নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

~ নির্মম বাস্তবতা ~

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। তবে গল্পের পটভূমি আমার খুব কাছের এক বড় ভাইয়ের জীবন থেকে নেয়া। তার অনুমতি নিয়েই গল্পটা লিখেছি। তবে অন্য কারো সাথে আমার গল্পের ঘটনা মিলে গেলে আমি দায়ী নই।



ঢাকা ভার্সিটির বিবিএ ডিপার্টমেন্ট এর সব থেকে চঞ্চল প্রানবন্ত সদা হাস্যজ্জল ছেলেটির নাম আকাশ। হাসি ই যেন তার ট্রেডমার্ক। সব সময় মেতে থাকে বন্ধু আড্ডা আর গান নিয়ে। এমনিভাবে চলতে থাকে সময়। একদিন জাতীয় গ্রন্থাগারের সামনে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে থাকে। এমন সময় তার চোখ আটকে যায় একটি মেয়ের দিকে। তার মনে হয় এমন সুন্দর মেয়ে সে এর আগে কখনো দেখেনি। কি মায়া ভরা তার চেহারা। আকাশ যেন কিছুক্ষনের জন্য হারিয়ে যায় অজানা কোন স্বপ্নালোকে। মেয়েটি যখন চলে যায় তখন আকাশের ধ্যান ভাঙে মোবাইলের রিং টোনে। সে হেঁটে হেঁটে চলে যায় টিএসসি’র দিকে। হাঁটছে আর মেয়েটির কথা ভাবছে। আচ্ছা কোন স্বপ্ন দেখলাম না তো? মেয়েটি কি করে? কোথায় থাকে? আরও কতো শত প্রশ্ন আকাশের মাথায় খেলা করে। সব সময় এখন কেবল তার মেয়েটির কথা মনে হতে থাকে। কেমন যেন উদাস হয়ে গেছে আকাশ আজকাল। বড় বেশী আনমনা। আকাশ ভাবে যদি কখনো সে আবার মেয়েটির দেখা পায় তবে সে মেয়েটির সাথে কথা বলবে। কারণ এর আগে কোন মেয়েকে দেখে আকাশের মন এরকম ছটফট করেনি।



কিছুদিন পর আকাশ আজিজ সুপার মার্কেটে যায় টি –শার্ট কিনতে। হঠাৎ ই সে দেখতে পায় সেদিনের সেই মেয়েটিকে। গায়ে সাদা আপ্রোন। তার মানে সে মেডিক্যালের স্টুডেন্ট। আকাশ ভাবে যে মেয়েটির কাছে গিয়ে তার নাম জিজ্ঞেস করবে। কিন্তু তার ভয় করে আবার কেমন যেন ইচ্ছেও করে। অবশেষে সে ভয়কে জয় করে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, “এক্সকিউজ মি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি?” মেয়েটি বলে, “জি, বলুন”।

আকাশ বলে, “আপনার নামটা জানতে পারি?” মেয়েটি খানিকটা অবাক হয়ে বলে, “আমার নাম বর্ষা। আপনার আর কিছু জিজ্ঞেস করার আছে?”।

আকাশ খানিকটা থমকে গিয়ে বলে, “জি না। ধন্যবাদ। আসি।”





একদিন আকাশ বাসে করে গুলশান যাচ্ছে তার রিলেটিভ এর বাসায়। বাসে বসে সে গান শুনছিল। হঠাৎ তার পাশে একটি মেয়ে বসে। সে মেয়েটির দিকে খেয়াল করে দেখে যে বর্ষা। বর্ষা এবার নিজে থেকেই অনেক কথা বলে। বর্ষা বলে, “আরে আপনি? কেমন আছেন? কোথায় যাচ্ছেন? আপনার বাসা কোথায়? কি করেন?” একসাথে এতগুলো প্রশ্ন শুনে আকাশ খানিকটা অবাক আর হতভম্ব হয়ে যায়। এরপর সে জিজ্ঞেস করে, “আপনার কোন প্রশ্নের উত্তরটা আগে দিবো?” বর্ষা খানিকটা লজ্জা পেয়ে যায়। বলে আপনার যেটা খুশী। আকাশ বলে, “আমি ডিইউ এ বিবিএ তে পড়ছি। এখন গুলশানে আমার রিলেটিভ এর বাসায় যাচ্ছি”।

বর্ষা বলে, “ও আচ্ছা। আমার বাসা গুলশানে। আমি ঢাকা মেডিক্যালে পড়ি। ও আপনাকে তো আপনার নামটাই জিজ্ঞেস করা হয় নি। আপনার নাম কি?” আকাশ তার নাম বলে। এভাবে প্রায়ই তাদের দেখা হতে থাকে। আর ঘনিষ্ঠতাও বাড়তে থাকে। একসময় ঘনিষ্ঠতা ভালোবাসায় রুপান্তরিত হয়।



এভাবে বছরখানেক পার হয়ে যায়। আকাশ এখন বিবিএ শেষ করে কেবল ছোটো খাটো একটা চাকরি করছে। আর ওদিকে বর্ষাও ফাইনাল ইয়ারে উঠে গেছে। দুজনই দুজনার বাসায় তাদের সম্পর্কের কথা জানায়। সবাই মেনে নেয়। তাদের বিয়ের দিন তারিখও ঠিক হয়ে যায়। দুজনেই খুব খুশী। তাদের সম্পর্ক এখন স্থায়ী রূপ নিতে যাচ্ছে। শুরু হয় তাদের দিন অপেক্ষার গোনার।

আকাশের বাবা-মা এদিকে হজ্জে যাবেন তাই আগেই এঙ্গেজমেন্ট করে রেখে যায়। তারা হজ্জ করে এসে ছেলের বিয়ে দিবেন।



আকাশের বাবা হজ্জ থেকে ফিরে এসে ছেলের বিয়ের আয়োজন করতে থাকেন। হঠাৎ বর্ষা’র বাবা এসে বলেন যে তিনি তার মেয়ের বিয়ে দিবেন না। আকাশের বাবা অবাক হয়ে জানতে চাইলেন কেন? বর্ষা’র বাবা বলেন, “দেখুন আমার মেয়ে ডাক্তারি পড়ছে। আর আপনার ছেলে একটা সামান্য গ্র্যাজুয়েট। যে কটা টাকা বেতন পায় তাতে আমার মেয়ের হাত খরচের টাকাও হবে না। তাছাড়া আপনাদের ঢাকাতে কোন বাড়ি নেই, একটা গাড়ি পর্যন্ত নেই। আমি আমার রিলেটিভদের মুখ দেখাবো কি করে? কি বলবো তাদের? কোন ঘরে মেয়ে বিয়ে দিয়েছি? দেখুন আমায় মাফ করবেন, আমি মেয়ে দিবো না আপনার ছেলের সাথে।” মুখের উপর এতগুলো কথা শুনে আকাশের বাবা শুধু চুপ করে থাকে। কিছু বলে না। তিনি একজন সম্মানিত ব্যাক্তি। উচ্চবাচ্য কখনোই পছন্দ করেন না। শুধু সবাইকে জানিয়ে দেন যে এই বিয়ে হচ্ছে না। শুধু আকাশ না তার পুরো পরিবারের উপর একটা কালো মেঘ ছেয়ে আসে। আকাশ গিয়েছিল বর্ষা’র বাবা’র কাছে। কিন্তু শুধু অপমান ছাড়া কিছুই পায় নি আকাশ। এমন কি বর্ষা’র সাথে একটু দেখাও করতে দেন নি বর্ষা’র বাবা। কিছুদিন পর আকাশ শুনতে পায় যে বর্ষা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আকাশ তখন নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।



সময় বয়ে চলে তার আপন গতিতে। আকাশ ফিরে আসে তার স্বাভাবিক জীবনে। তবে এখন সে আর চঞ্চল নেই সেই আগের মতো। কাজের মধ্যে ডুব দেয় সে। এমবিএ শেষ করে। একটা এমএনসি তে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দেয়। এখন আকাশের একটা নিজের গার্মেন্টস ও আছে। তার মাসে ইনকাম এখন লাখ টাকার উপরে। ঢাকায় তার এখন নিজের ফ্ল্যাট আছে, গাড়িও আছে! তবুও আকাশের কি যেন একটা অপূর্ণতা এখনও রয়ে গেছে। তাই বুঝি এখনও মাঝে মাঝে তার গিটারে বেজে ওঠে একটি গানের সুর-



এখনও বিবর্ণ স্বপ্ন আমার...

নীরবে একে যায় ধূসর রঙে আমায়...

এখনও বিবর্ণ স্বপ্ন আমার...

নীরবে একে যায় ধূসর রঙে আমায়...

শূন্যতা...

বড় একা লাগে আমার...

কখনো কোন অলস ক্ষণে...

ছুটে চলা তবু কেন সব ভুলে ???





এই রকম বর্ষা'র বাবা'র কাছে আমার কিছু প্রশ্নঃ

০১. আপনার মেয়ে এখন কিভাবে ডাক্তার হবে?

০২. আপনার এতো টাকা দিয়ে এখন আপনি কি আপনার মেয়ের সুখ ফিরিয়ে দিতে পারবেন?

০৩. মাত্র কয়েক বছরের মাঝে সেই কয়েক হাজার টাকা বেতন পাওয়া আকাশরা কিন্তু কয়েক লাখ টাকা আয় করছে!

০৪. আপনি কি টাকা দিয়ে নিজের মেয়ের জীবনের মূল্য নির্ধারণ করবেন?





উৎসর্গঃ রাইসুল সাগর ভাইয়াকে।

মন্তব্য ১৪০ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

সমানুপাতিক বলেছেন: আমারও একই প্রশ্ন বর্ষার বাবার কাছে /:) /:) /:)

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

একজন আরমান বলেছেন:
আমারও একই প্রশ্ন। /:) /:)
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

ফারহান চৌধুরী আসিফ বলেছেন: জীবনে এমন কিছু নির্মম বাস্তবতার সম্মুখীন কম-বেশি সবাইকেই হতে হয়।
লেখা সুন্দর হয়েছে ++ :)

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই !
ধন্যবাদ আসিফ ভাই। :)

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

সপ্নাতুর আহসান বলেছেন: ১ম ভাল লাগা জানিয়ে গেলাম।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই।
কিন্তু গল্প কেমন হয়েছে তা তো বললেন না ! :(

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

আমিনুর রহমান বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো লাগা রইল।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

ভবঘুরে জীবন বলেছেন: মাত্র কয়েক বছরের মাঝে সেই কয়েক হাজার টাকা বেতন পাওয়া আকাশরা কিন্তু কয়েক লাখ টাকা আয় করছে! খুব ভাল হয়েছে আরমান ভাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

একজন আরমান বলেছেন:
এটাই বাস্তবতা ভাই !
মানুষ আজিবন একই জায়গায় থাকে না। পরিবর্তন আসেই !
ধন্যবাদ আপনাকে। :)

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আমার জন্য বেদনারা দরজা খুলে দাড়িয়ে থাকে;
আমি ভেতরে ধুকতেই ওরা আমাকে জড়িয়ে ধরে,
আমাকে নিয়ে খেলা করে,আদর করে,চুমু খায়,
আর আমি নীরবে কেঁদে উঠি;
আজ কোথায় তুমি,ও আমার সুখ গৃহিণী।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭

একজন আরমান বলেছেন:
বাহ ! চমৎকার নির্মম কবিতা তো। :)

তোমারও লাগিয়া করিয়া গিয়াছি কষ্ট,
পাই নাই সুখ,
হইয়াছে এ জীবন নষ্ট !

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

sushama বলেছেন: আমি যেদিন প্রথম মাকে জানিয়েছিলাম, আমি "তাকেই" বিয়ে করব। মা জিজ্ঞেস করেছিলেন, "সে" কি করে? বলেছিলাম- " কিচ্ছু না" :#)
হতাশ একটা দৃষ্টি দিয়ে মা বলেছিলেন, যা তোর ইচ্ছা !!! পৃথিবীর সব বাবা মায়েরা কেন আমার মায়ের মত না ? :(

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৮

একজন আরমান বলেছেন:
বাহ !
তোমার তো তাহলে কপাল অনেক ভালো রে আপু। :)
শুভকামনা রইলো তোমাদের জন্য।

তবে আমার এই গল্পটা কিন্তু নির্মম বাস্তবতা ! :(

কেমন আছো?

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

s r jony বলেছেন: NO comments

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

একজন আরমান বলেছেন:
কেন ভাই?
আমার অপরাধটা কি?
এমনিতেই গল্প লিখতে পারি না।
এই গল্পটা লিখতে ৩ মাস সময় নিছি !
কই একটু সাহস দিবেন তা না উলটা কইলেন নো কমেন্টস ! /:) /:) /:)

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: আপনি যদিও গল্প আকারে লিখেছেন রিয়াল লাইফ এ এমন ঘটনা হাজারো ঘটে । অনেক সুন্দর হইছে +++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

একজন আরমান বলেছেন:
ভাই এটা বাস্তবতা থেকেই নেয়া !

বাস্তবতা থেকেই তৈরি হয় গল্প। একটা গল্পকে মানবদেহ ধরা হলে বাস্তবতা হল তার কঙ্কাল আর কল্পনা হল তার বাহ্যিক অবয়ব।
- একজন আরমান


অনেক ধন্যবাদ
ভালো থাকবেন।

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

শার্লক বলেছেন: ৬ষ্ঠ ভাল লাগা।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: হুমমমম ..... একেবারে জীবন থেকে নেওয়া, এরকম ঘটনা আমিও শুনেছি। পরে অর্থ বিত্ত সবই হয়েছে, কিন্তু সাড়া জীবন ধরেই বুঝি কিছু একটা নেই। :(

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই !
জীবনটা অনেক কঠিন !! :(
শুভকামনা।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

লাবনী আক্তার বলেছেন: টাকা মনের শান্তি কিনে দিতে পারে না। কষ্ট লাগছে সেই ভাইটার জন্য। :(

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

একজন আরমান বলেছেন:
হুম। আমার শুনেই খুব কান্না পাচ্ছিলো। এমন পিতা যেন কারো না হয় সে কামনাই করি।

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

নীল-দর্পণ বলেছেন: এই কারনে গ্রামে একটা ব্যাপার খুব মানে আমার মাকেও দেখি এটা করতে, বিয়ের ব্যাপারে কোন পক্ষকেই করা করে কিছু বলতে/ফিরিয়ে দিতে নেই। কার ভাগ্যে কখন কি হবে কেউ বলতে পারেনা।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

একজন আরমান বলেছেন:
হুম। তবে এই ব্যাপারটা কিন্তু পুরোই আলাদা।
সব কিছু ঠিক হয়েও হয়নি !
সত্যি সেলুকাস কি বিচিত্র মেয়েদের বাবারা !

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাস্তবতা নাকি গল্প?

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

একজন আরমান বলেছেন:
বাস্তবতা থেকেই তৈরি হয় গল্প। একটা গল্পকে মানবদেহ ধরা হলে বাস্তবতা হল তার কঙ্কাল আর কল্পনা হল তার বাহ্যিক অবয়ব।
- একজন আরমান


গল্পটা পুরোই বাস্তব ! ! !

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

ফারজানা শিরিন বলেছেন: বাবাদের ভালোবাসা অন্ধ হয় ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

একজন আরমান বলেছেন:
হুম। তাই বলে মেয়ের বিয়ে ভেঙ্গে দেয়াটা কতোটা যুক্তি সঙ্গত?

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

রিফাত হাসান০২২৮ বলেছেন: "মাত্র কয়েক বছরের মাঝে সেই কয়েক হাজার টাকা বেতন পাওয়া আকাশরা কিন্তু কয়েক লাখ টাকা আয় করছে!"
চমতকার বলেছেন

আরমান ভাই।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

একজন আরমান বলেছেন:
এটাই বাস্তবতা ভাই !
মানুষ আজিবন একই জায়গায় থাকে না। পরিবর্তন আসেই !
ধন্যবাদ আপনাকে।

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাস্তবতার চেয়ে বড় কোন গল্প নেই আরমান ভাই!
গল্পে ++

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

একজন আরমান বলেছেন:
জি সেটাই।
আমার মাথায় যে সব গল্প আসে তার প্লট প্রায় ৯৯ % ই সত্য। আর সেই গল্পের ফলাফলও হয় নেগেটিভ ! কেন জানি পজেটিভ কিছু লিখতে পারি না। তাই গল্প লিখি না বেশী। কারণ লিখতে গেলে মন খারাপ হয়ে যায়।

ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

অনীনদিতা বলেছেন: বাবা মা যা করেন সন্তানের ভালোর কথা চিন্তা করেই করেন।:)
হয়ত কখনো কখনো তাদের ডিসিশন রাইট হয়না।এমনটা হতেই পারে।
আমরা নিজেরাইকি সবসময় রাইট ডিসিশন নিতে পারি নিজেদের জন্য!!!


লেখায় ++++

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

একজন আরমান বলেছেন:
দেখুন বাবা-মা সন্তানের থেকে অনেক জ্ঞানী সেটা ঠিক। তারা সন্তানের মঙ্গল চান এটাও ঠিক। বিয়ে ঠিক করে ভেঙ্গে দিলো তাও মানলাম।
কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে একজন বাবা কিভাবে তার মেয়ের ভবিষ্যৎ বিচার করেন?
ছেলেটা ভালো হলেও তার কোন দাম নেই যদি না তার বেশী টাকা থাকে !
আর ছেলের টাকা থাকলে ড্রাগ এডিক্টেড হলেও কোন সমস্যা নেই !
তাই না?

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার হয়েছে আরমান ভাই। পোস্টে পিলাচ।+++++
বর্ষার বাপরে কইস্যা মাইনাচ। :(

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ ভ্রাতা।

তবে সব বর্ষা'র বাপ কিন্তু এক হয় না। এক হইলে কিন্তু আমগো জলিল ভাইয়ের বিয়াই হইতো না। ;)

২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

সিয়ন খান বলেছেন: লেখায় +++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই।

২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

আশকারি রহমান বলেছেন: বাপরা অলওয়েজ ক্যাচাল পাকায়

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন:
হুম। চলো প্রতিবাদ করি। ;)

২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

রেজোওয়ানা বলেছেন: বাবারা বাস্তবাবদী, দূরদর্শী!


সে যাই হোক।

গল্প বেশ হয়েছে!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

একজন আরমান বলেছেন:
বাবারা দূরদর্শী ঠিক আছে।
কিন্তু তাই বলে শুধুমাত্র টাকা দিয়ে একজন বাবা কিভাবে তার মেয়ের ভবিষ্যৎ বিচার করেন?
ছেলেটা ভালো হলেও তার কোন দাম নেই যদি না তার বেশী টাকা থাকে !
আর ছেলের টাকা থাকলে ড্রাগ এডিক্টেড হলেও কোন সমস্যা নেই !
তাই না?

যাই হোক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আমার ব্লগে এটা মনে হয় আপনার প্রথম মন্তব্য !

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই গল্প এতদিন পরে!

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

একজন আরমান বলেছেন:
হুম।
লিখার সময় পাই না।
আর লিখলেও যে পোস্ট করার সময় পাই না !

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

মেহেরুন বলেছেন: হুম!!! এই ঘটনা যে শুধু মেয়ের বাপরাই করে তা কিন্তু না, আজকাল মেয়ের বাপের নিজের বাড়ি না থাকলেও অনেক ছেলে বিয়ে করে না। অনেক হাস্যকর আর লজ্জাজনক ব্যাপার।

সব বদলালেও যদি মানসিকতা না বদলায় তবে সব বৃথা :(

পোস্ট এ প্লাস।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাও ঠিক। আমার অবাক লাগে মানুষ এই বিষয়গুলো এতো বড় করে দেখে কেন?

সব বদলালেও যদি মানসিকতা না বদলায় তবে সব বৃথা।
সহমত।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

সপ্নাতুর আহসান বলেছেন: গল্পটা অনেক ভাল হয়েছে। কবিতাটাও সুন্দর।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই।
আর ওটা কবিতা না।
আমার পছন্দের একটি গানের কিছু লাইন !

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মামুন রশিদ বলেছেন: ঐসব গাড়ল বাবাদের খামোকা প্রশ্ন করে লাভ নেই । ওরা নিজের ছেলে মেয়েদেরই মানুষ ভাবেনা, অন্যের ছেলেপুলেকে মানুষ ভাববে কি করে ?

তার চেয়ে আমরা কবিতায় ফিরে যাই, বিরহ কি এত মধুর আর উপভোগ্য হতো যদি পৃথিবীতে কবিতা না থাকতো ।

এখনও বিবর্ণ স্বপ্ন আমার...
নীরবে একে যায় ধূসর রঙে আমায়...
শূন্যতা...

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই মামুন ভাই।

আশা করি আপনার মেয়ে বিয়ে দেবার সময় আপনি এমনটা করবেন না। আমিও যদি কখনো মেয়ের বাবা হই তবে এমনটা হবো না।

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

চিরতার রস বলেছেন: নিকোটিন ই একমাত্র ভরষা।।। :(( :((

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
হুম। :(

কেমন আছেন ভাই?
অনেক দিন কোন খোঁজ খবর না যে !

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

বটবৃক্ষ~ বলেছেন: পরিবার,সামাজিকতার কাছে পরাজিত হয়ে এভাবে অনেক বর্ষাই ব্রিষ্টি হয়ে আকাশের বুক থেকে ঝড়ে পরে...:(:(

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

একজন আরমান বলেছেন:
হুম। :(
কষ্টের কথা কতো চমৎকার করে বললেন।
ধন্যবাদ আপনাকে।

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: আসলেই নির্মম

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

একজন আরমান বলেছেন:
হুম।
আপনে কিন্তু শেষ পর্যন্ত মুভি রিভিউ দিলেন না ! :(

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: শুনো, কষ্টের গল্প লেখা বাদ দাও মিয়া !! /:) /:) /:)
মন খারাপ করিয়ে কেন দাও !! :(:(:(

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

একজন আরমান বলেছেন:
আরে ভাইয়া আমি তো গল্প লিখতে পারি না।
তোমাকে দেইখা একটু লিখতে ইচ্ছা হয় মাঝে মধ্যে। তাই লিখার চেষ্টা করি।
কিন্তু লিখা শেষে দেখি সব মন খারাপের হয়ে যায় !

আমি মানুষটাই বোধ হয় নেগেটিভ !
পজেটিভলি কিছুই যেন লিখতে পারি না !

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

দুঃখিত বলেছেন: Extra-Ordinary..... আর সবচেয়ে বেশী ভালো লাগলো যে লুতুপুতু মার্কা হয় নাই দেখে। ;);) যা দিন কাল পড়ছে যেদিকেই তাকাই খালি লুতুপুতু আর লুতুপুতু !! :-B:-B:P:P:P

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

একজন আরমান বলেছেন:
বন্ধু তোর মন্তব্যটা আমার কাছে সব থেকে দামি।
যেটা বললি আমার তো মনে হচ্ছে যে আমার লেখালিখির জীবন সার্থক ! :)

আর লুতুপুতু কইয়া কারে মিন করলি? বুঝলাম না ঠিক ! :|| :||

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

প্রিয়তমেষূ বলেছেন: সুন্দর গল্প।++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

লোনলিফাইটার বলেছেন: ১৬ নাম্বার + ব্রো :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
থ্যাংকস ব্রো। :)

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

আশিক মাসুম বলেছেন: (ভাই আমি আপনার আপন মানুষ তাই সিরিয়াস কমেন্ট করলাম)লিখা ভাল হইছে, তয় পড়লেই বুঝা যায় ঘটনা বাস্তব না , অনেক অসঙ্গতি রয়েছে। এই গল্পটাই আবার লিখেন দেখবেন অন্যরকম হয়েছে।



ভাই সরি রাগ কইরেন্না কিন্তু :(

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

একজন আরমান বলেছেন:
ঠিক আছে ভাই।
রাগ করুম কেন?
মাগার
এই গল্পটা ২০০% সত্যি !!!
বিলিভ ইট অর নট !!!
আর যারে নিয়া লেখছি তারে জিজ্ঞেস কইরেন, যদি বিশ্বাস না হয় !!!

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

মেহেদী সুমন বলেছেন: অনন্ত জলিলের একটা ছবি দেখেছিলাম, এই কাহিনীর মত ।
মান্নারও আছে এরকম কাহিনীর একটা ছবি, ছবিটা দেখেছিলাম নারায়নগঞ্জ এর একটা হলে ।
ঠিক এটাই টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না এই পৃথিবীতে । পৃথিবীটা খুব নিষ্ঠুর । পোষ্ট খুব ভাল লেগেছে ।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

একজন আরমান বলেছেন:
হুম।
কিন্তু এই কাহিনী কোন মান্নার বা অনন্তর না।
সত্যিকারের কোন আকাশের !

ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন।

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

আশিক মাসুম বলেছেন: হাহাহা কিছু জিনিস অতি মাত্রায় কাকতালীয় লাগছে। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
কিচ্ছু করার নাই রে ভাই !
বাস্তবতা একদম সিনেমার মতোই !
এই গল্পের নায়কের সাথে আপ্নারে পরিচয় করাই দিমুনে।

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: যার জীবনে এটা ঘটেছে তার জন্য শুভকামনা। ভাগ্যে তার অনেক ভালো আছে বলেই হয়তো এই নির্মমতা।

কিন্তু ছেলদের জন্যও সফট কর্নার থাকে না মনে নিচের ব্যাপারগুলো যখন দেখি ছেলেদের মাঝেজ! মেয়ে তো তাই মেয়েদের রিয়েলিটি বুঝি।

মেয়েকে সুন্দরী হতে হবে, সাথে যথেষ্ট লম্বাও
বয়স কম বাট উচ্চশিক্ষিত!
বাপ ভাইয়ের প্রচুর টাকা থাকতে হবে শুধু তাইনা মেয়ের নামে প্রপার্টি থাকতে হবে!
বাপের বড় মেয়ে হওয়া যাবে না! কারন ছোটদের টেককেয়ার করতে হবে জামাই কে!!
লিষ্ট গোস অন----------- B:-) B:-) B:-) X( X((

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

একজন আরমান বলেছেন:
হুম।
আপনার কথাও সত্যি।
আমি কিন্তু এই ক্যাচালের জন্য গল্প টা লিখি নি।
আসলে আপনি যে কথাগুলো বললেন এইগুলোও ঘৃণিত বাস্তব সত্য !
তবে আমার মনে হয় এতো লিস্ট না দেখে দেখা উচিৎ যার সাথে বাকিটা জীবন কাটাবে তার মন টা কেমন। কারণ কেউ ফার্নিচার, প্রোপার্টি কিংবা টাকাকে কেউ বিয়ে করবে না। এমনকি তার গায়ের রঙ যদি কালোও হয় তাতে সমস্যা কি? কারণ যদি মন সাদা থাকে তবে কালো চামড়ায় কিছু এসে যাবে না।
ব্যাক্তিগতভাবে আমার এইসব নিয়ে কোন মাথা ব্যাথা নেই, আর আশা করি হবেও না ভবিষ্যতে।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি মন্তব্যের জন্য।

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

shfikul বলেছেন: এক বর্ষার জন্য কোনো আকাশের জীবনই থেমে থাকেনা।তবু থেকে যায় কিছু ক্ষত . . .

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই।
তবুও থেকে যায় কিছু ক্ষত !

ধন্যবাদ শফিকুল ভাই।

৩৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

নিয়েল ( হিমু ) বলেছেন: ৭১তম প্লাস ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
ভাইডি এত্তো রাইতে খাইছো কি? B:-) B:-) B:-)

৪০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

অঞ্জলি বলেছেন: এক নিঃশ্বাসে পড়লুম...।ভালো লাগল।আমি কিন্তু ভালো গল্প লিখতে পারি না!!!!!আমাকে গল্প লেখা শেখাবেন??...........

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!

শুভ রজনী!!!!

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

একজন আরমান বলেছেন:
প্রশ্ন করে লজ্জা দিলেন কেন?
আমি তো ভালো লিখতে পারি না।
কবিতা লেখার চেস্টা করি মাঝে মধ্যে।
আপনি গল্প লিখতে পারেন না?
আপনার একটা গল্প পড়ে আমার কান্না চলে আসছিল।
মনে আছে সেই গল্পটার কথা?

৪১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: টেকা পয়সাই কি সবকিছু :(

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

একজন আরমান বলেছেন:
হুম। সেইটাই !
টেকা পয়সাই কি সব কিছু?
মানুষ কেন যে বোঝে না ! :(

৪২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। লেখা ভালো হয়েছে। তোমার সেই প্রিয় বড় ভাইকে বলো,

"এই একলা ঘর আমার দেশ,
আমার একলা থাকা অভ্যেস।
আমি কিছুতেই ভাববনা তোমার কথা,
বোবা টেলিফোনের পাশে বসে।
তবু গভীর রাতের অগভীর সিনেমায়
যদি প্রেম চায় নাটুকে বিদায়-
আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার
দেখি চোখ ভিজে যায় কান্নায়।

না না কাদছি না,
তোমায় ভাবছি না,
মনে পড়ছে না তোমাকে।
তবু যাচ্ছি কি,
ফিরে যাচ্ছি কি
সেই ফেলে আসা অতীতেই
সেই ক্ষতিতেই।"

তিনি বুঝবেন এই কথাগুলোর মানে :) এবং এক গাল হেসে বলবেন, ওহ! কাল্পনিক ভাই।!

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

একজন আরমান বলেছেন:
হা হা।
গানটা আমারও খুব ভালো লাগে।

আসলে কোন কিছুর জন্যই জীবন থেমে থাকে না, তবুও কিছু কথা থেকেই যায় !

ধন্যবাদ কা_ভা ভাইয়া। :)

৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

রুদ্র মানব বলেছেন: গল্পটা পড়ে অনেক ভাল লাগলো , চমৎকার লিখেছেন আরমান ভাই ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

একজন আরমান বলেছেন:
আপনাদের ভালো লাগাই আমার লিখার সার্থকতা।
অনেক ধন্যবাদ ভাই।

৪৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

রাইসুল সাগর বলেছেন: গল্পটা অনেক সুন্দর হয়েছে আরমান +।

অনেক দিন আগে একটা সিডির কাভারে লিখে দিয়েছিলাম ঠিক এই রকম কিছু কথা ।

ক্ষত বিক্ষত হৃদয় আজ যতই কেঁদে মরুক শুন্যতার শিৎকারে, তবু বলবো তুমি আমার শুধু আমার, আমারি গানের সীমান্তে।

খুব লজ্জা পাইছি আমারে উৎসর্গ করা দেইখা । ধন্যবাদ আরমান, বিনিময় দেবার সামর্থ্য আমার নেই তবুও তোমাকে আমাদের একটা নতুন গানের কথা দিলামঃ

ঘুম ভেঙ্গে গেছে
চোখ ভরেছে বিষাদে
ভুলে যেতে চাও বলে
এ হৃদয় কাঁদে।

মেঘ কেটে গেছে
চাঁদ উঠেছে আকাশে,
মন খারাপ করে
কেন আছো বসে ।

এবার এসো জোছনায়
আমার হাত ধর,
ভালোবাসি ভালোবাসি
আগেরই মত বিশ্বাস করো ।

দিন চলে যায়
রাত আসে ঘুরে,
চুল বেঁধে নাও
নতুন প্রেমের ডোরে ।

আমি এসেছি সর্গ
থেকে নেমে,
পড়েছি আবার
তোমারি প্রেমে ।

কথাগুলো শুধু তোর জন্য, এইগুলা আমার জন্য আর প্রযোজ্য না ।

@কাল্পনিক ভালোবাসাঃ যত বারই বলি ভাববোনা, তবু গভীর রাতের অগভীর সিনেমায়, বার বার বোবা টেলিফোন এর দিকে তাকাই আর মনের অজান্তে ভাবি আর বলিঃ

দেখো মানষী
ঐ দ্বিগন্তে দেখ
ঐ জীবনের সীমান্তে
উড়ছে পাখি।
ঐ পাখিটাও
পোষ মেনেছিলো
একদিন ভালোবাসায়...
ভালোবাসা বলবে কি
অন্ধ আকর্ষন
করতে চাইনা আমি
তর্ক ভীষন
আমার দিক থেকে
আজো তোমাকেই
ভালোবেসে যাই...
ভালোবাসা না হলে কি
অনুশাসনের যুগে
হঠাৎ বড় হওয়ার
ছন্দটা খুজে পেয়ে
মনে মনে লেখা
হাজারটা চিঠি
তোমাকে পাঠাই.....
সে চিঠি পাওনি তুমি
আজকে বুঝেছি যখন
সময় চলে গেছে তোমাকে নিয়ে
আমার থেকে বহুদূরে তুমি
দাঁড়িয়েছো উজ্জলতায়.....।।
অজানা এক নীল ফুল
গোছা গোছা ছিল আঁকা
তোমার পোষাকে
তুমি পরে আসতে
সব সময়...............
সেই যে নীলের নেশা
লাগিয়ে দিয়েছো মনে
আমার জীবনে আর
সে নীলকে ভুলবার নয়
বাতাস তোমার আসবার
কথ বয়ে আনলেই...
আমি অপেক্ষা করতাম
তোমায় ছোয়াঁর......
তুমি পাশে এসে বসতেই
সময়টার এভাবেই কেটে গেছে
সময় আমার......
শোন মানষী
শোন কারো হাহাকার
দরজার কাছে দাঁড়িয়ে
আমার সাথে আর একবার
শুধু একবার..................
দেখো মানষী
ঐ দ্বিগন্তে দেখ
ঐ জীবনের সীমান্তে
উড়ছে পাখি..................
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে কাছে ডাকবার
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে ঘরে ফেরাবার...
মানষী তোমার সাথে
আলাপ চারিতা শুরু
সেই যে হয়েছে তাকে
শেষ করা যায়নি আজো
মানষী জানিনা কোথায়
তুমি, এ মহূতে কেমন ভাবে
বেঁচে আছো
তোমার চলে যাওয়ার সময়েই
ভেঙ্গে গেছি আমি আর
শেষ হয়ে গেছে প্রত্যয়
মৃত্যু ভয় আমার কোনো দিন
ছিলোনা জাঁকিয়ে বসেছে
আমায় এখন জীবনের ভয়....
শোন মানষী
শোন কারো হাহাকার
দরজার কাছে দাঁড়িয়ে
আমার সাথে আর একবার
শুধু একবার..................
দেখো মানষী
ঐ দ্বিগন্তে দেখ
ঐ জীবনের সীমান্তে
উড়ছে পাখি..................
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে কাছে ডাকবার
শুধু তোমার ক্ষমতা আছে
পাখিটাকে ঘরে ফেরাবার...

অনেক অনেক শুভকামনা আরমান। ভালো থেকো বেলা অবেলার গল্পে । আর মনে রেখো এরই নাম বেঁচে থাকা।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া কষ্ট করে পড়ার জন্য।
আমি আপনাকে কথা দিয়েছিলাম, দেরি করে হলেও কথা রাখার চেষ্টা করেছি মাত্র।

আপনিও ভালো থাকবেন।
শুভকামনা রইলো অনেক। :)

৪৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭

শামীম আরা সনি বলেছেন: ১৯ তম ভালো লাগা

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

৪৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয়.....

ধন্যবাদ ভাল থাকবেন......

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকে কষ্ট করে গল্পটা পড়ার জন্য।
আপনিও ভালো থাকবেন।

৪৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

antaramitu বলেছেন: এই রকম বর্ষা'র বাবা'র কাছে আমার কিছু প্রশ্নঃ
০১. আপনার মেয়ে এখন কিভাবে ডাক্তার হবে?
০২. আপনার এতো টাকা দিয়ে এখন আপনি কি আপনার মেয়ের সুখ ফিরিয়ে দিতে পারবেন?
০৩. মাত্র কয়েক বছরের মাঝে সেই কয়েক হাজার টাকা বেতন পাওয়া আকাশরা কিন্তু কয়েক লাখ টাকা আয় করছে!
০৪. আপনি কি টাকা দিয়ে নিজের মেয়ের জীবনের মূল্য নির্ধারণ করবেন?

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

একজন আরমান বলেছেন:
প্রশ্নগুলো আমারও।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
ভালো থাকুন।

৪৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

নিয়েল ( হিমু ) বলেছেন: অই বেডা নিজে যা সবাইরে তাই ভাব কেন ? X( X( X( X( X(

১৭ ভুলে ৭১ হৈতেই পারে । মাথায় বুদ্দি থাকলে বুঝতা ।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

একজন আরমান বলেছেন:
চরি ভস ভুল হয়া গেচে। মাপ কইরা দেন। :| :| :|

৪৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

antaramitu বলেছেন: অনীনদিতা বলেছেন: বাবা মা যা করেন সন্তানের ভালোর কথা চিন্তা করেই করেন।:)
হয়ত কখনো কখনো তাদের ডিসিশন রাইট হয়না।এমনটা হতেই পারে।
আমরা নিজেরাইকি সবসময় রাইট ডিসিশন নিতে পারি নিজেদের জন্য!!!


লেখায় ++++

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০
লেখক বলেছেন:
দেখুন বাবা-মা সন্তানের থেকে অনেক জ্ঞানী সেটা ঠিক। তারা সন্তানের মঙ্গল চান এটাও ঠিক। বিয়ে ঠিক করে ভেঙ্গে দিলো তাও মানলাম।
কিন্তু শুধুমাত্র টাকা দিয়ে একজন বাবা কিভাবে তার মেয়ের ভবিষ্যৎ বিচার করেন?
ছেলেটা ভালো হলেও তার কোন দাম নেই যদি না তার বেশী টাকা থাকে !
আর ছেলের টাকা থাকলে ড্রাগ এডিক্টেড হলেও কোন সমস্যা নেই !
তাই না?

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

একজন আরমান বলেছেন:
হা হা।
আপনি দেখি কষ্ট করে মন্তব্যগুলোও পড়েছেন।

আসলে আমি ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছি না।
তবুও আমার সেই বড় ভাইকে স্যালুট যে সে ফিরে এসেছে তার আপন গতিতে, আর সেই আপুর জন্য সমবেদনা জানানো ছাড়া আমার কিছুই করার নেই।

৫০| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

অপু তানভীর বলেছেন: এই মিয়া গতবারের টার একটা রিকেম বানাইছিলাম ! এইটারও কি বানামু নাকি ??
কি কউ ??
একটা রিমেক ভার্শন লিখে ফেলি ??

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

একজন আরমান বলেছেন:
হা হা।
লিখে ফেলো। তুমি সব সময় পজেটিভ আর আমি নেগেটিভ।
হা হা।

৫১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

রাইসুল সাগর বলেছেন: @আপু ভাইঃ যা কিছু এখন বাস্তব তাই লিখো। কোন সমস্যা নাই।

সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

একজন আরমান বলেছেন:
@ অপু ভাই

৫২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সাবলীল গল্প।

শুভেচ্ছা রইল।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আলাউদ্দিন ভাই।
ভালো থাকবেন।

৫৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

ডানাহীন বলেছেন: আকাশ ভাই বর্ষারে নিয়ে ভাগল না ক্যান !

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
হা হা।
সব কাহিনী যদি এমন সহজ হতো তবে তো ভালোই হতো !

অনেক সময় অনেক কিছু বলা যায়, কিন্তু করা যায় না !
হয়তো...

৫৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ফারাহ দিবা জামান বলেছেন:
আরমান দেখি অনেক সুন্দর গল্প লিখেছে একটা।
সাবলীল ছিল।
ভালো লেগেছে।

দুজনকেই অনেক শুভেচ্ছা আর শুভকামনা।
ভালো থাকিস ভাই।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

একজন আরমান বলেছেন:
হা হা।
আপু গল্প লেখার অপ-প্রয়াস মাত্র।
শুধু কথা রাখার জন্য লিখেছি এটা।

তুমিও ভালো থেকো আপু।

৫৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

বাঘ মামা বলেছেন: হুম আরমান খুব ভালো হয়েছে গল্পটা।


নির্মম বাস্তবতা শিরোনামে আমার একটা ধারাবাহীক ছিলো ব্লগে।মনে পড়ে গেল সেই লেখাগুলোর কথা ,সব লেখা ড্রাফ্ট করে ফেলেছি।

শুভ কামনা সব সময় আরমান

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
আমার ব্লগে প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ বাঘ মামা।
আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন?
প্রশ্নটা হল -
আপনাদের মতো সিনিয়র আর বড় মাপের লেখকরা কেন পোস্ট ড্রাফ্‌ট করেন?
আমার ছোট মগজে উত্তর খুঁজে পাই না। একটা লেখা একজন লেখকের সৃষ্টি। কেন নিজের সৃষ্টিকে ধ্বংস করেন?

৫৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

বাঘ মামা বলেছেন: প্রথম মন্তব্য হবারতো কথা নয় আরমান,আমিতো আপনার অনেক লেখা পড়েছি,তাহলে কি মন্তব্য করা হয়নি !!!! মনে পড়ছেনা।দেখতে হবে ।

এই প্রশ্নের উত্তর অল্প কথায় দিতে পারবো কিনা জানিনা,তবে আমরা যখন লেখা শুরু করেছিলাম তখন ব্লগে অনেক কিছুই ছিলোনা,এখন অনেক কিছুই আছে,আছে ঘৃণার মধ্যে নেকামো,সেই সাথে ভালোবাসায়ও।
তবে আশার বানী হলো আপনাদের মত হাতে গোনা কিছু সরল সুন্দর মনের মানুষ এসেছে এখানে।যাদের ভালোবাসায় বাঘ ও ব্লগ বেঁচে রয়।

শুভ কামনা সব সময়

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

একজন আরমান বলেছেন:
দেখুন একেক জনের মতাদর্শ এক এক রকম হবে। এটাই স্বাভাবিক। ব্লগিং এর শুরুতে আমাকে এক বড় ভাই বলেছিলেন দেখো সামু হচ্ছে একটা বস্তি! একে ডাস্টবিনও বলতে পারো। যেমন তেমন লেখা এখানে আসে। আমার মনে হল ব্লগিং করলে এই ডাস্টবিনেই করা উচিৎ ! কারণ যেখানে খারাপ কিছু নেই সেখানে না থাকলে ভালো আর খারাপের পার্থক্য বুঝতে সমস্যা হবার কথা ! আর তাই আমার সামুতে আসা ! তো আপনারা যদি না লিখেন তবে ভালো জিনিসের স্বাদ কিভাবে পাবো? আর খারাপের সাথে পার্থক্যই বা কিভাবে করবো?

সামুতে না লিখলে আমি কখনো জানতাম না যে ব্লগেও কূটনীতি চলে, জানতে পারতাম না যে শিক্ষিত মানুষের মনও কেমন কুৎসিত হতে পারে ! জানতে পারতাম না যে একজন মানুষ তার আসল নিক দিয়ে অন্য একজনকে বাহবা দিয়ে মাল্টি নিক দিয়ে এসে অশ্রাব্য গালি দিয়ে যায় ! জানতে পারতাম না যে কাউকে ছোট করার উদ্দেশে তার নাম দিয়ে পোস্ট দেওয়া যায় !
তাই খারাপ লাগলেও এটা ভেবে ভালো লাগছে যে কিছু তো শিখতে পেরেছি !

যাই হোক ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি।

আশা করছি ভবিষ্যৎ দিনগুলোতে পাশে পাবো আপনাকে।
ভালো থাকবেন।

৫৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

প্রিয়তমেষূ বলেছেন: :) :( :( :( :(( :((

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

একজন আরমান বলেছেন:
এইটা কি হইলো আপু?
না পইড়াই কান্দাকাটির ইমো দিয়া রাখলেন? :(

৫৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

বনলতা মুনিয়া বলেছেন: সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। তবে একটা বিষয় বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এই প্রশ্নটা রাইস ভাইকে সেই শুরু থেকে জিজ্ঞেস করতাম। আজকে বিষয়টা বুঝতে পেরেছি।
আপনার এই পোস্টটা পড়তে পড়তে মাঝামাঝিতে যখন আসলাম, তখন বুঝলাম এইটা নির্ঘাত রাইস ভাইয়ের ঘটনা।
আমরা যত কিছুই করি না কেন, রাইস ভাইয়ের এই কষ্টটা আজীবন থাকবে জানি। সত্যি ভাইয়া I am speechless. রাইস ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো...

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

একজন আরমান বলেছেন:
তুমি এইটা কি করলা গো আপু?

৫৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

বনলতা মুনিয়া বলেছেন: কি হইছে ভাইয়া? কোন সমস্যা?

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

একজন আরমান বলেছেন:
তুমি তো ভাইয়ার নাম সরাসরিই নিয়া ফালাইলা ! :P :P :P

৬০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫

বনলতা মুনিয়া বলেছেন: যাউক গা, ব্যাপার না :P :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

একজন আরমান বলেছেন:
দিছো তো হাটে হাড়ি ভাইঙ্গা !
আবার কও ব্যাপার না !
ভাইয়ে যদি মাইন্ড খায় তাইলে বুঝবা ! :| :| :|

৬১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩

বনলতা মুনিয়া বলেছেন: ব্যাপার না। খাইবো না ;) ;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪

একজন আরমান বলেছেন:
দেখি কি খায় ! :P

৬২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

বনলতা মুনিয়া বলেছেন: :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

একজন আরমান বলেছেন:
;)

৬৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

আমি সাজিদ বলেছেন: আরমান ভাই, অনেক ভালো লেগেছে। :)

বর্ষার পণ্ডিত বাবা রে সামনে পাইলে হইতো। X( X((

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাজিদ।
ওনার সাজা মনে হয় উনি পেয়ে গেছেন !

কেমন আছো তুমি?
অনেক দিন পর দেখলাম।

৬৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভাইয়া ,


নিজের ভেতর স্বপ্নগুলো ক্লান্তি হয়ে যাচ্ছে মিশে.....
অচেনা সব মুখের ভিড়ে স্বপ্নগুলো আসছে ফিরে.....
ঝাপসা গানের শূন্য চোখে ভাবছি বসে অন্ধকারে.....
অনেকটা পথ হেঁটে এসেও, হয় নি হাঁটা তোমার পাশে....





http://m.doridro.net/banglasongs//Band/Band Albums/Aurthohin N Shumon/Aurthohin - Dhrubok/06.Golpo Sheshe.mp3.html


তোমার জন্যে ...... আমি শুনছিলাম তাই তোমাকেও লিংক দিলাম ...

ভালো থেকো ভাইয়া !

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

একজন আরমান বলেছেন:
গানটা শুনেছি আপু।
অসাধারণ একটা গান।

আর-

অনেকটা পথ হেঁটে এসেও, হয় নি হাঁটা তোমার পাশে....

এই লাইনটা আমার খুব পছন্দের।

আপনিও ভালো থাকুন।

৬৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: গল্পটা এখন পড়লাম ...!


কিছু বলার নেই ,
শুভেচ্ছা নিও

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

একজন আরমান বলেছেন:
মাঝে মাঝে গল্পও কারো কারো জীবনে বাস্তব হয়ে ধরা দেয় !

৬৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

রাতুল_শাহ বলেছেন: valo laglo vai

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৬৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২০

রেইন ম্যান বলেছেন: নির্মম বাস্তবতা । আর মেয়ের বাবার কাছে এই ৪ টি প্রশ্ন আমারও। লেখা খুবই ভালো লেগেছে । +++++
অফটপিক, ভাইয়ের বাড়ি কি বরিশাল ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

হা হা।
অফ টপিক প্রশ্নের উত্তরঃ
জি আমার বাড়ি বরিশাল। :)

৬৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: :( :( :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

একজন আরমান বলেছেন:
বাস্তবতা বড়ই নির্মম !

৬৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

শায়েরী বলেছেন: ভালো হয়েছে বেশ
একটু খারাপ লাগলো আরকি

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ভালো খারাপ নিয়েই তো আমাদের জীবন !

৭০| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০২

একজন আরমান বলেছেন:
:|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.