নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

কবিতা সমগ্র feat. বরিশাল

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২

আকাশলীনা

জীবনানন্দ দাশ

-------------------

________________

( বরিশাইল্লা ভার্সন )

________________



সুরঞ্জনা তুমি হোম্মে যাইও না,

ওই ছেড়ার লগে কতা কইও না;

ফিররা আহো সুরঞ্জনা;

নক্ষত্রের রূপালি আগুন ভরা রাইতে;



ফিইররা আহো এই মাডে,ঢেউ-এ

ফিইররা আহো মোর হৃদয়ে;

দূর গোনে দূরে আরো দূরে

ছেড়ার লগে তুমি আর যাইও না।



কী কতা হ্যাঁর লগে

আকাশের উফরে আকাশ,

মাডির লাহান তুমি আইজ

হ্যাঁর প্রেম ঘাস হইয়া আহে।



সুরঞ্জনা,

তোমার হৃদয়ে আইজ ঘাস,

আকাশের উফরে আকাশ,

বাতাসের উফরে বাতাস !



-----------------------------------------

অনুবাদান্তেঃ ব্লগার একজন আরমান











তোমায় আমি

– জীবনানন্দ দাশ

-------------------

________________

(বরিশাইল্লা ভার্সন)

________________





তোমারে মুই দেকছেলাম বইল্লা

তুমি মোর পদ্মপাতা হইলা

শিশির কণার লাহান শূইন্যে ঘুইররা

হুনছিলাম পদ্মচিডি আছে অনেক দূরে

খুইজ্জা খুইজ্জা পাইলাম তারে হ্যাস কালে।



নদী সাগর কোম্মে চলে বইয়া

পদ্মপাতায় পানির ফোডা হইয়া

জানি না কিচ্ছু-দেহি না কিচ্ছু আর

এত্তদিনে মিল হইছে তোমার আর মোর

পদ্মপাতার বুকের ভিতরে আইয়া।



তোমারে ভালবাসছি মুই, হেইর লেইজ্ঞা

শিশির  হইয়া থাকতে যে ভয় পাই,

তোমার কোলে জলের ফোডা পাইতে

চাই যে তোমার মধ্যে মিসসা যাইতে

শরীর যেই রহম মনের লগে মেশে।



জানি মুই তুমি থাকপা-মোর হইয়া ক্ষয়

পদ্মপাতা এউক্কা শুদু পানির ফোডা না।

এই আছে নাই-এই আছে নাই-জীবন চঞ্চল;

হ্যা তাকাইতেই ফুরাইয়া যায় রে পদ্মপাতার পানি

বুজ্জি মুই তোমারে ভালোবাইসসা।





-----------------------------------------

অনুবাদান্তেঃ ব্লগার একজন আরমান





উৎসর্গঃ

লোনলি ফাইটার

কাল্পনিক_ভালোবাসা

তামিম ইবনে আমান

জনৈক গণ্ডমূর্খ

আমিনুর রহমান

রাইসুল সাগর

বনলতা মুনিয়া

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

নেংটি ইদুর

নিয়েল ( হিমু )

রিমন রনবীর

দায়িত্ববান নাগরিক

বোকা ডাকু

মাহমুদুল হাসান কায়রো

আবুশিথি

আশিক মাসুম

আর বীর যোদ্ধা ঘুড্ডির পাইলটকে।






নোয়াখালী'র একটা অনুবাদ কবিতা পড়লাম। সেখানে মজাও করলাম।

তাই আমার অনুবাদ করা দুইটা পছন্দের কবিতা দিলাম।

মন্তব্য ১৫৭ টি রেটিং +২০/-০

মন্তব্য (১৫৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাগ্যিস আমি শেষ বেলায় আসছিলাম, নাইলে উতসর্গ পাইতাম না ;) B-)) :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

একজন আরমান বলেছেন:
হুম।
ঠিক বলছো স্বর্ণামনি ;)
ওই পোস্টটা পুরো পড়েছো?

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্টগুলো? আমি অফলাইনে ছিলাম তখন, প্রায় পড়েছি সবগুলো।

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

একজন আরমান বলেছেন:
যুদ্ধ কেমন লেগেছিল? :P :P :P

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পিলাচ দিয়ে গেলাম। পরে পড়ে যাক্কাস একখান কমেন্ট করমু।+++

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

একজন আরমান বলেছেন:
উখে। :P :P :P

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪১

আমিনুর রহমান বলেছেন: ঘুম পাইছে। কাইল দেখমু নে। শুভ রাত্রি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

একজন আরমান বলেছেন:
আচ্ছা।
যান ঘুমান।
শুভ রাত্রি। :)

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি জানতাম শেষ বেলায় নোয়াখালি=বরিশাল আর ঢাকা ইজ দা উইনার ;) B-)) :P তাই আর লগিন করি নাই :P

এই কবিতাটা তো আগেই পড়েছি। ভাল লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭

একজন আরমান বলেছেন:
হা হা।
একটা তো অনেক আগেই দিয়েছিলাম ব্লগে অনেক কমেন্টস এই। আরেকটা নতুন করেছি। :)
ছবি ভালো হয়েছে।
শীতকালে কদম ফুল পাওয়া যায় না। :P

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

লোনলিফাইটার বলেছেন: সুরঞ্জনা,

মনু হের পরেও দেখবা সুরঞ্জনা মোর লগে কথা কইবে বুজ্জো?তুমি যে বরিশাইল্লা হেইয়ে মোরে আগে কইবে না? ;) B-)) :P :P মুই কিন্তু বরিশাইল্লা ভাষা পারি B-)

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৯

একজন আরমান বলেছেন:
ও হেই পেন্নেই সুরঞ্জনা হাম্মের ধারে যায় ? :P ;)

হেতে নোয়াখাইল্লা। হাম্মের কষ্ট কইরা বরিশাইল্লা ভাষা কওন লাগবো না। :P :P :P

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: .
ডাইল আর লবনের জয় /:)

বিখ্যাতদের কবিতা মুলত আমার উপ্রেদিয়া যায় গা তাই তাদের কবিতার অনুবাদ এন্টেনায় ধরা পরার কোন Logic পাইলাম না /:)
সুরনজনা হোম্মে তে ফিরলে একটা miss দেইন যানি এখন :-< :-< :-< ঘুমামু ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০২

একজন আরমান বলেছেন:
কি যে কন না মিয়া ভাই?
আপনেগোর মতো মানুষের মাথার উপরে দিয়া যায় কেমনে?
এই লন এন্টেনা। আর যাইবো না মাথার উপরে দিয়া। ;)

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

জাতিতো প্রতিভায় প্রতিভায় প্রেগনেন্ট হইয়া গেলো........ :-P :-B :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪

একজন আরমান বলেছেন:
আমার ব্লগে স্বাগতম কায়রো ভাই।

পরথম কমেন্টেই জাতিরে প্রেগন্যান্ট বানায়া দিলেন ভাই? :|
দেশের এমনেই যা অবস্থা ! ;)

অনুবাদ কেমন হইছে তা তো কইলেন না !

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কবতে অনুবাদ অচাম হৈছে আর ঐযে, কত গুলান বিলাইর বাচ্চার নামে যে কবতে উৎসর্গ করছেন না, ঐডা আরু ভালা অইচে.... B-)) B-)) :-B

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৮

একজন আরমান বলেছেন:
বিলাইর বাচ্চা !
ইডা কি কইলেন বড় ভাই? :-B :-B :-B

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আর বীর যোদ্ধা ঘুড্ডির পাইলটকে।

আমাগো পাইলট শহীদ হৈয়া গেছে নি>>>>??? :-0 :-0

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

একজন আরমান বলেছেন:
কেন? আমি কি লিখছি নাকি শহীদ?
উনি আমার দলে তাই বীর বলছি :D :D :D

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৪

আশিক মাসুম বলেছেন: ওরে নারে!!আমারে কেউ ধর ভাই!! সয়ং জীবন বাবু নিজে এই কবিতা দেখলে টাস্কিত হইতো।
:P :P =p~ =p~ =p~


২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

একজন আরমান বলেছেন:
কেন ভাই আপনার আবার কি হইছে?
মাথা ঘুরায় নাকি? :P :P

জীবনরে বড় ভালা পাইরে ভাই। এইজন্যই তো ওনার কবিতা দিয়া ট্রাই মারি। :)

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

ভিয়েনাস বলেছেন: ভাই ঐ পোস্টে তো যুদ্ধ বাধায় দিছেন। আবার এই পোস্টে শুরু হবে না তো.... আপনাদের উপর কোন ভরসা নাই। মোর তো ডর লাগতাসে /:) B-) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৯

একজন আরমান বলেছেন:
হে হে।
ভাই সমান সমান করলাম আর কি। ওইখানে একটা নোয়াখাইল্লা অনুবাদ কবিতা দিছে আর এখানে বরিশাইল্লা দিলাম।
আমার কোন ইচ্ছা নাই। তবে ফাইটাররা সব ঘুমাইতে গেছে। দেখি তারা বাধায় কিনা। বাধাইলে সমস্যা নাই। আমার বরিশাইল্লা টীম রেডি আছে। :)

বাই দা ওয়ে আপনে কোন দল?
বললেন না যে ! ;)

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

আশিক মাসুম বলেছেন: জানি মুই তুমি থাকপা-মোর হইয়া ক্ষয়
পদ্মপাতা এউক্কা শুদু পানির ফোডা না।
এই আছে নাই-এই আছে নাই-জীবন চঞ্চল;
হ্যা তাকাইতেই ফুরাইয়া যায় রে পদ্মপাতার পানি
বুজ্জি মুই তোমারে ভালোবাইসসা।




B-)) =p~ পুরা অস্থির ;) :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩২

একজন আরমান বলেছেন:
আবার জিগায় !
বরিশাইল্লা ভাষায় অনুবাদ করতে চরম মজা লাগে।
আরও কিছু কবিতা অনুবাদ করবো ভাবতেছি।
এইটা দিয়া ট্রাই মারলাম একটু। ;)

বরিশাল জিন্দাবাদ
জয় বরিশালের জয়,
জয় ডাইল আর লবনের জয়।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কবতে অনুবাদ অচাম হৈছে আর ঐযে, কত গুলান বিলাইর বাচ্চার নামে যে কবতে উৎসর্গ করছেন না, ঐডা আরু ভালা অইচে.... X(( X(( X(( X((

বুঝলাম না X(( X(( X(( X((

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪২

একজন আরমান বলেছেন:
ভাইয়ের নিজের নামটাও কিন্তু আছে। ;)
একটু খেয়াল কইরা।
আর এতো চেতেন কেন মিয়া ভাই?

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

ভিয়েনাস বলেছেন: আমি শান্তি প্রিয় মানুষ আপনাদের ২ দলকেই ডরাই B-))

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৬

একজন আরমান বলেছেন:
কেন ভাই?
আমরা কি করেছি?
আমরা দুই দলই কিন্তু ভালো।
বিশেষ করে আমরা একটু বেশী ভালো। ;)
বাই দা ওয়ে বললেন না তো আপনি কোন এলাকার। :P

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: যাক সারা রাইতে একজনরেতো চেতাইবার পারছি...... :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

একজন আরমান বলেছেন:
হা হা। :P

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৯

হাসান মুহিব বলেছেন: চুন্দর হইচে.>>>>>>>>>>>> এক্কেবারে প্যাঁচ কেলাচ

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

একজন আরমান বলেছেন:
ওই মিয়া বরিশাইল্লা জিনিস সুন্দর না হইয়া পারে নাকি?

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: জাতীয় পিডাপিডির মধ্যে আমি কুনু চান্স ই পাই না.........

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

একজন আরমান বলেছেন:
আপনে কোন দলে?

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪১

ইখতামিন বলেছেন: পেরথমে ভাবছিলাম-
হেইয়া মনু হরলে কি?
মোর নাম কনে?

হেয়ার পর দেহি<><><><>

না. না. মোর আর নামের দরহার নাই.

মুই দেকতে আছি.

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

একজন আরমান বলেছেন:
দেখতে থাহেন।

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

শান্তা273 বলেছেন: বরিশাল জিন্দাবাদ
জয় বরিশালের জয়।

অনুবাদ ভালো হইসে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দেশি আফা। :)
জয় বরিশালের জয়।


২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

হাইল্যান্ডার বয় বলেছেন: খুব ভালো লাগল। সোজা প্রিয়তে। কাজে লাগবে। আমার ওনার বাড়িও বরিশাল কি-না.. :) :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

একজন আরমান বলেছেন:
হে হে ধইন্না লন দুলাভাই। ;)

২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

অনীনদিতা বলেছেন: মুই ভালা পাইছি:):)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

একজন আরমান বলেছেন:
ও হেই কতা?

২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

রেজোওয়ানা বলেছেন: হা হা হা

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

একজন আরমান বলেছেন:
:P :P :P

২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

ডানাহীন বলেছেন: সুরঞ্জনার চোহের লাহান অবর্ণনীয় ..

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

একজন আরমান বলেছেন:
সুরঞ্জনারে ভালা পাই। :!> :!> :#> :#> ;) ;)

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

সিয়ন খান বলেছেন: ও মনু দেছ না দেবা :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

একজন আরমান বলেছেন:
এহাও মনু তোমার হয় নাই?
না হইলে আরও দিমু হানে। ;) ;)

২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার পোষ্টে কমেন্ট দিয়ে আবার আমার যাত্রা শুরু ।

৮ তম লাইক

তোমার মাথায় দেখি ব্যাপক কিডনি আছে ;)

আজ যদি জীবনানন্দ থাকতেন তবে তুমারে নিশ্চিত কোলে তুলে নিতেন :D

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

একজন আরমান বলেছেন:
হে হে।
ধন্যবাদ ভাই।
আমার মাথায় কিডনি? কস কি মোমিন? থুক্কু অথর্ব ! :P
কোলে !
ছিঃ ছিঃ লজ্জা লজ্জা ! ;)

ওয়েল খাম ব্যাক :D

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

বোকা ডাকু বলেছেন: "সুরঞ্জনা তুমি হোম্মে যাইও না,
ওই ছেড়ার লগে কতা কইও না;
ফিররা আহো সুরঞ্জনা;
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাইতে;"

ওরে........ ভাইরে...... কেও আমারে ধর ! হাসতে হাসতে পইরা গেলাম ! কাল দেখলাম নয়াখাইল্লা ভার্সন আর আইজকা আবার বরিশাইল্যা !

আমরা হালায় বাফার স্টেট হিছাবে ঢাকায় বহুত আরামেই আছি!

আব্বে ছুরঞ্জনা কই যাছ !
তরে না কইছি ওই পুলার লগে কতা কবিনা !
ফিইররা আয় কইলাম, ছুরঞ্জনা;
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাইত রেডি রাখছি (দেহছ না!)।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

একজন আরমান বলেছেন:
কেন মিয়া খালি পইড়া যান কেন? ব্যালেন্স নাই নিজের? ;)

আপ্নের ডাও দেহি সুন্দার হইছে।

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হা হা হা হা হা হা,

তোমগো বরিশাইল্লারা সুরঞ্জনার পিছে লাইগো না,
সুরঞ্জনা নোয়াখাইল্লাগো কাছেই চইলা গেসে।

দারুন, আরমান। কবিটা সেই হইছে। হা হা হা।++++++

তবে ডাইল আর লবনের জয়- এইটা কিন্তু সত্য। তা মনু ডাইলে লবন দিস না দিবা??

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

একজন আরমান বলেছেন:
আবার আমার সুরঞ্জনারে লইয়া টানা-টানি শুরু কইরা দিলেন? X( X( X(( X((

ধন্যবাদ ভাইয়া।

এহাও মনু ডাইলে আর কতো নুন চাও? নুন দিয়ে তো এক্কারে চেতাই হালাইছি। আরও লাগবে নাহি? :P ,)

২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

রাইসুল সাগর বলেছেন: হা হা। বেফুক মজাক পাইলাম ++++


তয় আমি কিন্তুকঃ

সুরঞ্জনারে কইঃ

আঁন্নে চাইয়া আছেন তাই
আঁই হতো আঁডি যাই,
আঁডি আঁডি বহুত দূর
বহুত দূর যাইতাম চাই। ;) ;) ;) ;) ;) ;)



শুভকামনা তোর জন্য আরমান।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

একজন আরমান বলেছেন:
হা হা
ধন্যবাদ ভাইয়া। :)

৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আফনার এ কোবতে হুইন্না জীবনানন্দ দাশের আত্মা কবরের তুন লাফ মারি উইঠচ্ছে। খবর পাওয়া গেছে, উনার ভূত নাকি অতিস্বত্তর আপনার উপর ভর করিবে। :P সময় থাকতে পালান আরমান ভাই। ভূত আপ্নারে ছাড়বো না। =p~ =p~ =p~ =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

একজন আরমান বলেছেন:
হে হে।
ওই মিয়া মুই কি কাউরে ডরাই নাহি?
বরিশাইল্লা পোলা মুই জানেন না? :P ;)

৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

মামুন রশিদ বলেছেন: জীবনানন্দও তো বরিশাইল্যা কবি । একজন আরমান সঠিক পথেই হাটিতেছে, অদ্ভূত সব বোধ সংগী করে । :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

একজন আরমান বলেছেন:
আবার জিক্সস। :P :P :P

৩২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার এলাকা বরগুনার ভাষার সাথে কিছু পার্থক্য।
সুরঞ্জনা তুমি হেম্মে যাইও না,
ওই ছেমড়ার লগে কতা কইও না;
ফিররা আও সুরঞ্জনা;
নক্ষত্রের রূফালি আগুন ভরা রাইতে;

ফিইররা আও এই মাডে,ঢেউ-এ
ফিইররা আও মোর হৃদয়ে;
দূর গোনে দূরে আরো দূরে
ছেমড়ার লগে তুমি আর যাইও না।

কী কতা হ্যাঁর লগে
আকাশের উফরে আকাশ,
মাডির নাহান তুমি আইজ
হ্যাঁর প্রেম ঘাস অইয়া আয়ে।

সুরঞ্জনা,
তোমার হৃদয়ে আইজ ঘাস,
আকাশের উফরে আকাশ,
বাতাসের উফরে বাতাস !

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

একজন আরমান বলেছেন:

৩৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

প্রিয়তমেষূ বলেছেন: :) :D :D =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

একজন আরমান বলেছেন:
কি হয়েছে আপু?

৩৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

রিমন রনবীর বলেছেন:


;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

একজন আরমান বলেছেন:
????????????

৩৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

রিমন রনবীর বলেছেন:

;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

একজন আরমান বলেছেন:
ওই মিয়া আফনের বাড়ি কোম্মে?

৩৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

রিমন রনবীর বলেছেন:
;) ;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

একজন আরমান বলেছেন:
আপ্নাগোরে ভালা পাই ;)

৩৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

রিমন রনবীর বলেছেন:

নোয়াখাইল্লাগো চেয়ে আফনেগো কাছের মানুষ মিয়া ;)
পেলাচ ৮ টায় থেকে ৯ টা কিন্তু আমিই করছিলাম ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

একজন আরমান বলেছেন:
শরীয়তপুর?

উখে। ;)

৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: পেলাস!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

একজন আরমান বলেছেন:
ধইন্না।
আপনার আগের প্রো-পিক টাই সুন্দর ছিল।

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঘটনা কি? রিমনের বরিশাল পিরীতি দেখা যাচ্ছে। কলাম আইজ কিন্তু আমার হলে নেট আছে। ;) ;) =p~

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

একজন আরমান বলেছেন:
আপনে কোন দল আইজকা? ;)

৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তামিম ভাই কি খবর? :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

একজন আরমান বলেছেন:
@ তামিম ইবনে আমান

৪১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

রিমন রনবীর বলেছেন: মূর্খের মত কথা বলেন কেন হে? ;)
দেকাইলাম বরিশাল আমার বাড়ির কাছে আছে ।
তাছাড়া কাছে থুইয়া তো দুরের নোয়াখাইল্লাগো তো সাপোর্ট করা যায় না ;) ;)

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

একজন আরমান বলেছেন:
ভাই আমি তো মূর্খই। :|
আপনে যদি একটু খুইলা কইতেন ! ;)

৪২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

রিমন রনবীর বলেছেন: ধুরো মূর্খরে মূর্খ কইছি। আপনারে না :-&

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

একজন আরমান বলেছেন:
আপনে কোন জায়গার তারাতারি কয়া ফালান।
আর কথা পেচাইয়েন না।

৪৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: জামালপুরী ভার্সন রকস ! B-)) B-))


সুরঞ্জনা, উন্তি যায়োনা তুমি,
আও কইরোনা অই ব্যাডার সাতে;
আসি পরো সুরঞ্জনা।
নক্কত্রের ওফালি আগুন ভরা আইতো;

আসি পরো এই মাঠো,ঢেউয়ো;
আসি পরো ইদয়ে আমার;
দূর থনে দুরো—মেল্লা দুরো
ব্যাডার সাথে তুমি যায়োনা আর।

কী আও তার সাতে? তার সাতে?
আক্কাশের উম্মিরে আক্কাশো
মাঠির লাহান তুমি আইজ,
তার পেরেম ঘাস হয়া গ্যাছে।

সুরঞ্জনা,
তুমার ইদয় আইজ ঘাস
বাতাসের উফরে বাতাস-
আক্কাশের উফরে আক্কাশ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
অচাম হইচে গো...

আপ্নের বাড়ি তালি পড়ে জামালপুর। ঝাতি আজিকে কিন্তু জানিয়া গেলো ! ;)

৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঐ মিয়া লেংটি ইন্দুর!!!! কাইল দেখি আমগোরে ছাপোর্ট দিলেন। আর আইজ বরিশাইল্লাগো কম্বলের তলে হান্দায়া গেলেন।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
ওই মিয়া মূর্খ, নেংটি রে কই পাইলেন?
এইখানে দেখি রিমন বাই ! ;)

৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

আমিনুর রহমান বলেছেন: সুরঞ্জনা তুমি হোম্মে যাইও না,
ওই ছেড়ার লগে কতা কইও না;



ফাটাফাটি +++

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
ধইন্না ধইন্না।

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: valo laglo

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

তারছেড়া লিমন বলেছেন: সেইরাম হইচে..................

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিমন ভাই।
স্বাগতম আমার ব্লগে। :)

৪৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু থেঙ্কু !!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
মেনশন নট ! :!> :!> :#> :#>

৪৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

তারছেড়া লিমন বলেছেন: আমি চুপি চুপি তোমার ব্লগে ঘুরে যাই আর লাইক দিই কিন্তু আজ আর পারলাম না তাই মন্তব্য করলাম । ভালো থেক @ আরমান

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

একজন আরমান বলেছেন:
কেন ভাই পরিচিত হইতে লজ্জা লাগে?
আজকে থিকা দেখবেন আপ্নারে কেমন জালান জ্বালাই !
তার আরও কয়টা ছিরা যাইবে আপনার। :P

৫০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

বটবৃক্ষ~ বলেছেন: পড়তে যেয়ে তো দাত ভাংগার অবস্থা!!

মেলা কষ্ট করেছেন। আসলেই আপনার কিডনী বহুত শার্প আছে!!;)
পিলাস দিয়েছি..

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

একজন আরমান বলেছেন:
কি যে বলেন না?
দাঁত ভাংবে কেন?
আপনি কি বিয়ে করেছেন?
না করলে আপনাকে বরিশালের মেয়ের সাথে বিয়ে করিয়ে দিবো নে। ;)

৫১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

দুরন্ত সাহসী বলেছেন: দারুন হয়েছে আরমান :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইজান। :)

৫২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

ফালতু বালক বলেছেন: হে হে , ব্যাপক মজা পাইলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

একজন আরমান বলেছেন:
ধইন্না ধইন্না ভ্রাতা। :)

৫৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

অনীনদিতা বলেছেন:
আমি দেখছি লাল শাড়ি পইরা সুরঞ্জনা নোয়াখাইল্লাগো কাছেই চইলা গেসে। :P :P

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

একজন আরমান বলেছেন:
ধুরও ওইটা সুরঞ্জনা না। ওইটা সুরঞ্জনার বাসার কাজের মেয়ে। ;)

৫৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

ইখতামিন বলেছেন: আরমান ভাই. কেমন আছেন.

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

একজন আরমান বলেছেন:
ভালো। আপনি?

৫৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

নীলঞ্জন বলেছেন: চমৎকার বরিশাল কথন, প্রিয় আরমান।

শুভ কামনা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নীলঞ্জন দা।

ভালো থাকুন।

৫৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

মাক্স বলেছেন: অনীনদিতা বলেছেন:
আমি দেখছি লাল শাড়ি পইরা সুরঞ্জনা নোয়াখাইল্লাগো কাছেই চইলা গেসে

কথা সত্য ;) ;) ;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

একজন আরমান বলেছেন:
আর লেখক বলেছেন:
ধুরও ওইটা সুরঞ্জনা না। ওইটা সুরঞ্জনার বাসার কাজের মেয়ে। ;)

৫৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

ফারাহ দিবা জামান বলেছেন:

আমার পছন্দের কবিতাগুলার কি অবস্থা করলি তুই।
হাসতে হাসতে আমার জান শেষ।

কালকেও এসেছিলাম,
হাসতে হাসতেই ফিরেছি।

অনেক মজার পোস্টরে।
ভালো থাকিস।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

একজন আরমান বলেছেন:
আপু কবিতা দুইটা আমারও খুব প্রিয়।
একটু মজা করার জন্যই অনুবাদ করেছি। :)

তুমিও ভালো থেকো।

৫৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনীনদিতা বলেছেন:
আমি দেখছি লাল শাড়ি পইরা সুরঞ্জনা নোয়াখাইল্লাগো কাছেই চইলা গেসে।

আহা! মধু মধু!! মন্তব্যে প্লাস!!

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
ধুরও ওইটা সুরঞ্জনা না। ওইটা সুরঞ্জনার বাসার কাজের মেয়ে।


একটু খেয়াল কইরা। ;)

৫৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২

shfikul বলেছেন: +++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শফিক ভাই।
ভালো থাকবেন।

৬০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

নেকড়ে বলেছেন: বরিশালের লোকদের ভালো লাগে

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: কি ব্যাপার আমার আর অনীনদিতার নাম কই ?? /:) /:)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
আরে ভাইয়া এই পোস্ট উৎসর্গ করেছি যারা ওই যুদ্ধে ছিল।
তোমরা তো ছিলে না !

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

একজন আরমান বলেছেন:
এই যে দেখো সে মহাযুদ্ধ যেটাতে আমরা জয়ী হয়েছিলাম।
Click This Link

৬২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

সায়েদা সোহেলী বলেছেন: ও মনু তুমি বরিশাইল্লা !!!ভভাggissss কবি জিবিত নাই. :পি

+++++++++++ :)

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

একজন আরমান বলেছেন:
ওরে আফা এইডা কি কইলেন?
হগলডিতে জানে যে মুই বরিশাইল্লা। আর হাম্মে এইডা কি জিগাইলেন?

কেমন আছেন আপু?
অনেক মাস পরে দেখলাম সামুতে। :)

৬৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

বনলতা মুনিয়া বলেছেন: এ্যাহা মনু, এইয়া তুমি করলা কি ব্যাডা? মোর নায়কের কবিতা লইয়া এইয়া কি অইলে.......!?!

:-/ :-/ :-/ B:-) B:-) B:-) :(( :(( :(( :(( :(( :(( :(( :((

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

একজন আরমান বলেছেন:
কি আর হরমু?

মুই তো তেমন কিছুই হরলাম না।
তোমার নায়ক বলে আমগো ঝলিল বাইয়ে? ;) ;) ;)
অহন দেহি আবার জীবনরে নায়ক কইতাছো?
কাহিনী কি?
ঠিক বোজদে আছি না। /:) /:) /:)

৬৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

বনলতা মুনিয়া বলেছেন: ওমা ওমা কত্তবড় মিছা কতা........!!! :-/ :-/ :-/ :-/ :-/ :-/


আমার নায়ক লইয়া ষড়যন্ত্র.....!!! X(( X(( X(( X(( X( X( X( X( X(

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

একজন আরমান বলেছেন:
মিছা কতা কি?
আমরা সবাই ই তো জানি যে তুমার নায়ক আমগো ঝলিল বাইয়ে ! ;) ;) ;)

৬৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫

বনলতা মুনিয়া বলেছেন: না না না.............।


সভ মিচা কতা X(( X(( X(( X(( X((

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

একজন আরমান বলেছেন:
হুম। সব মিছা কতা।
তুমি মিছা কতা কইতে আছো। ;)
সবাইরে জিগাও।
তাইলেই প্রমান হইয়া যাইবে।

৬৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! চ্রম হইছে B-)) B-))

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৬৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

ইখতামিন বলেছেন: ;) B-)) :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

একজন আরমান বলেছেন:
B-)) B-)) B-)) B-))

৬৮| ২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

ঘর কুনো বলেছেন: অসাধারণ কবিতা।

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬৯| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নক্ষত্রচারী বলেছেন: হা হা ! চ্রম ।

এইডারে ভাষান্তর কমু নাকি রূপান্তর কমু বুঝবার পারতাসি না ।

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন:
যেইটা আপনার কইতে ইচ্ছা করে সেইটাই কয়া ফালান। ;)

৭০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

একজন আরমান বলেছেন:
:P :P :P

৭১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

নীল আকাশে স্বপ্নডানা বলেছেন: আন্নে বরিশয়ল্যা নি? =p~ =p~ =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

একজন আরমান বলেছেন:
এইডা হাম্মে কইলেন ডা কি? :-/ :-/ /:)
মুই তো ১০০% খাঁটি বরিশাইল্লা। B-) B-) B-)

৭২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

নীল-দর্পণ বলেছেন: =p~ =p~

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
:P :P :P

৭৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

একজন আবির বলেছেন:
ভালো হইছে। :) :) :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

একজন আরমান বলেছেন:
ধইন্না ধইন্না। B-)) B-)) B-))

৭৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

শ্রাবণ জল বলেছেন: সুরঞ্জনা হিয়ানে যাইও না তুঁই,
ওই হোলার লগে কতা কইও না;
চলি আইয়ো সুরঞ্জনা;
নক্ষত্রের রূপালি আগুন ভরা রাইতে;

চলি আইয়ো এই মাডে,ঢেউ-এ
চলি আইয়ো আর হৃদয়ে;
দূরেত্তেন দূরে আরো দূরে
ওই হোলার লগে তুঁই আর যাইও না।

কী কতা হেতের লগে
আকাশের উফরে আকাশ,
মাডির মতন তুঁই আইজকা
হেতের প্রেম ঘাস অই আইয়ে।

সুরঞ্জনা,
তোঁর হৃদয়ে আইজকা ঘাস,
আকাশের উফরে আকাশ,
বাতাসের উফরে বাতাস !

নোয়াখালী ভার্সনটা আমি দিয়ে দিলাম।

আপনার টা জটিল হইসে।
:) :) :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

একজন আরমান বলেছেন:
হা হা। আপনারটাও তো চমৎকার হয়েছে।

মজা করেই লিখেছিলাম।

৭৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: হা হা , অনেক মজার হয়েছে কিন্তু ,


সুরঞ্জনা তুমি হোম্মে যাইও না,
ওই ছেড়ার লগে কতা কইও না; :P

কেউ যদি সিরিয়াসলি এভাবে আবৃতি করে , তাহলে অডিয়েন্স হাসতে হাসতে শেষ হয়ে যাবে =p~ :P

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

একজন আরমান বলেছেন:
আমি করেছিলাম।
নিজেরটা শুনে নিজে হাসতে হাসতেই শেষ। :P :P :P

সুরঞ্জনা ছিল আমার প্রথম অনুবাদ।
এরকম আরও কিছু করবো ভাবছি। যখন মাথায় কোন নতুন কবিতা আসবে না তখন এই অনুবাদ করবো ভাবছি।

জয়তু বরিশাল।

৭৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

অঞ্জলি বলেছেন: আপনার কবিতা পড়লুম।আর হাসলুম।ফেন্টাসটিক হয়েছে!!! কেমন আছেন ভাইয়া???এক দম A+!! !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

আশীর্বাদ করি আমি অঞ্জলি রায়
আপনি ভালো থাকুন সবসময়!!!

শুভ রজনী!!!!

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আমি ভালোই আছি।
আপনি কেমন আছেন?
রেগুলার নয় কেন?

ভালো থাকুন।

৭৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

রাতুল_শাহ বলেছেন: আমার কিন্তু বরিশালের ভাষা খুব ভাল লাগে। আমি বন্ধুদের কাছে, নাটক দেখে বরিশালের ভাষা বলার চেষ্টা করি।

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

একজন আরমান বলেছেন:
আমার তো বরিশালের ভাষা চরম লাগে।
আমার বাসায় আঞ্চলিক ভাষার পুরো ব্যাবহার নেই।
আমি ব্যাবহার করলে মাঝে মাঝে মা বলে তুই এইরকম কথা বললে চাকরি করবি কিভাবে? :P

৭৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

রাইসুল নয়ন বলেছেন: আরে আরমান মোগো ভাষায় দি মধু ঝরাইয়া দেছ !!

অনুবাদ ভালা হইছে ,
এলাকাতো ভাই হিসেবে অনুরোধ কোনও বিদেশী কবির কবিতা আঞ্চলিক এ অনুবাদ চাই :D :D
জানতে চেয়েছিলে ক্যামন আছি, ভালো আর খারাপের মাঝামাঝি আছি ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

একজন আরমান বলেছেন:
আচ্ছা ভাই।
দেখি রবার্ট ফ্রস্টের কোন কবিতা অনুবাদ করার সাহস হয় কিনা। :)

আমিও ভালো আর খারাপের মাঝামাঝি আছি।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.