নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

তোমারই প্রতীক্ষায়...

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩





তোমারই প্রতীক্ষায় বসে থাকি জানালারই ধারে,

চেয়ে থাকি ওই পথপানে,

জানি হয়তো একদিন আসবে তুমি আমায় নিতে,

কিন্তু-

অপেক্ষার প্রহর যে বড়ই বেদনাময়,

প্রতিটা ক্ষণই মনে হয় যেন এক একটি যুগ।

তাতেও দুঃখ নেই !

তোমারই জন্য-

শত সহস্র যুগ আমি অপেক্ষা করে যাবো।

শুধু একবার ফিরে আসো আমারই কাছে।

পূর্ণ করো আমায়,

রাঙ্গিয়ে যাও তোমারই ভালোবাসায়।।



- একজন আরমান

০১/০৩/২০১৩

রাত ০৩:১৭:৫০



উৎসর্গঃ

আমার খুব পছন্দের একটি পিচ্চি কাপলকে। (ফাহিম ও নুহাশকে)



আমার কথাঃ

এর আগের সব কবিতা একজন ছেলের দৃষ্টিকোণ থেকে লিখেছি। কিন্তু এটাই প্রথম কবিতা যেটা একজন মেয়ের দৃষ্টিকোণ থেকে লিখা।

মন্তব্য ১৩০ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১৩০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল।

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

একজন আরমান বলেছেন:
ওইত্তেরি...
তুমি দেখি পরপর দুবার প্রথম হলে। এবার হ্যাট্রিক চাঞ্চ। :)

২| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

কালোপরী বলেছেন: :)

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

একজন আরমান বলেছেন:
আপু আমি কিন্তু আপনার শত্রু না। :(

৩| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে..মেয়েলি কবিতা ভাল লিখেছেন কবি......প্রতিক্ষা অপেক্ষা ব্যথা বেদনা যন্ত্রণা ছাড়া কতিা জমেনা..ব্যাথার চেয়ে সুন্দর কোন রং পৃথিবীতে নাই ৩য় +++

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

একজন আরমান বলেছেন:
কবি বলে লজ্জা দিবেন না সেলিম ভাই।

অনেক অনেক ধন্যবাদ।

অপেক্ষা ব্যথা বেদনা যন্ত্রণা ছাড়া কবিতা জমেনা।
সহমত।

৪| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: কবিতা পড়তে সবসময়ই ভালো লাগে। রোমাঞ্চে আছে দুর্বলতা।

অনেক সুন্দর।

লিঙ্গ ভারসাম্য কি প্ল্যান করে করেছেন নাকি লেখার পড় বুঝেছেন? :P

++++++ নেন

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

একজন আরমান বলেছেন:
হা হা।

আগে থেকেই প্ল্যান করে লিখেছি। আপনার মন্তব্য সন্দেহজনক। :P

৫| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

কালোপরী বলেছেন: কথা বলে লাভ কি ভাইয়া


সেফ অথচ প্রথম পাতায় এক্সেস নাই

কথা যে বলতে দিচ্ছে এই বেশি

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

একজন আরমান বলেছেন:
একজনের উপরের ক্ষোভ অন্য জনের উপর দেখানো কি ঠিক?
আমরাআছি আপনার সাথে। :)

৬| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

শান্তা273 বলেছেন: শত সহস্র যুগ আমি অপেক্ষা করে যাবো।
শুধু একবার ফিরে আসো আমারই কাছে।
পূর্ণ করো আমায়,
রাঙ্গিয়ে যাও তোমারই ভালোবাসায়।।

ভালোলাগা জানালাম।

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৭| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: সন্দেহের কি পাইলেন? ভাই

সাদা মনের মানুষ আমি ভেজাল বুঝি না।

;) ;) ;)

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

একজন আরমান বলেছেন:
সাদা মন নিয়া আবার চোখ মারেন?
গতিবিধি খুবই সন্দেহজনক। ;)

৮| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: আচ্ছা যান আর চোখ মারুম না এখন থেইক্কা চশমা লাগায় থাকুম্নে B:-) B:-) B:-) B:-)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

একজন আরমান বলেছেন:
হে হে।
আপনে কি এখন থিকা আবার আমাকে ফলো করা শুরু করলেন নাকি? ;)

৯| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লেগেছে আরমান ভাইয়া! :)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

১০| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

দুঃখিত বলেছেন: সে তো ফিরে আর আসে না, ও ওও্ ওয়ো ওয়ো ও ও ............... :(

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

একজন আরমান বলেছেন:
ও ওও্ ওয়ো ওয়ো ও ও ...............

এইগুলান কি? কান্নার শব্দ নাকি? B:-) B:-) B:-)

১১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন: অদ্ভুত ভাল লাগল! আপনার ভাললাগার কাপলের জন্য শুভেচ্ছা রইল।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

১২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:১০

বাংলার হাসান বলেছেন: ভাল লাগল!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই। :)

১৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০

বটবৃক্ষ~ বলেছেন: হুম ভালো হয়েছে........+ :)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
কি খবর আপনার?
কোন খোঁজ খবর নেই যে অনেকদিন !

১৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:

কবিতায় ভালো লাগা।




আমার মনে হয় যাদের দৃষ্টি কোন থেকে লিখেছিস তারা কখন এভাবে অপেক্ষা করে না। :(




++++++++++++

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৮

একজন আরমান বলেছেন:
হতে পারে !
দুনিয়া বড়ই আজিব রে !! :(

১৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

জেমস বন্ড বলেছেন: ভাল লিখেছেন ;)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩

একজন আরমান বলেছেন:
তাই নাকি? ;)

১৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

জুন বলেছেন: মেয়েদের মনের কথা ভালো লাগলো একজন আরমান :)
+

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ জুন আপু। :)

১৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ভাল লাগলো

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

১৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

shfikul বলেছেন: সুন্দর।সাদা মাটা কিন্তু খুব ভালো লেগেছে আরমান ভাই।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

একজন আরমান বলেছেন:
আমার মনে হয় আমি সিরিয়াস কবিতা লিখি না মানে লিখতে পারি না। আগের কবিতাটা একটু সিরিয়াস ছিল।

আমার মন থেকে সব সহজ কথাই প্রকাশ পায় ভাই।

অনেক ধন্যবাদ।
ভালো থাকুন। :)

১৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০

বটবৃক্ষ~ বলেছেন: এইতো চলছে একরকম...তেমন কুনু খবর নাই:):)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

একজন আরমান বলেছেন:
ওহ আচ্ছা।
তা বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিচ্ছেন কবে?
আগামি শুক্রবার?

২০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল লেগেছে কবি। :)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

একজন আরমান বলেছেন:
হা হা।
মুবিন ভাই কবি বলে লজ্জা দিবেন না। :!> :#> :)

২১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

রহস্যময়ী কন্যা বলেছেন: শত সহস্র যুগ আমি অপেক্ষা করে যাবো।
শুধু একবার ফিরে আসো আমারই কাছে।
পূর্ণ করো আমায়,
রাঙ্গিয়ে যাও তোমারই ভালোবাসায়
সুন্দর কবিতা।ভালো লাগলো।:)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মিস্টিরিয়াস গার্ল :)

২২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

কালোপরী বলেছেন: রাগ করিনি তো
করেছিলাম অভিমান
কেউ বুঝল, কেউ বুঝল না

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১

একজন আরমান বলেছেন:
এটাই নিয়ম আপু।
কেউ বুঝবে আর কেউ বুঝবে না।
সবাই তো আর এক না। :)

২৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সহজ সুন্দর কবিতা।

ভালো লাগলো।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

২৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

বোকামানুষ বলেছেন: ভাইয়া তো দেখি মেয়েদের দৃষ্টিকোণ অনেক ভাল জানেন :P

কবিতা ভাল লেগেছে :#)

১০ ভাললাগা

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

একজন আরমান বলেছেন:
হা হা।
সবই কিচ্ছু করার নেই। সবই সময়ের দাবি ! :P

ধন্যবাদ আপু। :)

২৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ চমৎকার। সুন্দর।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। :)

২৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা এখন মাইয়া ভার্সন ও শুরু হইছে না!!


কালে কালে আরো কত কি দেখাইবিরে আরমান :P =p~

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮

একজন আরমান বলেছেন:
ভাই এইটা না।
আরও আছে।
সামনে ডুয়াল ভার্শনের দুইটা কবিতা আসতেছে।
এক প্লটে দুইটা কবিতা। :)

২৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: মেয়ের দৃষ্টিকোণ থেকে লেখা!!!! থাক, কিছু বললাম না।


যাই হোক, ভাল লেগেছে...

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

একজন আরমান বলেছেন:
নাহ বলে ফেলো।
মানা করেছে কে?

২৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

অন্ধকার রাজপুত্র বলেছেন: খুব ভালো লিখেছেন +++++++++++

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রাজপুত্র। :)

২৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

রাতুল_শাহ বলেছেন: ঐ মেয়েটার কি ভাই আছে , আরমান ভাই?

যদি থাকে তাহলে কোটি সহস্র অপেক্ষা করলেও অপেক্ষা করা শেষ হবে না।

যদি ভাই না থাকে, তাহলে তাদের বাড়ির পাশের রাস্তা খারাপ।

যাহোক কবিতা বেশ ভাল লাগলো। কাউকে এখন জানালার পাশে দেখলেই.......................

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০

একজন আরমান বলেছেন:
বুঝি নাই ভাই।
একটু খোলসা করে বলেন।

৩০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

শ্রাবণ জল বলেছেন: সুন্দর লিখেছেন, আরমান।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৩১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

মামুন রশিদ বলেছেন: তোমারই প্রতীক্ষায় বসে থাকি জানালারই ধারে,
চেয়ে থাকি ওই পথপানে,
জানি হয়তো একদিন আসবে তুমি আমায় নিতে,

নিচে ব্যাখ্যা না দিলে আজকে খপর হইতো :-0 ;)

যাইহোক, শেষের কবিতায় অমিত-লাবণ্য এই কাজ করেছিলো । মানে অমিত বলেছিলো মেয়ের আর লাবণ্য বলেছিলো ছেলের কথা ।

ঠিকাচে, বাকীটা অন্য সময় হপে । কবিতা ব্যাফুক ভালু হইছে ;);)

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

একজন আরমান বলেছেন:
হেহে। আপনার মতো পাবলিকের জন্যই এই পাদটীকা দেওয়া। ;)

আর আপনি জানেন না যে রবি আমার গুরু? ;)

৩২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

নিশীপাখি বলেছেন: আশা করছি কবিতার আসার প্রতিক্ষা খুব বেশি দীর্ঘ হবে না :D

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
হা হা।
কাল্পনিকের বাস্তবায়ন হয় কি?

৩৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভালো লাগা :) :)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মূর্খ ভাই। :)

৩৪| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯

দুঃখিত বলেছেন: এইটা প্রাকৃতিক কাজ সাড়ার সময় গাইতে গেলে বিশেষ উপকার পাওয়া যায়, তাই তোমারে টিপস হিসেবে দিলাম। যাও প্রবলেম সল্ভড, এখন ১০০ টাকা দিয়া কাইট্টা পরো । ;) ;)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
হুরর বেডা ! /:) /:) /:)

৩৫| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নারী , পুরুষ কোন দৃষ্টিকোণই তো বাদ দিচ্ছেন না গুরু !!
সামনে আর কি কি দেখাবেন বলেন তো ?? :P


কবিতা চমৎকার হইছে ।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

একজন আরমান বলেছেন:
ওহে বালক অপেক্ষায় থাকো।

সবই...
...

...

...

আসছে... :P

৩৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩

অনীনদিতা বলেছেন: মিস্টি মধুর প্রতিক্ষা :)
ঐ পিকটা ধার নেন;)
দারুণ মানাবে :P :P

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২

একজন আরমান বলেছেন:
কোন পিকটা?

৩৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫

রুদ্র মানব বলেছেন: সুন্দর কবিতা , ভাল লাগলো B-)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৩৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

শিপন মোল্লা বলেছেন: বেস সুন্দর কবিতা।

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই :)

৩৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২০

পেন্সিল স্কেচ বলেছেন: অপেক্ষা অনেক কষ্টের কাজ :( কবিতা ভালো লাগে , অসাধারন লিখেছেন ++++++++++++++

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

একজন আরমান বলেছেন:
হুম। অপেক্ষা বড়ই কষ্টের।
ধন্যবাদ ভাই। :)

৪০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৮

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

সুন্দর! ভালো লাগলো :)

৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৪১| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৮

স্বপনবাজ বলেছেন: আইচ্ছা এখন মাইয়া ভার্সন ও শুরু হইছে না!!
তবে কবিতা ভালো হইছে !

৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭

একজন আরমান বলেছেন:
আপনারা নারীবাদীরাই তো আর না হইলে আবার আমারে ধইরা পিটানি শুরু করবেন ! :P :P :P

ধন্যবাদ ভাই। :)

৪২| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

এরিস বলেছেন: Kobita pore mon kharap hoyeche.. Ekta kotha khub sundor legeche, kintu mobile diye qoute kora jacchena.. X(( X(( X((

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

একজন আরমান বলেছেন:
আমার সাথে রাগ করছেন কেন? :(

কোন কথা?
এমনি লিখে দেন।

৪৩| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

রাফা বলেছেন: এত সুন্দর কথা লিখেন কিভাবে!

একজন মেয়ের দৃস্টিকোন থেকে প্রতিক্ষার কবিতা ভালো লাগলো।

ধন্যবাদ ,আরমান ভাই।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

একজন আরমান বলেছেন:
কি যে বলছেন !
এই যদি সুন্দর হয়, তবে তো মনে হয় সুন্দরের সংজ্ঞাই পরিবর্তিত হয়ে যাবে !!

অনেক অনেক ধন্যবাদ ভাই। :)

৪৪| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১১

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৪৫| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

রোমেন রুমি বলেছেন: সুন্দর!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৪৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

শীলা শিপা বলেছেন: কবিতাটা ভাল লাগল। মেয়ে ভার্সন শুরু হলো । দেখা যাক কতদিনে মেয়েদের বুঝে উঠতে পারেন। ;)

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

আপনি সাহায্য করলে আশা করি বেশি সময় লাগবে না। ;)

৪৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে আমরা ক’জন প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করছি।

প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে

নিয়মাবলীঃ
অনশন চলাকালে পানি খাওয়া যেতে পারে
আপনাদের মধ্যে যে কেউই আমাদের সাথে এই সংহতি প্রকাশ ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে পারেন – যদি করতে চান তাহলে নিম্নে Comment এ আপনার নাম দিন এবং উপরোক্ত সময়সূচী অনুসারে অনশন শুরু ও আগামীকাল আম্মাদের অনশন মঞ্চে চলে আসুন

~ প্রজন্ম কানাডা

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন:
কানাডার খবর দিয়া কি হবে? আমাদের দরকার শাহবাগের খবর।

৪৮| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

মেহেদী হাসান মানিক বলেছেন: আশিক মাসুম বলেছেন: আইচ্ছা এখন মাইয়া ভার্সন ও শুরু হইছে না!!
:-P :-P :-P :-P :-P :-P :-P

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন:
বমি করেন কেন?
গতিবিধি সন্দেহজনক ! ;)

৪৯| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

যুবায়ের বলেছেন: চমৎকার কাব্য....
কবিতায় ভালোলাগা++

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ যুবায়ের ভাই। :)

৫০| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: সুন্দর তবে একটু ছোড হই গেচে ।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯

একজন আরমান বলেছেন:
ভাই মাইয়াগো দৃষ্টিকোণ থিকা আর বড় করতে পারি নাই।

আর কিছু জিনিস ছোটই ভালো।

রবীন্দ্রনাথের প্রথম কবিতা -

জল পড়ে,
পাতা নড়ে।

৫১| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

মাক্স বলেছেন: সুন্দর হৈসে!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫২| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

রাইসুল সাগর বলেছেন: কান্না কাডি ভালুলাগেনা। কবিতায় + দিলাম তয় ভাব আর ভন্ডামি দেকতারিনা..।। টাকা আর ভালোবাসা এখন সমানুপাতিক!! পেঁচার মুখে কুকিল এর ডাক!! কাক ও একটা পাখি আর ঘ্যাংগট ও একটা মাছ!! :-P :-P :-P :-P

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

একজন আরমান বলেছেন:
ভাইয়া কারে কইলেন?
ঝাতি জানতে চায়। ;)

৫৩| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর...................

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫৪| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বড়ই সুন্দর হইছে ভাই!!

২৩তম +++

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬

ইউসুফ আলী রিংকূ বলেছেন: সুন্দর +++++++++++++++++

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৫৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: ফেবু আইডি ডি অ্যাকটিভ আছে। সামনে স্বপ্নবাজের ইভেন্ট থাকতে পারে। থাকলে আবার অ্যাকটিভ করব। তখন চ্যাটে বলব...

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮

একজন আরমান বলেছেন:
ওরে বাবা। বেশি সিরিয়াস কিছু হলে এসএমএস করতে পারো আমার নাম্বারে।

৫৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

টুনটুনি সুখি বলেছেন: :) :)

৩১ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

একজন আরমান বলেছেন:
কি বুঝালেন ? :||

৫৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

সিয়ন খান বলেছেন: প্রতীক্ষার পালা শেষ হোক
কবিতায় ++++

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

টুনটুনি সুখি বলেছেন: কবিতা ভাল হইছে , :) :)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৬০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭

দুঃখিত বলেছেন: মাইরালা আমারে মাইরালা :( :( :( নাহ তোর কবিতা দেইখা কই নাইক্কা , এইডা আমার আর তোর বানানো ছায়াছবির নাম :D :D :D :D B-)) B-))

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

একজন আরমান বলেছেন:
নায়িকা কারে রাখবি? ;) ;) ;)

৬১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২৭

দুঃখিত বলেছেন: হুনছি বর্ষা নাহি অনন্ত রে তালাক দিছে, এইডাই তো আমাগো লইজ্ঞা মোক্ষম সময়। ;) ;) ওরে খালি যাইয়া কইতে হইবো যে উই আর পম ভাষানচর ;) ;)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১০

একজন আরমান বলেছেন:
হে হে।
আর কোন অপশন রাখবি না? ;) ;) ;)

৬২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

মেহেরুন বলেছেন: ++++++
Click This Link

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

একজন আরমান বলেছেন:
ওকে আপু।

৬৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

সায়েদা সোহেলী বলেছেন: মেয়েদের ভাবনায় লিখেছ দেখেই কি জানালার ধারে? ?
ছেলে হলে অপেক্ষায় থাকতো কই?
গাছের নিচে? :)

আমাকে কেউ নিতে আসবেনা তারপরেও অপেক্ষায় থাকতে হয় :(
কি জন্য বলতে পারে আরমান কে ( ) হবে :)

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
হুম। ঠিক ধরেছেন। গাছের নিচ বা নদীর ধার কিংবা ছাদের ট্যাঙ্কি !


দেশে আসার জন্য?

৬৪| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৪৬

জলপরী১৮ বলেছেন: কবিতাটা দারুন.সাথে ছবিটাও...।

০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৬৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০১

অপ্রচলিত বলেছেন: মেয়ের দৃষ্টিকোণ থেকেই তো দেখছি বেশি ভালো কবিতা লেখা হয় :P :P

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

একজন আরমান বলেছেন:
ইয়ে মানে সব এঙ্গেল থেকেই ট্রাই করলাম আর কি ! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.