টেনিস কোর্টে পা রাখতেই যাকে নিয়ে শুরু হয়ে যায় মাতামাতি, রূপ আর গুণের অপূর্ব মেলবন্ধনে অনন্য একজন নারী। যে রাঁধে সে চুলও বাঁধে প্রবাদটা যেন তার ক্ষেত্রে বেশ খাটে। চোখের পলক না পড়ার মত তাঁর সুন্দর মুখশ্রী, টেনিসের দুরন্ত সব শট। তার নামটির সাথেই যেন কেমন একটা গ্ল্যামারের গন্ধ মিশে আছে। তাইতো কোর্টের বাইরেও বাজিমাত করেছেন তিনি। এসব নিয়েই মারিয়া শারাপোভা পরিচিত তার অগণিত ভক্তকুলের কাছে।







১৯৮৭ সালের ১৯শে এপ্রিল রাশিয়ার ন্যাগানে জন্ম গ্রহণ করেন এই ডানহাতি টেনিস তারকা মারিয়া ইয়ুরেভনা শারাপোভা যার ডাক নাম মাশা। বাবা উইরি শারাপভ এবং মা ইয়েলিনা শারাপোভা। ৭ বছর বয়সে যুক্তরাষ্ট্র যাবার পর থেকে তিনি ফ্লোরিডার ব্রাডেন্টনে বসবাস করছেন। মাশার উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত স্লোভেনিয়ান বাস্কেটবল খেলোয়াড় সাশা ভুজাসিচ এর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন।







শখ ফ্যাশন ডিজাইন এবং শৈশব থেকেই তিনি প্রচণ্ড আগ্রহ নিয়ে স্ট্যাম্প সংগ্রহ করে আসছেন।







বেলারুশে ১৯৮৬ সালের চেরনোবিলের বিপর্যয়ে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ান অংশ নেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে।







নিজের ক্যান্ডি ব্র্যান্ড সুগারপোভার প্রচারের জন্য মারিয়া শারাপোভা নামটিও একসময় বদলে নিতে চেয়েছিলেন তিনি। বৈধভাবে নাম পরিবর্তনের জন্য ফ্লোরিডার সুপ্রিম কোর্টে আবেদন জানান এই টেনিস তারকা। মারিয়া শারাপোভা থেকে শারাপোভা সরিয়ে সুগারপোভা নাম রাখতে চান তিনি। তবে স্থায়ী ভাবে নয়, মাত্র দুই সপ্তাহের জন্য নাম পরিবর্তন করেন তিনি।







টেনিসে শট খেলার মাঝে মাঝে যে চিৎকার করা হয় তাকে গ্রান্টিং বলা হয়। শারাপোভা গ্রান্টিং এমন জায়গায় নিয়ে গেছেন যে টেনিস বিশ্ব একেবারে নাজেহাল। শারাপোভার গ্রান্টিংয়ের মাত্রা শব্দযন্ত্রে মেপে দাঁড়িয়েছে ১০১ ডেসিবেল।







মাত্র ৪ বছর বয়সে শারাপোভার বাবার বন্ধু একক টেনিসে দুইটি গ্র্যানন্ডস্ল্যাম ও একটি অলিম্পিক স্বর্ণপদক জয়ী সাবেক বিশ্বের ১নং খেলোয়াড় ইয়েভগেনি কাফেলনিকভের বাবা আলেকজান্ডার কাফেলনিকভের কাছ থেকে প্রথম টেনিস খেলার ব্যাট উপহার পান, যা দিয়ে তিনি নিয়মিত তার বাবার সঙ্গে স্থানীয় কোর্টে প্র্যাকটিস করেন। শারাপোভা নামকরা রাশিয়ান প্রশিক্ষক ইউরি ইউতকিনের কাছে প্রথম টেনিস পাঠ গ্রহণ করেন, সে তার খেলা দেখে রীতিমতো বিস্মিত হয়ে যান।







৬ বছর বয়সে শারাপোভা মার্টিনা নাভ্রাতিলোভার চালিত মস্কোর টেনিস ক্লিনিকে উপস্থিত হন যেখান থেকে তারা তাকে নিক বালেত্তেইরি টেনিস একাডেমিতে পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করেন। উল্লেখ্য এই একাডেমি থেকে বিশ্ব জয় করা খেলোয়ার আন্দ্রে আগাসি, মনিকা সেলেস, আনা কুর্নিকোভার মত খেলোয়াড় বেরিয়ে এসেছিলেন।







চরম অর্থাভাবের কারণে নানাদিক থেকে ধার-কর্জ করে ১৯৯৪ সালে ইউরি তার মেয়েকে নিয়ে ফ্লোরিডার পথে পা বাড়ান। যখন ফ্লোরিডায় পৌঁছেন তার কাছে ছিল মাত্র $৭০০, মেয়ের ট্রেনিং পূর্ণ করার জন্য থালা-ধোওয়ার কাজসহ বিভিন্ন রকম স্বল্পবেতনের কাজ করেন তিনি।







১৩ বছর বয়সে নভেম্বর ২০০০-এ এড্ডি হেরর ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ জয় করেন, যার জন্য ওই বছর সেরা উঠতি তারকা হিসাবে স্পেশাল অ্যাওয়ার্ড জয় করে নেন। ২০০১ সালে তার জন্মদিনে তিনি প্রথম ডব্লিউটিএ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।







২০০৪ সালের ১৭ বছর বয়সে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ প্রথম গ্র্যান্ডস্ল্যাম সিঙ্গেল জয় করেন। ২২ আগস্ট ২০০৫ সালে তিনি প্রথম ওয়ার্ল্ড র্যাং কিং এর ১ নম্বরে আসেন।







এরপর ২০০৬ সালে ইউএস ওপেন, এরপর ২০০৭-এ শোল্ডার ইনজুরিতে পড়েন, যার ফলশ্রুতিতে তাকে সেরা ৫ থেকে ছিটকে যেতে হয়। ইনজুরি থেকে ফিরে এসে ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর পুনরায় সেই শোল্ডার ইনজুরিতে পড়েন।







২০০৮-এ শোল্ডার সার্জারি করানোর পর প্রায় এক বছর টেনিস থেকে বিরত থাকেন এবং ২০১০-এ আবার কোর্টে ফিরে আসেন কিন্তু তার পুরনো ফর্ম ফিরে পেতে ব্যর্থ হন, সারাবিশ্ব ভেবেছিল তিনি হয়ত হারিয়ে গেছেন কিন্তু নিজের অদম্য ইচ্ছা শক্তি দিয়ে আবার স্বগৌরবে ফিরে আসতে থাকেন, ২০১১ সালে সেরা ১০-এ প্রবেশ করেন এবং ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অলিম্পিক রুপা জয় করে নেন। শারাপোভা ২৭ বার ডব্লিউটিএ সিঙ্গেল চ্যাম্পিয়ন হন যার মধ্যে চার বার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস চ্যাম্পিয়ন ও তিনবার রানার আপ হন।







ডেভিড লেটারম্যানকে দেয়া একটি সাক্ষাৎকার







Ellen De Generes Show তে দেয়া দুটি সাক্ষাৎকার











আরও একটি সাক্ষাৎকার







মাশা যখন ব্রাজিলের সমর্থক





* অফিসিয়াল টুইটার লিংক - https://twitter.com/MariaSharapova

* অফিসিয়াল ফেসবুক লিংক - https://www.facebook.com/Sharapova



বিভিন্ন পুরস্কার







***২০০৩***



মহিলা টেনিস ফেডারেশন (ডব্লিউটিএ) বছরের সেরা নবাগত খেলোয়াড়



***২০০৪***



ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড়

ডব্লিউটিএ বর্ষসেরা উন্নত খেলোয়াড়







***২০০৫***



ই এস পি ওয়াই সেরা টেনিস খেলোয়াড়

রাশিয়ার বর্ষসেরা মহিলা টেনিস খেলোয়াড় (রাশিয়ান টেনিস ফেডারেশন কর্তৃক ঘোষিত )

রাশিয়ার সেরা খেলোয়াড়

প্রিক্স ডে সাইট্রন রোল্যাঁ গ্যাঁরো



***২০০৬***



রাশিয়ার বর্ষসেরা মহিলা টেনিস খেলোয়াড় (রাশিয়ান টেনিস ফেডারেশন কর্তৃক ঘোষিত )

ওয়ার্লপুল বছরের ৬ষ্ঠ ইন্দ্রিয় খেলোয়াড়







***২০০৭***



ই এস পি ওয়াই সেরা টেনিস খেলোয়াড়

ই এস পি ওয়াই সেরা আন্তর্জাতিক মহিলা খেলোয়াড়

ইএসপিএন সবচেয়ে আবেদনময়ী মহিলা খেলোয়াড়



***২০০৮***



ই এস পি ওয়াই সেরা টেনিস খেলোয়াড়







***২০১০***



ডব্লিউটিএ ভক্তদের প্রিয় সিঙ্গেলস খেলোয়াড়

ডব্লিউটিএ বছরের লোকহিতকর খেলোয়াড়

ডব্লিউটিএ সবচেয়ে ফ্যাশনেবল খেলোয়াড় (কোর্টে)

ডব্লিউটিএ সবচেয়ে ফ্যাশনেবল খেলোয়াড় (কোর্টের বাইরে)

ডব্লিউটিএ সবচেয়ে নাটকীয় অভিব্যক্তি







উল্ল্যেখ যোগ্য খেলার অংশ বিশেষ































উৎসর্গঃ ব্লগার প্রবাসী পাঠক যার উৎসাহ থেকে মূলত এই পোস্টটি দেয়া।











মন্তব্য ৮২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:০৫

ঢাকাবাসী বলেছেন: অসাধারণ একটা পোষ্ট। দুর্লভ আর দামী সব ছবি, সুন্দর বিন্যাস আর বর্ণনা, প্রচুর পরিশ্রমের ফসল। চমৎকার একটা পোস্ট পড়ে সকালটা ভাল লাগছে।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাইজান। ছবিগুলো ব্যাক্তিগত প্রোফাইল থেকে সংগৃহীত, কিছু বিদেশী আর্টিকেল আর টানা চারদিনের পরিশ্রমের ফসল এই পোস্ট। এর বেশি কিছু না।

আপনার সকালটা ভাল করতে পারায় আনন্দিত।

২| ০৮ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: টেনিস তারকার আদ্দিপান্ত তুলে ধরার জন্য ধন্যবাদ কাণ্ডারি ।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ বন্ধু। এই টেনিস তারকাই যে আমার পছন্দের খেলোয়াড় তাই এমন পোস্টের অবতারণা।

৩| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
ছবি আর লিংক মিলে অসাধারণ পোস্ট।

এ ধরনের একটি পোস্ট তৈরি করতে যথেষ্ট সময় এবং মনোযোগ দিতে হয়।

১ম লাইক। ;)

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


সুমন ভাই আপনার কাছ থেকে যখন লাইক পেয়েছি তখন কিছুটা স্বস্তি পেলাম।

হ্যাঁ সময় ও পরিশ্রম দুটিই দিয়েছিতো টানা চার দিন। ;)

৪| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৯

ইমতিয়াজ ইমন বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্টের জন্য।

০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


আরও কিছু জানাতে পারলে আরও ভাল লাগত। সকালের শুভেছা রইল।

৫| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! চমৎকার! চমৎকার! অসাধারণ একটি পোস্ট।

ধন্যবাদ, ভাই কাণ্ডারি অথর্ব।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় গল্পাকার। আপনার ভাল লেগেছে জেনে খুশি হোলাম খুব।

শুভ রাত্রি।

৬| ০৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪১

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার পোষ্ট । ভালবেসে কাছে রাখার মতো ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


দেখবেন যেন আবার চুরি হয়ে না যায়।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৭| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

মুদ্‌দাকির বলেছেন: আমি মাশার ফ্যান আর গ্রান্টিং এর সমর্থক, সুগারপোভা খাবার ইচ্ছা আছে :) :) :) :)

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনিও ভাই আমার মতো মাশার ভক্ত জেনে খুব হিংসা লাগছে।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন ভাই। শুভেচ্ছা শতত।

৮| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

ফেরারী আউট-ল বলেছেন: সুন্দর :)

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ। আসলেই ভীষণ সুন্দরী। :#>

৯| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬

মামুন রশিদ বলেছেন: কোর্টে ওর জঘন্য ষিতকার ছাড়া বাকি সবই ভাল লাগে :D

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনারে এত্তগুলা মাইনাচ মামুন ভাই আমার প্রিয় খেলোয়াড়কে এভাবে ষিতকার বলতে পারলেন আপনি X(

১০| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

ডি মুন বলেছেন: প্রিয়তে নিয়ে গেলাম। খুব সুন্দর পোস্ট।

আর উৎসর্গে ভালোলাগা।

ভালো থাকা হোক সবসময়।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


তরোও কি প্রিয় তারকা নাকি মাশা ?

১১| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩

মৃদুল শ্রাবন বলেছেন: অন্যধরনের একটা চমৎকার পোষ্ট। আমি নিজেও শারাপোভার ভক্ত। অনেক অজানা কিছু জানলাম তার সম্পর্কে।

শুধু ধন্যবাদ দিলে ছোট করা হয় এরকম একটা পোষ্টের জন্য।

সহস্র শুভেচ্ছা গ্রহণ করুন আমার হৃদয়ের অন্তস্থল থেকে।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


হিংসিত হোলাম খুব।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভেচ্ছা রইল ভ্রাতা। :)

১২| ০৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৭

আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,




যে রাঁধে সে চুলও বাঁধে । সেরকম স্বপ্নের সাথে সাধ্য আর ইচ্ছে মেলালে চাঁদ না হোক কোনও একটি তারায় পৌঁছে যাওয়া যায়,তেমনিই ।

এই বোধ নিয়ে লেখা আর ছবিতে ভরপুর পোষ্টটি অনবদ্য ।

শুভেচ্ছান্তে ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ। আসলে প্রিয় এই তারকাকে স্মৃতির ব্লগে বন্দী করে রাখতে চেয়েই মূলত এই পোস্ট দেয়া।

শুভেচ্ছা শতত প্রিয় ভাই আমার।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক অজানা বিষয়গুলো জানা গেল এই পোস্টের মাধ্যমে ---। আন্তরিক ধন্যবাদ শেয়ার করার জন্য

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি নিজেও আপু শেয়ার করতে পেরে খুব খুশি।

শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন:

মামুন রশিদ বলেছেন: কোর্টে ওর জঘন্য ষিতকার ছাড়া বাকি সবই ভাল লাগে B-) B-))

পোস্টে +++

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


তোরেও মাইনাচ তবে প্লাসের জন্য কৃতজ্ঞতা জানিস।

১৫| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৮

সকাল রয় বলেছেন:
চরম
একটা পোষ্ট!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় সকাল রয় ভাই।

১৬| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৯

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা কান্ডারি অথর্ব!!

আমার প্রিয় তারকার এই পোষ্ট পড়ে কত কি জানা হল। ধন্যবাদ দিলে কম দেয়া হবে বলে দিলাম না :)

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় একজন মানুষের কাছ থেকে মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে।

আপনারও মাশা প্রিয় জেনে খুব হিংসিত হোলাম ভাই।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইল।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

প্রবাসী পাঠক বলেছেন: স্যালুট কাণ্ডারি ভাই। অসাম একটা পোস্ট। আপনার সঙ্গে মাশাকে নিয়ে আলাপ হবার মাত্র তিন দিনের মধ্যেই মাশা কে নিয়ে এমন তথ্যবহুল পোস্ট। টুপি খোলা সালাম গ্রহণ করুণ হে কাণ্ডারি ভাই।

কিছু কিছু তথ্য দেখে বিস্মিত হতে হল।
শারাপোভার গ্রান্টিংয়ের মাত্রা শব্দযন্ত্রে মেপে দাঁড়িয়েছে ১০১ ডেসিবেল। B:-) B:-)


বেলারুশে ১৯৮৬ সালের চেরনোবিলের বিপর্যয়ে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ান অংশ নেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে।
এই তথ্যটা একটু দেখবেন কাণ্ডারি ভাই। আমার মনে হয় টাইপিং এ ভুল হয়েছে। ১৯৮৬ সাল তো হবার কথা না।


পোস্টে চতুর্থ ভালো লাগা সহকারে সরাসরি প্রিয়তে।


বিঃদ্রঃ একটার বেশি প্লাস দিতে পারছি না। এই মুহূর্তে মাল্টি নিকের প্রয়োজনীয়তা অনুভব করছি। :| :|

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


সুপ্রিয় ভাই আমার এই চারদিন টানা রীতিমত খাটাখাটুনি করার পর এই পোস্টটা দিয়েই ফেললাম। আর কিছু ইনফো আগেই জানা ছিল তাই খুব সুবিধা হলো কাজ করতে যেয়ে। আমার ফেবুতে আমি মাশার সাথে অনেক আগে থেকেই এড আছি তাই কাজটা অনেক সহজ ছিল আমার জন্য।

ভাল করে খেয়াল করুন ভাই আমি লিখেছি যে বেলারুশে ১৯৮৬ সালের চেরনোবিলের বিপর্যয়ে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানর কথা। ১৯৮৬ সালেই যে হেল্প করেছেন তা কিন্তু নয়। আর আমিত এই তথ্যই পেয়েছি আসলে শিশুগুলো অবশ্য এতদিনে বড় হয়ে গেছে। এই দোষতো আর আমার না। জাতিসংঘ ভাল বলতে পারবে।

আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে। আমি খুব ভয়ে ছিলাম যে আপনি পছন্দ করেন কিনা।

আমারও মাল্টি নাই থাকলে ধার দিতাম। :P

১৮| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৪৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরররেহ....! করছেনডা কি...!!? :-B

এ যে দেখি ... মাশা নামা ... !! :)

ইহা শোকেসে না রাখলে কিয়ের প্রেমিক হইলেম!! ;) B-))

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় মুনতাসির ভ্রাতা প্রেমিক হইলে আমার মত হইবেন। যারে পছন্দ করি তারে নিয়া রিসার্চ না করলে কেমনে কি বলেন :P :P

১৯| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: পছন্দের খেলোয়ারদের তালিকায় থাকার জন্য পুরো লেখাটি পড়লাম। অনেক না জানা তথ্যই জানলাম। তবে লক্ষ্য স্থির থাকলে পৌছানো যায়ই,দেরী করে হলেও।।
ধন্যবাদ। ভাল থাকবেন।।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


খুব ভাল একটি কথা বলেছেন ভাইজান। আসলেই লক্ষ্য স্থির থাকলে আর যদি পরিশ্রম থাকে তাহলে পৌছানো যায়ই।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।

২০| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার লাগলো।মাশা মাশাআল্লাহ যথেষ্ট রূপবতী। অনেক কিছু জানা গেল তার সম্পর্কে। তথ্য ভাল লেগেছে। ছবি গুলো বেশি ভাল লেগেছে ।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


সেলিম ভাই একদম পরীর মতোই রূপবতী। :P

ছবিগুলো পার্সোনাল। ;)

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

২১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:০৬

প্রবাসী পাঠক বলেছেন: ১৯৮৬ সালের ক্ষতিগ্রস্থদের সাহায্যের অংশটা আমার বুঝার ভুল হয়েছে।


আর মামুন ভাই শোভন ভাইয়ার সাথে সুর মিলেয়ে একই কথা বলতে চাচ্ছিলাম।

স্নিগ্ধ শোভন বলেছেন:

মামুন রশিদ বলেছেন: কোর্টে ওর জঘন্য ষিতকার ছাড়া বাকি সবই ভাল লাগে B-) B-))


কিন্তু মাইনাসের ভয়ে বলতে পারি নি। ;) আমি কিন্তু কথাটা এখনো বলি নাই কাণ্ডারি ভাই।

পোস্ট সত্যিই অনেক ভালো হয়েছে কাণ্ডারি ভাই।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে ভাই টেনিস ব্যাট হাতে নিয়ে দেখেছেন নিশ্চয়। সাংঘাতিক ওজন। এত ওজন ওয়ালা একটা ব্যাট নিয়ে যে নাজুক হাতে খেলছে এইত বেশি। সেখানে কিছুটা উফ ! আহ !! করবেই। এটা এমন কিছু না। সবাই করে। আর তাইতো এটা টেনিসের একটি অংশ। যার নাম গ্র্যান্টিং। মাশা একটু বেশি নাজুক তাই হয়ত একটি বেশিই গ্র্যান্টিং করেন। এটা নিয়ে এমন খোঁচা খুঁচির কি আছে আজীব।

ভাই আপনার কাছে ভাল লেগেছে আর কিছুই চাই না। কারন আপনার উৎসাহ পেয়ে মূলত এই পোস্ট। আপনার সাথে কথা না হলে এই পোস্ট দেয়া হতো না।

২২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
স্বপ্ন সুন্দরী কেন যে ব্রাজিলের জার্সি নিয়ে ছবি তুললো :)
বাকি সবই ভালো। :)

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দুর্জয় ভাই দেখতে হবে না কার পছন্দের তারকা :) :)

২৩| ০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪

বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো শারাপোভার সাথে আমার এইত কিছুদিন আগেই জাপানের রজারস কাপের সময় দেখা হইছিল :-0

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্রো রজারস কাপ কি এখন আর কানাডায় অনুষ্ঠিত হয় না ? B:-)

২৪| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

রোদেলা বলেছেন: চমতকার এই পোষ্টটি অনন্যার ফেইস বুক পেইজে শেয়ার দিলাম।
লিঙ্কটি ভিজিট করুন এখানে-https://www.facebook.com/pages/Fortnightly-Anannya/243157315830999?ref_type=bookmark

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


রোদেলা আপু দেখে আসলাম আর লজ্জাও পেলাম কিছুটা। কৃতজ্ঞতা রইল অনেক। শুভেচ্ছা নিরন্তর।

২৫| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ইয়ে মানে উনার প্রতি আমার গভীর দুর্বলতা আছে । পোষ্ট চেটে পুটে খেলুম :#> সাত নাম্বার প্লাস ! :!> :!>

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সামুর দিব্যি দিয়ে বলছি আদনান ভাই আপনার পেট খারাপ হবে X( চোখে বোরকা পরেন প্লীজ X(

২৬| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৪

লিরিকস বলেছেন: +

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


প্লাসে কৃতজ্ঞতা আপু।

২৭| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

খাটাস বলেছেন: আমার অতি প্রীত একজন খেলোয়াড়। পোস্টের তথ্যের সাথে বুনন মিলিয়ে চমৎকার। ++++

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ সুপ্রিয় খাটাস। মন্তব্যে কৃতজ্ঞতা রইল অনেক অনেক।

২৮| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮

আমি ময়ূরাক্ষী বলেছেন: মাশা সম্পর্কে পোস্ট টা পড়ে ভালো লাগলো অনেক।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ আপু। কৃতজ্ঞতা জানবেন।

২৯| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আরে কি কন!? করিনা আবার! আপনার মতো খুঁটায় করতে না পারি করতাম কিন্তু কম না ...

তবে শাশার সাথে জুটি বান্ধার পর থিকা আমি নাই ...! /:)

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম এটা ঠিক বলেছেন। :( :( :(

৩০| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫২

রাজিব বলেছেন: দারুণ পোস্ট। আনা কুর্নিকোভার থেকে শারাপোভা অনেক অনেক ভাল। দারুণ পরিশ্রমী খেলোয়াড়। তার সম্পর্কে অনেক কিছুই জানতাম সেই ২০০৬ সাল থেকে। সেবার বোধহয় প্রথম ইউএসওপেন জেতে। ঐ সময় প্রায় তিন বছর টেনিস নিয়ে ব্লগে লিখেছি পেটের দায়ে। শারাপোভা, সানিয়া মির্জা, মনিকা সেলেস সব সুন্দরীদের যুগ।

১১ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


পেটের দায়ে ব্লগে লিখেছেন কথার মানে কি ভাই ? ব্লগে লিখে কি আগে টাকা পাওয়া যেত ? তাহলে এখন পাইনা কেন ?

৩১| ১১ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৭

সোহানী বলেছেন: এক তো টেনিস প্লেয়ার তার উপর এত্তো সুন্দরী...... ফ্যান/এসি না হয়ে যাই কই...... আর আপনার লিখাতো বরাবরই দূর্দান্ত......+++++++

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


যাক তাহলে আপু আমার পছন্দের একটা স্বীকৃতি দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি কিন্তু ফ্যান না পুরো ২ টনের এসি :D :D


শুভেচ্ছা রইল আপু।

৩২| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন ! রীতিমত মাশা িবশ্বকোষ

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ লিটন ভাই। কেমন আছেন ? অনেক দিন পর ব্লগে দেখলাম আপনাকে।

৩৩| ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

লেখোয়াড় বলেছেন:
জোস পোস্ট।

তবে বাংলাদেশের কাউরে নিয়ে একটি লেখা দেন।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ লেখোয়াড় ভাই। এর আগে বাংলাদেশের মৌসুমিকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম।

৩৪| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

মোঃ ইসহাক খান বলেছেন: শারাপোভাকে অনেকেই খুব পছন্দ করেন।

শুভেচ্ছা জানবেন।

১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


তার অগণিত ভক্ত রয়েছে যেমন আবার রয়েছে অপছন্দ করারও অনেক লোক।

শুভেচ্ছা ভাই।

৩৫| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩১

আমি ইহতিব বলেছেন: এক একটা পোস্টের পেছনে আপনার পরিশ্রম দেখে অবাক হয়ে ভাবি যে আপনি এই ব্লগটাকে কতটা ভালোবাসেন। চারদিন ধরে কতটা ধৈর্য্য আর যত্ন নিয়ে আপনি এই পোস্ট রেডী করেছেন তা অনুমান করতে পারছি কিছুটা।

মাশা উইকিপিডিয়ার বাংলা ভার্সন হয়েছে এই পোস্ট।

টেনিস বুঝিনা, তাই খেলা দেখিও না।

মাশা বৃত্তান্ত জানাতে আপনার কষ্টসাধ্য পোস্ট দেখে শ্রদ্ধা জানাতে এলাম।

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু এই ব্লগটারে আপনারা বরং আমার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। কারন আপনারা অনেক অনেক ভাল ভাল পোস্ট দেন এবং বেশি পোস্ট দেন।

সেই তুলনায় আমি কিছুই না। আর তাই আমার ভালোবাসাও লবনের মতো। চিনি হইতে পারেনাই।

টেনিস খেলা ভাল লাগে কারন ব্যাডমিন্টনের খেলে আকাশ দিয়া আর টেনিস খেলে মাটি দিয়া কিন্তু দুইটার মধ্যে বেশ মিল। :P

প্রবাসী পাঠক ভাইয়ের সাথে খেলাধুলা নিয়ে আলাপ করতে করতে মাথায় এলো এই পোস্টের আইডিয়া। সেই থেকে দেয়া।

মন্তব্যে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

৩৬| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২

আমি ইহতিব বলেছেন: আমাদের দেশী ভাষায় একটা কথা আছে, মানুষ যখন খুব লজ্জা পায় তখন বলে - "এঁরিও মাডি তুই হাঁডি যা, আঁই তোর ভিত্রে হান্দি যাই" (মাটি ফেটে ভাগ হয়ে যাক, আমি তার ভেতরে ঢুকে যাই)।

আপনার রিপ্লাই পড়ে ঠাশ করে আমার এই কথাটাই মনে এলো ;) :) :)

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এঁরিও মাডি তুই হাঁডি যা, আঁই তোর ভিত্রে হান্দি যাই


আমারওতো এই একই কথা :!> :P

৩৭| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

আরজু মুন জারিন বলেছেন: স্বপ্ন মানুষকে জীবনে চলার পথে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। প্রত্যক মানুষের জীবনেই স্বপ্ন থাকাটা অত্যন্ত জরুরী। এর পরেও অধরা হয়ে থেকে যায় কিছু স্বপ্নরা। আজ এমনই একজন নারীর সম্পর্কে লিখছি যার জীবনের মূলমন্ত্রই হলো স্বপ্ন। যদি চাঁদে যাওয়ার জন্য তৈরি হওয়া যায়, তাহলে চাঁদে না পৌঁছাতে পারলেও অন্তত কোনো তারার কাছে যেন পৌঁছানো যায়। অন্তত রুশ স্বর্ণকেশী মাশা তাই মনে করেন। X(( :-/ :P

আপনার পোস্ট গুলি গোছান এবং চমত্কার বর্ণনার।

বাহ অনুপ্রেরণা নিতে হবে এই স্বর্ণকেশীর কাছে থেকে । পড়ে শেষ করিনি অবশ্য পোস্ট টি এখন ও। অনেক ধন্যবাদ আপনাকে পোস্ট টির জন্য। শুভেচ্ছা রইল।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


রাগের ইমো দেন কেন ? আই কি অরচি ? :|| :||


আপনিও কি টেনিস খেলা পছন্দ করেন ? :P

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৩৮| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

জুন বলেছেন: লন টেনিস আমার প্রিয় খেলাগুলোর অন্যতম একটি খেলা , উইম্বিল্ডনের মাঠে তোমার এই মাশা মুশার খেলা না । আমার ভালোলাগতো এবং এখনো যাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি সে আমার প্রিয় খেলোয়াড় জার্মানীর স্টেফিগ্রাফ । তার স্টাইলিশ খেলা ছাড়াও আচার আচরন আদব কায়দা ভদ্রতা আর তার ভুবনভোলানো হাসি আজও আমার চোখে ভাসে। এরপর স্বল্পকালীন খেলেছিল সুইস প্লেয়ার মার্টিনা হিঙ্গিস । ছেলেদের মধ্যেও অনেক অনেক প্রিয় টেনিস প্লেয়ার আছে যেহেতু পোষ্ট প্রমীলা প্লেয়ারদের নিয়ে তাই আর ওদিকে গেলাম না কান্ডারী ।
+

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


মাশা মুশা মানে কি আপু। আপনি কিন্তু ইন সল্ট করলেন। X( X( X(

মাশা কি আপু বেয়াদব আর অভদ্র নাকি ? B:-)

আপনার স্ট্যাচ্যু অফ লিবার্টি আর চেঙ্গিস খানরে এত্তগুলা মাইনাচ।

দেশে কি এসেছেন আপু ?

৩৯| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

দীপান্বিতা বলেছেন: শারাপোভা সম্পর্কে অনেক কিছু জানা হল... :)

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


মন্তব্যে কৃতজ্ঞতা রইল আপু। শুভেচ্ছা নিরন্তর।

৪০| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৫

জুন বলেছেন: মাশা শুধু ফ্যশন শো করেই গেল । আমার স্টেফির মত এত্তগুলা গ্র্যন্ড স্লাম জিততে পারেনি :P
এখনো আসা হয়ে উঠেনি , তবে শিঘ্রই আসবো ইনশাআল্লাহ :)

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু মাশার পুরস্কারগুলো বিস্তারিত পোস্টে তুলে ধরেছি। পৃথিবীর সব নামী দামী খেলোয়াড়দেরই মিডিয়াতে নাম ডাক বেশি। আপনার ওই স্ট্যাচ্যুর মতো ক্ষ্যাত নাকি মাশা। X( X( X(


শীঘ্রই ফিরে আসুন। আপনার স্টুডেন্ট কিন্তু ছবি এঁকে এঁকে আপনাকেও ছাড়িয়ে যাচ্ছে। তার একটা বিহীত করা দরকার। সারাদিন শুধুই খই ভাঁজে বসে বসে। তাও যদি আমাদের একটা দুইটা খই সে ভাঁজত। /:) /:)

৪১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

ইমিনা বলেছেন: টেনিসের রাণী মানেই মার্টিনা হিঙ্গিস। মেধা এবং গ্ল্যামার দিয়ে যে কিনা টেনিস মাঠ থেকে শুরু করে সমগ্র বিশ্বকে শাসন করতে পারতো। তার আশেপাশে অন্য কাউকে ভাবতে নেই।

শারাপোভা ব্রাজিলের সমর্থক বলেই আপনার এতগুলো ভালোলাগা।
তবে আপনার এই শারাপোভার গ্ল্যামারের দিকটাও অসাধারন ।

১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


মাশা হয়ত টেনিসের রানী নয় তবে অনেক ভক্তের হৃদয়ের রানী অবশ্যই। যেহেতু আমি পছন্দ করি সেহেতু মনের একটা মিল থাকবেই।

:P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.