নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

কাব্যিক ভ্রমন

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৩:৫৭









প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা মূলত কোন সংকলন মূলক পোস্ট নয়। পৃথিবীতে অনেক কবিদের লেখা অনেক কবিতাই পড়েছি কিন্তু সব কবিতাইতো আর মনে বাসা বাঁধতে পারেনা। কিছু কবিতা থাকে এমন যে নিজের অজান্তেই হৃদয়ে ধ্বনিত হয় সময়ে অসময়ে। সেগুলো থেকে যায় স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে। সামহোয়্যার ইন ব্লগে যারা কবিতা লেখেন তারা সকলেই অসাধারন যার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই। তবু তাদের লেখা অজস্র কবিতার মাঝে যেসব কবিতা একান্তই আমার হৃদয়ের স্মৃতি গর্ভে চিরদিনের জন্য স্থান করে নিয়েছে, সময়ে অসময়ে নিজের অজান্তেই মনকে আন্দোলিত করে তোলে এমনই কিছু কবিতাকে সংরক্ষন করে রাখার জন্যই মূলত এই পোস্ট।



আসলে অনেক সময় কবিতাগুলো নীরবে ফিরে ফিরে গিয়ে পড়ে আসি ব্লগে কিন্তু সমস্যা হয় অনেকটা সময় ধরে খোঁজা লাগে। তাই এই খোঁজ করার কষ্ট হতে পরিত্রান পাওয়ার জন্য সেই সব প্রিয় কবিতাগুলোকে একসাথে করতে চেষ্টা করেছি মাত্র। অনেকের একের অধীক কবিতাও প্রিয়তে আছে কিন্তু এখানে স্থান দিয়েছি তার মধ্য থেকে সেরা কবিতাগুলোকে। তবে এই তালিকার এখানেই শেষ নয়। পোস্ট নিয়মিত আপডেট হবে আমার একান্ত ভাল লাগা থেকে।







+ আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে - অন্যমনস্ক শরৎ



+ ক্যামেলিয়া - অপূর্ন



+ বেলা শেষের গান - ৎঁৎঁৎঁ



+ অশুদ্ধ সময়ে কখনও বিষাদ কখনও বিগ্রহের সাময়িক প্রেষণা - সোনালী ডানার চিল



+ বিষণ্ন সময় ধার করে আত্মার গন্ধ খোঁজে শরীর - আহমেদ আলাউদ্দিন



+ হ্যানিবল - ইসতিয়াক অয়ন



+ জীবনের হিসাব মিলাতে চল যাই হিমু সেজে - পরিবেশ বন্ধু



+ বিষন্ন এই শহরে তোমায় অপেক্ষায় - কাল্পনিক_ভালোবাসা



+ এক টুকরো আকাশ কিনবো তোমার নামে - নোমান নমি



+ ২৩ ° ২৭' - ইনকগনিটো



+ আমাকে ধর্ষিতা হবার সাজা দেয়া হয়েছে - ডানাহীন



+ আমার স্ত্রীকে হতে হবে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই



+ ফ্লাট নং G 4 - সাবরিনা সিরাজী তিতির



+ নন্দিতার অন্তর্বাসে রক্তদাগ - লেখোয়াড়



+ আর কতকাল বল কানামাছি তুমি খেলবে - সেলিম আনোয়ার



+ হাওয়ায় ভাসতে থাকা ঘুড়িগুলো আমার - স্বপ্নবাজ অভি



+ বোধের দেয়ালে কতটা শ্যাওলা জমেছে - নাসরিন চৌধুরী



+ ঊর্মি - আশিক মাসুম



+ যে রকম দিন যাবে - আশরাফুল ইসলাম দূর্জয়



+ এখন আমারও একটা আকাশ আছে তাই তোর আকাশে চোখ রাখি না - রাইসুল নয়ন



+ তুমি শুধু একবার বলো - shfikul



+ নষ্ট ভালোবাসায় নষ্ট কবিতা - মাননীয় মন্ত্রী মহোদয়



+ জ্বর কাব্য - লাইলী আরজুমান খানম লায়লা



+ সহজিয়া - ভারসাম্য



+ নীল জল বালিকা - সমুদ্র কন্যা



+ শীতগ্রস্থ শরীরের বিনষ্ট অনুবাদ - পাপতাড়ুয়া



+ আমি কিংবদন্তী হবো তোমার কবিতায় - সুলতানা শিরীন সাজি



+ পূণ্যাত্মার মিছিল তুমি উপমায় অনন্য - সুপান্থ সুরাহী



+ লিখছি আমি জানি শব্দরা ভুল ফেইক - নস্টালজিক



+ স্বদেশ চলে গেলে কার কি আসে যায় - স্বদেশ হাসনাইন



+ প্লাস্টিকের হাতুরি - শাহেদ খান



+ শৃঙ্খলিত শব্দাবলি - *কুনোব্যাঙ*



+ সমুদ্রের শ্বাস - জুন



+ দেয়ালিকা - স্নিগ্ধ শোভন



+ কলাঝিরির বাঁকে - সায়েম মুন



+ এখনো তোমারই আছি - বৃতি



+ বোধহয় অপঘাতে মরে যাবো দেয়ালের ইটে থেতলে যাওয়া ঐ শ্রমিকের মতো - ডি মুন



+ বিপন্ন জনপদ - রমিত



+ শুভমিতার সাথে কাটানো বিকেল - ডট কম ০০৯



+ ধ্রুপদীর প্রতি - অনুপম অনুষঙ্গ



+ আলিঙ্গনের তুমুল ইচ্ছে এবং কুর্চি - নীলসাধু



+ মরে গেলে কবরে কেউ ফুল দিও না - প্লিওসিন অথবা গ্লসিয়ার



+ অতঃপর ভালবাসি - তানিয়া হাসান খান



+ ফ্রাই - পেন আর্নার



+ ভালবাসা মিলনে মলিণ হয় বিরহে উজ্জ্বল - শাহজাহান মুনির



+ বারান্দাতে অস্থিরতা - অদৃশ্য



+ মাঝি কেন আইছিলা - লাবনী আক্তার



+ এমনই এক ভোরের শুভ্রতায় আমি নারী হবো - টুম্পা মনি



+ স্বৈরতন্ত্র কিন্তু চলবেনা আমার সাথে জেনে রেখো - বটবৃক্ষ~



+ আমি শুধু একাই আছি ওর অপেক্ষায় এই ষ্টেশনটায় - রোেক্য়া ইসলাম



+ আর্তনাদ - সোজা পথের বাঙালি



উৎসর্গঃ শ্রদ্ধেয় ও প্রিয় ফারাহ দিবা জামান আপুকে, যার লেখা আমার খুব প্রিয় একটি কবিতা হলোঃ



তোমায় ভাবি উদাস হলেই

আধেক রুহের ঘোরে

উদাস চোখে মদির মায়া

জ্বলে পুড়ে মরে।



পুড়ছো তুমি কোন্ ভুবনে

উনুন নীচে খড়ি হয়ে,

বাতাস মাঝে ভাসছো সুখে

আগুন শিখা লকলকিয়ে।



আমি তবে বাতাস হলাম

তোমার বুকের অতল ছুলাম।

রুহ’র ভেতর রুহ ফুঁকে

আধেক নিয়ে আধেক দিলাম।




সবশেষে, এই সামহোয়্যার ইন ব্লগের সুদীর্ঘ ব্লগীয় পথ চলায় যে আমি আজ কান্ডারি অথর্ব হতে পেরেছি আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা, সাহায্য, সহযোগিতা এবং ভালোবাসায়; সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। ঠিক একই কারনে এই ব্লগ প্ল্যাটফর্মটির প্রতিও অনেক ঋণ জমা হয়ে থাকবে চিরকাল। আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।











মন্তব্য ৯৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০৩

নীলসাধু বলেছেন: কিছু কবিতা পড়া আছে আমার।
তবে মাথা নষ্ট কিছু কবিতা এই পোষ্টে যুক্ত হয়েছে তা বুঝতে পারছি।
আমি সুপ্রিয় কান্ডারি অথর্বকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে
কবিদের কবিতা পড়তে গেলাম।

শুভকামনা নিরন্তর।

১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় নীল দা এখানে যে কটি কবিতা আছে মাথা আসলেই নষ্ট করে দেবার মতোই।

আপনার প্রতি আমার অগাধ ভালোবাসা রইল।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:০৬

বাংলাদেশী দালাল বলেছেন: পোস্টে ঢুইকা দেখি কমেন্ট দিয়া দিছে। ফাস্ট হইতে পারলাম না :(

১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


তাতে কি আপনিতো আমার ভালোবাসার প্রথম তালিকায় আছেন।

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:২৭

বাংলাদেশী দালাল বলেছেন: :!> :!> :!>

খুব ভাল লাগল পোস্ট টা। কবিদের নাম গুল দেখে ২০১২-২০১৩ তে ফিরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য।

সকল অসাধারণ কবিদের কাছে ক্ষমা চেয়ে আমি "আশিক মাসুম" ভাইকে প্রথম পুরস্কার টা দিতে চাই।

"দি বাংলাদেশী দালাল বেস্ট কবি এওয়ার্ড ২০১৪" B-) B-) :P

শুধু মাত্র "ঊর্মি" কবিতাটির জন্য নয় তার সমগ্র কবিতার বিচারে।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্লগে অতিবাহিত করা শ্রেষ্ঠ একটা সময় ছিল ২০১২-২০১৩।

এখন পর্যন্ত সেরা কবিতাটি কিন্তু কবি মাইকেল মেহেদী লিখে গেছেন উনাকে এই এওয়ার্ড না দিলে অসন্মান করা হবে। ;)

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কিছু কবিতার সন্ধান পাওয়া গেল। এমন একটা জায়গায় আমার মত নবীশ কবির কবিতা স্থান করে নেয়ায় সত্যি বিমোহিত হলাম্।আমার কবিতাটি দিন কয়েক আগে লিখা।তারমানে একদম রিসেন্ট।জেনে ভাল লাগছে যে আমার লেখা আগের সব কবিতাকে পেছনে ফেলে সাম্প্রতিক কবিতা জায়গা করে নিয়েছে ।তবে আমার প্রত্যাশা আমার সেরা কবিতাটি এখনো লিখে ফেলিনি।সামনে লিখবো। :)

পোস্টে ভাললাগা । !:#P

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার আরও কয়েকটা কবিতা আমার খুব প্রিয় কিন্তু এই কবিতাটি একদম হৃদয়ে গেঁথে গেছে।

অনেক সময় কবিতার একটা লাইন হাজার কথা বলে দেয়। জন্ম দেয় ইতিহাস।

ঠিক তেমনই হলো আপনার এই কবিতার এই একটি লাইন।


আর কতকাল বল কানামাছি তুমি খেলবে

৫| ১৭ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:১৫

জাফরুল মবীন বলেছেন: ভাই কান্ডরিকে ধন্যবাদ কাব্যিক ভ্রমণের মাধ্যমে তারা কবিদের তারকাখঁচিত কবিতাগুলো একসাথে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।অভিনন্দন সকল কবিকে।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় মবীন ভাই আমি সবসময় কবিতার পাগল। কারন এক কবিতাই যা হাজারটা উপন্যাসের সমান। যা হৃদয় থেকে উৎসারিত হয়।

আর এই কবিতাগুলো বিখ্যাত কবিদের কবিতা নিয়ে যদি তালিকা করা যায় তাহলে অবশ্যই স্থান করে নেবে।

৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৯

শরৎ চৌধুরী বলেছেন: বাহ চমৎকার কাজ।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার আরও কয়েকটি কবিতা আমার প্রায় মুখস্ত কিন্তু সবগুলো এখানে দেয়া গেল না সঙ্গত কারনে। মনে হয়েছে এটা তাদের অন্যতম।

নার্সিসাস, অথবা প্রথম বিদ্রোহী, দোয়েল, অনন, রেণু তোমরা কোথায়?, আমার ডর কিসের, আমি তো বাঘ না, দেয়ালে কাঁচ রোদ এবং কিছু ঝাপসা মেঘ, মানিব্যাগে তোমার অতীত নিয়ে ঘুরছি

এই কবিতাগুলো প্রমান করে যে আপনি কত বড়মাপের একজন কবি।

শুভেচ্ছা শতত।

৭| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: যে কাজে কখনো ক্লান্ত হই না তা কবিতা পড়তে। লিখি কদাচিৎ কিন্তু পড়ি বেশী। অনেকগুলো ভালো কবিতা এক সাথে পেয়ে ভালো লাগছে। অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারও ঠিক একই অবস্থা। কবিতা পড়ে অবসর কাটে।

আর সেই ভাল লাগা থেকেই এই পোস্ট।

আপনার জন্য শুভকামনা রইল অনেক।

৮| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩

মহানন্দ মোহন বলেছেন: পোস্ট টা খুবই ভালো লাগছে। তাই হৃদয়ে মাঝে তুলে রাখলাম স্বযতনে । যখনই সময় পাবো তখনই আপনার এই পোস্ট টি পড়বো ...
কান্ডারী ভাইয়া মনে পড়ে কি আমায় কোন এক সন্ধ্যায় মিরপুরের এক চায়ের দোকানে আমার বন্ধু ডি-মুনের মাধ্যমে পরিচয় হয়েছিল আপনার সাথে আমার?

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম মনে পড়েছে। কেমন আছেন ? একদিন চলে আসুন চা খাওয়া যাবে।

শুভেচ্ছা শতত।

৯| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একটা ভালো কাজ হয়েছে। নিয়মিত আপডেট করা হলে পোস্টের উদ্দেশ্য সফল হবে।

ধন্যবাদ, কাণ্ডারি অথর্ব।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভাইয়া। মূলত প্রিয় কবিতাগুলোকে একসাথে সংরক্ষন করে রাখব বলে নিয়মিত আপডেট করব আশা রাখি।

আপনার জন্য শুভেচ্ছা শতত।

১০| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: এর মধ্যে বেশ কিছু কবিতা আমি নামেই চিনতে ও মনে করতে পারছি, তার মানে শুধু আপনার নয়, আরো হৃদয়ে এই কবিতাদের প্রতিধ্বনি হয় দেখা যায়!

খুব চমৎকার একটা কাজ! এত গুছিয়ে পরিশ্রম করে যে আপনি পোস্ট দেন!

শুভকামনা কান্ডারি ভাই!

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ইফতি ভাই আপনার কবিতার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে কবিতায় দিয়ে চিত্রকর্ম। ওগুলো অতুলনীয়। এরজন্য আপনি বাংলা কবিতায় খুব উঁচু স্থানে স্থান পাবেন।

শুভেচ্ছা ও শুভকামনা।

১১| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা চমৎকার সংকলন।


ফারাহ দিবা জামানের কবিতাটি অসাধারণ। কিন্তু কোথায় তিনি হারিয়ে গেলেন, অভিমানে চলে গেলেন! তাঁর কথা মনে পড়ে।


শুভেচ্ছা কাণ্ডারি ভাই।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া আপনি একজন কবিতা বোধ্যা। আপনার কবিতা জ্ঞানের কাছে আমি নস্যি। তবে আমার মনে হয় আপনার কবিতাগুলো ভাল লাগবে।

দিবা আপু থাকলে আরও অসাধারন কিছু কবিতা আমরা পেতাম। এটা আমাদের দুর্ভাগ্য।

আমার শ্রদ্ধা রইল ভাই আপনার জন্য।

১২| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কাব্যিক ভ্রমণ শুভ হয়েছে :)

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


সুপ্রিয় মাসুম ভাই আপনার ছোট ছোট অনুগপগুলোর আমি খুব ভক্ত।

কৃতজ্ঞতা সবসময়ের জন্য।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭

ডি মুন বলেছেন: কয়েকটা কবিতা এখনই পড়লাম। ভীষণ ভালো লাগল।

পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম। মাঝে মাঝে ঘুরে আসা যাবে। তোমার প্রিয় আরো অনেক কবিতা যুক্ত হবে এমনটাই প্রত্যাশা।


অ টঃ এইখানে আমার যে কবিতাটা দেখতেছি, যতদূর মনে পড়ে এটাই আমার লেখা প্রথম কবিতা। =p~


ভালো থাকা হোক সর্বদা।

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


বেক্কলের মতো দাত বের করে হাসবিনা। তুই চাইলেই খুব ভাল কবিতা লিখতে পারিস। কিন্তু লিখিস না। এইজন্য তোকে মাইর দেয়া উচিত।

আমি ভাবছিলাম কবিতা নিয়ে সমালোচনা মূলক কিছু লিখবি। তা না করে কি যে করিস না ?

X( X( X(

১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এখানে স্থান পাওয়া কবিতার কবিদের অনেকেই অনিয়মিত, তারা নিয়মিত হবেন আবারও আশা করছি। আবারো কবিতায় মুগ্ধ করবেন।

দীর্ঘ ব্লগ পাঠ অভিজ্ঞতার ভালোলাগাগুলো ফুটে আসছে স্পষ্টত। এটা ভালো দিক। নিজের একটা কবিতাও দেখতে পেলাম, অনুপ্রাণিত।

শুভকামনা, ভাই।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিও আশা করি তারা আবারও চমৎকার কিছু কবিতা দিয়ে ভরিয়ে দেবেন।

আপনার অনেকগুলো কবিতা আমার মনে থাকবে কিন্তু যেটা দিয়েছি তার অন্যতম কারন হলো এই কবিতার শেষ লাইনটা।

বহুদিন যাবে এমন,
মরণ গ্রাস করবে প্রেমিকার মতন।


এই লাইনটা পুরো এসিড হইছে।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্বয়ংসম্পূর্ণ পোস্ট ৷ নস্টালজিয়া ৷ আপনার পছন্দের প্রশংসা করতে হয় ৷

ভাল লাগল আপনার উপস্থাপনা ৷ অনুপ্রেরণা বোধ করবেন সবাই ৷

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


একান্তই নিজের অনুভূতিগুলো ধারন করে রাখার জন্য এই প্রচেষ্টা।

আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। তবে আমার ভাল লাগার সাথে যে সবার ভাল লাগা মিলবে এমনটা নয়।

তার জন্য আমি ক্ষমা প্রার্থী।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

ডি মুন বলেছেন: আমি তো আগে শুধু কবিতাই লিখতাম :) তবে এখন অনেক কম লেখা হয়।

আর কবিতার উপর একটা দীর্ঘ পোস্ট লেখার ইচ্ছা আছে অনেক দিন ধরে।

দেখি কবে সেটা লেখা যায়।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা নিয়ে ধারাবাহিক কিছু করলে ভাল হয় তবে অবশ্যই সেটা সংকলন না কারন সংকলন একটা হচ্ছে। ভাল কবিতার প্রশংসা মূলক কিছু করতে পারিস কিনা একটু ভেবে দেখ। এটা ব্লগে হয়না। কিন্তু হওয়া দরকার।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: সোজা প্রিয়তে।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার প্রিয়তে স্থান পাওয়াটা সৌভাগ্যের তবে শুধু আমার জন্য নয় এখানে সব কবিতার জন্যও।

শুভেচ্ছা শতত ভাইয়া।

১৮| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৬

ডি মুন বলেছেন: সংকলন অবশ্যই না।

প্রতিমাসে ভালোলাগা ৫ টি কবিতা নিয়ে ভালোলাগা জানিয়ে এবং আলোচনামূলক কিছু একটা করার চেষ্টা করা যেতে পারে। এখন যেমন গল্প নিয়ে ধারাবাহিক পোস্ট দিচ্ছি প্রতিমাসে তেমন।

দেখা যাক এটা করতে পারি কি না। তবে সমস্যা হলো কবিতা নিয়ে কথা বলতে বসলে আমারে থামাইয়া রাখা মুশকিল।

দেখা যাবে যে পোস্ট ইয়া লম্বা হয়ে গেছে। :) তখন পাঠক পাওয়া দায় হবে!!



১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম ঠিক তেমন। শুধু গল্প আর গল্প। কিন্তু আমাদের মতো কবিতা প্রেমিরা কেন বঞ্চিত হবে ?

কবিতা যদি সেইরাম হয় তাহলে থামন দরকার কি ?

বোধ্যা পাঠক কখনও পোস্টের দৈর্ঘ প্রস্থ নিয়ে ভাবেনা। বিষয় হলো যত ছোট বা বড় লেখাই হোক না কেন লেখায় শেষ পর্যন্ত পাঠক ধরে রাখা সম্ভব শুধু মাত্র সুলেখনী দিয়ে।

১৯| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৮

আরজু মুন জারিন বলেছেন: বাহ ! সব প্রিয় কবি/ কবিতা এখানে। .....

আপনি কি কবিতা লিখেন ?

চমত্কার পোস্ট এর জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল কান্ডারী ভাই।

১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


নাতো মুন আপু আমি কবিতা লিখি না। লিখলেও সেগুলো গবিতা হয়ে যায়। :D :D


আফসোস আমি গল্পও লিখতে পারিনা। লিখলেও টল্প হয়ে যায়।

এই যেমন আপনার গল্প লেখার হাত অসাধারন। আমি মুগ্ধ হয়ে শুধু পড়ে যাই।

সবাইকে দিয়ে আসলে সবকিছু হয়না। :( :(

২০| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৫

বৃতি বলেছেন: শত শত পছন্দ থেকে ভালো লাগার ছোট তালিকা নির্বাচন অনেক কঠিন কাজ। তবে শিরোনাম দেখে বুঝতে পারছি এখানে আমার আমার পছন্দের অনেকগুলো কবিতা আছে। পোস্ট প্রিয়তে নিচ্ছি কান্ডারি ভাই। ভাল থাকুন সবসময়।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার লেখনী সম্পর্কে কিছু বলার ক্ষমতা নাই।

শুধু ভাল লাগা জানানোই আমার সাধ্যে আছে।

শুভকামনা নিরন্তর।

২১| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: বুঝছি , আমার আর বর্ষপূর্তি পোষ্ট দেয়া হলোনা ! কিপ ইট আপ ...

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


তোর আর আমার পোলার মধ্যে কোন পার্থক্য নাই। :( :( :(

২২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১২

লিরিকস বলেছেন: ভাইয়া কেমন আছেন?

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল আছি আপু, আপনি কেমন আছেন ?

২৩| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার নামটি দেখে খুবই ভাল লাগলো। এখন মনে হচ্ছে সেরা কবিতাটি লিখা হয়নি -- মনকে জাগাতে হবে !! কবে লিখবো সেই সেরা কবিতাটি !!
আপনার জন্য অনেক অনেক শুভকামনা - ভাল থাকুন সকাল দুপুর বিকেল রাতে --


১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার লেখার প্রশংসা করার সাধ্য আমার নেই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা সকাল দুপুর বিকেল রাতে...

২৪| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন: কিপ ইট আপ ...

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আচ্ছা !!! X( X( X(

২৫| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

মহানন্দ মোহন বলেছেন: ভালোই আছি আপনাদের দোয়ায়। চেষ্টা করবো চা খাওয়ার জন্য তবে যদি ভূল করে কখনো সময় নষ্ট করে ফেলেন তাহলে চলে আসবেন খামার বাড়ি ইসলামিয়া চক্ষু হাসপাতাল। তখনই খুশি হবো.....
শুভ কামনা রইলো ...

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অবশ্যই ভূল করে না ইচ্ছে করেই একদিন চলে আসবো। ভাল থাকুন ভাই।

২৬| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

বাংলাদেশী দালাল বলেছেন:
মহাকবি মাইকেল মেহেদী ??? B:-)


১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


উনি ছাড়া আর কে ??? :P

২৭| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: @ ডি মুন -
প্রতি মাসের কবিতা থেকে আপনার পছন্দের কিংবা ভালো লাগা ৫ টি কবিতা নিয়ে আলোচনামূলক পোস্ট দেয়া এ মাস থেকেই প্লিজ শুরু করুন। এই ধরনের পোস্ট আসলে আমরাও কিছুটা কবিতা বুঝতে পারব।


@ কাণ্ডারি ভাই - পোস্টে +++++++

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



আমিও আপনার সাথে সহমত। ডি মুন ইচ্ছে করলেই পারে, এটা ওর পক্ষে সম্ভব।

প্লাসের জন্য কৃতজ্ঞতা।

২৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

একজন ঘূণপোকা বলেছেন:

জমা রাখলাম

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


খুব খুশি হয়েছি। কেমন আছেন ?

২৯| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: বাহ্‌!!

দারুন।

এক গুচ্ছ +

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সাবির ভাই আপনার মতো একজন বন্ধু পাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার আমার জন্য। আর সেটা যখন এই ব্লগের কল্যাণে তখন খুব অবাক হতে হয়। আমি গর্ব করে বলতে পারি আপনার মতো আমার আর কোন বন্ধু নাই। জানি বন্ধুত্বের কাছে দেনা পাওনা থাকেনা। কিন্তু আমি আপনার কাছে ঋণী।

৩০| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চমৎকার পোস্ট এক কথায় !

বেশ কিছু পড়া আছে, বাকিগুলো পড়ার ও
তালিকা নিয়ে ভাবার জন্য নিয়ে নিলাম !

অনেক দীর্ঘজীবী হোন কাণ্ডারি ভাই ।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


সব সময় সাথে থেকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন। এই জন্য আমি কৃতজ্ঞ।

ভাল থাকুন সব সময় এই দোয়া করি।

৩১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৭

রঙ তুলি ক্যানভাস বলেছেন: পোস্টে +++

ব্লগে তেমন আসা হয় না, আসলেও কেবল ঢু মেরে যাই, তাই আমার জন্য আপনার পোস্টটা একটা কাজের পোস্ট,ভাল কবিতাগুলো পড়া হয়ে যাবে :)

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


প্লাসের জন্য কৃতজ্ঞতা।

আসলে সময় খুব কঠিন বিষয়। তবু মাঝে মাঝে অবসরে আসতে পারেন। ভালই লাগবে।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।

৩২| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৮

জুন বলেছেন: ভালোলাগলো কান্ডারী তোমার পছন্দের কবিতাগুলোর তালিকা দেখে ।
কিছু পড়া কিছু না পড়াই থেকে গেছে । পড়বো এবার।
+

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার পছন্দের তালিকায় কিন্তু আপনিও আছেন জুন আপ্পি :#> :#> :#>


কবিতা এমন এক জিনিস যা বার বার পড়া যায়।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৩৩| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৫

সুমন কর বলেছেন: আপনার এ কাব্যিক ভ্রমণ পেয়ে খুব ভাল হলো। যখন দরকার হবে চলে আসবো আপনার ব্লগে।

লাকি ৭ম ++++

ভ্রমণ হবে।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভ জন্মাষ্টমী !!!

৩৪| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

আমি স্বর্নলতা বলেছেন: চমৎকার উদ্যোগ । অনেক অনেক ভালোলাগা রইল।

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক দিন পর, কেমন আছেন ?

৩৫| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

লাবনী আক্তার বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া। আপনার ভালোলাগা সব কবিতার মাঝে যে আমার কবিতা স্থান পেয়েছে তা দেখে পুলকিত হলাম।


ভালো থাকবেন।

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার ওই কবিতাটা আমার খুব পছন্দের একটা কবিতা।

আপনি আবার নিয়মিত হবেন এমনটাই প্রত্যাশা রইল। শুভেচ্ছা শতত।

৩৬| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৩

তারছেড়া লিমন বলেছেন: অনেক দিন পর আবার কবিতা গুলো পড়লাম খুব ভালো লাগলো ভাই ......... সাথে নিয়ে গেলাম........... +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


প্লাসের জন্য কৃতজ্ঞতা লিমন ভাই। শুভেচ্ছা শতত।

৩৭| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৭

নস্টালজিক বলেছেন: আশা করি কবিতা পছন্দ করেন যারা, তাদের ভ্রমণ আনন্দময় হবে।


শুভেচ্ছা, কান্ডারী।


ভালো থাকুন নিরন্তর।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনি সব সময়ের জন্য আমার খুব প্রিয় একজন লেখক ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৩৮| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৮

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর পোস্ট।। ধন্যবাদ।।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



কৃতজ্ঞতা জানবেন আপু।

শুভেচ্ছা শতত।

৩৯| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৮

শুঁটকি মাছ বলেছেন: পোস্টটারে টান দিয়া প্রিয়তে নিয়া গেলাম!!! B-))

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


দেখিস আবার ছিঁড়ে যেন না যায়। :P

৪০| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১০

শুঁটকি মাছ বলেছেন: পোস্টটারে টান দিয়া প্রিয়তে নিয়া গেলাম!!! B-))

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা ও শুভকামনা রইল।

সাথে কৃতজ্ঞতা নিয়ে যাস।

৪১| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অনেকদিন ধরে নিজের প্রিয় পোষ্টগুলো নিয়ে একটা পোষ্ট দেওয়ার ইচ্ছে ছিলো, কিন্তু আমার অলসতা আমাকে সময় দেয় না! :(

সবগুলো কবিতা আমার পড়া নাই, এ পোষ্টের কল্যানে সেগুলো পড়া হচ্ছে।


কেউ যদি আমার কোন কবিতার শব্দ পছন্দ করে তাতেই কৃতজ্ঞ হই, সেখানে আমার আস্ত এক কবিতা! কিভাবে যে কৃতজ্ঞতা জানাই!!

অনেক ধন্যবাদ ভাই :)

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই আপনি আমার খুব প্রিয়দের মধ্যে অন্যতম। আর আপনার লেখার আমি সব সময় ভক্ত।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৪২| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮

ঢাকাবাসী বলেছেন: ম্যালা পরিশ্রম আর মনোযোগের ফল, খুব ভাল।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় ঢাকাবাসী ভাই। আপনার বাসা কি মিরপুর ?

৪৩| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: আমার ক্যামেলিয়াকে @ আপনার সংকলনে স্থান দেওয়ায় অজস্র ধন্যবাদ ভ্রাতা :)
++ প্রিয়তে , অন্য কবিতাগুলো সময়করে দেখব আশাকরি :)
শুভকামনা সবসময় :)

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার উপর ভাইজান আমার অনেক ক্ষোভ। আপনার সাথে কথা নাই কোন। X( X( X(

৪৪| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রিয়তে নিলাম , যেগুলা পড়া হয়নি আস্তে আস্তে পড়ে ফেলতে হবে । ++++++++++++

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



কেমন আছেন ভাইজান ? শুভেচ্ছা শতত।

পড়ে দেখুন ভাল লাগবে আশা করি।

৪৫| ২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৯

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্লাস!!!

প্রিয়তে!!!

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাইজান আপনার প্রতি আমার কৃতজ্ঞতা সব সময়ের জন্য।

প্রিয়তে স্থান দেয়ায় শুভেচ্ছা।

৪৬| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

এহসান সাবির বলেছেন: ৫০০১তম মন্তব্য দিলাম।

মানে ১ম মন্তব্য আপনকেই করলাম :) :)

ফিরে আসুন আমাদের মাঝে।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার সমস্যাটা কি ? আমি না থাকলে কি এমন হয় আপনার।

শুধু খুব প্রিয় বন্ধু দেখে কিছু কইলাম না আর। X( X( X(

৪৭| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫০

উপপাদ্য বলেছেন: বেশ কয়েকটি পূর্বেই পড়েছি। বাকী গুলো পড়ে নিতে হবে। নিশ্চয় বিশেষ কবিতাগুলো স্থান পেয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ ভাইজান। শুভেচ্ছা ও শুভকামনা শতত।

৪৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: ক্যান ভ্রাতা ! আমাড় মোটো নিরীহ মানুষের উপরে আপনি রুষ্ট হইলেন ক্যান ? !!!! :(

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



রুষ্ট হইতে আর দিলেন কোথায় ভ্রাতা ? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.