নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| একটি ঝড়ের রাত এবং আসিফ ভাইয়ের ট্রাউজারস হারানোর গল্প ||

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:০০





রাত ৪ টা ১০ কি ১২ হইবে। কানে হেডফোন লাগাইয়া রুপম এর গান শুনিতেছিলাম।B-) হঠাৎই মনে হইল কে যেন দরজাতে জোরে জোরে আঘাত করিতেছে। হেডফোন খুলিয়া আবার শিওর হইলাম যে বেলকনি এবং বাথরুমের দরজাতে জোরে জোরে কে যেন আঘাত করিতেছে। মনে হইলো কোন পেত্নী আমার নিকটে আসিতে চাইতেছে।:|| আমার মতো একজন সুদর্শন পুরুষকে রুমে একা পাইয়া তাদের এমন বাসনা হইতেই পারে।:!> যেইখানে মানবীদের পর্যন্ত এহেন ইচ্ছা জাগ্রত হয় সেইখানে পেত্নীই বা কম যায় কিসে?;) ভয়ে গায়ের প্রত্যেকটা লোম দাঁড়াইয়া গেল। :-&



তাড়াহুড়া করিয়া রুমের বাতি প্রজ্জলন করিলাম। সাহস করিয়া বেলকনির দরজা খুলিতেই দেখি বাহিরে প্রচণ্ড ঝড় হইতেছে।:-/আমি দেখিলাম বেলকনিতে শুকাইতে দেওয়া আমার প্যান্ট শার্ট ইতোমধ্যে পুনরায় ভিজিয়া একাকার হইয়া গিয়াছে।:-P তাড়াতাড়ি ইহাদের রুমের মধ্যে আনিয়া রাখিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলিতে না ফেলিতেই আবার অস্বস্তিতে পড়িলাম। কারণ আমার লুঙ্গি ! দেখিলাম আমার লুঙ্গিখানা পুরোপুরি ভিজিয়া চুপসাইয়া গিয়াছে।/:) পাঠক আপনার এহেন চিন্তা করা মোটেও উচিৎ হয় নাই।X( হ্যাঁ অবশ্যই বৃষ্টির পানিতে আমার লুঙ্গি ভিজিয়া গিয়াছে, অন্য কিছু নয় ! ;)



যাহাই হইলো মোটেও শুভকর কিছু হয় নাই। বৃষ্টির পানিতে আমার লুঙ্গি ভিজিয়া আমাকে যে অস্বস্তিতে ফেলিয়া দিয়াছে সেই অস্বস্তি নিয়াই আমি বেলকনিতে কিছুক্ষন দাঁড়াইয়া রইলাম। ভাবিলাম কোন সুন্দরী রমণী থাকিলে এই মুহূর্তে তাহার সহিত ছাঁদে ভিজিতে পারিলে মন্দ হইতো না।:!> কিন্তু আপচুচ !:| আবার ভাবিলাম একা একাই যাই, ছাদ হইতে ভিজিয়া আসি। কিন্তু পেত্নীর ভয়ে যাইবার সাহস করিলাম না।:-& কারণ পেত্নীর সাথে রোমান্টিসিজম করা বিপদজনক হইতে পারে !/:) ইহা ভাবিতেই মনটা আবার খারাপ হইয়া গেল। আমি রুমের মধ্যে পুনরায় গমন করিলাম।



রুমের ভেতরে আসিতেই দেখি বিদ্যুৎও পলায়ন করিয়াছে। এমন সময় রুমে কে যেন করা নারিলো। কিছু না ভাবিয়া দরজা খুলিতেই দেখি আমাদের মহামান্য ফেলুদা বা গান্ডুদা ওরফে আসিফ ভাইয়ের আগমন।B:-) আসিফ ভাইয়ের নামকরণের সার্থকতা না হয় আরেকদিন শুনাইবো।:P যাই হোক তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে কহিলেন, "আরমান ছাঁদে যাবি?" আমি উত্তরে কহিলাম, "আপনি কহিলেন, আর আমি যাইবো না ইহা কি হইতে পারে দাদা?" B-)অতঃপর দুইজনে ছাঁদে গমন করিলাম।



ছাঁদে যাইয়া আমি আমার এক বৎসরের সুপ্ত বাসনা পূর্ণ করিলাম।B-)) বৃষ্টির পানিতে স্নান করিতে লাগিলাম। হিমশীতল পানির সাথে সৃষ্টিকর্তার উপহার ছিল শিলা।;) না ইহা কোন রমণী বা পেত্নী কিংবা কোন হুর পরী না, নিতান্তই বরফের টুকরা !:P আমি যখন কল্পনার সাগরে ভাসিতেছি এমন সময় বোধ করিলাম আসিফ ভাই কিছু খুঁজিতেছেন।B:-) ভাবিলাম তিনি অন্ধকারে রত্ন খুঁজিতেছেন !:-B জিজ্ঞেস করিতে তিনি কোন উত্তর দিলেন না। আমি আবার আমার চিন্তার সাগরে ডুব দিলাম। কিন্তু কিছুক্ষন ডুব মারিবার পর প্রচণ্ড ঠাণ্ডা অনুভব করিতে লাগিলাম। ভাইকে বলিলাম, "ভাই চলেন। শীত অনুভব করিতেছি।" ভাই কিছু না বলিয়া আমার সঙ্গে রুমে আসিয়া পড়িলেন।



বাথরুম থেকে কাপড় বদলাইয়া আসিয়া দাঁড়াইতেই ভাই স্নেহবাৎসল্যতাপূর্বক একটি ধুম্রশলাকা বাড়াইয়া দিলেন।:#) দুইজনে যখন নিকোটিন সুধা পান করিতেছি এমন সময় ভাই খুব ইমোশনাল হইয়া কহিলেন, আরমান আমার একটা ট্রাউজার হারাইয়া গিয়াছে।:( ছাঁদে শুকাইতে দিয়াছিলাম। এখন দেখিলাম নাই। ওইটা আমার খুব শখের ছিল রে। ইন্টারে থাকিতে কিনিয়াছিলাম !:P ট্যুরে গেলেই ওইটা লইয়া যাইতাম।" আমি ওনার চেহারার দিকে তাইকায়া দেখি বেচারার কাঁদো কাঁদো ভাব।:( তাহাকে সান্ত্বনা দেবার নিমিত্তে কহিলাম, " ভাই আপনি বিবিএ পাশ করিয়া বাহির হন আমি আপনার বিবাহে উহার চাইতেও সুন্দর একটি ট্রাউজার আর সাথে আরও কিছু গিফট করিবো। ":P;)



উৎসর্গঃ সাময়িক ব্যাচেলর আমাদের প্রিয় ঘুড্ডির পাইলট ভাইকে।



আমার কথাঃ ভাইয়ের জন্য আমার মনটাও অনেক খারাপ। :P আর আমি রম্য লিখতে পারি না। কিন্তু চেষ্টা চালালাম। বিশিষ্ট রম্য লেখক বড় ভাইয়েরা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন।

মন্তব্য ১২৪ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৬

বাংলাদেশী দালাল বলেছেন: ভুল ত্রুটি ক্ষমা করা গেল। তবে লুঙ্গি ভেজার ব্যাপারটা প্রশ্ন বিদ্ধ হইয়া রইল।

লাল কাল নীল কিছু কি কম্পিউটারে চলিতে ছিল?

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৯

একজন আরমান বলেছেন:
ভাই আমার কম্পুর স্ক্রিন তো সব সময়ই সাদা থাকে !
লাল কালো নীল কই পাবো? /:) /:) /:)

২| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩১

বাংলাদেশী দালাল বলেছেন: বলতে ভুলে গেছি রম্য কিন্তু ব্যসম্ভব ভাল হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৩

একজন আরমান বলেছেন:
হে হে।
আনন্দে আমার চক্কু চইতে অশ্রু কনা বাহির হইয়া গেলু ভাইজান। থাঙ্কু থাঙ্কু।

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৬

এম হুসাইন বলেছেন: আরেকটু বড় হৈলেও হৈতে পারিত............
+++ দিলাম
;) :)


০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৮

একজন আরমান বলেছেন:
ভাই বৃষ্টিতে ভিজে চোখে ঘুম চলে আসছে। শুধু হুর পরী দেখি চোখে। তাই ঘোরের মধ্যে এর থেকে বেশি আর কিছু লিখতে পারলাম না। :(

আর আমি এমনিতেও আনাড়ি লেখক। আমাকে দিয়ে এর থেকে আর ভালো কি আশা করেন ? ! :|

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪২

এম হুসাইন বলেছেন: আপনারা আনাড়ি? :-* /:) তাহলে তো আমাদের মতো লেখক ব্লগ ছাইড়া পালাইতে হইবেক............


মাইরা লা আম্রে মাইরালা...... =p~

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

একজন আরমান বলেছেন:
এইডা কি কইলেন? :||:||:||

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৪

রাফা বলেছেন: সাধু ভাষার প্রয়োগে স্যাটায়ার তার পথ হারিয়েছে।তবুও ভালো লিগিলো বিধায় প্লাসিত করিতে বাধ্য হইলাম।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

একজন আরমান বলেছেন:
স্যাটায়ার না ভাই। আমি রম্য লিখার চেস্টা করেছি। আর রম্য লেখার ক্ষেত্রে আমি সাধু ভাষাকেই প্রেফার করি।

ধন্যবাদ ভাই। :)

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৯

বাংলার হাসান বলেছেন: উৎসর্গঃ সাময়িক ব্যাচেলর আমাদের প্রিয় ঘুড্ডির পাইলট ভাইকে।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

একজন আরমান বলেছেন:
হুম। তাই। ;)

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৮

এক্সপেরিয়া বলেছেন: বিশিষ্ট রম্য লেখাটি সুন্দর হৈছে ।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০০

বিশ্ব প্রেমিক বলেছেন: কে বলছে সাধু ভাষায় রম্য রচনা করা যায় না ? এই জটিল কাজটি আমাদের প্রিয় আরমান ভাই অতিশয় হেসে খেলে করে দেখিয়েছেন । ভাই রম্য লেখকদের মধ্যে আপনার স্থানটা অনেক উপরে উঠে গেল । অনেকদিনপর সাধুভাষায় রম্য রচনা পড়িয়া বিয়াফুক মজা পাইলাম । :D :D :D

আরমান ভাই, এই রচনাটি কোন মাইয়ারে দেখাইলে হেই নিশ্চিত আপনার প্রেমে পইড়্যা যাইবো । ;)

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬

একজন আরমান বলেছেন:
হা হা কি যে বলেন না। আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম। :!>:!>:#>

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

বিশ্ব প্রেমিক বলেছেন: আরমান ভাই, মানবী পেত্নী থাইক্যা বাচোনের লাইগ্যা জলদি কোন হুজুরের কাছ থাইকা তাবিজ লইয়া আহেন, নাইলে কইলাম মানবী পেত্নীদের হাতে আপনার খবর আছে । ;)

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

একজন আরমান বলেছেন:
আমি তাবিজ চাই না। আমি চাই তারা আম্রে মাইরালাউক। ;)

১০| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪০

জাকারিয়া মুবিন বলেছেন:
রম‍্য ভাল লেগেছে, কিন্তু প্লাস দিমুনা। আমি লিখতে পারিনা তাই। ;)

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

একজন আরমান বলেছেন:
তাইলে ২ টা মাইনাচ দিয়া যান। ;)

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন:
উৎসর্গঃ সাময়িক ব্যাচেলর আমাদের প্রিয় ঘুড্ডির পাইলট ভাইকে

উৎসর্গটা ভাল হইছে! ;)

রম্যও ভাল হইছে। :P

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

একজন আরমান বলেছেন:
আপনি কি জানেন যে ভাই কেন সাময়িক ব্যাচেলর? ;)

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Comotkar.

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই। :)

১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫

সিয়ন খান বলেছেন: আরমান সত্যি করে কও লুঙ্গি কেমনে ভিজাইসো :P :P :P :P
লেখা ভাল হইছে

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১

একজন আরমান বলেছেন:
ছিঃ আপনেও এইটা ভাবতে পারলেন? /:)/:)/:)

১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

আশিক মাসুম বলেছেন: প্রথমে আমিতো ভাবিয়াছিলাম আসিপ মদ্দিন পরে দেখি অন্য কিছু :)

তার পর পুরুষ পোলার সহিত নিশি রাইতে ছাঁদে, জাতির বিবেকে কুনু প্রশ্ন মাথা চারা দিয়ে উঠিলে আমি কি জানি!! :P :P :P :P =p~ =p~ =p~


বড়ই বিনুদুন ।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

একজন আরমান বলেছেন:
মাথার মইদ্ধে খালি দুই নাম্বারি চিন্তা ভাবনা।
হপে না, খেলপো না। /:)/:)/:)

১৫| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

এরিস বলেছেন: Chairman saheber moto Arman bhaikeo lungi tragedy te dhoreche.. :P
Sundor lekha.. Tobe title topic tar jonne boro bhaiyer dukkhobodhta bodhoy ektu besie hoye gelo...

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

একজন আরমান বলেছেন:
আরে ভাইয়ের দুঃখেই তো এই রম্য লেখা। :P :P :P

আর লুঙ্গির কথা নাই বা বললাম। :P :P ;)

১৬| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

মামুন রশিদ বলেছেন: প্রকাশ করা হয়েছে: কিঞ্চিত রম্য বিভাগে ।


জমে নাই । ;(

আসিফ ভাইয়ের ছাদে শুকাতে দেয়া ট্রাউজারই হারাতে হবে কেন ? বৃষ্টিতে স্নান করার সময় তার পরনের ট্রাউজার ও তো হারাইতে পারতো । :P =p~

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ ছিঃ

কি অচলিল কতা বাত্তা। ভাইয়ের মুখে কোন লাগাম নেই। /:)/:) ;)

১৭| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

অপরাজিতা নীল বলেছেন: সেরম হইসে :D

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

১৮| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬

বৃতি বলেছেন: ভাল লাগলো :) :) :)

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

১৯| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৯

আদম_ বলেছেন: মাইরা লা আম্রে মাইরালা......

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

একজন আরমান বলেছেন:
কেন ভাই আপনারে মারতে যামু কেন?:-/
শেষে মার্ডার কেসে ফাইসা যামু তো। /:)

২০| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

দোস্ত উপরে প্রচুর প্রশ্নের মুখোমুখি হয়েছ। তাই আমিও আর করলাম না । ;)



রম্য ভাললাগা।

++++++


জনতা জানতে চাই লুঙ্গি কেমনে ভিজাইসোস ????????????

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

একজন আরমান বলেছেন:
ধুর তুইও শুরু করলি? /:)

আরে বৃষ্টির পানিতে ভিজেছে।

২১| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

শীলা শিপা বলেছেন: X(( 8-| B:-) B-) ভালই চলতেছে।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

একজন আরমান বলেছেন:
কি ভালোই চলতেছে? :|| :|| :||

২২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪

অহন_৮০ বলেছেন: ভাই লুঙ্গিটা কি করিয়া ভিজাইলেন ?????? ;) ;) ;) ;)

রম্যও ভাল হইছে

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

একজন আরমান বলেছেন:
এইবারের মতো অফ যান মিয়া ভাই। ;)

২৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৫

ShusthoChinta বলেছেন: এই আসিফটারে কে রে ভাই? এর পরিচয় না জানায় তো পুরা রম্যখানাই এন্টেনার উপ্রে দিয়া গেছে!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

একজন আরমান বলেছেন:
এই আসিফটা আমার ভার্সিটির বড় ভাই।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

প্রতিভাবান বালক বলেছেন: '' তাহাকে সান্ত্বনা দেবার নিমিত্তে কহিলাম, " ভাই আপনি বিবিএ পাশ করিয়া বাহির হন আমি আপনার বিবাহে উহার চাইতেও সুন্দর একটি ট্রাউজার আর সাথে আরও কিছু গিফট করিব''

ঝাতি জানতে চায় আর কি গিফট করবেন? :P :P :P

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

একজন আরমান বলেছেন:
প্যাকেট। ;) ;) ;)

আপনার প্রতিভা দেখিয়া ঝাতি আজ পুলকিত। সব কিছু বাদ দিয়া কেবল গিফটের দিকে নজর গেলো। :P :P :P

২৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

সালমাহ্যাপী বলেছেন: হেহ রম্য তো ভালৈ হইছে :)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সালমা আপু। :)

অনেক দিন পর দেখা পেলাম।

২৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

সালমাহ্যাপী বলেছেন: হুম অনেক দিন পরই আজ ব্লগে সময় নিয়ে অনেক ব্লগারের লেখা পড়ছি। ধীরে ধীরে শেষ করবো।

বেশ কটা দিন ভীষন আপসেট ছিলাম তাই ব্লগে আসা হয়নি।

ভালো আছেন নিশ্চয় ?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

একজন আরমান বলেছেন:
হুম।
ভালো থাকার সংজ্ঞা জানা নেই। হয়তো আছি, কিংবা নেই !

আমরা সবাই কম বেশি ডিপ্রেসড থাকি কোন না কোন বিষয়ে, কিন্তু তাই বলে সময় কি থেমে থাকবে? :)

২৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

আশিক মাসুম বলেছেন: আরে নম্বর ঠিক আছে আমি খালি আসংকা করিলাম মাত্র :)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

একজন আরমান বলেছেন:
এইসব আশঙ্কা ভালু না। /:) /:) /:)

২৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

নূর আফতাব রুপম বলেছেন: মুই আর কি কইম বাহে, মুইও এক খান রম্ম লেখবার চাচ্ছি লাম তা মডু হালা মোখ ব্যান করি থুইছে বাধ্য হৈয়ে তুইয়ার কাছ থাকি মজা নিনু । তা বাহে এক খান সত্যি কথা কন ত লুঙ্গী ভিজিল কাংবা করি =p~ :!> :#> =p~ =p~ =p~ =p~

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

একজন আরমান বলেছেন:
আরে ভাই ইহা কি জাতীয় প্রশ্ন হইয়া গেলো নাকি? :|| :|| :||

২৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: sundor post valo laglo

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৩০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

ফালতু বালক বলেছেন: পাঠক আপনার এহেন চিন্তা করা মোটেও উচিৎ হয় নাই। হ্যাঁ অবশ্যই বৃষ্টির পানিতে আমার লুঙ্গি ভিজিয়া গিয়াছে, অন্য কিছু নয় !

B-) B-) B-) B-) B-) B-)

আমি তো মনে করলাম ;) ;) ;)

+++++++

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

একজন আরমান বলেছেন:
আমি এই জন্যই বলিয়া দিয়াছি। আমি জানি পাঠকের মন কলুষিত ! ;)

৩১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

দুঃখিত বলেছেন: রাইতের বেলা তাও ভোর রাইতে ঘুম থুইয়া ছাদে যাইয়া বৃষ্টিতে ভিজা, এইডা কি সুস্থ মাইনশের লক্ষন ?! B:-) ?! ?! তুই একলা গেলে পেত্নী ধরবে কেমনে ?!?! ?! /:) /:) কোন দিন ও হুনছোস যে একই মাইনশের এ পেত্নী দুইবার ধরে। :|| :|| :|| #:-S #:-S তোরে তো ঝার ফুকের দরকার দেহি। :-& :-& :-& সাবধানে থাহিশ :(( :| :| :| :|

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

একজন আরমান বলেছেন:
আমারে পেত্নীতে আগে ধরছে কেডায় কইলো?
আর যদি ধরেও তাও তো ছাইড়া গেছে। এহন নতুন কইরা ধরনের সম্ভাবনা আছে। ;) ;) ;)

৩২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

ফালতু বালক বলেছেন: কি পাঠকদের নিয়া কু ধারনা X( X(
আরমান ভাই, পাঠক গণ চেতলে কিন্তু খর আছে ;) ;) ;)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
ওহ। চরি চরি। আর কমু না। ;) ;) ;)

৩৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! গতরাতে আমারও ছাদে যাওয়ার ইচ্ছে ছিলো বাট মালিক বেটা ছাদে তালা লাগিয়ে রাখে /:)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

একজন আরমান বলেছেন:
আহারে।
ভাই আপনি কি ব্যাচেলর?
একটা সমাধান দিতে পারতাম তাহলে ! :P :P :P

৩৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

নষ্টছেলে তানিম বলেছেন: আরমান সাহেব আপনার মান্থলি ফিস কত আমি ব্লগে লেখা পড়া কিভাবে করতে হয় তাহা শিখিতে চাই আমি নাদান শিশু যদি কৃপা হয় আপনার !!!!!!!! :P :P :P

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

একজন আরমান বলেছেন:
ওহে বৎস তোমাকে ব্লগিং তো আমি শিখাইবো, কিন্তু তাহার আগে একটু ভুল সংশোধন করো। ফিস না বলিয়া বলো গুরুদক্ষিনা ! :P

কবিতা, ছোট গল্প, রম্য এক একটার জন্য এক এক রকম গুরুদক্ষিণা। তবে তোমার জন্য সুখবর এই যে তুমি আমার স্কুল বন্ধু বলিয়া কিছু ডিসকাউন্ট পাইতে পারো। :P :P ;)

৩৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

তোমার কবিতা সংকলনের কি হল সেটা পাচ্ছিনা কেন এখনো আমরা ?

তোমার গল্প লেখার হাত ভাল সেটা আমি আগেই বলেছিলাম।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
সংকলন বিষয়ক কথা আছে, ফেবুতে নক করেন। তাড়াতাড়ি।

এই সপ্তাহের মধ্যেই সংকলন পোস্ট দিতে চাই। মানে এর পরের পোস্ট ই হবে কবিতা সংকলন পোস্ট।

আর চাপা মারা বন্ধ করেন। আপনার লেখার কাছে আমার লেখা নচ্ছি।

৩৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তা কানে হেডফোন লাগাইয়া আমার কোন গানটা শুনতেছিলেন তখন ?? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

একজন আরমান বলেছেন:
ওই যে ওই গানটা, যেটা আপনার খুব পছন্দের।

ওরে আবুইল্লার মা, আমারে আর কান্দাইস না। =p~ =p~ ;)

৩৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

স্বপনবাজ বলেছেন: এই ঘটনা তাহলে ! আমি তো ভাবছি পোলাপান মিল্লা ওনার ট্রাউজার ছিনতাই করছে !

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
আরে এইসব ফাইজলামি করার বয়স আছে নাকি মিয়া ভাই?
বয়স হইছে না? /:)

৩৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৭

নষ্টছেলে তানিম বলেছেন: আমি তো তোমাকে পেত্নি ভর করা ওঝা ভাবছি তাই ফিস বলছি যাই হোক গুরুদক্ষিনা না গরুদক্ষিনা টা নিয়া চনফুসেদ :p

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

একজন আরমান বলেছেন:
ওই ব্যাটা শেষে কি কইলি? কিছুই বুঝলাম না।

৩৯| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

বোকা ডাকু বলেছেন: আমি ছুডু মানুষ। বুঝি একটু কম। তাই পরথমে তো ভাব্লাম আছিফ ভাই "মেঘের কোলে নাইতে নেমে" কোন ফাঁকে ট্রাউজারস হারাইয়া ফেলছে খিয়াল করে নাই। আহা বেচারা :-* :-*

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

একজন আরমান বলেছেন:
আহা বেচারা। :P :P :P

৪০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

অনীনদিতা বলেছেন: হাসতেই আছি :P :P

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১০

একজন আরমান বলেছেন:
হাসতে হাসতে আবার পইড়া যাইয়েন না। :P :P :P

৪১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

জেমস বন্ড বলেছেন: চরম লিখিয়াছেন মশায় , মনে হইলো সাক্ষাত শরতচন্দ্র পড়িলাম
আহা লুংগি খানা কি শুধু পানিতেই ভিজিয়াছিল. :P

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

একজন আরমান বলেছেন:
ধইন্না ভাইজান।
জি শুধু পানিতেই, এবং অবশ্যই বৃষ্টির পানিতে। :P :P ;)

৪২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: সাময়ীক ব্যাচেলর হইয়াছি বলিয়া আবার নিয়মিত ব্যাচলরেরা মাইন্ড করিয়াছে কিনা বুঝিতে পারিতেছি না ।


যাহা হউক , লেখা ভালো হইছে ! কিন্তু লুংগি খানা না ভিজাইলেও পারিতে ! ভুত প্রেত এইসব কল্পনা , সত্যিকারের কিছু নহে , মনে সাহস রাখিও লুংগি ভিজিবে না ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩

একজন আরমান বলেছেন:
হে হে।

ভাই লুঙ্গি তো বৃষ্টির পানিতে ভিজিয়াছিল। অন্য কিছু না। /:) /:) /:)

৪৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০০

কাজী মামুনহোসেন বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: সাময়ীক ব্যাচেলর হইয়াছি বলিয়া আবার নিয়মিত ব্যাচলরেরা মাইন্ড করিয়াছে কিনা বুঝিতে পারিতেছি না ।


যাহা হউক , লেখা ভালো হইছে ! কিন্তু লুংগি খানা না ভিজাইলেও পারিতে ! ভুত প্রেত এইসব কল্পনা , সত্যিকারের কিছু নহে , মনে সাহস রাখিও লুংগি ভিজিবে না ।

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩

একজন আরমান বলেছেন:

হে হে।

ভাই লুঙ্গি তো বৃষ্টির পানিতে ভিজিয়াছিল। অন্য কিছু না। /:) /:) /:)

৪৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৮

মাক্স বলেছেন: রম্য ভালা হৈসে তয় ইমুর জোর লেখাত্তে কিঞ্চিত বেশিই ছিল ;)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১

একজন আরমান বলেছেন:
লেখার জোর কম বইলাই তো ;) ব্যাবহার করেছি। :P

৪৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

বনলতা মুনিয়া বলেছেন: আইজকা রাইতেও ইরাম ঝাকানাকা বৃষ্টি হওনের দরকার ছিল। তোর কাহিনী পইড়া বৃষ্টি মিচ করতাচি :(

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২

একজন আরমান বলেছেন:
হুম।
বাসায় থাকলে বৃষ্টি হইলে মিচ নাই। এক লাফে ছাদে।

৪৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

এ্যাপোলো৯০ বলেছেন: ভালোই চলছে তাহলে?

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

একজন আরমান বলেছেন:
কি চলছে ভালো? B:-) B:-) B:-)

৪৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

রাইসুল নয়ন বলেছেন: দেখি কয়েকটা দিন একটু সামাল দেও, চাকরী পাইলেই বিয়া করামু ।

রম্য ভালো হইছে,
বহুমুখী প্রতিভার অধিকারী তুমি ।

আসলেই ভালো হইছে ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

একজন আরমান বলেছেন:
আপনে বিয়া করলে আমার লাভ কি?
শালি আছে নাকি? :P :P :P

৪৮| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

মেহেরুন বলেছেন: দারুন লিখেছিস :) ++++++

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৪৯| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪

লাবনী আক্তার বলেছেন: ও বায়ে মোর দারে লেহা অনেক ভালা লাগছে, বজ্জ??


তাড়াতাড়ি একটা "শিলা" পাও সেই দুয়া করতেয়াছি! ;) ;)

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন:
এহান আফা এইরহম কতা কইলেই কি হইবে?
খালি দোয়ায় কি হয়? খুইজ্জা দেন না একটু। ;) ;) ;)

৫০| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

বটবৃক্ষ~ বলেছেন: রম্য ভালো....+

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫১| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

রিমন রনবীর বলেছেন: ক্ষেকজ!! আসিফ ভাইয়ের ট্রাইজারের চাইতে আপনার লিঙ্গিখানা হারাইলে বরং রম্যখানা আরো লুলীয় হইত :-0
পেলাচ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০

একজন আরমান বলেছেন:
এতো লুলিয় দেখতে খালি মুঞ্চায় কেন? /:) /:) /:)

৫২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: =p~ =p~ =p~

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪১

একজন আরমান বলেছেন:
=p~ =p~ =p~

৫৩| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:
সংকলন পোস্ট কোথায় ?

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

একজন আরমান বলেছেন:
রেডি হচ্ছে ভাই। অনেক কষ্টসাধ্য কাজ লিঙ্ক অ্যাড করা। তাই একটু সময় লাগছে।

৫৪| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

সোনালী ডানার চিল বলেছেন:
খুবই চমৎকার ++++++++++++
শুভকামনা ব্রো!!

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫৫| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪২

স্পাইসিস্পাই001 বলেছেন: আরমান ভাই রম্য ভাল হয়েছে......+++++++

ধন্যবাদ .... ভাল থাকবেন.....

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২০

আমি তুমি আমরা বলেছেন: চালিয়ে যান :)

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫৭| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা কি প্রথম রম্য লিখলে? যদি তাই হয়, তাহলে মোটামুটি প্রচেষ্টা।
আর যদি প্রথম না হয়, তাহলে বলব, খুব বেশি একটা ভালো লাগে নাই। এর চাইতে ভালো লেখা তোমার দেখেছি।

সাধুর ভাষার প্রয়োগটি যদি আরো ভালো জানতে পারো তাহলে মনে হয়, আরো সুন্দর লাগবে। এই ক্ষেত্রে ব্লগার আফসিন তৃষার সাপ্তাহিক (অনিয়মিত) খাবার পত্র সিরিজটা পড়ে দেখতে পার। সাধু ভাষার ব্যবহার তিনি বেশ চমৎকার জানেন। :)

অনেক শুভ কামনা রইল।

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
চেস্টা করে দেখবো ভাইয়া।

ধন্যবাদ। :)

৫৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩

ফারজানা শিরিন বলেছেন: ঝড় আসুক । একটু শান্তি চাই । ঃ (

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

একজন আরমান বলেছেন:
ঝড়ের মাঝে কি নেই? !
কেউ কেন বোঝে না কারো মনের কথা?

৫৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আরমান, কি হয়েছে?

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৩

একজন আরমান বলেছেন:
কিছু না স্বর্ণা।
মন খারাপ ছিল। তাই পোস্ট ড্রাফ্‌ট করে ফেলেছিলাম।
এখন মনে হল নিজের জন্য অন্যকে বঞ্চিত করা ঠিক না। তাই আবার সব ফেরত নিয়ে আসছি। :)

৬০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: :P :P =p~





এখন মনে হল নিজের জন্য অন্যকে বঞ্চিত করা ঠিক না। তাই আবার সব ফেরত নিয়ে আসছি ।++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

একজন আরমান বলেছেন:
হুম। সেটাই।
আত্মোপ্লব্ধি হল কারও কথায় !
তাই ফেরত নিয়ে আসলাম আবার।
নিজের কষ্ট নিজের মাঝে চাপা রাখাই বুদ্ধিমানের কাজ ! :)

৬১| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৪৩

জলপরী১৮ বলেছেন: কিন্তু পেত্নীর ভয়ে যাইবার সাহস করিলাম না।:-& কারণ পেত্নীর সাথে রোমান্টিসিজম করা বিপদজনক হইতে পারে ! হিহি

অন্নেক ভালো লাগলো।বৃষ্টির কথা কোত্থাও শুনলেই পাগল হয়ে যাই। ভীষণ সাজতে ইচ্ছে করে। হাত ভতি কাঁচের চূড়ি,পায়ে আলতা,নুপুর আর পিঠময় এলোচুল!!!!!

০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৩

একজন আরমান বলেছেন:
হে হে
বৃষ্টি দেখলে আমিও পাগল হয়ে যাই, বৃষ্টিতে ভেজার জন্য। :)

৬২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: লুল রে লুল

০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০২

একজন আরমান বলেছেন:
ব্যাপার না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.