নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

বরিশালের ঐতিহ্য - গৌরনদী'র দই

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

প্রিয় বাংলাদেশের বুক চিড়ে দক্ষিনের বঙ্গোপসাগরের সাথে গিয়ে মিশেছে যে নদী তারই নাম গৌরনদী। আর এই নদীর তীরে গড়ে ওঠা জেলা বরিশাল এর একটি থানার নামকরন হয়েছে এই গৌরনদীর নামেই। সবুজ শ্যামল ছায়া ঘেরা অপরূপ মায়ার যে রূপ দেখতে পাওয়া যায় পুরো বরিশাল জেলাকে ঘিরে তা যেন পুরো বাংলাদেশটাকে প্রতিফলন করছে স্বচ্ছ আয়নার মত।

আর আজকের এই ব্লগার একজন আরমান এর জন্মস্থানও প্রিয় গৌরনদীতে। আজ আমি আমার সেই জন্মস্থানের বিখ্যাত দইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়ার তৃপ্তি থেকে নিজেকে আড়াল করতে পারলাম না।



বগুরার দই যেমন সারা বাংলাদেশে এক নামে বিখ্যাত, তেমনি গৌরনদী'র দই সারা বরিশাল বিভাগে এবং এর আসে পাশে বিখ্যাত। গৌরনদী'র লোকজন দইকে দই বলে না, একদম শুদ্ধ বাংলাতে বলে দধি। অন্য সব বানানে আঞ্চলিকতা থাকলেও দধির বেলাতে দধিই বলে থাকে এখানকার লোকজন।



ভোজনবিলাসী মানুষের কাছে গৌরনদীর দই-মিষ্টি ছাড়া ভোজন রসনা যেন একটু অসমাপ্তই মনে হয় ! খাবারের পর যদি একটু দই না খাওয়া হয় তবে যেন একটু অতৃপ্তি থেকেই যায়। দই খাওয়ার অতৃপ্তি !



প্রায় দুইশত বছর পূর্বে ঘোষ বংশের ডাওরী ঘোষ নামের এক ঘোষ প্রথমে গৌরনদীতে তৈরি করেন লোভনীয় দই। ডাওরী ঘোষের মৃত্যুর পর গৌরনদীর ঐতিহ্যবাহী এই পণ্যের ধারাকে ধরে রাখেন বসন্ত ঘোষ ও তার ছেলে মাখন লাল ঘোষ। মাখন লালের মৃত্যুর পর দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সঙ্গে সেই ধারাকে ধরে রেখেছেন তার পুত্র শচীন ঘোষ। গৌরনদী বন্দরে নদীর কোল রয়েছে সেই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। এখন তাদের মোট দোকানের সংখ্যা তিনটি আর একটি কারখানা। আশা করা যায় তারা তাদের এই সুনাম ধরে রাখবে। তবে এর প্রচার সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পরবে একদিন শুধু এতটুকু স্বপ্ন এই একজন আরমানের।



দধির হাড়ি





দুধ জ্বাল দেয়া হচ্ছে





এক কড়াই দুধ জ্বেলে আধা কড়াই করা হয়





শচীন ঘোষের পুরনো দোকান







এতো কষ্ট করে পড়লেন বরিশালের বিখ্যাত গৌরনদীর দধি, খাবেন না তা কি হয়? খেয়ে নিন যতো খুশি।







* ছবিগুলোর স্বত্ব একজন আরমানের।



উৎসর্গঃ

আফিফা মারজানা আপু আর কান্ডারী অথর্ব ভাই'কে যারা আমাকে এই ধরনের পোস্ট লিখাতে উৎসাহ যুগিয়েছে।

মন্তব্য ১৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৫৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মোর আবারও খাইতে মন লয়; একবার গেছেলাম...ঐ দোহানে ...স্বাদ এখনো মুহে লাইগা আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

একজন আরমান বলেছেন:
হাম্মের বাড়ি কোম্মে?
ঝাতি জানতে চায়।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬

অনীনদিতা বলেছেন: ১ম ভালো লাগা:)
এখন পড়ছি:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

একজন আরমান বলেছেন:
হা হা হা।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

অনীনদিতা বলেছেন: দই ভালা পাইনা:(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

একজন আরমান বলেছেন:
রসমালাই?

একবার গৌরনদীর দই খেলে শুধু চাটবেন, আর না খেলে পস্তাইবেন।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
টিএসসিতে নিয়া আসো আগে, পরে ফোন দিয়ো, কষ্ট কইরা গিয়া নাহয় খাইয়াই আসবোনে, নাইলে তুমি আবার মাইন্ড করবা। B-))

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

একজন আরমান বলেছেন:
উহু। ঢাকা পর্যন্ত আনতে কষ্ট হবে।
আপনি এক কাজ করেন ভাবিরে নিয়া বরিশাল আসেন তারপর আমি আপনাদের পেট ভইরা দই আর রসমালাই খাওয়াইতাছি। :)

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

s r jony বলেছেন:
অনেক খেয়েছি।
আমার বড় খালামনির বাড়ী ঐ এলাকায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

একজন আরমান বলেছেন:
কোন এলাকায়?
গৌরনদী?

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

অর্ফিয়াস বলেছেন: দারুন কাজ ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

একজন আরমান বলেছেন:
কোনটা দারুন কাজ ভাই?

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

***হাফিজ*** বলেছেন: এখনো টেস্ট করি নাই :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

একজন আরমান বলেছেন:
বরিশাল আইসা টেস্ট কইরা যান। :)

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

অনীনদিতা বলেছেন: রসমালাই!!! :-B :-B
ইয়াম্মি:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

একজন আরমান বলেছেন:
খেতে ইচ্ছে করছে নাকি? :P

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

একজন আবির বলেছেন:
গৌরনদী জানি কোম্মে? ;) ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

একজন আরমান বলেছেন:
ও মোর খোদা ! তুই চেনো না হায়? !

গৌরনদী তো হোম্মে ! ;) ;) ;)

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

মেহেরুন বলেছেন: এখন দই খেতে ইচ্ছে করতেসে :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

একজন আরমান বলেছেন:
তুমি আর ভাইয়া এসে পড়। আমি এখন বরিশালই আছি। :)
দই খাওয়ার দাওয়াত রইলো। :)

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

মেহেরুন বলেছেন: Click This Link

তোর ভাইয়ার আইডি খুললাম। একটু হেল্প কর পড়ে :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

একজন আরমান বলেছেন:
ওকে। আশা করি এখন থেকে রেগুলার পোস্ট পাবো ভাইয়ার একাউন্টে। :)

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

র্বষারানী বলেছেন: Amar bari shirajgonj,barishale 7 bosor silam..borishaler doi..uff..ektuo vallagto na..tobe apnar lekha dekhe ekhn chekhe dekhte isse korse.

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

একজন আরমান বলেছেন:
আপনার লেখা পড়ে না হেসে পারলাম না।

উল্টো কথায় কার না হাসি পায় বলুন ? !
আপনি মনে হয় দই পছন্দ করেন না, তাই এমনটা বললেন।
যাই হোক আবার দাওয়াত রইলো বরিশালে। দই না খান অন্তত রসমালাই খেয়ে যাবেন। অন্য জায়গার মতো এখানে টিস্যু পেপার দিয়ে রসমালাইর রস বানানো হয় না !

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

প‌্যাপিলন বলেছেন: গৌরনদীর আরেকটা ঐতিহ্য সর্বহারা। আমার এক পরিচিতর আত্নীয়কে মাইকে দিন তারিখ ঘোষনা করে কুপিয়ে মেরেছে। জায়গাটার নাম শরীকল। আপনে গৌরনদীর লোক শুনেই পোস্টে ঢুকতে ভয় লাগছে :|| :|| :|| ইয়া মাবুদ রক্ষা কর

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

একজন আরমান বলেছেন:
নতুন জোকস !
ভালো লাগলো।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

প‌্যাপিলন বলেছেন: গৌরনদী স্ট্যান্ড থেকে বন্দরের দিকে যেতে থানা পরিষদের ঠিক আগে একটা খাল ছিল যেটা আশোকাঠি দিয়ে বের হয়ে গেছে- অসাধারন কিছু স্মৃতি সেখানে, মাঝ রাতে নৌকায় বসতি - আহ্। বড় যেতে ইচ্ছে করে সেখানে। হয়তো আগের মতো নেই, তবুও .......

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

একজন আরমান বলেছেন:
হুম। ওখান দিয়ে আমিও অনেক হেঁটেছি বন্ধু বা কাজিনদের সাথে। এখন আর হয় না। ঢাকা দিয়ে গেলে শুধু বাসস্ট্যান্ড আর বন্দরে যাওয়া হয়। এদিক সেদিক কম ঘুরাঘুরি করা হয়।
আপনার বাড়ি কোথায়?

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

তারছেড়া লিমন বলেছেন: আমার দৌড় উজির পুর পর্যন্ত .......... তাই কিছুই কইতে পারবো না.............

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

একজন আরমান বলেছেন:
উজিরপুর !
আপনি তো তাহলে গৌরনদী ছাড়িয়ে গেছেন।
কারণ সড়ক পথে বরিশাল জেলার প্রথম থানার নাম ই হল গৌরনদী, এরপর উজিরপুর, বাবুগঞ্জ আর এরপর হল বরিশাল সদর !

যাই হোক আবার আসার আমন্ত্রণ রইলো।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

সাদা রং- বলেছেন: জিবে জল এসে গেল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

একজন আরমান বলেছেন:
লিখতে গিয়ে আমারও একই অবস্থা হয়েছিল। :)

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

বাংলার হাসান বলেছেন: খালি ছবি দেখলে কি জ্বিবের স্বাদ মিটে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

একজন আরমান বলেছেন:
বরিশাল আসেন। আমি খাওয়ামুনে। :)

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: দধি খাইতে মুঞ্চায়। অসাধারন হয়েছে লেখা এবং ছবি দুইটাই। প্লাসায়িত করা হইল+++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

একজন আরমান বলেছেন:
ধইন্না।

বরিশাল আইসা পড়েন।
দধি খাওয়ার দাওয়াত রইলো। :)

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

মদন বলেছেন: বগুড়ার দইই আমার বেশি প্রিয় :(
দই নিয়ে একটি লেখা Click This Link

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

একজন আরমান বলেছেন:
বগুড়ার দই তো সারা বাংলাদেশে বিখ্যাত।
আর গৌরনদীর দই পুরো বরিশাল বিভাগ ও এর আশেপাশের জেলাগুলোতে বিখ্যাত।

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

ওস্তাদজী... বলেছেন: ভাই সত্য কথা বলতে, গত দুই মাস আগে আমার কাজিনের বিয়ে হইছে গৌরনদীর নলচিরাতে, সেখানে আমাদের এই দই দেয়া হয়েছিল। একেবারে যঘন্য, কোন মিষ্টি নাই, স্বাদ নাই, মনে হচ্ছিল যেন ঘাস খাচ্ছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

একজন আরমান বলেছেন:
আপনার জন্য সমবেদনা।
আপনার কাজিনের বিয়েতে কোন দোকান থেকে দধি নেয়া হয়েছিল আল্লাহ মালুম। ঘোষ মিষ্টান্ন ভান্ডার থেকে না আমি শিওর।
আবারও সমবেদনা আপনার এবং বিয়েতে যারা দধি খেয়েছিল তাদের সবার জন্য।

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

মামুন রশিদ বলেছেন: একবার খেয়েছিলাম ইউনি লাইফের শেষ সময়ে, বরিশাল যাওয়ার পথে দুইটা ফেরী পড়ে । বোধহয় এদের নাম ছিলো শিকারপুর আর দোয়ারিকা, আশেপাশেই কোথাও গৌরনদি হবে হয়ত । গৌরনদী'র দই খেয়ে কমপ্লিমেন্টস দিয়েছিলাম যে বগুড়ার দইয়ের চেয়েও ভালো B-) ;)


ট্যুরটা ছিলো প্রেমঘটিত । প্রেমিক-প্রেমিকা আমার বন্ধু, দুইজন দুই ধর্মের । বান্ধবীর মা মারা যাওয়ার পর তাদের বাড়ি শরিয়তপুর যাই । ওখান থেকে বন্ধুর বাড়ি বরিশাল যাই । পরে ভোলাও গিয়েছিলাম । সময়টা ১৯৯৭, এই ট্যুরের পরই এসে জবে জয়েন করি ।

ও হ্যাঁ, অনেক ঝুট-ঝামেলার পর প্রেমিক-প্রেমিকার মিলন হয়েছিলো । তাহারা এখন দুই কন্যার বাবা-মা । :) :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

একজন আরমান বলেছেন:
বাহ !
আপনার অভিজ্ঞতার দেখি শেষ নেই ! ;)

দোয়ারিকা শিকারপুর এখন আর ফেরি নেই, ব্রিজ হয়ে গিয়েছে। :)

আবার বেড়াতে আসার দাওয়াত রইলো।
ও সেটা অবশ্যই আমার বিয়ের আগেই ! :P :P :P

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

মাক্স বলেছেন: নাইস পোস্ট ব্রো ++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আফিফা মারজানা বলেছেন: আমি তো ঢাকা !আমার এখন দই খেতে মন চাচ্ছে !আরমান লোভ দেখানোর জন্য তোমারে মাইনাচ ।
পোস্টে আমার নাম দেয়ায় লজ্জিত ও গর্বিত !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
হা হা।
বরিশাল চলে আসেন।
খাওয়াবোনে। :)
আমি এখন বরিশাল।

আপনার উৎসাহেই এই পোস্ট লেখা।
আপনাকে কথা দিয়েছিলাম যে বরিশাল নিয়ে পোস্ট লিখবো। তারই ধারাবাহিকতায় এই পোস্ট লিখা। :)

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

আমিভূত বলেছেন: :(( :(( :((
মিষ্টি আমি ভালা পাই ,সেইটা দই ,রসমালাই হইলেতো কথা নাই খাইতাম চাই /:) :| :-B :D

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
হা হা।
বরিশাল চলে আসেন আপু। :)

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

স্বপনবাজ বলেছেন: মিষ্টি নিয়া আইসেন কিন্তু , সাথে বোনাস দই ! আমি কিন্তু নাছোড়বান্দা !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
নিয়া আইতে পারুম না। সিঙ্গেল মানুষ। সাথে কিছু টানাটানির অভ্যাস নাই। ;) ;) ;)

বরিশাল চলে আসেন। এখানে আসলে পেট পুরে খাওয়াতে পারবো কথা দিচ্ছি। :)

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

মেহেরুন বলেছেন: Click This Link

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
ওকে।

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরমান একটা মন্তব্য করে গেসিলাম বাট আসে নাই কেন!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
হয় সামুতে সমস্যা, না হয় আপনার নেটে সমস্যা। :P :P :P

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: মন্তব্যটা ছিল এমন।
আরে আমিও তো মিষ্টি নিয়া পুস্ট রেডি করতাসি। আপনে আমার আগেই দিয়া দিলেন!!! /:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
আগেই বইলা রাখি, রেসিপি টাইপের পোস্ট হলে অবশ্যই খাবারের দাওয়াত দিতে হবে। বি. সি. ডি. ই. যে বাড়িয়াই হোক না কেন আমি কিন্তু দাওয়াত পেলে ঠিকই চলে আসবো। B-)) B-)) B-))

২৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

শের শায়রী বলেছেন: ভাই দিলেন তো জিহ্বায় পানি এনে। যাব শীঘ্রী ।যাবেন নাকি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

একজন আরমান বলেছেন:
আরে ভাই আপনি !
স্বাগতম আমার ব্লগে।
আমি গত পরশু বরিশাল এসেছি। আগামি মাসের প্রথম সপ্তাহে আবার ঢাকা ফিরবো। :)
আপনি দেশে এসেছেন?
বরিশাল আসবেন?

৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

তুমি যদি এইবার তুমাগের দধি না খাওয়াইছ দেইখ তুমার এই পোস্টে যে লাইক আমি দেছি তা তুইলা নেবনে আর পোষ্ট প্রিয়তে নেছিলাম হেইডাও তুমারে ফেরত দিয়া দেবনে কইলাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
নিয়া আইতে পারুম না। সিঙ্গেল মানুষ। সাথে কিছু টানাটানির অভ্যাস নাই।

বরিশাল চলে আসেন। এখানে আসলে পেট পুরে খাওয়াতে পারবো কথা দিচ্ছি।


খিকযযয... আর কিছু কমু না। :P

৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

শের শায়রী বলেছেন: ভাই দেশে আসছি দুই সপ্তাহের জন্য। সামনের মাসের ফার্ষ্টে আসার চান্স আছে। আইলে আওয়াজ দিমুনে। দেখা হবে ইনশাল্লাহ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

একজন আরমান বলেছেন:
ওহ। আমি ২/৩ তারিখ পর্যন্ত বরিশাল আছি।
এরপর আবার ঢাকা চলে আসবো।

আমাকে স্মরণ করতে চাইলেঃ
০১৯১৮-০৫০৫৮০

৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল কথা, বরিশাল যাওয়া হয়নি কখনও, গেলে খাওয়াবেন তো? দাওয়াত নিয়া চিন্তা নিয়েন না, নিজেই নিজেকে ইনভাইট করে নিব! B-) B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
হাহা।
অবশ্যই। আসলে খাওয়ানো মিস নাই।
কিন্তু ঢাকা পর্যন্ত এনে খাওয়াতে পারবো না।

৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

তারছেড়া লিমন বলেছেন: ভাই এর পর যদি যাই তো আগে গৌরনদী নামব আর দই না খেয়ে ফিরব না...... যদিও আমি মিষ্টি খুব কম খাই তার পর ও রিক্স নেব........

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

একজন আরমান বলেছেন:
হা হা।
ওকে। আর আমারে কল দিয়েন।
বরিশাল থাকলে আপনার খাওয়ার টাকা লাগবে না। ;)

৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এই ভাইয়ের জন্য এতটুকু করতে পারবানা । B:-) B:-) B:-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

একজন আরমান বলেছেন:
মাইরালা আম্রে মাইরালা।

ইমুসুনাল বিলাকমিল করতাছেন?
খেলুম না কিন্তু কয়া দিলাম।

( দুক্কে চক্কু দিয়া পানি বাইর হইতে হইতে হয় না এমুন ইমু হইবেক )

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

আশিক মাসুম বলেছেন: আমার দই খাইতে মঞ্চায়। ভাই কবে খাওয়াইবেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

একজন আরমান বলেছেন:
বরিশাল আইসা পড়েন।
খাওয়ামুনে। :)

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
হে খোদা উপর থিকা একটা দড়ি ফালাও আমি দড়ি বাইয়া উইঠা যাই উপরে।


জিহবায় যে পানি এসে জমা হয়েছে যদি একবার, একটিবার মুখ খুলে দেখাতে পারতাম তবে তুমিও আমার দধি খেতে না পারার কষ্টটা বুঝতে ।


(কোন প্রকার ইমো না হবার একটা ইমো হইবেক )

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

একজন আরমান বলেছেন:
উফফ...

খেলুম না কিন্তু।
কে কাম করেন সকালের বাসে গৌরনদী আইসা পড়েন। আমিও সকালে গৌরনদী যাইতাছি।

৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

রাইসুল নয়ন বলেছেন: মিষ্টি তেমন খাই না, আজকে মাত্র ১৩ টা রসগোল্লা খাইছি,
আরও খাইতাম কিন্তু তার আগে আবার গোটা তিনেক রসমালাই খাইছি( পছন্দ না তেমন )








২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

একজন আরমান বলেছেন:
নয়ন ভাই আপনারে মাইনাচ।
আজকে কল দিছি। পিক করেন নাই।
আপনে কই?
আমি কালকে সকালে গৌরনদী আসতেছি।
গত পরশু বরিশাল আসছি।

৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০

shfikul বলেছেন: কবে যাওয়া হবে তার তো ঠিক নাই তাই এবার আসার সময় এট্টু নিআইসেন।খাইয়া দেখুম কেমন লাগে!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১০

একজন আরমান বলেছেন:
আপনে তো ঢাকায় থাকেন না।
নিয়া আসলেই বা লাভ কি?

৩৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

আশিক মাসুম বলেছেন: মিয়া ঢাকায় নিয়া আশেন, নাইলে কিন্তু আমি কুমিল্লার রস মালাই খাওয়ামু না ( খেয়াল কইরা )

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

একজন আরমান বলেছেন:
দাওয়াতের জিনিস পার্সেল হয় শুনছেন কখনো?

আর আম্রে ভয় দেখান?
ইউ জানেন হু এম মুই?
মি মিস্টার একঝন আরমান পম বরিশাল।
আই নো ডরাই ইউ। ;) ;) ;)

৪০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১২

বনলতা মুনিয়া বলেছেন: খাইছি। ভাল্লাগে নাই....... :-P :-P :-P :-P :-P :-P :-P



বিক্রমপুরেরটা অনেক মজা............ B:-/ B:-/ B:-/ B:-/

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

একজন আরমান বলেছেন:
তুই ক্যামনে খাইছিস?
বরিশাল আসছিস জীবনে?
হুদাই চাপা মারিস !

৪১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

বনলতা মুনিয়া বলেছেন: ঐ ব্যাডা আমার চাচার শশুরবাড়ি বরিশালে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

একজন আরমান বলেছেন:
কস কি?
শিওর তো?

৪২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

বনলতা মুনিয়া বলেছেন: অয় অয়

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

একজন আরমান বলেছেন:
বরিশালের কুতায়?
ভোলার টক দই খাইয়া আমগো গৌরনদীর দইর উপরে অপবাদ দিস না। :(

৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আরে আশিক কি কুমিল্লার পোলা নাকি ??

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

একজন আরমান বলেছেন:
সেয় নাকি ঢাকার পুলা?
তাইলে তার শ্বশুর বাড়ি কুমিল্লা নাকি? B:-) B:-) B:-)

ঝাতি জানতে চায়।

৪৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২

আশিক মাসুম বলেছেন: থুক্কু আফনেরা ভুল ভুজুইন কেরে, আমি কালকে কুমিল্লা যাইয়াম গেলে রসমালাই আনুম না হেডাই কইলাম :P =p~

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

একজন আরমান বলেছেন:
উহু। সত্যি কথা কন।
আপনের তেনার বাড়ি কি কুমিল্লা নাকি?

৪৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

বনলতা মুনিয়া বলেছেন: বরিশাল গৌরনদী

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

একজন আরমান বলেছেন:
তাইলে নিশ্চয়ই ঘোষদের টা খাস নাই।
আমি শিওর।

৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৯

বনলতা মুনিয়া বলেছেন: কেমবায় কই......... :|| :|| :||

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

একজন আরমান বলেছেন:
এই তো লাইনে আসছিস।

৪৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৩

তারছেড়া লিমন বলেছেন: আশিক ভাই সত্যি কথা কন।
আপনের তেনার বাড়ি কি কুমিল্লা নাকি?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

একজন আরমান বলেছেন:
মাসুম ভাইয়ে মাইঙ্কা চিপায় পইড়া গেছে। B-)) B-)) B-))
ভাই ঝাতি আজ জানতে চায়।

৪৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৭

আশিক মাসুম বলেছেন: হুড় মিয়া আমি ঢাকার মাইয়া বিয়া করুম X( X(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

একজন আরমান বলেছেন:
খিকযযয...

অবশেষে... :P :P :P
ভাবির লগে পরিচয় করায়া দিবেন না?

৪৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

প‌্যাপিলন বলেছেন: শেকড়টা কীর্তনখোলার পাড়েই ছিল অর্থাত বরিশাল সদরে কিন্তু বাপের আমল থেকেই শেকড় উপড়ে গেছে, এখন ভাসমান, ভুমিহীনও বলতে পারেন, তবে শেকড়ের টানটা অস্বীকার করি কি করে?

এবার আসল টপিকে ফিরে আসি। মিস্টান্নের বিষয়ে বাংলাদেশে আঞ্চলিকতার ব্যাপক ক্যাচাল আছে। সবাই তার এলকারটাকেই সেরা মনে করে। বগুড়ার কাউকে গৌরনদীর দধি খেতে দিলে সেটা যে ভয়ন্কর খারাপ এই মানসিকতা নিয়ে খেতে বসলে কিছু করার থাকেনা। বাস্তবিকই তাই ঘটে। আমি বাংলাদেশের প্রায় সব জনপ্রিয় ব্রান্ডই চেখে দেখেছি। ভালগুলোর মধ্যে পার্থক্য তেমন একটা নেই। বগুড়ার দই আর গৌরনদীর দধির স্বাদ দুটা দুই রকমের। খামাখাই আমরা তুলনা করি।

টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম খেয়ে আহা উহু করতে দেখেছি অনেককেই। কিন্তু আসল পোড়াবাড়িতে কেই মিস্টিই বানায়না। জামুর্কিতে জয়কালী মিষ্টান্ন ভা্ন্ডারে লাইন দিয়ে মিষ্টি কিনতে হয়। কিন্তু লক্ষ্য করে দেখবেন দোকানের মালিক পাল বংশ। মিস্টির হাড়ি বানাতে বানাতে এখন মিষ্টি বানানো শুরু করেছে। টাঙ্গাইল শহরে মিষ্টির কথা বললে সবাই গোপালের দোকান দেখিয়ে দিবে। এই গোপাল আবার মিস্টি কিনে আনে গৌড় নামে আরেকজনের কাছ থেকে। ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে কুমিল্লায় আসল মাতৃভান্ডারের দোকান আছে কম হলেও ১০০টি :( কোনটা যে আসল কে জানে। আমি গৌরনদী বন্দরে নিতাই এর দধি খেয়েছি - এক রকম স্বাদ আবার বাসস্ট্যান্ড থেকে বন্দরের দিকে যেতে বা পাশে (নিতাই এর দোকান কিনা ভুলে গেছি) যে দোকান সেটার স্বাদ অন্য রকমের

বরিশাল শহরে কোর্ট কাচারিতে ঘর বরণ নামে একটা মিস্টির দোকান ছিল। সেখানকার স্পঞ্জ রসগোল্লা খেতে গিয়ে শৈশবে কত জামায় মেখেছি - আহ শৈশব...ধন্যবাদ আরমান নস্টালজিক করার জন্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

একজন আরমান বলেছেন:
ভালো বলেছেন।

৫০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

মেহ্‌রাব বলেছেন: জীভে জল এসে পড়লো যে... :/

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

একজন আরমান বলেছেন:
হা হা।
দাওয়াত রইলো।

৫১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

ফারাহ দিবা জামান বলেছেন:
অনেক সুন্দর পোস্ট
কিন্তু কমেন্টগুলো বেশি মজার।

ভালো থাকিস।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

একজন আরমান বলেছেন:
হা হা।

ধন্যবাদ আপু।

৫২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

দুঃখিত বলেছেন: কতো দিন নানা বাড়ী যাই না আর দধিও খাওয়া হয় না ।। এখনও মনে পরে সেই কলেজ লাইফের সৃতিগুলো, রাতের বেলা মোটরসাইকেল বহর নিয়ে গৌরনদী যাওয়া শুধুই দধি আর রসমালাই এর লোভে ! ! ! :( :( :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

একজন আরমান বলেছেন:
আইসা পরেন স্যার। দাওয়াত রইলো। :P :P :P

৫৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

বাকপটু বলেছেন: আমার কাছে এইটাই মজা লাগে

রসগোল্লার কথা কইলেন নাতো????

আমার বাড়ি রামসিদ্ধি(আরো ভিতরে)

শচীন ঘোষের দোকান মে বি টরকীতেও আছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

একজন আরমান বলেছেন:
হুম।
রামসিদ্ধি তো আমি চিনি। :)
আপনে তাইলে আমার দেশী :)

৫৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৭

অথৈ সাগর বলেছেন:
১০ তম ভাল লাগা :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

জিললুর রহমান বলেছেন: আমি খাইতে চাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

একজন আরমান বলেছেন:
আইসা পড়েন বরিশাল। :)

৫৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: খেয়ে দেখতে হবে।

জি আরমান, দাওয়াতের জিনিষ পার্সেল মজা লাগবে না। যেয়ে খেতেই বেশী মজা লাগবে।

আমি যাইনি কখনো বরিশাল। :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

একজন আরমান বলেছেন:
চলে আসুন। দাওয়াত রইলো।
আর আমার বিয়ের সময় একটা দাওয়াত তো বোনাস হিসেবে থাকছেই !
আশা করছি সেটাও মিস করবেন না ! :P

আপনার জীবনের ১৫ আনাই বৃথা ! :(

৫৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

তুন্না বলেছেন: বগুরার দই যেমন সারা বাংলাদেশে বিখ্যাত, আমি দোয়া করি যেনো বরিশালের গৌরনদী'র দই ও বিখ্যাত হয়ে যায়, তাহলে সারা দেশে পওয়া যাবে।
বগুরার মানুষ হয়ে ও আমার দই খাওয়া নিশেদ্ধ, কি আর করার...... :( :( :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

একজন আরমান বলেছেন:
কেন কেন?
দই খাওয়া নিষিদ্ধ কেন? :-/ :-/ :-/

৫৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

একজন নিশাচর বলেছেন: দারুন পোস্ট!

ভার্চুয়ালি দধি খাওয়াইলে তো হইবো না মিয়া। সত্যি সত্যি কবে খাওয়াবা? কবে আমু তোমাগোর এলাকায়?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
ভাই আপনার বাড়ি যেন কই?

জাতি আজ জানতে চায় ! ;) ;) ;)

৫৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

মেহেরুন বলেছেন: Click This Link

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

একজন আরমান বলেছেন:
ওকে আপু। আমি দেখতেছি। :)

৬০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:

বর্ষ পূর্তির অনেক অভিনন্দন রইল।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)
আপনিই প্রথম দেখলেন। :)

৬১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

একজন নিশাচর বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন!



দধি কবে খাওয়াবা?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
জব পেলে ইনশাআল্লাহ্‌।
আপনাকে আর নয়ন ভাইকে খাওয়াতে তো আর সমস্যা নেই। বাড়ির পাশের লোক। যখন তখন খাওয়ানো যাবে। :)

৬২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

তুন্না বলেছেন: ভাইয়া উত্তরটা হয়তো এই লিংক এ পেয়ে যাবে.....

[link|http://somewhereinblog.net/blog/stebraktunna/29751092|তুমি আছো (ইনসুলিন) হয়ে... :) :) :(

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা।

৬৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

শীলা শিপা বলেছেন: আমি দই খাইতে পারি না।কেমনে যে খায় মানুষে :||

তবে আমার ভাইয়া আপনার দইয়ের ছবি দেখেই পাগল হয়ে গেসে :-*

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩

একজন আরমান বলেছেন:
এইটা কি বললেন?
দই খাইতে পারেন না !!!
আপনার জীবনের তো তাইলে ১৪ আনাই বৃথা !

৬৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: খালি দেখালেই হইবো,খাওয়াইতে হইবো না ??? :#> :#> :#> :#>

বরিশাল গেলে শচীন বাবুর দধি মিস করা যাইতো নায় ... ;) ;)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

একজন আরমান বলেছেন:
আইয়া পরেন বরিশাল। খাওাইতাছি। ;)

৬৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৬৬| ০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১০

গ্রাম্যবালিকা বলেছেন: কি অবস্থা? দেখিনা ক্যান ব্লগে? যামুনা দই খাইতে, তবু আসেন! ;) :#) :P

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

একজন আরমান বলেছেন:
বাসায় বাংলালায়নের নেটে সমস্যা হচ্ছে। তাই কয়েকদিন যাবত ব্লগে নেই। ২ / ১ দিন পর ঢাকা আসবো। তখন আবার রেগুলার থাকবো।

আপাতত বাসায় হরতাল ডাকছি। দাবী একটাই আম্রে বিয়া করাই দিতে হইবে। :P ;)

৬৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

অনীনদিতা বলেছেন: আন্নে কনে?;)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

একজন আরমান বলেছেন:
মুই তো বরিশাল। ;)

হাম্মে কেমন আছেন?

৬৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

বাবুরাম সাপুড়ে বলেছেন: ওরে রে..কবে আমু তাইলে আরমান ! শচীন ঘোষের দইয়ের ছবি দেইখা লোভ লাগি গেলগা অহন ফরমালি একখান দাওয়াত দেরে ভাই আমি একসেপ্ট করার জন্য বইসা রইলাম কিন্তু :)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭

একজন আরমান বলেছেন:
এহনি আইয়া পরেন। মুই তো হেম্মেই আছি। :)

৬৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: ভোলার মহিষের দধি-ই শ্রেষ্ঠ।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১২

একজন আরমান বলেছেন:
আপনি কি খেয়েছেন?
না জেনে চিল্লানো ভালো না।

ভোলার মহিষের দই টক দই। সেটা মিস্টি না।

৭০| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

অনীনদিতা বলেছেন: মুই তো ভালাই আছি:);)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

একজন আরমান বলেছেন:
হা হা।

মুই কাইলগো ঢাহা আইতে আছি। ;)

৭১| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

অদ্বিতীয়া আমি বলেছেন: গৌরনদী'র দধি .......ভাল লাগল ডিটেইলস জেনে , ++++



আপনি এখন বরিশাল , আমিও গিয়েছিলাম কয়েকদিন আগে আমার নানু বাড়ি :)

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

একজন আরমান বলেছেন:
ওহ।
আমি আগামীকাল ঢাকা আসবো। :)

৭২| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: আরমান, ঢাকা আনতে আনতে কি দই নষ্ট হইয়া যায়? না হইলে একবার ট্রাই মাইরো। নাইলে জিবলা দিয়া পানি পইড়া শার্ট ভিজ্যা যাইতাসে। দই আবার আমি খুব ভালা পাই !!

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

একজন আরমান বলেছেন:
হা হা।
আনলেও বা লাভ কি আপনি তো চিটাগং থাকেন !

৭৩| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: কেডা কয় আমি চিটাগাং থাকি? কইত্যে এই রিউমার ছড়াইল? আরো দুই একজন এই কথা কইসে !! সব ষঢ়যন্ত্র !!

আমি নারায়নগঞ্জ থাকিরে ভাই। এইবার আনবা?

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

একজন আরমান বলেছেন:
হা হা।

কিন্তু আমি যে আজকে সকালে ঢাকা আইসা পড়ছি। :P

৭৪| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

মাইক-মজিদ বলেছেন:
উস-সাহ কি দই খাওয়াইয়া দেচে ? B:-)

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন:
কি কইলেন ভাই?
কিছুই বুঝলাম না।

৭৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন:
এখন আর আগের মতো দুই ভালো বানায় না :(

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
হুম। কোয়ালিটি আসলে আগের মতো নেই। বোঝেন ই তো ডিজিটাল যুগ !

৭৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। আমার তো দই খেতে মন চাচ্ছে।! :|

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

একজন আরমান বলেছেন:
বরিশাল আইসেন। খাওয়াবো নে। :)

৭৭| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩৬

আমি অপদার্থ বলেছেন:

আরমান ভাই কাজটা কিন্তু ঠিক হইলো না /:)

রোজার প্রথম প্রহরে এমন আক্তা পোষ্ট এর লিঙ্ক দিলেন রোজা শেষ পর্যন্ত টিকে কিনা সন্দেহ ।। :P

পোষ্টে ++++++
লবে খাওয়াবেন বলেন??

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

একজন আরমান বলেছেন:
ইফতারিতে খাবেন। :P

৭৮| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৩৭

আমি অপদার্থ বলেছেন:
****
আক্তা= একটা
লবে= কবে

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

একজন আরমান বলেছেন:
বুঝতে পেরেছি। বরিশাল চলে আসুন ঈদে। আমি খাওয়াবো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.