নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

ভাই ১০ টা ট্যাকা দিবেন? সকাল থিকা কিছু খাই নাই !

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

রাতে হাটার অভ্যাস আমার অনেক পুরোনো। আর তার সাথে যদি মন খারাপ থাকে তাহলে তো কথাই নেই ! রাতের ঝলমলে শহর দেখতে একদম খারাপ না। শাহাজাদপুর থেকে হাঁটতে হাঁটতে আমেরিকান এমব্যাসি ছাড়িয়ে নতুন বাজার মোরের কাছে গিয়ে দাঁড়ালাম। মনে হল রাতে কিছু খাই নি। ভাবলাম পরোটা খেয়ে নিয়ে আবার হাঁটাহাঁটি শুরু করবো।



হঠাৎই শুনতে পেলাম -

ভাই ১০ টা ট্যাকা দিবেন? সকাল থিকা কিছু খাই নাই !



কেন যেন কথাটা কানে আটকে গেলো। এমনিতে আমি মানুষ হিসেবে দয়ালু না কিংবা হাজী মোহাম্মাদ মহসিনের মতো দানবীরও না। কিন্তু কথাটা শুনে কয়েক কদম সামনে এগিয়ে যাবার পরও পেছনে তাকালাম একবার। দেখি একটা লোক অসহায় ভাবে দাড়িয়ে আছে। মনে মনে ভাবলাম "আরে ব্যাটা আমি তো জানি এই টাকা চাওয়া টা তোমার অ্যাডভারটাইজিং এর একটা কঠিন পলিসি। আমি বিজনেস এর স্টুডেন্ট। আমার লগে আইছো চালাকি করতে? শাহরুখ খান নিজেরে মুসলিম কইয়া নিজের অ্যাডভারটাইজিং করে ! আর তুমি ভাত না খাওয়ার কথা কইয়া আইছো নিজের অ্যাডভারটাইজিং করতে?

তোমারে টাকা দিয়া আমি আমার মানিব্যাগের ওজন কমাতে চাই না। আর যাই হোক তোমারে আমি টাকা দিতেছি না। "



শেষে আবার হোটেলে গিয়ে পরোটা খেয়ে বেরিয়ে আবার হেঁটে হেঁটে মোরের কাছে আসতেই ওই লোকটা আমার চোখে পরে। এবার কেন জানি একটু নিজেকে বেশীই কমার্শিয়াল মনে হয়। লোকটার কাছে যেতেই আবার সেই আকুতি-

ভাই ১০ টা ট্যাকা দিবেন? সকাল থিকা কিছু খাই নাই !

মানিব্যাগে হাত দিয়ে দেখি ভাংতি ১৫ টা টাকা আছে। ওই ১৫ টাকা দিয়েই ওখান থেকে একটু তাড়াহুড়া করে চলে আসি। লোকটা আমাকে ডেকে বলে, "ভাই সত্যিই আমি সকাল থিকা কিচ্ছু খাই নাই। আপনে ট্যাকা না দিলে কিছুই খাইতে পারতাম না। আমার বাড়ি বর্ডারের কাছে। ঢাকা আইছিলাম ডাক্তার দেখাইতে। ট্যাকা, পয়সা, ব্যাগ সব হারায়া গেছে। আমি বললাম, "ভাই আমার কাছে আর ভাংতি টাকা নাই"। বলেই চলে আসলাম।



হাঁটছি আর ভাবছি যে ওই ১৫ টাকা দিয়ে লোকটা এক প্লেট ভাতও খেতে পারবে না। বড়জোর ২টা রুটি খেতে পারবে। শাহবাগ হলে অন্তত এই টাকায় ভাত খেতে পারতো। মেডিক্যালের পরিত্যক্ত ভাত ! এই যুগে হোটেলে এক প্লেট ভাত খেতে গেলেও কমপক্ষে ৩০/৩৫ টাকা লাগে !

পরে এই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে আবার হাঁটা শুরু করলাম। কে খেয়ে থাকলো আর কে না খেয়ে মরলো তাতে আমার কি? কথায় আছে-

নিজে বাঁচলে বাপের নাম !





এইটা কোন কবিতা কিংবা গল্প না। মাঝে মাঝে নিজের মাথায় অনেক কথা আসে। সেরকম কিছু কথাই লিখলাম।

মন্তব্য ১৪২ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১৪২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

আশিক মাসুম বলেছেন: হুম । লিখাটা যাই হোক মন ছুয়েছে। প্রিতিনিয়ত এমন হাজার ঘটনা চোখে পরে আমাদের এই জন বহুল ঢাকায়। মাঝে মাঝে সত্যি খুব মন খারাপ হয়ে যায়। এমন অনেক সময় গেছে মানুষের কষ্ট দেখে নিজের অজান্তে বাচ্চাদের মতো কেঁদে ফেলেছি। :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই। মাঝে মাঝে খুব খারাপ লাগে। আর নিজেকে খুব খারাপ মনে হয়।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

আশিক মাসুম বলেছেন: ++

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২

একজন আরমান বলেছেন:
এই লেখায় প্লাস দিয়া কি করমু?
মনটা খারাপ ছিল তাই লিখছি। :(

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :( :(
আমরা অনেক কিছু করতে চেয়ে পারি না!

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

একজন আরমান বলেছেন:
হুম।
আর সেই না পারাটা অনেক কষ্টের। আজকে আমার নিজেকে খুব খারাপ মনে হইছে।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

প্রিয়তমেষূ বলেছেন: অনেক কিছু বলার ছিলো কিন্তু ভাষা নাই...।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
আমারও অনেক কিছু বলতে ইচ্ছে করছে।
কিন্তু বলে কোন লাভ নেই !

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

তারছেড়া লিমন বলেছেন: কে রাখে খোঁজ ......এ বুকের ব্যাথা কার আছে সময়................. :( :( :( :( :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই।
নিজে বাঁচলে বাপের নাম !

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শতকিছুর পরেও মানবতা বেঁচে থেকে মানবদেরই মাঝে। ধন্যবাদ মানব। :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
ক্ষুদ্র কিংবা অসমর্থ মানব হয়ে লাভ কি?

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

শিপন মোল্লা বলেছেন: আমাদের চার পাশটাই এলেমেলো আর আপনার ভাবনা এলেমেলো হলেই এটাই আমাদের সমাজের দেশের সত্য চিএ। আরমান ভাই কি বলবো মন্তব্যে কিছুই বঝুতে পারছিনা। আমিও এলেমেলো কথাই বলে গেলাম ভাই। আমরা কেউই দয়ালু না তবে মাঝে মাঝে আমাদেরও দয়ালুদের মতো কিছু করতে ইচ্ছে করে। করেও ফেলে সামর্থ্য অনুযায়ী, করাও উচিত।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

একজন আরমান বলেছেন:
নিজের অসামর্থ্যতা নিজেকে মাটির সাথে পিষে ফেলে আমায় মাঝে মাঝে।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

বোকা ডাকু বলেছেন: আশিক মাসুম ভাই বলেছেন- "প্রিতিনিয়ত এমন হাজার ঘটনা চোখে পরে আমাদের এই জন বহুল ঢাকায়।" ঘটনা এইখানেই। চলতে ফিরতে প্রতিনিয়ত কতরকম ঘটনা যে চোখে তার মধ্যে কোনটা আসল আর কোনটা অভিনয় এই দ্বিধাদন্দেই হারিয়ে যায় আমাদের মনুষ্যত্ব। অভিনয় ভেবে এড়িয়ে যাই অনেক কিছুই। ফলাফল- বঞ্চিত হয় প্রকৃত অসহায় জন।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

একজন আরমান বলেছেন:
শীতের রাতে কেউ কতোটা অসহায় হলে এই অভিনয় করে?
কিংবা নিজের অ্যাডভারটাইজিং করে?

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

স্বপনবাজ বলেছেন: আমরা জাতী হিসেবে খুবই ভয়ানক ! এই ধরনের পরিস্থথি কেন্দ্র করে যে ব্যাবসা হচ্ছেনা ,তাও হলফ করে বলা যায়না ! তাই সত্যি আর মিথ্যার এক বিরাট দ্বন্ধে পড়ে যাই মাঝে মাঝেই !

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটা ঠিক।
তবে এই শীতের রাতে কেউ কতোটা অসহায় হলে এই অভিনয় করে?
কিংবা নিজের অ্যাডভারটাইজিং করে?

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
:( :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

একজন আরমান বলেছেন:
:(

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

শূন্য পথিক বলেছেন: খারাপদের ভিড়ে সত্যিকার সমস্যা জর্জরিতরা মিশে যায়! :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটা ঠিক।
তবে এই শীতের রাতে কেউ কতোটা অসহায় হলে এই অভিনয় করে?
কিংবা নিজের অ্যাডভারটাইজিং করে?

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

লোনলিফাইটার বলেছেন: আমি একটু ভিন্নভাবে চিন্তা করি যদিও। :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
যেমন?
যদি শেয়ার করেন আমাদের সাথে...

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

বনলতা মুনিয়া বলেছেন: জীবন যেখানে যেমন..................... :( :( :( :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
নিজে বাঁচলে বাপের নাম !

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

মাক্স বলেছেন: সবার দেখি মন খারাপ:(:(:(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:
ওই মিয়া মন কি আপনার একলারই আছে নাকি? :-P :-P :-P /:) /:) /:) /:)

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: প্রতিনিয়ত আমাদের চারপাশে এমন হাজারো ঘটনা ঘটে চলেছে। তার কটাই বা আমাদের নজরে আসে?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
নজরে ঠিকই আসে। কিন্তু ওই যে কমন ব্যাপার !

আর কথায় আছে না -
নিজে বাঁচলে বাপের নাম !

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে দরকার স্থায়ী কোন সমাধান । দশ টাকা দিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। সবার আগে আমাদের দেশ থেকে

১।দারিদ্রতা দূর করতে হবে।
২। জন্ম নিয়ন্ত্রন করতে হবে।
৩। শিক্ষার হার বাড়াতে হবে।

তাহলে দেখবেন কেউ আপনার অথবা আমার অথবা আমাদের কারো কাছে দশ টাকা চাইছেনা।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১০

একজন আরমান বলেছেন:
আমি উপরে একটি মন্তব্যের উত্তরে বলেছি যে আমার বলার আরও অনেক কিছুই ছিল। কিন্তু অনেক কিছুই বলিনি। কারণ বললে কোন লাভ নেই !
আপনার কথাগুলো আমার না বলা কথাগুলোর মধ্যে একটি।
আসলে আমরা যাই করি না কেন সব কিছুই অগোছালো। আর এইগুলো গোছাতে হলে আমাদেরকে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে। যেটা আমাদের এই সমাজের প্রেক্ষাপটে অসম্ভবই বলতে পারেন !

আমি একদিন আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম - "বাবা এই গরীব মানুষগুলো এতো ছেলেমেয়ে নেয় কেন? এরা কি এদের ঠিকভাবে এই বাচ্চাগুলোকে লালন-পালন করতে পারবে?"
বাবা আমাকে বলেছিল, "আমাদের মতো এরা এদের ছেলে-মেয়েদের লেখাপড়া করাবে না। এরা এদের ছেলে-মেয়েগুলো ৫/৬ বছর হলেই কাজে দিয়ে দিবে। ৮/১০ টা ছেলেমেয়ে যদি প্রতিদিন ৫০ টাকা করে এনে দেয় তবে প্রতিদিনের আয় ৫০০ টাকা ! সবই এদের বিজনেস প্ল্যান ! আর তোমাদের দুই ভাইকে আমার পড়াতে প্রতিমাসে কতো খরচ হয় হিসেব আছে?"

কথাগুলো শুনে আমি আর কিছু বলতে পারি নি।

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

লজিক মানুষ বলেছেন: ভাই কোনটা যে আসল আর কোনটা যে অভিনয় কিছুই বুঝি না। সেদিন লেকে পিঠা খাইতেছি, পিছে থেকে এক পিচ্চি কয়, "ভাইজান ২ডা ট্যাকা দিবেন? সকাল থেকে কিছুই খাই নি?"

আমি সাথে সাথেই একটা গরম পিঠা নিয়ে ওকে দিলাম। ওমা!!! সে নিবে না। তার নাকি ট্যাকাই লাগবো।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটা ঠিক।
তবে এই শীতের রাতে কেউ কতোটা অসহায় হলে এই অভিনয় করে?
কিংবা নিজের অ্যাডভারটাইজিং করে?

১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

কালোপরী বলেছেন: :( :( :( :( :( :( :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

একজন আরমান বলেছেন:
কি হল আপু?

১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১

হুমায়ুন তোরাব বলেছেন: gf re pizza hut,westin e treat dite taka bepar na vai,bt kaore 10tk dite para onk boro bepar bhai..
majhe majhe onk kcu krte mon chai bt parina.

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

একজন আরমান বলেছেন:
হুম। সেটাই। বারে গিয়া ৪/৫ পেক মদ গিললে তেমন কি আর খরচ হয়? কিন্তু ১০ টাকা দিলে তো ওটা অপচয়।

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার বাবার কথাগুল শতভাগ সত্যি। আসলে সেই জন্যই দরকার শিক্ষার হার বারান। তুমি শ্রীলংকার পূর্বের এবং বর্তমানের তুলনা করলে দেখতে পাবে যে শিক্ষা কি করে একটা জাতির আমুল পরিবর্তন এনে দিতে পারে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই।
কিন্তু এই কাজটা করা অসম্ভব না হলেও বড্ড কঠিন আমাদের বর্তমান প্রেক্ষাপটে !

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরকম পরিস্হিতিতে নিজেরে খুব অসহায় লাগে। ১৫ টাকা দিয়ে ভাল করছেন। যদিও তার শেষ কথাগুলা থেকে বোঝা যাইতাছে সে প্রোফেশনাল ভিক্কুক --

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন:
প্রোফেশোনাল হতেই পারে। কিন্তু একটু ভেবে দেখেন মানুষ কোন পর্যায়ে গেলে ভিক্ষা করে !

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

shfikul বলেছেন: ভালো লেগেছে।কে খেলো আর কে না খেয়ে মরলো তাতে আমার কি?এটা কিন্তু ব্যক্তি আরমানের ভাবনা নয়।ব্যাক্তি আরমান কিন্তু তার একটু আগেই লোকটাকে নিয়ে ভেবেছে যে পনের টাকা দিয়ে সে কিভাবে কি খাবে!তাহলে "তাতে আমার কি" কথাটা ব্যক্তি আরমানের অসহায়ত্বের বেদনা মাত্র।আমার বোঝায় যদি ভুল না হয়ে থাকে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

একজন আরমান বলেছেন:
জানি না ভাই।
হতে পারে।
নিজেকে খুব ছোট মনে হইছে সেই সময়।

২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

অপু তানভীর বলেছেন: পোষ্টের টাইটেল দেখেই মনে হচ্ছে মন খারাপ করা লেখা !!

তাই পড়লাম না !!

তুমি মিয়া কাজ-কাম ভালা করতেছো না !!
মন ভালা করা লেখা দাও !!

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

একজন আরমান বলেছেন:
ভাইয়া এইটা কোন গল্প না। পড়ে দেখ।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

ভিয়েনাস বলেছেন: শত অবিশ্বাসের কষাঘাতে জর্জরিত বিশ্বাসের পিঠ। খুব স হজে এখন আর কিছু বিশ্বাস করতে ভালো লাগে না। চোখ বন্ধ রাখায় ভালো। নিজে বাঁচলে বাপের নাম। তবু আমরা মানুষ । মানবিকতা আমাদের প্রধান বৈশিষ্ট্য। চোখ বন্ধ থাকেনা /:)

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

একজন আরমান বলেছেন:
হুম।

২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মন খারাপ কইরা দিলেন মিয়া ভাই,এমনিতেই চাপে আছি :( :( :( :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

একজন আরমান বলেছেন:
দুঃখিত।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৭

তামিম ইবনে আমান বলেছেন: :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

একজন আরমান বলেছেন:
:(

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

মেহেদী হাসান মানিক বলেছেন: এইরকম অনেক ঘটনা ঘটে যা সত্যি নয় অভিনয়। তাই সত্য মিথ্যা নির্ণয় করা কথিন হয়ে পড়েছে।
++

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটা ঠিক বলেছেন।

অনেক দিন পর !
কেমন আছেন মানিক ভাই?

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

কালা মনের ধলা মানুষ বলেছেন: খুব সুন্দর লিখসো আরমান। চোখের সামনে প্রতিদিন এধরনের মানুষ চোখে পড়ে। আর আমরা চোখ ফিরিয়ে নেই। মনে মনে বলি, ধান্দাবাজ কোথাকার!!

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই।
কে খেয়ে থাকলো আর কে না খেয়ে মরলো তাতে আমার কি? কথায় আছে-
নিজে বাঁচলে বাপের নাম !

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

জাকারিয়া মুবিন বলেছেন: হুম, কোনটা সত্যি আর কোনটা অভিনয় বোঝা কঠিন।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন:
প্রোফেশোনাল হতেই পারে। কিন্তু একটু ভেবে দেখেন মানুষ কোন পর্যায়ে গেলে ভিক্ষা করে !

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

সিয়ন খান বলেছেন: মন ছুয়ে গেল

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

একজন আরমান বলেছেন:
:(

৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

আমি সাজিদ বলেছেন: মন ছুঁয়ে গেলো,অনেকটা ভাবালো।

ভালো লেগেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

একজন আরমান বলেছেন:
কিছু ভাবালে সেটাই সার্থকতা !
ভালো থেকো।

৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন:
১, ডিউটি পুলিশ
২, ছিচকা চোর
৩, আতেল

৪, হিমু

এই ৪ক্যাটাগরি রাতে হাটা হাটি করার অধিকার রাখে । আপ্নে কুনটায় পরেন ? ;) ;)

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

একজন আরমান বলেছেন:
আপনে কি তাইলে আমারে আতেল কইতে চাইতাছেন? /:) /:) /:)

৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: ১০ টেকা দিলেও তো ৫ টেকা থাকতো B:-)

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

একজন আরমান বলেছেন:
কি কইলেন বুঝি নাইক্কা?

আমি তো ১৫ টাকাই দিছিলাম। যে কয় টাকা ভাংতি আছিলো।

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

নিয়েল ( হিমু ) বলেছেন: আমি আমনেরে কিছু কৈতে চাইতাছি না । চয়েজ দিছি আপ্নার কাছে । তবে এইটা জানি ৪ নাম্বারটা আপ্নে না ;)

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

একজন আরমান বলেছেন:
তাইলে তো আঁতেল ই হয়। /:) /:) /:)

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

বনলতা মুনিয়া বলেছেন: :( :( :( :(

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
:( :( :(

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ১ও না এইটাও শিওর ;)

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
তাইলে ২ ও না। এইটাও শিওর। :-P :-P :-P

৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

নিয়েল ( হিমু ) বলেছেন: খেক খেক খেক । আমি কৈছি কিছু ?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
যান তাইলে আঁতেল ই হইবে।

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

সঞ্জয় নিপু বলেছেন: গল্প না হলে ও চমৎকার হয়েছে ।

আরমান চালিয়ে যাও +

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সঞ্জয় ভাই।
ভালো থাকবেন।

৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

মামুন রশিদ বলেছেন: একটা জিনিস মিলছে । ;)

আমি যখন কোন সাহায্যপ্রার্থীকে ভালো ভাবে খেয়াল করি, তার সাহায্য চাওয়ার স্টাইল বিশ্লেষন করার চেষ্টা করি তখন কেন যেন কোন সাহায্য করতে ইচ্ছে করেনা । তবে খারাপ ব্যবহার করিনা, সুন্দর করে মাপ চেয়ে নেই । আর যখন এগুলো ভাবার সময় পাইনা তখন ঠিকই যা পারি দিয়ে দেই ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
হা হা।
কি করবো বলেন?
মার্কেটিং এর স্টুডেন্ট যে !
সব কিছুই বিজনেস এঙ্গেলে দেখার চেষ্টা করি আর কি ! ;)

আপনার মেজর কি এমবিএ তে?

৪০| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

নীলঞ্জন বলেছেন: নিজে বাঁচলে বাপের নাম ! - একটু বলি প্রিয় আরমান।

স্বাভাবিক অর্থে উপরোক্ত উক্তিটি ঠিক। কিন্তু ক্ষেত্রবিশেষে ঠিক না ভাই। কখনো কখনো অপরকে বাঁচানো ফরজ হয়ে উঠে। তবেই তো মানবতা বিকশিত হয়। আপনার মনে যে মমতা জাগ্রত হয়েছে তাই বা কম কিসে।

অনেক ভালোলাগা ও শুভ কামনা রাশি রাশি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

একজন আরমান বলেছেন:
আপনার কথার সাথে সহমত ভাই।
কিন্তু নিজের অপারগতার ক্ষোভ থেকেই কথাটা বলেছি !

ভালো থাকবেন।

৪১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

বাঘ মামা বলেছেন: পৃথিবীর সব চেয়ে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাওয়ানো।



যে কোন করুন বিষয় যার মনকে ছুঁয়ে দেয় সেই মহৎ,আপনার ভাবনা গুলো সুন্দর।

শুভ কামনা সব সময়

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭

একজন আরমান বলেছেন:
শুধু সুন্দর ভাবনায় কি পরিবর্তন আসে?
মনে হয় না।
সামর্থ্যেরও প্রয়োজন আছে মানে টাকারও প্রয়োজন আছে বৈকি।

ধন্যবাদ বাঘ মামা।
ভালো থাকুন।

৪২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

নীল-দর্পণ বলেছেন: মাঝে মাঝে আমার এরকম হয়.......ভাবি হয়ত ভন্ডামী করছে। কিন্তু চলে আসার পর মনে হয় সাহায্য করলেই পারতাম.........তখনকার বিবেকের দংশনটা খুব যন্ত্রনাদ্বায়ক হয়

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। বিবেক বলে এখনও বুঝি কিছু আছে আমাদের মাঝে !

৪৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

ইখতামিন বলেছেন:
নো হিমু.
আরমান ভাই দ্যা জেন্টেলম্যান.
;) B-)) :P

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

একজন আরমান বলেছেন:
B-) B-) B-)

৪৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

রাইসুল নয়ন বলেছেন: আসলে আমাদের এই অবস্থার জন্য আমরাই দায়ী,
কারো একার পক্ষে দারিদ্রতা দূর করা সম্ভব নয় ।

সমাজে যে পরিমান শিক্ষিত ভদ্রলোক আছেন এবং আমাদের দেশের পরিচালনাকারীরা এতো স(!)ৎ তাতে দেশের মোট জনসংখ্যার অর্ধেকের না খাইয়া থাকার কথা !!
সেই হিসেবে আমরা কি অনেক ভালো নেই আরমান ?

আপনি একজনকে ১৫ টাকা দিছেন, এমন কতজনকে দেয়া সম্ভব !
তার থেকে দেখে না দেখার ভাণ করাই শ্রেয় ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। ভালোই বলেছেন।
রাস্তায় যখন হাঁটি তখন প্রায়ই দেখি বিএমডাব্লিউ ড্রাইভ করে কেউ যাচ্ছে আর সেই রাস্তার পাশে বসে কিছু মানুষ ফেলে দেওয়া ভাত খাচ্ছে !
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !

৪৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

অনীনদিতা বলেছেন: :| :|

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
:( :( :(

৪৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

সালমাহ্যাপী বলেছেন: এই লেখাটা পড়ে একটা কথা মনে পড়লো।যেটা প্রায়ই মনে পড়ে !!

এক দিন গ্যাস স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় একটা বুড়া লোক সুর করে করে গান গাচ্ছিলো আর টাকা চাচ্ছিলো।আমি বয়স্ক লোকদের কখনই ফেরায় দেই না। তো তারেও টাকা দিলাম।এর পর গ্যাস নেয়া শেষ হলে স্তেশন থেকে বের হবার পথে দেখি লোকটা সিগারেট খাচ্ছে। মনটা খুব খারাপ হল এই ভেবে যে সে হয়ত যে টাকা দিয়েছি সেটা দিয়েই সিগারেট খাচ্ছে। মনে মনে ভাবছিলাম ধুর এরে টাকা না দিয়ে অন্য আরেকজনরে দিলেও হত।
কিন্তু পরোক্ষনেই আবার মনে হল আমার নিয়তটাই তো আসল।

আসলেই এখন আর কাউকেই বিশ্বাস করতে ইচ্ছা হয়না :(

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। সেটাই।
আপনার কাছে কোন স্ক্যানার নেই যে আপনি বেছে বেছে দিবেন।
নিয়তটাই আসল।

আর একটা কথা আমি মানলাম যে লোকটি হয়তো ধান্ধা করছে।
কিন্তু বলতে পারেন একটা মানুষ কতোটা অসহায় হলে শীতের রাতে অন্যের কাছে হাত পাতে?

৪৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

সালমাহ্যাপী বলেছেন: হুম কিছুই বলাই নাই ভাইয়া :(

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই কিছুই বলার নেই।
আর বলার থাকলেও কিছু করার নেই।

রাস্তায় যখন হাঁটি তখন প্রায়ই দেখি বিএমডাব্লিউ ড্রাইভ করে কেউ যাচ্ছে আর সেই রাস্তার পাশে বসে কিছু মানুষ ফেলে দেওয়া ভাত খাচ্ছে !
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !


আর তাছাড়া -
নিজে বাঁচলে বাপের নাম !

৪৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

আমি ইহতিব বলেছেন: সভ্য মানুষ সাংসারিক মানুষ সামাজিক মানুষ এসব নানা রকম মন ভুলানো অলংকারে আমরা আবদ্ধ হয়ে আছি, চাইলেও অনেক সময় অনেক কিছু করা হয়ে উঠেনা। পথের ধারে পড়ে থাকা এসব মানুষকে দেখে মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে আল্লাহ কেন এদেরকে এমন কষ্টের জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন?

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

একজন আরমান বলেছেন:
হয়তো তাদের দিয়েই আল্লাহ আমাদের কিছু শেখাতে চাচ্ছেন সেজন্য !

হায়রে মানুষ রঙিন ফানুস,
দম ফুরাইলে ঠুস !
তবুও তো ভাই কারোই নাই,
একটু খানি হুঁশ !

৪৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

শামীম আরা সনি বলেছেন: হম নির্মম বাস্তবতা :(

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

একজন আরমান বলেছেন:
হুম। বাস্তবতা বড়ই নির্মম আপু !

৫০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

শ্রাবণ জল বলেছেন: আমার সাথেও আজ প্রায় এমন একটা কাহিনী হইসে।

গ্রাম তো, ভিক্ষা চাইতে বাসায় আসে মানুষ। এক লোক আসল, বললাম কি চান? বলে, মা, আমাকে একটু সাহায্য করেন। আমার একটা শীতের কাপড় দরকার। নইলে আমি আজকে মরে যাবো। কাল রাতে মসজিদে ঘুমাইসি, কতজনরে বললাম, আমারে একটা কাপড় দেন, কেউ দিলনা। মাটির চে পাকা অনেক ঠাণ্ডা।আমার খুব কষ্ট হইসে, ঘুমাইতে পারিনাই।

এখানে আসলেই অনেক শীত। আমি সারাদিন হাতে পায়ে মোজা পরে থাকি।
তো আমার আপু আমার জন্য বেশ কিছু গরম কাপড় পাঠাইসিল। সেখান থেকে একটা বের করে দিতে গেলাম, আম্মু বলল- এটা না। বড় হাত দেখে দাও, যাতে উনার ঠাণ্ডা কম লাগে। দিলাম।

একটু পর দেখি আবার ডাকে। বললাম- আপনি কি ডাকলেন? বলে- হ্যাঁ, আমি বাড়ি যাইতে চাই এক সপ্তাহ ধরে। আমার কাছে কোন টাকা নাই যে গাড়ি ভাড়া দিব। কি করব?

এবার আমার একটু মেজাজ খারাপ হল। নতুন কাপড় দিলাম, তাতেও মন ভরল না! তার সব চাহিদা পূরণের দায়িত্ব কি আমার নাকি?

কোন কারণে এই মুহূর্তে আমার কাছে কোন টাকা নাই। ব্যাগ এ ভাংতি ১০ টাকা পেলাম। ভাবলাম টাকা তো আমার হাতে ঠিকই আসবে, কিন্তু লোকটার বাসায় যাওয়াটা জরুরি। টাকাটা উনার দরকার।
দিলাম।

কেউ সাহায্য চাইলে আমি না করতে পারিনা। ভয় লাগে। একটা কবিতা পরসিলাম কখনো- বিধাতা আমাদের আখিরাতে বলবেন, আমি গিয়েছিলাম তোমার কাছে, তুমি আমাকে পানি দাও নি, খেতে দাওনি, কাপড় দাও নি। এই রকম ছিল থিম টা।

অনেক বেশী বলে ফেললাম।
পড়ে বিরক্ত হলে রিমুভ করে দেবেন, আরমান।

বিজনেসের স্টুডেন্ট হলেও মাঝে মাঝে বিজনেসের বাইরেও চিন্তা করা লাগে। :P :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

একজন আরমান বলেছেন:
মাঝে মাঝে বিজনেসের বাইরেও চিন্তা করতে হয়।
কারণ দম ফুরালেই তো শেষ !

৫১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

শ্রাবণ জল বলেছেন: আমি ১০ টাকা দেইনি। ৫ টাকা দিসিলাম।এটা লিখতে ভুলে গেসি। :|

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

একজন আরমান বলেছেন:
আমার মনে হয় নিয়তটাই আসল।

অঃটঃ
লেখাগুলো আন-ড্রাফ্‌ট করলে বেশী খুশী হতাম।

৫২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

বটবৃক্ষ~ বলেছেন: বিজনেসের স্টুডেন্ট হলেও ভাইজান বিজনেসের বাইরেই চিন্তা করেছেন...

ধন্যবাদ~~~ :) আপনাকেনা...
লেখার নাইট ওয়াকার ভাইকে...

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

একজন আরমান বলেছেন:
নাইট ওয়াকার ভাইকে ধন্যবাদ পৌঁছে দেওয়া হল।
আর নাইট ওয়াকার ভাইর মাথায় সমস্যা।
ওনার মাথায় বেশী সমস্যা দেখা দিলে উনি রাতে প্রায়ই একা একা হাঁটেন !
ওনার মা ওনাকে আঁতেল বলেও ক্ষেপান মাঝে মাঝে !

৫৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আরমান ভাই কেন জানি মনে কোন একটা অসন্তুষ্টি থেকে আপনি পোস্টটি লিখেছেন। হয়তো এরকম লোকটিকে যদি আরেকটু হেল্প করতে পারতাম। কিংবা অন্যরাও যদি একটু একটু করে এগিয়ে আসতো ইত্যাদি ইত্যাদি। আশেপাশের ছোটখাট প্রবঞ্চনাগুলো অনেক সময় আমরা এড়িয়ে যাবার চেষ্ঠা করেও আমরা পারিনা। আপনার লেখায় এ জিনিসটাই প্রতিফলিত হয়েছে। আরো ভালো হত লোকটিকে যদি আরেকটু বেশি হেল্প করতে পারতেন।

তারপরও আপনার জন্য শুভকামনা। পোস্টে ভালো লাগা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
ভাই আপনি আমার অসন্তুষ্টির ব্যাপারাটি ধরতে পেরেছেন।

আসলে খুব খারাপ আর অসহায় মনে হয় নিজেকে মাঝে মাঝে।

৫৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: ২য় সেমিস্টার চলছে । ৪র্থ সেমিস্টারে মেজর নিতে হবে । তবে যেহেতু ১৬ বছর ধরে মার্কেটিংয়ে জব করি, তাই এটাই হয়ত মেজর হবে ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
হুম। আর কয় সেমিস্টার লাগবে?
মার্কেটিং আমারও খুব ভালো লাগে।
বিবিএ তে মেজর ছিল মার্কেটিং। এমবিএ ভাবছি আগামি সেমিস্টারে শুরু করবো। আর এবারও মার্কেটিং ই নিবো। :)

৫৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

বটবৃক্ষ~ বলেছেন: আতেল ভাই এখানেও পড়ালেখার ডিসকাশন !! B:-) B:-)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

একজন আরমান বলেছেন:
কি করবো বলেন?
ছ্যাকা খাওয়ার ইতিহাস কইলেও সমস্যা,
বেকারত্বের কথা কইলেও সমস্যা,
পড়ালেখার কথা কইলেও সমস্যা !
কই যাই? /:) /:) /:)

৫৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

বটবৃক্ষ~ বলেছেন: সরি ভাই্য়া, কষ্ট পেলেন কথা্য়...

কোথাও যেয়েন না প্লিজ...এখানেই থাইকেন। :|

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

একজন আরমান বলেছেন:
না আমি শুধু সামুতেই না, এখন থেকে আলু, নাগু, চতুর আর ২৪ এইগুলতেও আছি। B-) B-) B-)
সামুতে কেউ আমারে ভালোবাসে না। :| :|

এখন আমি চালাক অনেক
মানুষ চিনতে ভুল করি না,
দু’ চারটে ভাবের কথায়
কাউকে আর কাছে টানিনা ।

৫৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

চয়নিকা আহমেদ বলেছেন:

পরে এই সব ভাবনা চিন্তা বাদ দিয়ে আবার হাঁটা শুরু করলাম। কে খেয়ে থাকলো আর কে না খেয়ে মরলো তাতে আমার কি? কথায় আছে-
নিজে বাঁচলে বাপের নাম !
----------
কথাটার মাঝে প্রচ্ছন্ন কষ্ট দেখা গেলো।
কখনো মানুষ অসহায়ত্ব থেকেও অনেক কথা বলে।
অন্তরালে মানবতা বোধেরই দেখা মিলল।

ভালো থাকিস ভাইয়া।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

একজন আরমান বলেছেন:
টাকাওয়ালা অমানুষ হবার থেকে টাকাহীন অসহায়ই ভালো বোধ করি।
কিন্তু অসহায়ত্ব দারুণ পীড়া দেয় মাঝে মাঝে।
সান্তনা ওই এক জায়গায়-
নিজেকে বলি "টাকা হলে তুমিও অনুভূতিহীন হয়ে যাবে আরমান ! "

ভালো থেকো আপু।

৫৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

মেহেরুন বলেছেন: bastobota asole onek kothin re...amra bujhi onek kichui..kintu korte pari na kichui...
evabei chole jay din..

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই।
কে খেয়ে থাকলো আর কে না খেয়ে মরলো তাতে আমার কি? কথায় আছে-
নিজে বাঁচলে বাপের নাম !


কেমন আছো আপু?

৫৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

যুবায়ের বলেছেন: এরকম অসংখ্য অভিজ্ঞতার সন্মুখিন হয়েছি!!..
এক শ্রেণীর ভন্ডদের কারনে আসল অভুক্ত ব্যক্তিটিকে চিনতে ভূল করে ফেলি!!
কখনোবা সাহায্য করতে পারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারিনা নিজের সাধ্যর জন্য।

চমৎকার লিখেছেন ভাই।
প্লাসায়িত করলাম++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই নিজের সাধ্য বড় একটা ব্যাপার।

ধন্যবাদ ভাই।

৬০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

রাতুল_শাহ বলেছেন: আমার কাছে কেউ খাওয়ার জন্য টাকা চাইলে, তাকে টাকা দিই না। সরাসরি খাবার হোটেলে নিয়া ঢুকি। তারে বলি, যা ইচ্ছা অর্ডার দাও।

মানুষকে খাওয়াতে ভাল লাগে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

একজন আরমান বলেছেন:
শুনে ভালো লাগলো ভাই।
আমার এখনও আপনার মতো সামর্থ্য হয়ে ওঠে নি।
হয়ে উঠলে অবশ্যই খাওয়াবো।

শুভকামনা রইলো আপনার জন্য।
ভালো থাকবেন।

৬১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

রাতুল_শাহ বলেছেন: ইনশাল্লাহ একদিন হয়ে যাবে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই। :)

৬২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

হাইল্যান্ডার বয় বলেছেন: মাঝে মাঝে আমরা বুঝে উঠতে পারি না আমদের কি করা উচিত। দোনোমোনা করি। ফলে অনিচ্ছা সত্তেও অনেক কাজ করে ফেলি।

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

একজন আরমান বলেছেন:
হুম।

মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৬৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

সিংহমামা বলেছেন:

তাই একটু মুখ মিষ্টি করেন মামা---------

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

পোস্ট করেছেন: ২টি
মন্তব্য করেছেন: ৯৩টি
মন্তব্য পেয়েছেন: ৩৪টি
ব্লগ লিখেছেন: ২৩ ঘন্টা ৫৯ মিনিট
ব্লগটি মোট ৯৯ বার দেখা হয়েছে

এর মধ্যেই জেনারেল?
ক্যামনে কি? B:-) B:-) B:-)

৬৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

সিংহমামা বলেছেন: আরে মামা,,,,,,,,,,,বুঝলেন না,,,,,,,,,ভাগ্য কি আর সাদে বলে,,,,,,,,,,,,,,,,, B-)) B-)) B-)) B-))

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

একজন আরমান বলেছেন:
তাইলে তো মামা আপ্নের কপাল ম্যালা ভালা দেখতাছি।
আপ্নের কপালের লগে তো অখন আমার কপাল ঘষতে ইচ্ছা করতাছে। B-)) B-)) ;) ;)

৬৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

একজন আবির বলেছেন:
ভালো লাগলো ।


:) :) :) :) :) :)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

একজন আরমান বলেছেন:
কস কি মোমিন থুক্কু আবির? !

৬৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

বটবৃক্ষ~ বলেছেন: এখন আমি চালাক অনেক
মানুষ চিনতে ভুল করি না,
দু’ চারটে ভাবের কথায়
কাউকে আর কাছে টানিনা

হুম এটাই ভালো ...

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

একজন আরমান বলেছেন:
ভালো খারাপের পার্থক্যটা এখনও বুঝলাম না !

৬৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

বিপদেআছি বলেছেন: শাহরুখ খান নিজেরে মুসলিম কইয়া নিজের অ্যাডভারটাইজিং করে ! :D :D :D সত্য, চালাক মানুষ প্রতিকূল অবস্হারও নিজের কাজে লাগায়।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

একজন আরমান বলেছেন:
হ্যা সেটাই।

ধন্যবাদ।

৬৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: আমরা আসলেই খুব অসহায়। ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারি না। পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম। ভালো থাকবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

আপনিও ভালো থাকবেন।

৬৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

htusar বলেছেন: ভাল লাগলো

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৭০| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

সপ্নাতুর আহসান বলেছেন: স্যাড বাট ট্রু

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

একজন আরমান বলেছেন:
হুম।

৭১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

শায়েরী বলেছেন: বিবিএ তে আমারও মেজর ছিল মার্কেটিং।
আই লাভ মার্কেটিং

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

একজন আরমান বলেছেন:
তাই নাকি?
ভাবছি এমবিএতেও মেজর মার্কেটিং রাখবো সাথে এইচ আর এম ও থাকতে পারে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.