নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

আমি বরিশালে জন্ম নেয়া একজন আলোকিত নারীর কথা বলছি

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:০১

বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে অতি পরিচিত ব্যক্তিত্ব।





সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার পিতার নাম সৈয়দ আব্দুল বারী। তিনি কুমিল্লার বাসিন্দা ছিলেন। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙ্গালি মুসলিম নারীদের কাটাতে হত গৃহবন্দি জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিলো না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ এক রকম নিষিদ্ধ ছিল। ঐ বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি পারিবারিক নানা উত্থান পতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন।





যে পরিবারে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন সেখানে নারীশিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হতোনা। তিনি তাঁর মা সাবেরা বেগমের কাছে বাংলা পড়তে শেখেন। মাত্র বার বছর বয়সে তাঁকে সৈয়দ নেহাল হোসেনের সাথে বিয়ে দেয়া হয়। নেহাল অপেক্ষাকৃত আধুনিকমনস্ক ছিলেন, তিনি সুফিয়া কামালকে সাহিত্যপাঠে উৎসাহিত করেন।

সুফিয়া কামালের পাঁচ সন্তানের মধ্যে সুলতানা কামাল বাংলাদেশী মানবাধিকারকর্মী এবং রাজনীতিবিদ।





সুফিয়া সে সময়ের বাঙালি সাহিত্যিকদের লেখা পড়তে শুরু করেন। ১৯১৮ সালে কলকাতায় গিয়েছিলেন সুফিয়া কামাল। সেখানে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে তাঁর দেখা হয়েছিলো। সুফিয়া কামালের শিশু মনে বিশেষ জায়গা করে নিয়েছিলো বেগম রোকেয়ার কথা ও কাজ, সুফিয়া কামালের কাজেকর্মেও ছাপ পাওয়া যায় বেগম রোকেয়ার।





১৯২৩ সালে তিনি প্রথম লিখেছিলেন ‘সৈনিক বধূ’ নামে একটি গল্প। যা ছাপা হয়েছিল বরিশালের ‘তর্বণ’ পত্রিকায়। ১৯২৫ সালে ভারত বর্ষের আরেক মহাপুরুষ মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর দেখা হয়, কথা হয়। এর আগে থেকেই অবশ্য তিনি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে চরকায় সুতা কাটতে শুরু করেছিলেন। অভিজাত পরিবারে জন্ম নিয়ে জাঁকজকমপূর্ণ মুঘল পোশাক পরা বাদ দিয়ে সাধারণ তাঁতের শাড়ি পরতে শুরু করেছিলেন। যোগ দিয়েছিলেন নারীদের কল্যাণমূলক একটি সংগঠন ‘মাতৃমঙ্গল’ এ।





কলকাতায় সুফিয়া কামালের সঙ্গে দেখা হয়েছিলো আরো কয়েকজন বিখ্যাত মানুষের সঙ্গে। তাঁদের মধ্যে ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শুধু দেখাই হয়নি, সুফিয়া কামালের লেখা পড়ে মুগ্ধ হয়েছিলেন তিনি, প্রশংসাও করেছিলেন। সেই সময়ের বিখ্যাত পত্রিকা সওগাত এ তাঁর লেখা ছাপা হয়েছিলো ১৯২৬ সালে। ১৯২৯ সালে বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত সংগঠন ‘আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম’ এ যোগ দেন সুফিয়া কামাল। ১৯৩১ সালে সুফিয়া কামাল মুসলিম নারীদের মধ্যে প্রথম ‘ভারতীয় মহিলা ফেডারেশন’ এর সদস্য নির্বাচিত হন। ১৯৩২ সালে স্বামী নেহাল হোসেন ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মারা যান। দৃঢ় মনোবল ছিলো বলেই কিন্তু অকালে বিধবা হয়েও নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন সুফিয়া কামাল।





১৯৩৩ সালে তিনি কলকাতা কর্পোরেশন প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। এই স্কুলে তাঁর সঙ্গে পরিচয় ঘটে প্রাবন্ধিক আবদুল কাদির ও পল্লীকবি জসীমউদ্দীন এর সঙ্গে। স্কুলে চাকরির পাশাপাশি সাহিত্য চর্চা চলতে থাকে তাঁর। ১৯৩৮ সালে প্রকাশিত হয় তাঁর কবিতার বই ‘সাঁঝের মায়া’।





এই বইটির ভূমিকা লিখেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজর্বল ইসলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও উচ্ছসিত প্রশংসা করেছিলেন বইটির। এর পরের বছর লেখক ও অনুবাদক কামালউদ্দীন আহমদের সঙ্গে আবার বিয়ে হয় তাঁর। সেই থেকে তিনি সুফিয়া কামাল নামে পরিচিত। তখন এমনই নিয়ম ছিলো, বিয়ের পর স্বামীর নামের একটি অংশ যোগ হতো স্ত্রীর নামের সঙ্গে। এখন অবশ্য তেমন হয় না। অনেক প্রতিবাদ, অনেক কথা, অনেক সংগ্রামের ফলেই সম্ভব হয়েছে এটি। এর পেছনে বেগম সুফিয়া কামালের যথেষ্ঠ অবদান আছে, মেয়েদের স্বাধীন নারী হিসেবে প্রতিষ্ঠার পেছনেও যেমন রয়েছে তাঁর অবদান।





কলকাতায় হিন্দু- মুসলমানদের মধ্যে ধর্ম নিয়ে একটি বিরোধ সৃষ্টি হয়েছিলো। যাকে বলা হয় হিন্দু-মুসলিম দাঙ্গা। দাঙ্গার সময় কলকাতায় লেডি ব্র্যাবোর্ন কলেজে একটি আশ্রয়কেন্দ্র খুলতে সাহায্য করেছিলেন সুফিয়া কামাল। পরের বছর মোহাম্মদ নাসিরউদ্দীন সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকাটি প্রকাশ করেন। তিনি তার প্রথম সম্পাদক নিযুক্ত হন। এ বছর দেশ ভাগ হয়ে ভারতবর্ষ থেকে আলাদা হয় বাংলাদেশ, তখন এই বাংলাদেশের নাম ছিলো পূর্ব-পাকিস্তান। ১৯৪৮ সালে সুফিয়া কামাল হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষার জন্য শান্তি কমিটিতে যোগ দেন। সে বছরই ‘পূর্ব পাকিস্তান মহিলা সমিতি’ গঠন করা হয়, সুফিয়া কামাল হন সেই সমিতির সভানেত্রী। ১৯৫২ সালে আমাদের মাতৃভাষার আন্দোলনে সরাসরি অংশ নেন সুফিয়া কামাল। ১৯৬৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘মহিলা সংগ্রাম পরিষদ’, যা বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিত। মৃত্যুর আগ পর্যন্ত এই পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।





১৯৪৭ সালে দেশবিভাগের পর সুফিয়া কামাল পরিবারসহ ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয়ভাবে অংশ নেন এবং এতে অংশ নেয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন। ১৯৫৬ সালে শিশুদের সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে ‘রোকেয়া হল’ নামকরণের দাবী জানান। ১৯৬১ সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িত ছিলেন। এই বছরে তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬৯ সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন, গণঅভ্যুত্থানে অংশ নেন, পাকিস্তান সরকার কর্তৃক ইতিপূর্বে প্রদত্ত তমঘা-ই-ইমতিয়াজ পদক বর্জন করেন। ১৯৭০ সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের সময় তার বাসভবন সংলগ্ন গোটা ধানমন্ডি এলাকা পাকিস্থানী বাহিনীর নিরাপত্তা হেফাজতে ছিল, আর ঐ সময় তিনি ধানমন্ডিতে নিজ বাসভবনে সপরিবারে নিরাপদে অবস্থান করেন ।





স্বাধীন বাংলাদেশে নারীজাগরণ আর সমঅধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন, কার্ফ্যু উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেছেন। মুক্তবুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু তিনি সংগ্রাম করেছেন। প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন।





১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন। তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশী নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন।





কাব্যগ্রন্থঃ

সাঁঝের মায়া (১৯৩৮)

মায়া কাজল (১৯৫১)

মন ও জীবন (১৯৫৭)

শান্তি ও প্রার্থনা (১৯৫৮)

উদাত্ত পৃথিবী (১৯৬৪)

দিওয়ান (১৯৬৬)

মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)



গল্প

কেয়ার কাঁটা (১৯৩৭)



ভ্রমনকাহিনী

সোভিয়েতে দিনগুলি (১৯৬৮)



স্মৃতিকথা

একাত্তুরের ডায়েরি (১৯৮৯)



পুরস্কার

সুফিয়া কামাল ৫০টির বেশী পুরস্কার লাভ করেছেন। এর মাঝে কয়েকটিঃ

বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২)

সোভিয়েত লেনিন পদক (১৯৭০)

একুশে পদক (১৯৭৬)

বেগম রোকেয়া পদক (১৯৯২)

জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (১৯৯৫)

দেশবন্ধু সি আর দাস গোল্ড মেডেল (১৯৯৬)

স্বাধীনতা দিবস পদক (১৯৯৭)





মন্তব্য ১০৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

পোস্ট + প্রিয়তে

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

একজন আরমান বলেছেন:
ভাই এই ধরনের পোস্টগুলো লিখার পেছনে আপনার অবদান অনেক। আপনি উৎসাহ না দিলে এমন পোস্ট হয়তো কখনো লিখা হতো না।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু ভাই এই ধরনের পোস্টের আবার জ্বালাও কম না কিন্তু !!!

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

একজন আরমান বলেছেন:
যেমন?

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

shfikul বলেছেন: এই পোস্টের মাধ্যমে একজন আলোকীত নারীকে আরো সম্মান জানিয়েছেন।আপনাকে অনেক ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শফিকুল ভাই।

আপনার প্রো-পিক তো সেইরাম হইছে ! :)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

জাকারিয়া মুবিন বলেছেন:
কান্ডারী অথর্ব বলেছেন:
কিন্তু ভাই এই ধরনের পোস্টের আবার জ্বালাও কম না কিন্তু !!!

লেখক বলেছেন:
যেমন?

বুঝনাই?? তিনি তো বিতর্কিত। দেখো কখন কে আইসা কি বলে।

গ্যালারিতে বইলাম।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

একজন আরমান বলেছেন:
এই পোস্ট নিয়া বিতর্কের কি আছে?

আর আজাইরা আমার সাথে লাগতে আসলে কোন লাভ নাই।
আমার সাথে লাগার আগে আমার বাড়ির ঠিকানাটা যেন ক্যাচালবাজরা জাইনা আসে ! ;)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

আমি সাজিদ বলেছেন: ভালো লাগলো আরমান ভাই ঃ)।
প্লাস প্লাস প্লাস।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ফাহিম।

ভালো থেকো।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
@ জাকারিয়া মুবিন ভাই দেখছি কিছু না হবার আগেই গ্যালারিতে বসলেন আমিও আছি তাহলে আপনার সাথে গ্যালারিতে ।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০০

একজন আরমান বলেছেন:
কি রে ভাই এই পোস্টে ক্যাচাল করার মতো কি আছে?

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: sundor post .tithyo bohul post khub valo laglo arman vi

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আমার বিদায় হজ্জ নিয়া দেয়া পোস্টে যদি ক্যাচাল লাগতে পারে তাহলে এইখানেও ক্যাচাল লাগা অসম্ভব কিছু না।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

একজন আরমান বলেছেন:
ভাই সেইটা ধর্ম বিষয়ক।

আর যদি এই রকম পোস্টে ক্যাচাল লাগেও তাইলে ক্যামনে সাইজ দিতে হইবে সেইটা ভালো কইরাই জানি। আমার লগে কাহিনী করলে *ন্দনি মিস নাই।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই ধর্ম নিয়ে কেন ক্যাচাল হবে যারা ধর্ম নিয়ে ক্যাচাল করতে পারে তারা যে কোন কিছু নিয়ে ক্যাচাল করতে পারে। তবে যদি কেউ ক্যাচাল করতে চায় তবে আমিও তোমার সাথে একমত *ন্দনি মিস নাই।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

একজন আরমান বলেছেন:
হুম। সেইটাই।
ক্যাচালবাজদের *ন্দনি মিস নাই।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

বাবুরাম সাপুড়ে বলেছেন: থ্যান্কু আরমান । শুভেচ্ছা অনাবিল দুইদিন ছুটি পাওয়ার চেষ্টা চলছে ;)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

একজন আরমান বলেছেন:
;) ;) ;)

১১| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

বাবুরাম সাপুড়ে বলেছেন: থ্যান্কু আরমান । শুভেচ্ছা অনাবিল দুইদিন ছুটি পাওয়ার বিয়াফুক চেষ্টা চলছে ;)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

একজন আরমান বলেছেন:
আমি কালকে ঢাকা আসতেছি। :)

১২| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২২

অনীনদিতা বলেছেন: হেই,:)
আছেন কেমন?
পোস্ট তো সুপার্ব:)
+++

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:২৫

একজন আরমান বলেছেন:
আছি আগের মতোই।

আপনি কেমন আছেন?

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

সিয়ন খান বলেছেন: জটিল পোস্ট +++++

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

অনীনদিতা বলেছেন: আমিও আছি আগের মত:)

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা। :)

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


অনীনদিতা বলেছেন: হেই,:)
আছেন কেমন?
পোস্ট তো সুপার্ব:)
+++


লেখক বলেছেন:
আছি আগের মতোই।

আপনি কেমন আছেন?



আরমান তুমিত আগে :( এইরকম ছিলা
এখনো কি :( এইরকম আছো।


জাস্ট ফান করলাম কষ্ট পেলে কমেন্ট মুছে দিও।

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

একজন আরমান বলেছেন:
নাহ এখন :| রকম আছি।

ভাই-ব্রাদাররা মজা করলে সমস্যা নাই। :)

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

বাংলার হাসান বলেছেন: তথ্য বহুল পোষ্টের জন্য +++++++++

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার আলোকিত পোস্ট :)

০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

মাক্স বলেছেন: নাইস পোস্ট ব্রো++++

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার সোকেসে নিয়ে গেলাম লেখা,,,,,,,,,
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।

২০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:৫১

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: চমৎকার। ভাল লাগা রইল।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩২

স্বপনবাজ বলেছেন: চমৎকার। ভাল লাগা রইল।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫০

তারছেড়া লিমন বলেছেন: ভাল লাগা রইল।

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৭

শ্রাবণ জল বলেছেন: lekhay valo laga.
post priyo te.

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

একজন আরমান বলেছেন:

ধন্যবাদ আপু।
এখন কেমন আছেন?

২৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

s r jony বলেছেন: ভাল লাগোল।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৫| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: দারুণ পোস্ট

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২৬| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

বটবৃক্ষ~ বলেছেন: নাইস পোস্ট......:)

আপনি এখন :| :|
এরকম আছেন??? হাহাহাহহা!! বেশ মজা পেলাম>.....।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

একজন আরমান বলেছেন:
জি।
আমার মুডটাই এমন !
কি করবো বলুন !

২৭| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

বটবৃক্ষ~ বলেছেন: পোস্ট টা বিসিএস প্রিপারেশনে কাজে লাগবে মনে হচ্ছে.... :-< :-<

লাস্টের পিজিয়ন হাতে কবির পিক টা কি সুন্দর!!ইশ..!!!!!!!

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

একজন আরমান বলেছেন:
বিসিএস ! B:-) B:-) B:-) /:) /:) /:)

২৮| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর পোস্ট।
ভালোলাগা রখে গেলাম।


প্রিয়তে....

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শোভন ভাই।

২৯| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর পোষ্ট আরমান। :)


আপনার এখন অভিব্যক্তি কেমন? কেমন আছেন?

:( ? /:) ? :) ?

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

একজন আরমান বলেছেন:
হা হা।
এখন আমি :|

আপনি কেমন আছেন?

৩০| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

মামুণ বলেছেন: ভালোলাগা রখে গেলাম।


প্রিয়তে....

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

একজন আরমান বলেছেন:
হা হা
শোভন ভাইয়েরটা কপি !

৩১| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

বটবৃক্ষ~ বলেছেন: বিসিএস ফরম ফিলাপ করলাম আব্বুর ঠেলাঠেলিতে..!!!বেকার মেয়েছেলে আজকাল কেউ ডেখতে পারেনা বুঝলেন......

এই দুঃখ আমি কোথায় থোবো!!!!কন!!!!!! :(( :(( /:) /:)

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১২

একজন আরমান বলেছেন:
আপনাদের মতো এতো জ্ঞানী হইতে পারি নাই।

কোন মতে টাইনা টুইনা বিবিএ পাশ করলাম।
এখন চামে চিকনে এমবিএ টা শেষ করতে পারলেই জাতির মুক্তি মিলিবে !

আর যাই হোক অন্তত মাইয়ার বাপ কইতে পারবে -
নাহ পোলায় কম বেশি সিক্কিত ! :P :P :P

৩২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

শত কোটি স্যালুট বেগম সুফিয়া কামাল।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

একজন আরমান বলেছেন:
শত কোটি স্যালুট বেগম সুফিয়া কামাল।

৩৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৪

বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন:
আপনাদের মতো এতো জ্ঞানী হইতে পারি নাই!!

খুচা মারিলেন মনে হইলো!! /:) /:) :-<

খুব খেয়াল কইরা কিনতু!!

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

একজন আরমান বলেছেন:
আমি খোঁচা খুঁচি ভালা পাই না।
এমুন কি ফেবুতেও কাউরে পোকাই না।

সিধা মনেই কইছি।
আমি সাধা সিধা মুক্কু সুক্কু মানুষ।
কথার মারপ্যাঁচ দেওয়া তো আপনাদের মতো শিক্ষিত সমাজের কাজ। :| :| :|

৩৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

ফালতু বালক বলেছেন: পোস্টে +++++++


আরমান ভাই, আপনারে একটা কবিতা উতসর্গ করছি, দেইখ্যা আসেন ;)

[গোস্তাকি মাফ করবেন ;) ]

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আসতেছি।
পিসি টা নিয়া একটু প্যারায় আছি। :(

৩৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩

শ্রাবণ জল বলেছেন: আগের চে ভাল আছি,আরমান।
আপনিও ভাল থাকুন।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৪

একজন আরমান বলেছেন:
ও আচ্ছা।

৩৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
একটু কল দাও

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

একজন আরমান বলেছেন:
ওকে।
ফেবু ইনবক্স চেক কইরেন।

৩৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৪

বনলতা মুনিয়া বলেছেন: হে মহীয়শি তুমি অমর.......



পোস্ট সরাসরি প্রিয়তে :)

+++++++

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৪

একজন আরমান বলেছেন:
হে মহীয়শি তুমি অমর.......

কেমন আছিস?

৩৮| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৬

আশিক মাসুম বলেছেন: অসাধারন পোষ্ট, ধন্যবাদ পোষ্ট এর জন্য।

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই।
অনেক দিন দেখা নাই আপনাদের সাথে। :(

৩৯| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১২

আশিক মাসুম বলেছেন: চলে আসেন কালকে বনানিতে।

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

একজন আরমান বলেছেন:
কালকে হরতাল।
আম্মু বলছে বাসা থেকে বের হবি না। :P :P :P

৪০| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৬

বাঘ মামা বলেছেন: হুম আরমান ভাই অসাধারণ !!!!!!!!!!!

সবসময় সেরা কিছুর জন্য আপনিই সেরা হয়ে থাকুন

শুভ কামনা সব সময়

০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২০

একজন আরমান বলেছেন:
সাথে থাকুন আর বড় হিসেবে দিক নির্দেশনা দিয়ে যান।

আশা করছি ভালো কিছু দিতে পারবো।

অশেষ কৃতজ্ঞতা উৎসাহ প্রদানে।

ভালো থাকুন সর্বদা।

৪১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

মশামামা বলেছেন: খায়ালচে!!!!!

শায়মা বুড়ি আমার ফারামনিরে খায়ালচে!!!!

হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????

সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

একজন আরমান বলেছেন:
আপনি কার মাল্টি?

৪২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২০

জেমস বন্ড বলেছেন: শ্রদ্ধেয় সামুর মডারেটর গণ -

মশা দেখি এখানে ওখানে লেদাচ্ছে , এখন যদি এই ব্লগের "জানা" আফারে নিয়া লেদাইতো তাইলে তো ঠিকই মডুগন ব্যান কইরা দিতো । যেহেতু বেবস্তা নিচ্ছে না তা হলে কি ধরে নেবো মডারেটরগন দের সু দৃষ্টির ছায়ায় মশা মিয়া এরাম করছে ?

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

একজন আরমান বলেছেন:
এইডা কার মাল্টি?
মাইনসের চুলকানি নিজের গায়ে লাগায় কেন?

৪৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

ইনকগনিটো বলেছেন: বরিশালের গর্ব। আরও একবার গর্বিত হলাম।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৮

একজন আরমান বলেছেন:
শুধু বরিশালের গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব।।

৪৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

আমি বাঁধনহারা বলেছেন:

সুফিয়া কামাল আমার একজন প্রিয় মহিলা কবি।ভালো লাগলো।শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৪৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: আমাদের দেশের অহংকার ।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
হুম।
আসলেই।

৪৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক দিন পরে আসল নিকে লগইন করতে পারছি । নেট স্লো থাকায় লগইন হইতাছিলো না ।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
ওহ এই জন্যই শুধু মাল্টিতে দেখছি এতো দিন !

বাংলালায়নের কানেকশন দিছে আজকে?

৪৭| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

আরমিন বলেছেন: ভালো লাগলো ।

০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৪৮| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

ইখতামিন বলেছেন:
১৪তম ভালো লাগা.

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

৪৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো উদ্যোগ। নিজ নিজ জেলার বিখ্যাত মানুষগুলোর কথা আসলে প্রত্যকেরই বলা উচিত। ভাল লাগল।

১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকে আজকাল এদিকে কম দেখা যায়। বোধ করি আপনার কাল্পনিক ভালোবাসার বাস্তবিক প্রয়োগের কারণেই এতো ব্যাস্ততা ! ;) ;) ;)

৫০| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৭

সায়েদা সোহেলী বলেছেন: + + + অনেক ভালো একটা পোস্ট
প্রিয় তে রেখে দিলাম

ভালো থেকো

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৫১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

না পারভীন বলেছেন: ১৬ তম ভাল লাগা ও প্রিয়তে । ছবিগুলো খুব ভাল লেগেছে ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:০০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
আমার বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে লেখার ইচ্ছে ছিল অনেকদিন আগে থেকেই। আর শুরু যখন করলাম তখন নিজের এলাকা দিয়েই শুরু করলাম। :)

৫২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক সুন্দর করে লিখেছেন । পড়তে ভাল লাগল । কবি কামিনী রায়ের ও জন্ম বরিশাল।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
আমি বরিশালের সব বিখ্যাত ব্যাক্তিদের নিয়েই লিখবো আশা করছি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.