নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

খুন !

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৪









যখনই কোন অপারেশন থাকে, একটা সুডোকোর বই কিনে আতিক গভীর মনোযোগের সাথে খেলতে শুরু করে, এই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারিনা; অক্ষর মিলিয়ে কি মজা সে পায়!



আতিকের আর একটি গুন হলো মানুষের নাম জেনে নিয়ে তার সাথে কথা শুরু করা, এই যেমন তিন রাস্তার মোড়ের এই চা এর দোকানে আসতেই সে জানতে চাইল দোকানির নাম?



১৪/১৫ বছরে ছেলেটি জানাল তার নাম রাজু।



তো রাজু ভাইয়া আমাকে চিনি ও লিকার কম দিয়ে দুধ বেশি দিয়ে কি একটা চা খাওয়ানো যায়? আতিকের গলার স্বরটা চমৎকার। এই পরিস্কার কণ্ঠস্বর দিয়ে সাবলীল উচ্চারণ যে কোন মানুষকেই মুগ্ধ করতে পারে।



চা এর কাপ বেঞ্চি তে রাখা, বা হাতে সিগারেট, ডান হাতে কলম, খেলায় মগ্ন। ঠান্ডা, উত্তেজনাহীন একজন মানুষ আতিক।



মোজাম্মেল সাহেব অফিস থেকে ফেরেন ৭ থেকে ৭. ১০ এর ভেতর। জ্যাম থাকলে অন্য কথা। তাকে দেখা গেল, সময় তখন ৭.৭ মিনিট ২৬ সেকেন্ড, রাজুর দোকান পৌছাতে লাগবে তার ৩৪ থেকে ৪০ সেকেন্ড, ৫ সেকেন্ড সময় লাগবে তার কাছে ঘেষতে তারপর ৮ থেকে ১০ সেকেন্ড। সারাদিন অফিস করার কারনে তাকে ভীষণ টায়ার্ড দেখাচ্ছিল। বুকের কাছে শার্টের একটা বোতাম খোলা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাতের রুমাল দিয়ে তিনি কপালের ঘাম মুছতে মুছতে হাটছেন।



রাজু মিয়া কেক কি আজকের? মোজাম্মেল সাহেবের প্রশ্ন শেষ হতেই পাশে পৌছে গেলাম, আমার দিকে তাকালেন, মনে হল চমকে উঠলেন, আমার ১ সেকেন্ড সময় নষ্ট হল। নাইন এমএম গর্জে উঠল তিনবার।



মোজাম্মেল সাহেব চমকে উঠেছিলেন, আমার ১ সেকেন্ড সময় নষ্ট হয়েছিল। তাই তিনটা গুলী করার পর কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম তার মৃত্যু নিয়ে। কিন্তু এরই মাঝে পেছন থেকে আরেকটা গুলী এসে মোজাম্মেল সাহেবের মাথা বরাবর ভেদ করল। আতিকের এই একটা জিনিস আমার খুব ভাল লাগে। একদম নির্ভুল নিশানা। কোন কাজ অসম্পূর্ণ রাখাতে আতিকের ভীষণ খুত খুত রয়েছে।



বাইক স্টার্টের আওয়াজ, যথানিয়মে পেছনে উঠে বসলাম। ৭ সেকেন্ড মিশন শেষ। বাইক চলা শুরু করল। ''ব্যাংকে একটু দাঁড়াতে হবে, কাজ আছে'' ঠান্ডা উত্তেজনাহীন কন্ঠস্বর আমাকে মুগ্ধ করল।







উৎসর্গ ও কৃতজ্ঞতায় সুপ্রিয় ব্লগার লিরিকস আপুকে যিনি অত্যন্ত কষ্ট করে নিরলস ভাবে বাংলা গানের গীতিকবিতা দিয়ে সামহোয়্যার ইন ব্লগকে সমৃদ্ধ করার কাজটি করে যাচ্ছেন। আপুর জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা চিরদিনের জন্য।



মন্তব্য ৭৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

লিরিকস বলেছেন: আমি ১ম :) :) :) :) :) :)

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



এবার তাহলে পড়ে দেখ আপু।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভয়ংকর

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



হয়তবা ! কেমন আছেন আপু আপনি ?

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪০

লিরিকস বলেছেন: হায় হায় শেষে দেখি আমার নাম। পোস্ট টা তাহলে পড়তেই হয়।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



না পড়েই কমেন্ট করা খুব খারাপ অভ্যাস আপু :P

৪| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

তারছেড়া লিমন বলেছেন: গল্পটা আর একটু বড় হলে ভাল হত........... শুরু করেই কেমন যেন শেষ হয়ে গেল............. ++++++++++++++++++++

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



লিমন ভাই কেমন আছেন ? গল্পের মাঝে এইযে একটা আকাঙ্ক্ষা এটা থেকে যাওয়াইতো ছোট গল্পের সার্থকতা। প্লাসের জন্য কৃতজ্ঞতা জানবেন।

৫| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো আছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভকামনা সব সময়ের জন্য আপু।

৬| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এত সহজেই খুন করে ফেললেন। B:-)

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভ্রাতা খুন সহজেই করতে হয়। ভাবার সময় নেয়া যাবেনা।

৭| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছো্ট্ট গল্পটা আমাকে দু'বার পড়ালেন ;)
আপনারা পারেনও!


লৌমহর্ষক। তবে আরও বড় করলেও পড়তাম।
শুভেচ্ছা রইলো :)

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



মইনুল ভাই কেমন আছেন ? আপনি কি দেশে এসেছেন ?

হুম না পারলে হবে কেমনে বলেন? ;)

নাহ ! বড় করার ইচ্ছে মোটেও ছিল না। মুহূর্তের ঘটনা মুহূর্তেই শেষ হয়ে যাওয়া ভাল।

আপনার জন্য কৃতজ্ঞতা চিরদিনের।

৮| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৪

খাটাস বলেছেন: একজন খুনির দিক থেকে চমৎকার নিষ্ঠুর আনন্দ পেলাম। ভিন্ন একটা স্বাদ এত ছোট কারি তে দিলেন- অদ্ভুত। ম্যাগনেট গল্প।
তবে খুন করা ভাল না, পুলিশ রাগ করে, মানুষ কষ্ট পায়। :(
অনেক গুলো +++ পঠনের তৃপ্ততায়। :) :)

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ প্রিয় ভাই আমার। কেমন আছিস অনেক দিন দেখিনা।

মাঝে মাঝে পুলিশ রাগ করা ভাল। কিছু কিছু মানুষকে মাঝে মাঝে কষ্ট দেয়ার মাঝেও একধরনের পৈশাচিক আনন্দ বোধ হয়।

৯| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

ইছামতির তী্রে বলেছেন: ভয়ংকর সুন্দর!

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই। শুভকামনা সব সময়ের জন্য।

১০| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪০

ভিটামিন সি বলেছেন: আমিও ভেবেছিলাম আরো কয়েক টা ধাপ পড়তে হবে। কিন্তু এখানেই শেষ!!!??

ব্লগার "লিরিকস" ভাইয়া না আপু আমি জানি না। প্রমানসহ জানতে ইচ্ছে করে। উনি আমার ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন।

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



মিশন শেষ, খুন শেষ গল্পও শেষ...

লিরিকস আমার ছোট বোন।

১১| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

মৃদুল শ্রাবন বলেছেন: আজ সন্ধ্যার পরে আর মোড়ের রাজুর দোকানে চা খাইতে যাইতে পারুম না। X(( X(( X((

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



ভয়ের কিছু নাই ভাই। আজকে আর রাজুর দোকানে আমি যাচ্ছিনা। এবার অন্যকোথাও ...

মৃদুল ভাই কেমন আছেন ?

১২| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে বাবারে পিস্তল দেখলেই ভয় পাই --- তবে সুন্দর -- ভয়ংকর সুন্দর ----এত সুন্দর করে কিভাবে লিখেন !!

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



লজ্জা দিচ্ছেন আপু।

দোয়া করবেন আমার জন্য।

আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বহুত গল্প পড়ছি জীবনে এমন গল্প আর পড়ি নাই!
ভালো লাগে নাই

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


থেঙ্কু থেঙ্কু থেঙ্কু। ভাল না লাগার জন্য কৃতজ্ঞতা ভাইডি। :)

এমন গল্প পড়িস নাই দেখেই লিখেছি এমন একটা গল্প। B-)

বর্ষপূর্তির শুভেচ্ছা অনেক। !:#P

১৪| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপুর একটা বদ অভ্যাস দেখি প্রায় ই, আমি অবশ্য সরাসরিই বলেওছি তারে, এইভাবে না পইড়াই আন্দাজে প্লাস তাও আবার শুধু মৌখিক প্লাস দিতে থাকলে আমার মতো ঠোঁট পাতলা দের সামনে পড়ে গেলে কিন্তু বলে বসবে, প্লাস বাটনটা যেন কোনদিকে ... ;) :P

একটু আগেও তাঁর এমনই একটা কমেন্ট পেলাম সেই মার্চে দেয়া একটা পোস্টে ... বলেও দিলাম, নাহ আপনার মুখে মুখে প্লাসানোর স্বভাবটা বুঝি আর দূর করা গেল না ...

আপুর রিপ্লাইঃ ১৭ নম্বর লাইকটা তাহলে কার?? কখন দেয়া সেটা ব্যাপার নাহ :P :P

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



মুনতাসির ভাই আমার ব্লগিং দেখে আগ্রহ পেয়ে আমার এক আদরের ছোট বোন ব্লগে নিক খুলে ফেলে। লেখালিখি বলতে তেমন একটা গুণ নেই। কিন্তু আমাকে বলে যে এইভাবে লিরিকস দিয়ে বাংলা ব্লগকে সমৃদ্ধ করতে চায়। আমিও ভাবলাম খুব ভাল উদ্যোগ তাই আর বাঁধা দেইনি।

তবে ওকে অনেক বার বুঝিয়েছি যেন বুঝে শুনে সবার পোস্টে যায় এবং কমেন্ট করে। তাই দেখবেন সবার পোস্টে যেয়ে শুধু প্লাস দিয়েই চলে আসে। আর ওর ব্যাপারটা আমি জানি। খুব পছন্দের ব্লগার ছাড়া আর কারও ব্লগেই যায়না। আপনিও খেয়াল করবেন সবার পোস্টে ওর যাতায়াত নেই। ও যাদের খুব পছন্দ করে শুধুমাত্র তাদের পোস্টে যেয়েই প্লাস দিয়ে চলে আসে।

আপনার ব্যাপারটা মাথায় থাকল। আমি ওকে বলে দেব যেন আপনার ব্লগে আর এভাবে কখনও না যায়।

তবে মনে হয়না যে লিরিকস পোস্ট না পড়ে মন্তব্য করে। কারন আমার সাথে প্রায়ই অনেক পোস্ট নিয়ে কথা হয়।

অনেক ধন্যবাদ মুনতাসির ভাই আপনাকে। কৃতজ্ঞতা জানবেন। বিষয়টা আমাকে জানিয়ে খুব ভাল হয়েছে। নতুবা অযথাই ভুল বোঝাবুঝি হয়ে যেত।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: গল্পে ভালোলাগা প্রিয় কান্ডারি ....

চমৎকার লাগলো ...

এইযে প্লাস!! (ইহা নহে মৌখিক... ;) )

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই। শুভেচ্ছা শতত।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

সোহানী বলেছেন: মানে কি... এটা মেনে নেয়া যায় না কিছুতেই......এতো তাড়াতাড়ি শেষ করার অপরাধে আবার প্রথম থেকে লিখতে হবে আপনাকে নুতনভাবে... ঠিক আছে...

আর ৪ নং ++++ নিয়ে নিন আপাতত:... পরের লিখার জন্য অপেক্ষা....

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। শুভেচ্ছা শতত।

আপনিতো আপু আমাকে খুব মুশকিলে ফেলে দিলেন B:-)

এই গল্পটা আবার প্রথম থেকে লিখবো কিভাবে। খুন শেষ, মিশন শেষ আর গল্পও শেষ ... :| :|

১৭| ২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:২২

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আহা...! সেকি!! আপনি দেখি, একেবারেই সিরিয়াস হয়ে গেলেন ব্যাপারটায় ... !? /:) :(

আমি কিন্তু সেভাবে বলিনি কথাটা ... তাঁর লিরিকস বাংলা ব্লগে একটা রিনিঝিনি মাত্রা যোগ করছে গানের ভুবন হিসেবে ... আমিতো বেশ পছন্দই করি তাকে ... :) আর পছন্দ করি বলেই না এ রসিকতাটুকুর আশ্রয় নেয়া ...

নতুবা কোন ব্লগার কার ব্লগে গেলেন, না গেলেন, কোথায় কি মন্তব্য দিলেন, প্লাস দিলেন কি মাইনাস দিলেন তা নিয়ে আমি মাথা ঘামাবো কেন!!? নিজের গরীবানা গোছের ব্লগ নিয়েই তো মাথা খাটানোর সময় করে উঠতে পারিনা ...! /:)

তবে, আমার ক্ষুদ্র সে গরীবি হালতের ব্লগে সবাইকে স্বাগত জানাই, কি ছোট কি বড়, কি নতুন কি পুরানো, কি ভালো কি মন্দ কথক ... সবক্ষেত্রেই ছিলো তাই ... আদরে, সহমর্মিতায়, রসিকতায় যেমন বাধা নেই, কেউ যদি গালিগালাজ ও করে বশে তাকেও কখনোই বাধা দেই নাহ ... সবারই অধিকার আছে মন খুলে কথা বলার, একটু ঝেড়ে কাশার কিংবা মতামত দেবার, যেমনটা আমি অন্যের ব্লগে হয়তো দিতে চাইবো...

আর রসিকতা তার সাথেই হয়, যার সাথে ঠান্ডা কোন সম্পর্ক নেই - হোকনা তা ভার্চুয়াল ...

২৭ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ধুর ভাই ! আমি সিরিয়াস হই নাই। ছোট মানুষ কখন কোন ভুল করে ফেলে এইজন্য জাস্ট ওকালতি করলাম ওর হয়ে। কারন ব্লগ সম্পর্কে আইডিয়া ওর অনেক কম। কখন আবার কোন ক্যাচাল করে বসে তাই বললাম আরকি।

তবে লিরিকস কি করবে না করবে, সে কিভাবে তার ব্লগিং করবে, সেটা তার অবশ্য একান্ত ব্যাক্তিগত বিষয়। এই নিয়ে আমি আসলে নিজেও তেমন মাথা ঘামাই না। সে আছে তার মতন। তবে আপনাদের অনেক প্রশংসা করে শুনি ওর কাছে।

ভাই শেষের কথাটা কিন্তু ঠিক হলো না। রসিকতা তার সাথেই করা মানায় যার সাথে সম্পর্ক আপনের মত।

শুভেচ্ছা ও শুভকামনা সব সময়ের জন্য।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

একজন ঘূণপোকা বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এত সহজেই খুন করে ফেললেন। B:-)





আরেকটু ডিটেইলস করা যেতো না???

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


চলতি পথে এভাবেই খুন করতে হয়। আপনার হাতে সময় খুব কম পাবেন। দেরী করলেই ধরা খাওয়ার সম্ভাবনা।

একটা খুন করতে এরচেয়ে বেশি কিছু ডিটেইলিং বোধ হয় দরকার নেই। শুধু মাত্র একটা খুন করার দৃশ্য।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০২

আমি ইহতিব বলেছেন: খাইছেরে B:-)

খুন করা এত্ত সহজ!!!

গল্প পড়ে মনে হল ;)

২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


খুন করা এত্ত সহজ বলেই না এত্ত এত্ত খুন হচ্ছে।

ঘটনা থেকেইতো আপু গল্পের উৎপত্তি।

শুভেচ্ছা শতত।

২০| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গোস্তাকি মাফ , লিরিকস আপুর সুকুমার , মননশীল কমর্ কান্ডের সাথে এই লিখাটা উৎসগর্ করা নিতে পারছিনা ।
তবে লিখেছেন চমৎকার ।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



লিটন ভাই এই ধরনের একটা গল্পটা লেখার ব্যাপারে লিরিকস আমাকে বেশ কয়েকদিন ধরেই খুব করে বলে আসছিল তাই ওর উৎসাহেই মূলত এমন একটি গল্প লেখা।

তাই উৎসর্গটা তাকেই করতে হলো।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। শুভেচ্ছা শতত।

২১| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

নাভিদ কায়সার রায়ান বলেছেন: মনে হল যেন একটা হাওয়াই মিঠাই খেলাম। মিষ্টি কিন্তু বোঝার আগেই নেই হয়ে গেল।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



কোন সমস্যা নেই নাভিদ ভাই। সাথেই থাকুন আশা করি সন্দেশ খাওয়াতে পারবো খুব শীঘ্রই।

শুভকামনা নিরন্তর।

২২| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৫

মামুন রশিদ বলেছেন: গল্পের শিরোনাম পড়েই বুঝতে পারছিলাম একটা খুন হতে যাচ্ছে । কিছু বুঝার আগেই খুনটা হয়ে গেল!


তৃপ্তি মিটেনি ।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



সুপ্রিয় মামুন ভাই একটা খুনের দৃশ্য মাত্র এর বেশি কিছু নয়।

সাথেই থাকুন তৃপ্তি মিটে যাবে আশা করি।

২৩| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

ডি মুন বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ছো্ট্ট গল্পটা আমাকে দু'বার পড়ালেন ;)
আপনারা পারেনও!


আবার পড়তে শুরু করলাম। তারপর মন্তব্য দিব।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ব্যাস্ততার ফাঁকেও আসতে হলো।

২৪| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২২

ডি মুন বলেছেন: মোজাম্মেল সাহেব চমকে উঠেছিলেন, আমার ১ সেকেন্ড সময় নষ্ট হয়েছিল। তাই তিনটা গুলী করার পর কিছুটা শঙ্কার মধ্যে ছিলাম তার মৃত্যু নিয়ে। কিন্তু এরই মাঝে পেছন থেকে আরেকটা গুলী এসে মোজাম্মেল সাহেবের মাথা বরাবর ভেদ করল।

এইখানটা পড়ে আলেব্যর কামু'র আউটসাইডার উপন্যাসের মরসল্টের কথা মনে পড়লো। সে এক আরবকে একটা গুলি করে মেরে ফেলার পর আবার পরপর চারটা গুলি করেছিল।


গল্প ভালো লেগেছে।
গল্প লেখা চলুক। শুভকামনা।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



আসছে খুব শীঘ্রই খুনের বিরাট সাফ্যলের পর খুনের মহান লেখকের ঘাতক... বিজ্ঞাপন দিয়ে গেলাম। কোথাও যাবিনা অপেক্ষায় থাকিস ফিরে আসছি স্বল্প বিরতির পরেই।

:P

২৫| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন:


চলতি পথে এভাবেই খুন করতে হয়। আপনার হাতে সময় খুব কম পাবেন। দেরী করলেই ধরা খাওয়ার সম্ভাবনা।

একটা খুন করতে এরচেয়ে বেশি কিছু ডিটেইলিং বোধ হয় দরকার নেই। শুধু মাত্র একটা খুন করার দৃশ্য।



আমি খুন-টুন করতে পারবো না :P :P =p~ =p~ =p~


খুনের গল্প-লিখতে আর পড়তে আমার ভালো লাগে B-) B-)

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে ভ্রাতা একটা খুন করেই দেখুন নেশায় পেয়ে যাবে। :P

খুন না করলে খুনের গল্প লিখবেন কেমন করে। ;) ;)

২৬| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

মৃদুল শ্রাবন বলেছেন: আজকাল ভার্চুয়াল কর্মকান্ডেও অনেক ধড়পাকড় হচ্ছে। রাত্রে সাবধানে ঘুমাইয়েন (ব্লগার যখন খুনি) B:-) 8-|

আমি ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আপনার মতো আমিও কয়েকদিন ব্লগের অন্দরে ছিলাম না।

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


খাইছে ভাই বলেন কি ? তাহলে কি পোস্ট সব ড্রাফট করে ফেলবো ?

B:-) B:-) B:-)

২৭| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০০

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ইনিয়ে বিনিয়ে কবিতা লেখার চেয়ে শ্রেয়তর।

কেন খুন ক্লু দিলে পরিপূর্ণ হোত।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


এইটা ভাই একটা কথা বললেন? কবিতার মাঝেইতো বেঁচে আছি।

:( :( :(

একটি নতুন পোস্ট দিয়েছি পড়ে দেখার জন্য আমন্ত্রন রইলো। :)

২৮| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: ধুর মিয়া, এতদিন পর এসে এত ছোট একটা গল্প দিলেন !! অাপনি মানুষটা ভাল না। কই ছিলেন ?

ফান।

ছোট হলেও বর্ণনা ভাল লাগল। শুধু একটি দৃশ্যপটের গল্প। বেশ।

উৎসর্গ নিয়ে দেখি অনেক কথা হয়ে গেছে। অামি অার বললাম না। কিন্তু উনি অাজও অামাকে একটি মন্তব্যও করেনি। |-)

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই খুব ব্যাস্ততার মধ্যে দিয়ে দিন যাচ্ছে। তবু ব্লগে আসতেই হলো আপনাদের টানে।

একটা দৃশ্য শুধুমাত্র এর বেশি কিছু নয় ভাই।

লিরিকস আপুর দৃষ্টি আকর্ষণ করছি

২৯| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৩

দুঃখ বিলাস বলেছেন: পরে কোন কি পর্ব আসবে??

ভালো লাগল।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


ইচ্ছেতো আছে, দেখা যাক সম্ভব হয়ে উঠে কিনা ?

মন্তব্যে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

৩০| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

জাফরুল মবীন বলেছেন: প্রফেশনাল কিলাররা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অসাধারণ নির্লিপ্ততা দেখাতে পারে।গল্পের পরিসর ছোট হলেও ভাবনার ক্ষেত্রটা কিন্তু বড় যদি কেউ মাথা ঘামাতে চায়।ধন্যবাদ ভাই কান্ডারী,অনেক ভাললাগা জানিয়ে গেলাম।

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


মবীন ভাই গল্পটা পড়ে এই ভাবনাটুকু ভাবার জন্য অনেক কৃতজ্ঞতা জানবেন। এখানেই গল্পের সার্থকতা।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৩১| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:২২

না পারভীন বলেছেন: খুন, পত্রিকার নিউজ সব পড়া হল। এবার পুলিশের তদন্ত রিপোর্ট না হলেই নয়। কেন হল খুন কিছুই বুঝা যাচ্ছেনা

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


পুলিশের তদন্ত রিপোর্ট যে ঠিক হবে সেই ব্যাপারে আপনি কতটা নিশ্চিত কিংবা আদৌ তদন্ত আলোর মুখ দেখবে কিনা সেটাও ভাবার বিষয়।

প্রকৃত ঘটনা জানতে হলে প্রয়োজন খুনিকে।

৩২| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৩:২৮

প্রবাসী পাঠক বলেছেন: গল্পের শিরোনাম দেখেই বুঝতে পারছিলাম একটা খুন নিয়ে গল্প। কিন্তু এত দ্রুত খুন হবে আর গল্প শেষ হবে ভাবতে পারি নি। তবে বর্তমান প্রেক্ষাপটে মানুষের জীবনের নিশ্চয়তা তো এতটাই ক্ষুদ্র হয়ে এসেছে। কিছুদিন আগে তো এমনই একটা হত্যাকাণ্ডের ভিডিও দেখলাম। মানুষটাকে মেরে ফেলতে খুনিদের খুব একটা সময় লাগে নি।


২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



খুন একটা শিল্প। যে যত শৈল্পিক ভাবে এই কাজটি সম্পাদন করতে পারে সেই পারফেক্ট মার্ডারার।

মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।

৩৩| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৩

এহসান সাবির বলেছেন: পারফেক্ট ছোট গল্প।





+++

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় সাবির ভাই।

৩৪| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৭

ইমিনা বলেছেন: আমিও খুন করবার চাই ;)

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


তাহলে আর দেরী না করে শীঘ্রই চলে আসেন। ;)

৩৫| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০

আকিব আরিয়ান বলেছেন: ভালো লাগলো

৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ আকিব ভাই। শুভকামনা সব সময়ের জন্য।

৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: একটু ভয় ভয় লাগা প্লাস ভাইয়া।




আপনার ঠান্ডা মাথার খুনির প্রেমে পরে গেলাম। :P

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



তাইলেত একটা দুইটা খুন করতেই হয় :!>

৩৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

নীল ভোমরা বলেছেন: কাহিনী কিতা?!...... অনুগল্পের পর্যায়েও পরেনা!.......খুনের আগে পিছে কি?!....তবুও ভাল লেগেছে! শুভ কামনা!

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



তাইলে পরমানু গল্প হইলেও হইতে পারে।

B-))

৩৮| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০২

আমি নিন্দুক বলেছেন: উরিবাবা!

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.