নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩





বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের,
গন্তব্য অসীমের পথে;
জানা নেই ঠিক কতটা সময়ের পর আবারও ফেরা হবে ?
কিংবা আদৌ হবে কিনা ফেরা ?
টুথপেস্ট, টুথব্রাশ, গামছা, লুঙ্গি, ট-শার্ট,
ল্যাপটপ আর মোবাইলটা সাথে নেয়ার কি কোন প্রয়োজন আছে ?
থাকনা নাহয় !
এ ভ্রমণ হোক তবে চতুষ্পদ প্রাণীদের মতো;
ওদেরতো কখনওই কোন বাহারী পোশাকের প্রয়োজন বোধ হয় না !
বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের।
ভুল বানানে ভরা কবিতার যত ভুল ত্রুটি,
চাইলেই কী আর দুহাতে ছিঁড়ে ফেলা যায় ?
চন্দ্রবালিকার গর্ভে ভ্রূণের বিলাপ শুনি,
কাজল আলোয় অলস প্রেতের ঘুম ভাঙে আদিম নীড়ে;
উপরে তাঁর ধূলো মাখা ঘাসের নিঃশব্দ নৃত্যকারিগর।
বাইরে দাঁড়িয়ে বিধবার ঘোমটা টেনে অহর্নিশ রাত্রি জাগে,
যেতে হবে এখনি;
বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের,
ভাল থেকো তোমরা যত অশ্রুর সম্ভাষণ।




মন্তব্য ১১৫ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

লেখোয়াড়. বলেছেন:
অসাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ সুপ্রিয় লেখোয়াড় ভাই।

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

কাজী মেহেদী হাসান। বলেছেন: এ ভ্রমণ হোক তবে চতুষ্পদ প্রাণীদের মতো;

ভাল থেকো তোমরা যত অশ্রুর সম্ভাষণ।

খুব বেশি ভালো লাগলো লাইন দুটো, দারুন

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



উৎসাহিত হোলাম খুব।
ধন্যবাদ আপনাকে ভ্রাতা।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

লিও কোড়াইয়া বলেছেন: কোথায় যাবেন ভ্রাতা?

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভ্রাতা ভিসা হয়ে গেছে, টিকেট কাটাও শেষ; শুধু পাসপোর্ট করা বাকি আছে। ;)

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

আজমান আন্দালিব বলেছেন: বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের,
ভাল থেকো তোমরা যত অশ্রুর সম্ভাষণ....

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


এ ভ্রমণ হোক তবে চতুষ্পদ প্রাণীদের মতো...

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের//


প্রস্থানের সময়গলো এরকমই।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



সেটাই অনুভব করার একটা ক্ষুদ্র প্রয়াস ...

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭

মাকড়সাঁ বলেছেন: ভালো লাগলো

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভ্রাতা।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন লাগছিলো পড়তে। ভাল্লাগছে। ++

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনি যখন প্লাস দিছেন তখন ঠিকই আছে মনে হয়। :)

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যাওয়া আসাতো নিত্যতা
নিত্যই কতজনায় আসছে কত জনায় চলে যাচ্ছে
অলখে
চোখ মেলে দেখছি ক'জনা
একনো কেন জীবনের মোহ
চলে যাওয়া তো আসার শর্তই;)
বরং চক্রে না ফেরার আকুলতাই বেশি কাংখিত ণয় কি?

+++

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সেটা ঠিক তবে কিছুই কি নেই যাদের প্রতি বিশেষ একটা টান কাজ করে ?

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

রিকি বলেছেন: বরাবরের মত বড়ই সৌন্দর্য কাণ্ডারি ভাই ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


রিকি ভ্রাতা এতো পুরো রেলগাড়ি ঝম ঝম... :D

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

গেম চেঞ্জার বলেছেন: বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের।
ভুল বানানে ভরা কবিতার যত ভুল ত্রুটি,
চাইলেই কী আর দুহাতে ছিঁড়ে ফেলা যায় ?
চন্দ্রবালিকার গর্ভে ভ্রূণের বিলাপ শুনি,
কাজল আলোয় অলস প্রেতের ঘুম ভাঙে আদিম নীড়ে;
উপরে তাঁর ধূলো মাখা ঘাসের নিঃশব্দ নৃত্যকারিগর।
বাইরে দাঁড়িয়ে বিধবার ঘোমটা টেনে অহর্নিশ রাত্রি জাগে,
যেতে হবে এখনি;


যাইয়েন না ভাউ,
গেলে আমাগো কি হইবেক?? ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আহারে ! ব্যাপক দুঃখের ইমো হইবেক !!!!

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: একা যাইয়েন না....সাথে নিয়া লন... ;)

কবিতা সুন্দর হয়েছে। প্লাস।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


কহনওতো লগে কেউ যায় না।

:(

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

রক্তিম দিগন্ত বলেছেন: বাহ! চমৎকার! পড়তে পড়তে মোহের ভিতর ছিলাম একধরনের। +++

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


মোহ কেটে গেলেই দুনিয়া আন্ধার !

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: চমৎকার লাগল কাব্য কথামালা। ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভ্রাতা।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

কথাকথিকেথিকথন বলেছেন: শুধু কবিতায় ছেড়ে যাওয়া হইলে ঠিক আছে । ব্লগ ছেড়ে আবার চলে যাইয়েন না !!!!
কবিতা ভাল লেগেছে ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



হুম ভাবতেছি ব্লগ ছাড়ায় একটা বিশ্ব রেকর্ড করলে কিমুন হয়। B-)

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

নীলসাধু বলেছেন: বাহ! চমৎকার!
খুব ভালো লাগলো। শুভেচ্ছা রইল।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ সুপ্রিয় নীল দা।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

আবু শাকিল বলেছেন: কবিতায় যেন আমার নিজের গোপন বলা হয়েছে।
কবিতায় অনেক ভাল লাগা জানিয়ে গেলাম।
শুভ রাত্রি

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


তোরও কি ভিসা আর টিকেট কনফার্ম নাকি ? তাইলে শীঘ্রই পাসপোর্ট করিয়ে ফেল। :)

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

মুদ্‌দাকির বলেছেন: কেন যে বুঝি না!! সবাইতো বুঝে!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


এইটা আমিও বুঝিনা ভ্রাতা।
:|

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

সুপান্থ সুরাহী বলেছেন: চন্দ্রবালিকার গর্ভে ভ্রূণের বিলাপ শুনি,
কাজল আলোয় অলস প্রেতের ঘুম ভাঙে আদিম নীড়ে;


অদ্ভূত সুন্দর। ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ভাই।
খুব অনুপ্রাণিত হোলাম।
কৃতজ্ঞতা জানবেন।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৪

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ লিখেছেন। বিমোহিত হলাম আপনার লেখা পড়ে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা জানবেন।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের

প্রস্থানের সময় বলে কয়ে আসেনা।

ভাল লেগেছে কবিতার কথাগুলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


বলে কয়ে এলে কিছু অসমাপ্ত কাজ করে নেয়া যেতো !

:(

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

তামান্না তাবাসসুম বলেছেন: বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের।
ভুল বানানে ভরা কবিতার যত ভুল ত্রুটি,
চাইলেই কী আর দুহাতে ছিঁড়ে ফেলা যায় ?
চন্দ্রবালিকার গর্ভে ভ্রূণের বিলাপ শুনি,
কাজল আলোয় অলস প্রেতের ঘুম ভাঙে আদিম নীড়ে;
উপরে তাঁর ধূলো মাখা ঘাসের নিঃশব্দ নৃত্যকারিগর।
বাইরে দাঁড়িয়ে বিধবার ঘোমটা টেনে অহর্নিশ রাত্রি জাগে,
যেতে হবে এখনি;
বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের,
ভাল থেকো তোমরা যত অশ্রুর সম্ভাষণ।

ব্রাভো! চমৎকার শব্দচয়ন। লেখা লেখিতে অনেক দূর এগিয়ে যান। শুভকামনা।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


হা হা হা খুব বেশি দূর এগিয়ে যাওয়া কি আদৌ হবে ?

:|

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

তামান্না তাবাসসুম বলেছেন: হবে না কেন?!!! অবশ্যই হবে। :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


উম ! আমার মনে হয় না।

:)

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২

তামান্না তাবাসসুম বলেছেন: এত ভাল লিখে যদি কেউ এমন কথা বলে তাইলে আর কি বলবো :(
হতাশাগ্রস্থ কবি :p

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ধুর বাদ দেনতো ! অন্য কিছু বলেন দেখি।

:)

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৭

সোহানী বলেছেন: ওরে বাপ্.... আমার ব্রেনে মনে হয় সর্টসার্কিট হয়েগেছে........ কবিতা বুঝতেই সব জট পাকিয়ে যাচ্ছে। ভাইরে একটু সহজ ভাষায় কি কবিতা লেখা যায় না !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


সর্টসার্কিটের কারণে কি কোন কাক মারা গেছে ? ;)

ওকে আপা আজ থেকে সহজ সরল কবিতা লিখব।

ওখানে কাকের বাসা,
সেখানে এক কোকিল বাস করে,
কাক ডাকে কা কা,
কোকিল বলে দূরে যা।
B-)

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল লাগল কবিতা । কবিতার মাঝে অনেক কিছু ছুয়ে ছুঁয়ে গেলেন । ভাল থাকুন সব সময় ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভ সকাল।

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২১

রিকি বলেছেন: রিকি ভ্রাতা এতো পুরো রেলগাড়ি ঝম ঝম..

হ্যা ভাইয়া সাথে পা পিছলে আলুর দমও !!! ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


পা পিছলে আলুর দম কেমনে হয় এইটা আমার মাথায় খেলে না। পা পিছলে বকের ঠ্যাং হইতে পারে।
;)

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

মোস্তফা কামাল পলাশ বলেছেন: কান্ডারি ভাই কোবতে লিখবেন ছন্দের যাদুকর সত্যেনদ্রনাথ দত্তের মতো নইলে সুকান্তের মতো। তা না কি ছাইপাস আধুনিক কবিতা লিখেন। তয় কোবতে খানা বালাই হয়েছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


পলাশ ভাই তাও ভাগ্য ভাল যে বলেন নাই একটা রবীন্দ্র সংগীত লিখতে ! তাইলে কী করতাম ভেবেই মাথা ঘুরাইতেছে।

মন্তব্যে অনেক ভাল লাগা রইলো ভাই।
শুভকামনা সব সময়ের জন্য।

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১

অগ্নি সারথি বলেছেন: চির প্রস্থানের কবিতা কি এটি?

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


হ্যাঁ ভাই একদম চির প্রস্থান।

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

জুন বলেছেন: বিদায়ের কবিতায় ভালোলাগা রইলো কান্ডারি ।
+

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


জুন আপু এইরকম বিদায়তে টাটা বাই বাই বলা লাগে কিনা ভাবতেছি !

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

দিগন্ত জর্জ বলেছেন: অসাধারণ কবিতা। বিদায়ের সময়গুলো অবেলারই হয়। শুভ কামনা আপনার জন্য।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ ভ্রাতা। কিছু বিদায় ভাই বুইড়া বেলাতেও। অনেক সময় ভ্রুণ অবস্থাতেও বিদায় নিতে হয় এমন বিদায় অবেলার বিদায়।

৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

পার্থ তালুকদার বলেছেন: বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের---------- চমৎকার ।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইডি চলেতো যেতেই হবে দুইদিন আগে আর পরে। :(

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

সুলতানা রহমান বলেছেন: চলে যাওয়ার সময় টা সবসময় অবেলা মনে হয়। কারণ আমরা যে যেতে চাই না।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


কেউ কেউ আবারও নির্ধারিত সময়ের আগেই যেতে চায়। কেউ আবার কখনওই যেতে চায়না; তারা চায় চির অবস্থান।

৩৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

সুমন অনিরুদ্ধ বলেছেন: দারুণ।
পছন্দ হয়েছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
শুভ দুপূর।

৩৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

দীপান্বিতা বলেছেন: :)

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



:) :)

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

রোকসানা লেইস বলেছেন: অনারম্বর ভ্রমন বেশ লাগল

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


একটা সময় সকল জাকজমকপূর্ণতা ছেড়ে এই অনারম্বর ভ্রমণটাই মূখ্য হয়ে পড়ে।

কৃতজ্ঞতা ও শুভকামনা নিরন্তর আপা।

৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

নেক্সাস বলেছেন: এ ভ্রমণ হোক তবে চতুষ্পদ প্রাণীদের মতো;


চমৎকার

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় বন্ধু।
শুভ দুপূর।

৩৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো---

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভ্রাতা।
ভাল থাকুন সব সময়।

৩৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

রুদ্র জাহেদ বলেছেন: বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের,

প্রতিনিয়তই আসে বোধহয়!কবিতা দারুণ লেগেছে
+++

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা।
শুভ দুপূর।

৩৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: দুর্দান্ত

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।

৪০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

মায়াবী রূপকথা বলেছেন: দারুন কবিতা

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ আপনাকে মায়াবী রূপকথা।
শুভকামনা ও কৃতজ্ঞতা।

৪১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

বিদ্রোহী সিপাহী বলেছেন: তবু যেতে দিতে হয়...

বাসযোগ্য করে যান এই পৃথিবী যেন ঘোমটা টেনে বিধবাদের রাত্রি জাগতে না হয়

ভালো লাগা রইল ভাই...

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


বিদ্রোহী সিপাহী আপনার কবিতার সেন্স অনেক ভাল ভ্রাতা।
শুভকামনা রইলো ভ্রাতা।

আমার সাধ্যে নেই নতুবা অবেলায় কেন প্রস্থান হবে বলেন। তবে ঐযে ফিরে আসার কিছুটা প্রত্যয় আছে তাই একেবারে নিরাশাবাদীও নই।

৪২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

বিদ্রোহী সিপাহী বলেছেন: নৈরাশ্যবাদীদের সাথে আমি নাই...
ভাল থাকবেন ভাই

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভ্রাতা এইটা খুব ভাল সিদ্ধ্যান্ত।
তবে আমি কিন্তু নৈরাশ্যবাদীদের অন্তর্ভুক্ত নই।
শুভকামনা ভ্রাতা।

৪৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

সাহসী সন্তান বলেছেন: একটু দেরিতে হলেও আপনার লেখা চমৎকার কবিতায় ভাল লাগাটা জানিয়ে গেলাম! সেই সাথে পোস্টে প্লাস!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভ্রাতা।
কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা শতত।

৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিছু কিছু লাইন খুব ভালো লাগছে

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

দর্পণ বলেছেন: প্রস্থান কেনো ভাই?

০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রস্থান একটি চিরন্তন সত্য। এড়াবার কোন উপায় নেই।

৪৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সব সময়।

৪৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি পড়ছিলাম আর ভাবছিলাম যে শরীর আর মনের বয়স যথেষ্ট হয়েছে, বেলা সত্যিই গড়িয়ে গিয়েছে, ওপারে যাওয়ার জন্য তৈরি হতে হবে ---- সময় সত্যিই দ্রুত গড়িয়ে যায় ------
অসম্ভব সুন্দর কবিতা লিখেছেন
অসাধারণ একেই বলে -------

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার আন্তরিক উৎসাহ সব সময় আমাকে প্রেরণা দেয় আপা।
কৃতজ্ঞতা চিরদিনের।

৪৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

উইশবার্ড বলেছেন: ভাল লিখেছেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ উইশবার্ড আপনাকে।
ভাল থাকুন সব সময়।

৪৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: একটু কঠিন কঠিন শব্দের হলেও বেশ ভালো লেগেছে কবিতা! শেষের লাইন দুটো বেশ!

১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ।
শুভ সকাল।

৫০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

নিমগ্ন বলেছেন: বাহঃ শব্দের কারিকুরি জাদু। চমৎকার!! :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ নিমগ্ন ভাই।
অশেষ কৃতজ্ঞতা জানবেন।
শুভ দুপূর।

৫১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

আলোরিকা বলেছেন: তবুও তো পেঁচা জাগে;
গলিত স্থবির ব্যাংগ আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
আরেকটি প্রভাতের ইশারায় -অনুমেয় উষ্ণ অনুরাগে ।

প্রিয় এ পৃথিবী ছেড়ে চির প্রস্থানের সময় , আমারতো সবসময় বড় অবেলাই মনে হবে !

কবিতায় +++ ভাল থাকুন সব সময় , শুভ কামনা :)

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই ঘুম চেয়েছিলো বুঝি !
রক্তফেনামাখা মুখে মড়কের ইঁদুরের মতো ঘাড় গুঁজি
আঁধার ঘুজির বুকে ঘুমায় এবার;
কোনোদিন জাগিবে না আর।

৫২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

তুষার কাব্য বলেছেন: বাহ! চমৎকার!

খুব ভাললাগা কবিতায় ।

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভাই।
শুভ সকাল।

৫৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

গেম চেঞ্জার বলেছেন: কি ভাই, প্রস্থান কইরা ফালাইলেন নাকি? :P

পাইতেছি না। কই আপনে?

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



এইযে আমি ;)

৫৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার কবিতায় মুগ্ধ পাঠ। +++

ভ্রাতা কি আবার ডুব দিচ্ছেন নাকি? :-*

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দেখি ভ্রাতা ভীন কোন গ্রহে যাওয়ার খুব ইচ্ছা আছে।
:(

৫৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২১

কিরমানী লিটন বলেছেন: শব্দ চয়ন, বাক্য বিন্যাসে মাটির গন্ধ লেপটে আছে,কবিতায় সৈয়দ সামছুল হকের স্বাদ পেলাম,অভিবাদন প্রিয় কান্ডারি , অগুন্তি ভালোবাসায় অনেক শুভকামনা নিরন্তর...

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা লিটন ভাই।
শুভেচ্ছা শতত।

৫৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১১

প্রবাসী পাঠক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:



বিজয় দিবসের শুভেচ্ছা ভ্রাতা।

৫৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ ভালো লাগা।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগা সযত্নে রেখে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.