নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

ফান্টুশ

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২





সামহোয়্যার ইন ব্লগের অফিসে এসেছি। এইটাকে ঠিক অফিস বলবো না চিলেকোঠা বলবো বুঝতে পারছিনা। তবে বেশ ছিমছাম পরিবেশ। সবকিছু খুব সাদামাটা ভাবে গোছানো, পরিষ্কার। মালিকের রুচি বোধের প্রশংসা করতেই হয়। একপাশের দেয়াল পুরোটা কাঁচের। সেই কাঁচের দেয়াল দিয়ে পুরো ছাদটা দেখা যাচ্ছে। ছাদের পুরোটা জুড়েই বাগান। বাইরের আকাশটাকে দেখাচ্ছে অদ্ভুত সুন্দর। এমন একটি অফিসে চাকরী করতে পারার মাঝেও আনন্দ রয়েছে। জানিনা চাকরীটা পাবো কিনা। তবে এখানে চাকরী পাওয়ার জন্য যত প্রকার লবিং করার দরকার; প্রয়োজনে তাই করতে হবে।

দরজার পাশেই একটা ডেস্ক। খুব সম্ভবত এটাই এই অফিসের রিসিপশন। রিসিপশন ডেস্কে একটি মেয়ে বসে আছে। চোখে কালো রঙের সানগ্লাস পরে সামনে রাখা ল্যাপটপে গভীর মনোযোগ নিয়ে তাকিয়ে আছে। সানগ্লাসের কারণে বোঝা যাচ্ছেনা যে আসলে তাকিয়ে আছে না ঘুমিয়ে আছে। অফিসে রিসিপশন ডেস্কের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় চোখে সানগ্লাস পরে থাকাটা বিস্ময়কর। মালিক দেখলে নিশ্চিত চাকরী থেকে বহিষ্কার করে দেবে।

এক্সকিউজ মি !

জী, বলুন। আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ?

জী, আমি এসেছি চাকরীর ইন্টারভিউ দেয়ার জন্য।

আপনার নাম ?

জী, আমি কান্ডারি অথর্ব।

ওহ ! আচ্ছা আপনিই কান্ডারি অথর্ব।

(এই কথা শোনার পর নিজেকে বেশ সেলিব্রেটি সেলিব্রেটি বলে মনে হতে লাগলো।)

বসুন। তারপর বলুন কেমন আছেন ?

ভাল আছি।

আপনার সিভি আমরা পেয়েছি। কিন্তু আপনি এখানে চাকরী করার আবেদন করেছেন দেখে ভীষণ অবাক হয়েছিলাম।

অবাক হবার কিছু নেই। আমার একটা চাকরীর খুব দরকার। আর আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ভাবলাম যেহেতু আপনাদের প্ল্যাটফর্মে অনেকদিন ধরেই লেখালিখি করে আসছি তাই হয়ত একটু চেষ্টা তদবীর করলে চাকরীটা পেয়েও যেতে পারি। সেই আশাতেই এসেছি। আচ্ছা ম্যাডাম কি আছেন অফিসে ?

কোন ম্যাডাম ?

ম্যাডাম মানে জানা আপুর কথা বলছি।

(এই কথা শুনে মেয়েটি সানগ্লাস খুলে টেবিলের উপর রেখে আমার দিকে তাকালো। অদ্ভুত সুন্দর মায়াবী চোখ। চোখে কোন সমস্যাও দেখছিনা। তাহলে এমন অফিসের ভেতর সানগ্লাস পরে থাকার হেতু কি বুঝতে পারছিনা।)

না, ম্যাডামতো আজকে অফিসে আসেন নি।

ওহ ! আচ্ছা। তাহলে কি আমি আজকে চলে যাবো ?

চলে যাবেন কেন ? বসুন আপনার সাথে কিছুক্ষণ গল্প করি।

হুম ! তা বসা যেতে পারে।

মেয়েটি পিয়ন গোছের একজন লোককে ডেকে কফি দিতে বলল।

আমি কিন্তু আপনার লেখার দারুণ একজন ভক্ত। আপনি খুব ভাল লেখেন।

অশেষ ধন্যবাদ আপনাকে। আপনার কি কোন নিক আছে ? আপনিও কি লেখালিখি করেন ?

না, না আমার কোন আইডি নেই। আমি শুধু পড়ি।

ওহ ! আচ্ছা। তবে আপনি কিন্তু চাইলে একটা নিক খুলে লিখতে পারেন।

আরে না, না। আমায় দিয়ে লেখালিখি হবেনা।

(মনে মনে আমি খুব হাসলাম। আরে আপনি লিখবেন কি ? যে মেয়ে অফিসে বসে সানগ্লাস পরে স্টাইল করে তার জ্ঞান সম্পর্কে আমার বোঝা হয়ে গেছে। আর ইনি যে ব্লগ পড়েন সেটাও বিশ্বাস করার মতো কিছু দেখছিনা। আমাকে তার সামনে বসিয়ে রেখে কথা বলছে ভাব দেখানোর জন্য। যাই হোক চাকরীর জন্য এসেছি। এখন অনেক কিছুই হজম করে নিতে হবে। নতুবা দেখা যাবে এর কথাতেই চাকরীটা আর নাও হতে পারে। আবার দেখা গেলো একে ইমপ্রেস করতে পারলে আমার জন্য ইনিই তদবীর করবেন।)

কি যে বলেন না। আপনি একটা নিক খুলে লিখতে শুরু করে দিন। কোন ব্যাপারি না। লিখতে লিখতেই একদিন ভাল লেখক হয়ে উঠবেন। আর সবার সাথে আন্তরিক থাকবেন। দেখবেন সবাই আপনাকে সাহায্য করবে। নিক খুলে প্রথম যে পোষ্টটি দিবেন আমি সেটাকে প্রমোট করে দিবনে।

আপনি প্রমোট করে দিলেতো আর কোন কথাই নেই। কিন্তু আমি কি লিখবো ? আমিত এই কাজ কখনওই করিনি।

আরে যা খুশি একটা কিছু লিখে ফেলুন।

সেটা কেমন ?

ধরেন আপনি আজকে সারাদিন কি করলেন তাই কিছুটা গুছিয়ে লিখুন না।

ওকে ! আমি আজকেই একটা আইডি খুলবো।

এখানে একটা কথা আছে অবশ্য। নিক খুলে প্রথমে কিছু লিখলেই কিন্তু আপনার লেখা প্রথম পাতায় আসবেনা। আপনাকে কিছুদিন ওয়াচে রাখা হবে সেটা জানেন নিশ্চয়।

সেটা কোন সমস্যা না। আমি জানা ম্যাডামকে দিয়ে সেফ করিয়ে নিব।

হুম ! সেটাও হয়।

আপনি কিন্তু আমাকে সাহায্য করবেন। আমি কিন্তু আপনার ভরসায় আইডি খুলছি তাহলে।

অবশ্যই।

আচ্ছা আপনি কি আমাকে আইডি খোলার ব্যাপারে সাহায্য করবেন ? আসলে আমিতো কখনও আইডি খুলিনি তাই জানিনা কি করে সব কিছু করতে হয়।

অবশ্যই সাহায্য করবো।

(আমি বেশ আগ্রহ নিয়ে মেয়েটাকে নিক খোলার কাজে সাহায্য করছি। নিকের নাম ঠিক করা হয়েছে ফান্টুশ। নামটা মেয়েটা নিজেই ঠিক করেছে। পিয়ন গোছের লোকটা টেবিলে ওয়ান টাইম প্ল্যাস্টিকের গ্লাসে করে কফি দিয়ে গেছে।)

নিন কফি খান।

আমি কফির গ্লাস হাতে নিয়ে চুমুক দিতে দিতে বললাম আর ভাল কথা শুনুন। প্রথম প্রথম পড়ুন আর নাই পড়ুন সবার পোষ্টে পোষ্টে গিয়ে প্লাস দিয়ে ভাল লাগা জানিয়ে আসবেন অবশ্যই। এতে আপনার পরিচিতি খুব দ্রুতই হয়ে যাবে সবার সাথে। দেখবেন সবাই আপনার পোষ্টে এসেও ভাল লাগার কথা জানিয়ে যাবে।

হুম !

আর যদি একেবারেই কিছু লিখতে না পারেন তাহলেও সমস্যা নেই।

সেটা কেমন ?

ধরুন একটা কৌতুক লিখে দিলেন দুই তিন লাইনের অথবা সবাইকে হাই হ্যালো টাইপ কিছু লিখে অথবা দুইটা তিনটা ছবি আপলোড করে পোষ্ট দিয়ে দিতে পারেন। তাতেও কাজ হয়ে যাবে। আপনার পোষ্ট হিট হবে নিশ্চিত।

চমৎকার আইডিয়া দিয়েছেনতো ! আচ্ছা কফি কেমন হয়েছে ?

আমি কফিতে চুমুক দিতে দিতে বললাম ভাল।

এরই মধ্যে একটি ছেলে কাঁধে ব্যাগ নিয়ে অফিসে ঢুকেছে। আমাদের সামনে এসে দাঁড়িয়ে সুন্দর করে হাসি দিয়ে বলল জানা আপু সরি ! আজকে একটু লেট করে ফেললাম অফিসে আসতে। রাস্তায় আজকে প্রচন্ড রকমের জ্যাম।

মেয়েটিও হাসি দিয়ে বলল কোন সমস্যা নেই। এসো তোমার সাথে পরিচয় করিয়ে দেই। ও হলো আমাদের কান্ডারি অথর্ব। জানা আপু মিষ্টি করে একটা হসি দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন কান্ডারি পরিচয় হও ও হলো আমাদের মডু মামা।

আমি সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়লাম। অসস্তিকর ভীষণ লজ্জাজনক এক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি। এতক্ষণ ধরে আমি জানা আপুর সাথে বসে কথা বলছি অথচ আমি তাকে চিনতে পারিনি। আর এতক্ষণ ধরে আমি অধম জানা আপুকেই জ্ঞান দিয়ে চলেছি। আমি আসলেই একটা অথর্ব। চাকরী আর পাওয়া হয়েছে এখানে ! চরম একটা বিব্রতকর পরিস্থিতি। আমার কাছে মনে হচ্ছে টেবিলে রাখা জানা আপুর সানগ্লাসটা এখন আমি নিজেই পরে ফেলি। সানগ্লাস শুধু যে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্যই মানুষ পরে না; আরও নানা কারণেই সানগ্লাস পরাটা বেশ উপকারী বিষয়টা উপলব্ধি করতে পারলাম।

পুনশ্চঃ

গল্পটা নিতান্তই আমার কল্পনা প্রসূত। এটাকে বাস্তব হিসেবে ধরে নেয়ার কোন কারণ নেই। সামহোয়্যার ইন ব্লগের দশম বর্ষপূর্তি এবং সপ্তম বাংলা ব্লগ দিবসের জন্য লেখা একটি নিছক রম্য। সপ্তম বাংলা ব্লগ দিবসে প্রিয় এই মাতৃভূমির সকল স্তরের মানুষকে, সকল সহ ব্লগার, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের জানাই সামহোয়্যার ইন ব্লগের পক্ষ থেকে হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা।

আপডেটঃ

আজকে জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় সপ্তম বাংলা ব্লগ দিবসকে কেন্দ্র করে আমার একটি লেখা ছাপা হয়েছে মতামত পাতায়। এইজন্য আমি সামহোয়্যার ইন ব্লগের প্রতি চিরকৃতজ্ঞ। অগণিত ধন্যবাদ ও শুভেচ্ছা এবং হৃদ্যতাপূর্ণ ভালোবাসা সুপ্রিয় সামহোয়্যার ইন ব্লগ।

মন্তব্য ১২১ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৪

সচেতনহ্যাপী বলেছেন: রম্য হলেও যা লিখেছেন সেটাতো ব্লগের বাস্তবতাই।। সুতরাং রম্য+বাস্তবতা=দারুন।।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্লগ হয়ে উঠুক গণতান্ত্রিক চর্চায় মেধায় ও মননে রুচিশীল শক্তিশালী গণমাধ্যম।
ব্লগ দিবসের শুভেচ্ছা।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২

গেম চেঞ্জার বলেছেন: ওয়ান্ডারফুল! বস পারেন বটে.............................. B-)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনিও কিন্তু সেই রকমের পারেন বস.... B-))
ব্লগ দিবসের শুভেচ্ছা ভ্রাতা।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ ভাই।
ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:



গল্প ভালো হয়েছে; গল্পের নাম তো 'সানগ্লাস'

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সানগ্লাস হইলো গল্পের কেন্দ্রীয় চরিত্র। ;)

ব্লগ দিবসের শুভেচ্ছা ভ্রাতা।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: গল্প ভালা হয় নাই, ইহা কান্ডারিয় লেভেলের না।

ব্লগ দিবসের শুভেচ্ছা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় দেখ আমার একটা লেখা ছাপা হইছে। ঐটা পড়ে দেখ। আমি অবশ্য এই পোষ্টে আপডেট করে দিয়েছি।

ব্লগ দিবসের শুভেচ্ছা ভ্রাতা।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৮

রোকসানা লেইস বলেছেন: রম্য ভালোলাগল

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আপা রম্য লেখার অভ্যাস নেই।
চেষ্টা করে দেখলাম পারি কিনা এই আর কিছুই না।

ব্লগ দিবসের শুভেচ্ছা আপা।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৫

ফেরদৌসা রুহী বলেছেন: আমার কাছে মনে হচ্ছে টেবিলে রাখা জানা আপুর সানগ্লাসটা এখন আমি নিজেই পরে ফেলি। সানগ্লাস শুধু যে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্যই মানুষ পরে না; আরও নানা কারণেই সানগ্লাস পরাটা বেশ উপকারী বিষয়টা উপলব্ধি করতে পারলাম।

হা হা হা :)

মজার ছলে অনেক টিপস ও দিয়ে দিলেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



সানগ্লাসের উপকারিতা বলে শেষ করা যাবেনা আপা। তবে রং ভেদে উপকারে তারতম্য ঘটে। :D


ব্লগ দিবসের শুভেচ্ছা আপা।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

মেহেদী হাসান শীষ বলেছেন: হা! হা! হা! অসাধারন লিখেছেন ভাই

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



অশেষ ধন্যবাদ ভ্রাতা।
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

ধমনী বলেছেন: সানগ্লাস খোলার পর থেকে রম্যের সমাপ্তিটা আঁচ করা যাচ্ছিল। তবুও রম্যটা ভালোই লেগেছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:



সাদামাটা লিখলাম আরকি ! শুধু শুভেচ্ছা বিনিময় করাই উদ্দেশ্য।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

সুমন কর বলেছেন: রম্য হিসেবে চরম হয়েছে।

++++..

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



হা হা হা ধন্যবাদ ভ্রাতা।

ব্লগ দিবস পালিত হবেনা, তাই আসেন ব্লগেই ব্লগ দিবস পালনে ব্রত হই ভ্রাতা। কি আর করার !!!!!

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

পার্থ তালুকদার বলেছেন: ভাল লেগেছে।
ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্লগে বসে ব্লগ দিবস পালন করতেছি। এইটাও একটা চমৎকার অভিজ্ঞতা ভ্রাতা।
ব্লগ দিবসের শুভেচ্ছা।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

কল্লোল পথিক বলেছেন: রম্য হলেও সচেতনমূলক পোস্ট

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্লগ হোক জাতীয় পর্যায় একটি শক্তিশালী গণমাধ্যম। তার আগে নিজেদের সংশোধন ও সচেতন হওয়াটা খুব বেশী জরুরী।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

নেক্সাস বলেছেন: ইত্তেফাকে লিখা ছাপানোর জন্য অভিনন্দন। ফান ভাল হয়েছে

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সুপ্রিয় বন্ধু সবই এই প্রিয় সামহোয়্যার ইন ব্লগের কৃপায়। নতুবা আমিতো এক অথর্ব ছাড়া আর কিছুই নই।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

জুন বলেছেন: আমিতো ঘটনাটি সত্যি সত্যি ভেবেছি কান্ডারি । খুব ভালো হয়েছে রম্যটি।
আজকে ইত্তেফাকে লেখাটা সকালেই দেখেছি কিন্ত এটা যে আমাদের কান্ডু ভায়া তা জানা ছিল না ।
অভিনন্দন ও শুভেচ্ছা রইলো ।
+

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



ঈশ ! ঘটনাটা যদি সত্যি হতো; তাহলে কত ভালই না হতো !!! ;)

আমিও প্রথমে অবাক হইছি। আমিতো কান্ডারি অথর্ব কিন্তু এই নামের লোকটা আবার কে ? :D

আপা দোয়া করবেন।
ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ব্লগ দিবসের শুভেচ্ছা। রম্যময় বিড়ম্বনায় ভালো লাগা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্লগ দিবসের শুভেচ্ছা।
যে লজ্জা পাইছি ভ্রাতা সেইটা ভাষায় বোঝানো সম্ভব না কিছুতেই। ;)

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১১

Mdfahimir বলেছেন: Great

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



অশেষ ধন্যবাদ ভ্রাতা।
ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় হামা ভাই।
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো ভাই।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

নিঃসঙ্গ গ্রহচারি বলেছেন: পোষ্টে প্লাস দিয়ে ভাল লাগা জানিয়ে গেলাম ;) (আইডিয়া কিন্তু আপনার । পোস্ট না পড়লে আমার কোনো দোষ নাই :P )

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



বিফলে মূল্য ফেরত ভ্রাতা। ;)

ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

গেম চেঞ্জার বলেছেন: ভ্রাতা, ব্লগ দিবসীয় শুভেচ্ছা!!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভ্রাতা সামহোয়্যার ইন ব্লগ আমার দায়িত্বশীলতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এইজন্য আমি ব্লগ, সকল সহব্লগার এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতি চিরকৃতজ্ঞ।

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

সঞ্জয় নিপু বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:



নিপু ভাই কেমন আছেন ভাইডি ? কেমন চলছে দিনকাল ? কতদিন দেখা হয়না আপনার সাথে প্রিয় ভাইডি আমার।

ব্লগ দিবসের শুভেচ্ছা ভাইডি।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ফান্টুশ ভাল লাগলো ।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



সেলিম ভাই ব্লগ দিবসের শুভেচ্ছা জানবেন।

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

লিও কোড়াইয়া বলেছেন: মাহাদি আরজান। ভ্রাতা, আপনার আসল নাম জানতে পেরে ভালো লাগলো। ব্লগের অফিটা কোথায়? মাঝে মাঝে আমিও একটু ঢুঁ মেরে আসতাম! গল্প ভালো লাগল।
আমার একটা আফসোস, আমি প্রথমেই আমার আসল নাম দিয়ে ব্লগ খুলে ফেলেছি! নিক নামে ব্লগ চালানো বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



ভ্রাতা এইটা আমার ছদ্ম নাম আসল নাম কান্ডারি অথর্ব। B-))

ব্লগের অফিসটা যে কোথায় নেটে সার্চ দিয়ে দেখা লাগবে ভ্রাতা !

আমার মনে হয় আসল নামে লেখার মাঝেই সার্থকতা বেশি ভ্রাতা।

ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো। আর ভাল কথা আপনার চীন নিয়ে পোষ্ট ভাল লাগছে খুব।
শুভকামনা ভ্রাতা।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

কেউ নেই বলে নয় বলেছেন: কাহিনী আন্দাজ করতে পারছিলাম। তবে লিখছেন ভালো। ইত্তেফাকে প্রকাশিত লেখাটাও চমৎকার।

শুভকামনা এবং শুভেচ্ছা রইলো। :)

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


অশেষ ধন্যবাদ ভাই।

ব্লগ দিবসের শুভেচ্ছা জানবেন।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

মুদ্‌দাকির বলেছেন:

ভাই ফান্টুস যে গল্প তা ধরতে পারি নাই!!! অফিস সুন্দরী রিসেপ্সানিস্ট ইত্যাদির অভ্যাস নাইতো :( :( :(

best wishes Assalamualikum !!

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এই অভ্যাস ভাইয়া আমারও নাই। কিন্তু গল্প লেখার জন্য লেখা।

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

সুলতানা রহমান বলেছেন: বেশ মজা পাইছি। প্রথমে ভেবেছিলাম সত্যি।
তবে একটা জিনিস শিখলাম। সবজায়গায় গিয়ে লাইক দিতে হবে। আমি তো উল্টোটা করে এসেছি।
:D

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



মানে আপনি কি সব জায়গায় গিয়ে মাইনাচ দেন ? হায় আল্লাহ ! এইরকম কত মাইনাচ আমারে দিছেন ?

:P

মজা করলাম মাইন্ড করবেন না।
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা। প্রথমে ভাবলাম সত্যি কিনা। পরে দেখি এ তো গল্প। যাইহোক ভালো লাগলো রম্য গল্প।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


অবশ্যই গল্প ভ্রাতা।

:)

ব্লগ দিবসের শুভেচ্ছা জানবেন।

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১

সুলতানা রহমান বলেছেন: অথর্ব ভাইয়া, মাইনাস ক্যামনে দিতে হয়?
আপনার নিকের শেষ অংশটা বেশ মজা। কেমন যেন ভাল লাগা -ভালা লাগা আসে।
এমনিতে তো কাউকে এরকম বলতে পারিনা।
মজা করলাম

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



এইরকম মজা করবেন সবসময়। মজা করতে আমারও খুব মজা লাগে।

লাইক আর প্রিয়র পাশে যে লাল পতাকাটা আছে ঐটাতে ক্লিক করলেই মাইনাচ।
আর আমার নিক ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন সবসময়।

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

দৃশ্যমান স্বপ্ন বলেছেন: চরম +++

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ভাই।
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: আইডিয়া গুলা কাজে দিবে মনে হইতাসে.. হাহাহাহা

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



এইগুলো ব্লগে দেখে দেখেই আইডিয়া পেয়েছি।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গল্প সেইরকম হয়েছে, আর ইত্তেফাকের লেখাটিও বেশ। এগিয়ে যাক সামহোয়্যার ইন ব্লগ, এগিয়ে যাক আপনার লেখালেখি, ঠিক আগের মত। অনেক অনেক শুভকামনা রইল। হ্যাপি ব্লগিং। :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ভ্রাতা।

এগিয়ে যাক সামহোয়্যার ইন ব্লগ।
ব্লগ দিবসের শুভেচ্ছা রইলো।

৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: বেশ ভালো লাগলো সানগ্লাস

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



সানগ্লাসটা পার্সোল কোম্পানির। ;)

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

আমি ইহতিব বলেছেন: ফান্টুশ ভালো লেগেছে ভাইয়া, আমি প্রথমদিকে সত্যি ভাবছিলাম ঘটনাটা। এবারের ব্লগ দিবসে কোন আয়োজন নেই দেখে কষ্টিত হলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আপু আছেন কেমন ? :)
আর দিবস এর কোন আয়োজন নেইতো কি হইছে ব্লগতো আছে !! :D
এখন মনে হইতেছে ঘটনাটা সত্যি হইলেই ভাল হইতো !!! /:)

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

কবির ইয়াহু বলেছেন: দারুন লিখেছেন বস।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক ধন্যবাদ ইয়াহু ভাই।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সার্চ দিয়া ''ফান্টুস'' নামে কোন আই ডি খুজে পাইলাম না !
আপনি তো আই ডি টাই খুলতে পারেন নি , আপনার চাকরী হব কেমতে ? B-)


অনুমতি দিলে একখান বেয়াদ্দপি করি -
''না, ম্যাডামতো আজকে অফিসে আসেন নি।'' এই কথার স্থলে ''ম্যাডাম ব্যস্ত , একজন ব্লগারের সাথে আলাপ করছেন ''
লিখলে ভাল হত ।

ইত্তেফাকের লিখাটা পড়েছিলাম , আমার পোস্টে সন্দেহের কথা জানিয়েছিও ।
অভিনন্দন নিন .।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



মনে হয় সুলেমানি ব্যান করে দিছে ;)
আরে আইডি জানা আপুরেই চিনতে পারি নাই চাকরীতো দূরে থাক আমার নিকই যে ব্যান করে দেয় নাই এইটাই শুক্রিয়া ! B-)

লিটন ভাই এইটা কি বলেন বেয়াদ্দপি !!!! কষ্ট পাইলাম ভাই।

তয় লিখলে অবশ্যই ভাল হইতো খুব কিন্তু উনি যা বলছেন তাইতো লিখতে হপে। ;)

কৃতজ্ঞতা ভাই। আপনার পোষ্টে প্রতিউত্তর দিয়েছি। কিন্তু আপনি বুঝলেন কিভাবে ?

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

অগ্নি সারথি বলেছেন: খিক!

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


:#)

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

সাহসী সন্তান বলেছেন: ব্রাদার আপনার ফান্টুস তো মচতকার হইছে......!!



তয় রম্য হইলেও লেখায় কিন্তু বাস্তবতার ছোঁয়া পাচ্ছি? শুভ কামনা জানবেন!

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



থ্যাঙ্কুস ভ্রাতা।
যদি নিজের অনুশোচনা হয় তবেই মুক্তি।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: রম্য ভাল্লাগলো । এটা যে রম্য না বললেও পারতেন । অামি তো সত্যিই মনে করেছিলাম ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


তাহলে ঠিক আছে ভাই এইটা রম্য না। ;)

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইশরে...

কি দারুন টিপস হচ্ছিল!
আইডি খোলা শেষ হইলে পরে আসলে কি হইত! জ্যাম আরেকটু বেশিক্ষন থাকতে পারলা না!

তবে জানাপু আসলেই খুবই ভাল মানুষ। মাত্র ২-৩ বার কথা হয়েছে-তাও ফোনে! কিন্তু বেশ দিলখোলা, আন্তরিক।
অবশ্য সামনে দেখলে বুঝি আমারও আপনের ফান্টুশ দশা হইবেক ;) =p~ =p~ =p~ =p~ =p~

কান্ডারী অথর্ব ওরফে মাহাদি আরজান আপনার এই দারুন শুভক্ষনে আপনাকে আন্তরিক অভিনন্দন।
এটা খুবই আনন্দের এবং গর্বের। একজন কান্ডারীর পথ ধরেই না বহুর পথচলা! :)

++++


২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



সেটাই ভাই। আইডি খোলা শেষ হইলে একটা পোষ্ট লিখে দিতে পারতাম। সেই পোষ্ট হিটে সয়লাব হয়ে যেতো। আমাদের অপি আপার হিট ছাড়িয়ে নতুন রেকর্ড করতো। কিন্তু মডু মামা দিলো সব প্যাঁচ লাগিয়ে !

জানা আপু খুব ভাল রবীন্দ্র সংগীত গান। :)

ভাই আমি কান্ডারি অথর্ব। :)

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
ব্লগ দিবসের শুভেচ্ছা।

৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আহা... লেখাটি কেবল জমে ওঠেছিল... আপনি দিলেন থামিয়ে :(

যা হোক.... অভিনন্দন... আরও সুন্দর একটি লেখা দিয়েছেন ইত্তেফাকে!!! দারুণ :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমি নাতো মডু মামা থামিয়ে দিয়েছে... :(

আন্তরিক ধন্যবাদ ভাই।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪০| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

মশিকুর বলেছেন:


রম্য ভাল হইছে :)

ব্লগ দিবসের শুভেচ্ছা মাহাদি আরজান ভাই :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


এই নামে আমি অবশ্য কাউরে চিনি না। উনি কিডা ? B:-)

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: রম্য দারুণ লাগল। ধন্যবাদ

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ভাই।
ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

কিরমানী লিটন বলেছেন: " সানগ্লাস শুধু যে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্যই মানুষ পরে না; আরও নানা কারণেই সানগ্লাস পরাটা বেশ উপকারী বিষয়টা উপলব্ধি করতে পারলাম।" এইটা কি করলেন ভাণ্ডারী ভাই, স্বপ্নটার- ঘুম ভাঙ্গিয়ে দিয়ে ... " =p~
আমি কিন্তু একদম সত্যি ভেবেছিলা্ম ..। যে স্বপ্ন সত্যকে ছাপিয়ে যায়- সেটাই সত্যিকারের সাহিত্য। আজ বুঝলাম, কেন মানুষ বাকের ভাইদের জন্য রাজপথে নামে !!! সত্যিই- অসাধারণ !!!

অনেক অভিনন্দন প্রিয় কান্ডারি অথর্ব ভাইয়াকে, চমৎকার আর সত্যকে ছাপিয়ে যাওয়া স্বপ্নটাকে চোখের বারান্দায়- মেলে ধরার জন্য- নান্দনিক গল্পের মোড়কে !!! আর হ্যাঁ, মন্তব্যের ইনভাইটেড কমার অংশে ভুল করে নয়, সচেতন ভাবেই আপনাকে ভাণ্ডারী বলেছি :-B :-B =p~ সত্যিই, যার ভাণ্ডারে এই বৈচিত্র্যময় ছাপিয়ে যাওয়া সত্যের বসবাস, সে শুধু কান্ডারিই নয়-ভাণ্ডারীও ...

সতত ভালোবাসায় নিরন্তর শুভকামনা +++

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১০

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক মন্তব্যে অনেক ভাল লাগা ও কৃতজ্ঞতা ভাই। এই ট্যাগটা অতিব প্রাচীন কাল থেকে পেয়ে পেয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি।
এভাবে সাথে থেকে অনুপ্রেরণা যোগাবেন আশা করি।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: চরম স্যাটায়ার হৈছে|
আমিও ভাল লাগা জানিয়ে গেলাম!
ব্লগ দিবসের শুভেচ্ছা

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



হা হা হা হা

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

গেদা (Geda) বলেছেন: আমি তো সত্যি সত্যি বিশ্বাস করে ফেলেছিলাম । ঝামেলা পাকিয়ে ফেললেন আপনি নিজে যে এটা কল্পনা প্রসূত ।
সুন্দর হয়েছে ।
ধন্যবাদ

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



হুম ! রূপকথার গল্পের মতো।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক ভালো।

অভিনন্দন অনেক দৈনিক ইত্তেফাকের মাধ্যমে বিশাল এক পাঠকগোষ্ঠীর কাছে গুরুত্বপূর্ণ কিছু বার্তা পৌঁছে দেবার জন্য।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ও ভাল লাগা জানবেন। কৃতজ্ঞতা সব সময়ের জন্য।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

শুভকামনা নিরন্তর।

৪৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৬

হামিদ আহসান বলেছেন: জটিল ++++
ব্লগ দিবসের শুভেচ্ছা রইল

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ভাই।

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: ইত্তেফাকের লেখাটা পড়লাম, ভালো লিখছেন ভাই। অভিনন্দন।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



তোর সাথে আমার কত যে কথা কওনের আছে ?

৪৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

মানসী বলেছেন: এ মা, এটা গল্প ? :( :( :( আমি তো ভাবলাম সত্যি ঘটনা। :P :P :P :P আমার কেমন জানি সন্দেহ হচ্ছে আপনি সত্যি ঘটনা গল্প বলে চালিয়ে দিচ্ছেন। ;) ;) ;) ;)



খুব ভালো লেগেছে। দারুণ মজা পেলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১

কান্ডারি অথর্ব বলেছেন:


বিশ্বাস করেন, তিন সত্যি ! জানা আপুকে জিজ্ঞাসা করে দেখেন। এইটা একদম মিথ্যা। B-))

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৪৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪২

লালপরী বলেছেন: মানসী আপুর মন্তব্যের সাথে সহমত। সত্যি ঘটনা গল্প বলে চালিয়ে দিচ্ছেন ভাই =p~
মজা পেলাম চরম ++++++

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



একদম মিথ্যাগল্প, বিশ্বাস করেন ! জানা আপু সাক্ষী !!

B-) B-)

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৫০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

আলোরিকা বলেছেন: ফান্টুশ -
রম্য রসে টুশ টুশ ! :)

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ফান+টুশ=ফান্টুশ

:D :D

ব্লগ দিবসের শুভেচ্ছা।

৫১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

ডানাভাঙ্গা চিল বলেছেন: কান্ডারি ভাই ভালো আছেন? এখানে কেন হাজিরা দিয়ে গেলাম বুঝতেই পারছেন। আপনার ইত্তেফাকের লেখাটা দেখে আপনার লেখা একটা পোষ্টের দুটো লাইন মনে পড়ে গেল (যদিও আপনি সেই পোষ্ট ড্রাফট করে রেখেছেন কিন্তু আমার লাইন দুটো মনে আছে) ----- তবে, এই রাশিফলটি নিতান্তই আমার কল্পনাকে কেন্দ্র করে। একে সত্য ভেবে কোনরূপ বিড়ম্বনায় না জড়িয়ে শুধুমাত্র ফান হিসেবে নেয়ার জন্য বিনীত অনুরোধ রইল। আপনার কল্পনা শক্তির কথা ভাবলেই আমি আচার্য্য হয়ে যাই।

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনি আমার জন্য কতটা পাগল সেটা বোঝাই যায় আপনার কার্যকর্মে। কাছে পাইলে মনে হয় আমার পা ধরে সালামই করে ফেলবেন।

ভাই আমিতো কোন ব্লগারের জাত না। তবে আপনি যেহেতু একজন বিশিষ্ট ব্লগার ব্লগদরদী, আপনার আমার পেছনে সময় নষ্ট না করে উচিত আপনার নিজের ব্লগিং প্রতিভার স্বাক্ষর রাখা। নাকি এভাবেই শুধু কমেন্ট করাটাকেই ব্লগিং মনে করেন ? নাকি এই নিক শুধু আমার জন্যই চালান কোনটা ?

যাই হোক আপনার নিকের সফলতা কামনা করছি। আমি যেন দ্রুত সামু থেকে প্রস্থান করতে পারি।

ভাল থাকুন, সুস্থ থাকুন।

৫২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

ডানাভাঙ্গা চিল বলেছেন: পোষ্ট বেশি বেশি দেওয়া তাও আবার___ করা সেটা কে বুঝি ব্লগিং বলে |-) আরেকটা কথা আপনার মতো আমার না যখন তখন যার তার পা ধরার স্বভাবটা নাই কান্ডারি ভাইয়া। লজ্জা নারীর ভূষণ এই নীতি মেনে চলে আপনি নিজেকে যে পুরুষ প্রমাণ করেন পুনরায় দেখতে পাইলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই ঠিক জমতেছেনা আপনার এই নিকের সাথে আলাপ করে। অন্য কোন নিক নিয়েও আইসেন না। আপনার মতো একজন লজ্জাহীন পুরুষ নয় লজ্জাহীন মহা পুরুষ আসবে তার নিজ নিকে এটাই কাম্য। আমিও নিজের ভুল ত্রুটিগুলোর ব্যাপারে সচেতন হতে পারতাম। ব্লগিং শিখতে পারতাম। চাইলে আমাকে নিয়ে আলাদা পোষ্ট দিতে পারেন। তাতে করে আপনার সফলতা আরও দ্রুত পেয়ে যাবেন। আমিত আগেই বলেছি আপনি মুখফুটে একবার বলুন আমাকে চলে যেতে। আমি চলে যাবো। কিন্তু তা না করে শুধু শুধু সময় নষ্ট করছেন। তবে ভাই নিজের আসল পরিচয়ে বলবেন যদি সৎ সাহস থাকে। কারণ আপনার মতো মহাপুরুষদের কাছে সৎ সাহস কাম্য। আর আমি যে আপনার পা ধরছিনা এইটাই যে আপনার ক্ষোভ বুঝতে পারিনি। আপনার অনেক শিস্য আছে যারা আপনার পা ধরে বসে থাকে জানি। কিন্তু ভাই আমার কোন মহাপুরুষের শিস্য হওয়ার ইচ্ছা নেই। যুগটা ভন্ড মহাপুরুষে ভরে গেছে তাই সতর্ক থাকা খুব জরুরী বলেই মনে করি।

ভাল থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থ থাকাটা খুব বেশি জরুরী।

৫৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: গল্প অসাধারণ ভালো লাগা ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্লগ সার্চম্যান ভাই।
শুভ সকাল।

৫৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

মাহমুদ০০৭ বলেছেন: হাহহা , গল্প ত সত্যি মনে হইতাছে ;)
মডুরে চিনা চিনা লাগে B-)
পত্রিকায় প্রকাশিত প্রবন্ধের জন্য অভিনন্দন ভাই

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



গল্প মিথ্যা হইলেও মডু মামা কিন্তু মিথ্যা না। ;)

এইজন্য পুরো কৃতিত্ব প্রিয় সামহোয়্যার ইন ব্লগের।

ধন্যবাদ ভ্রাতা।

৫৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

তামান্না তাবাসসুম বলেছেন: গল্প অনেক ভাল লাগলো মেহাদি আরজান ভাইয়া :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা নিরন্তর।

৫৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

দীপান্বিতা বলেছেন: সেই বলুন! ---কল্পনা প্রসূত! সত্যি ভাবছিলাম :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


হা হা হা আপু ধন্যবাদ। না এইটা একদমই সত্যি না কিন্তু। :)

৫৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

এস কাজী বলেছেন: অথর্ব ভাইয়া, রম্যের আড়ালে আমরাদের মত দুই চার লাইনের লেখকদের তো এক চোট মেরে দিলেন :((

তবে লাগেনি। ভাগ্য ভাল আগে থেকেই হাত দিয়ে রেখেছিলাম B-)

গল্প মিথ্যা হলেও জানা আপু যে সুন্দর সেটা কিন্তু সত্য লিখসেন। ;)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



আমি নিজেই নিজের গালে মেরেছি খুব খেয়াল করে দেখেন।

:)

হুম ! :``>>

৫৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

গেম চেঞ্জার বলেছেন: ওয়েটিং ফোর ইউ ব্রো..... নক মি হেয়ার.... [email protected]

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ওকে নক করবো অবশ্যই।

৫৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩

রুদ্র জাহেদ বলেছেন: পড়ে ফেললাম লেখাটি।প্রথম সত্যিকার কাহিনীর মতোই লাগল।চমৎকার রম্যরচনা।ভালো থাকুন প্রিয় লেখক-ব্লগার কান্ডারি অথর্ব
+++

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা সব সময়ের জন্য।

৬০| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

এহসান সাবির বলেছেন: জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকায় সপ্তম বাংলা ব্লগ দিবসকে কেন্দ্র করে আপনার একটি লেখা ছাপায় অভিনন্দন আপনাকে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ ভাই। এইজন্য কৃতজ্ঞতা সব সামুর প্রতি।

৬১| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

অতঃপর হৃদয় বলেছেন: আমি তো সত্যি সত্যি ভেবে বসেছিলাম!! শেষে মোড় ঘুরিয়ে দিলেন!! অনেক ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.