নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

হ্যালোইন নাইটি

২৫ শে মে, ২০১৫ দুপুর ২:০০




শুনেছ, পৃথিবীতে নাকী রোদের সময় এখন ফুরিয়ে এসেছে !
পিরামিডের ভেতর জেগে থেকে সহস্রাব্দের রজনী কেটে গেছে;
মৃত্যুর শ্বাস নিয়ে বেঁচে থাকা ফসিলের গায়ের;
হ্যালোইন নাইটিটি তবু এখনও রঙিন।

মুঠো খুলে উঁকি দেয় তীব্র জোছনা,
তন্দ্রানীলা আর কত ঘুমাবে তুমি ?
মোম অথবা পাথরের মূর্তি কোনো;
দূর দ্বীপে প্রশান্ত মেহগনির বনে,
নাভির মতো শব্দহীন শ্বাস খুঁজে ফেরে।
আমার মন জুড়ে যে লজ্জাবতীরা জন্ম নিত,
তোমার আকাশ ঝরা শিশিরে সিক্ত হত,
হাসনাহেনার গন্ধে মাতাল তুমি বাতাসের ছন্দে হাঁসতে;
কতকাল দীঘির জলে সাঁতার কেটে পদ্ম ফোঁটাও না বলত?

তোমার বুননের এলোমেলো ভাঁজে;
সিঁদুরের দাগ এখনও লেপটে আছে,
হ্যালোইন নাইটি, অঘোরে ঘুমাও তুমি !
মাটি খেকো যন্ত্ররা আজও ওঁত পেতে আছে,
তোমার কুঠুরির সিঁধ পুনঃ পুনঃ কাটবে বলে।

ঘুমাও তুমি, ঘুমের মতো শান্তি আর কিছু নেই !

মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৫ দুপুর ২:১৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রত্যাবর্তন পোস্টে প্রথম ভাল লাগা।


ফিরে আসুক জাফরুল মবীন ভাই, অপূর্ণ রায়হান ভাই, লিরিকস সহ হারিয়ে যাওয়া সকলে।

২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ইমতিয়াজ ভাই এটা ঠিক প্রত্যাবর্তন করলাম কিনা জানিনা। তবে নিক যেহেতু একটা আছে, এটাকে সচল রাখার প্রয়োজনীয়তা অনুভব করলাম; তবে ব্যান করে দিলে ভিন্ন ইস্যু।

কেউ কেউ আছেন সামুকে কারওয়ান বাজারের মাছের বাজার মনে করে ব্লগিং করেন। এইসব মাছের আরৎদারদের ভীরে অনেকে স্বাভাবিক ভাবে নিঃশ্বাস নিতে না পেরে প্রস্থান করেন। সামুকে সবাই কম বেশি ভালোবাসে। তবে অতিরিক্ত ভালোবাসা মাঝে মাঝে পীড়াদায়ক হয়ে দাঁড়ায়। যেমন প্রচন্ড গরমে যদি কেউ তার বাচ্চাকে দিনে দশ-বারো বার গোসল দেয় তাহলে সর্দি-কাশি নিশ্চিত। যাই হোক কাউকেউ যেন এভাবে বার বার সামু থেকে প্রস্থান করতে না হয়। সবাই ফিরে আসুক।

২| ২৫ শে মে, ২০১৫ দুপুর ২:২৮

তাসজিদ বলেছেন: অনেক দিন পর নিজ গৃহে ফিরে এলাম। ফিরে এসেই পেলাম কান্ডারি ভাই আপনাকে।

ভাল আছেন ত।

২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম ! তাসজিদ ভাই আমিও ফিরলাম সামুতে। আপনাকে পেয়ে ভাল লাগছে খুব। ভাল আছি ভাই। আপনি কেমন আছেন ?

৩| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:০৪

জনাব মাহাবুব বলেছেন: কান্ডারী ভাইয়ের পুনঃ আগমন, শুভেচ্ছা স্বাগতম। :P

২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


আহা ! মাহাবুব ভাই মনে হচ্ছে বীনা ভোটে মেয়র নির্বাচিত হয়ে গেছি। :D

৪| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৪:১৮

ঢাকাবাসী বলেছেন: যাক এলেন তাহলে! থ্যাংকু। ও ভাল কথা কবিতাটা ভাল লেগেছে।

২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই এদিক দিয়েই যাচ্ছিলাম। মনে হলো চলে এলাম। এখন আবার কেউ দুষ্টামি করে অটো হিট চালিয়ে না দিলেই শান্তিতে থাকতে পারি। ;)

৫| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুটো দিন আগে আসলে জামাই যষ্টি পড়ত। কিছু বিশেষ খাতিরদারি করতে পারতাম। আপাতত একটি লাইকের মাধ্যমেই শুভেচ্ছা জানাইলাম।

২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


নারে ভাই ঘর জামাই হয়ে খাতিরদারি পাওয়ার যন্ত্রণা অনেক। বাজার সদাই করে দেয়া লাগে শশুর বাড়ির। তারচেয়ে নিজ বাড়িতে থেকেই ভাঙা থালায় ভাত খাওয়ার মধ্যেই পরিতৃপ্তি। নিজ বাড়িতে আসা যাওয়ার কোন সময়সীমা লাগেনা। নিজ বাড়ি মনে করেই ফিরে আসলাম। লাইক দিয়েছেন এখন বিছানা বালিশ দেন।

৬| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৮

সুমন কর বলেছেন: আপনি ফিরে এসেছেন-দেখে ভালো লাগল। !:#P কবিতা চমৎকার হয়েছে।

সামুকে সবাই কম বেশি ভালোবাসে। তবে অতিরিক্ত ভালোবাসা মাঝে মাঝে পীড়াদায়ক হয়ে দাঁড়ায়। যেমন প্রচন্ড গরমে যদি কেউ তার বাচ্চাকে দিনে দশ-বারো বার গোসল দেয় তাহলে সর্দি-কাশি নিশ্চিত। যাই হোক কাউকেউ যেন এভাবে বার বার সামু থেকে প্রস্থান করতে না হয়। সবাই ফিরে আসুক। - ভালো বলেছেন।

পোস্টে ৩য় লাইক।

২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল কথা বলব, ভাল কথা শুনব, ভাল কথা দেখব। এই প্রত্যাশায়...

কৃতজ্ঞতা সব সময়ের জন্য অটুট রইল।

৭| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

সাদা যাদুকর বলেছেন: কবিতার নামের মধ্যে যতটা হরর ভাব আছে, কবিতার মধ্যে ততটা নেই।

কবিতা ভালো হয়েছে। :)

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতার মধ্যে না থাকলেও নাইটির মধ্যে হরর ভাবটা আছে কিন্তু। :P

শুভেচ্ছা এই বৃষ্টি স্নাত সকালের।

৮| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

মুদ্‌দাকির বলেছেন:
আবারো দারুন কোন বিশ্লেষনের অপেক্ষায় থাকব

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ইনশাল্লাহ ভাই।

৯| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

বর্ষণ মাহি বলেছেন: সুন্দর।

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ বর্ষণ মাহি আপনাকে। :)

১০| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:০৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাইডি।

১১| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও!!! আমিতো পোস্ট দেখে প্রথমে কনফিউজড ছিলাম, ঠিক দেখছি তো? চোখ কচলে ভালো করে চেয়ে দেখি, আরে না তো, ঠিকই দেখছি, এ যে আমাদের কাণ্ডারি ভাই। অনেক অনেক ধন্যবাদ, আর এত্ত এত্ত ভালবাসা প্রত্যাবর্তনের জন্য। আর শোনেন একটা কথা, একটা গ্রামে বাজার, মন্দির, মসজিদ, বাগান, গোয়ালঘর সবই থাকবে। যার যার অবস্থান যেখানে সে সেখানে থাকে। আপনার অবস্থান সামুতে কোথায় তা নিশ্চয়ই নতুন করে আমাকে বা কাউকে বলে দিতে হবে না। আশা করি বুঝবেন কি বলতে চেয়েছি।

প্লিজ স্টে উইথ আস, বিকজ? উঁই লাভ ইউ টু মাচ। :)

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আই লাভ ইউ অল টু।

ভাই এই মন্তব্যের প্রতি উত্তর দেবার মত কোন ভাষা খুঁজে পাচ্ছিনা। আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন।

১২| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম কান্ডারী অনেকদিন পর আপনার লিখা পেয়ে ভাল লাগলো ।

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার কাছাকাছি থেকেও একদিনও দেখা হয়না। এইটা একটা কথা সেলিম ভাই ?

১৩| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:৪৫

জুন বলেছেন: 7 no valolaga । welcome kandari

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


জুন আপ্পি এখন শরীর কেমন আপনার ?

১৪| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: স্বাগতম কান্ডারী।। ফিরে এসেছেন দেখে খুশী।।ভাল ছিলেনতো??
রাগ বা অভিমান করে কিন্তু কেউ নিজের বাড়ি ছেয়ে যায় না,বড়জোর কারো সাথে মিশে একা থাকে।।ভুল হলো কি??

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


না ভুল হয়নি মোটেও। কেমন আছেন ভাই ?

১৫| ২৬ শে মে, ২০১৫ রাত ২:০৩

মাহমুদ০০৭ বলেছেন: প্রত্যাবর্তন পোস্টে স্বাগতম প্রিয় কাণ্ডারি ভাই । :)
ঘুমাও তুমি, ঘুমের মতো শান্তি আর কিছু নেই ! কাণ্ডারি ভাইকে ব্লগে আর ঘুমানো দেখতে চাইনা :)
অন্যরকম স্বাদের একটা কবিতা ।
ভাল লাগলো।
শুভকামনা ভাই ।

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


মাহমুদ ভাই এইত ঘুম থেকে জেগে উঠলাম মাত্র।

চায়ের দাওয়াত রইল চলে আসবেন।

১৬| ২৬ শে মে, ২০১৫ ভোর ৪:২৭

প্রবাসী পাঠক বলেছেন: ফিরে আসায় অনেক অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাইয়া। প্রিয়জন ছাড়া নিজের ঘরটাকেও অচেনা মনে হয়।

২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এইটা ঠিক বলছিস। প্রিয়জন ছাড়া আপন ঘরও পর মনে হয়।

১৭| ২৬ শে মে, ২০১৫ সকাল ৯:৫২

শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা ভালোলেগেছে। কারওয়ান বাজার মনে করে বলতে কি ক্যাচাল বুঝাইছেন? এ এক উপভোগ্য ব্যাপার কিন্তু যদি দর্শক হন। নিজের গায়ে লাগলে অন্যকথা।

++

২৬ শে মে, ২০১৫ সকাল ১০:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ আপনাকে। এই করেই করেই ব্লগগুলোর আজকে দুর্দশা।

১৮| ২৬ শে মে, ২০১৫ দুপুর ২:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতা পড়ে আর ছবিটা দেখে একটু ভয় লেগেছিল --- তবে সব মিলিয়ে কিন্তু অসাধারন

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপা।

১৯| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৩:০৭

অর্ধ চন্দ্র বলেছেন: খুবই ভালো লাগলো......

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ আপনাকে অর্ধ চন্দ্র ভাই।

২০| ২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:১৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
প্রবাসী পাঠক বলেছেন: ফিরে আসায় অনেক অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাইয়া। প্রিয়জন ছাড়া নিজের ঘরটাকেও অচেনা মনে হয়।

আবার হারিয়ে যাবেন না প্লিজ।

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ইচ্ছাত নেই তবে সবটাই নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপর।

২১| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৫:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: শুভো প্রত্যাবর্তন ভ্রাতা, অনেক শুভকামনা রইলো :) +++++

০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় ভ্রাতা আপনার জন্যও রইল অনেক শুভকামনা।

২২| ১০ ই জুন, ২০১৫ রাত ১০:৪৮

এহসান সাবির বলেছেন: স্বাগতম....!!

১২ ই জুন, ২০১৫ রাত ৩:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



কৃতজ্ঞতা ভাই।

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় ভালো লাগা! :)

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.