নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগের অবিবাহিত ব্লগার ভাইদের জন্য বিবাহ উপযুক্ত পাত্রী চাই' ২০১৪ !!! সিজন - ০১ এপিসড - ০১

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯









শীত এসে চলেও যাচ্ছে। কিন্তু আমার প্রাণ প্রিয় অবিবাহিত ব্লগার ভাইদের জীবন থেকে শীত কাল যেন কিছুতেই যেতে চাইছেনা। তারা অপেক্ষায় আছে কবে তাদের জীবনে বসন্তের নতুন ফুল ফুটবে। তাদের বুক ফাটে তো মুখ ফোটেনা। এই যখন পরিস্থিতি তখন ভাই হিসাবে আমাদের মতো বিবাহিতদের উপর কিছু দায়িত্ব এসে বর্তায়। তাদের বিয়ে দেয়ার জন্য উপযুক্ত পাত্রী খোঁজার জন্য তাই নিজেই এই মহান উদ্যোগটা নিতে বাধ্য হোলাম শুধুমাত্র তাদের শুঁকনো মুখের দিকে তাকিয়ে। এখানে আমি পাত্রের ব্লগীয় বায়োডাটা সহ তাদের জন্য নমুনা হিসেবে কিছু পাত্রীর ছবি দিয়েছি। তবে যাদের ছবি এখানে দিয়েছি নিতান্তই নমুনার জন্য যেন পাত্রী অনুসন্ধান করার কাজটা সহজ হয়। বাকি দায়িত্বটা আপনাদের সকলকেই নিতে হবে। আমার একার পক্ষে সম্ভব হবেনা। তাই মন্তব্যের ঘরে উপযুক্ত পাত্রীর সন্ধান দিয়ে অবিবাহিত ভাইদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল। তাছাড়া আমার দেয়া নমুনা পাত্রীর বাইরে যদি কারও আপত্তি থাকে তাহলে সেই জন্যেও পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন। বাংলা ব্লগোস্ফিয়ারে একজন অবিবাহিত ব্লগারও থাকবেনা বিবাহিত ব্যতীত এই হোক আমাদের সকলের দৃঢ় অঙ্গীকার।



ব্লগার অন্যমনস্ক শরৎ



• পোস্ট করেছেন: ৮২০টি

• মন্তব্য করেছেন: ১২৭২৪টি

• মন্তব্য পেয়েছেন: ২১৫৬৫টি

• ব্লগ লিখেছেন: ৮ বছর ৯ মাস

• ব্লগটি মোট ৩৬৮২৮৪ বার দেখা হয়েছে



ক্যামেরায় ঘরের ভেতরের রাজকন্যার ছবিটি ধারন করতে না পারার জন্য এখানে পাত্রীর ছবি দেয়া সম্ভব হয়নি। তবে অনুসন্ধান চলছে।







ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয়



• পোস্ট করেছেন: ২১৪টি

• মন্তব্য করেছেন: ১৫৮৭৭টি

• মন্তব্য পেয়েছেন: ১০৯৫১টি

• ব্লগ লিখেছেন: ৫ বছর ৪ ঘন্টা

• ব্লগটি মোট ৭৯৫৭৫ বার দেখা হয়েছে



এমন কাউকে দরকার যাকে দেখলেই মনের মাঝে শুধু কবিতাই আসবে কিন্তু একটা কবিতাও লেখা সম্ভব হবেনা।







ব্লগার সেলিম আনোয়ার



• পোস্ট করেছেন: ৫৪৫টি

• মন্তব্য করেছেন: ১৭১৩৫টি

• মন্তব্য পেয়েছেন: ১৫৮৯০টি

• ব্লগ লিখেছেন: ২ বছর ৩ মাস

• ব্লগটি মোট ১০৯০১৩ বার দেখা হয়েছে



আমি আপাতত একজনকে নমুনা হিসেবে দিলাম; এখন বাকিটা আপনাদের বিবেচনা।







ব্লগার এহসান সাবির



• পোস্ট করেছেন: ৩৭টি

• মন্তব্য করেছেন: ৬৫১২টি

• মন্তব্য পেয়েছেন: ২৫৭৬টি

• ব্লগ লিখেছেন: ২ বছর ১ সপ্তাহ

• ব্লগটি মোট ১৫১৬৬ বার দেখা হয়েছে



এমন একজন পাত্রী দরকার যে ছড়ি ঘুরাতে পারদর্শী।







ব্লগার অপু তানভীর



• পোস্ট করেছেন: ৭৩২টি

• মন্তব্য করেছেন: ১৫০৫৫টি

• মন্তব্য পেয়েছেন: ২৭০৩৭টি

• ব্লগ লিখেছেন: ৩ বছর ৫ মাস

• ব্লগটি মোট ৪০৯৮০৮ বার দেখা হয়েছে



পাত্রের পছন্দ সম্পর্কে আমার আর নতুন করে বলার কিছু নেই। আপনারা সকলেই অবগত আছেন যে পাত্র অতীব ভালু পুলা।







ব্লগার স্নিগ্ধ শোভন



• পোস্ট করেছেন: ৩৭টি

• মন্তব্য করেছেন: ৬১৪১টি

• মন্তব্য পেয়েছেন: ৩৭৫১টি

• ব্লগ লিখেছেন: ৩ বছর ৬ মাস

• ব্লগটি মোট ২৯৭৮৯ বার দেখা হয়েছে



পাত্র নিজে পছন্দ করেছে অতএব এই ব্যাপারে নতুন করে না ভাবলেও চলবে আমাদের।







ব্লগার একজন ঘূণপোকা



• পোস্ট করেছেন: ৬৩টি

• মন্তব্য করেছেন: ৫২৪৪টি

• মন্তব্য পেয়েছেন: ২৫২৪টি

• ব্লগ লিখেছেন: ৩ বছর ১ মাস

• ব্লগটি মোট ৪১৬৬১ বার দেখা হয়েছে



পাত্রীকে অবশ্যই বাংলাদেশী হতে হবে। ভিনদেশী পাত্রী কোনভাবেই গ্রহণ যোগ্য হবেনা।







ব্লগার আহমেদ আলাউদ্দিন



• পোস্ট করেছেন: ১১৭টি

• মন্তব্য করেছেন: ৭০৯৩টি

• মন্তব্য পেয়েছেন: ৫৮৭০টি

• ব্লগ লিখেছেন: ৩ বছর ৬ মাস

• ব্লগটি মোট ২৮৮০৬ বার দেখা হয়েছে



এমন একজন পাত্রী চাই যাকে দেখলে কবিতা তো দূরে থাক মাথায় কোন গল্পও যেন না আসে।







ব্লগার ডি মুন



• পোস্ট করেছেন: ৮৩টি

• মন্তব্য করেছেন: ৩৫৭৮টি

• মন্তব্য পেয়েছেন: ২৩৮৯টি

• ব্লগ লিখেছেন: ২ বছর ৩ সপ্তাহ

• ব্লগটি মোট ২০২৯৩ বার দেখা হয়েছে



পাত্রীকে আর কিছু হোক আর না হোক বাংলা ও ইংরেজী উভয় মাধ্যমে গল্প ও কবিতায় পারদর্শী হতে হবে। এবং অবশ্যই সেটা কথোপোকথন ভিত্তিতে।







ব্লগার মাহমুদ০০৭



• পোস্ট করেছেন: ২৭টি

• মন্তব্য করেছেন: ৩০০৩টি

• মন্তব্য পেয়েছেন: ২৬০৬টি

• ব্লগ লিখেছেন: ২ বছর ৪ দিন

• ব্লগটি মোট ১৮৯৮০ বার দেখা হয়েছে



পাত্রী লাজুক স্বভাবের হলে ভালো হয়।







ব্লগার প্রবাসী পাঠক



• পোস্ট করেছেন: ১৯টি

• মন্তব্য করেছেন: ২২১৭টি

• মন্তব্য পেয়েছেন: ১৩৭০টি

• ব্লগ লিখেছেন: ১ বছর ৩ মাস

• ব্লগটি মোট ১০৪৯০ বার দেখা হয়েছে



আমাদের প্রবাসী পাঠক ভাইয়ের জন্য একজন প্রবাসী পাঠিকা থুক্কু প্রবাসী পাত্রী চাই।







ব্লগার জেরিফ



• পোস্ট করেছেন: ২০টি

• মন্তব্য করেছেন: ১০১৮টি

• মন্তব্য পেয়েছেন: ৬২৪টি

• ব্লগ লিখেছেন: ১ বছর ১১ মাস

• ব্লগটি মোট ৭০১৭ বার দেখা হয়েছে



পাত্র যেহেতু একজন মডেল তাই পাত্রীকেও সেইরকম মডেল হতে হবে এবং অবশ্যই একজন শিল্পী হতে হবে।







ব্লগার অপূর্ণ রায়হান



• পোস্ট করেছেন: ২০৪টি

• মন্তব্য করেছেন: ১৮৭৯০টি

• মন্তব্য পেয়েছেন: ১৬৭৪৪টি

• ব্লগ লিখেছেন: ৩ বছর ৪ মাস

• ব্লগটি মোট ২০৫৫৭১ বার দেখা হয়েছে



এই ভাইয়ের ব্যাপারে আমি কিছুটা কনফিউজড। আদৌ কি তিনি বিবাহিত না অবিবাহিত ? যাই হোক তবু পাত্রের জন্য উপযুক্ত পাত্রীর নমুনা দিয়ে দিচ্ছি। এখন বাকিটা আপনারা বিবেচনা করে দেখবেন আশা করি।







তবে, এই পর্বে যাদের জন্য পাত্রী ঠিক করতে পারিনি তারা মোটেও মন খারাপ করবেন না সবিনীত অনুরোধ রইল। আগামী পর্বে অংশ গ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বিবাহিত জীবন যাপন করুন।









মন্তব্য ১০৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১০৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৪

মাহবু১৫৪ বলেছেন: :P :P

ইয়ে মানে, আমিও কিন্তু অবিবাহিত! /:)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সার্টিফিকেট দেখান তাহলে ;)

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৭

ক্যপ্রিসিয়াস বলেছেন: ঘটক কান্ডারি ভাই জিন্দাবাদ। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



এই জন্যই আসলে কারু ভালু চাইতে নেই। শেষ পর্যন্ত ঘটক বানায় দিলেন।

:D :D :D

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৩

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ ;) ;)..... এতোগুলা বিয়ার দাওয়াত একলগে খাইতে পারমু না । তারিখ ফিক্সটে যাতে ডিসট্যান্স বজায় থাকে !..... ;) :#) :P :P

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে মিয়াঁ ভাই একলগে সবাইরে এক প্যান্ডেলের নীচে বিবাহ দিলে খরচ কম ইউ হ্যাভ টু বুঝতে হইবেক।

:P

=p~ =p~ =p~

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

পাত্রী চাই এপিসডে আমারে রাখলেন আবার আমার পাত্রী নিয়া ভাবতে নাও করছেন :-/ ব্যাপারটা ঠিক বুঝলাম না :(



পোস্টে নিজেরে দেইখা কেমন জামাই জামাই (হমু) :!> :#> লাগতেছে :#> :!>

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


চৌধুরী বংশের মান সন্মান আজ তোর কারণে মাটিতে মিশে গেছে। কত সাধ ছিলো এই বুকের ভেতর তোকে চেয়ারম্যান সাহেবের মেয়ের সাথে বিয়ে দিব। কিন্তু তুই নিজে নিজে পছন্দ করে আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিস। যা তুই বের হয়ে যা। আর কখনও আমাকে ভাই বলে ডাকবিনা। আজ থেকে তোর সাথে আমার কোন সম্পর্ক নেই।

X( X( X(

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু উপযুক্ত পাত্রীর সন্ধান থাকলে দিয়ে যান প্লীজ লাগে আপনার।

:#)

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: জেরিফ ভাই এর নমুনা পাত্রী এমন বয়স্ক কেন? আমার জানা মতে তো ভাই এর নিজের বয়স খুব একটা বেশি না। /:) /:)

অপূর্ন ভ্রাতা বিবাহিত না??? ওনার আরেকটা বউ লাগবে? :|| :||

শোভন ভাই এর ক্ষেত্রে ওনার মত একই প্রশ্ন আমারো। পাত্রী দেখবো? নাকি উনি নিজেই পাত্রী দেখে ফেলেছেন? :-& :-&

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কি বলছেন আপু আরিয়ানা সায়িদ কে আমার তো খুবই চার্মিং লাগে। :P

ঝাতির বিবেকের কাছে আমারও একই সেম কুশ্চেন। অপূর্ণ ভ্রাতা আপনি যে বিবাহিত না তার সার্টিফিকেট শো করেন প্লীজ লাগে। B-))

শোভনকে আমি ত্যাজ্য করে দিয়েছি। চৌধুরী পরিবারের ইজ্জত আর কিছু রইল না। :((

৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৭

আলম দীপ্র বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ আমি এসবের বাইরে! B-)) B-)) B-))

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


হে হে হে পরের পর্বেই কইলাম সিরিয়ালে আপনে আছেন।

B-)

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৭

নাইমুল ইসলাম বলেছেন: মজা পাইলাম অনেক দিন পর =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এরে ভাই বিয়া শাদি নিয়া মজা করন ঠিক না। গুনাহ হয়।

;)

৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: ঘটক কাণ্ডারি ভ্রাতা, জাতির এই শীতার্ত দুর্দিনে ঝাণ্ডা ধরে প্রকৃত কাণ্ডারি হয়ে এগিয়ে আসায় অনিমেশ কৃতজ্ঞতা। ;)


আমার কেনু জেনু লজ্জা লজ্জা লাগতেসে :#> :#> :#> :#> 8-| 8-| 8-|

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


লজ্জার কিছু নাই ভ্রাতা। কাজী অফিস রেডী আছে শুধু একবার কবুল কইলেই বিবাহ কমপিলিট।

বিস্তারিত জানতে আমার চেম্বারে চলে আসবেন। প্রথম তিনজনের জন্য ডিস্কাউন্টের সুব্যাবস্থা আছে।

B-))

১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০২

অপূর্ণ রায়হান বলেছেন: কান্ডারি ভ্রাতা ও তিহী আপু,

আমি মূলত নিরাপত্তাজনিত কিছু কারণ ও একটি দুষ্টু মহল বা তাদের চক্রান্তের শিকার! ;)

তাছাড়া, চারটি ইয়ে নিয়ে কি যেন টিয়ে বানী প্রচলিত আছে না! ভাবনা কেনওওও ......... B-)



আর আমার দিলের রানী কলিজার টুকরা ফরানের ফরান #সাফা'রে আমারই সাথে দেওয়াতে এক আটি ফ্রেশ ধইন্যা পাতা লন ভ্রাতা :) নমুনা না, মাস্টার পিস চাই, কিছু করেন ঘটক কাণ্ডারি ভাই, ফ্লিজ লাগে আপনার :(( হেতিরে না পাইলে আমার জিন্দেগী বরবাদ হইয়া যাইবে :(( :>

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



আইচ্ছা ভ্রাতা মাই কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো; সাফা আফায় কি পাউডার কুম্পানির কুন মডেল নাকি ? এত পাউডার রাখপেন কুতায় ?

:D :D :D

১১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

যেরিফ বলেছেন: কেউ আমারে মাইরালান , এই ছিল আমার কপালে :(( :(( :(( :((


দুনিয়াতে এত্ত এত্ত সুন্দ্রি মডেল থাকতে আপনি আমার জন্য এইডা কি দেখলেন X(( X((

আমার বউ হইতে হবে এরকম ;)


৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনি আবার কিডা ভাই ? :|| :|| :||

আর কি সব অচলীশ ফটু দেখাইতেছেন :-&

১২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

মুহিব জিহাদ বলেছেন: আমার মত যাদের কেউ নাই তাদের জন্য কান্ডারি (ঘটক) ভাই ও নাই :(( :((


অপূর্ণ রায়হান স্নিগ্ধ শোভন মাহবু১৫৪ ভাইদের আবারো বিয়ে দিবেন? X( X( যাউকজ্ঞা সমেস্যা নাই ভাবীদের সুন্দরী সুন্দরী শ্যালীকা থাকিলে আমি পাত্রী চাইনা :P :P

যেরিফ ডি মুন এদের জন্য পাত্রী দেখায় আমি খুশি হয়েছি, আমার আর কোন প্রতিপক্ষ থাকিলোনা =p~ =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারে কেউ এক গেলাস সুইসাইড আইনা দেন। এই গীবন আর আমি রাখপনা। আমার ভাই অবিবাহিত থাকপে এইটা কিচুতেই মানিয়া লওয়া যায়না। তবে ভাইডি লাড্ডু খেয়ে পস্তালে কইলাম আমার কুন দুষ নাই।

;)

ইয়া আল্লাহ এইসব কি বুইলচেন ভাইডি তেনারা যে বিবাহিত এইটা কিন্তুক তাদের চারিত্রিক সনদ পত্রে লেখা পাওয়া যায় নাই। কি দিনকাল পড়ছে আজীব; আজকাল চারিত্রিক সনদ পত্রও ফেসবুকে ফাঁস হওয়া শুরু করছে। কলিকাল ঘোর কলিকাল।

/:) /:)

নেক্সট পর্বের জন্য ওয়েটান; প্রতিপক্ষ আরও আছে নু টেনশন।

B-)

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



বিস্তারিত আয়োজন দেখে মনে হচ্ছে বড় ঠকা ঠকেছি :P

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাবীর কি কুন ছুট বোন আছে ? নাইলে এমুন আক্ষেপ কেনু ?

:P

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৬

মুদ্‌দাকির বলেছেন:

ভালোই , সবার জীবনে বসন্ত আসুক ;) ;) ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


হে হে হে লেজ কাটানোর পলিসি আর কি B-))

১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: পোস্টে সুপার লাইক । :#> !:#P !:#P

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


বিদেশে কি কাউকে পছন্দ হইছে নাকি সেলিম ভাই ?

:P

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: হা হা হা দারুন মজার, ভাল লেগেছে্। পর্ব আরো আনেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


নেক্সট পর্বে কি ভাইডি আপনাকে রাখুম খালি সিটা বলেন :)

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৫

এমএম মিন্টু বলেছেন: বিয়ের বয়স পার হয়েগেছে চুল পেকেগেছে =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P ;) ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কুন টেনশন নাই ভাইডি চুলে রঙ লাগান; পাত্রীকে বলব এইত আপনার বয়স মাত্র ষোল বছর। পাত্র এখনও কলেজে পড়ে।

=p~ =p~ =p~

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৭

আবু শাকিল বলেছেন: গোপন সূত্রে খবর পাইলাম,
পাত্রী রা অনেকেই বিবাহিত =p~

শীতকাল এসে গেল।
এখন তর কি হপে রে... =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


তাইলে ভালই হইল অভিজ্ঞতার একটা আলাদা দাম আছে। :P


কি আর হপে ঠোঁটে লিপজেল মাখেন। ;)

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪২

আবু শাকিল বলেছেন: ব্লগার বিবাহ উপযোক্ত পাত্র পাত্রী।
ফেসবুক পেইজ আসছে....

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


জী হ্যাঁ ভাই। আর নয় দূর এখন হাতের নাগালেই পেয়ে যাবো পছন্দের পাত্র এবং পাত্রী।

ভাই পেইজের এডমিন কিন্তুক আমারেই রাখতে হইবেক।

:!>

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: আহ! বড় ভাই আসলেই এই রকম হওয়া উচিৎ। ছোটদের মনের কথাগুলো বুঝতে পেরে সেই রকম ভাবে কাজ করা। আকারে ইঙ্গিতে বহুবার বিবাহের কথা বলেছি কিন্তু সরাসরি বলতে পারি নাই। কিন্তু কাণ্ডারি ভাই কাণ্ডারি হয়েই সেই না বলা কথাটা বুঝে নিয়ে এইরকম একটা ব্যবস্থা করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই। পাত্রী পছন্দ হয়েছে। পাত্রীর ইনবক্সের ঠিকানা জানা থাকলে জানাবেন দয়া করে।

পোস্ট লাইক সমেত প্রিয়তে।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইরে আজকে আমি যদি অবিবাহিত থাকতাম তাইলে আমার কি অবস্থা হইত সেইটা চিন্তা কইরাই এই উদ্যোগ নিছি। আফটারল ভাই হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে।

পাত্রী যেহেতু পছন্দ হইছে তাইলে আলহামদুলিল্লাহ্‌। আগামী লাল শুক্রবার বাদ জুমা আপনার বিবাহ ঠিক হইল। একটা রকেট দেনমোহর হিসাবে ধার্য্য করা হইল। এই বিবাহে যদি আপনি রাজী থাকেন তাইলে কবুল বলেন।

B-)) B-)) B-))

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাত্রী পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বিয়া আগামী শুক্রবার। বৌভাতে আমার দাওয়াত থাকলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই বিবাহে কিন্তু আপনাকেই উকিল বাবার দায়িত্ব নিতে হবে।

!:#P !:#P !:#P

২২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

পাজল্‌ড ডক বলেছেন: @অপূর্ণ রায়হান ভাই, খাড়ান ভাবীরে এখনই বলতেছি! :P

@ কান্ডারী ভাই , এইটা কি করলেন ভাই :(( ! বিবাহিত দের টা ক্যানসেল করে আমাদের দিকে নজর দেয়ার আকুল আবেদন জানাইলাম। ইয়ে , আরেকটা কথা, সাফা রে আমিও ভীষণ ভালা পাই,অপূর্ণ ভাইরে ব্লক কইরা আমারে সাবস্টিটিউট করার জন্য ভীষণ ভাডে অনুরোধ রইল ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



এইরে সেরেচে। আমি কে ? আমি এখন কুতায় ? কিমুন জানি সব কিছু অন্ধকার অন্ধকার দেখতেছি সব কিছু।

:-& :||

২৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কান্ডারি ঘটক ভাই জিন্দাবাদ। :)

পোস্টের একটা শ্লোগান হওয়া দরকার। যেমন : বউ ছাড়া উপায় নাই, অবিবাহিত ব্লগারদের জন্য বউ চাই। :P

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


সাবাস !!! এই ব্লগ অবাকে তাকিয়ে রয়; তবু একজন ব্লগারও অবিবাহিত থাকবার জন্য নয়।

:D :D

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১

সচেতনহ্যাপী বলেছেন: দেশ থেকে ফিরে এসেই এমন পোষ্ট!! উত্তর নেই।। ভয়ে বা সামাডিকতার ।। তবে আমি কৃতজ্ঞ আপনার উৎসাহের জন্য।। ধন্যবাদ অনেক।।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



হা হা হা ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য।

:) :) :)

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৮

ডি মুন বলেছেন:

আহা, এতো এতো সুন্দরীদের স্যাম্পল দেখিয়া আমি তো সব কয়জনের প্রেমে পড়িয়া গেলাম :)

কাণ্ডারি ভাই জিন্দাবাদ।
এই রকম পোস্টই তো চাই :)
দেখা যাক নারীকুলে কোনো কম্পন অনুভূত হয় কিনা !!!!

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বউ ছাড়া উপায় নাই, অবিবাহিত ব্লগারদের জন্য বউ চাই। :P

:)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



ইয়া আল্লাহ তোর জন্য দেখি এখন পাত্রী দেখা মুশকিল কাজ হয়ে গেল।

:||

না ইয়ে মানে আমি বলছিলাম কি তুই আপাতত বিবাহের চিন্তা ভাবনা বাদই দিয়ে দে।

;)

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

অপু তানভীর বলেছেন: অপূর্ন ভাই বিবাহিত ! আমাদের অবিবাহিতদের দলে বিবাহিতদের অন্তর্ভুক্তির তেব্র থেকে তেব্রতর প্রতিবাদ জানাইলাম !

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



হরতাল ডাকেন। আমিও আপনার সাথে আছি। অপূর্ণ ভ্রাতা কি এমবিএ নাকি? আজীব !!!

;) ;)

২৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সব পাত্রীদেরকেই তো বিবাহিত বিবাহিত মনে হয় :||

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আমারে একটা চুরুট খাওয়ান তাইলে আপনার জন্য বিশেষ ভাবে ভাইবা দেখুম। B-))

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

ডট কম ০০৯ বলেছেন: খালি বিয়ে শাদী দিলেই হইব কেউ খানা পিনার ব্যবস্থা করেন না ক্যারে!!

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ক্যারে ভাই আমি বিবাহের ব্যাবস্থা করছি আপনে খানা পিনার আয়োজন করেন। ভাই হিসেবে কি আপনার দিলে কুন মায়া দয়া নাই ?

:-B :-B

২৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫

অপূর্ণ রায়হান বলেছেন: ঘটক কান্ডারি ভাই জাতির হাতে ডাণ্ডা ধরাইয়া দিয়া এই শীতে কোন চিপায়? X((

@যেরিফের সাথে প্রতারণা করায় ৫৫৫ ধারায় মামলা করবো! সময় থাকতে যেরিফের উল্লেখিত নায়িকারে যেরিফের সাথে ঝুলিয়ে দেবার তেব্র আবেদন। নাইলে ঈদের পরে আন্দোলন!


@মুহিব জিহাদ এর মন্তব্যের তেব্র নিন্দা জ্ঞাপন করছি ;)

@মাঈনউদ্দিন মইনুল :#) :#) :#)

@পাজল্‌ড ডক খা মো শ শ শ শ শ স্‌ স্‌ স্‌ ...................... সাফা শুধুই আমার! একার! রক্ত গঙ্গা বইয়ে দিবো কিন্তু ! X(( :-/

@ডি মুন, আমারটারে বাদ দিয়া সব নিয়া যান। ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়া দিলাম ;)

@অপু তানভীর, ভ্রাতা, আমি ষড়যন্ত্রের স্বীকার! জেলাসদের কোথায় কান দিবেন না, আমি আপনার ভ্রাতা না ? :(( ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



এসেগেছি ভ্রাতা জান আর কুন চিন্তা নাই। আমি থাকতে কুন ভরসা নাই।

দেখেন এইসব আন্দোলনের কথা বলবেন না। এইসব আন্দোলন করে কিছুতেই জাতিকে বিবাহ নামক পবিত্র কাজ থেকে বিরত রাখতে পারবেন না। আমার সকল মাল্টি এইসব আন্দোলন প্রতিহত করতে ব্লগে প্রস্তুত রয়েছে।

:P

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

এহসান সাবির বলেছেন: ঘটক ভাই মেয়ে আমার পছন্দ হইছে ;) ;) ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মিয়াঁ ফি না দিয়ে ভাগছেন ? পাত্রীর পরিবারের কাছে কিন্তু বলে দিব পাত্রের অনেক বদ অভ্যাস আছে।

/:) /:)

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

সোহানী বলেছেন: এসব কি করিতেছেন কান্ডারী ভ্রাতা..... পাত্ররাতো নিজেরাই পাত্রী নিয়া তীব্র বেবাদে জড়ায়ে গেল.......... ;) ;) ;) ;) ;)

আর যাহাদের নাম দেন নাই তাহারা পোস্টের মন্তব্যে আসিয়া নিজেরে অবস্থান জানান দিয়া প্রচ্ছন ইংগিত দিতাছে..... :-P :-P :-P :-P

অপর দিকে বিবাহিত প্রাত্ররা লিস্টে নিজেদের নাম দেখিয়া যারপরনাই পুলকিত অনুভব করিতেছে বাট ঘরে যাইয়া ঠেঙ্গানী খাইতেছে............ B-) B-) B-) B-) ;) ;) ;) ;) ;) ;)

পরিশেষে সামুর অবিবাহিত পাত্রীরা গোস্বা করিয়া মন্তব্যে আসিবা না বলিয়া দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করিয়াছে X(( X(( X(( X((

অতএব ঘটক কান্ডারী ভ্রাতা, সময় থাকিতে সাবধান হইয়া যান !!!!!!!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ঘোর কলিকাল আপা। এই যুগের পাত্ররা মুরুব্বীদের কুন পাত্তাই দেয়না।

:( :( :(

অবিবাহিত ভাইদের দুঃখ দেইখা আমি আবেগে কাইন্দালাইচি। বুঝতেছি শীঘ্রই বিবাহ না হইলে সামুর সার্ভার হ্যাং করিতে পারে যে কোন মুহূর্তে।

:P

এই পুস্ট দেবার পর আমিও ঘরে কিঞ্চিত পরিমানে ঠেঙ্গানী খাইয়াছি।

:((

না ইয়ে মানে আপা সামুর অবিবাহিত পাত্রীরা চাইলে পোস্টে এসে আন্দোলন করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আমার জন্য পূর্ণ নিরাপত্তার গ্যারান্টি যদি আপনি নেন তাহলে আপনাকে আমার পার্টনার হিসেবে রাখতে পারি।

:) :) :)

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

চিরতার রস বলেছেন: ইয়ে মানে বিবাহিতদের জন্য একাধিক বিয়ের কোন স্কিম আছে আপনার কাছে? ;) ;) ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



এইটা একটা কথা কইলেন ভাইডি ? B:-/

আপনি আমার চেম্বারে দেখা কইরেন। অবশ্যই আসার সময় ভাবীকে সাথে নিয়ে আসবেন। এইসব ক্ষেত্রে স্ত্রীকে সাক্ষী হিসেবে রাখা হয়।

/:) /:)

৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ইমতিয়াজ ১৩ বলেছেন: মহান এক দায়িত্ব কাধে নিলেন আমাদের কান্ডারি অথর্ব। শুভ কামনা।



কিন্তু অবিবাহিত পাত্রীরা গেলু ক্যুনে ।।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


ইয়া মাবুদ আমারে তুমি সফলতার মুখ দেখাও।

বাই দ্যা ওয়ে সেম অনুভূতি আমারও। তবে অবিবাহিত পাত্রীরা যদি কুড়িতে বুড়ি হতে না চান তাহলে আমাকে দায়িত্ব দিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ উপযুক্ত পাত্রের সন্ধান দেয়ার চেষ্টা করব।

:P

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০২

ইমতিয়াজ ১৩ বলেছেন: ওহ ১২ তম ভাল লাগা আর প্রিয়তে।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


সব সময়ের জন্য কৃতজ্ঞতা জানবেন ভাইডি।

:) :) :)

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

ভুল্কিস বলেছেন: @ রসঃ এই পোষ্ট দিয়া আমাদের মতো ভালু মানুষদের হেয় করা হইচে!! নিজেদের বড় এতিম এতিম মনে হইতেছে :((

আমাদের হয়ে নতুন কান্ডারি প্রয়োজনঃ মনে রাখবেন- মাডার এক্টা করলেউ যা চার্টা কর্লেউ তাই B-))

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



কেউ আমার জন্য একটা ছোট খাটো দেইখা টেবিল ফ্যান আইনা দেন। আমি ঐটার সাথে ফাঁসি দিতে চাই। এই গীবন আর রাখপনা।

/:) /:)

৩৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৮

আরজু মুন জারিন বলেছেন: শীত এসে চলেও যাচ্ছে। কিন্তু আমার প্রাণ প্রিয় অবিবাহিত ব্লগার ভাইদের জীবন থেকে শীত কাল যেন কিছুতেই যেতে চাইছেনা। তারা অপেক্ষায় আছে কবে তাদের জীবনে বসন্তের নতুন ফুল ফুটবে। তাদের বুক ফাটে তো মুখ ফোটেনা। এই যখন পরিস্থিতি তখন ভাই হিসাবে আমাদের মতো বিবাহিতদের উপর কিছু দায়িত্ব এসে বর্তায়। :( :( :(

এ কি অবস্থা কান্ডারী ।সত্যিকারের বৈঠা আর ভাঙ্গা নৌকা নিয়ে শুভকর্মে রওয়ানা। এতসব সুন্দর মেয়েদের ছবি দিয়ে ভাইদের ভবিষ্যত তো আর ও অন্ধকার করে দিলেন তো।এইসব মেয়েদের সাথে তুলনা করে বিয়ের বাজারের সাধারন পাত্রীদের পছন্দ করবে? বিয়ে /স্ত্রী/সঙ্গিনী র জন্য এইধরনের গ্ল্যামারাস মেয়ের দরকার আছে? গ্ল্যামার চাকচিক্য আর কয়দিনের জন্য? আপনার উচিত ছিল বাংলাদেশের পেপারে পাত্র /পাত্রী চাই বিজ্ঞাপনে যেরকম বর্ননা থাকে সেরকম দেওয়া .গুনবতী,ধার্মিক বাবার একমাত্র মেয়ে, ধানমন্ডীতে বাড়ী আছে ...এই ধরনের পাত্রী রা ছেলেদের সুখী করতে পারে তাই না ? (ফান টকিং টেক ইট ইজি)

ভাল কথা আপনি ও কি পাত্রী খুঁজছেন? :(( :(( :((

ফান .অনেক মজার বিনোদন পোষ্ট । ধন্যবাদ।শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈশ !!! একদম আমার মনের কথাটা বলে দিছেন। মাঝে মাঝে এমনও বিজ্ঞাপন দেখা যায়।পাত্রী পরবাসী। পাত্র কিছু না করলেও হবে। পাত্রকে বিয়ে করেই পরবাসে নেয়া হবে। এইসব বিজ্ঞাপন দেখলে মনে হয় আহারে পাত্রটা বুঝি অকালেই পটল তুলল।

:( :( :(

জী আপা আমি আমার পুত্রের জন্য ভালো একটা পাত্রী খুজতেছি। উপযুক্ত পাত্রী এবং সম্ভ্রান্ত বেয়াইন পেলে অবশ্যই বিবেচনা করে দেখব।

:P :P :P

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু। :)

৩৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৩

আরজু মুন জারিন বলেছেন: B-) ;) :( :(( X( :| X(( :-/ ও কান্ডারী ঘটক দেখছি ।আহারে যদি ছেলে হতাম আর অবিবাহিত হতাম .।কি সুন্দর অপরচূনিটিস.।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈশ আমার সময় যদি এমন ঘটক থাকত তাহলে আমাকেও প্রেম করতে হতো না। :D :D

৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০২

রাতুল_শাহ বলেছেন: মজা পাইলাম

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


বিবাহের দাওয়াত রইল ভাই। সময় করে চলে আসবেন।

!:#P !:#P !:#P

৩৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১১

অপূর্ণ রায়হান বলেছেন: আরজু মুন জারিন বলেছেন: ভাল কথা আপনি ও কি পাত্রী খুঁজছেন? ( হিক হিক হিক কান্ডারি ;) )

ছিঃ! এই ছিল আপনার মনে! গোপন অভিসারে আমাদের নাম ভাঙাইয়া নিজের লুপ্ত সুপ্ত অভিলাষ চরিতার্থ করার এই হীন হেয় পরিকল্পনায় তেব্র নিন্দা! :)

জারিন আপু, সিজন ২ আসছে আপুনিদের জন্য B-) 8-|

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



পাত্রী খুজতেছি তয় আমার জন্য নয়।

উপযুক্ত পাত্রী এবং সম্ভ্রান্ত বেয়াইন পেলে আমার পুত্রকে বিবাহ দেয়ার কথা চিন্তা ভাবনা করে দেখব।

X( X( X(

ওয়েটান সিজন টু ইজ আপ কামিং প্রজেক্ট... :P

৪০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: ভাবছিলাম অবিবাহিতের মধ্যে মনে হয় আমরা অল্প কয়েকজন আছি। নিজেদের সংখ্যালঘু মনে হইত ;)
ঘটক কান্ডারি ভাই, পাত্রদের প্রোফাইলে বয়সটা উল্লেখ কইরা দিলে পাত্রীদের জন্যও সুবিধা হইত :P

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



নারে ভাই আমরা বিবাহিতরাই এইখানে সংখ্যালঘু। :( :( :(

দিয়েছি তো ভাইডি। ব্লগীয় বায়োডাটা পুরো তুলে ধরেছি। ব্লগারদের বিবাহের জন্য এরচেয়ে বড় যোগ্যতা আর কি হতে পারে। ব্লগারদের বিবাহ হবে ব্লগিং বায়োডাটা অনুসারে।

B-) B-) B-)

৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯

তাসজিদ বলেছেন: বাইচা গেছি। আমার নাম নাই। B:-/ B:-/ B:-/ B:-/

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



হে হে হে এইডা কিন্তুক মাত্র পরথম সিজন; পরথম এপিসড।

B:-/ B:-/ B:-/

৪২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০০

ইমরান হক সজীব বলেছেন: কিছু বলার নাই :(

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


:( :( :(

৪৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমার বিশেষ পিপাসা পেয়েছে। আগামীকাল খাওয়ালে বলেন আপনার এলাকায় আসি ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আজকে চলে আসেন। আমি একদম ফ্রি আছি সারাদিন। :)

৪৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪০

টুম্পা মনি বলেছেন: অপূর্ণের বাল্যবিবাহ হয়েছে আর ওনারা বুড়াকালেও একটা বিবাহ করতে পারলেন না। দুঃখজনক =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



B-)) B-)) B-)) =p~ :P

৪৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: @টুম্পা, আপনার হাতে ধরি, পায়ে পড়ি। কি চান বলেন। ইনবক্সে। ;) আমার ইজ্জতের মান সম্মানের লুঙ্গি টানিয়া এইভাবে হুইজ্জতি করেন ক্যা রে ! কাইন্দালাইচি! :(( :(( :(( :(( :-/


আর ওনারা বুড়াকালেও একটা বিবাহ করতে পারলেন না। দুঃখজনক খিক খিক খি ! =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অপূর্ণ ভ্রাতা আমিও কিন্তুক বাল্য কালেই বিবাহ কমপিলিট করিয়াছি।

:-B :-B

৪৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬

কিউপিড রিটার্নস বলেছেন: ইয়ে মানে, ডাক্তারদের জন্যে কোন ডাক্তারনী পাত্রী নাই? এই লাইনে লেখালেখি নতুন আমার, পড়ুয়া আগের আমি, কিন্তু কাণ্ডারি ভাই, ইয়ে মানে, লজ্জার কথা কেমনে কই?

এই শীত আর ভাল্লাগেনা, বিয়া করবার মুনে চায়! :) ;)

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আমাদের আসলে এই ট্রেন্ড থেকে বের হয়ে আসতে হবে। ডাক্তাররাই শুধু ডাক্তারনী পাত্রী কেন বিয়ে করবে। :P

আরে আমরা আমরাইতো কোন ব্যাপার না। আপনার জন্যেও পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। নু টেনশন এট অল। :D :D

৪৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

নেক্সাস বলেছেন: সেলিম ভাই দাওয়াত পাবোতো?

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সেলিম ভাইয়ের জন্য পাত্রীর সন্ধান পাইছেন নাকি নেক্সাস ভাই ?

:P

৪৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৮

লিরিকস বলেছেন: ওকে ওকে :)


০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ওকে ওকে ? ? :-* :-*

৪৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: একটা ট্রেইনের ইঞ্জিন যেদিকে যায় বগিও সেই দিকে যায় আমার কি দুষ /:)

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


স্কুবি কুবি ডু.... ইয়ার্কি ডু.... হু আর ইউ.... :#) :#) :#)

৫০| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৩

সুমন কর বলেছেন: যাক অামি বাইচ্যা গেছি :P

কান্ডারী ভাই, কবে থেকে ঘটকালি ধরলেন??

চমৎকার পোস্ট।
+

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


বাইচ্যা গেছেন মানে :-& :-& ভাবীর ফোন নাম্বারটা একটু দেন। ভাবীরে ফোন দিয়ে দেখি কেমন বাঁচা বাঁচলেন ? :D :D

৫১| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

আরজু মুন জারিন বলেছেন: আপনার ছেলের বিয়ে দিচ্ছেন সত্যি নাকি? আমি তো আপনাকে ভার্সিটিতে পড়ে এরকম ছেলে মনে করেছি।কানাডিয়ান পাত্রী ও খুঁজছিলাম। X(( X(( X(( আপনার মজার পোষ্টটিতে আবার ঢু দিলাম।

নুতুন বছরের শুভেচ্ছা কান্ডারী ভাই।ভাল থাকুন।

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


না আপু কি যে বলেন; আমার দুই ছেলে। :!> :#>


আবারও মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল আপু।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

৫২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭

তারছেড়া লিমন বলেছেন: এই পুষ্ট আমি ক্যাবা কইরি মিছাইলাম.............. সকল দাড়ি-কমা বিহীন ভাইদের প্রাণ ঢালা শুভেচ্ছা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.