নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

নারী আমার একলা নারী

৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬





-বুঝলি শিহাব, ডলির হাসবেন্ডটা একটা পিশাচ। হালার ভিতরে কোন ইমোশন নাই। এমন সুন্দরী একটা বউরে কেউ এমনে মাইর ধর করে নাকি? আমি হইলেত হালায় এমন পরীর মতন বউরে শোকেসে সাঁজায় রাখতাম!
-চল হালারে সাইজ দেই!
-চল!

ছোট বেলায় খুব শখ করে নাচ শিখেছিলো ডলি। ভেবেছিলো একসময় নৃত্য শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি। মধ্যবিত্তদের আর কিছু হোক না হোক; রক্ষণশীলতা প্রচন্ড রকম ভাবে কাজ করে। পরিবারের বাঁধা আপত্তি অগ্রাহ্য করা তার পক্ষে সম্ভব হয়নি। তারপরতো হুট করে একদিন বিয়েই হয়ে গেল।

রাতুল যখন অফিসে থাকে, তখন ভীষণ নিঃসঙ্গতায় পেয়ে বসে ডলিকে। নিঃসঙ্গতা কাটাতে ঘরের ভেতর নেচে নেচে মনের অধরা সাধ পূর্ণ করে সে। প্রতিদিনের মতো আজকের দুপুরটাও তার মাতাল নাচে মত্য হয়ে উঠেছে। নাচতে নাচতে শাড়ির আঁচল মেলে ধরে ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ায় সে। নিজের শরীরের প্রতি অহংকার বোধ হয়। রূপ-লাবণ্য, শারীরিক গঠনগত সৌন্দর্য কোন কিছুরই কমতি নেই। অথচ বিয়ের পর থেকে একদিনের জন্যেও রাতুলের মনে তার কোন প্রভাবই সে বিস্তার করতে পারেনি। কপালের ক্ষতটা থেকে রক্ত ঝরছে। ভেবেছিলো কখনই আর কাঁদবে না কিন্তু চোখের বাঁধ ভেঙে অশ্রু নেমে আসে।

হঠাত! কলিং বেলের শব্দ। এই সময় কে হতে পারে? রাতুলের অফিস থেকে ফিরতে অনেক রাত হয়। এই সময় তাই রাতুলের ফেরার কোন কারণই নেই। তাহলে জনিও হতে পারে। জনি তাদের পাশের বাড়িতেই থাকে। বিকেল বেলায় মাঝে মাঝে ছাঁদে উঠলে জনির সাথে কথা হয় ডলির। এভাবেই ছাঁদের আলাপচারিতায় অল্প কদিনের মধ্যেই দুজনের মধ্যে বেশ সখ্যতা গড়ে উঠেছে। দরজা খুলতেই হাসি মুখে জনি ফুলের তোরাটা এগিয়ে দেয়।

-হ্যাপি বার্থ ডে!
-থ্যাংক্স! এসো ভেতরে এসো।
-কপাল কাটলে কেমন করে?
-বাথরুমে পড়ে গিয়েছিলাম।
-মিথ্যে কথা বলনা। পিশাচটা মেরেছে?
-জনি প্লীজ! বাদ দাও। কফি খাবে?
-এই দুপুর বেলা কফি খাবো!
-ভাত খাবে?
-না, এখন ভাত খাব না।
-তাহলে কি খাবে বল?
-কিছুই খাব না। তোমার সাথে শুধু গল্প করতে এসেছি। তুমি বসতো।
-জনি, তুমি কি আমার নাচ দেখবে?

আমার খুব শখ, আমি খুব করে নাচব। সবাই আমার নাচ দেখে মুগ্ধ হবে। অজস্র করতালিতে ভরে উঠবে চারিদিক। কিন্তু জান আমার সেই শখ কোন দিন পূরণ হবে না। আজ তুমি আমার সেই শখ পূর্ণ করে দাও। আমি তোমার সামনে নাচব। তুমি আমার নাচ দেখে মুগ্ধ হবে। দেখবে জনি আমার নাচ?

জনিকে কোন কথা বলার সুযোগ না দিয়ে শাড়ি খুলে ফেলে পাগলের মতো নাচতে শুরু করে দেয় ডলি।

-কিরে সেলিম এইটা কি চা বানায়ছিস?
-কেন মামা কি হইছে?
-চায়ে কি দুধ দেস নাই! তুই জানস না চায়ের মধ্যে বেশি কইরা দুধ না দিলে; সেই চা খাইয়া আমি কোন মজা পাইনা।
-মামা চায়ের মজা দিয়া কি করবেন? আমাগর জনি মিয়াঁ যে ইদানীং চা না; কফি খাওন শুরু করছে হেই খবর কি রাহেন?
-মানে?
-মানে কিছুনা! তয় জনি ভাইয়ের লগে ডলি আপার মেলামেশাটা খুব বেশি ভাল ঠেকতাছেনা।
-চিন্তা করিসনা। জনিরে হালকা একটা ডলা দিয়া দিলেই সব ঠিক হইয়া যাইব।
-না মামা মনে হয়না। পানি অনেক দূর গড়াইছে। এইতো একটু আগেও জনি মিয়াঁরে দেখলাম ডলি আপার বাসার দিকে যাইতে। হাতে আবার একটা ফুলের তোরাও আছিল।
-কি কস!
-হ মামা। মামা কি একটা সিগারেট দিমু আপনারে?
-হুম!
-মামা মনে লয় চিন্তার মইধ্যে পইরা গেলেন?
-হুম! জনিরেতো খুব ভাল করেই চিনি। হালায় একটা লুইচ্চা। ভাবতেছি দুইটারে একলগে কেমনে সাইজ দেওন যায়?
-ডলি আপারে সাইজ দিবেন কেন মামা?
-আরে ধুর ডলিকে নারে গাধা। জনির সাথে ঐ রাতুলরেও একটা সাইজ দেওন লাগব। নাইলে হালায় ঠিক হইব না। ডলির মতো একটা মেয়ে চোখের সামনে এমন হইয়া যাইব সেইটা মানা যায়না। ডলি সুখে থাকলেই আমার সুখ।
-মামা আপনে ডলি আপারে কেন বিয়া করলেন না?
-ধুর হালায়। ডলিরে আমি ভালোবাসি ঠিকই। কিন্তু সেইটা প্রেম নারে। অরে আসলে আমি খুব শ্রদ্ধা করি। অনেকটা ধর দেবীর আরাধনা করার মতো। দেবী সেই, যারে মনে খুব ইচ্ছা করে সামনে বসাইয়া পূজা-অর্চনা করতে।

হঠাত! পেছন থেকে পিঠে হাত রেখে শিহাব জানতে চাইল কিরে কার পূজা-অর্চনা করবি? তুই কি হিন্দু ধর্ম গ্রহন করলি নাকিরে?

-ডলির কথাই কইতাছিলাম। আর হালায়! তুই চল চল বইলা আমারে এতক্ষণ বসায় রাইখা কোথায় গেছিলি?
-দোস্ত তোর ভাবীর কয়েকদিন ধইরা খুব জ্বর। অর মাথায় একটু পানি ঢাইলা দিয়া আসলাম।
-আরে বেকুব আগে বলবি না; কি আশ্চর্য! যা বাসায় যা। আমিও বাসায় যাই। সন্ধ্যায় আয়া পরিস। রাতুল রাতে যখন অফিস থিকা ফিরব; তখন কেমনে কি করুম; প্ল্যান করুমনে দুইজনে মিলা। সেলিম দে, আরেকটা সিগারেট দে; টানতে টানতে যাই।

অনেকবার মোবাইলে ট্রাই করেও জনিকে পাওয়া গেল না। জনির মোবাইল বন্ধ। ডলি বার বার স্টেশনের গেটের দিকে তাকাচ্ছে। এই বুঝি জনি চলে এলো। এদিকে ট্রেনও প্রায় ছাড়ার সময় হয়ে গেছে। ভীষণ অস্থিরতা কাজ করছে। কিন্তু পুরো স্টেশনে জনির আসার কোন চিহ্নই নেই। জীবনের এমন এক পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়ে পেছনে ফিরে যাওয়া আর সম্ভব নয়। রাতুলের প্রতি কোনরূপ ভালোবাসা না থাকলেও, মানুষটাকে এখন আর ঠকান যাবেনা। ঝরে যাওয়া শিউলি ফুল আজ মানুষের হাতের স্পর্শ লেগে ময়লা হয়ে গেছে।

ট্রেনের গতি ধীরে ধীরে বেড়ে চলেছে। প্রকৃতিও আজ বড় বেশি বেরসিক খেলা খেলছে। যখন নাচের সব মুদ্রা বিসর্জন দিতে হচ্ছে, তখন তার চুলগুলো বাইরের মৃদু বাতাসের অবাধ্যতায় নাচছে। জানালার গ্লাসটা বন্ধ করে দিয়ে আকাশের দিকে তাকায় ডলি। রাতের অন্ধকার আকাশটাকে আজ তার খুব আপন বলে মনে হচ্ছে। এমন ঘুটঘুটে অন্ধকার আকাশে ঝিলমিল তারাদের কোলাহলে চাঁদের আলো শোভা পায়না। বড় বেশি বেমানান!



উৎসর্গঃ শ্রদ্ধেয় ও প্রিয় সোহানী আপু, অপূর্ণ ভ্রাতা এবং বড় ভাই সেলিম আনোয়ার আপনাদের প্রতি এই অধমের রইল চির দিনের শ্রদ্ধা ও ভালোবাসা।

মন্তব্য ৮২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অপূর্ণ রায়হান বলেছেন: আগে পিলাচ লন ভ্রাতা , পোস্ট দিছেন এই জন্য ! ++++++++++++

পইড়া আবার মন্তব্যে অ্যাটাক দিতেছি :)
হ্যাপি হ্যাপি !:#P

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ভ্রাতা এতগুলা প্লাস দিবেন এমন কথা কিন্তু ছিল না। বলছিলেন মাইপা মাইপা প্লাস দিবেন।

;)

ভ্রাতা তো হয়ে যাক সেই সব দিনগুলোর মতো পুনরায় দুইজনার ব্লগিং। এখন থিকা সকালের কফি আপনি খাওয়াইবেন আর রাতের কফির দায়িত্ব আমার জান ডান।

!:#P !:#P !:#P

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: বাস্তব কিছু চরিত্র তুলে এনেছেন ভ্রাতা । ডলিদের জীবন বুঝি এমনই হয় । জনিরা এভাবেই সুযোগের ব্যাবহার করে । সিহাব আর সেলিম অনেক কিছুই করতে চায় । কিন্তু হায় , জীবন কোথায় কাকে নিয়ে যাবে কোন গন্তব্যে কে জানে !


ভালো থাকা হোক অনেক ভ্রাতা । এভাবেই সব ভুলে লিখতে থাকুন । আমরা ভালো কিছু পড়ি । ওয়েলকাম ব্যাক :)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:



খাইছে ওয়েলকাম টিউনে এত সিরিকাস কথা বার্তা বলতেছেন কেন?
আপনিও কি সিরিকাস দলে নাম লিখাইছেন নাকি ?

:|| :|| :||

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: অাপনি ফিরে-এতেই প্লাস।।।। অনেক খুশি হলাম। অাসছি অাবার।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



সুমন ভ্রাতা এক কাপ চা অন্তত অফার করেন ?

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

বদিউজ্জামান মিলন বলেছেন: দারুণ লিখেছেন। গল্পটার শিরোনাম কোথায় যেন শুনেছি, শুনেছি মনে হচ্ছে। হ্যা মনে পড়েছে। হুমায়ুন আহমেদের পাখি আমার একলা পাখি থেকে আইডিয়াটা মারিং করা। তারপরও মন্দ হয়​নি গল্পটা। এ পিলাচ দিলাম।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



মিলন ভাইডি অনেক ধন্যবাদ। স্যার বেঁচে থাকলে নিশ্চিত আমারে নিয়ে খুব প্রশংসা করত।

B-))

ভাই এখনতো গোল্ডেন এ প্লাসই সস্তা হয়ে গেছে। যে কেউই পায়। শুধু এ প্লাস দিয়ে গোল্ডেন এ প্লাসের ইজ্জতের কেন ফালুদা করতেছেন ?

:D :D

৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: সুন্দর গল্প। ভাল লাগল। অারো একটু বড় হলে মন্দ হতো না।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাইডি আপনিও দেখি অপূর্ণ ভ্রাতার মতোন সিরিয়াস হইয়া গেছেন ওয়েলকাম টিউনে ?

আজকে শুধু হায় হ্যালো হবে।

!:#P !:#P !:#P

৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০০

পরিবেশ বন্ধু বলেছেন: পইড়া মজা লইতে গিয়া দেখি শেষ । ভাললাগা ++++++

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:



বন্ধু কিছু অশ্লীল দৃশ্য ছিলো। সামুর সেন্সর বোর্ড ফিতা কাইটা রাইখা দিছে। তাই গল্পের পুরা মজা দিতে না পারায় দুঃখিত। ওয়েট করেন ইউটিউবে আনকাট গল্প প্রকাশিত হবে খুব শীঘ্রই।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

কয়েস সামী বলেছেন: এইটা কে? আগে জানান দিলাম। গল্প পড়ে পরে প্রতিক্রিয়া। কোথায় ছিলেন?

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে ভাই আমি কান্ডারি অথর্ব।

কয়েস ভাই কেমন আছেন ভাই ?

এইত ভাই চাকরীর কারনে ভীষণ ব্যাস্ততায় দিন কাটাতে হচ্ছে।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্প চমেৎকার হইছে , উৎসর্গও ।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



লিটন ভাই কেমন আছেন? কতদিন পর দেখা।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২০

মামুন রশিদ বলেছেন: এহন বুঝলাম, আগের দিনে সিনেমায় নায়িকারে বন্দী কইরা ভিলেন চাবুক হাতে চিৎকার পাইরা নাচতে কইতো ক্যান 8-|


হাহাহ, খুব ভালো লেগেছে গল্প । ফিরে পাবার আনন্দ ডাবল করে নিলাম :)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



মামুন ভাই ঐযে একটা গান আছেনা, নাচ আমার ময়না তুই পয়সা পাবিরে... সেইরকম আর কি!

:!>

মামুন ভাই নৌকায় করে কত জায়গায় ঘুরলেন। এখন খুব আফসোস হইতেছে আমার...

:( :( :( :(( :(( :((

১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মান-অভিমান ভুলে ফিরে আসার জন্য, সাথে উপরি হিসেবে চমৎকার একটা গল্প। ভালো থাকুন, সুস্থ্য এবং সুখে থাকুন, আর আমাদের আগের মতই উপহার দিয়ে যান একের পর এক তাক লাগানো পোস্ট। :)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাইডি আসলে আপন মানুষের কাছ থিকা দূরে গেলে বড় কষ্ট।

যাই হোক ভাইডি দোয়া করবেন আমার জন্য।

আপনার পোস্ট অনুযায়ী অলরেডি আমি দুই জায়গা ঘুরে আসছি। আপনার পোস্টগুলো ভ্রমন পিয়াসীদের জন্য অত্যন্ত উপযোগী। ডিটেইল ইনফো পাওয়া যায়।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১

একলা ফড়িং বলেছেন: কঠিন গল্প! ভালো লাগল।


নারী কি বৃক্ষ কোনো
না কোমল শিলা,
নারী কি চৈত্রের চিতা
নির্মীলিত নীলা...?


৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


পরের জন্মে নারী হয়ে জন্ম নিয়ে বুঝতে চাই; নারী কি ?

১২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যাক, পাওয়া গেল আপনাকে !

ছোট আকারে পূর্ণ একটা সুন্দর গল্প পাওয়া গেল । ++
অনেক অনেক ভালোলাগা, ভালো থাকুন, সাথে থাকুন ।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ধুর গল্পের কথা বাদ দেন, গ্রানমা ভাই কেমন আছেন ভাই ?

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: হাহাহাহা হয়ে যাক ভ্রাতা :)


ইয়ে মানে , ব্লগ সমাজ বলে আমি নাকি শুধু ইয়ার্কি ফাজলামি করি , সিরিয়াস নাই । তাই চেষ্টা করছি মুখোশ পরতে ;)

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:



সমাজে চলিতে ফিরিতে হইলে সমাজের নিয়ম কানুন মানিয়া চলিতে হয় এই কথা সত্যি বলিয়া জানি। আচ্ছা ভ্রাতা আমিও আর ইয়ার্কি ফাজলামি ডু করিব না। এই আমিও নেন মুখোশ পরিলাম। ;)

১৪| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৫২

আমি তুমি আমরা বলেছেন: হঠাত করেই শেষ হয়ে গেল। ফিনিশিংটা আরেকটু ইলাবোরেট করা যেত।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


অনুগল্প লেখার চেস্টা করছি। এই পোস্টের আসলে মূল কারণ হলো সবার সাথে শুভেচ্ছা বিনিময় করা।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:০১

জাফরুল মবীন বলেছেন: ফিরে আসায় +++

পোস্ট দেওয়ায় +++

গল্পের জন্য +++

গল্পের শেষাংশ ছোট গল্পের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য “শেষ হয়েও হইলোনা শেষ” বহন করছে।গল্পের প্রেক্ষাপটও সময়োপযোগী বাস্তব।সবকিছুতেই ভাল লাগা জানিয়ে গেলাম।

অনেক অনেক শুভকামনা রইলো। :)

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



মবীন ভাই দোয়া করবেন ভাই। আপনাদের দোয়াই একমাত্র ভরসা।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

জোহরা উম্মে হাসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন । মেয়েদের জীবন এরকমই হয় । অনেক ফোঁটার আগেই ঝরে পড়ে !

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সব ক্ষেত্রে হয়ত এমনটা নয়...

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

খাটাস বলেছেন: এখন ও গল্প পড়ি নি।
প্রথমেই এত দিন পর প্রিয় কাণ্ডারি অথর্বের পোস্ট দেখেই প্লাস। :)

অনেক ভাল লাগছে। পড়ে মন্তব্য জানাব ভাই। :)

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



এইত আমার ভাইডির মতো ভাই। ভাই অনেক ভাল থাকিস।

১৮| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

প্রবাসী পাঠক বলেছেন: গল্পে গোল্ডেন এ প্লাস।

আমি কিন্তু সিরিয়াস কমেন্ট করি নাই। সিরিয়াস কমেন্ট পরে করমু।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই এইবার সিরিয়াসলি একটা ভাল ইউনিভার্সিটিতে আমারে ভর্তি করায় দেন।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

পার্থ তালুকদার বলেছেন: ভালো লাগল গল্পটা। আপনাকে অনেকদিন পর পেয়ে আরও ভাল লাগছে ভাই।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনাদের কাছে পেয়ে আমিও খুব খুব আনন্দিত।

২০| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

সোহানী বলেছেন: জীবনের এ প্রথম কেউ কিছু উৎসর্গ করলো... :-B :-B :-B ....... আমি তো ভাই সেলিব্রেটিদের খাতায় নাম লিখালাম.. হাহাহা কি বলেন ব্রাদার।.... আমি এর যোগ্য নই অবশ্যই..... তারপরও অসংখ্য ধন্যবাদ।

সরি, দেরি করে পোস্টটা পড়ার জন্য.... একটু ঝামেলায় আছি.....

সব ঠিক আছে বাট ডলিকে যদি আরেকটু বেশীক্ষন উপস্থাপন করাতেন তাহলে তার প্রতি ফিলিংসটা পাঠককুলের আরেকটু বেশী হতো।

অনেক অনেক ভালো থাকেন...... আরো বেশী বেশী করে লিখা চাই ...

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সিস্টার আপনি যেহেতু সেলিব্রেটি হয়েই গেলেন তাহলে এখন থেকে সব পোস্ট আপনাকে উৎসর্গ করব; লোকে বলবে ঐ দেখ সুপার স্টার সোহানীর ভাই কান্ডারি অথর্ব। :-B :-B :-B

আপু ডলিকে জিজ্ঞাস করছিলাম কিন্তু সে সময় দিতে অপারগতা জানাতেই গল্পটা ছোট হয়ে গেছে। তাছাড়া সেন্সর বোর্ড কে ঘুষ খাওয়ানোর কোন ইচ্ছা আমার নাই। ফিতা কেটে দিলে দিক কিন্তু ঘুষ খাওয়াতে পারব না।

আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়াই আমার একমাত্র ভরসা।

২১| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

সোহানী বলেছেন: ওওও ছবিটা কিন্তু অসাধারন.... বিশেষ করে পথের সে শুকনো গাছ। আমি এ ফেব্রুয়ারীতে ট্রেন জার্নি করেছিলাম বাসেল টু ড্রেসডান.... ঠিক এ রকম পথের দৃশ্য.... অসাধারন... একটা পিক শেয়ার করলাম...

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনিও কি একই ট্রেনে ছিলেন ঐদিন ? একটা মিস কল দিলেইতো আমারে পেয়ে যেতেন। আপনি ছবি তুলছেন ডান পাশ থেকে আমারটা বাম পাশের জানালার।

:P ;)

২২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩২

লিরিকস বলেছেন: আপনার গান টা :)

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



তো ? :-P

২৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: সুন্দর গল্প। ভাল লেগেছে।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা।

২৪| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৫

তুষার কাব্য বলেছেন: সুন্দর গল্প। +++

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ ভাই। ভাল থাকুন সব সময়।

২৫| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা , মুপাইল অফ কেনু ? X((

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:




মুপাইলে গ্যাস ছিল না ভ্রাতা। :(

২৬| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: গল্পে প্লাস।

সিরিয়াস-অসিরিয়াস কোন মন্তব্যই করলাম না। :P :P

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



খেলুম না। ফাঁকি দিলেন কেন ?

২৭| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৫

তামান্না তাবাসসুম বলেছেন: :(

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



:( :( :( :(

২৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:২৯

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো হইছে ! ++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



হুম! বুঝলাম...

২৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

আরজু পনি বলেছেন:

শুভ প্রত্যাবর্তন।

গল্পটা ভালো লেগেছে ।

আশা করি আর রাগ, অভিমান করে ব্লগ ছাড়বেন না ।
শুভকামনা রইল, কান্ডারী ।।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ পনি আপু।

দোয়া করবেন তাই যেন হয়।

শুভ সকাল।

৩০| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

জুন বলেছেন: বাস্তব ধর্মী গল্পে অনেক ভালোলাগা , উৎসর্গ যথার্থ হয়েছে কান্ডারি ।
+

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



সুপ্রিয় জুন আপু এই গল্পের আপডেট ভার্সন রিলিজ হয়েছে। পড়ে দেখার অনুরোধ রইল।

৩১| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

সোহানী বলেছেন: হায় হায় এইটা কি কইলেন .. সুপ্পার ইস্টার B:-) B:-) B:-) B:-) B:-) B:-) !! সক্কলেতো লাক্স সুপ্পার ইস্টার ভাইব্বা কল মিস মারবো !!!! :-P :-P :-P :-P :-P :-P

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



আহারে ! বইন জীবনে কত শখ আছিল...

লাক্স ফর ম্যান সাবানের এড করার... :( :( :(

৩২| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো পড়ে। কারণ অকারণে প্যাচাইয়া লেখেন নাই তাই। সংক্ষেপে লেখার কায়দা আজো শিখতে পারলাম না।

আচ্ছা কি ব্যাপার মাঝে কি আপনি ব্লগিং বা লেখা ছাইড়া দিছিলেন নাকি ? যাহাই হউক, শুভ প্রত্যাবর্তন । আপনার অভিমান অভিমান ভাবটা এঞ্জয় করি সাম টাইমস।

নোট - বিরিয়ানি এখনো পাওনা আছি।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



কিন্তুক মম্ময় আপু এই গল্পের লেটেস্ট একটা ভার্সন আজকেই রিলিজ দেয়া হইছে। ওইখানে যে প্যাচ প্যাচ... তাহলে সেটার কি হবে।

ইউ নো মি টু এনজয় সাম ভ্যাকেশন অর হলিডে ইন অভিমান সী প্যারাডাইস..

টাকা দেন বিরিয়ানী খাওয়াই...

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

জলমেঘ বলেছেন: বেশ লাগলো গল্পটা :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ জলমেঘ আপনাকে...

শুভেচ্ছা।

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:২১

প্রবাসী পাঠক বলেছেন: দুর্ভাগ্যজনক হইলেও সত্যি আপনি ২০১৪ ব্যাচে গোল্ডেন এ প্লাস পাইছেন কাণ্ডারি ভাই। ভালো কইরা প্রিপারেশন নেন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য। ইউনিভার্সিটিতে আমার সুপারিশে কাজ হইব বলে মনে হয় না। ;) ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ডু ইউ আন্ডার ইস্টিমিটিং মি... ইউ নো আই এম আ বিগ পেন অপ অনন্ত জলিল... ;) ;) ;)

৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

প্রবাসী পাঠক বলেছেন: আর ইউ পম গাআনা............ দেন অখে । =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


;) ;) ;)

৩৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

মনিরা সুলতানা বলেছেন: হুম ...
সময় এর গল্প

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



আপা প্লীজ এই গল্পের ফুল ভার্সন তৃষ্ণার্ত পর্ণমোচীটা একবার সময় হলে পড়ে দেখার জন্য অনুরোধ রইল।

৩৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

মনিরা সুলতানা বলেছেন: হুম ... :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ দিয়ে ছোট করলাম না। আর বড় বোনরে ধন্যবাদ দিতে নাই। দোয়া চাই।

৩৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০২

আবু শাকিল বলেছেন: লেখা টা মিছড করেছিলাম।

পড়া হয়ে গেল =p~ =p~

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



=p~ =p~ =p~ :P

৩৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

অদৃশ্য বলেছেন: আপনাকে লিখায় দেখে খুবই খুশি হলাম কান্ডারী ভাই... আপনার মতো মানুষদের দেখলে সবসময়ই ভালো লাগে সে ব্লগ হোক বা বাস্তব জীবন...

গল্পটা চমৎকার... খুবই ভালো লেগেছে আমার...


শুভকামনা কান্ডারী ভাই...

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রিয় ভাই আমার আপনার সাথে বসে এক কাপ চা কিন্তু এখনও খাওয়া হলো না ?

৪০| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: গল্পটা মোবাইল থেকে পড়েছিলাম। তখন মন্তব্য করতে পারিনি। দেরিতে হলেও হাজিরা দিয়ে গেলাম। ভালো লেগেছে।

০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার উপস্থিতি সব সময় প্রেরণা দেয় আমাকে মৃদুল ভাই।

ভাল থাকুন ভাই।

৪১| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮

এহসান সাবির বলেছেন: ফুল ভার্সন টা আগে পড়েছি :D

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার বোন এখন কেমন আছে ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.