নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে প্রজন্ম চত্বর দেখেছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

পাকিস্থানি রাজাকার কাদের মোল্লার বিচারের রায় ঘোষণার পর থেকে আমরা যারা অসন্তুষ্ট তারা রাজপথে নেমেছি কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে।

রায় ঘোষণার পর ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক (BOAN) প্রথম সকলকে রাস্তায় নামার আহবান জানায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রজন্ম চত্বরে ব্লগারদের ঢল নামে। এরপর মানুষ যখন জানতে পারে যে কোন রাজনৈতিক ব্যানারে এই আন্দোলন হচ্ছে না তখন আপামর সাধারণ জনতা এক হয়। জনতার হৃদয়ের আগুন জ্বলে উঠেছে প্রজন্ম চত্বর থেকে সারা বাংলাদেশে। আর দেশ ছাড়িয়েও বিদেশে, সকল বাংলাদেশীর হৃদয়ে। আমরা সেই দিন থেকে এখনও রাজপথে। আর ততোদিন থাকবো যতোদিন না কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির আদেশ নিশ্চিত হয়।



আজ (০৮-০২-২০১৩) মহা সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “আজ এখানে বক্তব্য দিতে আসিনি। এসেছি রাজাকারের ফাঁসির দাবির সঙ্গে একাত্ম হতে।"

আজ অধ্যাপক জাফর ইকবাল আমাদের তরুণদের কাছে ভুল স্বীকার করেন।

তিনি বলেন, “আমি লিখেছি, তরুণ সমাজ ফেসবুকে লাইক দেয়া ছাড়া কিছু পারে না। কিন্তু তোমরা সেই ধারণা ভুল প্রমাণ করেছো। আমি ক্ষমা চাই, তোমরা কি আমাকে ক্ষমা করবে না?”



আজ সবাই শপথ করেছি - “গৃহযুদ্ধের হুমকিদাতা জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে যাব। ফোকাস ইবনে সিনা রেটিনা ইসলামি ব্যাংকসহ জামায়াতের যাবতীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান বয়কট করব। যে সব শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন শিশুদের মনে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চিন্তা তৈরি করছে সেসব বর্জন করব। এক কথায় রাজাকার আলবদরদের সকল রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান বয়কট করব। ভিডিও চিত্র ও সংবাদপত্রের মাধ্যমে গৃহযুদ্ধের হুমকিদাতাদের বিচারের আওতায় আনতে কাজ করব। দিগন্ত টিভি, নয়া দিগন্ত পত্রিকা, ইসলামি টিভি, আমার দেশ, সংগ্রাম এবং জামায়াতের ব্লগ সোনার বাংলা বয়কট করব। অফিস আদালত বাসগৃহ কোথাও যুদ্ধাপরাধীদর কোনো পত্রিকা রাখা যাবে না।"



গতকাল দেখলাম আমার ছবিসহ আমার কিছু ব্লগার ভাইদের ছবি জামাতি কুত্তারা এডিট করে ভাদা ট্যাগ দিয়ে ফেসবুকে শেয়ার করেছে। আরে শোন রে কুত্তা আমাদের ট্যাগ দিয়ে লাভ নাই। আমরা বাংলাদেশী। আমরা কারো পা চাটি না। তোরা তো ফাকিস্তানের পা চাটিস। তোরা এতো নিমক হারাম কিভাবে হলি? এই দেশের খেয়ে কিভাবে ফাকিস্থানের পা চাটিস?



আর সব শেষে বলতে চাই -



প্রহসনের এই রায় মানি না মানব না

ফাঁসি ফাঁসি চাই

রাজাকারের ফাঁসি চাই।




'' পক্ষ নিলে রক্ষা নাই ,

কাদের মোল্লা সহ

সব রাজাকারের

ফাঁসী চাই ''




আমাদের জন্য গাওয়া কবির সুমনের একটি গান

কবির সুমনের আরও একটি গান





মন্তব্য ৯৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩০

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: আমি ১৯৭১ দেখিনি কিন্তু ২০১৩ দেখেছি। আমার একাত্তর দেখা সম্পন্ন হয়েছে...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
হুম।

'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১

স্বপনবাজ বলেছেন: ইতিহাসের সাক্ষী হতে আসিনি..
ইতিহাসের কলুষিত চরিত্রগুলোর জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতে এসেছি..

৫২, ৬৯, ৭১ দেখিনি সত্যি কিন্তু প্রজন্ম চত্বর দেখেছি যেখানে সহস্রাধিক বাঙালিরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছিল।

হমম আমি সেই প্রজন্ম চত্বরের কথা বলছি যেখানে ইতিহাস গড়েছিল আমার দেশের তরুণরা.. সূর্যের আলো থেকে চাঁদের কিরণ পর্যন্ত যেখানে তরুণরা অনবরত শ্লোগান দিয়ে যেতে এতটুকু ক্লান্ত হয়নি.. যেখানে তরুনদেরই ছিল জয়জয়কার.. যেখান থেকে তরুণদের হুংকার শুনেছিল পুরো বাংলাদেশ..
আমি সেই প্রজন্ম চত্বরের কথা বলছি যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশার সকল শ্রেণীর সকল বয়সের মানুষ এক দফা আর এক দাবি নিয়ে হাজির হয়েছিল.. তারা গর্জে উঠেছিল রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা দেখে.. তারা তাদের সোনার বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই দিবে না.. তারা শুধু ফাঁসি ফাঁসি ফাঁসি চায়...
আর আমি সেই প্রজন্ম চত্বরের কথাই বলছি যেখানে বন্ধু নিয়ে এসেছিল বন্ধুকে, ভাই নিয়ে এসেছিল পুরো পরিবারকে, মুক্তিযোদ্ধারা এসেছিল ক্ষমতাসীন দলের রাজাকার আর যুদ্ধাপরাধীদের দেখিয়ে দিতে, প্রজন্ম নিয়ে এসেছিল পুরো দেশকে।



০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: আজকে গিয়ে একটা বোনাস লাভ হয়েছে, চলতি পথে জাফর ইকবাল স্যারের সাথে একটু হ্যান্ডশেক করে নিয়েছি। আমার সাথে হ্যান্ডশেক করার পর পরই একটু সামনে দুই গালে লাল সবুজ পতাকা আঁকা এই পিচ্চিকে দাঁড়িয়ে থাকতে দেখে জাফর ইকবাল স্যার এগিয়ে গিয়ে পিচ্চিকে আদর করে দিল। স্যার চলে যাওয়ার পর সেই পিচ্চির মা পিচ্চিকে কোলে নিয়ে বলছে, তোমাকে আদর করে দিল উনি কে তুমি জান! উনার নাম জাফর ইকবাল!

হঠাত এক অপরিচিত বয়ষ্ক মানুষের অত্যন্ত পরিচিত ভঙ্গিতে আদর পেয়ে ছোট্ট পিচ্চির কিছুটা বিভ্রান্ত কৌতুহলী মুখ, পিচ্চির মায়ের অবাক মুগ্ধ চোখে তাকিয়ে দেখা এবং অতঃপর সন্তানের কাছে সেই অপরিচিত ব্যাক্তির পরিচয় প্রদানের ব্যার্থ প্রয়াস। সব মিলিয়ে দৃশ্যটা মনের মাঝে গেঁথে থাকবে অনেক দিল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

একজন আরমান বলেছেন:
দেখা করলেন না। আপ্নারে মাইনাচ ! :-P :-P :-P

'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পিলাচিত++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

শামীম আরা সনি বলেছেন: পোস্ট আসলেই অনেক গোছানো আর সুন্দর হয়েছে +++

আজ অধ্যাপক জাফর ইকবাল আমাদের তরুণদের কাছে ভুল স্বীকার করেন।
তিনি বলেন, “আমি লিখেছি, তরুণ সমাজ ফেসবুকে লাইক দেয়া ছাড়া কিছু পারে না। কিন্তু তোমরা সেই ধারণা ভুল প্রমাণ করেছো। আমি ক্ষমা চাই, তোমরা কি আমাকে ক্ষমা করবে না?”


মন প্রাণ ছুঁয়ে যায় !!! গর্ব হয় :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্লাসিত।

একটাই দাবি
ফাঁসি রে ফাঁসি।

ফাঁসি ফাঁসি
ফাঁসি চাই।

রাজাকারের
ফাঁসি চাই

পক্ষ নিলে
রক্ষা নাই

প্রহসনের এই রায়
মানি না মানব না।

দিয়েছি তো রক্ত
আরো দেব রক্ত

রক্তের বন্যায়
ভেশে যাবে অন্যায়।

জ্বালো রে জ্বালো
আগুন জ্বালো।

আরে,
একটাই দাবি
ফাঁসি রে ফাঁসি।

আরে,
ফাঁসি রে ফাঁসি,
একটাই দাবি।

রাজাকারের দুই গালে
জুতা মারো তালে তালে

আমাদের ধমনীতে
শহীদের রক্ত

এই রক্ত কোনদিনও
বৃথা যেতে দিব না।

আরে

দিয়েছি তো রক্ত
আরো দেব রক্ত।

রক্তের বন্যায়
ভেশে যাবে অন্যায়।


এসো ভাই, এসো বোন
গড়ে তুলি আন্দোলন।

আরে,
জ্বালো রে জ্বালো
আগুন জ্বালো।

জয় বাংলা
জয় বাংলা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪

একজন আরমান বলেছেন:
চমৎকার।
সবগুলো শ্লোগান একত্রে। :)

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। আমিনুর ভাই এর বাম পাশে কে?

কবির সুমন সুপার্ব!!!!!!!!!!!!!

++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮

একজন আরমান বলেছেন:
ব্লগার একজন নিশাচর।

একটাই দাবি
ফাঁসি রে ফাঁসি।

ফাঁসি ফাঁসি
ফাঁসি চাই।

রাজাকারের
ফাঁসি চাই

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পিলাচিত++++ সাথে করোপশনের কথাও বলা প্রয়োজন মনে করছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

একজন আরমান বলেছেন:
আমি বেশি কিছু বলে জল ঘোলা করতে চাইনি কায়রো ভাই।
কথা বললে অনেক কিছুই বলতে হয়।
শুধু এইটুকু বলি দেশটা কারো বাবার না আর কারো স্বামীরও না। দেশটা আমাদের।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নেগো খুইজ্যা বাইর করুম ক্যাম্নে খালি সেইটা কন। দেখা করুমনা মানে অবশ্যই দেখা করুম। আমি গত তিনদিন ধরেই সন্ধ্যার পরের পার্টি। স্পট পর্যন্ত একাই যাই আর যাওয়ার পর যার সাথে দেখা হয়। খালি গতকাল গেছিলাম মা'কে নিয়ে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১

একজন আরমান বলেছেন:
কল দিলেই তো হয় !
কিংবা এসএমএস !

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

নিষিদ্ধ আমি বলেছেন: আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে প্রজন্ম চত্বর দেখেছি।

৬ষ্ঠ ভালোলাগা ভাই, কেমন আছেন?
শুভকামনা জানবেন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আছি ভালোই।

আপনার প্রো-পিক দেখে ভয় পাইছি।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১

রাইসুল সাগর বলেছেন: ঐ ছাগুরা চায় কি
কাঁঠালপাতা খায় কি ।
কাঁঠাল পাতা নাই
করমু তোগোরে জবাই ।

এক হও লড়াই করো
ফাঁসির দাবি আদায় করো ।

+

এবং শুভকামনা । লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।

জ্বালো জ্বালো আগুন জ্বালো,
জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

একজন আরমান বলেছেন:
একটাই দাবি
ফাঁসি রে ফাঁসি।

ফাঁসি ফাঁসি
ফাঁসি চাই।

রাজাকারের
ফাঁসি চাই।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৪

ইউসুফ আলী রিংকূ বলেছেন: যার যা পাওনা তাকে সেটা দাও গণদাবি এক টাই

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।


সুন্দর গানের জন্য কবির সুমন ভাই কে ধন্যবাদ ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

একজন আরমান বলেছেন:
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

আমি মুখতার বলেছেন: আইজকা ৩ ঘণ্টার জন্য বাসা থেকা ভাগসিলাম। শাহবাগ যাইতে আসতে ২ ঘণ্টা শেষ!

বাসায় কেউ জানে না। নেক্সট টাইম আইলে আফনেগরে দেখুম ক্যামনে!! B:-/

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

একজন আরমান বলেছেন:
ফুন দিয়েন।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ভালোলাগা এবং একাত্মতা জানালাম

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

আমি মুখতার বলেছেন: ফুন দিমু কেম্বায়!! নাম্বার জানি না তো!

আফনেরে মেইল করলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
ওকে।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

একজন আরমান বলেছেন:
“Bangladesh rally seeks death penalty” রাজাকারের ফাঁসির দাবিতে আমাদের আন্দোলনের খবরটি বিবিসি‘র নিউজ এশিয়া পেইজে এবং হোম পেইজের মোষ্ট পপুলার ট্যাবে আছে। খবরটাকে প্রথম পাতাতেই রাখতে হবে এবং আরো সামনে নিয়ে আসতে হবে। এতে সারা বিশ্ব আমাদের কঠোর প্রতিবাদের বিষয়টা জানতে পারবে।

বিবিসি‘র সাইটে আমাদের খবরটা লম্বা সময় টানিয়ে রাখতে পেজের উপরে এবং নিচে ফেসবুক এবং টুইটার-এর জন্য ছোট দুটো শেয়ার বাটন দেয়া আছে। আপনার কাজ হলো পছন্দসই একটা বাটনে ক্লিক করা।............ তো শুরু হয়ে যাক।

বিবিসি নিউজ এশিয়া এখানে

http://www.bbc.co.uk/news/world-asia-21383632

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৭

মামুন রশিদ বলেছেন: এই বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই
সকল রাজাকার আল-বদরের ফাঁসি চাই ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

বাংলার হাসান বলেছেন: প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

সিয়ন খান বলেছেন: প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

একজন আরমান বলেছেন:
আরে,
একটাই দাবি
ফাঁসি রে ফাঁসি।

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

ইখতামিন বলেছেন: দ্বাদশ ভালো লাগা.

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

একজন আরমান বলেছেন:
প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

আমি ইহতিব বলেছেন: দারুন আরমান, অনেক আফসোস হচ্ছে স্বশরীরে থাকতে পারছিনা বলে, মনটা পড়ে আছে ঠিক শাহবাগে। গতকাল যখন টিভিতে এক একবার শ্লোগান হচ্ছিলো গায়ে কাঁটা দিয়ে উঠছিলো শত কন্ঠের মিলিত শ্লোগানে। কয়েকবার ইচ্ছে হয়েছে ছুটে যাই শাহবাগে, কিন্তু বুঝোইতো সংসার ছোট বাচ্চা অফিস এসবের বেড়াজালে এমনভাবে আটকে গেছি, চাইলেও পারছিনা উপস্থিত হতে। তবে সুযোগের আশায় আছি, একবারের জন্য হলেও এই আন্দোলনে স্বশরীরে উপস্থিত হবো।

দাবী একটাই, রাজাকারদের ফাঁসি চাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

একজন আরমান বলেছেন:
সমস্যা নেই আপু।
আমরা আছি। অনলাইনে ছাগুদের পেলে রিপোর্ট করবেন। এটাই অনেক।

প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।


রাজপথ ছাড়ি নাই,
ছাড়বো না।

২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দাবী একটাই, রাজাকারদের ফাঁসী। সাথে জাশার রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হউক এবং তা অবশ্যই আইন করে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

একজন আরমান বলেছেন:
একটা একটা জাসি ধর,
ধইরা ধইরা খাসি কর।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

জুন বলেছেন: শাহবাগের প্রজন্ম চত্বরের স্লোগানে স্লোগানে কাদের মোল্লা, গোলাম আযম সাইদীদের মত ঘৃন্য রাজাকারদের নাম উচ্চারনে আমাদের প্রান প্রিয় বাংলা অক্ষর ব্যবহার করে আমরা যেন তাদের ক্রমাগত কলুষিত করে চলেছি । তাই বলি, 'আসুন আর বাংলা অক্ষর নয়... উর্দু অক্ষর ব্যবহার করি এই পশুগুলোর নাম উচ্চারনে'.........।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

একজন আরমান বলেছেন:
ঠিক বলেছেন আপু।
ওদের নাম উচ্চারন করলেও আমাদের বর্ণমালার অপমান করা হয়।

পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
গ তে গোলাম আজম - তুই রাজাকার, তুই রাজাকার

ন তে নিজামি - তুই রাজাকার, তুই রাজাকার

ক তে কাদের মোল্লা - তুই রাজাকার, তুই রাজাকার

স তে সাকা - তুই রাজাকার, তুই রাজাকার

ব তে বাচ্চু - তুই রাজাকার, তুই রাজাকার

ক তে কামরুজ্জামান - তুই রাজাকার, তুই রাজাকার

জ তে জামাত - তুই রাজাকার, তুই রাজাকার

জামায়াতইসলাম মেড ইন পাকিস্তান

রাজাকারের মেশিন কেটে দাও কেটে দাও

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই।

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

রুদ্র মানব বলেছেন: বাংলার মাটিতে রাজাকারদের কোন ঠাই নাই ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

s r jony বলেছেন: সাইদির মেশিন
কেটে দাও কেটে দাও

সাইদির মেশিন
কেটে দাও কেটে দাও


সাইদির মেশিন
কেটে দাও কেটে দাও

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
জামায়াত ইসলাম মেড ইন পাকিস্তান

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে প্রজন্ম চত্বর দেখেছি। আমরা ভাগ্যবান ++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। আমরা সত্যিই ভাগ্যবান।
আমাদের এই মাটিতে রাজাকারদের কোন ঠাই নাই।

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

গৃহ বন্দিনী বলেছেন: আমি মুক্তিযুদ্ধ দেখিনি, প্রজন্ম চত্বরও দেখিনি এখনও :( :( :(

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
কই থাকেন?

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

htusar বলেছেন: ভাল লেখসেন ।আপনার লেখা ভাল লাগে ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

একজন নিশাচর বলেছেন: '' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''


১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০

একজন আরমান বলেছেন:
প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

অনীনদিতা বলেছেন: '' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

একজন আরমান বলেছেন:
প্রহসনের এই রায় মানি না মানব না
ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

মেহেরুন বলেছেন: আমি ৫২র ভাষা আন্দোলন দেখিনি, দেখিনি ৭১ এর মুক্তিযুদ্ধ। দেশের জন্য কোন আন্দোলন দেখিনি। দেখেছি নোংরা রাজনীতির যুদ্ধ। আজ দেশের সবার সাথে আমারও দাবি " রাজাকারের ফাঁসি চাই"

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

একজন আরমান বলেছেন:
আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে প্রজন্ম চত্বর দেখেছি।

একটাই দাবী, রাজাকারের ফাঁসি।

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

শান্তা273 বলেছেন: ৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।

এই বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই নাই।
সকল রাজাকারদের ফাঁসি চাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

একজন আরমান বলেছেন:
একটাই দাবী, রাজাকারের ফাঁসি।

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

গৃহ বন্দিনী বলেছেন: বাংলাদেশেই থাকি তবে ওই খানে যাবার মত সাহস কিংবা সুযোগ কোনটাই আমার নাই :(( :(( :((

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

একজন আরমান বলেছেন:
কেন?

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫

shfikul বলেছেন: আমি একদিন একবার কিছুক্ষণের জন্য হলেও এই জাগরণে শরিক হতে পেরে গর্বিত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

একজন আরমান বলেছেন:

৩৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

তাসজিদ বলেছেন: ফাসির শাস্তি করে হবে। ??? আর করে তা কার্যকর হবে????? কবে আমরা গ্লানি মুক্ত হব।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

একজন আরমান বলেছেন:
আশা রাখুন।

একটাই দাবী,
রাজাকারের দাবী।

৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

একজন আবির বলেছেন:
ফাঁসি চাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

একজন আরমান বলেছেন:

একটাই দাবী,
রাজাকারের দাবী।

৩৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

যাযাবর৮১ বলেছেন:







গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

একজন আরমান বলেছেন:
একটাই দাবী,
রাজাকারের দাবী।

৩৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: sohomot

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

একজন আরমান বলেছেন:
একটাই দাবী,
রাজাকারের দাবী।

৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

বাংলার হাসান বলেছেন: স্বাধীনতা প্রজন্ম চত্বরের আন্দোলনকে সফল রুপদানের জন্য কিছু প্রস্তাব ও দাবী দাওয়া।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

৪১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

আশিক মাসুম বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

একজন আরমান বলেছেন:
আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা মাসুম ভাই।
দেশে আসছেন?

৪২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

প্রেমবিদ্বেষী বলেছেন: nice writing. agreed.now is d time to destroy d root of shibir n war criminals as well as 2ban their political right

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

একজন আরমান বলেছেন:
'' পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই ''

৪৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

একজন আরমান বলেছেন:
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

৪৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

ইখতামিন বলেছেন: ফাল্গুনের শুভেচ্ছা.

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

একজন আরমান বলেছেন:
আপনাকেও ফাল্গুনের শুভেচ্ছা।

৪৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

আমিনুর রহমান বলেছেন:


পক্ষ নিলে রক্ষা নাই ,
কাদের মোল্লা সহ
সব রাজাকারের
ফাঁসী চাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

একজন আরমান বলেছেন:
একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

৪৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

আলতামাশ বলেছেন: চলছে লড়াই চলবে
বীর বাঙ্গালী লড়বে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

একজন আরমান বলেছেন:
একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

৪৭| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

কালা মনের ধলা মানুষ বলেছেন: চমতকার শিরোনাম।

লিখসো খুব সুন্দর।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.