নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| নতুন বছর ||

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০





হারিয়ে গেলো আরও একটি বছর,

যেমন করে হারিয়ে গেছো তুমি,

নতুনের শুরু হবে আবার !



নতুনের ভিড়ে-

হারাবে পুরনো অনেক কিছুই !

সৃতিরাও হারিয়ে যাবে হয়তো,

কিন্তু-

কিছু সৃতি হয়তো থেকেও যাবে

যেটা বয়ে বেড়াবো আমি আজীবন !



জীবন থেমে নেই,

বয়ে চলছে তার আপন গতিতে,

তারই ধারাবাহিকতায় শুরু হল-

নতুন একটি বছর,

কিছু আনন্দঘন সৃতি-

আর কিছু বেদনাকে সঙ্গী করে।।



- একজন আরমান

৩১/১২/২০১২

রাত ১১:২২:১৭

মন্তব্য ১০৫ টি রেটিং +২০/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: অনেক অনেক ভালো হয়েছে ভাইয়া ... প্লাস নিও ...

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

একজন আরমান বলেছেন:
হা হা।
কি যে বলেন না আপু !
আমার এলোমেলো লেখাও সুন্দর হয় নাকি?

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন আরমান ভাই। শুভকামনা:)

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
অনেক দিন পরে দেখা পেলাম আপনার।
ব্যাস্ত মনে হয় আজকাল ? !

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: মন থেকে যা লেখা হয়... তার সবই সুন্দর । আর ভাবনারা এলোমেলোই হয় । গুছিয়ে লেখেতো হিশেবি মানুষেরা ... আমি তুমি তাদের মাঝে পড়ি না

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

একজন আরমান বলেছেন:
হা হা।
চমৎকার বলেছেন তো আপু।

ভালো থাকুন।
শুভকামনা রইলো। :)

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রাতুল_শাহ বলেছেন: সুন্দর।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রাতুল ভাই।

ভালো থাকবেন।

আপনার সাথে দেখা করার ইচ্ছা আমার অনেক দিনের।
জানি না কবে আপনার দেখা পাবো।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সিটিং সার্ভিস বলেছেন: আপনার এ লেখা পড়ে আমি শুধু চেয়ে থেকেছি । কখন ভোড় হয়ে গেছে টের পাইনি । যুগ যুগ ধরে এমন লেখা পড়লেও সর্বদা নুতনের মতোই লাগে। :D

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

একজন আরমান বলেছেন:
আমি মুগ্ধ আপনার মন্তব্যে।
আপনার দেখা পাই না অনেক দিন।

ভালো থাকবেন।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মাক্স বলেছেন: না তেমন ব্যস্ত না। এখন ঘুমাচ্ছি একটু বেশি এই যা।
ভালো থাকবেন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

একজন আরমান বলেছেন:
ওহ। আচ্ছা।
আপনি আর ঢাকায় এলেন না। /:) /:) /:)

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বি.এম. নাহিদ হাসান বলেছেন: চমৎকার B-)) B-)) B-))

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকবেন।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

কবি মনির বলেছেন: আমি কবিতা অনেক পছন্দ করি। এই কবিতা নিয়েই কাটিয়ে দিতে চাই সারাটি জীবন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

আপনার নিকটি নতুন। কিন্তু তবুও একটি পোস্টে আমাকে নিয়ে একটি মন্তব্য করেছেন যে -
কবি মনির বলেছেন: নারী ব্লগারদের প্রচুর কমেন্ট করা মাইনাস বা বৃষ্টি ভেজা সকাল সমগোত্রীয়দের লক্ষন
আমাকে সরাসরি ট্যাগ দেবার চেষ্টা না করলেই খুশী হবো।

আশা করি বুঝতে পেরেছেন।
ভালো থাকবেন।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

ছোট্ট নিথী বলেছেন: জীবন থেমে নেই, আসলেই।
ভালো লাগা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

ভালো থাকবেন।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

মাহী ফ্লোরা বলেছেন: হুম নতুন বছর!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

একজন আরমান বলেছেন:
মন্তব্যে হতাশা কেন আপু? B:-)

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

স্বপনবাজ বলেছেন: কবিতায় মুগ্ধতা আরমান ভাই , আছেন কেমন ?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আছি আপনাদের দোয়াতে ভালোই।
আপনার খবর কি?
কেমন আছেন?
ঢাকা এসেছেন?

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

স্বপনবাজ বলেছেন: একটু আগেই আসলাম , কাল আবার বান্দরবন আর সেন্টমার্টিন দৌড় দিবো !

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

একজন আরমান বলেছেন:
ওহ।
ঠিক আছে। তবে যান ঘুরে আসুন।
ফিরে এসে দেখা হবে ইনশাআল্লাহ্‌।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

স্বপনবাজ বলেছেন: ইনশাআল্লাহ্‌।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

একজন আরমান বলেছেন:
:)

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

s r jony বলেছেন: হারিয়ে গেলো আরও একটি বছর,
যেমন করে হারিয়ে গেছো তুমি,
নতুনের শুরু হবে আবার !


কই, নতুন কিছু তো শুরু হয় না। সেই কবে থেকে অপেক্ষা করিতেছি

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

একজন আরমান বলেছেন:
হবে হয়তো !
নতুনের অপেক্ষায় আমিও আছি।
ভালো থাকবেন জনি ভাই।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: জীবন থেমে নেই,
বয়ে চলছে তার আপন গতিতে,
তারই ধারাবাহিকতায় শুরু হল-
নতুন একটি বছর,
কিছু আনন্দঘন সৃতি-
আর কিছু বেদনাকে সঙ্গী করে।।

হুম তাই। ভাল লাগলো আরমান ভাই।



১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ভালো লাগলো জেনে প্রীত হলাম।

ভালো থাকবেন।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন বছর এসেছে ঠিকই কিন্তু সব কিছু সেই আগের মতই আছে !!!

খুব খারাপ ,

কেন পরিবর্তন আসেনা

একটা পরিবর্তন আসা দরকার ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

একজন আরমান বলেছেন:
ঠিক কথাই বলেছেন।
আসলেই পরিবর্তন দরকার।
কিছু মানুষের কর্মকাণ্ড আমাকে এখনও হতাশ করে !
তবে আমি আশাবাদী পরিবর্তন আসবেই।
আসতেই হবে।
আজকে দেখা হল না।
দেখি কাল ইন্টার্ভিউ শেষে দেখা করতে পারি কিনা।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

অঞ্জলি বলেছেন: সুন্দর কবিতা।সব দুঃখ ভুলে যান।নতুন করে জীবন শুরু করুন। !:#P !:#P !:#P !:#P কবিতায় ৯৯টা প্লাস দিলুম।

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!

শুভ রজনী!!!!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না?

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

shfikul বলেছেন: ক্যামন আছেন?অনুভূতি ভালো লেগেছে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আছি কোন রকম।
আপনার খবর কি?
ঢাকা আসলে সময় করে কল দিয়েন।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

ফালতু বালক বলেছেন: Khub valo.....arman vai, ak bosta plus..

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

লোনলিফাইটার বলেছেন: গুড ট্রাই ব্রো ;) +++

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

একজন আরমান বলেছেন:
থ্যাংকস ব্রো।
ভালোবাসা সাথে থাকলে কবিতা আরও ভালো হতো। :(
আপচুচ। ;)

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

মামুন রশিদ বলেছেন: হারানো দিনের মতই হারিয়ে গেছো তুমি :(



নতুন বছরে তুমি ফিরে এসেছো নতুন স্বপন হয়ে, একজন আরমানের জীবনে । ফের হারিয়ে যেয়োনা তুমি । জেনে রেখো যদি আবার হারাও, একজন আরমান ঠিকই খুজে নিবে অন্য কোন স্বপ্নের ঠিকানা, অন্য কোন ওম, আবার পরের নতুন বছরে ।

একজন আরমান কি ডরায় সখি ভালোবাসা বিরহে ;) ;) :P

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

একজন আরমান বলেছেন:
হা হা হা
ভাই আপনার কবিতা তো অসাম হইচে।
+++++++++
তয় আপনার কবিতা খান কিন্তু কিঞ্চিত ১৮ + ;)

ভালো থাকবেন।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

পরে আবার কথা হবে আর তুমি কোন চিন্তা করনা আমি আছি তোমার সাথে দেখি না কি হয় শেষ পর্যন্ত । দেখতে থাক ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

একজন আরমান বলেছেন:
আচ্ছা। ঠিক আছে ভাই।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

রাইসুল সাগর বলেছেন: বাহ বাহ আরমান অনেক অনেক চমৎকার কবিতা। +


বিশেষ করে এই লাইগুলোঃ

জীবন থেমে নেই,
বয়ে চলছে তার আপন গতিতে,
তারই ধারাবাহিকতায় শুরু হল-
নতুন একটি বছর,
কিছু আনন্দঘন সৃতি-
আর কিছু বেদনাকে সঙ্গী করে।।

জীবন আসলেই থেমে থাকেনা
চলে বহমান স্রোত ধারার মত
কিংকর্তব্য সময় আসে মাঝে মাঝে
তবুও বেঁচে থাকার সাথে ভালো থাকাটা
ভিষন জরুরি।

শুভকামনা জানিস নিরন্তর, ভালো থাকিস বেলা অবেলার কাব্যে ।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক দিন পর আবার দেখলাম আপনাকে আমার ব্লগে।

আপনিও ভালো থাকুন।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

শামীম আরা সনি বলেছেন: দারুন :)

+ নম্বর ৬ B-)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
কেমন আছেন?

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

শামীম আরা সনি বলেছেন: ভালো আছি :)

তোমার খবর কি?

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

একজন আরমান বলেছেন:
আমিও ভালো আছি আপু। :)

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

অনীনদিতা বলেছেন:

যে যাবার সেতো যাবেই
নতুন বছর নতুন জীবন
কর অপেক্ষা কিছুটা ক্ষন
যে আসবার সে আসবেই


গুরুর কবিতা প্রিয় করে নিলাম
সাথে একটু না অনেক ভালো লাগা দিলাম:)

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

একজন আরমান বলেছেন:
হাহা
সেই অপেক্ষায় ই রইলাম।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

একজন আরমান বলেছেন:
আবিরের পোস্টে আপনি কি মন্তব্য করেছেন?
আমাকে নিয়ে ইনডিরেক্টলি করা মন্তব্যটা আমার একটুও ভালো লাগে নি।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

মেহেরুন বলেছেন: জীবন থেমে নেই,
বয়ে চলছে তার আপন গতিতে,
তারই ধারাবাহিকতায় শুরু হল-
নতুন একটি বছর,
কিছু আনন্দঘন সৃতি-
আর কিছু বেদনাকে সঙ্গী করে।।
++++++

ভালো লাগলো রে।

ভালো থাকিস সবসময়। দোয়া রইলো।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
তুমিও ভালো থেকো।

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

অনীনদিতা বলেছেন: আমি আবিরের গল্পের নায়ক বাবুর কথা বলেছি:)
চোরের মন পুলিস পুলিস তাইনা :P

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

একজন আরমান বলেছেন:
মজা করলে ঠিক আছে।
কিন্তু সিরিয়াসলি বললে মাইন্ড খাবো কিন্তু।
ওই কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে চাই না।
এর থেকে যেমন আছি তেমন ই ভালো আছি !

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

আমি ইহতিব বলেছেন: আরমানতো দেখি বিখ্যাত হয়ে গেলা, তোমাকে নিয়ে লোকজন পোস্ট দেয় ;)

কবিতা ভালো হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

আপু আমি বুঝলাম না যে আমি কার কি ক্ষতি করেছি যে আমাকে পচিয়ে পোস্ট দিয়েছে ! আর একটা জিনিস দেখতে পেলাম যে কতো বিকৃত মস্তিস্কের মানুষও ব্লগে আছে !
আফসোস এই সব জ্ঞানী কিন্তু বিকৃত মস্তিস্কসম্পন্ন মানুষদের জন্য !

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

ফারাহ দিবা জামান বলেছেন:
নতুন বছরে হারানো মানুষ ফিরে আসার দোয়া করল তোর আপি।
ভালো থাকিস।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
তোমার দোয়া যেন কবুল হয় সেই আশাই করি।
তুমিও ভালো থেকো সব সময়।

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: কোবিতা লেখছে কেডারে এইডা ? অক্করে মাইরাল্ছে।তবে ভালোই হৈছে।চালায়া যাও।+ :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

একজন আরমান বলেছেন:
মি আই একজন আরমান। B-) B-)
ধইন্না ভ্রাতা।
ভালো থাকুন সব সময়। :)

৩২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

ঘুড্ডির পাইলট বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: কোবিতা লেখছে কেডারে এইডা ? অক্করে মাইরাল্ছে।তবে ভালোই হৈছে।চালায়া যাও।+

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন:
আপনে কি কইবেন?
ঝাতি জানতে চায় !

৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: উরে বাপ্রে কবি,,,,, কোবতেখানা ভালো পাইলাম। সাথে ফ্রি হিসেবে ট্যাগ/কি-ওয়ার্ড খানাও ভালো লাগল। কি অবস্থা? কেমন আছেন?

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

একজন আরমান বলেছেন:
হিহি।
ধইন্না লন ভ্রাতা।
এই প্রথম কোন জায়গায় ট্যাগ মারলাম ! ;)
আছি খারাপ না।
আপনি কেমন আছেন?

৩৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমিও আছি ভালা।
ব্লগে এখন ইট্টু কম দেখা যায়
কারন কি? :-B

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

একজন আরমান বলেছেন:
আরে ভাই বয়স হইছে না?
ব্লগে আর কতো? ;)
আর ব্লগিং কইরা কি পেট ভরবো নাকি?

জানা আপু পেইড ব্লগার বানায়া দেক তাইলে ১৮ ঘণ্টা ব্লগিং করুম নে। ;)

৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

সিয়ন খান বলেছেন: জীবন চলে তার আপন গতিতে।
নতুন বছরেও মনে হয় তার আপন গতিতেই চলবে। তবে চাওয়া পাওয়া কবে পুরন হবে

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

একজন আরমান বলেছেন:
চাওয়া পাওয়া পূরণের প্রত্যাশায়ই আছি।
কেমন আছেন সিয়ন ভাই?

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

নীল-দর্পণ বলেছেন: জীবন থেমে নেই,
বয়ে চলছে তার আপন গতিতে,
তারই ধারাবাহিকতায় শুরু হল-
নতুন একটি বছর,
কিছু আনন্দঘন সৃতি-
আর কিছু বেদনাকে সঙ্গী করে।।


কেমনাছেন আরমান ভাই? কোন গতি-টতি হলো কি, এইবছর সম্ভাবনা আছে নাকি কোন? ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

একজন আরমান বলেছেন:
আছি ভালোই আপনাদের দোয়ায়।
আপনি কেমন আছেন?

সব সম্ভাবনা তার উপর ডিপেন্ড করতাছে। /:) /:)

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

নীল-দর্পণ বলেছেন: আছি আলহামদুলিল্লাহ

সম্ভাবনা উড়ে গিয়ে সম্ভব হয়ে যাক সব :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

আপনার মুখে ফুলকপি পরুক, থুক্কু ফুল চন্দন পরুক। :P :P :P

৩৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্মৃতি বানান সৃতি? X(

ভাল লাগল।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

একজন আরমান বলেছেন:
ওহ। ভুল হয়ে গেছে। পরে ঠিক করে দিবো নে।

ধন্যবাদ।
অনেক দিন পরে দেখতে পেলাম। :)

৩৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

দেবদাস. বলেছেন: ভাল লাগল ভাইয়া , বেশ সুন্দর লিখেছেন :) । প্লাস ++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

ভালো থাকুন সর্বদা। :)

৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

নীল-দর্পণ বলেছেন: মাগোমাআআআ....এমুন জোরে ফুলকপি পড়সে যে আমার বোঁচা নাকটা ভোতা হয়ে গেসো :|

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

একজন আরমান বলেছেন:
থাক যা হবার তা তো হয়েই গেছে।
যাই হোক বোঁচা নাক ব্যাপার না। আপনি নাকি ভালো রন্ধন শিল্পী। তা ফুলকপিটা রান্না কইরা দাওয়াত দিয়েন। ;)
আইসা খাইয়া যাবো নে। :)

৪১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

নীল-দর্পণ বলেছেন: এই নেন

ফুলকপির পায়েশ
শুধু মাত্র আপনার জন্যে ;)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

একজন আরমান বলেছেন:
খালি রেসিপি দিয়া কি করমু? /:) /:) /:) /:)

রান্না কইরা দাওয়াত দিয়েন।
অপেক্ষায় রইলাম। :)

৪২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

প্রিয়তমেষূ বলেছেন: পুরনো রা চলে যায় নতুনেরই তরে

এটাই নিয়ম!!!

কবিতায় ভাললাগা.....।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

একজন আরমান বলেছেন:
হুম। কিন্তু নিয়মটা একটু কঠিনই মনে হয় !

ধন্যবাদ আপু।

৪৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

ইখতামিন বলেছেন: জীবন কভু থাকবে নাকো থেমে
বয়ে চলবে নিজস্ব গতিতেই
এরই ধারাবাহিকতায়
এলো নববর্ষ
স্মৃতিময় আনন্দ
কতকটা বেদনা
আর খানিকটা হতাশা নিয়ে।।

হ্যাল্লো............................. খুব ভালো লাগলো.

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৪৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

নীলঞ্জন বলেছেন: জীবন থেমে নেই,
বয়ে চলছে তার আপন গতিতে,
তারই ধারাবাহিকতায় শুরু হল-
নতুন একটি বছর,
কিছু আনন্দঘন সৃতি-
আর কিছু বেদনাকে সঙ্গী করে।।
- বহতা নদীর মত এভাবে জীবন বয়ে চলে যায়, আরমান।

নতুন বছরের জন্য শুভ কামনা।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
কেমন আছেন আপনি?

৪৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগা রইলো।

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
ভালো থাকবেন। :)

৪৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা!:)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
কেমন আছো?

৪৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

লোনলিফাইটার বলেছেন: ডোন'ট ওয়ারি তেরা নাম্বার ভি আয়েগা ;) ;) B-)) :P

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
কিন্তু ব্রো সমস্যা তো নাম্বারে না। সমস্যা তো তারে নিয়া ! :(

৪৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

ফারহান চৌধুরী আসিফ বলেছেন: কবিতা ভালা লাগছে আরমান ভাই :)
+++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

একজন আরমান বলেছেন:
কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ আসিফ ভাই। :)

৪৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

সিয়ন খান বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি। তুমি কেমন আছ?
দেখা হওয়ার কোন উপলক্ষ থাকলে জানাইও।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

একজন আরমান বলেছেন:
আমিও ভালো আছি।
কোন উপলক্ষ নাই।
তবে দেখা করতে কি আর কোন উপলক্ষ লাগে নাকি?

৫০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

তুন্না বলেছেন: অসাধারন হয়েছে........অনেক ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। :)
স্বাগতম আমার ব্লগে।

৫১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

কালোপরী বলেছেন: +++++++++++

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
----------------------------

৫২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: পিলাচ...

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
দাঁরাও তোমারে ভালো একটা জিনিস দিতাছি।
এই লওঃ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.