নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| ইনজাস্টিস ||

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক। তবে অন্য কারো সাথে আমার গল্পের ঘটনা মিলে গেলে আমি একজন আরমান কোনভাবেই দায়ী নই।



সারাটা দিন অভি ঘুমিয়ে কাঁটালো। কিছুই ভালো লাগছে না তার। মন মেজাজ খুবই খারাপ। কাউকে কিছু বলতে পারে না। আসলে কাউকে কিছু বলারও নেই। কেউ এখন আর অভির কথা মনে রাখে না। না ওর পরিবার, না বন্ধু-বান্ধব না ভালোবাসার মানুষটি। কেউই অভিকে দেখতে পারে না। অভি যেই মানুষটির জন্য তার পরিবার, বন্ধু-বান্ধবের কাছ থেকে দূরে সরে গেছে সেই মানুষটির নাম ফারিয়া। ফারিয়াকে অভি ওর নিজের থেকেও বেশি ভালোবাসে। ফারিয়াও অভিকে ভালোবাসে। না এখন আর ভালোবাসে বলা যাবে না। এখন বলতে হবে ভালোবাসতো।



অভি বুঝতে পারে না যদি ফারিয়া সত্যিই অভিকে ভালোবাসতো তবে কেন তাকে ছেড়ে চলে গেল? যার জন্য সে পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলো আর সেই কিনা তাকে ফেলে চলে গেলো? অভির মাথায় কিছুই ধরে না। আজকে অভির জন্মদিন। কিন্ত আজ সারাদিন সে সেলফোন অফ করে ঘুমিয়েছে। একা একটা রুমে কেউ পাশে নেই। অভির ঘুম ভাঙ্গে সন্ধ্যায়। কিছু খেতে ইচ্ছে করে না। বুক চিরে কান্না বের হতে চায়। কিন্তু কান্নাও অভিকে ধোঁকা দেয়। কান্নাও আসে না। কি যে এক অসহ্য যন্ত্রণা।



রাস্তার ফুটপাত দিয়ে একা একা হেঁটে চলছে অভি। রাতে একা একা হাঁটার অভ্যাস অভির। ওর কেন জানি রাতের নগরীতে হেঁটে বেড়াতে খুব ভালো লাগে। নিয়ন বাতি, ফাঁকা রাস্তা, বেওয়ারিশ কুকুর সব মিলিয়ে খুব ভালো এক পরিবেশ হল রাতের নগরীর। আজকের সারাদিনের মন খারাপ একটু একটু করে কমতে শুরু করে মৃদু বাতাসে। বাতাসের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পরে। এই পরিবেশে খুব গান গাইতে ইচ্ছে করে অভির। গুন গুন করে একা একাই হেরে গলায় সে গান ধরে –



আমি বৃষ্টি দেখেছি,

বৃষ্টির ছবি এঁকেছি,

আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে...

অনেক কেঁদেছি !

আমার আকাশ কুসুম স্বপ্ন-

দেখার খেলা থামেনি।

শুধু তুমি চলে যাবে,

আমি স্বপ্নেও ভাবিনি......



হঠাৎই অভির নাকে খুব মাতাল করা এক গন্ধ আসতে শুরু করে। গন্ধটার মধ্যে কেমন যেন একটা মাদকতা আছে। ঠিক যেমন রমণীর কেশের মতো মাতাল করা এক গন্ধ। প্রথম এই জিনিস খেয়েছিল হলের বড় ভাইদের সাথে কার্ড খেলার আড্ডায়। এরপর যখন বুঝতে পারে যে ওটা খারাপ জিনিস তখন থেকে অভি ওটা এড়িয়ে চলে। যদিও আজ ওটাই খুব টানছে অভিকে। সে একটা ঝুপড়ি দোকানের পেছনে চলে যায়, ওটার গন্ধে। পেছনে দেখে কয়েকজন একসাথে বসে টানছে সেই জিনিস। অভি চাইতেই তারাও এগিয়ে দেয়। অভির এই অপরিচিত মানুষগুলোকেই বড় বেশি আপন মনে হয়। কারো কাছে না চাইতেই ভালোবাসা পাওয়া যায় আর কারো কাছে চাইলেও পাওয়া যায় না। অভির মাথা ঝিম ঝিম করতে লাগে। আরও কয়েক স্টিক টানতে না টানতেই খুব ঘুম পায়।



চিৎকার চেঁচামেচিতে অভির ঘুম ভাঙ্গে। রাস্তার উপর একটি বাস জ্বলছে। কিছু মানুষ বাস থেকে লাফিয়ে পড়ছে। কেউ বাসের আগুন নেভানোর চেষ্টা করছে। পুলিশ কিছু মানুষকে ধাওয়া করছে। হঠাৎ অভির মনে পরে আগামিকাল হরতাল। সে দ্রুতপদে রুমের দিকে হাঁটা শুরু করে। হঠাৎই কে যেন তার কলার চেপে ধরে। এর সাথে আরও কিছু লাঠির আঘাতও তার গায়ে এসে পড়লো। পেছনে ঘাড় ঘুরিয়ে সে দেখতে পেল কয়েকজন পুলিশ তাকে পেটাচ্ছে আর একজন তাকে ধরে কাভারড ভ্যানের দিকে নিয়ে যাচ্ছে। সে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল কিন্তু তার মুখ থেকে কোন প্রশ্ন না বেরিয়ে শুধু একটা গান বের হল-

কত দূর আর যাওয়ার আছে

কত পথ রয়েছে বাকি

কত মেঘ এই আকাশে ওড়ে

আজ রোদের হাসি কাল বৃষ্টি।।



তবুও এ পথ চলা স্বপ্নের নেশায়

এইযে বাজারে পসরা সাজানো

স্বপ্ন কিনতে।।



এই যে সুরম্ম কত অট্টালিকার গায়ে

জীবনের নানা প্রয়োজন স্বপ্নের তুলিতে

রাঙানো কথামালা, সেজে বিলাসী মোড়কে

বেচা হরেক স্বপ্নের আড়ালে

কেনা নিরব উপহাস।।





আমার কথাঃ

আমি খুব আলসে টাইপের একজন মানুষ। মাথায় অনেক গল্প ঘুরঘুর করে। কিন্তু টাইপ করতে কষ্ট হয় বলে শুধু কবিতাই লিখি। আর এই গল্পটা মূলত আমি দুজনের কথা মাথায় রেখে আর কিছু কল্পনা মিশিয়ে লিখেছি। একজন হলাম আমি আরেকজন হল স্বপনবাজ ভাই। ভাই কিছু মনে কইরেন না। :P একদিন রাতে একা একা রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন রাস্তায় পুলিশ দেখে এই গল্পটা মাথায় আসে। :P



উৎসর্গঃ

একঝাক প্রিয় মানুষদেরঃ স্বপনবাজ , মাননীয় মন্ত্রী মহোদয়, না পারভীন, ফারজানা শিরিন, এরিস, আশিক মাসুম, অদ্বিতীয়া আমি, বনলতা মুনিয়া, ওয়াসিম আজাদ, সিয়ন খান, তারছেড়া লিমন ও বটবৃক্ষ~ কে।

মন্তব্য ১৮০ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (১৮০) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২০

আমি বন্য বলেছেন: বরাবরের মত ভাল :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২১

একজন আরমান বলেছেন:
ভাই আমি তো জীবনে গল্পই লেখছি অল্প। এমন ভাবে বললেন যেন আমি সব সময় ই ভালো লেখি। :|

২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

গল্পটি আমার প্রিয়র তালিকায় নিলাম। তুমি ভাই দুর্দান্ত লেখ। আমি বুঝিনা তুমি এত ভাল গল্প লিখ কিন্তু তোমার কাছ থেকে গল্প পাইনা কেন ?

আরও এমন অসাধারন গল্প দিয়ে আমাদের সবার মন জয় করবে এই প্রত্যাশা রইল।

আর ঘটনা কি সত্যি নাকি শুধুই কল্পনা। ঘটনা কি তোমার নাকি অভি ভাইয়ের ?

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৫

একজন আরমান বলেছেন:
ভাই এমন কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিলেন। আমি ভালো লিখতে পারি না। মন চায় তাই উরাধুরা লিখি।
আর " আমার কথা" টা ভালো করে পড়ুন। ওখানে বলেই দিয়েছি যে লিখতে আলসেমি লাগে। :P

এই গল্পটা মূলত আমি দুজনের কথা মাথায় রেখে আর কিছু কল্পনা মিশিয়ে লিখেছি। আর আমাদের কাউকেই জেলে নেয় নি। আজকে হরতাল গেলো তাই পোস্ট দিলাম। আর লিখেছিলাম আরেক হরতালের রাতে। :)

৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪

দুঃখিত বলেছেন: লেখক কি ভোঁদাই ! একদিকে লিখেছে 'আজকে অভির জন্মদিন। কিন্ত আজ সারাদিন সে সেলফোন অফ করে ঘুমিয়েছে।' আরেকদিকে লেখলো 'কেউ এখন আর অভির কথা মনে রাখে না। না ওর পরিবার, না বন্ধু-বান্ধব না ভালোবাসার মানুষটি। কেউই অভিকে দেখতে পারে না।[/sb'

ব্যাডা ফোন বন্ধ রাইখা দেভঠাস হইয়া এইয়া কি লেখছো, তোর হউরের কল্লা হায় ??

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭

একজন আরমান বলেছেন:
সরি স্যার আমার মনে হয় অভির গাঁজা আপনি খেয়েছেন। আপনি আমার কথার মর্ম বুঝতে পারেন নাই।
যাক আশা করি পিনিক কেটে গেলে বুঝতে পারবেন।

শুভকামনা রইলো।

৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭

আমি বন্য বলেছেন: না ভাই, আগের গল্প্টাও অনেক ভালো ছিল। অই যে সেলসম্যানের
;)

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
আমি তো ভাই সেলসম্যানের কোন গল্প লিখি নাই এক পর্যন্ত। এইটা কই থিকা পয়দা করলেন? B:-)

৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১

দুঃখিত বলেছেন: কত্ত বার ডাকছি , বাইরাইতে কইছি হেইয়া মনে নাই, উল্ডা ফাপড় লইয়া ফোন অফ কইরা থুইছো। আর এহন কও যে কেউ তোমার কতা মনে রাহে না। আবার কস যে আমি গাজা খাইছি ?! ?! ?! ??! ?!? ?! ?

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
হা হা হা।

ভাইরে গল্পের সাথে বাস্তবতা মিলাস কেন বার বার?
আমি আগেই কইছি যে এইডা একটা গল্প। আর কিছুই না।

আর তুই আমারে কল না দিলেও আমি জানি তোর আর আমার সম্পর্ক কি। ইউ আর মাই বেষ্ট ফ্রেন্ড এভার। :)

৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

তুমি যদি উরাধুরা লেখ তাহলে ভাল লেখা কাকে বলে আমার সন্দেহ আছে। B:-)

আর একটু হলেই আমি কিন্তু দুঃখিত ভাইয়ের কথায় দুঃখিত হয়ে পরতাম যাক এখন আর দুঃখিত নই আমি ভাই ভালই বলছেন। ;)

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩

একজন আরমান বলেছেন:
সত্যিই ভাই আমি উরাধুরা লেখি। আপনাদের লেখা দেখে একটু শিখার চেষ্টা করছি আরকি। :)

আর ভাই আপনে অন্যের কথায় কান দিয়েন না। পিলিজ লাগে। ;)

৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯

দুঃখিত বলেছেন: ওরে ব্যাডা তুই মোরে এহন ভূগোল পড়াইস না বোজ্জো ! মুই কলাম এহন সবাইর সামনে সব সত্য কতা গলগলাইয়া কইয়া দিমু। হ্যাতে মোর অবইস্য কাম নাই। তুই হকালে ঐ বন্ধু - বান্ধব কতা ডা বাদ দে। হেইলেই বুজমু কেডা কার ভালো দোস্ত ।

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২

একজন আরমান বলেছেন:
শোন এইটা জাস্ট একটা গল্প। ভাই তুই এবার ঠাণ্ডা হ। আর ঘুমাইতে যা। আর দেখা হইলে বেঞ্চু খাওয়ামুনে। ;)

৮| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ভালো লাগলো।
+++++++

(অঞ্জন দত্তের গানটা আমার খুব প্রিয়)

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
আমারও খুব পছন্দের একটা গান।

৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

হে হে :D দুই দোস্তের দেখি সেইরাম কাহিনী।

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

একজন আরমান বলেছেন:
সেইরাম মানে পুরাই সেইরাম। ;) ;) ;)

১০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৬

দুঃখিত বলেছেন: দেখছো তামসাডা দেখছো ! ! ! বরিশাইল্লা মানুরে ঘুস দিয়া হেইয়ার পর মুখ বন্ধ করতে চায় । ওরে কেডা কোম্মে আছেন মোরে বাঁচান, মুই হাঁচা কতা কইছি দেইক্কা মোরে ঘুস হাদে :(

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫০

একজন আরমান বলেছেন:
হা হা হা।

হাসতে হাসতে মোর লুঙ্গি খুইল্লা গেলো। =p~ =p~ =p~ =p~

১১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫

আরজু পনি বলেছেন:

পুলিশকে ধন্যবাদ, যাকে দেখে আপনার মাথায় এই গল্পের প্লট এসেছে।

প্লাস।

২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৭

একজন আরমান বলেছেন:
আরে পনি আপু যে।
অনেক দিন পর দেখলাম আমার ব্লগে।

অনেক অনেক ধন্যবাদ আপু। :)

১২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ঠিক আছে আর তোমাদের কথায় কান দিব না । শুধু চোখ দিব। ;)

আর তুমি আমার লেখা দেখে শিখছ এই কথা আর কাউকেও ভুলে বইল না তাহলে লোকে তোমার উপর হাসবে আর আমাকে গালি দিবে যেখানে আমি একজন নিতান্তই অখাদ্য টাইপ লেখালিখি করি ভাই ভাবছি লেখালিখি করা ছেড়ে দিতে হবে না হলে আমার অখাদ্য দেখে লিখে তুমি না আবার তোমার ভাল লেখা ভুলে যাও । :(

২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১১

একজন আরমান বলেছেন:
মজা নিয়েন না।

আপনার কবিতা তো দেনই এখনও ব্লগে। আমি তো পড়েছি। আমি জানি আপনি কি পারেন।

১৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৭

রুদ্র মানব বলেছেন: পোস্টে পিলাস +

২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

১৪| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৩

দুঃখিত বলেছেন: যাউকগা বেঞ্চু কবে খাওয়াবি ?! ;)

২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৪

একজন আরমান বলেছেন:
হা হা।
নেক্সট টাইম দেখা হইলেই। ;)

১৫| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি কি পারি ভাই B:-) B:-)

২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:২১

একজন আরমান বলেছেন:
আপনার কবিতা পোস্ট দিলে সামুতে ১ বছর টানা পোস্ট দিতে পারবেন। আর যদি স্বচ্ছ নির্বাচন করা হয়, তবে নির্বাচনী পাতায় আপনার কবিতাগুলো থাকবে। আর গল্পের কথা নাই বা বললাম। :)

১৬| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪০

বাংলার হাসান বলেছেন: খুবই ভাল লাগলো +++++++ রইল।

২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

১৭| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৯

বনলতা মুনিয়া বলেছেন: আমি বৃষ্টি দেখেছি,
বৃষ্টির ছবি এঁকেছি,
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে...
অনেক কেঁদেছি !
আমার আকাশ স্বপ্ন-
দেখার খেলা থামেনি।
শুধু তুমি চলে যাবে,
আমি স্বপ্নেও ভাবিনি.....

ভাল্লাগছে +++++++

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৩

একজন আরমান বলেছেন:
তোর ভাল লাগলো? B:-) B:-) B:-)

এইডা তো দুঃখের গান। :| :| :|

১৮| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৬

বনলতা মুনিয়া বলেছেন: জীবনের একটা বিশাল অংশের নাম দুঃখ রে ভাইয়া


উৎসর্গ লিস্টে নিজেকে দেখে খুব ভাল লাগছে। মানুষ তাদেরকেই উৎসর্গ করে, যাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অনূভব করে :) :) :)

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৯

একজন আরমান বলেছেন:
হুম। অনেক বড় একটা কথা বললি রে।

হ্যাঁ। সত্যি বলছিস।
তুই আমার পিচ্চি গুলু গুলু আপু। :)

১৯| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭

বনলতা মুনিয়া বলেছেন: :P :P :P :P :P :P :P :P

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২১

একজন আরমান বলেছেন:
কি হইলো? B:-) B:-) B:-)

২০| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৩

আবিদ ফয়সাল বলেছেন: গল্প মচৎকার :) হয়েছে

আর অঞ্জন দত্তের গানটা আমার খুব প্রিয় ইভেন আমি প্রায় ই একা একা গাই । আপনার গল্পের হাত ভালো । এখন থেকে কবিতার পাশাপাশি গল্প লিখবেন ভাই ।

শুভরাত্রি :)

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৭

একজন আরমান বলেছেন:
হা হা। কি যে বলেন না ভাই। চেষ্টা করবো। আলসেমি করে লিখা হয় না।
অঞ্জন দত্তের এই গানটা আমারো খুব পছন্দের। :)

আর আপনার সিরিজের বাকি অংশ কই?
অপেক্ষায় আছি কিন্তু। :)

২১| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৪

এম হুসাইন বলেছেন: গল্প ভাল্লাগছে,
পিলাস লন......

লিখে যান, এই রকম আরও অনেক অনেক গল্প।
শুভকামনা জানবেন ভ্রাতা।

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৭

একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই। :)

ভালো থাকবেন :)

২২| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৩

আমিই মিসিরআলি বলেছেন: ঠোলারা আর মানুষ অইব না /:) /:)

গল্পে++++++++

২০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৫

একজন আরমান বলেছেন:
হা হা।

ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন। :)

২৩| ২০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

কত দূর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকি
কত মেঘ এই আকাশে ওড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।।


পুলিশ দেখেই এই গল্প আর না জানি কি গল্প হত পুলিশের মাইর খাইলে।। B-)

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

একজন আরমান বলেছেন:
হা হা হা।
মাইর খাইলে আরও সুন্দর হইতো মনে হয় ! :P :P :P

২৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০১

আশিক মাসুম বলেছেন: আহারে সারা রাত ঘুমাইলাম আফসুস, আমি আপনার পোষ্ট -এ দুকলাম ২ঃ১৯ মিনিটে হাহাহা আর কমেন্ট করলাম এখন :)

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

একজন আরমান বলেছেন:
সমস্যা কোথায়? B:-) B:-) B:-)

২৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৭

আলতামাশ বলেছেন: ;)

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

একজন আরমান বলেছেন:
কিরে ভাই চোখ মারলেন কেন? B:-) B:-) B:-)

২৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০১

জাকারিয়া মুবিন বলেছেন: গল্প ভাল্লাগছে। :) :)

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই। :)

২৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৭

মামুন রশিদ বলেছেন: জীবনের নানা প্রয়োজন স্বপ্নের তুলিতে
রাঙানো কথামালা, সেজে বিলাসী মোড়কে
বেচা হরেক স্বপ্নের আড়ালে
কেনা নিরব উপহাস।।


এই সক্কাল বেলা একটা গল্প পড়তে এলাম । সাথে পেলাম দুইটা কবিতা ফাও (বোনাস!) । দিনের বানিজ্য আজ ভালোই হবে মনে হয় :P

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

একজন আরমান বলেছেন:
ভাই কোবতে না ওই দুইটা গানের লিরিক। :P :P :P

২৮| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৪

শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে, আরমান।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

ভালো থাকবেন। :)

২৯| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার গান তোমারেই ফেরত দিলাম,

কত দূর আর যাওয়ার আছে
কত পথ রয়েছে বাকি
কত মেঘ এই আকাশে ওড়ে
আজ রোদের হাসি কাল বৃষ্টি।।

তবুও এ পথ চলা স্বপ্নের নেশায়
এইযে বাজারে পসরা সাজানো
স্বপ্ন কিনতে।।

এই যে সুরম্ম কত অট্টালিকার গায়ে
জীবনের নানা প্রয়োজন স্বপ্নের তুলিতে
রাঙানো কথামালা, সেজে বিলাসী মোড়কে
বেচা হরেক স্বপ্নের আড়ালে
কেনা নিরব উপহাস।।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

একজন আরমান বলেছেন:
কেন কেন ভাই?
ফেরত দিলেন কেন? B:-) B:-) B:-)

৩০| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

s r jony বলেছেন:
ভাল্লাগছে

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ জনি ভাই। :)

৩১| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

আমিনুর রহমান বলেছেন: অনুগল্পে +++

আমার খুব ইচ্ছে একজন আরমানের প্রিয় মানুষ হইতে :)

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

একজন আরমান বলেছেন:
ভাইয়া আমরা আমাদের প্রেমিকাকে যতোবার বলি ভালোবাসি বাবা-মা'কে কি বলি ততোবার? বলিনা। এর মানে কি আমরা আমাদের বাবা-মা'কে ভালোবাসি না? বাসি। অনেক বেশি ভালোবাসি।

সব কিছু বলতে হয় না সব সময়।
আপনি যে আমার প্রিয় একজন মানুষ সেটা কি নতুন করে বলতে হবে? :)

৩২| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫

অনীনদিতা বলেছেন: হুম:(
খুব ভালো লাগলো:)

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৩৩| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

এরিস বলেছেন:
বুক চিরে কান্না বের হতে চায়। কিন্তু কান্নাও অভিকে ধোঁকা দেয়। কান্নাও আসে না। কি যে এক অসহ্য যন্ত্রণা।


আজ রাতেও বেরোবেন। আমি র‍্যাব সেজে আসবো। জন্ম হবে আরেকটি অসাধারণ গল্পের।
একজন অসাধারণ আরমান ভাই প্রিয় মানুষের কাতারে আমাকে রেখেছেন .. উৎসর্গে নিজের নাম পেয়ে খুব খুব খুব ভালো লাগছে ..

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

একজন আরমান বলেছেন:
হুম।
আসলেই অসহ্য এক যন্ত্রণা !

হা হা।
আমি প্রতি রাতেই বের হই কম বেশি। রাতে আমার হাঁটতে খুব ভালো লাগে। আর উদ্ভট সব চিন্তা আসে তখন মাথায়। :)

কিছু মানুষ অল্প সময়েই খুব প্রিয় হয়ে যায়। :)

৩৪| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আরমান ভাইয়া এই লেখাটা কয়েক বার পড়লাম। মন খারাপ করা ভাল লেখা। :)

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

একজন আরমান বলেছেন:
হা হা।
ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো।
ভালো থাকবেন। :)

৩৫| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৮

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ সুন্দর গল্প। গল্পের প্লটটা অসাধারণ।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই। :)

৩৬| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

বটবৃক্ষ~ বলেছেন: উৎসর্গঃএকঝাক প্রিয় মানুষদেরঃ স্বপ্নবাজ, মাননীয় মন্ত্রী মহোদয়, না পারভীন, ফারজানা শিরিন, এরিস, আশিক মাসুম, অদ্বিতীয়া আমি, বনলতা মুনিয়া, ওয়াসিম আজাদ, সিয়ন খান, তারছেড়া লিমন ও বটবৃক্ষ~ কে।

হায় হায়....!! :#> :!> :#> :!>

+++++ প্রিয়তে...
মন খারাপের উতসব চলছে চারিপাশে....:(:(:(:(

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

একজন আরমান বলেছেন:
হায় হায়। একদম লাল হয়ে গেলেন যে ! এখন কি হবে?

হুম।
মন খারাপের একেকটা দিন নিকষ কালো মেঘলা লাগে,
কেউ বোঝে না আমার আগে আমারও যে একলা লাগে !

৩৭| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১

যুবায়ের বলেছেন: চমৎকার গল্প....
ভালোলাগা++

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ যুবায়ের ভাই।

ভালো থাকবেন। :)

৩৮| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৮

মেহেরুন বলেছেন: আমি বৃষ্টি দেখেছি,
বৃষ্টির ছবি এঁকেছি,
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে...
অনেক কেঁদেছি !
আমার আকাশ স্বপ্ন-
দেখার খেলা থামেনি।
শুধু তুমি চলে যাবে,
আমি স্বপ্নেও ভাবিনি

আমার অনেক প্রিয় একটা গান। কাল ও শুনলাম। পোস্ট এ প্লাস।

কিছু পোড়া দেহ ... কিছু জীবনের অর্থহীন সমাপ্তি

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

একজন আরমান বলেছেন:
আমারও খুব পছন্দের একটা গান।

ভাইয়ার নিক আমার অনুসরণেই আছে। :)

৩৯| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

লেখোয়াড় বলেছেন:
শুধু ভালো বললে ইনজাস্টিস হবে, খুব ভালো হয়েছে।
+++++++++++++++++++

শুভ বিকেল।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

একজন আরমান বলেছেন:
হা হা।
অনেক ধন্যবাদ লেখোয়াড় ভাই।

শুভ বিকেল।
ভালো থাকবেন সর্বদা। :)

৪০| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

সিয়ন খান বলেছেন: এরকম ফারিয়া জীবন জন্য হুমকি। কারো জীবনে জেন এমন না হয়।
গল্পে +++
নিজের নাম দেখে লজ্জিত :P :P :P

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

একজন আরমান বলেছেন:
হুম।
আসলেই হুমকি !
আর এদের সংখ্যা কিন্তু দুনিয়াতে কমও নয় !

পুরুষ মাইনসের আবার লজ্জা কিসের? :P :P ;)

৪১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

শীলা শিপা বলেছেন: প্রথম এই জিনিস খেয়েছিল হলের বড় ভাইদের সাথে কার্ড খেলার আড্ডায়। B:-) B:-)

ছিঃ ভাইয়া আপনে এসব খান? :P

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৬

একজন আরমান বলেছেন:
আমি খাই আপনাকে এইসব কে বলল? B:-) B:-) B:-)
আমি খারাপ জিনিসের মধ্যে শুধু সিগারেট খাই।
অন্য কোন নেশা নেই। :)

৪২| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

মাক্স বলেছেন: আরমান ভাই আপনি গল্প লিখেন না টাইপ করার ভয়ে? এত সুন্দর সুন্দর গল্পগুলো পড়তে পারছিনা শুধুমাত্র আপনার অলসতার কারণে?
আরো আরো গল্প লিখুন। শুভকামনা রইলো!

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

একজন আরমান বলেছেন:
জি ভাই।
চেষ্টা করবো।

আপনার গল্প থেকে অনুপ্রেরণা পাই কিছু লিখার। :)

৪৩| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

শীলা শিপা বলেছেন: আমি ধরে নিছি যে নায়কটা আসলে আপনি নিজেই।পর্দার আড়ালে।তাই বললাম আরকি।

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

একজন আরমান বলেছেন:
জি না। গল্প শুধুই গল্প। আমার কোন বাজে নেশা নেই। যদি খেতাম তবে বলেই দিতাম। আমি সত্য বলতে ভয় নাই। :)

৪৪| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: প্রিয় ব্লগারের অসাধারণ একটি গল্প, তার মধ্যে প্রিয় গায়কের প্রিয় একটা গান,তার মধ্যে আবার উৎসর্গের পাতায় নিজের নিক !!!
সব কিছু মিলে মিশে তো আজ একদম ক্ষীর হয়ে গেলো গো আরমান ভাই :!> :!>

কান্ডারী ভাই এর সব গুলা কথাই সত্য । আপনি যাই লেখেন কবিতা,গল্প,অনুকাব্য সবই ভালো লাগে ।

চমৎকার হইছে । প্লাসের বন্যা বহাইয়া দিলাম । B-) B-)

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

একজন আরমান বলেছেন:
হা হা।
অনেক দিন ক্ষীর বা মধু কিছুই খাই না গো দাদা। ;)

এরাম কইয়েন না গো দাদা লজ্জা লাগে।
আপনারা আছেন বইলাই কিছু লেখার সাহস পাই। :)

৪৫| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

ভিয়েনাস বলেছেন: গল্প তো অতিব সুন্দর হয়েছে। আশা করছি অলসতাকে ছুঁড়ে ফেলে আরো চমৎকার চমৎকার গল্প আমাদের কে পড়ার সুযোগ করে দিবেন :)

এতো সুন্দর গল্পের জন্য কিন্তু কোন ধন্যবাদ দিলাম না B-)

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ না দেবার জন্য আর এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে একটা ধন্যবাদ দিলাম। :)

৪৬| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আশিক মাসুম বলেছেন: কমেন্ট লিখা সাবমিট না কইরা ঘুমিয়ে গিয়েছিলাম :)

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

একজন আরমান বলেছেন:
ওহ। ব্যাপার না ভাই। :)

৪৭| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বাংলাদেশী দালাল বলেছেন: এই লন এটা রাখেন।


প্রতি সপ্তাহে একটা কইরা গল্প(হোম ওয়ার্ক) সামু তে জমা দিবেন।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

একজন আরমান বলেছেন:
হা হা।
চেষ্টা করবো ভাই।
ধন্যবাদ। :)

৪৮| ২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

স্বপনবাজ বলেছেন: গল্প তো ভালো হইছে ! কিন্তু আমি তো মামলা করুম ! X( X( X( X(
সব কিছুর জন্য একজন আরমান দায়ী ! আমার নাম ব্যাবহা করছেন ভালো কথা , নায়িকার নাম ও মিলপে কেন ???????????? দেইখা তো আমি টাস্কি , পরে দেখি না আমার লগে মিলেনা !
খুব সুন্দর হইছে !

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২

একজন আরমান বলেছেন:
ভাই চরি মাফ কইরা দেন। পিলিজ লাগে। :| :| :|

ভাই বিশ্বাস যান আফনের নায়িকার নাম আমি জানতাম না। :|| :|| :||
আমি খালি আপনের নামটাই ইউজাইছিলাম। :| :| :|

৪৯| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার একটা লেখে পড়া গেলো।
শুভকামনা................

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩

একজন আরমান বলেছেন:
আরে বাহ !
প্রিয় কবিকে দেখে ভালো লাগলো। :)

ধন্যবাদ ভাই।
ভালো থাকুন। :)

৫০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: sundor

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

ফারজানা শিরিন বলেছেন: tulona poira taski !

২০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

একজন আরমান বলেছেন:
হা হা।
আমি গল্পটা যখন প্রথম লেখি তখন ওই লাইনটা দেই নি। পরে ভাবলাম ওইটা দিলে আরও একটু সুন্দর দেখায়। লেখার মাঝে মাঝে এই রকম লাইনের দরকার আছে।
কেন আপনার কাছে কি খুব খারাপ লেগেছে?

৫২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

শান্তা273 বলেছেন: গল্প তো চমৎকার হইছে!
খুব ভালো লাগলো।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৫৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ২৫ তম ভালোলাগা ++ পোস্ট প্রিয়তে


আমিনুর রহমান বলেছেন: অনুগল্পে +++

আমার খুব ইচ্ছে একজন আরমানের প্রিয় মানুষ হইতে :)


২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ ভাই।

আপনারা সবাই আমার খুব প্রিয় মানুষ।
২/৪ জনের নাম লিখেছি মানে তো এই নয় শুধু এরাই আমার প্রিয়। আপনারা সবাই আমার খুব প্রিয়।
ভালো থাকুন। :)

৫৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

মর্তুজা হাসান সৈকত বলেছেন: বাহ ! চমৎকার ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১

নূরূল ইমরান বলেছেন: " আরও কয়েক স্টিক টানতে না টানতেই খুব ঘুম পায়। "

২১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

একজন আরমান বলেছেন:
হা হা।
আপনার চোখে ওইটাই পড়লো !

৫৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৩

স্বপনবাজ বলেছেন: আমিও তাই ভাবতেছি ! নায়িকার নাম তো কই নাই, খালি কাহিনী বলছিলাম ! ! ! কেমনে কি ??
তয় নায়েক রে স্টিক যখন টানাইছেন আরো বেশী টানাইতেন ! ;)

২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
হা হা।
ভাই তাইলে আপনার নায়িকার নাম সত্যিই কি ফারিয়া আছিলো নি? ;)

আরে মিয়া বেশি স্টিক টানলে তো সমস্যা। ;)

৫৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬

স্বপনবাজ বলেছেন: কসম ভাই , গল্পে আমার নিজের নাম দেইখা যত অবাক হইছি তার চেয়ে আবাক হইছি নায়িকার নাম দেখে ! একেই বলে কাক - তালীয় !
ওয়ান অফ হার নেমস ! (নিকনেম )

২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৯

একজন আরমান বলেছেন:
হা হা।
আসলেই কাকতালীয়।

আর ভাই আমি আপনার নাম ভুল লেখছিলাম। :P
এখন ঠিক করে দিলাম। :)

৫৮| ২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৮

শের শায়রী বলেছেন: আমি খুব আলসে টাইপের একজন মানুষ। মাথায় অনেক গল্প ঘুরঘুর করে। কিন্তু টাইপ করতে কষ্ট হয় বলে শুধু কবিতাই লিখি ।

ভাই অসাধারন লিখছেন। ভাগ্যিস অলস টাইপ না হলে যদি লিখতেন আমাদের লেখার দিকে কেউ ফিরেও তাকাত না।

ছোট গল্পের টুইষ্ট ভাল ই আছে। ভাল থাকুন ভাই

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

একজন আরমান বলেছেন:
হা হা।
চমৎকার বললেন।

ধন্যবাদ ভাই।
আপনিও ভালো থাকুন ভাই।
দেখা হবার প্রতীক্ষায় আছি। :)

৫৯| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৪

ফারজানা শিরিন বলেছেন: না ।

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

একজন আরমান বলেছেন:
হুম।
আসলেই কিন্তু মাদকতা আছে।
পরীক্ষিত !

৬০| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪

কালোপরী বলেছেন: :)

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

একজন আরমান বলেছেন:
আচ্ছা আপু আপনি সব সময় কি এই ইমো দিয়ে বুঝাতে চান আপনি খুব আনন্দে আছেন?

৬১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০২

অদ্বিতীয়া আমি বলেছেন: উৎসর্গ পড়ে সারপ্রাইজড এবং তারপর অনেক খুশি হয়ে গেলাম :#> :#> :D :D

গল্প ভাল লেগেছে , ছোট গল্প স্টাইলে লেখা যেন হতাৎ শেষ হয়ে গেল ...

আমি অবশ্য সুন্দর করে বেশি কথা বলতে পারি না ।তবে সেদিন অন্য আরেকটা পোস্টে জিজ্ঞেস করলেন না এই লেখা কোথায় খুঁজে পেলাম ,যারা এবং যাদের ব্লগিং ,লেখা, আমার প্রিয় , তাদের সব লেখাই আমি প্রথম থেকে পড়ি । :) :)
প্রিয়তে নিয়ে গেলাম ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭

একজন আরমান বলেছেন:
হা হা।

হ্যাঁ। ছোট গল্প লেখার চেস্টা করেছি আর কি।
শেষ হইয়াও হইলো না শেষ !

সুন্দর করে আমি কথা বলতে পারি আপনাকে কে বলল?
আমিও সুন্দর করে কথা বলতে পারি না।

আমি আপনার প্রিয়দের তালিকায় শুনে ভালো লাগলো। :)

৬২| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

না পারভীন বলেছেন: কি লিখবো ভাষাই খুঁজে পাচ্ছিনা । প্রিয়তে সাজিয়ে রাখছি এই ভাল্লাগার উৎসর্গ পত্রটি ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯

একজন আরমান বলেছেন:
গল্প সম্পর্কে কিছু বলুন।
মতামত না দিলে বুঝবো কি করে কেমন হল?

৬৩| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আমিভূত বলেছেন: উফ কয়েকদিনে কত লেখা মিস হয়ে গেছে :(
অন্যরকম গল্প আরমান ভাই ,ভালো লাগা গল্পে ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
কেন?
কই ছিলেন কয়েকদিন?

ধন্যবাদ আপু। :)

৬৪| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল:+++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৬৫| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

ফরহাদুল হাসান অভি বলেছেন: ইয়া আল্লাহ সত্যি বলতেছি ১ম ২ প্যারা পড়ে মনে হইছে আপনি আমার জীবনের গল্প লিখেছেন। আপনার প্র পিক যাচাই করে দেখলাম আপনি আমার পরিচিত কিনা 8-|
গল্প ভাল্লাগছে। নায়িকার নামও প্রায় মিলে গেছে। ;)

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

একজন আরমান বলেছেন:
হা হা হা।

তা কি মনে হল?
আমি কি আপনার পরিচিত নাকি?

৬৬| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: ভাল লাগল...

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।

৬৭| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

মহামহোপাধ্যায় বলেছেন: আমার আকাশ কুসুম স্বপ্ন-
দেখার খেলা থামেনি।
শুধু তুমি চলে যাবে,
আমি স্বপ্নেও ভাবিনি.....

চমৎকার লাগলো ভাইয়া। পোস্টে প্লাস :)

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৬৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর হয়েছে..পোস্টে ভালো লাগা..২৮তম

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। :)

৬৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গল্পের প্লটটি নিঃসন্দেহে ভাল। গল্পের শুরুটা বেশ ভালো হয়েছে। ট্রানজেকশন গুলো বা দৃশ্যের পরিবর্তনের ধারাটি এই গল্পের মূল আকর্ষন। তবে শেষ-টা চাইলে মনে হয় আরো ভালো করা যেত।

পরিশেষে, অনেকদিন পর আপনার ভালো একটি লেখা পড়লাম। অনুরোধ করব, যদি গল্প লিখতে চান তাহলে ব্লগের হাসান মাসুদ, ফ্রাসটেটড, মাক্স প্রমুখ ব্লগারের গল্প গুলো পড়বেন। পাশাপাশি ভালো ভালো লেখকের বই পড়ার অভ্যস করুন।

আমি নিশ্চিত আপনি অনেক ভালো লিখতে পারবেন।
শুভ কামনা। :)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

একজন আরমান বলেছেন:
এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

আপনার সাজেশনগুলো মাথায় থাকবে।

কিন্তু আপনার হঠাৎ সম্বোধনের এহেন পরিবর্তন দেখে আমি একটু টাস্কিত।

৭০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫

একজন নিশাচর বলেছেন: অভির লগে আমার তফাৎ হইল - অভিরে পুলিশে ঘার ধইরা জীপে উঠাইছে আর আমারে আমার মায়ে ঝাটার ভয় দেখাইছে। :(

বাস্তবতার আদলে মন খারাপ করা গল্প।

তোমারে ৩০তম মাইনাস। :(

২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

একজন আরমান বলেছেন:
হা হা।

মাইনাচ কেন ভাই?
মাইনাচ তো আমি আপনারে দিমু। /:) /:) /:)

৭১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০

একজন নিশাচর বলেছেন: কালকে প্লাস দিয়া গেছিলাম। মনে ছিল না। তাই আজকে আবার যখন প্লাসে ক্লিকাইলাম দেখি প্লাস কথা কয় না। তাই গায়েবী মাইনাস দিয়া গেলাম।

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০২

একজন আরমান বলেছেন:
হুম।
আমি আপনারে মাইনাচ ই দিলাম।
আর নয়ন ভাই ঢাকা আইলে আপনার নামে বিচার দিমু তার কাছে। আমি আর নয়ন ভাই আপনার লেইজ্ঞা এতো কিছু করলাম আর আপনে কিনা?

৭২| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

একজন নিশাচর বলেছেন: ভাই, রাগ কইরো না। নয়ন আইলে আমি অবশ্যই ওরে নিয়া তোমার লগে দেহা করুম।

"তোমাদের ঋণ কোন দিন শোধ হবে না, না না না... শোধ হবে না।"

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

একজন আরমান বলেছেন:
মজা লইয়েন না।
আমি রাগ করি নাই। তয় আমার আর নয়ন ভাইয়ের কষ্টের কথা ভুইল্লা যাইয়েন না। ;)

৭৩| ২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২১

একজন নিশাচর বলেছেন: আমি নিশাচর হৈতে পারি তয় নেমকহারাম না।

২২ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২২

একজন আরমান বলেছেন:
হা হা।
আচ্ছা।
বুঝছি।
এইবার শান্ত হন। আর ঘুমান। আমিও যাই ঘুমাইতে।
দেখা হবে ইনশাআল্লাহ্‌।

৭৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৭

ফারজানা শিরিন বলেছেন: ক্যামনে কইতাম ??? :P আমি মদ দেখি নাই আর রমনির চুলে খালি শ্যাম্পুর গন্ধ ।

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন:
মেয়েরা বুঝবে না এই দুই জিনিসের ফ্লেভার।
রিয়েলি অসাম ! B-) B-) B-)
ইয়ে মানে বড় বড় লেখকরা তাই বলে। :!> :#>
আমি না। :P :P

৭৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক কডিন গল্প !

মই লইয়া আইতাচি মাতার উপ্রে দিয়া যাইতাচে ।

২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

একজন আরমান বলেছেন:
এইডা কডিন মনে হইলে?
আইচ্ছা আহেন মই লইয়া।

৭৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৭

শায়মা বলেছেন: সুন্দর গল্প!!:)

২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৭৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬

লাবনী আক্তার বলেছেন: Valo laglo vai.

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৭৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

ফালতু বালক বলেছেন: আরমান ভাই, গল্প খুব ভালো হইছে.........।

আলসামি করলে চলবো না X(
এমন গল্প আরো চাই ;)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

একজন আরমান বলেছেন:
হা হা।
ধন্যবাদ ভাই।
চেষ্টা করবো ;)

৭৯| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪

আবিদ ফয়সাল বলেছেন: নতুন গল্প কবে আসবে ? অপেক্ষায় আছি কিন্তু !

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২০

একজন আরমান বলেছেন:
হা হা।
ভাই গল্প লিখা কষ্টকর।
নতুন কবিতা আসবে দু দিন পর। :)

আপনি নতুন গল্প লিখছেন না কেন?

৮০| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

কি ব্যাপার।



পোস্ট নাই কেন?

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২১

একজন আরমান বলেছেন:
কোন পোস্ট নাই? B:-) B:-) B:-)

৮১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: প্লাস নেও ভাইয়া । অফ লাইনে পড়েছিলাম আগেই তাই ভালো লাগা জানাতে পারিনি ... :)

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

৮২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মেহেদী হাসান মানিক বলেছেন: যা দিনকাল পড়ছে তাতে রাস্তায় বের অইলে ভয়ই লাগে।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭

একজন আরমান বলেছেন:
হুম। ঠিকই বলছেন মানিক ভাই।

কেমন আছেন আপনি?
অনেক দিন পর !

৮৩| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
তোরে দিয়া কিচ্ছু হবে না। ;)
সবকিছু খুলে বলা লাগে :P
অনেক দিন যাবত কোন নতুন পোস্ট পাচ্ছি না কারণ কি?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

একজন আরমান বলেছেন:
আরে ব্যাটা প্রতিদিন কি পোস্ট প্রসব করা যায় নাকি ? ;)

২৬ তারিখ একটা দিবো নে। :)

৮৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

নীল-দর্পণ বলেছেন: :| :|

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০

একজন আরমান বলেছেন:
আপনার আবার কি হল? B:-) B:-) B:-)

৮৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯

মেহেদী হাসান মানিক বলেছেন: আমি ভাল আছি আপনি??

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

একজন আরমান বলেছেন:
আমিও সুস্থ আছি, কিন্তু অনেক চাপে আছি রে ভাই। :(

৮৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আরমান ভা্ই শিং মাছের কাটা খেয়েছি....অবস্থা কাহিল

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪

একজন আরমান বলেছেন:
হা হা।
এখন কি অবস্থা?

৮৭| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

রহস্যময়ী কন্যা বলেছেন: ভাইয়া আপনি আলসেমি ছেড়ে দিন আর আমরা এরকম সুন্দর গল্প পড়তে থাকি।শুভকামনা আপনার জন্য

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

একজন আরমান বলেছেন:
হা হা।

ধন্যবাদ আপু।

চেষ্টা করবো। :)

৮৮| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

অপেক্ষাই রইলাম।

ভালো থাক নিরন্তর।

২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

একজন আরমান বলেছেন:
অপেক্ষার প্রহর মনে হয় শেষ হল। :)

৮৯| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

বোকামন বলেছেন:







লেখাটিতে সম্ভবত প্র: ব্লগে পড়েছিলাম ......
মন্তব্য করেছি

শুভকামনা

২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। ওখানেও দিয়েছিলাম।

ধন্যবাদ। :)

৯০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৯

আফসিন তৃষা বলেছেন: উদাস উদাস গানওয়ালা উদাস অণুগল্পে প্লাস দিলাম না। আমারে উৎসর্গ করেন নাই ক্যা? X(

২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৯

একজন আরমান বলেছেন:
হা হা
ওহে বালিকা তোমাকে দেখিয়া আমার হিয়া নড়িয়া উঠিল। তোমার আগমনে আমার ব্লগ আজ আলোকিত হইলো।

মাঝে মাঝে তব দেখা পাই,
চিরদিন কেন পাই না?

আর একটা কথা আছে না- চোখের আড়াল মানেই মনের আড়াল !
তাই হয়তো সাময়িক মনের আড়ালে ছিলে !

পরের কোন সুন্দর গল্প তোমাকে উৎসর্গ করবো নে।
আমি তো তোমার মতো সুন্দর করিয়া লিখিতে পারি না। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.