নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

রেসিপিঃ অরিও কিংবা ডরিও চকোলেট বিস্কুট ক্রাশার এবং সিট্রাস আইসড সুইট টি

২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০





চিলে কান নিয়ে গেছে, এখন চিলের পেছনে ছুটছে সবাই। মানুষের এই সহজাত প্রবৃত্তি যে কোন ক্ষেত্রেই প্রযোজ্য। ইংরেজরা আমাদেরকে চা খাওয়াতে শিখিয়ে গেছে; এখন আমরা চা খাই নেশার মতো। তবে এখন চায়ের সাথে চলছে কফির দৌড়। ব্যাঙের ছাতার মত চারদিকে শুধু কফি শপ আর কফি হাউস। এইসব কফির দোকানে ঠাণ্ডা কিংবা গরম কফির পাশাপাশি থাকছে বিভিন্ন রকম হিমশীতল শেক/ক্রাশার নামক পানীয়। এমনই জনপ্রিয় এক ক্রাশার হলো অরিও ক্রাশার। যেন অরিও ক্রাশার না থাকলে বা না খেলে কোন রকম স্ট্যাটাসই আর বজায় থাকেনা। আমি মাঝে মাঝে ফুটপাথের একটা স্ট্রীট কফি শপ থেকে কফি খাই। দোকানটাতে অবশ্য কোন ক্রাশার তৈরি করা হয়না। কফির পাশাপাশি দুই রকমের শেক এখানে পাওয়া যায়। স্ট্রবেরী শেক এবং অরিও শেক। অতএব বোঝাই যাচ্ছে অরিও শেক কতটা চাহিদাপূর্ণ পানীয়।

স্ট্রবেরী, ম্যাঙ্গো, বেনানা, আপেল আর লেমনের মতোই যেন অরিও গাছে ধরে। অরিও বিস্কুট আমেরিকার নাবিস্কো কোম্পানির একটি প্রোডাক্ট। যার এদেশের বাজার মূল্য ১৬০ টাকা। আর এই অরিও ক্রাশার প্রথম আনে কেএফসি। কেএফসির সাথে নাবিস্কোর ব্যবসায়িক চুক্তি আছে। যাতে তারা দুইয়েই লাভবান হচ্ছে। কিন্তু এই অরিও বিস্কুট যেভাবে বাজার দখল করে নিয়েছে তাতে করে কোন প্রকার ব্যবসায়িক চুক্তি ছাড়াই সামান্য ফুটপাথ কফি শপও নাবিস্কোকে করছে ব্যবসায়িক ভাবে লাভবান। তবে যাই হোক নাবিস্কো কিন্তু এইক্ষেত্রে ব্যবসায়িক ভাবে শতভাগ সফল।



সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাজারে অরিও বিস্কুটের অনুকরণে বের হয়েছে সস্তা মূল্যের ডরিও নামের এক বিস্কুট। যেহেতু ডরিও বিস্কুট দামে খুব সস্তা তাই এখন এই ডরিও বিস্কুট ব্যবহার করেই চালিয়ে দেয়া হচ্ছে অরিও ক্রাশার/শেক নামে। হায়রে ! অরিও বিস্কুট ধন্য করেছো এই জাতিরে, কেএফসির ক্রাশার খাইয়ে শীতল করছো কিন্তু শ্যাওলা জমছে বোধের দেয়ালে।

যাই হোক আজকের রেসিপি অরিও ক্রাশার। আসুন জেনে নেই এই মহা মূল্যবান অরিও ক্রাশার কীভাবে খুব সহজেই তৈরি করতে হয়। তবে আমি এখানে শুধুমাত্র উদাহরণ হিসেবে অরিও বিস্কুট এর কথা বলছি। যে কোন চকোলেট বিস্কুট দিয়েই চাইলে এই ক্রাশার/শেক তৈরি করা যাবে। কোন সমস্যা নেই। তবে রেসিপিতে দেয়া উপকরণের পরিমাণ নিজস্ব মিষ্টির চাহিদা এবং রুচি অনুযায়ী বদলে নিয়ে তৈরি করা যাবে সুস্বাদু চকোলেট বিস্কুট ক্রাশার/শেক। এখানে আমি দুইজনের পরিবেশনের জন্য উপযোগী প্রস্তুত প্রণালী দিয়ে দিচ্ছি। বাকিটা নিজের মতো করলেই চলবে।

উপকরণঃ

* ১/২ লিটার দুধ
* ১ কাপ চকোলেট পাউডার
* ৪/৫ টি চকোলেট বিস্কুট এবং আরও ২ টি অতিরিক্ত বিস্কুট উপরে ডেকোরেশন করে সৌন্দর্য বৃদ্ধির জন্য
* ২ টেবিল চামচ পরিমাণ চিনি
* ২ কাপ ভ্যানিলা আইস ক্রীম
* ৪/৫ টি বরফ কুঁচি (ক্রাশার না করে মিল্কশেক করতে চাইলে বরফ আলাদা রাখতে হবে। যদি ঘন না করে অতিমাত্রায় তরল করার প্রয়োজন হয় তবে বরফ কুঁচির সংখ্যা এবং দুধের পরিমাণ বাড়িয়েও নেয়া যাবে প্রয়োজন অনুযায়ী।)



প্রস্তুত প্রণালীঃ

>> প্রথমে সবগুলো চকোলেট বিস্কুট (যেমনঃ অরিও) ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে।

>> এবার বরফ কুঁচিগুলো কিছু দিয়ে ভেঙে গুঁড়ো করে নিতে হবে।

>> এবার ব্লেন্ডারে দুধ, চকোলেট পাউডার, গুঁড়াকৃত বিস্কুট এবং বরফ কুঁচি, চিনি ও ভ্যানিলা আইস ক্রীম সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

>> ২-৩ মিনিট ব্লেন্ড করার পর গ্লাসে ঢেলে ডেকোরেশনের জন্য মিশ্রণটির উপর দিয়ে কিছু বিস্কুটের গুঁড়া ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুমিষ্ট চকোলেট বিস্কুট ক্রাশার/শেক।

যদিও আমি ক্রাশার এবং শেকের মধ্যে তেমন কোন পার্থক্য খুঁজে পাইনি তবু চেষ্টা করে দেখতে পারেন ক্রাশার কিংবা শেক আর অরিও কিংবা ডরিও যাই নাম দেয়া হোক না কেন পানীয় হিসেবে কিন্তু একদম খারাপ না জিনিসটা।

সিট্রাস আইসড সুইট টি

সিট্রাস শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় লেবুবর্গ। আসুন রেসিপি থেকে জেনে নেয়া যাক কেন এর নাম সিট্রাস আইসড সুইট টি। রেসিপিতে দেয়া উপকরণের পরিমাণ নিজস্ব মিষ্টির চাহিদা এবং রুচি অনুযায়ী বদলে নিয়ে তৈরি করা যাবে সুস্বাদু সিট্রাস আইসড সুইট টি। এখানে আমি দুইজনের পরিবেশনের জন্য উপযোগী প্রস্তুত প্রণালী দিয়ে দিচ্ছি। বাকিটা নিজের মতো করলেই চলবে।



উপকরণঃ

* ২ টি লবঙ্গ
* ২ টি টি-ব্যাগ
* ১/২ কাপ পাইনাপেল (আনারসের রস) জুস
* ১/২ কাপ অরেঞ্জ (কমলার রস) জুস
* ১/৪ কাপ লেমন (লেবুর রস) জুস
* ২/৩ চামচ চিনি
* ৪/৫ টি বরফ কুঁচি

প্রস্তুত প্রণালীঃ

>> একটি পাত্রে ৩ কাপ পানির সাথে ২ টি-ব্যাগ পরিমাণ চা পাতা এবং লবঙ্গ নিয়ে নিভু নিভু আগুনে ১০ মিনিট ধরে ফুটাতে হবে।

>> তারপর গ্লাসে মিশ্রণটি ছেকে নিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে।

>> তারপর মিশ্রণটির সাথে পাইনাপেল জুস, অরেঞ্জ জুস, লেমন জুস এবং চিনি আর বরফ কুঁচি নিয়ে ভাল মতো মেশালেই তৈরি হয়ে যাবে চমৎকার সুস্বাদু সিট্রাস আইসড সুইট টি।

আসুন চা এবং ক্রাশারের এই হিমশীতল অনুভূতি নেয়ার ফাঁকে ব্লগার নাসরিন চৌধুরী রচিত বোধের দেয়ালে কতটা শ্যাওলা জমেছে কবিতাটি পড়ে আমাদের বোধকে কিছুটা সজীব করে তোলা যাক।



মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

গেম চেঞ্জার বলেছেন: প্রিয়তে রাখলেম। পিলাচও নেন (বিশ্বস্ত বিধায়)। তবে ভাল পোস্টগুলো সময় নিয়ে পড়ার একটা অভ্যাস, সো পড়া হয়নি।

(ইদানিং রেসিপি দেয়া শুরু করছেন। ঘটনা কি?)

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


এইটা আমার পরম সৌভাগ্য যে আমাকে বিশ্বস্ত মনে করছেন। এইজন্য কৃতজ্ঞতা এবং দায়িত্বশীল হওয়ার প্রত্যয় বাড়লো।

আমি আজকাল খুব ঘন ঘনই পোষ্ট দিয়ে ফেলছি। :|

রেসিপি দেয়ার অবশ্যই একটা মতলবতো আছেই। B-))

২| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বুঝলাম না ইদানিং রান্নার রেসিপি কেন দিচ্ছেন? ভাবী কি বাসায় নাই?

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভ্রাতা আপনার ভাবী আর কই যাবে এইটা হইলো তাকে খুশী করার ফলাফল। গিন্নী খুশী তো জীবনে শান্তি। পরম শান্তি।

/:)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

অগ্নি সারথি বলেছেন: ক্রাশার না শেক ক্লিয়ার করেন বস্তুডা।

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমার কাছেতো দুইটা একই রকম লাগে ভাইডি। :D

৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার রেসেপি। ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


মতিঝিলে কি আসবো চা খেতে ?

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

জুন বলেছেন: ভালোলাগলো পোষ্ট কান্ডারি।
+

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাবতেছি আপা আপনি যেমন ইবনে বতুতা তেমনই আমি হয়ে যাবো কোন বিখ্যাত কুক !!!

B-)

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭

রিকি বলেছেন: ভাই এই ক্রাশার টোস্ট বিস্কুট দিয়ে করা যাবে না !!!!! ;) ;) ;)

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বুঝলাম না ইদানিং রান্নার রেসিপি কেন দিচ্ছেন? ভাবী কি বাসায় নাই?

কা_ভা ভাই সহ আপামর জনসাধারণ ডাক ফেস :> করে জানতে চাই !!!!! B-)) B-)) B-))

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে ভাল কথা মনে করছেন টোস্ট বিস্কুটের একটা চমৎকার রেসিপি জানি।

উপকরণঃ

* ১/২ কেজি টোস্ট বিস্কুট
* চিনি প্রয়োজন অনুযায়ী
* ১ লিটার দুধ
* লবঙ্গ, এলাচ, দারুচিনি

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে একটি পাতিলে সবটুকু দুধ আর কিছু পানি মিশিয়ে চিনি লবঙ্গ, এলাচ আর দারুচিনি মিশিয়ে ফুটাতে হবে।
দুধ ফুটে আসলেই তারপর টোস্ট বিস্কুটগুলো দুধে ছেড়ে দিয়ে ১/২ মিনিট জ্বাল দিয়েই নামিয়ে ফেলতে হবে। তারপর বাইরে বেশ কিছুক্ষণ ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। দেখতে দেখতে বিস্কুটগুলো দুধ প্রায় টেনে নিবে। তারপর ফ্রিজে রেখে পরিবেশন করলে এর মতো মজার খাবার খুব কমই আছে। তবে খেয়াল রাখতে হবে যেন কোন বিস্কুট ভেঙে না যায়। আর অবশ্যই দুধের পরিমাণ এমন হওয়া চাই যেন বিস্কুট সব দুধ শুষে নেয়ার পরেও খাবারটা যেন কিছুটা তরল তরল থাকে।

ভাবী বাসাতেই আছে তাকে খুশী করার জন্য মাঝে মাঝে কুক সাজি। এতেও একরকমের আনন্দ আছে। রোমান্স কাজ করে।

:`>

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

আবু শাকিল বলেছেন: রেসিপি দেয়ার নামে ব্যবসায়িক ধান্ধা টা ভাল বোঝিয়ে দিলেন :)

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভ্রাতা সহজ কথা যায় না যে সহজে বলা। তবু আপনি বিষয়টা যে ধরতে পারছেন এইজন্য সালাম।

সামনে আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হওয়ার ইচ্ছা আছে। সঙ্গেই থাকুন। দয়া করে নেক্সট পাতায় ক্লীক করা থেকে বিরত থাকুন। ;)

৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
যেকোন ১টা বানানোর চেষ্টা করবো যদি উপকরনগুলা পাওয়া যায়।

বিজ্ঞাপন​! :-0

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভাই। চেষ্টা করে দেখতে পারেন।

বিজ্ঞাপনের যুগে বিজ্ঞাপন না দিলে ক্যামনে হয় বলেন :-< |-)

৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

আরণ্যক রাখাল বলেছেন: ব্লগের আপুরা রাগ করবে আপনি রেসিপি দিলে :)

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপুরা না দিলে আমার কি দুষ ?

:(

১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

সুমন কর বলেছেন: হাহাহা....চমৎকার রেসিপি..... ++

কেএফসির ক্রাশার খাইয়ে শীতল করছো কিন্তু শ্যাওলা জমছে বোধের দেয়ালে।

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


হা হা হা হা

হুম বাস্তবতা এমনই ভ্রাতা। +++

শুভকামনা ও কৃতজ্ঞতা নিরন্তর।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

আবু শাকিল বলেছেন: ভাই হরলিক্সের ক্রাশার পাওয়া যায় না??
নাকি হরলিক্সের নিজের ই ধান্ধা ভাল।কারও সাথে যুক্ত হওয়ার দরকার নাই :)
সালাম গ্রহণ করলাম।
এক্টু দেরি হলেও পোষ্টের সাথেই থাকব :)
ধন্যবাদ ভাইয়া।ভাল থাকার দোয়া রইল।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


দুধের সাথে হরলিক্স মেশান, দুধের শক্তি বাড়ান। B-)

সব সময় সাথে থাকার জন্য কৃতজ্ঞতা ভ্রাতা।

শুভেচ্ছা শতত।

১২| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: আপ্নে শুরু কর্ছেন্ডা কি ?

আমি এতই ফাঁকিবাজ রান্নাবান্নার বা এই টাইপের কাজে যে আমাকে দিলে খাইয়া টেস্ট কইরা বলতে পারি, বানাইতে জানি না। দেখি সুযোগ পাইলে আইসড টি আমাদের জন্য আর ক্রাশার আপনার ভাতিজারে খাওয়াবো।

ভাবীরে আরাম আয়েশ দেয়ার জন্য আপনি কুক হইতে যাইতেছেন, বুঝছি এইটা। এজন্য ধন্যবাদ। বউ কে রান্নার কাজে হেল্প করলে তারা অনেক খুশি হয়। আরো বেশি খুশি হয় কীসে জানেন ? রান্নার পর কিচেন এন্ড ডাইনিং টেবিলসহ ক্লিন করে দিলে। এটা কিন্তু ফান না , সিরিয়াসলি বললাম। আমি জরিপ করে দেখছি

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আর হয়ত বেশীদিন আপনাদের জ্বালাতন করতে পারবো না। কেউ মনে হয় চায়না আমি এইভাবে জ্বালাতন করি। যাই হোক তাদের জন্য অনেক অনেক শুভকামনা।

অবশ্যই খাওয়াবেন আপা। ভাল লাগবে নিশ্চিত।

হুম এইডা কি আর বাদ আছে ভাবছেন !!! :(

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার রেসিপি !:#P

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম ! আসলেই চমৎকার রেসিপি।

শুভেচ্ছা শতত।

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

তামান্না তাবাসসুম বলেছেন: আসলেই ওরিও ক্রাসার, কেক, মাউসি এগুলা দেখলে মনে হয় স্ট্রবেরী, ম্যাঙ্গো, বেনানা, আপেল আর লেমনের মতোই যেন অরিও গাছে ধরে।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


এটাই আমার মূল বক্তব্য পোষ্টের। এইজন্যই এমন পোষ্টের অবতারণা। রেসিপিতো এক বাহানা মাত্র।

বিষয়টা আপনি ধরতে পেরেছেন এইজন্য কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: রেসিপি চাইনা, সরাসরি খেতে চাই :D

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


একদিন বাসায় দাওয়াত রইলো। অবশ্যই করে খাওয়াবো। আপনি আসলে খুব খুশী হবো ভাই।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সুলতানা রহমান বলেছেন: ওহে ভাইয়া, ক্যান যে এত কঠিন কঠিন কথা লিখলেন? দরকার হইল খাবই না। তারপর ও এত কষ্ট করবো না।
ইয়ে, আপনি কি প্রেয়সী অথবা বউকে সন্তুষ্ট করতে চান?

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম চাই। :``>>

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

শতদ্রু একটি নদী... বলেছেন: নাহ, এইবার আমারো রেসিপি পোস দিতে ইচ্ছা করতেছে। দেখি কিছুদিন অপেক্ষা কইরা স্বপ্নে কোন রেসিপি পাই নাকি। এই যেমন সর্বরোগের কচুর হালুয়া, বাতের মহৌষধ চিরতার মিঠা সরবত, হাঁপানির চিকিসায় অলৌকিক তামাক, এইসব এইসব ;) ;)

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার আইডিয়া ভাই। দিয়ে ফেলেন কিংবা আমিও দিতে পারি এইসব রেসিপি নিয়ে পোষ্ট। এই বুদ্ধি যে কেন আরও আগে দিলেন না ভাই। ধুর !! ভাই কী যে করেন না। এখনও আমারে আপন ভাবতে শিখলেন না।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

নীলসাধু বলেছেন: চমৎকার। চা কফির প্রতি আমার নেশা রয়েছে। বানাতে হবে।
ধন্যবাদ - :D

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাইয়া আমার নেশা চরম মাত্রায়। তাইতো শিখি, নিজে বানাই আর আপনাদের সাথে শেয়ার করি।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: বাহ খাবারের রেসিপি তো ভালই জানেন দেখি।

আমি আবার রান্না বান্না নেট দেখে দেখেই করি, তাই এটাও করতে হবে আপনার রেসিপি মত।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সেম টু ইউ আপা। আমি হোলাম সৌখিন কুক নেট দেখে দেখে শিখে তারপর বাসায় প্রয়োগ করি।

এইক্ষেত্রে বাসার মানুষ হয় গিনিপিগ। :D

২০| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

ডানাভাঙ্গা চিল বলেছেন: ভ্রাতা আপনি এই রেসিপির জ্ঞান কোথা থেকে লাভ করেছেন ? কোন কোচিং সেন্টার কি চালু হয়েছে ঢাকা শহরে ? আমাকে কি সাইটের লিংক টা দেয়া যাবে যেখান থেকে আপনি শিখেছেন এই রেসিপি প্রণালী , আমিও তাহলে কয়েকটা রেসিপি পোষ্ট দিতাম ।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া কেমন আছেন ? যাই হোক বোঝাই যাচ্ছে আপনি খুব ভালই আছেন। আপনার ল্যাপটপের এফ ফাইভ বাটনটা কি এখনও ঠিক আগের মতোই কাজ করে খুব জানতে ইচ্ছা হয়। আমার মনে হয় ঠিক নাই। যাই হোক ঠিক না থাকলে ঠিক করিয়ে নেবেন আশা করি।

এখন একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি। এই ব্লগে আমারওতো আপনার মতো বয়স একেবারেই কম হয়নি। তাও আমিও আপনার মতোই অনেক কিছু বুঝি। আপনি যদি চান আমি আর ব্লগে না আসি সেটা ডায়রেক্ট বলে দিলেই পারেন কিংবা আমাকে সহ্য করতে পারেন না সেটাও মুখ ফুটে বলে দিলেই পারেন। আমি কথা দিলাম চলে যাবো চিরদিনের জন্য। এই ব্লগে আর কোনদিনও আমাকে দেখতে পাবেন না। তাতে করে যদি আপনি তুষ্ট হন তাতেই আমার খুশী। কাউকে হেয় করা খুব সহজ কিন্তু কারও রেস্পেক্ট পাওয়া এত সহজ নয়।

আমি কোন ব্লগারের জাতও না সেইটা আমি নিজে খুব ভালই জানি। তবু কি জানেন নিজের এই ব্লগিং অপারগতার মাঝেই ছাইপাশ লিখে কিছুটা লেখালেখির হাত সচল রাখা এর বেশী কিছু নয়। কেউ শুধু কমেন্ট করে মজা পায় কিন্তু কিছুই লেখেনা, কেউ আবার শুধুই লেখক হওয়ার জন্যই ব্লগিং করে, কেউ শুধুই টাইম পাস করে। আমি ভাই ব্লগিং করি এখানে কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে তাদের মাঝে আনন্দে থাকার জন্যই।

যাই হোক অনেক কথা বলে ফেললাম। কিছু মনে করবেন না।

আপনি যা জানতে চাইছেন যে এত রেসিপি জ্ঞান কোথায় পেলাম। মানে কোন লিংক থেকে চুরি করে দিয়েছি তাইতো। যেহেতু কফির প্রচলনটা আসলে এসেছেই পাশ্চাত্য থেকে তাই বাংলাদেশে যত কফি শপ দেখবেন সবাই সেই পাশ্চাত্য থেকেই লেটে, ক্যাফেচিনো, ব্ল্যাক কফি, ক্রাশার এইসব বানানো শিখেই দোকান চালাচ্ছে। নতুবা এইসব বাংলাদেশের কোন গবেষক তৈরি করেনি। আগামীকাল যদি আমি রেসিপি দেই থাই স্যূপ কি করে বানাতে হয় কিংবা রাশান সালাদ কি করে বানাতে হয় যা আমি হরহামেশাই ঘরে বানিয়ে খাই নিশ্চয় বলবেন এইটা কোথা থেকে চুরি করেছি। তার উত্তর হবে অবশ্যই থাই এবং রাশিয়ানদের রন্ধন প্রণালী থেকেই শিখেছি। নতুবা বাংলাদেশের কোন বাবুর্চি বলেন রাশান সালাদ বানাবে। তবে নান্না মিয়াঁর বিরিয়ানি হলে ভিন্ন কথা।

যাই হোক ভাই ভাল থাকুন সব সময় এই দোয়াই করি। শরীরের যত্ন নিবেন অবশ্যই।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

কিরমানী লিটন বলেছেন: যে রাঁধে- চুলও বাঁধে- এই তার নমুনা,শুভকামনা প্রিয় কাণ্ডারি ...

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



কিন্তু ভ্রাতা আমার মাথায় যে পরিমাণ চুল আছে তাতো কোন ভাবেই বাঁধা যাবেনা।

:D

২২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: শুধু চা-কফি দিয়ে কি ভাবীকে খুশী করা যাবে?? মসলাবাটা,মাছকাটাও শিখুন :`>

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


মাছতো বাজার থেকে কাটিয়েই আনি আর মশলা ভাই এখন রেডিমেট পাওয়া যায় এইদিক থেকে আরামেই থাকা যায়।

বউ খুশ তো দুনিয়া খুশ।

B-)

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

রিকি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: নাহ, এইবার আমারো রেসিপি পোস দিতে ইচ্ছা করতেছে। দেখি কিছুদিন অপেক্ষা কইরা স্বপ্নে কোন রেসিপি পাই নাকি। এই যেমন সর্বরোগের কচুর হালুয়া, বাতের মহৌষধ চিরতার মিঠা সরবত, হাঁপানির চিকিসায় অলৌকিক তামাক, এইসব এইসব


সর্বরোগের কচুর হালুয়া :-&
বাতের মহৌষধ চিরতার মিঠা সরবত :-P
হাঁপানির চিকিসায় অলৌকিক তামাক /:)

আপনি তো দেখি আপামর জনগণকে জোম্বি বানানোর প্ল্যান ফাঁদছেন !!!!! :||

@ কাণ্ডারি ভাই: টোস্ট খাইনা যদিও, তারপরেও আপনার রেসিপি অনেক ভালো লেগেছে ভাইয়া। একদিন ট্রাই করে দেখবনি। B-)

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


শতদ্রু ভাই যখন বলেছেন তখন ভাল হবে নিশ্চয়। :)

টোস্টের যে রেসিপিটা বললাম এইটা আমার খুব প্রিয় একটা খাবার। খেয়ে দেখতে পারেন ভাল লাগবে।

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১

অপর্ণা মম্ময় বলেছেন: সুপ্রভাত।
আপনি দেখি আগের মতই অভিমানী আছেন!
আমি আর মজা করে আপনাকে কিছু বলবো না।
ভালো থাকবেন।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপা আপনার মন্তব্যের জন্য কিছু বলি নাই। আপনি ছাড়াও এই পোষ্টে আরও অনেকেই মন্তব্য করেছেন। একটু চোখ বুলিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন কেন আমি আপনাকে কথাটি বলেছি। আসলে মনের দুঃখের কথা কাউকে বলার পাচ্ছিলাম না তাই আপনাকে বলেছি। অন্য কিছুই নয়। নইলে আপনার সাথে খুনসুটি করতে মগাই লাগে ব্যাপক।

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

নেক্সাস বলেছেন: আপনি একজন ভাল সেফ । আল্লাহ আপনার হাতে জোস দিক। বলেন আমিন

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিন।

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কফি নিয়া একটা পর্ব দিতে পারেন ভাই ।

অনেকধরণের কফি আজকাল আমাগো দেশের কফি হাউজে বিক্রি হয় !

এই ব্যাপারটা অদ্ভুত লাগে যে আমরা চা বাদ দিয়া কফির দিকে যাইতেছি । ! ! ! !

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আসল ঘটনা কিন্তু ভিন্ন। চা বিক্রি হয় টং দোকানে। আর টং দোকানে কপোত-কপোতিরা বসতে পারেনা। তারচেয়ে কফি শপ এই বসাবসির সুযোগটা বেশ ভাল ভাবেই করে দেয়। দেখা যায় মোটামুটি ১০০-১৫০ টাকা খরচ করলেই দুইজনে দুই গ্লাস কফি নিয়ে ঘন্টা পার করে দিতে পারে।

আমার ইচ্ছা আছে সিরিজটা কন্টিনিউ করা। তবে আগামী পর্বগুলো আশা করবো জাকজমক পূর্ণ করতে।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫১

বৃতি বলেছেন: দুটোই দেখতে খুব ইয়াম হয়েছে। দু'একদিনের মধ্যে আইসড সুইট টি টা ট্রাই করব কান্ডারী ভাই :)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ট্রাই করে স্বাদটা জানাবেন কিন্তু অবশ্যই।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: না না না, আইডিয়া মাইরা দেয়া যাবে না। অবশ্য রাতারাতি আপনি যদি স্বপ্নে কিছু লৌকিক রেসিপি প্পাইয়া যান নামাইয়া দিয়েন। স্বপ্নের কথা নাকি খুব বেশি সময় মনে থাকে না। এদের ধইরা রাখা দরকার ;)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


স্বপ্নে মানুষ তাবিজ পায় আমি পামু রেসিপি। ব্যাপারটা ভাবতেই চরম লাগতেছে। ভাই সালাম নেন। আপনি হইলেন রেসিপি পীর আর আমি হইলাম আপনার রেসিপি মুরীদ।

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ওয়াও! দেখেই তো বানাইতে থুরি খাইতে ইচ্ছা করছে। দেখি হোম মিনিস্ট্রি (আমার মা জননী)রে বইলে। :D

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


এইটা খুব ভাল নিজে না করে চাচীকে দিয়ে করাবেন। আপনি করলে ভাল হইতে নাও পারে কিন্তু চাচী করলে নিশ্চয় সুস্বাদু হবে।

:)

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চাচী নহে ভ্রাতা, আপনার বোনতুতো সম্পর্কে আমার মা আপনার খালা হইবে। :)

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

হে হে হে :P

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: ভাই। দাওয়াত দেন ! :P

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ইনভাইটেশন কার্ড ছাপাতে দিছি। অপেক্ষা করেন ভ্রাতা।

:)

৩২| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সিরিয়াস টপিক ছেড়ে রেসিপি নিয়ে পোস্ট দিচ্ছেন, ঘটনা তো একটা কিছু আছেই। কিন্তু কি? জাতি সেটা জানতে চায়। ভাবছি অতি শীঘ্রই আমিও একটা রেসিপি পোস্ট করব। ;)

রেসিপি ভাল হয় নাই, পচা, পচা, পচা। :-P

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


জাতি যদি এখনও না বোঝে তাইলে কেমনে হবে সুপ্রিয় ভাইডি আমার। :(
অতি শীঘ্রই সিরিয়াস পোষ্ট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ !

জলদি পোস্টান। :)

থেঙ্কুস থেঙ্কুস থেঙ্কুস !:#P

৩৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাবীর রেসিপি নিজের বলে চালিয়ে দিচ্ছেন ? :P

যেন অরিও ক্রাশার না থাকলে বা না খেলে কোন রকম স্ট্যাটাসই আর বজায় থাকেনা।

আমি শেষ !!! আমি নামটাই প্রথম শুনলাম ! :P

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


লিটন ভাই এইভাবে তথ্য ফাঁস করে দেয়া কি ঠিক বলেন ?

আপনার জীবন এখন ষোল আনাই বৃথা। ;)

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১

দীপংকর চন্দ বলেছেন: দোকানে ডরিও বিস্কুট দেখে আমি তো চমকে উঠেছিলাম প্রথমে!!

যাই হোক, শুভকামনা থাকছে। অনেক।



২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


হা হা হা ডরিও বিস্কুট বলে কথা। :D

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর ভাই।

৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা এরকম রেসিপি শুধু না দিয়ে বানিয়ে খাওয়ালে আপিসমাজ আর ভাবীসমাজ কত্ত খুশি হত তাই ভাবছি......

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


কবে, কখন ও কোথায় বানিয়ে খাওয়াতে হবে শুধু তাই বলেন দেখি ?

:P

৩৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

রক্তিম দিগন্ত বলেছেন: কী কমু বুঝতেছিনা।

রেসিপি ভাল হইছে না খারাপ সেইটা তো পরের কথা...

রেসিপি দেওয়ার রহস্যই বুঝতেছিনা... ভাই, রহস্য বুঝতে বুঝতে ক্রাশার শেক টি যেইটাই পারেন খাওয়াইতে থাকেন... B-)

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


দিলামতো বস এখন খাইতে থাকেন। :)

৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১১

এহসান সাবির বলেছেন: সিট্রাস আইসড সুইট টি বানাতে হবে মনে হচ্ছে.....

শুভ কামনা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



খাওয়ার পর প্রতিক্রিয়া জানাবেন অবশ্যই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.