নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

আমি - আপনি আমরা সবাই ই ধর্ষক !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

কি উপরের শিরোনাম দেখেই চমকে গেলেন?



হ্যাঁ। ঠিকই দেখেছেন।

যা বলছি তাই সত্যি !

আমি - আপনি আমরা সবাই ই ধর্ষক !



ভাবছেন যে -

আমি কীভাবে ধর্ষক হলাম?

আমি তো ধর্ষণের প্রতিবাদ করেছি !

কি-বোর্ড ভেঙ্গেছি বহুবার ধর্ষণের প্রতিবাদ করে !

মসজিদ মন্দির গির্জায় নিয়মিত প্রার্থনা করি।

আমার মতো ভালো মানুষ কয়জন আছে?

আমি তাহলে কীভাবে ধর্ষক হলাম?



উত্তর দিচ্ছি -



আমাদের দেশে একজন ধর্ষিতা তিন বার ধর্ষনের শিকার হয় -

প্রথমবার হয় - শারীরিকভাবে,

এর পরে হয় - ডাক্তারি পরীক্ষার সময়,

এবং সবশেষে - মামলা যখন বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয় তখন।



আর এই জন্য এই ধরনের অনেক ঘটনা চোখের আড়ালেই থেকে যায়। লোক লজ্জার ভয়ে অনেকেই এই ঘটনা প্রকাশ করে না।

কারণ প্রকাশিত হলে তো আমি-আপনি অর্থাৎ এই তথাকথিত সমাজ ধর্ষিতাকে আবার ধর্ষণ করবো ! আমরা ধর্ষিতাকে নিচু চোখে দেখবো। বলবো ধর্ষিতার চরিত্র খারাপ, সব দোষ তার, তার পোশাক শালীন ছিল না (ছয় বছরের বাচ্চার পোশাকও নাকি অশালীন হয় !)




ধর্ষিতার প্রতি আমাদের এই অযৌক্তিক কথাগুলো কি ধর্ষণ করার সামিল নয়?

প্রশ্ন রইলো আপনাদের সুশীল সমাজের প্রতি।

ধর্ষণকারী তো শুধু কিছু সময়ের জন্য ধর্ষণ করে, আর আমরা সেই ধর্ষিতাকেই ধর্ষণ করি তার মৃত্যুর আগ পর্যন্ত !



কোর্টে যখন ধর্ষণের বর্ণনা দেওয়া হয় তা ধর্ষণের কম কিছু নয় !

ধর্ষণের বর্ণনা যখন একজন ধর্ষিতাকে তার মুখ থেকে সবার সামনে বলতে হয় তা কতোটা সুখকর?


উত্তর দিয়ে যাবেন সুশীল সমাজের মান্যগণ্য ব্যাক্তিগন।



ধর্ষনের আইনটি যদি পরিবর্তন করে এই রকম করা হয় যে -

ধর্ষনের শিকার নারীর নাম এবং ছবি প্রকাশ করা যাবে না।

আদালতে তাকে না এনে যে কোন একজন চীপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেই নারী তার জবানবন্দি দেবে।

তার পরে তদন্তে যে ব্যাক্তির নাম আসবে সে আদালতে প্রমান দেবে সে ধর্ষন করে নাই।




তাহলে অন্তত একটিবার ধর্ষিতা কম ধর্ষিত হবে।

আর আমার আপনার মানসিকতা যদি পরিবর্তিত হয় তবে আরও একবার ধর্ষিতা কম ধর্ষিত হবে।



আর ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

মন্তব্য ১২৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

আশিক মাসুম বলেছেন: ++++



০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

আশিক মাসুম বলেছেন: আর ধর্ষিতার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।




ধর্ষিতারাকি ধর্ষকের???

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

একজন আরমান বলেছেন:
ভুল হয়ে গিয়েছিল।
মাথাটা গরম।

ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ ভাই।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

নিয়েল ( হিমু ) বলেছেন:
নারে ভাই শিরোনাম দেখে চমকাই নাই /:) /:) চমকাবো কেন ? আমি কি এইটা আমি তো জানি তাইনা ? :-B


আমার দৃষ্টি ভংগিও নিয়েও চিন্তা নাইরে ভাই /:) /:)


এইডা কি কৈলেন ? "ধর্ষিতার" এক মাত্র শাস্তি মৃত্যুদন্ড ? B:-) B:-) কেমনে কি B:-) B:-) ধর্ষিতা কি দুষ কর্ল ? X( X(
নাকি টাইপে ভুল ? /:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

একজন আরমান বলেছেন:
ভুল হয়া গেছিলো রে ভাই।
মেজাজ পুরা বিলা আছে।

ধন্যবাদ।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

প্রমিথিয়া নাজ বলেছেন: এবার বাবা কর্তৃক যমজ মেয়ে ধর্ষণ ৭ বছর ধরে
Click This Link

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
আমাদের মানসিকতা বিকৃত হওয়ার আর কতো বাকি আছে?

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

সিংহমামা বলেছেন: আমি - আপনি আমরা সবাই ই ধর্ষক !------এর চেয়ে বড় সত্য কথা আর কি হতে পারে!!!!!!!!!!!সাবাস বাঘের বাচ্চা,,,,,,,,,,,,,,থুক্কু,,,,,,,,,,,,সিংহের বাচ্চা,,,,,,,,,,,,,,,,,,প্রনামী তোমায়,,,,,,,,,,,

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
জি !

আমি - আপনি আমরা সবাই ই ধর্ষক !

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

নিয়েল ( হিমু ) বলেছেন: অই ধর্ষকের দল খেয়াল কৈরা । আমি ধর্ষক না । আমার চিন্তা চেতনা মানষিকতা কুনুটাই মিলে নাই পোষ্টের লগে যে আমিও কমু "আম্রা ধর্ষক" ।
সিংহ মামা আর আরমান কট :P :P lol

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন:
হুম।
আপনি তো সুশীল সমাজেরই একজন ! ;)

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

সিংহমামা বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: অই ধর্ষকের দল খেয়াল কৈরা । আমি ধর্ষক না । আমার চিন্তা চেতনা মানষিকতা কুনুটাই মিলে নাই পোষ্টের লগে যে আমিও কমু "আম্রা ধর্ষক" ।
সিংহ মামা আর আরমান কট :P :P lol
;;;;;;;;;;;;;জ্বে, আপনি মহান গো মামা,,,,,,,,,,,,,,,,,,,,

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

একজন আরমান বলেছেন:
@ নিয়েল ( হিমু )

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

নাফীস কাজী বলেছেন: উত্তর দিয়ে যাবেন সুশীল সমাজের মান্যগণ্য ব্যাক্তিগন।

আপনার কি মনে হয় চুশীলরা উত্তর দিবে ???????

চুশীলরা অপক্ষ্যা করছে কবে কোন ধর্ম শিক্ষক দ্বারা কোন ছাত্রী ধর্ষণ হয় !!X( যদি হয় তবে তারা উত্তর দিয়া কি-বোর্ড ফাটায় ফালাবে।:|

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

একজন আরমান বলেছেন:
ঠিক বলছেন কাজী ভাই।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

মামুন রশিদ বলেছেন: ধর্ষণকারী তো শুধু কিছু সময়ের জন্য ধর্ষণ করে, আর আমরা সেই ধর্ষিতাকেই ধর্ষণ করি তার মৃত্যুর আগ পর্যন্ত !


পোস্টের বক্তব্যের সাথে পুরোপুরি সহমত । সময় এসেছে ধর্ষনের বিচারের আইনী প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবার ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

নিয়েল ( হিমু ) বলেছেন:
জে আমি মহান, সিংহমামা :D :D
তাই তো বলছি খেয়াল কৈরা ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

একজন আরমান বলেছেন:
@ মামা

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

অদ্বিতীয়া আমি বলেছেন: ঠিকই বলেছেন । হুমায়ূন আহমেদের প্রিয়তমেষু উপন্যাসটা পড়েছেন ? না পড়লে পড়তে পারেন ।

কোন মেয়ে যদি কোন হ্যারাসমেন্ট এর শিকার হয় , তারপর বিচার চাইতে যায় , তখন ব্যাপারটা কত নির্মম হতে পারে , কত মানসিক শক্তির ব্যাপার, বইটা পড়েই উপলব্ধি করেছি ।

আইনের পরিবর্তন করা উচিত ,এই ধরনের অনেক ঘটনা চোখের আড়ালেই থেকে যায়।কারন , সমাজের অমানুষরা ভিকটিমের দিকেই আঙ্গুল তুলে । বিচার না মান সম্মান , এই ভেবেই চেপে যায় । :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
না পড়া হয় নি।
পড়ে দেখতে হবে।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১

সিংহমামা বলেছেন: হুংকার ছাড়েন কেন মামা,,,,,,,,,,,,,,,,,হিমু মানুষ তো হিমেল হইয়া থাকে বইলাই জানি,,,,,,,,,,,,,,,,এত চেতেন ক্যা আর হুংকার ছাড়েন ক্যা,,,,,,,,,,,,,,,আপনেও কি মডু নাকি,,,,,,,,,,,,,,,,ভুই পাইলাম তাইলে,,,,,,,,,,,,,, :-& :-& :-& ;) ;) ;) :-B :-B :-B B-)) B-))

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২

একজন আরমান বলেছেন:
অপ্রাসঙ্গিক মন্তব্য থেকে বিরত থাকুন।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

শূন্য পথিক বলেছেন: +++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

একজন আরমান বলেছেন:
ধর্ষিতার বিচার চাই।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

শূন্য পথিক বলেছেন: 'ঘটনা সত্য নয়, মেয়েটার গালে ধরে একটু আদর করেছেন।"
-লে. কর্নেল শাহাদাৎ হোসেন শিকদার
(শহীদ বীর-উত্তম আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপাল)

আমি বলি- মেয়েটারে আল্লাহ্‌ নিজ হাতে বাচিয়ে দিয়েছেন! শুধু গাল ধরাতেই মেয়েটাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে! আরও কিছু করলে (!!) না জানি হয়তো মেয়েটাকে পাতালে চলে যেতে হতো! :@ :@ :@

লে. কর্নেল শাহাদাৎ হোসেন শিকদার সাহেব, আপনাকে বলছি... নিজের কলেজের ইজ্জত বাঁচাতে কি সব প্রলাপ বকছেন?? আজ যদি সেই মেয়েটা আপনার মেয়ে বা আত্মীয় হতো তবে আপনি কি একই কথা বলতেন?? ধিক আপনাদের!


শুধু ধর্ষক না, তাদের সাহয্যকারী বা সমর্থনকারীদেরও ভয়াবহ শাস্তি হোক।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

একজন আরমান বলেছেন:
এরা আসলে নিজেদের সুনাম অক্ষুন্ন রাখার জন্য এই রকম নিচ কাজ করে থাকে।
এরাও পশুর কম না।

শুধু ধর্ষক না, তাদের সাহয্যকারী বা সমর্থনকারীদেরও ভয়াবহ শাস্তি হোক।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

ঘুড্ডির পাইলট বলেছেন: কতো ঘটনা চোখের আড়ালেই থেকে যায় । আমাদের দেশে ধর্ষিতাদের জন্য আলাদা সরকারী কেয়ারিং ইউনিট থাকা উচিৎ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

একজন আরমান বলেছেন:
ভালো কথা বলছেন ভাই।
কিন্তু সবার আগে দরকার আমাদের মানসিকতার পরিবর্তন।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

স্বপনবাজ বলেছেন: ধারণা বদলাবে ! নির্যাতিতারাই সমাজের সহানূভূতি আর প্রাপ্ত সম্মান টা পাবে ! সামাজিক আন্দোলোন থেকে এভাবেই রপান্তর হয় !
উন্নত মানের পোষ্ট আরমান ভাই !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আমরাও সেটাই আশা করি।

উন্নতমানের মন্তব্যের জন্য একরাশ ধন্যবাদ আর শুভকামনা রইলো।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

সিংহমামা বলেছেন: কিন্তু সবার আগে দরকার আমাদের মানসিকতার পরিবর্তন।----------এটাই আসল কথা,,,,,,,,,,,ভাল লাগল,,,,,,,,, :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯

নিয়েল হিমু বলেছেন: মাল্টি মামা @ আমার সাথে কথা কৈবা খেয়াল কৈরা । অকে ?


অঃটঃ ইখতামিনের পোষ্ট থেকে আসলাম । এইসব মাল্টি ফাল্টিরে টাইম দেয়ার ইচ্ছা আপাতত আমার নাই ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

একজন আরমান বলেছেন:
হুম।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

বোকা ডাকু বলেছেন: "ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ। "

উচিত অনুচিত বুঝিনা। মৃত্যুদণ্ড দিতে হবে। এইটাই শাস্তি। বিকল্প কোনও কিছু ভাবার সময় নাই।

আর মানসিকতা সেটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু আইন করে শাস্তি নিশ্চিত করাটা তুলনামুলকভাবে কম সময় লাগবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

একজন আরমান বলেছেন:
সহমত।

২০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

আমিনুর রহমান বলেছেন: +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

একজন আরমান বলেছেন:
শুধু ধর্ষক না, তাদের সাহয্যকারী বা সমর্থনকারীদেরও ভয়াবহ শাস্তি হোক।

২১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ++

শুধু ধর্ষক না, তাদের সাহয্যকারী বা সমর্থনকারীদেরও ভয়াবহ শাস্তি হোক।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

একজন আরমান বলেছেন:
সহমত।

২২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

স্বপ্নবাজ শোয়েব বলেছেন: মেয়েরা রুপচর্চা বাদ দিয়ে আত্তরক্ষা করতে শিখেন প্লিজ। স্বার্থপর পুরুষজাতি কখনই আপনাদের জন্য কিছু করতে পারবেনা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

একজন আরমান বলেছেন:
ভুল !

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমাদের বিবেককে আগে জাগাতে হবে। পোস্টের প্রত্যেকটা কথার সাথে পূর্ণ সহমত।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

রাতুল_শাহ বলেছেন: ভাল বলেছেন আরমান ভাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

একজন আরমান বলেছেন:
শুধু বলে শান্তি পাচ্ছি না।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

রীতিমত লিয়া বলেছেন: আমাদের দেশে একজন ধর্ষিতা তিন বার ধর্ষনের শিকার হয় -
প্রথমবার হয় - শারীরিকভাবে,
এর পরে হয় - ডাক্তারি পরীক্ষার সময়,
এবং সবশেষে - মামলা যখন বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয় তখন।


খুবই গুরুত্বপূর্ন কথা লিখেছেন। আসলেই এমনটা হয়। হুমায়ুন আহমেদের একটা বইয়ে পড়েছিলাম। যেটা নিয়ে পরবর্তীতে চলচ্চিত্রও হয়েছে। নাম "প্রিয়তমেষু" । পোস্টে প্লাস।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
+++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

একজন আরমান বলেছেন:
+ দিয়ে কি হবে?
আমাদের বিবেক কে জাগ্রত করতে হবে।

২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

যুবায়ের বলেছেন: প্লাস+++

সঠিক বলেছেন আরমান ভাই।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ছোট্ট নিথী বলেছেন: সহমত ++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

২৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

জাকারিয়া মুবিন বলেছেন: সচেতন পোস্ট।

এখন সবচে বেশী প্রয়োজন একটা গণজাগরণ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৩০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লিখেছেন।
পোস্টে:++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৩১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: +++

ব্রাভো...!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

একজন আরমান বলেছেন:
ব্রাভো ফর হোয়াট?
কজ আই এম এ রেপিস্ট? !

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

মাক্স বলেছেন: ++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০

বিপদেআছি বলেছেন: মেয়েদের জন্য জগত কঠিন জায়গা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

একজন আরমান বলেছেন:
আমরা কি সহজ করতে পারি না?

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

সিয়ন খান বলেছেন: ++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

চয়নিকা আহমেদ বলেছেন: কতটুকু যন্ত্রণায় থাকলে কেউ একথা বলে,
তা সহজেই অনুমেয়।

পোস্টে অনেক অনেক ভাললাগা আরমান।

আর তোর জন্য স্নেহ মাখা শুভকামনা!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

একজন আরমান বলেছেন:
আপু মানুষের সহ্যের একটা সীমা থাকে। আমার কেন যেন মনে হচ্ছে সে সীমা আমরা পার করে ফেলেছি।
আমার বোন-স্ত্রী-মেয়ের নিরাপত্তা যদি আমি দিতেই না পারি তবে আমার থাকা আর না থাকার মধ্যে পার্থক্য কোথায়?

৩৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধর্ষনের এক মাত্র শাস্তি হওয়া উচিৎ ঢাকা স্টেডিয়ামে প্রকাশ্য দিবালোকে ঝুলিয়ে মৃত্যুদন্ড । অথবা অঙ্গছেদ ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৩৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

s r jony বলেছেন: ভাল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

একজন আরমান বলেছেন:
কি ভালো?

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৩৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: হুম, সহমত। তাহলে হয়তো একজন ধর্ষিতাকে আরও কয়েকবার ধর্ষণের হাত থেকে বাঁচান যাবে...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ।
সেটাই।
আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।

আর আমি বিশ্বাস করি তোমদের মতো নতুন প্রজন্মের হাত ধরেই আমাদের পরিবর্তন সাধিত হবে।

৩৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ধর্ষনের একমাত্র শাস্তি হওয়া উচিৎ মৃত্যুদন্ড। পোস্টে +++++এবং শেয়ার্ড।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১

একজন আরমান বলেছেন:
জি।
ধর্ষনের একমাত্র শাস্তি হওয়া উচিৎ মৃত্যুদন্ড।

ধন্যবাদ।

৪০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুর্দান্ত হইছে ভাই

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

ধর্ষনের একমাত্র শাস্তি হওয়া উচিৎ মৃত্যুদন্ড।

৪১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

তামিম ইবনে আমান বলেছেন: পোস্টের সাথে ১০০% দ্বিমত পোষণ করছি।


আমরা নারীর ক্ষমতায়ন চাই। নারী যাতে পুরুষের সাথে কাধে কাধ মিলিয়ে চলতে পারে সেটা চাই।

তাহলে একজন নারী কেন তার অধিকার আদায় করে নিতে পারবে না? কেন আপনারা নারীদের অক্ষম করে দিচ্ছেন। কেন নারীদের অচল , দুর্বল করে দিচ্ছেন?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

একজন আরমান বলেছেন:
ভালো বলেছেন।
কিন্তু সম অধিকার কি সব জায়গায় খাটে?
একটু ভেবে দেখুন।
আর সম অধিকারের ক্ষেত্রগুলোকে মিলিয়ে ফেললে হবে না।

৪২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

বটবৃক্ষ~ বলেছেন: ব্রাভো ফর>>
সত্য বচন এবং কড়া কথনের জন্য...

আর আপনিযে রেপিস্ট, এইটাতো সবাই আগেই জানে!!;);) :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

একজন আরমান বলেছেন:
শুধু আমি না আমরা সবাই !

৪৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

রাইসুল সাগর বলেছেন: এক কথায় +

সহমত আরমান ।

ধিক ধিক আমাদের অশুদ্ধ আত্মাকে। X(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

ধিক আমাদের অশুদ্ধ আত্মাকে।

৪৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

প্রিয়তমেষূ বলেছেন: আমাদের দেশে একজন ধর্ষিতা তিন বার ধর্ষনের শিকার হয়

+++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

একজন আরমান বলেছেন:
ধর্ষনের একমাত্র শাস্তি হওয়া উচিৎ মৃত্যুদন্ড।

৪৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

ফালতু বালক বলেছেন: ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

X( X( X( X( X(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

একজন আরমান বলেছেন:
ধর্ষনের একমাত্র শাস্তি হওয়া উচিৎ মৃত্যুদন্ড।

৪৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

রুদ্র মানব বলেছেন: আরমান ভাই , সহমত আপনার সাথে । ধর্ষকদের সরবোচ্চ শাস্ত মৃত্যুদন্ড চাই ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৪৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

পোস্টে পূর্ণ সহমত ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৪৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬

বাঘ মামা বলেছেন: চমৎকার বলেছেন আরমান



একদম স্পষ্ট বলতে চাই- কোন যুক্তি এবং পরিস্থিতি ধর্ষকের অনুকুলে যেতে পারেনা।

শুভ কামনা সব সময়

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বাঘ মামা।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৪৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

বনলতা মুনিয়া বলেছেন: সহমত

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৫০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

নাইট রিডার বলেছেন: একজন ধর্ষক যখন ধর্ষণ করে সে তখন ধর্ষণ করে একটি মেয়েকে আর যারা সেই ধর্ষণের সাফাই গাইতে গিয়ে বলে মেয়েটার পোষাক বা আচরণ খুব উগ্র ছিল তারা ধর্ষণ করল পূর্ববর্তী, বর্তমান আর পরবর্তী সব ধর্ষিতাকে ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

একজন আরমান বলেছেন:
সহমত।
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৫১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

বাবুরাম সাপুড়ে বলেছেন: মাঝে মাঝে মুন চাই আইন লিজের হাতে তুলে লি। সালার ঘুনে ধরা সমাজ ! জীবনপন করে কেউ বসে নেই ধর্ষন করার জন্য। যে শুয়ারগুলার হাতে দেশ পরিচালনার মহান দায়িত্ব দিয়ে বসে আছি ওই শুয়ারগুলার এ নিয়ে কুন পদক্ষেপই দেখিনা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

একজন আরমান বলেছেন:
ভাই বদলাতে হবে আমাদের মানসিকতা।
পশুর ভরসায় বসে থাকলে চলবে কি?

অঃ টঃ
এইটা কোন এলাকার ভাষা ব্যাবহার করলেন?

৫২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

চয়নিকা আহমেদ বলেছেন:

আরমান দেখ,
কি অবস্থা!

ষড়যন্ত্রকারীদের বের করার চেষ্টা করছিলাম গোপনে গোপনে।
এখন সব প্রকাশেই এসে হাজিরা দিয়ে যাচ্ছে।

একজন তো আমার ব্লগে আগে আসতেন,
এখন একদমই আসেন না,
মেয়ের চেহারা ধরে আসেন মাঝেমাঝে,
আর নতুন কিছু মাছি বাহিনীও জুটেছে,
মাছিমারার বংশধর হতে পারে।
এখন তো জেন্ডার ইস্যু।
এর ভেতর কোন রাজকন্যাও আছে মনে হয়।
নাহলে আমার এই পাতানো কাল্পনিক কবিতায় অনেকের আক্কেলগুরুম হয়ে গেলো কেন?
নিজে নিজে এসে ধরা খাচ্ছে সব।
কি অবাক কাণ্ড!

সবাই কি চাই জানিস,
আমিও যেন কিছু কিছু মানুষের মতন ন্যাকা কান্না করে ব্লগ ছেড়ে দেই।

দেখ না কাহিনীগুলো পরপর--
একের পর এক সাজা,
সব উত্তর পেয়ে যাবি।
আরও আছে।

এত বড় ঘটনা ঘটছে আমার সাথে প্রতিনিয়িত,
আর মানুষ ভাবে কি,
আমি চোখ বন্ধ করে আছি???

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
আপু যে যাই বলুক তুমি ব্লগ ছাড়বে কেন?
যদি কারো সাহস থাকে তবে যেন সে তার আসল নিক দিয়ে এসে কিছু বলে যায়। মাল্টিকে পাত্তা দিও না।

আর আমরা তো আছিই তোমার পাশে।

ব্লগিং করে যাও নিজের মতো।

৫৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

অনীনদিতা বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
জি।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৫৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

সালমাহ্যাপী বলেছেন: আর ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

একজন আরমান বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৫৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

আমি ইহতিব বলেছেন: দারুন চিন্তা আরমান, সবাই যদি এভাবে ভাবতে পারতো!!!

একজন ধর্ষিতাকে বারবার ধর্ষণ থেকে বিরত থাকুক সবাই, সমাজ, সংসার, আইনের লোকজন, সবাই।

সচেতন হোক মানুষ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

একজন আরমান বলেছেন:
পরিবর্তন আসবেই আপু।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৫৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

নেক্সাস বলেছেন: আমি - আপনি আমরা সবাই ই ধর্ষক



চমৎকার ক্ষোভ ও ব্যাঙ্গ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

একজন আরমান বলেছেন:
কিন্তু কি লাভ যদি না আমাদের মানসিকতার ই পরিবর্তন হয়?

৫৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

শ্রাবণ জল বলেছেন: ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

সহমত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
জি। অন্য কোন বিচার নয়।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৫৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

সহমত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
জি। অন্য কোন বিচার নয়।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

৫৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লেগেছে।

আমার ব্লগে আপনাকে গানের লিঙ্কটা দিয়েছি। দেখবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিৎ।

তোমার ব্লগে ঘুরতে ঘুরতে আমি হয়রান।
এতো দেরিতে রিপ্লাই। /:) /:)

৬০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

আরজু পনি বলেছেন:

বেশ ভালো বলেছেন।

এই কথাটা অনেকদিন থেকেই গুমড়ে মরছে...যে ধর্ষিতা আরো কয়েকবার ধষিত হয় এসব পন্থায়...কিন্তু .....প্রচার মাধ্যমগুলো তাদের ব্যবসার কথা ভাবে....আর আইনের কথা আর কি বলবো!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

একজন আরমান বলেছেন:
আমরা সবাই ই আসলে নিজ স্বার্থের কথা চিন্তা করি।
কে ধর্ষিত হল তাতে আমার কি? !
বরং তার ধর্ষিত হবার খবর বিক্রি করে যদি আমার দু পয়সা পকেটে আসে তাতে ক্ষতি ই বা কি? !!
আর আপনের কথার সাথে সহমত জানিয়ে বলতে চাই আইনের কথা আর কি বলবো !!!

ধন্যবাদ আপু।

৬১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

একজন নিশাচর বলেছেন: ধর্ষনের শিকার নারীর নাম এবং ছবি প্রকাশ করা যাবে না।
আদালতে তাকে না এনে যে কোন একজন চীপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেই নারী তার জবানবন্দি দেবে।
তার পরে তদন্তে যে ব্যাক্তির নাম আসবে সে আদালতে প্রমান দেবে সে ধর্ষন করে নাই।


এক কথায় অসাধারন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৬২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

htusar বলেছেন: সহমত

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

বাবুই পািখ বলেছেন: একটাই বিচার চাই

"ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড" ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

একজন আরমান বলেছেন:
সহমত।

৬৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

শিশু বিড়াল বলেছেন: ভাল লাগল। আসলে এই সমাজে ধর্ষিতার শাস্তিই বেশির। ধর্ষকের যদিও বা কোনভাবে ফাঁসি (!) হয়, ধর্ষিতা কে সমাজ কখনই তার প্রাপ্য সম্মান দুরে থাক, সাধারনভাবে একটু শান্তিতে বেঁচে থাকতে দেয়না।

নিপাত যাক সমাজের এই সব ঘুনে ধরা রীতির।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

একজন আরমান বলেছেন:
হুম। কিন্তু আমাদের পরিবর্তন কবে হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.