নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

অণু-কাব্য (বেকার সমাচার)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

০১.



বেকার বলেই তোমায় আমি পারি নি দিতে ফুল, :|:|

তাই বলে কি তুমি আমায় বুঝবে শুধুই ভুল? :((:((



০২.



আজ আমি বেকার বলে-

দিলে না তুমি পাত্তা, /:) /:)

তাইতো আমি খাচ্ছি শুধু,

ডিম দিয়ে আলু ভর্তা ! :-0 :-0 ;)



০৩.



বেকার জীবন কষ্ট, /:) /:)

তাইতো মাথা নষ্ট ! /:)/:)



০৪.



নিয়োগকর্তা আমায় দেখে -

হাসছে বাঁকা হাসি, X(X((

বাড়ি আমার বরিশাল বলে-

পাবো না কেন চাকরি? :-/ B:-) X(



০৫.



আজ আমি বেকার, :|:|

পাচ্ছি না কোন ট্র্যাক, /:) /:)

নেই যে মামা-খালু, :|:|

তাই খাচ্ছি আমি আলু, ;);)

সবাই দিচ্ছে আশ্বাস, :):)

আছে মনে বিশ্বাস, :):)

নইকো আমি হতাশ।। B-)B-)



- একজন আরমান

৩০/০১/২০১৩

রাত ১২:১২:০৭





উৎসর্গঃ

যাদের অনুপ্রেরণায় অণু-কাব্য লেখাঃ



ফালতু বালক

গ্রাম্য বালিকা

কাল্পনিক ভালবাসা

রীতিমত লিয়া

বোকা ডাকু

আশিক মাসুম

তার ছেড়া লিমন



পূর্বে প্রকাশিত একটি অণু-কাব্যের পোস্ট

মন্তব্য ১৫৯ টি রেটিং +২২/-০

মন্তব্য (১৫৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

বোকামন বলেছেন: অবো অবো আফনেরে দিয়া অবো...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

একজন আরমান বলেছেন:
আম্রে দিয়া কি অবো বাই?
ঝাতি জানতে চায়।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

যুবায়ের বলেছেন: অসাধারন ওইছে আরমান ভাই....
পিলাচ+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
এই শীতে পুরা এক কেজি ধইন্না পাতা লন ভাই। :)

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

যুবায়ের বলেছেন: এই অংশডা পইড়া...
আজ আমি বেকার বলে-
দিলে না তুমি পাত্তা,
তাইতো আমি খাচ্ছি শুধু,
ডিম দিয়ে আলু ভর্তা
=p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
ভাই আমার কি দোষ কন?
মনের দুঃখের কতাডাই কইছি।
আর আপনে মজা লইতাছেন? ! :(

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: আমার নাম দেখছি!!! খাইছে! :P

নাইস হৈছে অনুকাব্য! :D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

একজন আরমান বলেছেন:
আমার মূল অনুপ্রেরণাই হলেন আপনারা কয়জন।
বিশেষ করে অণু-কাব্য জনক ফালতু বালক
আর অণু-কাব্য জননী গ্রাম্য বালিকা আর রীতিমত লিয়া'র অণু-কাব্য পড়ে আমি অনুপ্রেরণা পেয়েছি। বলতে দ্বিধা নেই। :)

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

সামসজীব বলেছেন: চমৎকার

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: বেকার জীবন কষ্ট, /:) /:)
তাইতো মাথা নষ্ট ! /:)/:)


মজা হইসে। :) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অরুপ্রেরনা দায়ীদের প্লাস , কবিকেও ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: বেকার জীবন কষ্ট,
তাইতো মাথা নষ্ট

:) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন:
আমার মাথা নষ্ট আর আপনি হাসছেন? :(

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি একজন খুব ভাল লেখক, আপনাদের দেখে হিংসে করি, আমিযে পারিনা :(( :(( :((

আপনাদের মত ভাল লেখক পজেটিভ কিছু বললে অনেক অনুপ্রানিত হই! +++++++++ দিয়ে গেলাম ভাইয়া।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

একজন আরমান বলেছেন:
কি যে বলেন না ভাই।
আপনারাও কি খারাপ লিখেন নাকি?
আপনার সেইদিনকার লেখা অণু-কাব্য পড়ে আমি তো হাসতে হাসতেই শেষ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

ভিয়েনাস বলেছেন: dim ar alu vorta mondo na. Khaite thaken :) anu kobita valo laglo

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮

একজন আরমান বলেছেন:
এইটা কোন কথা বললেন?
ভালো জিনিসও বেশি খেলে তাতে অরুচি ধরে যায় !

চাকরি যে কবে পাবো ! :(

ধন্যবাদ আপনাকে।

অঃ টঃ
আপনাকে কেউ যদি আমার বিয়ের দাওয়াত সম্পর্কে কিছু বলে তা কানে নিবেন না কিন্তু। :P
আমি কিন্তু অগ্রিম দাওয়াত দিয়েই দিয়েছি। :)

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সাউথ আফ্রিকা চোকার
পানির নাই আকার
চায়ে কেনো লিকার
কেমিস্ট্টি ল্যাবে নাই বিকার
আরমান ভাই বেকার
চাকরি একখান দরকার
দিতে পার্তাছেনা সরকার
সরকার মোদের অহংকার
আরমান পাইলো পুরুষ্কার
পুরুষ্কারটা হইল তিরষ্কার
কিনমু একখান প্রাইভেট কার
কার চালাইয়া হইল ধনুষ্টংকার
লাগবো একখান কুকার
ছক্কা পিডাইল টেন্ডুলকার
বল কইরছে আগারকার
পৃথিবী নাকি গোলাকার
সবকিছু নাকি চমৎকার
তাইলে কেনো এত বলাৎকার
দেলু কাগু রাজাকার
চারিদিকে শুধু কার আর কার!!!
খাইছেরে আর পাইতাছি না কার!!!!
আস্তে কইরা কই আমিও একখান বেকার!!!!!!!! B-)) B-)) B-)) B-))

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

একজন আরমান বলেছেন:
হা হা।

আপনার মন্তব্য পড়ে হাসতে হাসতে আমার জান শেষ হয়ে গেল।

আসেন কোলাকুলি কইরা কান্দি।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

স্বপনবাজ বলেছেন: বেকার বলেই তোমায় আমি পারি নি দিতে ফুল, :|:|
তাই বলে কি তুমি আমায় বুঝবে শুধুই ভুল? :((:((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

একজন আরমান বলেছেন:
হুম।
সেটাই। :(

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

মাক্স বলেছেন: আরো কয়েকটা দিতেন! ভালইতো লাগতেসিল।++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

একজন আরমান বলেছেন:
ভাই এইটা প্রথম ট্রাই মারলাম।
এরপর থেকে দিলে ১০ টা কইরা দেওয়ার চেস্টা করবোনে। :)

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

ঘুড্ডির-পাইলট বলেছেন:
সবাই করে টাল্টি বাল্টি
তাই আমি হলাম মাল্টি
যদিও হবে বিশ্বাস কোন কালে
তাই দ্রুত দেখো আমার নিকের প্রফাইলে ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
আপনে কি আসলেই আমগো রাফাত ভাইয়ের মাল্টি?
কোন প্রমাণ পত্র আছে?

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

বনলতা মুনিয়া বলেছেন: এইডা আমারও মনের কথা,

"বেকার জীবন কষ্ট, /:) /:)
তাইতো মাথা নষ্ট ! /:) /:) "

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
তুমি পুলাপাইন।
তুমি চাকরি দিয়া কি করবা?
পড়ালেখা শেষ করো।
তোমার লাইগা একখান সুন্দুর রাজপুত্তুর আইনা দিমুনে।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ও বেডা তোরে আবার অনুপ্রেরনা দিস কবে!! তুই তো কোন প্রেরনা পাবার আগেই ভালো লিখিস!! :P :P :P

হতাশ হবার কিছু নাই। সকাল আসবেই।

অঃটঃ তোমার জিনিস পাবা। একটু অপেক্ষা কর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

একজন আরমান বলেছেন:
আরে ভাইয়া আপনাদের লেখা দেখেই লিখতে ইচ্ছে হল।

কি জিনিস? এখনই বলেন।

১৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০

shfikul বলেছেন: ++++++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

রাইসুল সাগর বলেছেন: বেকার বলে খাচ্ছ গালি
সাটিফিকেটে জমছে বালি,
এর জন্যই কি চইল্লা গেছে
নাকি তোর মনের ফুলকলি?? ;) ;) ;) :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~

অনূকাব্য ভালা হইছে । শুভকামনা জানিস সব সময় ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

একজন আরমান বলেছেন:
না ভাইয়া। জানি না।

তারে আমি বাসতাম ভালো,
মনটা আমার ছিল ভালো,
তবুও সে চলে গেলো !
আমার কি দোষ ছিল?

ধন্যবাদ।
ভালো থাকা হোক সব সময়।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: পিলাচ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

একজন আরমান বলেছেন:
ইডা আবার কি ভাই? B:-) B:-) B:-)

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

বনলতা মুনিয়া বলেছেন: রাজপুত্তুর লাগবো না। বহুত পেইন খাইছি লাইফে :(( :(( :(( :(( :((



একলাই কাটাইয়া দিমু বাকি জীবন :(( :(( :(( :(( :(( :((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

একজন আরমান বলেছেন:
আরে পেইন সবাই ই খায় কিংবা খাইছে।
এইডা কোন ব্যাপার নাকি?
পেইন খাইছে দেইখা আমার বইনে একলা থাকবে বাকি জীবন এইডা হয় নাকি?

২১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

বনলতা মুনিয়া বলেছেন: :( :( :( :(( :(( :(( :(( :((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

একজন আরমান বলেছেন:
কি হইছে?

২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন:
উপ্রে দেখি আমার মতোই একটা নিক আইছে ! B:-) B:-)

ঘটুনা কি ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

একজন আরমান বলেছেন:
অইডা নাকি আপনার মাল্টি?
প্রমাণ দিতে কইলাম তারে।

২৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: রাফাত ভাইয়ের প্রায় জমজ পয়দা করল আবার কেডায় :|| :|| :||

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

একজন আরমান বলেছেন:
বুঝতাছি না।

ওই মিয়া আপ্নারে মিচাই।
কেমন আছেন?
আর এই নিকেই রেগুলার হন আবার।

২৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

বনলতা মুনিয়া বলেছেন: মুন খ্রাফ :( :( :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৫

একজন আরমান বলেছেন:
কেন? B:-)

২৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬

বনলতা মুনিয়া বলেছেন: লটস অফ বিষয় আছে :( :( :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

একজন আরমান বলেছেন:
আরে মুভি দেখো।
মন ভালো হয়ে যাবে। :)

ডোন্ট বি স্যাড ফর এনিওয়ান। :)

২৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ ভাই, আরেক নিকে ২ দিন মাত্র গেছিলাম। আসলে রুজি রুটির চাপের কারণে একটু ব্যাস্ত। যেইভাবে জিনিষপত্রের দাম বাড়তেছে তাতে আয় রোজগার একটু বাড়ানোর পথ না করতে পারলে আর চলতেছে না। পোর্টেবল যন্ত্র থাকার কারণে তাও মাঝেমধ্যে ঢু মারতে পারি। দিনের বেলায় দৌড়ের উপর থাকা লাগে তাই রাইতের ঘুমটা একটু আগে দেই। যেইজন্য নিশাচর পার্টির লগেও একটু কম দেখা হইতেছে ইদানিং।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

একজন আরমান বলেছেন:
হুম। বুঝতে পারছি। :| :|
আমিও জব খুজতেছি। দেখি কি হয়। /:) /:)

২৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪০

সপ্নাতুর আহসান বলেছেন: আরমান ভাই কয়া পারছে। মনের কথা কইছেন রে ভাই! বেকার জীবন!
আমার বেকার অবস্থা দেখে আসুন Click This Link

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

একজন আরমান বলেছেন:
কয়া আর কি লাভ রে ভাই? :(

আইচ্চা যাইতাছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৫

একজন আরমান বলেছেন:
সেই রকম গল্প হইছে ভাই।
এইটাই বাস্তব !

২৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এই লন আমার তরফ থেইক্কা আপনার লাইগ্গা একখান চাকরি। লগে অপি আফার কমেন্ট ফ্রি :-P :-P :-P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

একজন আরমান বলেছেন:
রম্য ব্যাপক হইছে ভাই।
আমগো যে কি হইবে কে জানে !
বেকার জীবনের ১ মাস পূর্ণ হইতে যাইতাছে। /:) /:)

২৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০২

শূন্য পথিক বলেছেন: নেই যে মামা-খালু,
তাই খাচ্ছি আমি আলু,


ভালো লাগা।। :P :P


ফুল (ছবি) দেখুন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

একজন আরমান বলেছেন:
মজা নিয়েন ভ্রাতা।
বহুত পেরেশানির মইদ্ধে আছি। /:) /:)

দেখিতেছি।

৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯

তামিম ইবনে আমান বলেছেন: পিলাস

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

একজন আরমান বলেছেন:
ধইন্না।
আপনের মুখে আঙ্গুল দিয়া কি ভাবতাছেন ভাই?

৩১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

তামিম ইবনে আমান বলেছেন: ভাবতাসি, পিলাস তো দিয়া ফালাইলাম। মাইনাস দিতে পারতাসি না ক্যা :প

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

একজন আরমান বলেছেন:
মুপাইল ভার্শন দিয়া দেন। ;)

৩২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

সুখ নাইরে পাগল বলেছেন:
অসাধারন

আজ আমি বেকার বলে-
দিলে না তুমি পাত্তা,
তাইতো আমি খাচ্ছি শুধু,
ডিম দিয়ে আলু ভর্তা

সমস্যা কি আলু ভর্তা আর ডিমতো রাজকীয় খানা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
ওরে পাগল ভালো খাবারও বেশি দিন খেলে তাতে অরুচি ধরে যায় !

৩৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

আমিভূত বলেছেন: হাহাহা বরাবরেই মতই ভালো লিখেছেন আরমান ভাই ,
অতিসত্বর আপনার চাকরি হোক সেইটাই চাই :)

শুভ কামনা ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
অনুকাব্য ভালা হইছে । পিলাচ দিলাম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

একজন আরমান বলেছেন:
আর আমি আপ্নারে দিলামঃ

৩৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

সিয়ন খান বলেছেন: আজ আমি বেকার বলে-
দিলে না তুমি পাত্তা,
তাইতো আমি খাচ্ছি শুধু,
ডিম দিয়ে আলু ভর্তা !
++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

একজন আরমান বলেছেন:
:P :P :P

৩৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

অনীনদিতা বলেছেন:
নিয়োগকর্তা আমায় দেখে -
হাসছে বাঁকা হাসি, X(X((
বাড়ি আমার বরিশাল বলে-
পাবো না কেন চাকরি?


খুবই সুন্দর অনুকাব্য:)
এই চারটা লাইন চরম সত্য :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই সত্য !
সিভিতে লেখা আছে যে আমার বাড়ি বরিশাল।
তারপরও জিজ্ঞেস করে আপনার বাড়ি কি বরিশাল?
আপনার কথা শুনে তো বোঝা যায় না। ব্লা ব্লা ব্লা... /:) /:) /:)

৩৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

রীতিমত লিয়া বলেছেন: আমার নামও আছে দেখতাছি। তাইলে তো ভারি একটা কমেন্ট দিতে হয়। :-B :-B

অনুকাব্য চমৎকার
নাইস হয়েছে বেশ
বেকার হলে কি হবে
প্রতিভার নাই শেষ!! B-) B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

একজন আরমান বলেছেন:
হা হা।
আপনাদের দেখেই না অনুপ্রাণিত হয়েছি।

প্রতিভা দিয়ে কি আর হবে?
চাকরি যদি নাই বা পেলাম !

প্রতিভা যদি বেচা যেত,
তবে বড় ভালোই হতো !

যেতাম তবে বাজারে,
বেচতাম প্রতিভা কেজি দরে ! :P

৩৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

মামুন রশিদ বলেছেন: শোনো শোনো, কথাটি শুোন
একজন আরমান লুল
চাকরি পেলে গুজে দেব
তোমার চুলে জবা ফুল ।


বটে বটে বটে :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

একজন আরমান বলেছেন:
হা হা হা।
ব্যাপক হইছে মামুন ভাই।

আরমান কবে লুল হলো?

তারে কিভাবে ফুল দেবো?
দিয়েছে সে ফাঁকি !
তাই যে আমি কাঁদি !!

৩৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

আমি মুখতার বলেছেন: অনুকাব্য অচাম হইছে!! খালি পিলাচ দিলাম। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

একজন আরমান বলেছেন:
আপ্নারেও খালি এক কেজি ধইন্না পাতা দিলাম। :)

৪০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! বেশ লিখেছেন।
শুভ কামনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আলাউদ্দিন ভাই।
ভালো থাকবেন।

৪১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

জাকারিয়া মুবিন বলেছেন: মজার হইছে অনুকাব্য।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই। :)

৪২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

মেহেরুন বলেছেন: বাহ!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

একজন আরমান বলেছেন:
:)

কেমন আছো আপু?

৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কুল!! B-) B-) B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
কি কুল? B:-) B:-) B:-)

৪৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

বোকা ডাকু বলেছেন: খাইসে! আমারে দেহি উৎসর্গ করি ফালাইছেন???? এহেন সম্মান আমি মাথা পেতে নিনু।

আসেন গলা ধইরা চিক্কুর দিয়া কান্দি :( :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
মাথায় নিতে না পারলে ব্যাগ ভইরা লন। :P

আসেন কান্দি। :(

৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

মামুন রশিদ বলেছেন: কাঁদো আরমান কাঁদো,

কেঁদে কেটে বুক ভাসাও
ফেলো চোক্ষের পানি
একদিন পাবেই আরমান
গোটা রাজ্য আর রানী ;) :)

ততোদিনে না বুড়ো হয় যাইরে আরমান :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
আপচুচ আমি করি না,
এখন আর কাঁদি না,
চাকরিও আমি পাবো,
আর রানী... :P :P

৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

শ্রাবণ জল বলেছেন: মজা লাগল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

কালোপরী বলেছেন: :) :) :)


আশীর্বাদ তার পরে
যে খুঁজেছে সুখ
যে বুঝেছে দুখ
যে মুখ ঢাকেনি রঙিন মুখোশে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
বাহ চমৎকার বলেছেন তো। :)

আমি মুখ ঢাকি নি ঢাকবোও না। :)

৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

তারছেড়া লিমন বলেছেন: ভুল বুঝেছিল এক বেকারে
আমি আইজ ও আছি একারে...........

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
আসেন কান্দি দুইজন।
দুনিয়ার সকল বেকার এক হও।

৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৪

বটবৃক্ষ~ বলেছেন:
আজ আমি বেকার বলে-
দিলে না তুমি পাত্তা,
তাইতো আমি খাচ্ছি শুধু,
ডিম দিয়ে আলু ভর্তা !

তাইলেতো ভালোই আছেন..১টা ডিমের দাম ১০টাকা...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

একজন আরমান বলেছেন:
ভালোর কি দেখলেন? B:-) B:-) B:-)

৫০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

রাইসুল নয়ন বলেছেন: চাকরী পাই আর না পাই,
প্রাউড টু বি এ বরিসাইল্লা :) :) :) :) :)


চিন্তা করতেছি বরিশাল রাজধানী দাবি করমু, খালি সময়ের অপেক্ষা =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ এইটা ঠিক বলছেন।
প্রাউড টু বি এ বরিশাইল্লা। B-) B-)

এইটা আপনার জন্যঃ
Click This Link

কেমন আছেন নয়ন ভাই?

৫১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বেকার ভাই, আকার কি কোনো পরিবর্তন হইল??? B:-) B:-) B:-) =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
কিসের আকার ভাই? B:-) :|| /:) :P ;) ;) ;)

৫২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

নগর বালক বলেছেন: আমার বাড়িতেও আসবেন ।
কাব্য ভালো লেগেছে ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ বালক।
অবশ্যই আসবো।

৫৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৯

অদ্বিতীয়া আমি বলেছেন:
বেকার জীবন কষ্ট,
তাইতো মাথা নষ্ট

অনুকাব্যে প্লাস

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

একজন আরমান বলেছেন:
জি তাই ! :(

ধন্যবাদ আপু।

৫৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

দুঃখিত বলেছেন: হে হে হে । সুন্দার হইছে কোলাম আমনার অনুকাব্যখান ভাইয়া :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

একজন আরমান বলেছেন:
আমি দুক্ষে লেখলাম আর হাম্মে মজা লইতে আইছেন?

হাম্মের খবর কি?
কি রহম আছেন?
আমি তো মনে হরছিলাম যে হাম্মে মনে হয় গুম হইয়া গেছেন।

৫৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

তারছেড়া লিমন বলেছেন: উৎসর্গ করার জন্য অসংখ্য ধন্যবাদ...............
আমরা দুইজন বেকার ভাই
বিয়ে করার পাত্রী চাই

দুনিয়ার সকল বেকার এক হও।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

একজন আরমান বলেছেন:
আমরা দুইজন বেকার ভাই
বিয়ে করার পাত্রী চাই

সহমত।

৫৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

ফালতু বালক বলেছেন: আজ আমি বেকার বলে-
দিলে না তুমি পাত্তা,
তাইতো আমি খাচ্ছি শুধু,
ডিম দিয়ে আলু ভর্তা । B-) B-) B-)

এইটা ব্যাপক হইছে, আরমান ভাই।
++++++++একেবারে গোল্ডেন ।

আরে, উতসর্গ তালিকায় দেহি আমিও আছি।
আরমান ভাইইইইইইইই, পুরাই কাইন্দা দিছি :!> :!> :!>
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ,হাজারো ধন্যবাদ।

শুভ কামনা ফর পাত্তা পাওয়ার জন্য ;) ;) ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আপনে হইলেন অণু-কাব্য জনক।
তাই আপনে এইটা পাওয়ার যোগ্য। :)

৫৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

আমি ইহতিব বলেছেন: আরমান তোমার কোন নির্দিষ্ট পছন্দ আছে চাকরীর ক্ষেত্রে, মানে কোন ধরনের চাকরী করবা আর কোন ধরনেরটা করবানা এমন আর কি, সেটা যদি না থাকে তাহলে এন্ট্রি লেভেলের সব চাকরীতে এপ্লাই করো, একটা না একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। দুঃখিত একটু জ্ঞান দিয়ে ফেললাম বলে।

অনুকাব্য ভালো হয়েছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
আপু পছন্দ তো অবশ্যই আছে।
তবে এখন শুরুর দিকে যাই পাই না কেন জয়েন করে ফেলবো ভাবছি।
আরে দুঃখিত হবার কি আছে?
বড়রা জ্ঞান দিবে এটাই তো স্বাভাবিক। :)

ধন্যবাদ আপু।

৫৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ইখতামিন বলেছেন: +++++++++++++

ভালো থাকবেন.

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৫৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

নীল-দর্পণ বলেছেন: বাহ! বাহ! বাহ! (হাত্তালির ইমোডা কইরেএএএ ) ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

একজন আরমান বলেছেন:
হাত তালির ইমো না দিয়া চোখ মারার ইমো দিলেন কেন? B:-) B:-) B:-)

৬০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

শীলা শিপা বলেছেন: আজ আমি বেকার বলে-
দিলে না তুমি পাত্তা,
তাইতো আমি খাচ্ছি শুধু,
ডিম দিয়ে আলু ভর্তা ! :) :D B-) ;)


এমন মহান কাব্য কেমনে রচনা করলেন? :-B

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

একজন আরমান বলেছেন:
ডিম আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার সময়। :P :P :P

৬১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

নীল-দর্পণ বলেছেন: কোথায়..... ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

একজন আরমান বলেছেন:
এই যে আবার দিলেন ! B:-)
আমারে মাইরা কোন লাভ নাই। /:) /:) /:) :P :P :P

৬২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

লাবনী আক্তার বলেছেন: আর কত ভাত তুমি খাইবা আলু দিয়া বাবা মা-রে কও এইবার করতে চাও বিয়া ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

একজন আরমান বলেছেন:
আরে আপু আপনে আমার দুঃখের কথাটা বুঝছেন।
কিন্তু আমার আম্মাজান বোঝে না।
আম্মারে অনেকবার বলছি এই কথা ! /:) /:) /:) ;) ;)

৬৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

নীল-দর্পণ বলেছেন: আপ্নেতো পারেননা কাউরে দিতে....তাই আপ্নেরে জাতে তুলনের চেষ্টায় আছি যাতে শিগগিরি আমগোর লাইগা ভাবী আন্তে পারেন ;) B-) B-)
:P :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
দরকার নাই। :-P :-P :-P
এই বেশ ভালো আছি। :)

৬৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

নীল ভোমরা বলেছেন:
কয়েকটা ভাল লাগলো..... শুভকামনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

লাবনী আক্তার বলেছেন: হ ভায়ে তোমার মনের কথা মুই বুজদেয়াছি । ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
ওরে মোর আল্লাহ আফায় দেহি বরিশাইল্লা ভাষায় কতা কয় ! :-B :-B :-B :#) :#) :#)
হয় আফা হাম্মে মোর দুক্কডা বুইজ্ঝা হালাইছেন। :) ;)

৬৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল+++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৬৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

একজন নিশাচর বলেছেন: আরমান, বেকার আর ব্যাচেলর জীবন ই হচ্ছে উপভোগ করার সময়। যা করার এখনি করে নাও। পরে গিয়া নাইলে আফসোস করবা। ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২০

একজন আরমান বলেছেন:
কিন্তু এই বেকার জীবন আর ভালো লাগে না রে ভাই। /:) /:) /:)

প্রেম ট্রেম করলেও কাজে দিতো।
কিন্তু তাও তো হইলো না। :P :P :P

৬৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

ইখতামিন বলেছেন: আরমান ভাই!
প্লীজ! আপনার ফেইসবুক ইনবক্সটা চেক করুন...........
প্লীজ! প্লীজ! প্লীজ!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
করেছি কিন্তু কিছু বুঝি নাই।

৬৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

htusar বলেছেন: আলু ভর্তা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

একজন আরমান বলেছেন:
হুম। /:)

৭০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

অনীনদিতা বলেছেন: ফালগুনের শুভেচ্ছা:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

একজন আরমান বলেছেন:
হুম।
ধন্যবাদ।
আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা।
কেমন আছেন?

৭১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

অনীনদিতা বলেছেন: asi valo.:)
apnar ki obostha.....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
হুম।
আমার কোন অবস্থা নেই।
দিন যতো যায় অবস্থা আরও খারাপ হয়।

৭২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

আশিক মাসুম বলেছেন: ভাই অনেক দুঃখিত !! যানেনিত, দেশের বাইরে ছিলাম কমেন্ট করতে দেরী হয়ে গেল।


এক বস্তা + দিয়া গেলাম :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

একজন আরমান বলেছেন:
হে হে।
দুঃখিত হবার কারণ নাই ভাই।

এক বস্তা ধইন্না পাতা লয়া যান। :)

৭৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

কালোপরী বলেছেন: দেবরজী কেমন আছেন? ভাল তো??

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

একজন আরমান বলেছেন:
হা হা।
জি ভাবী না আপু আছি মোটামুটি। জ্বরে ভুগছি ২/১ দিন ধরে।
আপনার খবর কি?
কেমন আছেন?

৭৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

কালোপরী বলেছেন: বেঁচে আছি :)


নিজের যত্ন নিয়ো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ বেঁচে আছি এটাই বড় কথা !

যত্ন নিয়ে আর কি হবে?

বেঁচে থাকাটাই যথেষ্ট !

৭৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

কালোপরী বলেছেন: জ্বর ভাল হল ??


ছোট একটা মেইল দিয়েছিলাম :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

একজন আরমান বলেছেন:
ভালো হবার পথে।
পেয়েছি আর রিপ্লাই ও দিয়েছি।

৭৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

তুন্না বলেছেন: +++++++++ রইলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
স্বাগতম আমার ব্লগে। :)

৭৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

ফারজানা শিরিন বলেছেন: আরমান ভাইয়ের কবিতায় আমাগো নাম উঠছে তাই এক দফা এক দাবি > আমাগো দাম বাড়ান ।

ইতি ... আলু :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

একজন আরমান বলেছেন:
খিকযযয... :P :P :P

৭৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

জাওয়াদ তাহমিদ বলেছেন: বেকার একজন আরমান ভাই
অণুকাব্য লেখে তাই,
চাকরির খোঁজে চরকি পাক
বসেরা সব নিপাত যাক।

ভাই চালায় যান।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ ভাই।

৭৯| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শাহজাহান মুনির বলেছেন: আছে মনে বিশ্বাস, :):)
নইকো আমি হতাশ।। B-)B-)



=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯

একজন আরমান বলেছেন:
=p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.