নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

জাগো বাহে কোনঠে সবাই...............

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

সৃস্টির সেরা জীব কারা?

সহজ উত্তর আমরা মানুষ।

কেন আমাদের সেরা বলা হয়?

এর উত্তরও সহজ। মানুষ বুদ্ধিমান সেই সাথে আবেগ, ভালবাসা,মানবতা,চিন্তা করার ক্ষমতা এই সব কিছু শুধুমাত্র মানুষের মাঝেই আছে।

এই সব কিছু মানুষের মাঝে থাকার ফলে প্রতিটি মানুষের দেশ,সমাজ,সংসার,প্রতিবেশী সবার প্রতি কিছু দায়িত্ত পালন করতে হয়।আর এর মাধ্যমে প্রতিটি মানুষ তার শ্রেষ্ঠত্তের প্রমান দেয়।

আবার এই সব মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ বেরিয়ে আসে এবং এই সব মানুষ গুলো এমন কিছু কাজ করে।যা দেখে আমরা হতবাক হয়ে যাই এবং মাঝেমধ্যে মনে হয় আসলেই আমরা কি মানুষ?

মানুষ তার পেটের ক্ষুধা নিবারন করার পরেই,অন্য আর যেই ক্ষুধার তীব্রতা সবথেকে বেশী অনুভব করে তা হলো জৈবিক ক্ষুধা।

আর প্রতিটি নর আর নারীকে এই জৈবিক ক্ষুধা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে।মানুষ তার সব চাহিদা একটি সুনির্দিস্ট প্রক্রিয়ার মাধ্যমে পুরুন করে,আর তা হলো সৎপথে,অন্য কারো ক্ষতি না করে।

আর এই প্রক্রিয়ার বাইরে গিয়ে মানুষ যখন কোন কাজ করে তখনি এমন কিছু ঘটনা ঘটে,যা দেখে আমরা শিহরিত হই।

অন্য আর সব কিছুর মত মানুষের জৈবিক চাহিদা পুরুন করারও কিছু প্রক্রিয়া আছে।

মানুষ যখন এই প্রক্রিয়ার বাইরে গিয়ে তার জৈবিক চাহিদা মেটাতে চায় তখন ঘটে ধর্ষেনের মত জগন্যতম ঘটনা।

আর সহজ ভাষায় ধর্ষন হলো একজন পুরুষ বা নারী যখন বিপরীত মানুষটির ইচ্ছার বিরুদ্ধে,তার সাথে জৈবিক ক্রিয়া করে তাকে ধর্ষন বলে।

এছাড়াও নিজের স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধেও যদি সেই ব্যাক্তি এই কাজ করে সেটাও ধর্ষন।

প্রকৃতিগতভাবে পুরুষের চেয়ে নারীরা দুর্বল হয়,আর এর ফলে নারীরাই ধর্ষন আর যৌননিপিড়নের শিকার হয়, সব থেকে বেশী। ঘরে-বাইরে, এমনকি নারীর কর্মক্ষেত্রেও এই ধরনের ঘটনা সবসময় ঘটে চলছে।

গত ১৬ ডিসেম্ভর ভারতের রাজধানী দিল্লিতে এমন একটি ধর্ষনের ঘটনা ঘটেছে,যা দেখে এবং শুনে পৃথিবীর সমস্ত বিবেকবান মানুষ শিউরে উঠেছে।

এই ঘটনায় সমস্ত ভারত জুড়ে তুমুল আন্দোলন শুরু হয়, এই আন্দোলন ঠেকাতে ১৪৪ ধারা জারি করতে হয়েছিল। আর ধর্ষনের শিকার সেই মেয়েটি জীবনের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেছে।

আর পিছনে রেখে গেছে অনেক প্রশ্ন!

আমাদের দেশেও প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষনের ঘটনা ঘটছে। কিন্তু আমরা এর কতটুকু জানি?

বেশীরভাগ ঘটনায় ধর্ষিত নারী চুপ থাকে কারন, আমাদের সমাজের কিছু মানুষ ধর্ষনকারী পুরুষের চেয়ে নারীকেই এর জন্য দায়ী করা হয়।

এছাড়াও আমাদের দেশে একজন নারী তিন বার ধর্ষনের শিকার হয়, প্রথমবার হয় শারিরিকভাবে, এর পরে ডাক্তারি পরীক্ষার সময় এবং সবশেষে মামলা যখন বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয় তখন।

এই জন্য এই ধরনের অনেক ঘটনা চোখের আড়ালেই থেকে যায়।

ধর্ষনের আইনটি যদি পরিবর্তন করে এই রকম করা হয় যে ধর্ষনের শিকার নারীর নাম এবং ছবি প্রকাশ করা যাবে না।

আদালতে তাকে না এনে যে কোন একজন চীপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেই নারী তার জবানবন্দি দেবে।

তার পড়ে তদন্তে যে ব্যাক্তির নাম আসবে সে আদালতে প্রমান দেবে যে আমি ধর্ষন করি নাই।


অনেক কথা হলো এই পোস্ট আমি যে কারনে দিলাম তা হলো সাম্প্রতিক সময়ে দেশে বেশ কয়েকটি আলোড়ন সৃস্টিকারী ধর্ষনের ঘটনা ঘটেছে।

এর মধ্যে অন্যতম টাংগাইলের ঘটনাটি এর পড়ে সাভারের আর একটি ধর্ষনের ঘটনা।

আর এর প্রতিবাদে বর্তমানে দেশ জুড়ে আন্দোলন চলছে।দলমত নির্বিশেষে বিবেকবান সব মানুষ রাজপথে নেমে এসেছে।

আসুন আমরাও এর প্রতিবাদ জানাই এবং এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবী জানাই।

আমরা কোন দলের হয়ে এই প্রতিবাদ জানাবো না।আমরা দেশের সব বাংলা ব্লগের ব্লগার এবং পাঠক,এর সাথে সাধারন মানুষ যারা কোন রাজনীতির সাথে জড়িত নয়।

ঢাকায় এই ধরনের প্রতিবাদ জানানোর প্রস্তুতি চলছে,আমারা বরিশালের যারা ব্লগার পাঠক এবং সাধারন মানুষ আছি আমরাও এর প্রতিবাদ জানাই।



আমরা কয়েকজন মিলে একটা তারিখ ঠিক করেছি তা হলো ১০-০১-১৩। আর স্থান নির্বাচন করেছি বরিশাল বি এম কলেজ। এই দিন আমরা মৌন মিছিল করতে চাচ্ছি। এই বিষয়ে কারো কোন মতামত থাকলে অবশ্যই আমাদের সাথে যোগ দিয়ে তা নিয়ে আলোচনা করবেন সেই আশা রাখছি।



আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে-

একজন আরমান-০১৯১৮-০৫০৫৮০,

নেবুলা মোর্শেদ- ০১৭২৩-৩৮৮৫৭১,

রাতুল মাহফুজ-০১৭৫২-৭৪৩৮৫১,

মেহেদী হাসান খাঁন-০১৭৪০-৯৭৪৪৫৬,

মিটুল আহমেদ- ০১৭১২-৭৯৫০২৪



এর আগে বাংলা ব্লগ দিবেসর সময় আমি বরিশালের ব্লগারদের খোজ করে তেমন কাউকে পাইনি, আশাকরি এবার পাব। আমি জানি বরিশালে অনেক ব্লগার এবং পাঠক আছেন।





* মূল পোস্টঃ ব্লগার নেবুলা মোর্শেদ

* ব্যানার ডিজাইনঃ ব্লগার রাতুল মাহফুজ ও বাবুরাম সাপুড়ে।



সবাইকে ধন্যবাদ।



আপডেট - ০১

কর্মসূচীর তারিখ ও স্থান পরিবর্তিত হয়েছে। ১০ তারিখের পরিবর্তে ১২ তারিখ শনিবার কর্মসূচী অনুষ্ঠিত হবে। আর বিএম কলেজের পরিবর্তে অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত হবে।

আপডেট - ০২

একটু আগে মাহফুজ ভাইয়ের কাছে ব্যানার করতে দিয়ে আসলাম।আজকের মধ্যেই ব্যানার তৈরি হয়ে যাবে। আর সন্ধ্যায় মিটিং আছে।

আপডেট - ০৩

কর্মসূচীর তারিখ ও স্থান আবারও পরিবর্তিত করা হয়েছে কিছু সমস্যার কারণে। ১২ তারিখের পরিবর্তে ১৩ তারিখ রবিবার কর্মসূচী অনুষ্ঠিত হবে। আর অশ্বিনী কুমার টাউন হলের পরিবর্তে বি এম কলেজের সামনে অনুষ্ঠিত হবে। এইটাই শেষ সিদ্ধান্ত আজকের রাতের মিটিং এ।

১২-০১-২০১৩: বিকেল ৪ টায় মিটিং বিএম কলেজ চত্বরে।

১৩-০১-২০১৩: মৌন মিছিল সকাল ১১ টায় বিএম কলেজ চত্বরে।


আপডেট - ০৪

আজ ১২-০১-২০১২। বিকেলে একটি সফল মিটিং করে ফিরলাম। আগামীকাল সকালে আশা করছি ধর্ষণের বিরুদ্ধে একটি সুন্দর মানব বন্ধন করতে পারবো বরিশাল বিএম কলেজের সামনে।



আপডেট জানা যাবে পরবর্তী পোস্টে।

মন্তব্য ১৩২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

আলতামাশ বলেছেন: Egiye zan. Valo laga o valobasa roilo apnader ei mohot kaje.

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আশা করছি পাশে থাকবেন সব সময়।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

সবসময় ন্যায়ের পক্ষে আছি।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আশা করছি পাশে থাকবেন সব সময়।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

রীতিমত লিয়া বলেছেন: - টা না দিলে মনে হয় আরো একটু সাবলীল হয়।

তবে ভ্যানার খুবই চমৎকার হয়েছে। প্রতিবাদের ভাষা এমনি হওয়া উচিত বলে মনে করি।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
ব্যানার না দিলে শুধু হেটে গেলে মানুষ রাজনৈতিক মিছিল মনে করবে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

রীতিমত লিয়া বলেছেন: * ব্যানার

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

একজন আরমান বলেছেন:
বুঝতে পেরেছি।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

মেঝদা৬১ বলেছেন: মানুষ সৃষ্টির পর থেকে আশরাফুল মোকলুকাতদের দ্বারা যখন জোরকরে কাম-কামনা চরিতার্থ করে তখন বনের পশু থেকে মানুষকে আলাদা করতে পারি না।
আশরাফুল মোকলুকাত
করছে তারা কুপোকাত
ভেবে দেখছি দিনরাত
করছে কি স্বজ্ঞানে
ভাবিয়া তো দেখি নাই
ভাবলে সাড়া নাহি পাই
মানুষ যারা বেঁচে নাই
আছে তারা অজ্ঞানে।

ধন্যবাদ আরমান। ভাল আছো মনে হয়। আজই প্রথম তোমার লেখা এখানে পড়লাম, ভাল লাগলো। শুভেচ্ছা।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ মেঝদা। বাকি লেখাগুলো পড়ে দেখার আমন্ত্রন জানাচ্ছি।

ভালো থাকবেন। আমিও ভালো আছি।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

প্রিয়তমেষূ বলেছেন: শুভ কামনা রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আশা করছি পাশে থাকবেন সব সময়।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

শামীম আরা সনি বলেছেন: ভালো উদ্যোগ ++

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আশা করছি পাশে থাকবেন সব সময়।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল উদ্যোগ ভাই। শেয়ার দিলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আশা করছি পাশে থাকবেন সব সময়।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

আশিক মাসুম বলেছেন: শুভ কামনা থাকলো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই।
আশা করছি পাশে থাকবেন সব সময়।

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

তানিয়া হাসান খান বলেছেন: ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই। সাথে আছি ভাইয়া ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। কেমন আছো তুমি?
অনেকদিন পর দেখলাম।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

বাবুরাম সাপুড়ে বলেছেন: পাশে আছি আরমান। ধষকদের সাইজ করতে আমার একবার রোবকপ হইতে মুন চাইতেছে ;)

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আশা করছি পাশে থাকবেন সব সময়।

হা হা। রোবকপ হতে হবে না, আমরাই পারবো।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

লোনলিফাইটার বলেছেন: শুভ কামনা রইলো :)

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ব্রো।
আশা করছি পাশে থাকবেন সব সময়।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আমিনুর রহমান বলেছেন: আমরা একটা ইউনিক ব্যানার করতে চেয়েছিলাম।







আমি চাইছি না বেশি কিছু লিখতে আর লিখতে হলে ফেস্টুনে লিখতে পারি।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
এটা কি সিলেক্ট করে ফেলেছেন?

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আমিনুর রহমান বলেছেন:


অথবা এইটা তবে আর অন্য কিছু লিখতে হবে কিনা সেটা বাবুরাম সাপুড়ে কে জানিয়ে দিতে পার বা অন্য কোন ডিজাইন থাকলে ও জানিয়ে ও দেও।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
আমার মনে হয় এই লাইনটি অনেক জোরালো।
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

বাবু ভাইকে আপনি অন্তত এই লাইনটি অ্যাড করে দিয়ে সকালের মধ্যে ফাইনাল করুন। কারন ঢাকার থেকে আমাদের সময় একদিন কম। আজকের মধ্যেই ফাইনাল করতে হবে।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

শিপন মোল্লা বলেছেন: ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।
সাথে আছি।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আবুশিথি ভাই।
আশা করছি পাশে থাকবেন।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

সাথে ছিলাম, আছি ,থাকব ইনশাল্লাহ

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ কান্ডারী ভাই। আপনি মোটেও অথর্ব না। আর যদি নিজেকে অথর্বই বলেন তাহলে বলবো সবাই যেন আপনার মতো অথর্ব হয় তবেই দেশের পরিবর্তন আসবে।

শুভকামনা রইলো।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালো । পাশে আছি।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
ধইন্না ভাই। :)

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

আশিক মাসুম বলেছেন: ইনসাল্লাহ । আমরণ পাসেই পাবেন।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

একজন আরমান বলেছেন:

আবারো অনেক ধন্যবাদ ভাই।
ঢাকা আসলে আবার দেখা হবে ইনশাআল্লাহ্‌।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিনূর ভাই, পোষ্টারটা চরম হইছে।
এই সংক্রান্ত সকল কর্মসূচীতে আমি নিজের একাত্বতা ঘোষনা করলাম। :)

গুড জব আরমান।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ কা_ভা ভাইয়া। বরিশাল চলে আসেন। দেখা হবে। :)

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইরে আমি অথর্ব আমাকে অথর্বই থাকে দিন যেদিন রক্ত দিতে পারব সেদিন বুঝব আমি অথর্ব নই ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

একজন আরমান বলেছেন:
আচ্ছা। তাহলে যা বলেছিলাম তাই-
যদি নিজেকে অথর্বই বলেন তাহলে বলবো সবাই যেন আপনার মতো অথর্ব হয় তবেই দেশের পরিবর্তন আসবে।

আর শুধু রক্ত দিলেই ভালো কাজ করা হয়ে যায় না, কিংবা রক্ত দিয়েই ভালো কাজ করা যায় না। রক্ত না দিয়েও অনেক ভালো কাজ করা যায়।

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: আপনার প্রতি আমার অনেক ভালবাসা রইল।
আমিও যাচ্ছি আমার শহরে। সচেতনতা-প্রতিবাদ দেশের প্রতিটি শহর গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়তে হবে যে যার অবস্থানে থেকে।

ভালো থাকবেন সুবসময়, মানুষের সাথে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।
প্রতিরোধ গড়তে হবে যে যার অবস্থানে থেকে।

আপনিও ভালো থাকবেন।

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

আমিনুর রহমান বলেছেন: ব্যানার বাবুরাম সাপুড়ে এর কৃতিত্ব ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

একজন আরমান বলেছেন:
আমার মনে হয় এই লাইনটি অনেক জোরালো।
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

বাবু ভাইকে আপনি অন্তত এই লাইনটি অ্যাড করে দিয়ে সকালের মধ্যে ফাইনাল করুন। কারন ঢাকার থেকে আমাদের সময় একদিন কম। আজকের মধ্যেই ফাইনাল করতে হবে।

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০১

মরু বালক বলেছেন:
.
.
.
নারী নির্যাতন মামলায় নারী বিচারক চাই, অন্তত আগ্রাধিকার দেয়া হোক!.
..
..
প্রাইমারী স্কুলে শুধু নারী শিক্ষিকা রাখা হোক, যেন শিশুরা মায়ের মমতায় শিক্ষিত হতে পারে।.
........

মানুষ তার সব চাহিদা একটি সুনির্দিস্ট প্রক্রিয়ার মাধ্যমে পুরুন করে,আর তা হলো সৎপথে,.অন্য কারো ক্ষতি না করে।

আমরা অবৈধ স্বেচ্ছায় সঙ্গম কেও আপরাধ হিসেবে গণ্য করি
..
Click This Link
....
Click This Link
.

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

একজন আরমান বলেছেন:
নারী নির্যাতন মামলায় নারী বিচারক চাই, অন্তত আগ্রাধিকার দেয়া হোক!

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: দেশটা কেই ধর্ষণ করে চলেছে যে অসাধু রাজনীতি
মেয়েরা তিন বার কেন আরও বেশি হলেও নেই ক্ষতি
এটা যে নারির দেশ চায় নারি নিতি
এখন কেন পুরুষের লাগে করতে সদ্গতি
ভণ্ডামি যত পদ ধল
আরেকবার জাগ সবাই
স্বাধীনতা বুঝি ধর্ষকেরা ছিনিয়ে নিল

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

একজন আরমান বলেছেন:
আরেকবার জাগ সবাই
স্বাধীনতা বুঝি ধর্ষকেরা ছিনিয়ে নিল

২৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

আমিনুর রহমান বলেছেন:

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

একজন আরমান বলেছেন:
চমৎকার !
কবে পাচ্ছি? আজ কি হাতে পাবো?

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

টুম্পা মনি বলেছেন: সাথে আছি।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ টুম্পা মনি।
ভালো থাকবেন।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

আমিনুর রহমান বলেছেন: ইনশাআল্লাহ্‌। কাল বিকাল নাগাদ হাতে পেয়ে যাবি

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
এখন ঘুমাতে গেলাম। গতকাল কে আব্বাজান সকাল ৫ টার সময় দেখে আমি পিসির সামনে। আজকেও যদি দেখে তাইলে মাইন্ড খাবে। তাই এখন ঘুমাতে যাচ্ছি। সকালে কথা হবে ইনশাআল্লাহ্‌।

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৬

সুখ নাইরে পাগল বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

একজন আরমান বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

২৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

মামুন রশিদ বলেছেন: সুন্দর উদ্যোগ । এই উদ্যোগ ছড়িয়ে পড়ুক জেলায় জেলায়, থানায় থানায়, প্রতিটা স্কুল কলেজে । শুভ কামনা রইলো ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

অপর্না হালদার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই । হয়ত আজই আপনার পোষ্টে মন্তব্য করছি । এর আগে হয়ত ব্যস্ততার কারনে আপনার পোষ্টে তেমন ঘোড়া হয়নি । তবে এখন থেকে পড়ব । ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর এবং যথোপযুক্ত উদ্যোগ নেয়ার জন্য । দক্ষিন বঙ্গের অক্সফোর্ড নামে পরিচিত ব্রজমোহমন বিশ্বিদ্যালয় কলেজে এই আয়োজন করাকে সঠিক বলে মনে করছি । অবশ্য বিকেলে অশ্বিনী কুমার টাউন হলেও এটি করা যেতে পারে ।

যদি সম্ভব হয়, স্কাউট, ব্রজমোহন থিয়েটার, উত্তোরন, রোটারেক্ট ক্লাব, সন্ধানী, রেডক্রিসেন্ট সহ অন্যান্য সংগঠনের সদস্যদের মানবন্ধনে যোগদানের জন্য বলতে পারেন ।

ব্যনারের বিষয়টি অত্যান্ত গুরুত্বপূর্ন । তাই অনুরোধ করবো যদি একধিক ব্যানারও করেন তাহলেও যেন প্রতি ব্যানার অন্তত আপনার ঐ কথাটি থাকে । "ধর্ষতির ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই বা ফাঁসি চাই " । একটা ফ্যাস্টুন করতে পারেন .... ধর্ষকের পক্ষে যারা কথা বলবে বা আইনী লড়াই করবে তাদেরকেও ঘৃনা বা সামাজিকভাবে বয়কট করা যেতে পারে । উল্লেখ্য সদ্য ধর্ষনকারীদের পক্ষে যে সকল আইনজীবীরা লড়ছেন তাদের নামসহ একটা ফ্যাস্টুন করার বিষয়টি আপনাদের মিটিংএ উপস্থাপন করতে পারেন ।

সকলের জন্য শুভকামনা করছি । এ ধারা অব্যাহত রাখুন এই প্রত্যাশায় থাকলাম ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
টাউন হলের সামনে করার কথাটা মাথায় রাখলাম।
অন্য কোন সংগঠনকে আলাদাভাবে রাখতে চাচ্ছি না। কারণ রাজনৈতিক ক্যাচাল হতে পারে, আর বিএম কলেজের সামনে করার কারণ হল যুব সমাজকে দেখানো।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

অফ টপিকঃ
দুইটা অফ টপিক প্রশ্ন করছি যদি কিছু মনে না করেন।
০১। আপনার বাসা কি বরিশাল?
০২। আপনি কি শিক্ষিকা?

প্রশ্ন দুটি করার কারন হল আমি যখন বরিশাল জিলা স্কুলে পড়তাম, তখন আমাদের একজন শিক্ষিকা ছিলেন অপর্ণা হালদার নামে। তাই কৌতূহলবশত জিজ্ঞেস করলাম আর কি।

ধন্যবাদ।
ভালো থাকুন।

৩১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

নীলঞ্জন বলেছেন: প্রতিবাদ রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ নীলঞ্জন দা।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভ কামনা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ স্বর্ণা।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৩৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

অপর্না হালদার বলেছেন: মাদারীপুরের কালকিনি উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।



পুলিশ জানিয়েছে, পাঁচদিন আগে কর্ণপাড়া গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হলেও পরিবারের সদস্যরা তা প্রকাশ করেনি। থানায় মামলা করেছে গত রোববার।



শিশুটি মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।



শিশুটির পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সমবয়সীদের সঙ্গে পাশের বাড়িতে খেলতে যায় শিশুটি। এ সময় গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে মফিজ ফকির (১৮) শিশুটিকে ধর্ষণ করে।



অজ্ঞান অবস্থায় রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।



মামলার তদন্ত কর্মকর্তা কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোকলজ্জার ভয়ে পরিবারের লোকজন বিষয়টি কাউকে জানাতে চায়নি। তবে রোববার বিকালে মফিজকে আসামি করে শিশুটির বাবা থানায় ধর্ষণ মামলা করেরন।



এই পুলিশ কর্মকর্তা জানান, আসামি ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আসামিসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।



মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ছিদ্দিকুর রহমান বলেন, শিশুটি কিছুটা সুস্থ। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এখনো বাকি রয়েছে। সেগুলো করতে হবে।

মাদারীপুরের কালকিনি উপজেলায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

একজন আরমান বলেছেন:
আমি খবরটা টিভিতে দেখেছি।

কি বলবো?
আমরা দিন দিন পশুতে পরিণত হচ্ছি !

৩৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

s r jony বলেছেন: আমার দাবি
ধর্ষনের বিচার দ্রুত টাইবুনালে করতে হবে, একমাত্র শাস্তি ফাসি চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

একজন আরমান বলেছেন:


ধন্যবাদ জনি ভাই।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৩৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

সিডির দোকান বলেছেন: নারীর প্রতি সহিংসতা: প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, সমাবেশ

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

একজন আরমান বলেছেন:


ধন্যবাদ।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

মাছিমারা কেরাণী বলেছেন: সবার আগে চোক্ষের আর মনের ধর্ষণ বন্ধ করতে হবে। পর্ণ মুভি দেখা থেকে বিরত থাকতে হবে। সাথে মেয়েদের ও পোশাক পরিচ্ছদে শালীন হতে হবে।

তাছাড়া কিছুই হবে না।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

একজন আরমান বলেছেন:

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৩৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

উলটোরথ বলেছেন:
ধন্যবাদ সবাইকে "ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই" শ্লোগানটিকে এত সাপোর্ট করার জন্য।

আমি-ই রাতুল মাহফুজ

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

একজন আরমান বলেছেন:


চিনতে পেরেছি আপনাকে। ফাইনাল ব্যানারে এটি যুক্ত করা হয়েছে।


ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ও আরমান ভাই আমি তো আপনাক খুজবার নাকছি ধন্যবাদ দিব্যার জন্য। হামার ঘরোক জাগবার নাকবে তাছাড়া কোন উপাই নাই। আসেন বাহে আমরা সবাই এক সাথে জাগ্যা উঠি।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

একজন আরমান বলেছেন:


ধন্যবাদ ভাই।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

আসেন আমরা আরেকবার জেগে উঠি।

৩৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

ইখতামিন বলেছেন: শুভ হোক

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

একজন আরমান বলেছেন:



ধন্যবাদ।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

আমি বন্য বলেছেন: পাশে আছি শুভ কামনা

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

শিপু ভাই বলেছেন:
আন্দোলন চলছে- চলবে!!!

পূর্ণ সমর্থন রইল!!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ শিপু ভাই।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

আমি ইহতিব বলেছেন: শুভ কামনা রইলো আরমান,

"ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই"

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ আপু।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এগিয়ে যান। শুভ কামনা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ ভাই।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

অনীনদিতা বলেছেন: ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের ফাসি চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ শিস্যা।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

আজকে কি চিকেন ফ্রাই খেতে গিয়েছিলেন নাকি তার সাথে?
এতো সুন্দর লেখা যে... :P

৪৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

রাইসুল নয়ন বলেছেন: চালাইয়া যান আরমান ভাই,
আমি আছি, থাকবো ।।
বরিশাল থাকলে আসতাম,
তবুও আমার বরিশালের বন্ধুদের বলেছি অনেক আগেই, ওরা আপনাকে ফোন করবে ।।

ভালো থাকবেন ।।

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নয়ন ভাই।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

অনীনদিতা বলেছেন: গুরু X(
কিপটামির শেষ নাই
সে খাওয়াবে চিকেন ফ্রাই!!!


১২ গেলো ১৩ আসলো
তবুও তার দেখা না মিললো:)

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

একজন আরমান বলেছেন:
আহারে বেচারা পোলাপাইন মানুষ! থাক রাগ কইরেন না তার উপর। মাফ কইরা দেন। :P

৪৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

একজন আবির বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

একজন আরমান বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

আমি বাঁধনহারা বলেছেন:
আসুন করি আজ আন্দোলন-অনশন
আর হবে না কোন মা-বোন ধর্ষণ।
আসুন সবাই এক ময়দানে দাঁড়াই
পিশাচের বুকে মরণ-চিতা জ্বালাই।
আর নয় অপমান..
নারীরা মায়ের জাত,
জান্নাতের পারিজাত,
করি তাঁদের সম্মান।।

খুব ভালো একটি পোস্ট।
খুব ভালো লাগল।++++
শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

নেবুলা মোর্শেদ বলেছেন: আরমান ভাই তারিখ এবং স্হান পরিবর্তন করা হয়েছে এটা জানিয়ে আপনি রাতে আর একটি পোস্ট দেবেন।
আর আগামীকাল ব্লগার রাতুল মাহফুজ ( সামু নিক-উল্টোরথ) আপনাকে দুপুরের মধ্যে ফোন দেবে ওর অফিস আপনার বাসার কাছেই।আপনি ব্যানারের মুল কপি পেন ড্রাইভে করে নিয়ে ওর অফিসে চলে যাবেন।
ও ব্যানারটার কপি আর আপনাকে নিয়ে ওর পরিচিত প্রেসে যাবে,আর সন্ধ্যার মধ্যে ব্যানার (প্যানাফ্লেস্ক) পেয়ে যাবেন।আর খরচ খুব বেশী হবে না।এই বিষয়ে ফোন করে ওর কাছ থেকে জেনে নিবেন।
আমি সকালে বি এম কলেজে যাব ওখানে উত্তরন নামের একটি সংগঠন আছে,ওরা নাটক সহ বিভিন্ন সামাজিক অনুস্টান করে।
কোন রাজনৈতিক সংগঠন নয়।অনুস্টানের ব্যাপারে ওদের সাথে আলাপ করবো।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

একজন আরমান বলেছেন:
পোস্ট দিতে হবে না। আমি এই পোস্টেই আপডেট করে দিচ্ছি।

৫০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

আবু সালেহ বলেছেন: ধর্ষকদের ফাঁসি চাই;......................

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

একজন আরমান বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৫১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

প্রিন্স হেক্টর বলেছেন: পূর্ণ সমর্থন। এগিয়ে যান।


ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৫২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩

শাকিলা জান্নাত বলেছেন: প্লাস।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৫৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

অপূর্ণ রায়হান বলেছেন: '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''
আসুন আমরা প্রতিবাদ করি ভার্চুয়ালি কিংবা রাজপথে ,শান্তিপূর্ণভাবে।

ভালো থাকবেন ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

ধর্ষণ সহ সকল যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন

৫৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

অপূর্ণ রায়হান বলেছেন: আমার পোস্ট দুইটাতে অ্যাড করে দিলাম ভাই ।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

একজন আরমান বলেছেন:
আচ্ছা ভ্রাতা।
আর আমাদের ফেবু ইভেন্টের একটু প্রচার কইরেন। আমি সবাইকে শুধু পিসির সামনে চাই না, রাস্তায়ও চাই !

৫৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: আপনাদের ফেবু ইভেন্টও অ্যাড কৈরা দিছি । আপনি আমাগো গ্রুপ পেজে এইডার একটা পোস্ট দেন । http://www.facebook.com/groups/stoprape123/

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

একজন আরমান বলেছেন:
আচ্ছা ভ্রাতা।

৫৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

মেহেরুন বলেছেন: ভালো উদ্যোগ। এগিয়ে যা আরমান। সবাই তোদের সাথে আছে ++++

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
কেমন আছো?

৫৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

নাদিয়া জামান বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৫৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

মেহেরুন বলেছেন: আমি ভালো আছি রে। আমার ব্লগ এ ঘুরে যাস একবার, গল্প করতে :)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন:
আচ্ছা আপু। আমি একটু ব্যাস্ত আছি তাই সময় করে উঠতে দেরি হচ্ছে।

৫৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে আছি ।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৬০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

অঞ্জলি বলেছেন: আপনার সাথে এক মত।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।
কেমন আছেন ভাইয়া?....

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!

শুভ রজনী!!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ।
আপনাদের দোয়ায় আছি ভালোই।
আপনি কেমন আছেন?
ব্লগে দেখি না কেন আজকাল খুব একটা?
মন ভালো?

৬১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

নেক্সাস বলেছেন: একজন আরমানের মত শত শত আরমানের ঘুম ভাঙুক।

জাগো বাহে..

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?

৬২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

মেঝদা৬১ বলেছেন: যে ধরনের উত্তর আসুক
মানুষই কিন্তু সেরা
যারা করে অমানুষের কাজ
মানুষ নয় তো তারা।
ওরা হয় মূষিকের ভ্রাতা
জ্যান্ত থাকতে মরা।

ধন্যবাদ আরমান

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ মেঝদা।
আপনাদের মতো মানুষেরা আছে বলেই আজ পৃথিবীটা এখনও আছে, আপনাদের মতো মানুষেরা আছে বলেই আজ আমার মতো খুদ্রাকায় মানুষ ভালো কিছু করার সাহস পায়।

৬৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

একজন আরমান বলেছেন:
করেছি।

৬৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

ডানাহীন বলেছেন: ধর্ষনের শিকার নারীর নাম এবং ছবি প্রকাশ করা যাবে না।
আদালতে তাকে না এনে যে কোন একজন চীপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেই নারী তার জবানবন্দি দেবে।
তার পড়ে তদন্তে যে ব্যাক্তির নাম আসবে সে আদালতে প্রমান দেবে যে আমি ধর্ষন করি নাই ।

ভালো প্রস্তাব ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

একজন আরমান বলেছেন:
আপু প্রস্তাব তো ভালো, কিন্তু বাস্তবায়ন কবে হবে সেটাই দেখার বিষয় !

৬৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

অনীনদিতা বলেছেন: ডানাহীন বলেছেন: ধর্ষনের শিকার নারীর নাম এবং ছবি প্রকাশ করা যাবে না।
আদালতে তাকে না এনে যে কোন একজন চীপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেই নারী তার জবানবন্দি দেবে।
তার পড়ে তদন্তে যে ব্যাক্তির নাম আসবে সে আদালতে প্রমান দেবে যে আমি ধর্ষন করি নাই।


এই প্রস্তাবটা অনেক ভালো লাগলো।
আর নয়তো যেভাবে আদালতে সবার সামনে ধর্ষিতাকে প্রশ্ন করা হয়,সেই প্রশ্ন গুলোর আনসার দিতে গিয়ে সে দ্বিতিয় বারের মত ধর্ষিত হয়।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

একজন আরমান বলেছেন:
আপনি মনে হয় আমার পুরো পোস্ট টি পড়েন নি।
তাই আবারও আপনার জন্য পোস্টের চুম্বক অংশ তুলে ধরলামঃ

বেশীরভাগ ঘটনায় ধর্ষিত নারী চুপ থাকে কারন, আমাদের সমাজের কিছু মানুষ ধর্ষনকারী পুরুষের চেয়ে নারীকেই এর জন্য দায়ী করা হয়।
এছাড়াও আমাদের দেশে একজন নারী তিন বার ধর্ষনের শিকার হয়, প্রথমবার হয় শারিরিকভাবে, এর পরে ডাক্তারি পরীক্ষার সময় এবং সবশেষে মামলা যখন বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয় তখন।
এই জন্য এই ধরনের অনেক ঘটনা চোখের আড়ালেই থেকে যায়।
ধর্ষনের আইনটি যদি পরিবর্তন করে এই রকম করা হয় যে ধর্ষনের শিকার নারীর নাম এবং ছবি প্রকাশ করা যাবে না।
আদালতে তাকে না এনে যে কোন একজন চীপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেই নারী তার জবানবন্দি দেবে।
তার পড়ে তদন্তে যে ব্যাক্তির নাম আসবে সে আদালতে প্রমান দেবে যে আমি ধর্ষন করি নাই।

৬৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

অনীনদিতা বলেছেন: পড়েছি,কিন্তু কেন যেন মনে ছিলনা।
আস্তে আস্তে মনে হয় ব্রেইনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

একজন আরমান বলেছেন:
এই বয়সেই এই অবস্থা হলে বুড়ি বয়সে কি করবেন? B:-) B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.