নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

তুমি-আমি আজ জ্ঞানহীন,

চোখের জলের চেয়ে-

মিনারেল ওয়াটারের দাম আজ অনেক বেশী !

মানব শিশুর থেকে -

কুকুর ছানার জীবনের দাম বেশী !

তোমার-আমার ফেসভ্যালু নেই,

কিন্তু একটি চোরের ফেসভ্যালু আজ অনেক !

অসহায় পথশিশু ক্ষুধার তাড়নায় –

এক টুকরো রুটি চুরি করলে –

তার সাজা হয় অমানবিক !

কিন্তু চার হাজার কোটি টাকা চুরি করেও-

আজ কেউ কেউ সগৌরবে –

পাজেরো চড়ে ঘুরে বেড়াচ্ছে !

সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!



- একজন আরমান

০৩/১২/২০১২

সন্ধ্যা ০৭:০০:২৩



উৎসর্গঃ

কালোপরী

দিকভ্রান্ত পথিক

লাবনী আক্তার

অপূর্ণ

নীল-দর্পণ

চেয়ারম্যান ০০৭

শীলা শিপা

জেমস বন্ড

আমি ইহতিব

লোনলি ফাইটার

অদ্বিতীয়া আমি

রাতুল শাহ্‌

ভিয়েনাস

একজন নিশাচর

বনলতা মুনিয়া

আমি বাঁধনহারা

আমিভূত

যুবায়ের

সিয়ন খান

মামুন৬৫৩

মন্তব্য ১১০ টি রেটিং +২০/-০

মন্তব্য (১১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

আমিনুর রহমান বলেছেন: ভালো লিখেছিস।



তুই নাকি আন্দোলন করতে অসুস্থ হয়ে গেছিস।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

হা হা। আন্দোলন করতে গিয়ে না।
আমার জ্বর হয়েছিল। এখন জ্বর নেই, তবে গা ব্যাথাটা এখনও রয়ে গেছে।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

রাতুল_শাহ বলেছেন: অত্যন্ত সুন্দর হয়েছে ভাই। শেয়ার করতে পারি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

অবশ্যই। :)

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

ঘুড্ডির-পাইলট বলেছেন:
কপিতা ভালো লাগলো । নেট স্লো তাই পোষ্ট দিতে পারতাছি না । :)

একটা বিষয় বুজলাম না , সব কোবিরা লেখার পরে কখন লেখছে সেইটা নিচে লিখা দেওনের কারন কি ? B:-)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
ঢাকা আসবেন কবে?
ঢাকা আইসা পোস্ট দেন ৯ নং সেক্টরের সাব সেক্টর নিয়া।

সবাই দেয় কিনা জানি না। আমি দেই ভালো লাগে তাই। আর আমি প্রথমে কবিতা মোবাইলে লেখি তাই সময় ঠিক লেখা থাকে।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

আহলান বলেছেন: ঠিক ঠিক ঠিক

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
কি ঠিক?

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

রাতুল_শাহ বলেছেন: ওকে আরমান ভাই।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

একজন আরমান বলেছেন:
:)

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

অনীনদিতা বলেছেন: সুন্দর হয়েছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
কেমন আছেন?
নতুন কবিতা কই?

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

অনীনদিতা বলেছেন: +++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

একজন আরমান বলেছেন:
জীবনের কোন পরীক্ষায় এখন পর্যন্ত প্লাস পাইনি। সামুতে এসে অনেক প্লাস পেলাম। :)

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

শূন্য পথিক বলেছেন: ভালো লিখেছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর লিখসেন আরমান ভাই। অনেক দিন পরে পড়লাম। আরো কবিতা লিখবেন আশা করি। +++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
হ্যাঁ। প্রায় এক মাস পর একটা কবিতা পোস্ট দিলাম।
সব সময় কবিতা লিখতে ইচ্ছে করে না।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

বাংলার হাসান বলেছেন: আমিনুর রহমান বলেছেন: ভালো লিখেছিস।



তুই নাকি আন্দোলন করতে অসুস্থ হয়ে গেছিস।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

হা হা। আন্দোলন করতে গিয়ে না।
আমার জ্বর হয়েছিল। এখন জ্বর নেই, তবে গা ব্যাথাটা এখনও রয়ে গেছে।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

হারকিউলিস রিটার্নড বলেছেন: পোস্টের মূল লেখা থেকে উতসর্গ বেশি বড়

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

একজন আরমান বলেছেন:
হে হে।
কি আর করবো?
কবিতা ছোট তাই উৎসর্গ বড় করে দিলাম আর কি ! :P

টপ টুয়েন্টি ;)

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

জলঝিরি বলেছেন: সুন্দর লিখেছেন :)
+++
এবার এমন আরও কয়েকটা কবিতা লিখে ফেলুন তো :)

শুভেচ্ছা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

আমি ছ্যাকামাইসিন কবিতাই বেশি লিখি।
এটা অফ ট্রাকের একটা কবিতা !
চেষ্টা করবো।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

ইখতামিন বলেছেন:

+++++++++++++++
খুব ভালো লেগেছে.

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

স্বপনবাজ বলেছেন: ভালো হইছে ভাই !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

বনলতা মুনিয়া বলেছেন: ইয়ে ইয়ে ইয়ে........!!! আমি উৎসর্গ লিস্টে আছি.......!!!

B-)) B-)) B-)) B-)) B-)) B-))



BTW, কবিতাটা অসাধারন হইছে :) :) :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
ধইন্না ধইন্না।

লিস্টে নাম আছে, এখন মিস্টি খাওয়া। B-)) B-)) B-))

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

মামুন রশিদ বলেছেন: মন খারাপের কারন কি জিজ্ঞাসিব । অমনি উৎসর্গ পত্রে স্বীয় নামখানি অবলোকন করিবা মাত্র ক্লিশে বোধ হইতেছে,


সদা আনন্দে থাকিতে হইবে ভ্রাতা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

একজন আরমান বলেছেন:
জিজ্ঞাসিয়া আর কি হইবে ভ্রাতা?
কারণে কিংবা অকারণে আমার মন খারাপ থাকে।

আর উৎসর্গ বলছেন?
সামুর নির্বাচনী পাতার মতো আমার উৎসর্গের লিস্টও একটা প্রহসন মাত্র ! কারণ আমার পছন্দের ব্লগার আছে অনেক।
কিন্তু সবার নাম একবারে দিলে তো পোস্ট ই খুঁজে পাওয়া যাবে না। তাই এখানে কেবল মাত্র ২০ জনের নাম দিয়েছি !

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

তারছেড়া লিমন বলেছেন: সেলুকাস যে কই মরছে তারে আজ খুইজা পাওয়া দায়................সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

একজন আরমান বলেছেন:
হুম।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সেলুকাসরে কইয়া আর কি লাভ হইবে? তুমিও ভোঁদাই আর আমিও ! ;

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

সেলুকাস বেঁচে থাকলে এই দেশ নিয়ে লজ্জা পেত অনেক। পোষ্ট মনে রাখার মতন একটা পোষ্ট হয়েছে আরমান।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সেলুকাসরে কইয়া আর কি লাভ হইবে? তুমিও ভোঁদাই আর আমিও ! ;

ধন্যবাদ ভাই।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি যখন তোমার কোন পোষ্ট পড়ি তখন আগা গোঁড়া ভাল মতন পড়ি। ট্যাগ দেখেই এই মন্তব্য করেছি ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ ভাই।

আমি আসলে ট্যাগ দেওয়া পছন্দ করি না। এটা আমার দ্বিতীয় ট্যাগ। আর প্রাসঙ্গিক কোন ট্যাগও দেই না। কারণ আমরা পেইড ব্লগার না যে ট্যাগ দিলে গুগল সার্চে পোস্ট আগে আসবে আর হিট বেশি হবে আমাদের পকেটও গরম হবে ! তাই আজাইরা ট্যাগ দেই।

অফ টপিকঃ
আপনার ফেবু অন করেন একটা জিনিস ইনবক্স করবো।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ফেবু অন আছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

একজন আরমান বলেছেন:
চেক করেন।

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

shfikul বলেছেন: বক্তব্যকে স্যালুট।
আর যদি কবিতার অর্থে বলি তাহলে তো বলব আরমান ভাই আর একটু কাব্যিক করতে পারতেন।মন খারাপ করলেন?একান্তই আমার অনুভূতি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

রাগ করবো কেন?
রাগ করলে কিছু শেখা যায় না।
আমি কবি না। মনের এলোমেলো কথামালাই তুলে ধরার চেষ্টা করি।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

আশিক মাসুম বলেছেন: খুব খুব ভাল লাগলো ব্রো।



আপ্নের দেমাগ দেখি খুইলা গেছে। +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪

একজন আরমান বলেছেন:
শেষের লাইনে কি কইলেন? B:-) B:-) B:-)
বুঝি নাইক্কা। /:) /:) /:)

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

s r jony বলেছেন:
ভালই তো

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

একজন আরমান বলেছেন:
কি ভালো?

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

কালা মনের ধলা মানুষ বলেছেন: আরমানের কাব্য প্রতিভায় মুগ্ধ।

কঠিন সব সত্য, সহজ ভাষায়। খুব সুন্দর।

+++++++++++++++++++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আমি কঠিন করে লিখতে পারি না। মনে যা আসে লিখে ফেলি।

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

আশিক মাসুম বলেছেন: কইলাম আপনের দেমাগ কা বাত্তি খুলে গেছে, মেন্টস খাইচে নাকি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

একজন আরমান বলেছেন:
কস কি রে মোমিন থুক্কু মাসুম? B:-) B:-) B:-)
আমার আবার দেমাগ আছে নাকি?
আগে জানতাম না তো ! /:) /:) /:)

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

সিয়ন খান বলেছেন: এক টুকরো রুটি চুরি করলে –
তার সাজা হয় অমানবিক !
কিন্তু চার হাজার কোটি টাকা চুরি করেও-
আজ কেউ কেউ সগৌরবে –
পাজেরো চড়ে ঘুরে বেড়াচ্ছে !
১০০% ঠিক।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

মেহেরুন বলেছেন: অনেক অনেক সুন্দর আর বাস্তব সম্মত কবিতা :) ++++

তুই ভালো থাকিস সবসময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

কেমন আছো তুমি?

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

ইনকগনিটো বলেছেন: সুন্দর!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

জাকারিয়া মুবিন বলেছেন: প্রতিবাদী একটা কণ্ঠ আছে কবিতায়।

সুন্দর। +++++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই।

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

ডানাহীন বলেছেন: আর কত দেখবেন !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

একজন আরমান বলেছেন:
যতোদিন বেঁচে আছি ততোদিন !

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

বনলতা মুনিয়া বলেছেন: ১ টাকা দামের চকলেট খাওয়ামু :P :P :P :P



B-)) B-)) B-)) B-)) B-)) B-))

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

একজন আরমান বলেছেন:
তুই এতো কিপটা কেন? /:) /:) /:)

ক্যাডবেরি সিল্ক খাওয়াবি?

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

কালোপরী বলেছেন: কঠিন কঠিন কবিতা :(


ভাল লিখেছ :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

একজন আরমান বলেছেন:
কবিতা কঠিন কই?
সহজ সরল বাক্যেই তো লিখেছি।
আমি কঠিন কথা বলতে পারি না।

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!!!!!!!!

কবিতার চেয়ে উৎসর্গপত্র বড়। মাইরালা আম্রে মাইরালা!!!!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

একজন আরমান বলেছেন:
কি করমু ভাই?
উৎসর্গ মানেই প্রহসন !
কারে থুইয়া কার নাম লেখুম?
সবাইরেই ভালা পাই।

মারমু আপনারে? :P
কি দিয়া? :P

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

বটবৃক্ষ~ বলেছেন: আশিক মাসুম বলেছেন: কইলাম আপনের দেমাগ কা বাত্তি খুলে গেছে, মেন্টস খাইচে নাকি

হাহাহ!! আরমান ভাই আপনি টাশকি খেয়েননা...বাংলা দেমাগ আর হিন্দি দিমাগের মধ্যে হাইত্যক্য আছে....!!!!!!!!!! =p~ =p~ =p~

কবিতা ভালো পাইসি!!!পিলাচ++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০

একজন আরমান বলেছেন:
আমি কমেন্ট করার পরে বুঝতে পেরেছি।
কি সব ভাষা যে ব্যাবহার করে না আজকালকার ডিজিটাল ব্লগাররা ! /:) /:) /:)

বরিশাইল্লা ভাষারে ইন্টারন্যাশনাল ভাষা স্বীকৃতি দেওয়া উচিৎ। B-) B-) B-)

কেমন আছেন বৃক্ষ?

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!

কি করবেন আমাদের যে মন খারাপের দেশ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৩

একজন আরমান বলেছেন:
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!

আপনার আমার আসলেই বুঝি কিছু করার নেই !!!

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১

স্নিগ্ধ শোভন বলেছেন: নতুন প্রজন্মের জাগরণ দরকার সকল ক্ষেত্রে । প্রজন্ম চত্বর হতে পারে পরবর্তীতে সরকারের সকল অনিয়ম এর বিপক্ষে দাঁড়ানোর হাতিয়ার।



জয় বাংলা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
সহমত।

জয় বাংলা।

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

মেহেরুন বলেছেন: আমি ভালো আছিরে। একটু ব্যস্ত সময় যাচ্ছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
ও আচ্ছা। :)

৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

রাইসুল নয়ন বলেছেন: যত্ন নিয়া উৎসর্গের তালিকা পড়লাম,
আমার নাম দেখতে না পেয়ে দুইটা মাইনাসের একটা অটো প্লাস দিয়া গেলাম ।



কবিতা সুন্দর, কিছু জটিল সত্য অনুতাপের সরল ভাষায় ।

তুমি আসলে অলরাউন্ডার ভ্রাতা ।

এখন কেমন আছো?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

একজন আরমান বলেছেন:
হা হা।
আপনার বন্ধুর নাম আছে।
আসলে উৎসর্গ জিনিসটাই একটা প্রহসন !
পছন্দের সবার নাম লিখতে গেলে পোস্ট ই হারিয়ে যাবে !

আশা করছি পরবর্তীতে দেখতে পাবেন। :)

অল-রাউন্ডার !
হা হা।

এই তো ভাই আছি মোটামুটি।
ঢাকা আসছেন?

৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

ফারাহ দিবা জামান বলেছেন:

অসহায় পথশিশু ক্ষুধার তাড়নায় –
এক টুকরো রুটি চুরি করলে –
তার সাজা হয় অমানবিক !
============

সত্যিই বিচিত্র!!!


কেমন আছিস ভাইয়া!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

একজন আরমান বলেছেন:
এইতো আপু আছি মোটামুটি।
জ্বর সেরেছে।
ভাবছি বাড়ি যাবো কিনা।
তোমার খবর কি?

৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আলতামাশ বলেছেন: কবিতার চেয়ে দেখি উৎসর্গের লিস্ট বড় B:-)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

একজন আরমান বলেছেন:
হা হা।
আসলে উৎসর্গ জিনিসটাই একটা প্রহসন !
পছন্দের সবার নাম লিখতে গেলে পোস্ট ই হারিয়ে যাবে !

৪১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

আমিভূত বলেছেন: চমৎকার ! সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!
এই কবিতায় ভালো লেগেছে বলার অপেক্ষা রাখে না ,এই কবিতা তো অন্তরে গেঁথে যাওয়ার কবিতা ।
আরমান ভাই সুস্থ আছেন জেনে ভালো লাগলো ।শুভ কামনা :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
সুস্থ আছি কিভাবে জানলেন?

আপনার জন্যও শুভকামনা।

৪২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

দূর্যোধন বলেছেন: :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

একজন আরমান বলেছেন:
কোন মন্তব্য নয় শুধু হাসি !

কেমন আছেন?

৪৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

রাইসুল নয়ন বলেছেন: উৎসর্গে কি আসে যায় ভ্রাতা,

কবিতা এমন একটা বিষয় যা পাঠক চাইলেই নিজেকে উৎসর্গ করতে পারে !!

আমি তো পাঠক :) :)

বাড়ি আসবে নাকি?
আমি আছি, সামনের মাস ছাড়া আসা হবেনা হয়তো ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

একজন আরমান বলেছেন:
ঠিক বলেছেন ভাই।
আসতে পারি।
আমি আসলে দোটানায় আছি। আসবো কিনা ! আসলে এই মাসেই আসবো।

৪৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

ফালতু বালক বলেছেন:
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !! :( :( :(

দেশের জন্য তালিয়া।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!

৪৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: কবিতার থেকে তো উৎসর্গের সাইজ বড়...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

একজন আরমান বলেছেন:
আসলে উৎসর্গ জিনিসটাই একটা প্রহসন !
পছন্দের সবার নাম লিখতে গেলে পোস্ট ই হারিয়ে যাবে !

৪৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

আমি ইহতিব বলেছেন: সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!!

সেলুকাসের আরো কতো নমুনা যে দেখবো আমরা, আল্লাহই জানেন।

ভালো হয়েছে লেখাটা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

একজন আরমান বলেছেন:
হুম। আসলেই খুব বিচিত্র !

ধন্যবাদ আপু।

৪৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

ফারজানা শিরিন বলেছেন: বিচিত্রতায় এত বেশি অভ্যস্ত আমি
যে মানবিক স্বাভাবিকতা বড় বেশি পীড়া দেয় !!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

একজন আরমান বলেছেন:
ভালো বলেছেন !
আসলেই আমরা বিচিত্রতা দেখতে খুব বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি !

৪৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

অনীনদিতা বলেছেন: guru,valo asento?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২১

একজন আরমান বলেছেন:
উহু। ভাল আছি কিনা জানি না। তবে খারাপ নেই।
আপনার খবর কি?
কেমন আছেন?

৪৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

একজন আবির বলেছেন:
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

একজন আরমান বলেছেন:
হুম। সত্যিই বিচিত্র !

৫০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

পেন আর্নার বলেছেন: ভাল লিখেছেন ভাইয়া। সত্যি কথা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
স্বাগতম আমার ব্লগে। :)

৫১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

তুন্না বলেছেন: ভাইয়া ভালো লিখেছো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

৫২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

একজন নিশাচর বলেছেন: সত্যি সেলুকাস!

ক্ষুদার্ত একজন পথশিশু এক টুকরো রুটি চুরির অপরাধে গরম তেলে ছ্যাকা খায় আর আমাদের বিবেক তাকিয়ে তাকিয়ে দেখে। সেলুকাস নয় তো কি এগুলা।

উৎসর্গের লিস্টে নাম দেখে ধন্য।

অনেক ধন্যবাদ আরমান।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

একজন আরমান বলেছেন:
হুম।
বড় বিচিত্র এই দেশ !

নয়ন ভাই তো মাইন্ড করছে উৎসর্গে তার নাম না দেইখা ! :P

৫৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

একজন নিশাচর বলেছেন: হা হা
ওরে গৌরনদীর দধি খাওয়াইয়া দেও। ঠিক হইয়া যাইব ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

একজন আরমান বলেছেন:
মিস্টি খাইছি গত কালকে দুইজনে।
পরের বার দধি হবে ;)

৫৪| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শাহজাহান মুনির বলেছেন: সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ !!


কবিতায়....+++++++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই।

৫৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

সায়েম মুন বলেছেন: ভাল লিখেছেন।
অন্যায় অসত্যরাই আজ যেন দেশের কান্ডারী।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ, সেটাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.