নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

বরিশালে ধর্ষণের প্রতিবাদে মৌন মিছিল

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।



এই দাবীকে সামনে রেখে আজ ১৩-০১-২০১৩ইং তারিখে বরিশালে অনুষ্ঠিত হয়ে গেলো মৌন মিছিল। মাত্র স্বল্প কয়েক দিনের নোটিশে শুধুমাত্র ফেসবুক আর ব্লগে প্রচারনা করেই আমরা যেটুকু সমর্থন পেয়েছি তা কাজে লাগিয়ে সম্পন্ন করে ফেললাম আমাদের এই আয়োজন। যা আমাদের কাছে খানিকটা অপ্রত্যাশিতই ছিল।



ইভেন্ট এর পূর্ব মুহূর্তঃ

আমিনুর ভাই আমাকে কল করে বললেন "আরমান তুই তো বরিশালে আছিস। ওখানেই একটা ইভেন্ট করে ফেল। কাজ শেষ করে তবেই ঢাকা ফিরবি।" যেই কথা সেই কাজ। শুরু করে দিলাম যুদ্ধ, মানে ইভেন্ট এর প্রস্তুতি।



ইভেন্ট এর আয়োজনঃ

কয়েকদিন ধরেই ইভেন্ট নিয়ে আমি, মোরশেদ ভাই, রাতুল ভাই, মিতুল ভাই আর মেহেদী ভাই প্ল্যান করেছি। এর মধ্যে মোরশেদ ভাই অনেক দৌড়াদৌড়ি করেছেন। যেমন নেতাদের কাছে যাওয়া, মিছিল এর অনুমতি নেওয়া ইত্যাদি। আর রাতুল ভাই ব্যানার এর শ্লোগান "ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই" তৈরি করেছেন।

অনেক ঝামেলা পাড়ি দিয়ে আজ আমাদের ইভেন্টটি সফলভাবে শেষ হল।



হতাশার কথাঃ

বরিশালে এই রকম একটা বড় ইভেন্ট আমি এই প্রথম করেছি। আর এটি করতে গিয়ে যেই সমস্যাগুলোর মুখে পড়েছিলাম তা হলঃ

০১. অধিকাংশ মানুষই ব্লগ সম্পকে জানে না ! তারা শুধু ফেসবুক জ্বরেই আক্রান্ত। এই ব্লগ সম্পর্কে বুঝাতে গিয়ে আমার আর মোরশেদ ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।

০২. মানুষ প্রথমে হ্যাঁ হ্যাঁ, আছি আছি বলে, কিন্তু কাজের সময় কাউকে আর বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না !

০৩. রাজনৈতিক কারণে বেশ কয়েকবার আমাদের প্রোগ্রাম এর জায়গা এবং সময় পরিবর্তন করতে হয়েছে।

০৪. "আমরা ব্লগার"- এরা কোন রাজনৈতিক সংগঠন? কিংবা "আমরা ব্লগার"- এদের সাংগঠনিক প্যাড কই? - এই ধরনের প্রশ্নের সম্মুখীন হাজার বার হতে হয়েছে।

০৫. আর সব থেকে বড় হতাশার কথা হল একজন মেয়েকেও এই মিছিলে আনা সম্ভব হয় নি !তাদের মনে হয় শুধু পা ধরা টাই বাকি ছিল ! তবুও তাদের আনা সম্ভব হয় নি !



আশার কথাঃ

অনেক হতাশার কথা শুনালাম। এইবার একটু আশার কথা শুনাইঃ

০১. অনেকেই সচেতন হয়েছে বাংলা ব্লগ সম্পর্কে।

০২. তারা ভবিষ্যতে আমাদের এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে সাথে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।

০৩. কিছুটা হলেও ধর্ষণ সম্পর্কে সবাইকে সচেতন করা গিয়েছে।



আমার কথাঃ

০১. অনেকের সাথেই পরিচয় হয়েছে। সু-সম্পর্ক হয়েছে।

০২. রাতুল ভাই, মিটুল ভাই আর মেহেদী ভাইয়ের মতো তিনজন বড় কবির সঙ্গে পরিচয় হয়েছে।

০৩. মেহেদী ভাই আর মিটুল ভাই - ওনাদের দুজনেরই কবিতার বই বের হচ্ছে আসছে বই মেলায়।

০৪. ধর্ষণ সম্পর্কে সবাইকে কিছুটা হলেও সচেতন করতে পেরে ভালো লাগছে।

০৫. সামনে বড় কোন প্রোগ্রাম আয়োজন করার সাহস এসেছে।



মৌন মিছিলের কিছু খণ্ড-চিত্রঃ

০১. মিছিল শুরুর পূর্ব মুহূর্তেঃ



০২. সায়েম ভাই আরমান মিয়ারে কি কইতাছে?



০৩. মিছিল শুরু ( মৌন মিছিল, তাই কেউ কিছু বলতে পারতেছে না )



০৪. সায়েম ভাই ইন ভাবযযয...



০৫. আরমান মিয়া দাত ক্যালায় কেন?



০৬. অবশেষে একজন নারীকে কোন মতে পাওয়া গেলো !



০৭. মিছিল টু বি কন্টিনিউড-০১



০৮. নারীগণের একাংশ বসিয়া রহিয়াছেন, তবুও তাহারা মিছিলে আসিলেন না !



০৯. মিছিল টু বি কন্টিনিউড-০২



১০. মিছিল টু বি কন্টিনিউড-০৩



১১. মিছিল টু বি কন্টিনিউড-০৪



১২. মেহেদী ভাই কি ভাবছেন?



১৩. সমাপ্তির পথে...



১৪. অনুষ্ঠান শেষে চায়ের দোকানে বরিশালের কবি গণের সাথে আমি এই অধম একজন আরমান।





ভিডিও লিঙ্কঃ

০১.

০২.



ফটো ক্রেডিটঃ নেবুলা মোরশেদ ভাই

শ্লোগান ক্রেডিটঃ রাতুল ভাই

সব ক্রেডিটঃ আম জনতা



বিশেষ কৃতজ্ঞতাঃ আমিনুর ভাই আর মোরশেদ ভাই



সবাইরে অনেক ক্রেডিট দিয়া নিজের কাছে এখন কিছুই নাই, তাই ডেবিটগুলান সব একজন আরমান'রে দিলাম।

মন্তব্য ১১৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনাকে ছাড়া তো কাউকেই চিনলাম না। উনাদের ব্লগ আইডি সহ দেন, নাহলে চিনছি না।

ভাল লাগল। শুভ কামনা রইল।

নিউ গ্লাসেস সুন্দর হয়েছে :-B

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ স্বর্ণা।

দিচ্ছি। একটু সময় লাগবে। আমার এখানে নেট একটু স্লো।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
http://www.somewhereinblog.net/blog/tuhin000
Click This Link

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

স্যালুট ভাই তোমাদের সবাইকে । আশা করি একদিন শকুনেরা সব পরাজয় বরন করে নেবে । ভালো থেকে সবসময় এই দোয়া করি।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: শুভকামনা ...
++++++++

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

জেমস বন্ড বলেছেন: :) :) :) মিছা কতা কও কেরে , একটা আফারে দেখছি :P :P ৩ ডা আফারে ও দেখছি । একজন ফুনে কতা বেশি কইতাছে দেখিয়া /:) /:)



উদ্যেগ করার জন্য শুভকামনা আর কি ভালবাসা :) :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

একজন আরমান বলেছেন:
আমাদের মাঝে সাড়ি পড়া যাকে দেখছেন উনি রুশানের আম্মু। আজ কলেজে এসেছিলেন রুশানের ব্যাপারে কথা বলতে। আমার আর মোরশেদ ভাইয়ের অনুরোধে উনিও ছিলেন আমাদের সাথে। আর বাকি যাদের দেখছেন তারা আমাদের টিজ করেছেন হেল্প নয় !

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

পেঁচালি বলেছেন: ++++

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
লেখক বলেছেন , "০৫. আর সব থেকে বড় হতাশার কথা হল একজন মেয়েকেও এই মিছিলে আনা সম্ভব হয় নি !তাদের মনে হয় শুধু পা ধরা টাই বাকি ছিল ! তবুও তাদের আনা সম্ভব হয় নি !

ছবিতে
০৮. নারীগণের একাংশ বসিয়া রহিয়াছেন, তবুও তাহারা মিছিলে আসিলেন না !

০৬. অবশেষে একজন নারীকে কোন মতে পাওয়া গেলো !"


আর তাইত আমি বলি আমি কিন্তু ধর্ষকের পক্ষে !!!!!!!! Click This Link

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
আমাদের মাঝে সাড়ি পড়া যাকে দেখছেন উনি রুশানের আম্মু। আজ কলেজে এসেছিলেন রুশানের ব্যাপারে কথা বলতে। আমার আর মোরশেদ ভাইয়ের অনুরোধে উনিও ছিলেন আমাদের সাথে। আর বাকি যাদের দেখছেন তারা আমাদের টিজ করেছেন হেল্প নয় !

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

আফিফা মারজানা বলেছেন: রাগ করছি ।অবশ্য আমারে তোমরা মিছিলে লইতা নাকি ব্যপক সন্দেহ করতাছি !

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

একজন আরমান বলেছেন:
কেন আপু?
আপনাকে কিভাবে জানাবো বলেন?
আপনার নাম্বার আমার কাছে নেই !

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
রুশানের আম্মু কে স্যালুট জানাই আর বাকি যারা হেল্প নয় টিজ করেছেন তাদের বলি তাহলে আপনারা কি ধর্ষণের পক্ষে নাকি !!!!!!!!!!!!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

একজন আরমান বলেছেন:
রুশানের আম্মু কে স্যালুট।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হতাশ হবেন না ভাই।
মহৎ কাজে সাফল্য আসবেই।
আপনাদেরকে স্যালুট জানাই। আলোকিত মানুষ বোধ হয় একেই বলে।
দেখবেন সবাই এগিয়ে আসবে একসময়।
প্লাস।++

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

একজন আরমান বলেছেন:
হতাশ হতেও চাই না।
অনেক ধন্যবাদ আপু।

ভালো থাকুন সর্বদা,
শুভকামনা নিরন্তর।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

ছোট্ট নিথী বলেছেন: প্রতিবাদ চলবেই!!!!! +++++++++++++++++

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নিথী।
কেমন আছেন আপনি?
ব্লগে অনিয়মিত কেন আজকাল?

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

shfikul বলেছেন: এই উদ্যোগের মাধ্যমে একজন মানুষও যদি সচেতন হয়ে থাকেন তবেই আপনারা স্বার্থক।আপনাকে আপনার সহযাত্রীদের এবং রুশানের আম্মুকে স্যালুট জানাই।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ শফিকুল ভাই।
আপনি কেন যে সামু থেকে হারিয়ে গেলেন বুঝতে পারছি না। জানেন সামুতে আর সেই আগের মতো মজা পাই না শুধু আপনি নেই বলে।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

ছোট্ট নিথী বলেছেন: আমি আছি ভালোই। আপনি কেমন আছেন?? :)
ইদানীং একটু ব্যস্ত থাকি। ফ্রী হলে নিজের সাথে সময় কাটানোর চেষ্টা করি। তাই হয়তো বা.....!! :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

একজন আরমান বলেছেন:
ওহ আচ্ছা। আমার আর থাকা ! আমিও মানুষ আর তেলাপোকাও পাখি !

আমি এখন নিজের সময়টা ব্লগারদের সাথে ভাগ করে নিতেই বেশী ভালোবাসি।:)
গ্রাজুয়েশন শেষ তাই বসে বসে সিভি ড্রপ করা আর ব্লগিং করা ছাড়া কোন কাজ নেই।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: এগিয়ে যান ভাই, সফলতা আসবেই...

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
আশা করছি পাশে থাকবে। :)

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

ইউসুফ আলী রিংকূ বলেছেন: রাজপথের আন্দোলন চলছে চলবে

ধর্ষকদের ফাঁসীর দাবিতে রাজশাহীতে আলোর মিছিল সমগ্র বাঙালী প্রতিবাদী হও

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
রাজপথের আন্দোলন চলছে চলবে

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

ফারহান চৌধুরী আসিফ বলেছেন: শুভকামনা রইল।।
মিছিল নিয়ে কোথায় কোথায় গিয়েছিলেন?
ছবি দেখে স্থানগুলো ঠিক চিনতে পারছি না।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
কলেজ চত্বরেই ছিলাম।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মন থেকে শ্রদ্ধা, আপনাদের সমাজের প্রতি কমিটমেন্ট মাথা নত করে সালাম করতে বলছে..

আমি আপনাদেরকে তুলকা করি একাত্তুরের বীরদের সাথে...... কারণ আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন... যেমন তারা করেছিলেন তাদেরটা!!!

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
আমরা একাত্তরের যুদ্ধ করতে পারিনি। তাই বলে এখন সামান্য কিছুও করতে পারবো না তা কি হয়?

কান্ডারী অথর্ব ভাইয়ের কথা টি সবাই কে এবার বলতে চাই-

আরে ভার্চুয়ালই কি আর ধর্ষণ হয় ধর্ষণ হয় মাঠে – ঘাটে – রাজপথে । তাই একে রুখে দিতে ভার্চুয়ালই সচেতনতা তৈরি করার পাশাপাশি রাজপথেও নামতে হবে। নতুবা ধর্ষণ একের পর এক হতেই থাকবে আর আমরা শুধু কিবোর্ড ফাটিয়ে আঙ্গুলই চুষে যাব কারন আমরা যে সুশীল সমাজভুক্ত আঙ্গুল চোষা সুশীল । আর তোমরা ধর্ষণ হতে চাইলে ধর্ষিত হও তাতে আমার কিছু যায় আসেনা !

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

শামিল কায়সার বলেছেন: বন্ধ হোক অন্যায় আর নিপীডন। +++

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
বন্ধ হোক অন্যায় আর নিপীড়ন।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

s r jony বলেছেন:

গুড জব ব্রো

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আজকে আপনাদের সবাইকে খুব মিস করছি। এর আগে সব কর্মসূচীতে আপনার ছিলেন। এইবার তাই কেমন যেন খালি খালি লাগছে।

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

ছোট্ট নিথী বলেছেন: আমিও মানুষ, আপনিও মানুষ। নিজেকে ছোট করে দেখবেন না!! :| :| :|
শুভ কামনা রইল!! :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

একজন আরমান বলেছেন:
নিজেকে ছোট ভাবার মজাই কিছু আলাদা !

যেমন ছোট্ট নিথী !
হা হা।
মজা করলাম।
মাইন্ড কইরেন না।

আপনার প্রতিও শুভকামনা।
ভালো থাকুন।

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

অচিন.... বলেছেন: প্রতিবাদ এভাবেই দানা বাধবে… ছোট থেকেই বিশাল আকার ধারন করবে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
প্রতিবাদ এভাবেই দানা বাধবে… ছোট থেকেই বিশাল আকার ধারন করবে।

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
লেখক বলেছেন:
ধন্যবাদ ভাই।
আজকে আপনাদের সবাইকে খুব মিস করছি। এর আগে সব কর্মসূচীতে আপনার ছিলেন। এইবার তাই কেমন যেন খালি খালি লাগছে।


আরে তুমি এইসব কি বল আমরা সবাই এখনো একসাথে কাজ করছি কি বলছ খালি খালি লাগবে কেন মনে কর তুমি একটা সেক্টরের কাজ করছ আর আমরা আরেক সেক্টরের ঠিক সম্মিলিত ভাবে সব সেক্টর মিলিয়েই আমাদের এই যুদ্ধ ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
ভালো বলছেন তো ভাই। এই রকম তো ভেবে দেখি নি।
কিন্তু আজকে সত্যিই আপনাদের খুব মিস করছি।
আপনাদের ছেড়ে থাকতে ভালো লাগে না।
তাই ভাবছি আগামী পরশুই ঢাকা চলে আসবো। :)

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
হে বন্ধু তোমার বিহনে আমাদেরও মন কেমন আনচান আনচান করে । তবে সুস্থ ভাবে আমাদের মাঝে আবার তুমি ফিরে আস এই দোয়া করি । তবে আমিনুর ভাই বার বার তোমার কথা বলছিলেন তোমাকে নাকি উনার একটু ঝারি না দিলে পেটের ভাত হজম হয়না ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

একজন আরমান বলেছেন:
খাইছে?
আমি আবার কি করলাম?B:-)B:-)
আমি তো বরিশালেই ছিলাম !
যদিও গোলাপ ভাইয়ের ঝারি খাইতে আমার ভালোই লাগে। :) :)

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ফটো ক্রেডিটঃ নেবুলা মোরশেদ ভাই
শ্লোগান ক্রেডিটঃ রাতুল ভাই
সব ক্রেডিটঃ আম জনতা

বিশেষ কৃতজ্ঞতাঃ আমিনুর ভাই আর মোরশেদ ভাই

সবাইরে অনেক ক্রেডিট দিয়া নিজের কাছে এখন কিছুই নাই, তাই ডেবিটগুলান সব 'একজন আরমান'রে দিলাম।

সেরাম হাসি পাইছে। দারুন আপডেট!!!!

কিন্তু কাজের কথা হচ্ছে সকলের এত আন্তরিকতা, এত কষ্ট যেন সফল হয়। তাহলেই এ পোস্টের সার্থকতা।
চালিয়ে যান। সকল অন্যায়ের বিরুদ্ধের আন্দোলনে সাথেই আছি। ভালো থাকবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ মূর্খ ভাই।
সাথে থাকার জন্য ধন্যবাদ।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আস্তে কইরা কই:P আপ্নার ডাইন হাতে আমি কিন্তু বিড়ি দেখতাছি:P:P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ ছিঃ
ভাই এইগুলান কি কইতাছেন?
বিড়ি আর আমি ! :-/:-/
হাউ পসিবল ম্যান?
ইউ পম গানা?
ইউ জানেন আই ডোন্ট পান করি বিড়ি? B-)
মি একঝন আরমান অনলি ড্রিংক সিগারেট ! ;)

আর ছবিতে দেখছেন কেমতে? ছবিতে তো আমার ডান হাতই দেখা যায় না ! আপনে এই মাঝ রাইতে জাইগা জাইগা স্বপ্ন দেখন বন্ধ করেন ! /:)

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

শান্তা273 বলেছেন: জানলে আসতে পারতাম!
বরিশালেই আছি।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

একজন আরমান বলেছেন:
আপু অনেক দিন ধরেই আমরা ব্লগে এবং ফেবুতে প্রচারণা চালিয়েছি !
যাই হোক আগামী দিনগুলোতে পাশে পাবো আশা করছি।

ভালো থাকুন।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ইউ পম গানা। X(( ভালভাবে সি ইউর লেফট হ্যান্ডে ভিজিবল কিছু পরিমান ধুঁয়া। মী কট ইউ খাইছো বিড়ি। =p~

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
ইউ করছেন এগেইন মিস্টেক !

ইউ জানেন আই ডোন্ট পান করি বিড়ি? B-)
মি একঝন আরমান অনলি ড্রিংক সিগারেট !;)

আর আপনে যে ধুঁয়া দেখছেন সেইটা ভুইলা যান। লাগলে আপনারে ঘুষ হিসাবে হলিউড খাওয়ামুনে। ;)

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ইয়াহুঊঊঊঊঊঊঊঊঊ কেডা কইছে আরমান ভাই ছিকারেট খায়। হের মত ভালু মানুষ আর আছে নি?:P:P

কিন্তু কতা অইতাছে মুই হলিউড না বেঞ্চু ভালু পাই।/:)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
আমিও তো বেঞ্চু খাই। কিন্তু বেকার মানুষ তো যখন মানিব্যাগ উলঙ্গ থাকে তখন মাঝে মইদ্ধে ঠেকায় পইড়া ব্রিস্টলও টানি ! /:)

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

রাইসুল নয়ন বলেছেন: ধন্যবাদ আরমান এবং যারা আপনার সাথে ছিলেন ।।

ভালো থাকুন।।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ নয়ন ভাই। আপনি সাথে না থেকেও অনেক হেল্প করেছেন।

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: উক্কে ভ্রাতা সিলেটে আসেন। দাওয়াত রইল :#) দুই ভাই মিল্লা মুনের জুশে বেঞ্চু টানমু।:) নো টেন্চু, বিল মী দিমু।B-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
উখে। টাকা জমায়া লই। তারপর আমুনে। বেকারের আর জীবন ! /:)/:)/:)

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

বাবুরাম সাপুড়ে বলেছেন: ওরে.রে আরমান ঝাক্কাস আয়োজন হইয়াছিল তো! পোস্ট পরে পড়ব আগে কমেন্ট করতে আসলাম । অনেক দেরি করে ফেলেছি বোধ হয়। ছবি দেখেই বোঝা যাচ্ছে মৌন মিছিল বেশ হয়েছে। এভাবেই আমাদের সংগ্রাম চলুবে, চলতেই থাকবে ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

একজন আরমান বলেছেন:
হা হা।
আগে পড়েন।
পড়ে কমেন্ট করেন।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

আমিনুর রহমান বলেছেন: অনেকেই আছেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত কিন্তু দুজন মানুষের কথা না বললেই নয় তাদের যাদের কারনে আজকে আমরা সকলে একত্রিত হতে পেরেছি যাদের একজন অপূর্ন আর অন্যজন দিকভ্রান্ত*পথিক । তোমাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা ভাইডি।



একজন আরমান দারুন +++

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

একজন আরমান বলেছেন:
অপূর্ন আর দিকভ্রান্ত*পথিক ভাইর জন্য শুভকামনা।

আর আপনারে মাইনাচ ! X( X( X(( X((

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫০

নিষ্পাপ কয়েদি বলেছেন: মাইন্ড কইরেন না বস, মিটিং মিছিল করে কি ধর্ষন রোধ করতে পারবেন?

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

একজন আরমান বলেছেন:
তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দেনঃ
০১. চুপ কইরা থাইকা কি ধর্ষণ বন্ধ করতে পারবেন?
০২. যদি আজ আপনার বোন/স্ত্রী/গার্ল-ফ্রেন্ড ধর্ষিত হয় তবে আপনি কি করবেন?
০৩. আপনি কি জানেন না মৌনতা সম্মতির লক্ষন?
০৪. তার মানে আপনি চুপ থেকে কি ধর্ষণকে সাধুবাদ জানাচ্ছেন?

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার কাজ হয়েছে। এই যে তোমরা আজকে বরিশালে বাংলা ব্লগ সম্পর্কে জানালে এটাও একটা বিশাল কাজ হয়েছে। আসলে শুরুটা তো কাউকে না কাউকে করতেই হয়। তোমাদের অভিনন্দন একটি মহৎকাজে তোমরা গিয়েছ।

তবে উপরে একজন বলেছেন মিটিং মিছিল করে ধর্ষন রোধ করা যাবে কিনা? ভালো প্রশ্ন। উত্তর হচ্ছে যাবে। কারন মিছিল মিটিং করা হয় একটি সুনিদির্ষ্ট বিষয়ে মানুষকে জানানোর জন্য। মানুষে সচেতনতার জন্য। আমরা সচেতন করছি। আমরা চিহ্নিত করছি, কেন মানুষ ধর্ষন করে, বা কিভাবে ধর্ষনকে থামানো যায়। মিছিল বা মিটিং এর মাধ্যমে গনমানুষকে জাগিয়ে তোলা, আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষনা করা, আমরা ধর্ষন বিরোধী কঠোর আইন চাই।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

আসলে সবাই সবকিছু বোঝে না। আর সেখানেই যতো সমস্যা।

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ নারীদের অংশ গ্রহন ছিলো দেখছি। সবার উৎসাহ আর মনোবল বাড়াতে এই ছোট কর্মটি করেছি।

তোদের ডাক এসেছে
****************************
এসেছে ডাক এসেছে, ছুটে তোরা আয়রে সবাই
জ্বালবো আলো মোরা আধার ভাঙার চলবে লড়াই ,
গর্জে উঠরে সকল ঘুমিয়ে থাকা বাঘের ছানা ,
গুড়িয়ে দিয়ে কপাট, ধর্ষকেরই আস্তানাতে দেবো হানা ,
অট্টহাসি দিয়ে চমকে দিয়ে ঝাপিয়ে পর ,
হোসনে নড়ম হৃদয় বদলে যারে হিংস্রতারই প্রবল কঠোর ,
ভেংগে ফেল ধর্ষকেরই নোংরামির ঐ দুর্গখানা ,
ঘুমিয়ে থাকিস নারে বাংলার সব বীর যোদ্ধা বাঘের ছানা ,
ওরে ওরে পাগলা ঘোড়া, ওরে ওরে ঝড়ো হাওয়া
আজ তোর পাগলামিতে ব্যাস্ত রবি ভুলে যাবি নাওয়া খাওয়া ,
ওরে ওরে বাঘের ছানা, ওরে ওরে তরুন সেনা
উপরে ফেলবি আজই সমাজে সব আছে যতো আবর্জনা ,
দেখা তোর পাগলামি আজ, দেখা তোর বাহাদুরি ,
জুতিয়ে দেশ ছাড়া কর ধর্ষক এই আগাছাদের ফাটিয়ে ভুরি ,
হোসনে শান্ত আজি, হোসনে নম্ররে আজ ,
হিসেবটা চুল চেরা খুব চোখের জলে ভেসে যাওয়া সম্ভ্রম লাজ ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

একজন আরমান বলেছেন:
ভাই শুধুমাত্র একজন নারী অংসগ্রহনকারী ছিলেন ! :(

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

ঘুড্ডির পাইলট বলেছেন: বেদনার কথা হলো এই যে , এই কার্যক্রমে অংম গ্রহনকারীদের ব্লগে এটাক করা হচ্ছে :( আর সহযোদ্ধাদের ভুমিকা ছিলো রোমের নিরোর মতো :( জাতী হতাশ :(

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

একজন আরমান বলেছেন:
কে কারে এটাক করছে রাফাত ভাই?
আমি ব্যাস্ত ছিলাম তাই হয়তো খেয়াল করি নাই। খালি কন কি হইছে? চুসিলগিরি ছুটায়া দিমু এক্কেবারে।

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখ আরমান, কেউ যদি না বুঝে তাহলে তাকে বুঝানোর দায়িত্ব কিন্তু আমাদের। সো, সেটা নিয়ে মন খারাপ বা তাকে ভূল বুঝার অবকাশ নেই। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় না বুঝতে চায়, তাহলে তাকে বুঝানোর দায়িত্ব আরাম করে নিতে পারে। :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি।
আর শেষের লাইনের কথা মাথায় রাখলাম। ;)

৩৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৯

নিয়েল ( হিমু ) বলেছেন: এই পোষ্টটা আবির রে দিয়া দেয়ানি উচিত ছিল আরমান । তুমি বরিশাইল্লা না তুমি ঢাকাইয়া /:)

আমাদের সিলেটে ব্লগ মানুষ ভয় পায় মানে ব্লগ সম্পর্কে জানে ঠিক কিন্তু একটু ভুল জানে যার দরুন ব্লগারদের মর্জাদাই আলাদা /:)

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

একজন আরমান বলেছেন:
এ বেডা কতা হুস কইররা কইস।X( মুই ঢাহাইয়া তোরে কইছে কেডা?X(( মুই পিউর মেইড ইন বরিশাল। B-) বোজ্জো হায়?

সিলেটেড় মানুষ কি ভুল জানে?

৩৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিলফামারী জেলায় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ!!! মানবতা, তুমি মরে গেছ, বুঝতে পারলাম।

ধর্ষণের চেষ্টা মামলায় জামিন পেয়ে সেই শিশুকে(৫) ধর্ষণ ও হত্যা করা হলো!!!! হায়রে মানুষ!!!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

একজন আরমান বলেছেন:
আজ আমি মানুষ হিসেবে লজ্জিত, লজ্জিত একজন পুরুষ হিসেবে....

৩৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

ইখতামিন বলেছেন: ভালো লাগলো.
শুভ কামনা রইল.
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
হাতে ওটা কী?

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

এক হাতে মোবাইল অন্য হাতে ব্যানার !
আর কি? ;)

৪০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

অনীনদিতা বলেছেন: এগিয়ে যান,সফলতা আসবেই...

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

sushama বলেছেন: তোমাদের মত সবাই এইভাবে একজন দুজন করে এগিয়ে আসলে একসময় সমাজে মানসিকতার পরিবর্তন আসবেই। শুভ কামনা ভাইয়া

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

ডানাহীন বলেছেন: মেয়েদের উপরে রাগ করবেন না .. অনেক সামাজিক বাধা থাকে আর স্বভাবগত ভাবেই তাদের ভিতরে বিপ্লবী চেতনা কম .. তবে মেয়েরা আগের চেয়ে অনেক সাহসী হচ্ছে ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

একজন আরমান বলেছেন:
রাগ করি নি। কিন্তু তাদের সচেতনতা কম দেখে খানিকটা অবাক হয়েছি।

৪৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

সবচেয়ে ভাল বিচার হলো ধর্ষককে নপুংশক করে দেয়া। এটাই হবে সঠিক বিচার।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

একজন আরমান বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

বাবুরাম সাপুড়ে বলেছেন: হাসিতে হাসতে মরার উপক্রম এক ভার্চুয়াল রেপিস্ট নাকি রেপ করতে গিয়া মারা গেছে =p~ =p~ =p~ =p~ লিংক

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

একজন আরমান বলেছেন:
আপনার সাথে জরুরী কথা আছে।

৪৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

নিয়েল ( হিমু ) বলেছেন: এহা তুই কি কও আরমান B:-)
মুইয়ো তো বরিশাল্লা ভাষায় কতা কৈতারি তে মুইও কি বরিশাল্লা নি ? কি কও তুই B:-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

একজন আরমান বলেছেন:
হয় নাই রে ছুডো ভাই হয় নাই।
এতো সোজা না, যতোডা ভাবতাছো। যাও আগে কমপ্লান খাইয়া আসো তারপর ভালো মতো বরিশাইল্লা ভাষা শিখামুনে।

আর আমি যে বরিশাইল্লা তার প্রমান কাউরে দিতে হইবে না, সবাই এম্নেই বুইঝা যায়। আর হ্যার পরেও যদি কোন আহাম্মক না বুঝে তাইলে ক্যামনে বুঝাইতে হইবে তা আমার ভালো কইরাই জানা আছে।

৪৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

ইখতামিন বলেছেন: উক্ত দুই ক্যাটাগরির ফল পাকিয়াছে.
ম্যানেজমেন্ট ও এওয়ার্ড কমিটি নাস্যিতে তৈল দিয়া ঘুমাইতেছেন.
এখন শুধু "সাহিত্য" ক্যাটাগরির অপেক্ষায় রহিয়াছেন।
নোমিনেশন লিস্ট পাইলে একসাথে সম্পূর্ণ ফলাফল ঘোষণা করা হইবে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

একজন আরমান বলেছেন:
আমি ভাই সাহিত্য ভালো বুঝি না। অতি মূর্খ মানব।

৪৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

ইখতামিন বলেছেন: কবিতা তো ঠিকই টানিতে পারেন.

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

একজন আরমান বলেছেন:
আরে ভাই দু - চারটা কবিতা লিখলেই কি কবি হয়ে যায় নাকি? কি যে বলেন না !

৪৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

একজন আবির বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

একজন আরমান বলেছেন:
ধর্ষিতার ক্রন্দন নয়, ধর্ষকের বিচার চাই।

৪৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

হিমু নিয়েল বলেছেন: তুমি বরিশাল্লা না বেছ । কেমনে বুঝাবা আমারে বুঝাও X( X(

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

একজন আরমান বলেছেন:
তোমার মতো পুলাপাইন রে বুঝানোর সময় আমার নাই।
আর বেশী চুলকানি থাকলে তুমি বরিশাল আইসা আমার নাম কইয়ো, তাইলেই টের পাবা। আর তাতেও যদি পেট না ভরে তাহলে তুমি বরিশাল আসো আর আমি ঢাকা আসি। এরপর আমি ঢাকা থিকা কল দিমু আর তুমি বরিশালে বইসা পিডান খাবা, শের-ই-বাংলায় ভর্তি হবা আর তারপর মনে মনে কইবা যে "আলমাল বাইয়া আসলেই বলিসালেল" ;) ;)

৫০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

নেবুলা মোর্শেদ বলেছেন: আমি ধন্যবাদ দেব আরমান ভাইকে কারন সে থাকাতে আমরা সাহস পেয়েছি।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
ভাই ধন্যবাদ আমার না আপনার পাওনা।

ভালো থাকবেন সব সময়।
অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা রইলো।

৫১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

ফারাহ দিবা জামান বলেছেন: দরকার শক্ত আইন
এবং
সকল পর্যায় থেকে জনসচেতনতা।
প্রয়োজন রুখে দাঁড়াবার ভাষাটা না ভোলা,
আর
সততার সাথে এগিয়ে যাবার স্পৃহা।

শুভকামনা
সতত

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

৫২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

ইখতামিন বলেছেন:
আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত
এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

একজন আরমান বলেছেন:
ব্লগার আসিফের প্রতি শুভকামনা রইলো।

৫৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: স্যালুট ভ্রাতা ।

এখন কি ঢাকা চলে আসছেন ?

ভালো থাকবেন :)

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

একজন আরমান বলেছেন:
স্যালুট তো আপনাদের পাওনা ভাই।
এইমাত্র ঢাকা এসে পৌঁছালাম।

আপনিও ভালো থাকবেন।

৫৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

নীলঞ্জন বলেছেন: Valo uddog. somorthon roilo.

Shuvo kamona

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
কেমন আছেন?
অনেক দিন পর দেখা পেলাম যে !

৫৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

লোনলিফাইটার বলেছেন: গুড জব ব্রো :)

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

আপনার প্রেমের নতুন কোন আপডেট নেই ভাইয়া? ;)

৫৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

তামিম ইবনে আমান বলেছেন:
গুড জব ব্রো।

নারী নারী করতাসেন কেন পোস্টে? ;)

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ব্রো।
কেন করতাছি বুঝেন না? ;)

এতো দিন কই ছিলেন?
আপনারে অনেক মিচাইছি।

৫৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

সালমাহ্যাপী বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন:
গুড জব ব্রো।

নারী নারী করতাসেন কেন পোস্টে


আমারও কিন্তু একই প্রশ্ন আছিলো :P :P :P


বাই দ্যা ওয়ে চালিয়ে যান। একদিন না একদিন এর সুফল আমরা পাবোই ইনিশাল্লাহ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

একজন আরমান বলেছেন:
কারণ যাদের জন্য এই প্রোগ্রাম টা করেছিলাম, তারাই চুপ করে ছিল !

তবে কাউকে পাশে পাই আর না পাই অন্যায়ের প্রতিবাদ চলছে চলবে।

৫৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

কবি মনির বলেছেন: অসাধারণ উদ্যোগ। পাশে আছি।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.