নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

মোবাইল ফটোগ্রাফি - ৮ (এলোমেলো )

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮



নিজের সাথে রাগ করে ভেবেছিলাম যে আর কোন ফটোব্লগ দিবো না।

এমনকি ছবি তোলাও ছেড়ে দিয়েছি। কিন্তু অনেকের ফটোব্লগ দেখে নিজের পুরনো ইচ্ছেটা আবার জেগে উঠলো। তবে এবার বিষয় ভিত্তিক ছবি দিবো না। যেহেতু এখন আর কোন ছবিই তুলি না। তাই আগের কিছু তোলা এলোমেলো ছবি শেয়ার করছি।



০১. তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে আমি ডুবতে রাজি আছিঃ





০২. জীবনটা হল কচু পাতার উপর পানির মতোঃ





০৩. কোন এক সকালে চিরচেনা বুড়িগঙ্গাঃ





০৪. বিবর্ণ বর্ণিল গোধূলিলগ্নঃ





০৫. নিঝুম রাত...





০৬. সোনালি সূর্য আর সোনালি আঁশ মিলে দারুন এক সৃষ্টিঃ





০৭. কর্মব্যাস্ত জীবনঃ





বোনাস ছবিঃ



** দহন...







পুরনো কিছু ফটোব্লগঃ

মন্তব্য ১২৪ টি রেটিং +২৮/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: ১ম টা বেশি ভাল্লাগছে+

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪

একজন আরমান বলেছেন:
ওইটা সেইন্ট মারটিন্সে বসে তুলছিলাম। :)

এতদিন পর ছোট ভাইয়ের কথা মনে পড়লো? /:) /:) /:)

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫

শান্তা273 বলেছেন: সুন্দর!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩১

জাকারিয়া মুবিন বলেছেন: ১ আর ৭, অদ্ভুত সুন্দর। :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৬

একজন আরমান বলেছেন:
সমুদ্র তো ভালো লাগবেই !

আমার কাছেও এই দুইটা বেশি ভালো লেগেছে। তবে বোনাস ছবিটাও আমার অনেক পছন্দের।

ভাই একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করি।
হানিমুনে কই গেছিলেন? :!> :#> ;)
আমার আবার সেইন্ট মারটিন্স যাবার ইচ্ছা কি না ! :P :P :P

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২

জানতে চায় বলেছেন: ভালো লাগলো ....... :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০

ফারজানা শিরিন বলেছেন: 2nd টা কি বুঝে শুনে তোলা ???

লাস্টের টা কি এডিট ছাড়া ???

আমি ছবি তুলবো !!!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

একজন আরমান বলেছেন:
জি।
এ রকম পাগল মার্কা ছবি আর কে তুলবে বলুন?
কচু পাতার উপর পানি নিয়ে একটা কবিতা লিখেছিলাম। আর তারপর আরও কিছু কবিতা লেখার ইচ্ছে হয়েছিল এই টপিকে। তো যেই কচু পাতাকে নিয়ে এতো কিছু তার একটা ছবি না তুললে কী হয়? :)

জি না। বর্ডার আছে আর আমার সাইন আছে। তবে বড় কোন এডিট নেই। :)

৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫১

মাক্স বলেছেন: ভালো লাগলো!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাক্স ভাই। :)

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৪

আশিক মাসুম বলেছেন:
** দহন...

কি দহন মনে যানে ঈশ্বর
কি আগুনে পোড়ে প্রাণ,
জানলো না কেউ কবু
সুখ গুলু অসমান।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

একজন আরমান বলেছেন:
দারুন।

ভাই এই মাসে কবিতা লিখবেন বলেছিলেন। লিখবেন তো?

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: পাটের ছবিটা অনেক সুন্দর । :) ++

ওই ব্রিজে পা ঝুলিয়ে বসে থাকতে খুব মজা হবে। :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

একজন আরমান বলেছেন:
৪ নাম্বারের ব্রিজটা আরও সুন্দর। ওখানে বসতে আরও মজা হবে। :)

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫

বটবৃক্ষ~ বলেছেন: +++
১,৪ বেস্ট
৬ আর ৭ এ গ্রামের ঘ্রান পেলাম....মেলাদিন যাইনা....:)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৩

একজন আরমান বলেছেন:
১ নাম্বার টা সেইন্টমারটিন্স
৪ নাম্বার টা গৌরনদী- বরিশাল হাইওয়ে তে শিকারপুর ব্রিজের উপর থেকে তোলা। :)

আপনাকে না বলেই একটা ছবি উৎসর্গ করেছি। বলতে পারেন কোনটা? :)

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৭

স্বপনবাজ বলেছেন: ফডুগ্রাফার একজন আরমান ! সিবিতে লাগাইয়া নিয়েন ভাই ! !:#P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

একজন আরমান বলেছেন:
তাইলে কি আমার চাকরি হপে বাই? :|| :|| :||

১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১

পেন্সিল চোর বলেছেন: ভালো লাগা নাম্বার ৮।
পেন্সিল চোরের পক্ষ থেকে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০০

বনলতা মুনিয়া বলেছেন: ঐ আমার কয়টা ফুডুক তুইল্লা দিস। কয়েক মাস পর হেয়ারস্টাইল চেঞ্জ করমু B-) B-) B-)

:P :P :P :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪

একজন আরমান বলেছেন:
ওই আমি কি ফডুগ্রাফার নাকি? :-/ :-/ :-/

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

নীল-দর্পণ বলেছেন: সুন্দর সুন্দর :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

একজন আরমান বলেছেন:
কি সুন্দর?
ছবি নাকি আমি? :P :P :P

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ৭ নংটা সবচেয়ে ভাল লাগসে আরমান ভাইয়া। আরবোনস তো সবসময়ে ভালা পাই! ;)
পেলাস দিয়া গেচি। :D

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

একজন আরমান বলেছেন:
সব বোনাস কিন্তু ভালো না। ;)
একটু খেয়াল কইরা ! ;) ;) ;)

ঠিক আছে?

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪০

নীল-দর্পণ বলেছেন: আপ্নেরে আবার কই পাইলেন... :||
ছবি ছবি ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

একজন আরমান বলেছেন:
কেন উপরে ডান পাশেই তো আছি আমি ! ;) ;) ;)

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

মাহবু১৫৪ বলেছেন: ভাল লেগেছে

++++++

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই :)

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

মোস্তাক খসরু বলেছেন: খুব ভাল লাগলো। যেমন ধর খোলা হাওয়ায়..প্রকৃতই কবিতা।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

একজন আরমান বলেছেন:
বুঝলাম আপনার শেষের লাইন।

ধন্যবাদ তবুও।

১৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: মোবাইলডার নাম কি ?

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

একজন আরমান বলেছেন:
Nokia X3-00

কেন ভাই নাম দিয়া কি করবেন?

১৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

এরিস বলেছেন: খুব সুন্দর ছবি তুলেছেন। :)
কিন্তু কচু পাতার ছবিটা দেখে মাথা ঘুরছে আরমান ভাই।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

একজন আরমান বলেছেন:
আমি যখন ভাবছিলাম যে আমাদের জীবনটা কচু পাতার উপর জলকণার মত তখন আমার মাথা ঘুরছিল। তাই ছবি আপ করার আগে সবার মাথাই একটু ঘুরানোর ব্যাবস্থা করে দিলাম আর কি ! :)

২০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুড্ডির পাইলট বলেছেন: মোবাইলডার নাম কি ?


আমাকে একটা কিনে দিবা

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪

একজন আরমান বলেছেন:
এইটা কোণ কথা কইলেন?
আমি বেকার মানুষ টাকা পামু কই? :|| :|| :||

২১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কচু পাতার ফডু ভালু পাইলাম :)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

একজন আরমান বলেছেন:
ধইন্না লন মূর্খ ভাই ;)

২২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

জাকারিয়া মুবিন বলেছেন: হানিমুনে গ্রামে গেসিলাম।

সেন্টমার্টিন বউয়ের পছন্দ না, বউ ডরায়। ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৭

একজন আরমান বলেছেন:
হা হা

আমার বহু দিনের শখ হানিমুনে সেইন্ট মারটিন্স যামু। :!> :!> :#> :#> ;) ;)

২৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২

অনীনদিতা বলেছেন: ছবি খুবই ভালো হয়েছে:)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

একজন আরমান বলেছেন:
সত্যি নাকি চাপা মারলেন? :(

২৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সবগুলো ছবিই সুন্দর। তবে ২ নংছবিটা খুব চোখে লাগছে!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
ওইটা যাতে সবার চোখে লাগে সে জন্যই ঘোলা করে দিয়েছি। :)

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১

তারছেড়া লিমন বলেছেন: বেসম্ভব সুন্দর।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

একজন আরমান বলেছেন:
এইটার ইংলিশ কন ! ;)

২৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১

তারছেড়া লিমন বলেছেন: রবির এ্যাড দেখতে থাকুন এক সময় পেয়ে যাবেন

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

একজন আরমান বলেছেন:
আমি তো আপনারে জিগাইছি।

আইচ্ছা তাইলে আরেকটা জিগাই-
বলেন সুন্দরী ইংরেজি কি? ;)

২৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭

সানড্যান্স বলেছেন: সুন্দর হইছে!!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

২৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:২২

আশিক মাসুম বলেছেন: দিবরে ভাই কবিতা
কিন্তু পাবলিক কবিতা পড়েনা :)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৩০

একজন আরমান বলেছেন:
পাব্লিকের কথা বাদ দেন। নিজের জন্য লেখেন। আমাদের জন্য লেখেন।
আর পাবলিকরে খাওয়ানের দায়িত্ব আমার আর কান্ডারি ভাইয়ের। যান কথা দিলাম। :)

২৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৪১

বনলতা মুনিয়া বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৪

একজন আরমান বলেছেন:
কিরে তোর আবার কি হইলো?

মাঝ রাইতে বান্দরনির লাহান করোস কেন? B:-) B:-) B:-)

৩০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেকদিন পর, অনেক ভাল লাগল।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ স্বর্ণা।

এখন আর আমি ছবি তুলি না !

৩১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৫

আশিক মাসুম বলেছেন: মজালন মিয়া

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৪

একজন আরমান বলেছেন:
কিরে ভাই সিরিয়াসলি কইলেও বিশ্বাস করেন না ! :-/ :-/ :-/

৩২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:১৯

বাংলার হাসান বলেছেন: ভাল হইছে।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই। :)

৩৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৬

নীল-দর্পণ বলেছেন: কইলেই হইলো /:)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

একজন আরমান বলেছেন:
দেখতে না পাইলে চশমা টা পইড়া দেখেন।
আমি তো সত্যই কইতাছি। :P :P :P

৩৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩১

শ্রাবণ জল বলেছেন: সুন্দর ছবিগুলো।

বোনাস ছবিটা জোস।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

একজন আরমান বলেছেন:
আমার কাছেও ওটা অনেক সুন্দর লেগেছিল।
সেজন্যই বোনাস হিসেবে দিয়েছি। :)

৩৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

শাহজাহান মুনির বলেছেন: সুন্দর হয়েছে।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই। :)

৩৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২১

s r jony বলেছেন:
ভালই তো

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০১

একজন আরমান বলেছেন:
ভালো তো, ভালো না?
খালি দেইখাই কমেন্ট করা যায় ফডু ব্লগে !
ভালো না? :P :P :P

৩৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫

মামুন রশিদ বলেছেন: তোমার খোলা হাওয়া লাগিয়ে পালেটুকরো করে কাচি/ আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি :|


ডুবতে থাকো । ডুবে ডুবে যত খুশি জল খাও । কেউতো বারন করেনি :P

১ চমৎকার, বোনাস ততোধিক ;)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯

একজন আরমান বলেছেন:
হা হা

ধন্যবাদ ভাই।

কিন্তু ডুবে ডুবে খেতে গিয়ে তো এখন ডায়রিয়া হয়ে গেছে ! :(
এখন কি হবে? :( ;)

৩৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

ছবিতে পিলাচ
++++++

পোস্টে মাইনাস -
অল্প ছবি তাই।





:)




১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

আপনি আমার আগের ফটোব্লগগুলো দেখলে বুঝতেন যে ৭ টা ছবি দেয়া আমার স্টাইল ! আর এর সাথে ২/১ টা বোনাস ছবি দেই মাঝে মাঝে। :)

৩৯| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০০

আমিনুর রহমান বলেছেন: অসাধারণ সব ছবি +++

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

একজন আরমান বলেছেন:
আরে ভাইয়া আপনি অসাধারণ বলেছেন !

তার মানে আমার ছবি সত্যিই অনেক সুন্দর হয়েছে। :)

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :)

৪০| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

সিয়ন খান বলেছেন: ভাল হইসেতো :) :)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সিয়ন ভাই। :)

৪১| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১

হাসি .. বলেছেন: ভাল হয়নি,






















































;)

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

আপনাকে তো অনেক কিউট লাগছে ! ;)

৪২| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪

আমি ইহতিব বলেছেন: ১মটা দেখে কক্সবাজার যেতে ইচ্ছে করছে আবার। পাটের ছবিটাও সুন্দর।

ভালো লাগিচ্ছে।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

একজন আরমান বলেছেন:
হা হা।

প্রথমটা সেইন্টমারটিন্সে তোলা।

অনেক দিনপর !
কেমন আছেন আপু?

৪৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

হাসি .. বলেছেন: আমাল তোতা বেলাত থবি :D

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন:
আমাল তাও তিল অনেক দিন। :D

মনে আতে?
হিমু মাল্কা ডেলেস পলা? ;) ;) ;)

৪৪| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০

এম হুসাইন বলেছেন: সুন্দর-------

++++++++++

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

একজন আরমান বলেছেন:
কিরে ভাই - + একবারে দিলেন !
কাহিনি বুঝলাম না। /:) /:) /:)

৪৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

আশিক মাসুম বলেছেন: মিয়া কমেন্ট যদি ১০০ না পার হয় আপনেরে আমি খুন করুম :P =p~

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

একজন আরমান বলেছেন:
১০০ দিয়া কি করবেন?
কবিতা লিখবেন নিজের জন্য, কবিতা লিখবেন আমাদের জন্য।

আরও বিস্তারিত উত্তর আপনার পোস্টেই দিয়েছি। :)

৪৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫

শীলা শিপা বলেছেন: সুন্দর হইছে।আমারও ছবি তুলতে মন চাচ্ছে।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

তুলে ফেলেন। :)

৪৭| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:

ও আচ্ছা এইটা তাহলে আরামান ভাই ফটোব্লগস্টাইল;)

আমারও অনেক ছবি জমে আছে দেওয়া শুরু করলে স্টাইলটা ফলো করমু। এখন একটা ছোট গল্প নিয়ে আছি। শেষ করতে পারলে বাঁচি।





আরামান ভাই ফটোব্লগস্টাইল অমর হোক !!!

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ ভাই।
আমি আর ফটোব্লগ দেবো না বলে ঠিক করেছি। :(

গল্পের অপেক্ষায় রইলাম। :)

৪৮| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৯

মামুন রশিদ বলেছেন: একটা কৌতুক,

রোগীঃ ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হয়েছে, আমাকে ঔষুধ দিন।
ডাক্তারঃ আপনি ওর স্যালাইন খাবেন তাহলে ভাল হবে।
রোগীঃ ডাক্তার সাহেব ওর স্যালাইন খাব কেন? আপনার স্যালাইন দেন।


একজন আরমান@,

কই না কই ডুবে ডুবে জল খেয়ে পেট খারাপ করেছো ভ্রাতা । এখন কার স্যালাইন খাবে নিজেই ঠিক করো ;) :P

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৩

একজন আরমান বলেছেন:
হা হা হা।

ভাই আমি তো ওর স্যালাইন খেতে চাই। কিন্তু ওকে কই পাই? :( :P ;)

৪৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪

ফালতু বালক বলেছেন: আরমান সব গুলাই তো ঝাক্কাস B-) B-) B-)

সেন্ট মার্টিন জাইবার মন চায় :( :( :(

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

একজন আরমান বলেছেন:
আমারও মন চায়। গত বছর গিয়েছিলাম। অনেক মজা হয়েছিল। :)

৫০| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

অদ্বিতীয়া আমি বলেছেন: ১ নং ছবিটা সুন্দর ।

বুড়িগঙ্গার ছবি টাতে এর পানির ভয়াবহতা বোঝা যাচ্ছে না ,সুন্দর লাগছে ।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
কালো দেখাচ্ছে তো !
আপনি যদি কখনো বুড়িগঙ্গার আসে পাশে যান তখন গন্ধে দম বন্ধ হবার উপক্রম হয়ে যাবে। বরিশাল থেকে আসলে লঞ্চে বসে যখন তীব্র গন্ধ নাকে আসে তখনই বুঝি যে লঞ্চ বুড়িগঙ্গা এসে পরেছে। :P :P :P

৫১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।
++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

তবে দুঃখিত যে আপনাকে মনে রাখতে পারবো না। কারণ যে পোস্টে কমেন্ট করার অধিকার থেকে সবাইকে বঞ্চিত করে রাখে, আবার পোস্টও মাঝে মাঝে ড্রাফ্‌ট করে রাখে তাকে কি মনে রাখা যায়? আপনিই বলেন।

৫২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি লজ্জিত কারণ পিছনে পরেছি,,,,,,২৩ তম++++

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন:
হা হা। এটা কোন কথা হল সেলিম ভাই?

৫৩| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০২

সায়েদা সোহেলী বলেছেন: ৭নং ছবিটা অদ্ভুত সুন্দর হয়েছে! !!!!

ছবি গুলো অনেক ভালো হয়েছে ছেরে দিওনা . আমার অনেক গুলো ছবি জমেছে সবার সাথে শেয়ার করার ইচ্ছে আছে .
আমার ফেবুতে দেওয়া ছবি গুলো কি আরমান দেখেছিলে ??
মন খারাপ রে ভাই laptop নস্ট হউয়ায় অনেক ছবি চলে গেছে . ব্যাকআপ রাখি নাই :(
কাউকে আর দেখতে পারবো না

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

একজন আরমান বলেছেন:
একটা ক্যামেরা কিনলে হয়তো আবার ছবি তুলবো। আর মোবাইলের অবস্থাটা করুন তাই এটা দিয়ে এখন আর তুলি না।

উহু। আপনি বোধ হয় আমার ফ্রেন্ডলিস্টে নেই।

৫৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২১

ভিয়েনাস বলেছেন: নিজের সাথে রাগ করে থাকলে আপনার তোলা এতো সুন্দর সুন্দর ছবি গুলো আমাদের দেখা হতোনা :)

সুন্দর

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন:
এইগুলো তো আগের তোলা।

ধন্যবাদ। :)

৫৫| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

লক্ষ্মীপেঁচা বলেছেন:
বাহ বাহ :-B ফটুক সুন্দর হইছে :)

১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন:
হে হে
ধন্যবাদ।
কেমন আছেন?

৫৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭

স্পাইসিস্পাই001 বলেছেন: ভাল লেগেছে ছবি ব্লগিং ..... তয় রাগের হেতু জানতে পারলে ভাল লাগতো....

ধন্যবাদ ..... ভাল থাকবেন ব্রো...

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

একজন আরমান বলেছেন:
রাগের হেতু একখান পয়েন্ট এন্ড সুট ক্যামেরা কেনারও টাকা নাই পকেটে তাই। :(

আপনাকেও ধন্যবাদ ভাই। :)

৫৭| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
ভাল লাগল

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

একজন আরমান বলেছেন:
ধইন্না।

অনেক দিন পর !
কিরাম আছুইন?

৫৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: হুম!! নাইট ওয়াকার ভাই......,
এমুন উতসর্গই করসেন যে বুঝতে বেশ বেগ পেতে হল!!

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

একজন আরমান বলেছেন:
হা হা।
সব কিছু যদি বলেই দিতে হয় তবে কিভাবে হয়?

ঈদের আগের এক রাতে আমার শহরের এক রাস্তায় একা একা হাটছিলাম। তখনই এই ছবিটা তোলা আর কবিতাটা লিখা। :)

৫৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

অদ্বিতীয়া আমি বলেছেন: লেখক বলেছেন:

আপনি যদি কখনো বুড়িগঙ্গার আসে পাশে যান তখন গন্ধে দম বন্ধ হবার উপক্রম হয়ে যাবে। বরিশাল থেকে আসলে লঞ্চে বসে যখন তীব্র গন্ধ নাকে আসে তখনই বুঝি যে লঞ্চ বুড়িগঙ্গা এসে পরেছে।


জানি জানি । ভয়ঙ্কর । আমি লঞ্চে গেলে ঘুমাইনা , ব্যালকনিতে বসে গান শুনি , কিন্তু সেটা বুড়িগঙ্গা ছেড়ে যাবার পর , এবং বুড়িগঙ্গা আসার আগে পর্যন্ত ।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

একজন আরমান বলেছেন:
আমিও ঘুমাই না। বসে বসে গান শুনি, চা-সিগারেট খাই আর কবিতা লিখার চেস্টা করি। রাতের দৃশ্য দেখতেই আমার খুব ভালো লাগে। :)

৬০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

তাসজিদ বলেছেন: মন খারাপ মনেহয়........................

ফটো ব্লগ ভাল হয়েছে।

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

মন তো সব সময় ই খারাপ !

৬১| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৬

রহস্যময়ী কন্যা বলেছেন: ++++++++++

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

একজন আরমান বলেছেন:
:) :) :)

৬২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

শায়েরী বলেছেন: তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে আমি ডুবতে রাজি আছি ছবিটা ভালো হয়েছে

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

একজন আরমান বলেছেন:
ওটা সেইন্ট মারটিন্সের ছবি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.