নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো আমায়...

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০





হে জন্মদাত্রী মাতা,

ক্ষমা করো আমায়।

তুমি যেমনটি চেয়েছিলে-

আমি তেমনটি হতে পারি নি !



হতে পারিনি আমি-

তোমার বাধ্য সন্তান।



হে জন্মদাতা পিতা,

ক্ষমা করো আমায়।

তুমি যেমনটি চেয়েছিলে-

আমি তেমনটি হতে পারিনি !



হতে পারি নি আমি-

তোমার সরল হৃদয় সম্পন্ন সন্তান !



আমি হতে পারিনি,

একজন ভালো ছাত্র।

হতে পারিনি-

একজন ভালো ছেলে।



ক্ষমা করো আমায়,

আমি পূর্ণ করতে পারি নি-

তোমাদের আশা।



আমি ব্যার্থ !

একজন ব্যার্থ সন্তান !

তাই আমি ক্ষমা চাইছি,

ক্ষমা করো আমায়।



- একজন আরমান

০৯/০৩/২০১৩

রাত ১২:০১:২৯





উৎসর্গঃ

মা ও বাবা'কে





২৩ টি শীতের সমাপ্তি কিংবা ২৪ টি বসন্তের শুরু...





ব্লগিয় ভালোবাসা...



ব্লগিয় ভালোবাসা - ২



ব্লগিয় ভালোবাসা - ৩

মন্তব্য ১৬৩ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৬৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

আশিক মাসুম বলেছেন: +++ দেওয়াই যায়।


:P :P

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

একজন আরমান বলেছেন:
তাই নাকি? :P

২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯

স্বপনবাজ বলেছেন: ক্ষমা করো আমায়,
আমি পূর্ণ করতে পারি নি-
তোমাদের আশা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

একজন আরমান বলেছেন:
ক্ষমা করো আমায়... :(

কেমন আছেন ভাই?
অনেক দিন দেখা সাক্ষাত নাই।

৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২২

এম হুসাইন বলেছেন: ৩য় ভাললাগা আরমান ভাই।

শুভকামনা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই। :)

৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

আমিনুর রহমান বলেছেন: কবিতায় +++


শুভ জন্মদিন :) :) :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৬

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :)

আর অভিনন্দন প্রথম ওয়েল উইশার হওয়ার জন্য :P

৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

সালমাহ্যাপী বলেছেন: কবিতায় ভালো লাগা সাথে জন্মদিনের শুভেচ্ছা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু। :)

কেমন আছেন?

৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০

স্বপনবাজ বলেছেন: হুম আসলেই অনেক দিন সাক্ষাত নাই ! আসেন এই দিকে একদিন , ফোন দিয়েন !

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
ওকে।
বের হলে কল দিবো। :)

৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২

শান্তা273 বলেছেন: কবিতায় ভালোলাগা রইল।

শুভ জন্মদিন।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: মনের কথা কইছেন.।
পেলাচ দিছি

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

তারছেড়া লিমন বলেছেন: HAPPY LANDING DAY......শুভ পয়দা দিবস..জন্মদিনের শুভেচ্ছা। :)হ্যাঁফি বার্ডে !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

একজন আরমান বলেছেন:
ওরে ওরে ... লিমন ভাই ধইন্না লন ৫ কেজি :)

১০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

তারছেড়া লিমন বলেছেন: ও বলতে ভুলে গেছিলাম কবিতা ভালো হয়েছে +++++++++++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন:
হা হা

ধন্যবাদ লিমন ভাই। :)

১১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

জাওয়াদ তাহমিদ বলেছেন: শুভ জন্মদিন আরমান ভাই। :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

ভবঘুরে তৌহিদ বলেছেন: খুব সুন্দর হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

একজন নিশাচর বলেছেন: শুভ জন্মদিন আরমান।

ইনশাল্লাহ আগামী দিন গুলোতে তুমি বাব-মায়ের সব চাওয়া পুর্ন করতে পারবে।

শুভ কামনা রইল আগামীর জন্যে।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।

আজকে কল দিয়েছিলাম আপনাকে। :(

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কবিতায় ++++++++++++++++++

~~~~~~~~~~~~হেপি বাড্ডে~~~~~~~~~~

এই লন গিফ্‌ট

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

একজন আরমান বলেছেন:
হে হে।

ধইন্না ধইন্না মূর্খ ভাই। :)

১৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভ জন্ম দিবস আরমান। কবিতা সেরাম হইছে।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৭

একজন আরমান বলেছেন:
ভাই আমি তো আপনাকে আগেই বলেছি যে কোন প্লট নিয়ে গল্প লিখা যায়, কিন্তু আমি কোন প্লট নিয়ে কবিতা লিখতে পারি না।

রাতে বাসায় আসার সময় মনে হল মা-বাবা'র জন্য আসলে কিছুই করতে পারি নাই এখনও। তাই অন্তত আমার অপারগতাটুকু স্বীকার করি !

১৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

শুভ জন্মদিন।

অনেক অনেক শুভ কামনা ও আশীর্বাদ রেখে গেলাম।
ভালো থাকা হোক নিরন্তর ।




কবিতায় ভালোলাগা।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

একজন আরমান বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা ও অনেক অনেক ধন্যবাদ শোভন ভাই। :)

১৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:০৯

ঘুড্ডির পাইলট বলেছেন:
আরু কারু কাছে মাপ টাপ চাইতে হবে না !

জন্মদিনের শুবেচ্ছা, এবাবে প্রতিটা দিন কাটুক ব্যাস্ততায় !

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

একজন আরমান বলেছেন:
ভাই এইডা কি করচেন আপনে?

আমার আন চেঞ্চরড নাদান মার্কা ফডুডা এইরাম পাবলিক প্লেচে প্লেচ কইরা দিলেন? B:-) B:-) /:) /:) /:)

১৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

তানিয়া হাসান খান বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া ।
কবিতায় সুপার লাইক...... +++++++++++++++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু। :)

১৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ওরে ঘু_পা লেপের তলে যেদিন আরমানের লুঙ্গি হারায়া গেছিলো এইডা কি সেই ফটুক টা না :!> :!> B-)) B-)) B-))

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

একজন আরমান বলেছেন:
মিত্তা কতার তেব্র পরতিবাদ জানাচ্চি।

আমার লুঙ্গি কখনো হারায় না।

২০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এ কী!!!!!!!!!!!!!!!! ঘু_পা আর কান্ডারী মিল্যা আরমান ভাই'র লগে কি শুরু করছে।



১৯ নাম্বার কমেন্টের ফডু চাই। :P :P :P

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৯

একজন আরমান বলেছেন:
মিত্তা কতার তেব্র পরতিবাদ জানাচ্চি।

২১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন !:#P

অনেক শুভ কামনা

কবিতায় +++

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩২

শাকিল ১৭০৫ বলেছেন:

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

২৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



@ জনৈক গণ্ডমূর্খ

এই দেহেন ভাই আরমানের হারান লুঙ্গি পিন্দা কেডায় নাচে ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

একজন আরমান বলেছেন:
আমার লুঙ্গির কালার এতো খ্যাত না। /:) :-P :-P
আমার সব লুঙ্গি ই ব্ল্যাক আর না হলে চকোলেট কালারের। B-) B-) B-)

তয় পোলায় নাচটা কিন্তু সেরাম দিছে -
ওপা গ্যাংনাম স্ট্যাইল... B-)) B-)) B-))

২৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

মাক্স বলেছেন: টাচিঁ!!!
ভালোলাগা জানিয়ে গেলাম লিখায়।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

অনীনদিতা বলেছেন: শুভ জন্ম দিন গুরু:)
পার্টি কই;)

এইটা আপনি খাওয়াবেন;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

একজন আরমান বলেছেন:
পার্টি !

বেকার মানুষের আর জীবন !
তার আবার পার্টি !!

হুহ... :| :| :|

২৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

বনলতা মুনিয়া বলেছেন: :) :) :) :) :)


ভালো লাগা

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন আরমান।

কবিতা তুমি আরো ভালো লিখ বলেই আমি জানি। :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এটি একটি আউলা ঝাউলা পরিবেশনা।

আশা করি বুঝতে পেরেছেন। :)

২৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০২

সেলিম আনোয়ার বলেছেন: valo laglo...valo howar sujug koi?akhon afsus koro

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:০৬

একজন আরমান বলেছেন:
:( :( :(

২৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১০

বনলতা মুনিয়া বলেছেন: শুভ জন্মদিন টিং টিঙা টিং টিং :P :P :P :P















:-B :-B :-B :-B :-B :-B :-B

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১২

একজন আরমান বলেছেন:
হে হে।
অনেক ধন্যবাদ আপু।

তোর গানের গলা কিন্তু অনেক সুন্দর। :)

৩০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৩

বোকামন বলেছেন:








আপনার প্রতিটি দিন হোক সুন্দর সহজ পবিত্র..
এই কামনায় শুভ জন্মদিন

এবং আপনার মা-বাবাকে সালাম.... যাদের কল্যানে আপনাকে আমরা পেলাম

ধন্যবাদ

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।

৩১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

বাংলার হাসান বলেছেন: ++++++++++++++++

শুভ জন্মদিন

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

৩২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২০

বনলতা মুনিয়া বলেছেন: থ্যাংকু থ্যাংকু :!> :!> :#> :#> :#>





নে বোনাস হিসেবে আরেকটা কেক দিলাম ;) ;) ;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩

একজন আরমান বলেছেন:
হে হে।

পারপেল কালার আমার পছন্দের :!> :!> :#>

৩৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২২

এরিস বলেছেন: তুমি ব্যর্থ নও...
ব্যর্থতার জন্যে ক্ষমা চেয়েছ বলেই তুমি জয়ী ..

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

একজন আরমান বলেছেন:
কি জানি !
সব সময় একটা ধাঁধাঁর মাঝে থাকি !

পাঠে কৃতজ্ঞতা ভাই।

৩৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩

সেলিম আনোয়ার বলেছেন: happy birthday akjon arman.....suvokamona

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৩৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫

এরিস বলেছেন: আমি ভাই না রে ভাই, আমি আপনার বোন...

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
ওহ !
দুঃখিত আপু।
আপনার সাথে আমার তেমন পরিচয় নেই।
তবে আপনার কয়েকটা কবিতা মে বি আমি পড়েছিলাম। :)

৩৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩

এরিস বলেছেন: এই জীবনে একটাই কবিতা লিখেছি ভাই। আপনি মনে হয় ভবিষ্যতে চলে গ্যাছেন। সেখান থেকেই বাকিগুলো পড়েছেন। :)
আমি কবিতা ভালবাসি। তাই অযথা দখল খাটাতে চাই না।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৮

একজন আরমান বলেছেন:
হা হা।

আমি পড়েছি এটা শিওর।
তবে আমার মেমরি খুবই দুর্বল। তাই হয়তো ভুল হয়েছে।
পড়েছি এটা শিওর হলাম কারণ আমার মনে আছে আপনার এই চেহারা !

কবিতা আমিও ভালোবাসি।
আমি লিখার চেস্টা করি।
তবে দখলের প্রশ্ন আসে না।
কারণ একজনের জায়গা আরেকজন দহল করতে পারে না। হয় তার পেছনে থাকে নয় তার সামনে এগিয়ে যায় ! :)

৩৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৮

এরিস বলেছেন: আমার চেহারা মনে রেখেছেন... খুব ভালো লালো.।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৯

একজন আরমান বলেছেন:
হা হা।
আপনার চেহারা একটু ভৌতিক কিনা তাই ! :P

৩৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৬

বনলতা মুনিয়া বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৯

একজন আরমান বলেছেন:
:P :P =p~ =p~ :-P :-P ;) ;)

৩৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালই চালাইয়া যাও কিন্তু খেয়াল কইরা ;) ;) ;)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:১৭

একজন আরমান বলেছেন:
কি চালায়া যামু? B:-) B:-) B:-)

৪০| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আরে তুমার না বিয়া সেটাই কইলাম আর কি :P

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩২

একজন আরমান বলেছেন:
ধুরও মিয়া বিয়ার তো ম্যালা দেরি !
এখনও বেকার ! :| :| :|

৪১| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



শুনলাম মুনিয়া তুমার জন্য একটা পাত্রি দেখছে ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

একজন আরমান বলেছেন:
কি কন এইসব? B:-) B:-) B:-)

৪২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন:

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

কেমন আছেন?
দেখাই পাওয়া যায় না আজকাল আপনার।

৪৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও একটা দেখছি এই দেখ

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

একজন আরমান বলেছেন:
আপনার চয়েজ এই !
আপনিই বলেন আপনার ছোট ভাইর সাথে এই রকম কিছু মানাবে ! /:) /:) /:)

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০০

একজন আরমান বলেছেন:


এরকম টা কিন্তু মন্দ না !

৪৪| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

তুমার না ফর্সা বউ পছন্দ না তাইলে আর আমি কি করতে পারি B-)) B-)) B-))

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৪

একজন আরমান বলেছেন:
সেই জইন্নে আফ্রিকান !!!

৪৫| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

আঃ বাকি অংশ ছবির গেলো কই B:-)

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৪

একজন আরমান বলেছেন:
সব দেখান যাইবে না।
আন সেন্সরড ! :P

৪৬| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১১

কান্ডারি অথর্ব বলেছেন:
আন সেন্সরড ! হলেত দেখান যেতে পারে । B:-)

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৪

একজন আরমান বলেছেন:
উহু।
আর যে নাই তারে দেখাইয়াই বা লাভ কি?

৪৭| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


থাইক পাবলিক পেলেচে দেখানর দরকার নাই।

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৪

একজন আরমান বলেছেন:
নাহ।
আপনে বড় ভাই মানুষ দেখতে যখন চাইছেন দেখাইয়াই দেই এক ঝলক -


;) ;) ;) ;) ;)

৪৮| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা কি দিলারে ভাই পুরা বিমূর্ত

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬

একজন আরমান বলেছেন:
ভাই এইটা আধ্যাত্মিক একখান ছবি !
এডিট কইরা আমার ফেবু কাভার পেজে দিছিলাম।
ভালো কইরা লক্ষ করলেই একজন মানুষের চেহারার অবয়ব বুঝতে পারবেন ! :)

৪৯| ০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
থাইক মাথা কেমুন জানি করতাছে যাই ঘুমাইতে যাই ।

০৯ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪২

একজন আরমান বলেছেন:
আমারও কেমুন জানি করতাছে।
আমিও গেলাম। বাইচা থাকলে সকালে আবার কথা হইবে।

শুভ রাত্রি। :)

৫০| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থ ডে, আরমান। আজকে আমার বাবারও জন্মদিন।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ স্বর্ণা।

ওয়াও নাইস।
আমার বাবার জন্মদিন ৭ মার্চ ! :)

৫১| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৯

সিয়ন খান বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। :) :)
কবিতায় +++

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই। :)

৫২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

রাইসুল নয়ন বলেছেন: শুভ জন্মদিন ।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নয়ন ভাই।

ঢাকা আসছেন?

৫৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক অনেক শুভ কামনা আপনার জন্মদিনে আরমান ভাই। কতিায় প্লাস।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ।
আজ দাওয়াত না খেয়ে আপনি কোথাও যাবেন না। :P

শুধু আপনাকেই দাওয়াত দিলাম। :)

কারণ আপনি আসতে পারবেন না। ;) ;) ;)

৫৪| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

আমিভূত বলেছেন: হ্যাপি জন্মদিন ভ্রাতা :)
আসলেই কি আজকে আপনার জন্মদিন ?
আল্লাহ্‌ আপানাকে উত্তম সন্তান হবার তৌফিক দিন :)
শুভ কামনা ।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ আপু।
আমার যেদিন জন্ম হয় সেইদিনের কাহিনি আমার মনে নেই।
তবে মা-বাবা, আর আত্মীয়-স্বজনরা তো বলে আজকেই আমার জন্মদিন !

কিছু জিনিসে যুক্তি খাটে না, শুধু বিশ্বাস করতে হয়। সেই বিশ্বাস থেকে মনে হচ্ছে আজ আমার জন্মদিন। :)

৫৫| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: কবিতায় +++সহ শুভ জন্মদিন ।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫৬| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫২

s r jony বলেছেন: আরে আমি তো জানতামই না,
যাইহোক, হ্যাপি বার্থডে।


ইয়ে মানে ফ্রিজে বাসি কেকের টুকরা কি আছে???

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
হে হে।
ধন্যবাদ জনি ভাই।

কেক কিসের জন্য?

৫৭| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

আবু সালেহ বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা....ভালো থাকুন..... !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

একজন আরমান বলেছেন:
কি ব্যাপার সালেহ ভাই এতো দিন পর !
বিয়ে করে কি আমাদের ভুলে গেছেন নাকি?

সামুতে আগমন নেই বললেই চলে ! :(

৫৮| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

shfikul বলেছেন: শুভ জন্মদিন একজন আরমান,কবিতায় ভালো লাগা কিন্তু হতাশা ভালো লাগেনি।ধৈর্য ধরুন সময় সব ঠিক করে দেয়।

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শফিক ভাই। আসলে সময়টা আমার সঙ্গে নেই। তাই এতো হতাশা !

৫৯| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: শুভ জন্মদিন ব্রো :)

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ নাদিম ভাই। :)

৬০| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: khoma peyechhen to naki?

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

একজন আরমান বলেছেন:
জানি না !

৬১| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪

শীলা শিপা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা....

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

৬২| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

ইখতামিন বলেছেন:
শুভ জন্মদিন আরমান ভাই.
+++++++++

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৬৩| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

ইখতামিন বলেছেন:
আরমান ভাই কে অনেক অনেক শুভেচ্ছা.
জীবন সফল এবং মঙ্গলময় হোক।
এই কামনা করি।



ব্লগ মেয়র সত্যায়িত ফটোকপি ;) ;) :P :)

০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

একজন আরমান বলেছেন:
শেষের কথার অর্থ বুঝলাম না। /:) /:) /:)

৬৪| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

না পারভীন বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা । আজ এই বিশেষ দিনে আমার ক্ষুদ্র ব্লগে আপনার শুভাগমনে আমি আনন্দিত । ফুলের মত সুরভিত হোক পথচলা ।

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

৬৫| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

জাকারিয়া মুবিন বলেছেন:
মা বাবা কে নিয়ে চমৎকার কাব্য............

০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই। :)

৬৬| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: শুভ পয়দা দিবস :)

০৯ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ কায়রো ভাই। :)

৬৭| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

ফারজানা শিরিন বলেছেন: কিন্তু আসলে তাঁরা ভাগ্যবান । নিজের দোষ স্বীকার করতে পারে এমন একজন সন্তান পেয়েছেন ।

ভাইয়া আল্লাহ্‌ আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে সহায় হন ।
শুভ পৃথিবীতে আগমনের দিবস ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

নিজের দোষ স্বীকার তো করেছি, কিন্তু তারা আমার এই কবিতা কখনো পড়বে না। আর আমিও তাদের আমার কবিতাও দেখাবো না আর এই কথা বলতেও পারবো না !

৬৮| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৭

নিমচাঁদ বলেছেন: ছোট বান্দর যেমন মায়ের কোলে লটকাইয়া থাকে , জীবনে যতোটা পারবেন , বাবা মা রে জড়াইয়া এই রকম লটকাইয়া থাকবেন ।৪২ বছর বয়সে ও আমি এই রকম লটকাইয়া থাকি , নেভার মাইন্ড।পোলাপাইনের উপর বাপমায়ের অনেক আশা থাকে , সব সন্তান এইটা ফিলাপ করতে প[রেনা , অনেকেই পারে, কিন্তু তাই বলে কোন বাপ মায়ের কাছে এইটা অপরাধ না , কোন আশা ভঙ্গের কারণ না । বাট , তারপর ও আপনি কিছুটা অপরাধভোগ করতেছেন , এইটা আমার চোখে বাধ্য সন্তানের লক্ষণ ।

i'm preety sure , this types of kids is always welcomed & praised by every parents .
খারাপ সময় সব সময় থাকে না , রাইতের পর রাইত কিন্ত আসে না , সকালের সূর্য উঠে ।
চীয়ার আপ ম্যান ।

০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
চেস্টা করবো আপনার কথা মনে রাখার।

খারাপ সময় আসলে পাড় করা খুবই কঠিন !

আপনার সম্পর্কে আগেই জেনেছি। আজ পরিচিত হয়ে ভালো লাগলো। :)

৬৯| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর কবিতা।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আরমান।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আলাউদ্দিন ভাই। :)

৭০| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

মামুন রশিদ বলেছেন: আরমানের জন্মদিন মিসাইছি । কিন্তু কেক মিসাইতে চাইনা ।


অনেক অনেক শুভেচ্ছা ব্রো..

কাছে পেলে এই কেক আমিই খাওয়াবো :)

১০ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
এ বছরের টা মিস হল।
আগামি বছরের টা মিস হবে না আশা করছি।
কারণ ততো দিনে একটা চাকরি ইনশাআল্লাহ্‌ পেয়ে যাবো। :)

৭১| ১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

আরমান তুমি কি ভাল আছ ভাই ?

১০ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

একজন আরমান বলেছেন:
কেন ভাই? হঠাৎ এই কথা কেন?

৭২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

ফারজানা শিরিন বলেছেন: আব্বু আম্মুদের কখনই কিছু বলতে হয়না । আর নিজে জানতে পারাটা সবচেয়ে বড় জানা ।

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯

একজন আরমান বলেছেন:
নিজে জেনে লাভটা কি? :(

৭৩| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮

শ্রাবণ জল বলেছেন: দেরি হয়ে গেল।তবু জন্মদিনের শুভেচ্ছা।

নিজেকে নিয়ে হতাশ হবেন না কখনো, আরমান।

কিছু হতে পারেন নি, এমনটা ভেবে নিজেকে ছোট করবেন না।
আপনি যা, তা-ই অনেক বেশি কিছু।

ভাল থাকুন।

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

আমি চেস্টা করি, কিন্তু বাস্তবতা আমাকে ছোট করে দেয় !

৭৪| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯

শোশমিতা বলেছেন: দেরি হয়ে গেল মনে হয় :( তবু জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া !:#P !:#P !:#P কবে ছিলো ভাইয়ার জন্মদিন? কেমন আছো ?

১০ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫১

একজন আরমান বলেছেন:
ব্যাপার না আপু।
আমি আছি আলহামদুলিল্লাহ।

আমার জন্মদিন ৯ মার্চ।

আপনি কেমন আছেন আপু?
ব্লগে দেখি না খুব একটা।

৭৫| ১০ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

শাহজাহান মুনির বলেছেন:
হে জন্মদাত্রী মাতা,
হে জন্মদাতা পিতা,
ক্ষমা করো আমায়।



ভালো লাগল..+++++

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ মুনির ভাই। :)

৭৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪২

বাগসবানি বলেছেন: পাপা কেহতে হ্যয় বাড়া নাম কারেগা ...
ব্যটা হামারা এয়সা কাম কারেগা ...

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯

একজন আরমান বলেছেন:
মাগার ক্যায়সে?

৭৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

আলম িসিিদ্দকী বলেছেন: Vai ra apni to kobitai amar monar kotha bollen.
Onak valo laglo.
R bashi janmodinar suvvasha.

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

একজন আরমান বলেছেন:
ভাই অনেকের মনেই একই কথা থাকে হয়তো !
কেউ তা প্রকাশ করে, আর কেউ করে না !

অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

৭৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

বটবৃক্ষ~ বলেছেন: প্রিয় আদরের পুতু পুতু ভাই!!!!
কেমন আছেন!!???? =p~ =p~ =p~ :#) :#)

ভালোতো??? ;)
সরি আম লেইট...দুইদিন জালের বাইরে(নেট বিচ্ছি্ন্ন) ছিলাম!!! :)

শুভেচ্ছা~~~

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
দেরিতে হলেও ধন্যবাদ। :)

হ্যাঁ আপনারা একেকজন আমাকে এক একটা ট্যাগ দিয়ে যাচ্ছেন। খারাপ না। ট্যাগ খেতে খারাপ লাগছে না।
নাইট ওয়াকার
পুতুপুতু ভাইয়া
সুইট কিউট ভাইয়া.....ব্লা ব্লা ব্লা... ;) ;) ;)

৭৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

আমি ইহতিব বলেছেন: আরমান কি বিপদে যে আমি ছিলাম মার্চ এর ২ থেকে ১০ তারিখ পর্যন্ত, ঐ সময়ে ব্লগে আসা হয়নি, তবে ব্লগের কাউকে আমার বিপদের ঘটনা শেয়ার করতে ইচ্ছে করছিলো, প্রথমেই তোমার কথা মনে হচ্ছিলো কেন যেন, তারপর জাদীদ ভাই আমিনুর ভাই শিপু ভাই আরো অনেকের কথা মনে হয়েছিলো, কিন্তু পরে আর কাউকেই জানাইনি।

তাই দেরিতে হলেও শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের। অনেক অনেক ভালো থাকো এই দোয়া করি।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

একজন আরমান বলেছেন:
ওহ। ব্লগের বাইরেই বলতে পারতেন।
এখন কেমন আছেন আপু?
পিচ্চি কেমন আছেন?

৮০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

তাসজিদ বলেছেন: I live in the darkness of failure.

where no light is available.

অন্ধকার ঘনিয়ে আসছে...........................

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

একজন আরমান বলেছেন:
সত্যিই অন্ধকার ঘনিয়ে আসছে.....

৮১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৮

মর্তুজা হাসান সৈকত বলেছেন: বাহ ! চমৎকার লিখেছেনতো ভাই ।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.