নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

এরপর কার নাম আসবে তালিকায় ! ? আপনার নাকি আমার ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

সকল যুদ্ধাপরাধির ফাঁসির দাবীতে আমরা ব্লগাররা প্রথম রাজপথে নামি। এই দাবী এখন গন দাবীতে রুপান্তরিত হয়েছে। আমরা কোন দলের না। আমরা আমাদের দেশের সচেতন নাগরিক। আমরা আমাদের দেশকে ভালোবাসি। তাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

আস্তিকতা নাস্তিকতার দোহাই দিয়ে নৃশংসভাবে মানুষ খুন করা হচ্ছে। একজন মানুষকে খুন করার অধিকার আল্লাহ মানুষকে দেন নি। যারা মানুষ খুন করতে পারে তারা কখনো মানুষের পর্যায়ে পরে না।



শিবির ক্যাডাররা হট লিস্টও করে ফেলেছে কাদেরকে তারা খুন করবে। তাদের হট লিস্টে এখন ১৭ জন ব্লগারের নাম আছে।

এখানে দেখুন



এখন আবার আমাদের সবার প্রিয় ব্লগার ঘুড্ডির পাইলট ওরফে রাফাত ভাইকে হুমকি দিচ্ছে ফেসবুকে।

এই দেখুন স্ক্রিন শটঃ













এখন ঘুড্ডির পাইলটকে হুমকি দিচ্ছে। কাল হয়তো তার নাম চলে আসবে জাসির হিট লিস্টে। আর এরপর আপনার-আমার নাম আসতেও দেরি হবে না।



প্রিয় ব্লগারগণ ধর্মের দোহাই দিয়ে আমাদেরকে যারা আমাদের লক্ষ থেকে বিচ্যুত করতে চাচ্ছে আর আমাদের উপর হামলা চালাতে চাচ্ছে তাদেরকে আমরা প্রতিহত করবোই।



ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,

রাজাকারের ফাঁসি চাই।


মন্তব্য ৯২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

স্বপনবাজ বলেছেন: লজ্জা জনক !

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

একজন আরমান বলেছেন:
সত্যি লজ্জা জনক।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ফোনেও অনেকেই থ্রেট খাচ্ছে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

একজন আরমান বলেছেন:
হুম। গোয়েন্দাদের উচিৎ ফোনে আড়ি পেতে এদের ধরা।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

ঘুমকাতুর বলেছেন: খাপো গুলা ঘুড্ডির পাইলটের পিছনে পড়লো কেন :||

তবে ঘুড্ডির পাইলটের জবাব দারুন হইছে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

একজন আরমান বলেছেন:
ওরা এখন সব ব্লগারের পেছনেই পড়ছে !

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: পোস্ট আসবে । প্রতিবাদ চল্বেই ।

আর বিপ্লবী জনতা , আপনাদেরকে বলিঃ

* নিজ নিজ একালায় জামাত শিবিরের লিস্ট করুন । তাদের সামাজিকভাবে বয়কট করুন । প্রয়োজনে প্রতিহত করুন । সেই লিস্ট স্থানীয় পুলিশের হাতে দিন ।

* নিজ নিজ এলাকায় জামাত শিবির বিরোধী বাঁশ ও লাঠির ক্লাব , সংগঠন গড়ে তুলুন । চাইলে গনধোলাই দিন । কিন্তু মেরে ফেলবেন না আবার ! পুলিশে সোপর্দ করুন ।

* দোকান মালিক ও ব্যাবসায়ীরা ভাইরা , চিহ্নিত জামাত শিবিরের কাছে জিনিসপত্র বিক্রি করা বন্ধ করে দিন । তাদের সাথে সকল প্রকার ব্যাবসায়িক লেনদেন বন্ধ রাখুন ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

একজন আরমান বলেছেন:
প্রতিবাদ চলবেই।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

বর্ণালী পাল বলেছেন: এরপর কার নাম আসবে তালিকায় ! ? আপনার নাকি আমার ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

একজন আরমান বলেছেন:
আপনার আমার যে কারো হতে পারে !

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: লজ্জা জনক এবং দুঃখ জনক

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫

একজন আরমান বলেছেন:
সরকারের উচিৎ নিজের স্বার্থ না দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

েতপান্তর বলেছেন: রাজিব ভাই হত্যার বিচার চাই। বিচার চাই। বিচার চাই। বিচার চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

একজন আরমান বলেছেন:
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

ভুদাই আমি বলেছেন: হত্যা করে আর কয়জনের মুখ বন্ধ করবি??


রাজাকারের ফাসি চাই।। রাজাকারের ফাসি চাই।।

আমার নামটা লিস্টে লিখে নে...................

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

একজন আরমান বলেছেন:

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ওরা আমাগর কিছুই করতে পারবে না । জয় আমাদের হবেই ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

একজন আরমান বলেছেন:

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: আমার বাসা থেকে স্ট্রেট কাট বলে দেয়া হয়েছে, আমি যেন শিবির সম্পর্কিত কোন লেখা না লিখি। মানতে পারি না। আবার মায়ের মুখের দিকে তাকিয়ে অগ্রাহ্যও করতে পারি না...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

একজন আরমান বলেছেন:
তোমার মতো আমারও একই অবস্থা। কিন্তু দেশ ও তো আমার মা।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

ঘুড্ডির-পাইলট বলেছেন:
আমার চাইতেও যারা বেশি ভুমিকা রাখছে তাদের রাইখা আমার পিছে লাগলো কেন বুঝলাম না । হয়তো অনেকরেই হুমকি দিতাছে কিন্তু জানি না ।

আমিও একটা পোষ্ট দিতাম কিন্তু নেট স্লো থাকায় দেই নাই । এ ইসকিন শট নেয়ার পরেও আরও কিছু ইনবক্স হইছে , সেগুলাও পরে দিবোনে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

একজন আরমান বলেছেন:
আমারে দিয়েন। পোস্টে অ্যাড কইরা দিমুনে।

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

ঘুড্ডির-পাইলট বলেছেন:
তবে মনে হইতাছে এইসব ভয় দেখাইয়া আমাদের থামাইতে চায় । আমাদের উচিৎ প্রতিবাদ না থামানো । তবে সবাইকে সতর্ক থাকতে হবে । আন্দলনের স্বার্থে নিজেদের নিরাপদ রাখতে হবে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

একজন আরমান বলেছেন:
সহমত।

চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ঘুড্ডির-পাইলট বলেছেন:
তবে মনে হইতাছে এইসব ভয় দেখাইয়া আমাদের থামাইতে চায় । আমাদের উচিৎ প্রতিবাদ না থামানো । তবে সবাইকে সতর্ক থাকতে হবে । আন্দলনের স্বার্থে নিজেদের নিরাপদ রাখতে হবে ।


সহমত

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

একজন আরমান বলেছেন:

সহমত।

চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

মশামামা বলেছেন: বরং প্রকাশ্যে একটা ঘোষণা আশা উচিত - শিবির ধর আর জবাই কর। সাথে তারে যে বাঁচাতে আসে তারেও ধর আর জবাই কর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

একজন আরমান বলেছেন:
চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

মশামামা বলেছেন: ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আমিও আজ তোমাদের সাথে কন্ঠ মিলিয়ে বলতে চাই -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

একজন আরমান বলেছেন:

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রিয় ব্লগারগণ ধর্মের দোহাই দিয়ে আমাদেরকে যারা আমাদের লক্ষ থেকে বিচ্যুত করতে চাচ্ছে আর আমাদের উপর হামলা চালাতে চাচ্ছে তাদেরকে আমরা প্রতিহত করবোই।

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

একজন আরমান বলেছেন:

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনলাইনের শুকরদের প্রতিহত করতে হবে।
যেখানেই জামাত শিবির সেখানেই গদাম পলিসি নিতে হবে। জাশি বহুত ফালাইতাসে।
ঘুড্ডি ভাই আপনের সাথে সবসময় আছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

একজন আরমান বলেছেন:
ঘুড্ডি ভাই আপনের সাথে সবসময় আছি।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

ঘুড্ডির-পাইলট বলেছেন:

আরেকটা উসকিন শট দিলাম । এখানে পপস আর্নেস্টো কে ইনবক্স করে এই ছাগুটা কিছু বলেছে , পপস আর্নেস্টো আবার সেটা কমেন্ট এ বলেছে । এটা কমেন্ট এর ইসকিন শট ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
আরও কিছু থাকলে দিয়েন।

আর ভাই আপনার সাথে আছি সব সময়।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

shfikul বলেছেন: এভাবে হুমকি দিয়ে কোনো গণ জাগরণ থামানো যায়না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
সহমত।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

ফারহান ফারদিন বলেছেন: আমাকে ও শিবির সম্পর্কে কিছু না লিখতে বলে লোকজন । কিন্তু আইজকাই একটা পোষ্ট লিখছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

একজন আরমান বলেছেন:
জাগো বাঙালি জাগো।

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

শায়মা বলেছেন: :(

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
মন খারাপ করে কি লাভ আপুনি?

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

মাহতাব সমুদ্র বলেছেন: আন্দোলন অব্যাহত থাকবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
সহমত ভাই।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

রিমন০০৭ বলেছেন: আমার কি হপে! আমার পোস্টতো ব্লগের মাথায় ঝুলতেছে |-) |-) :-< :-<

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন:
হা হা।

রিমন ভাই ভয় পেলেন নাকি?

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

রিমন০০৭ বলেছেন: আরে নাহ! মারতে আসলে ১টার সাথে নিয়া মরমু!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

অনীনদিতা বলেছেন: হত্যা করে আর কয়জনের মুখ বন্ধ করবে?

চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

s r jony বলেছেন: লিস্ট করছে তাতে কি??

৩০ লক্ষ মানুষ শহিদ হয়েছেন এই দেশ পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করতে,
এখন এই দেশ রাজাকার মুক্ত করতে যদি তাই আমার মত "চুনোপুটি ব্লগারের" মৃত্যু বরন করতে হয় তাহলে কোনো আপত্তি নাই।


জয় বাংলা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

একজন আরমান বলেছেন:
জয় বাংলা।

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

সিয়ন খান বলেছেন: এভাবে ভয় দেখায়ে লাভ নাই। রাজাকারের ফাঁসি চাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

আলতামাশ বলেছেন: নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

একজন আরমান বলেছেন:
একটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

তাসজিদ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

একজন আরমান বলেছেন:
চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

তাসজিদ বলেছেন: কিছুতেই কাজ হবে না। জামাত শিবির নিপাত যাক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

একজন আরমান বলেছেন:

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০

বাংলার হাসান বলেছেন: নাচতে নামলে আবার ঘোমটা কিসের?

ভয় থাকলে কি আর আন্দোলনে নামছি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

একজন আরমান বলেছেন:
চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

জয় বাংলা।

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই!! এই লিস্ট কিন্তু সেই হট গার্ল দেয়ার লিস্ট!! ;) পাইলট ভাই, ভাবী জানলে কিন্তু কইলাম জামাতি গো খবর আছে। ;) ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
কাহিনি কি ভাইয়া ? B:-)
একটু খুইলা বলেন।
হট গার্ল ! :!> :#> :-B ;)

৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই তো তুমি জায়গা মত আইয়া পড়ছ!! ;) হা হা হা হা। একটু পরে আবার কান্না কাটি শুরু করবা, ভাই আমার নাম কিএর লাইগা ঐ লিস্টে নাই? :P

পাইলট ভাইয়ের স্ট্যাটাস দেখ। কাল থেকে নিয়মিত শাহবাগ থাকো! ;) ;) :) :) :P :P :P :P :P :P :P :P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:

এইটা তো আমি জানিই। কিন্তু কথা হইলো শাহবাগে আইসা যদি নিজের ভাগ না পাই তাইলে আর লাভ কি? :P :P :P

৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
@কাল্পনিক_ভালোবাসা ভালই বলেছেন । ঠিক আছে কাল থেকে শাহবাগ থাকব। ;) ;) ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
যার যার ভাগ বুঝে নিতে? ;) ;) ;)

৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

@ কাল্পনিক_ভালোবাসা সুন্দর, সুন্দর

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
কি সুন্দর? বেশি উল্টা পাল্টা করলে ভাবিরে কয়া দিমু কিন্তু ! ;) ;) ;)

৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

তাসজিদ বলেছেন: হট গার্ল এ কাজ হবে না। ব্লগার রা কেও চরিত্রহীন নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
ঠিক বলেছেন ভাই।
শালারা আসলেই ভোদাই।

৩৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৩

অবলোহিত বলেছেন: জামাতিদের পিছন থেকে আক্রমণনীতি খুবই ভয়ংকর। জাশি নামক এই ক্যান্সার সমাজ থেকে নির্মূল করা আজ কেবলমাত্র সময়ের দাবী।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
হ্যাঁ।
আজ কেবলমাত্র সময়ের দাবী।

৩৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

বনলতা মুনিয়া বলেছেন: ওরা আমাগর কিছুই করতে পারবে না । জয় আমাদের হবেই ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

জয় বাংলা।

৩৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

মাক্স বলেছেন: সময়োপযোগী পোস্টে প্লাস।
রাফাত ভাইয়ের পিছনে লাগাটা খুবই দুঃখজনক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই দুঃখজনক।
তবে আমরা দমে যাই নি।

চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

৪০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

বোকা ডাকু বলেছেন: ফাঁসি ফাঁসি ফাঁসি চাই,
রাজাকারের ফাঁসি চাই।

চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

একজন আরমান বলেছেন:
চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

৪১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

সেচ্ছাসেবক বলেছেন:
লুজার্স, কিছুই তো করবার পারে না খালি *দা খাইতে আসে। রাফাত ভাই সব সময়ই হিটার ... তার জবাবগুলা কথা থাকে না , গুললি হইয়া যায় ... রাফাত ভাই হিট দেম হার্ডার ইভেন হার্ডার ...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫০

একজন আরমান বলেছেন:
হুম। রাফাত ভাইর জবাবগুলো সেই রকম হয়েছে। :)

স্বাগতম আমার ব্লগে। :)

৪২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

জলঝিরি বলেছেন: কোণঠাসা হায়েনা গুলো হুমকি দেয়া ছাড়া কি আর করতে পারে ? পেছন থেকএ ছুরি মারাই তো এদের ধর্ম ।

আন্দোলন আরও জোরদার হউক । আরও কঠিন হউক ।
জাশিদের পতন হউক ।
আমিন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

একজন আরমান বলেছেন:
সহমত।

চলছে লড়াই চলবে,
বীর বাঙালি লড়বে।

জয় বাংলা।

৪৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

তাসজিদ বলেছেন: আর নাকি অনেক ভয়ঙ্কর প্লান করছে ওঁরা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

একজন আরমান বলেছেন:
হুম। শুনলাম সেরকমই।

৪৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রাফাত ভাই, প্লিজ সাবধানে থাকবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

একজন আরমান বলেছেন:
@ ঘুপা।

৪৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

ঘুড্ডির-পাইলট বলেছেন:
@ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

সাবদান তো আচি । কিন্তু কি সব দিবো বইলা তো আর খবর নাই জাশির পুলাপাইন কি নিজেরাই নিয়া ভাইগা গেলু নাকি !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

একজন আরমান বলেছেন:
আপ্নারে চিনতে ভুল করছে ওরা।

৪৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

জাতিস্বর বলেছেন: হায়রে!!
সবারই মে বি সেইম কন্ডিশন!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.