নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৬

আমি একজন আরমান এবং কান্ডারী অথর্ব আমরা দু’জনে মিলে ঠিক করেছিলাম প্রতি মাসে ব্লগারদের প্রকাশিত কবিতা থেকে সংকলন বের করবো। সেই চিন্তা থেকেই গত মাসে আমরা প্রথম সংকলন শুরু করি।





কবিতাগুলো কোন ভাবেই কোন প্রকার প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে নির্বাচন না করে বরং চেষ্টা করেছি শুধু মাত্র আমাদের দু’জনের পছন্দের উপর ভিত্তি করে সংকলন করতে। আশা করি কবিতাগুলো আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। আর যাদের কবিতা এখানে সংকলিত হল না তাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এটাই শেষ প্রয়াস নয়। নিয়মিত প্রতিমাসে একটি করে কবিতা সংকলন থাকবে আশা করছি। তবে আরও যারা আছেন কবিতা চর্চা করেন কিন্তু আমাদের নজর এড়িয়ে গেছেন তারা তাদের লিঙ্ক এখানে দিয়ে যেতে পারেন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে।



প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত



কী করে বাঁচি মরি তোমাকে ছাড়া !



দেশপ্রেমের ব্যঞ্জনে ডিনার



তোর জন্যে



এ ভূমি আমার বুকের জমিন



তুই আর তোর ভালোবাসা



ধুঁয়া



নষ্ট সময় একা একা লেখা কবিতা!!!



কিছুতেই কিছু হয়না



অনুকাব্য



কিছু অনুকাব্য এবং একটি অঃটঃ কথা



ধুলো পড়া পিয়ানোর বুকে বাজে মুরালি সুর ......



একাত্তরের শপথনামা



=।।।আজও আধার নামে ।।।=



আঁধার কালো রাত



নৃত্যকথন



স্বপ্ননদী, তোমাকে.



তুমি যদি একবার চোখ তুলে তাকাতে



জীবনের প্রথম কবিতা গোছের কিছু লেখার চেষ্টা করলাম। বড় আপাকে উৎসর্গ করে ....



মৃত গল্পের কাল্পনিক উপসংহার !!



**বিভ্রম**



ক্ষমা করো.....



পরিতৃপ্তির ঢেঁকুর তোলে নিষ্ঠুর সময়ের ফোঁড় ......



অবুঝ বালক! জেনে নিয়ো... তোমার পা দু’খানি আমার বুকের মধ্যিখানে রাখা আছে!!



কাছে থাকার প্রস্তুতি থাক



♣♣ কবিতাঃ “সমাপনের সমর্পণ” ♣♣



ক্লান্ত বিকেল



বিবর্ণ ভবিষ্যৎ



আর ধ্বংস নয়, গুলি নয়।।



আমি এক মরুভূমির মালি



ভালবাসার আট অনুভব



আমার অপেক্ষা



♥ ভালবাসার বার্তা ♥



পুড়া মন



আমার বড় ক্লান্ত লাগে



অনুভূতিগুলো যখন কবিতা হয়ে গেলো



মা



জন্মবিষয়ক অগ্নিবৃত্ত



দুঃসময়ের বন্দরে দাঁড়িয়ে...



যাক জীবনে আরও কিছু যাক



।। আমি মুসলমান আমি মুসলমান ।।



পুরনো তোমাকে, অমোচনীয় কালির দীর্ঘ চিঠি!



চিন্তা



বুঝলেনা !! বুঝবে.....



ভালোবাসা ছিলনা তোমার মাঝে, ক্ষমা করো,আমিই ভুল বুঝেছিলাম,ভেবেছিলাম আমাকে ছাড়া তুমি অর্থহীন !!!



আমর্ষ



একটু তাকাও



অসীম শূন্যতায় ........



আমি দূরেই থাকি



::: পরিত্রাণের আশায় :::



মন খারাপের অনুকাব্য



শুকনোপাতার কাব্য-১৬



ছেলে, পৃথিবী কিন্তু তোমার কথায় চলে না



আমাদের নিঃসম্বল অস্তিত্ব আর সংকুল সময়



আগুনঘর-২০



অপ্রচলিত মৃত্যু আর বিষন্ন ঘুম বিষয়ক কবিতা



খুব ব্যক্তিগত এক প্রত্যাখান



ফিরে আসা, তোমায় ভুলে!!!!!!



কতটা ভালবাসি জানিনা



সান্নিধ্যে অনন্ত



অক্ষম ক্ষমতা !!!



যেখানে জমাট বাঁধা রক্তের আঁশটে গন্ধ



ঘুড়ি ও পাখির মন



বিসর্জন



ভালোবাসা ভোগের অসুখ



আচ্ছন্নতায় আক্রান্ত সময়ের পুজারী।



এক আকাশ অভিমান আমার



শুধু তুমি



আজাইরা কবিতা ....



ফালতু কাব্য



তোমায় কবিতা শুনাবো বলে...



অপ্রচলিত মৃত্যু আর বিষন্ন ঘুম বিষয়ক কবিতা



।। নারী দিবস স্মরণে দু'টি কবিতা।।



আমাদের প্রতি, জনান্তিকে



অপেক্ষা; পূর্বের কথা



আগুনে ফাগুন আসুক...



স্বাধীন মানে



রুপশোভিত অধিবাস্তবতা পরীক্ষণ!!!







ফটো ক্রেডিটঃ ব্লগার আমিনুর রহমান



পরিশেষে আন্তরিক শুভেচ্ছান্তে,

আমি একজন আরমান কান্ডারী অথর্ব



(নিয়মিত সংকলিত হবে ....)

মন্তব্য ১২০ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০০

আশিক মাসুম বলেছেন: ১ম ভাল লাগা । এবার পড়ি গিয়া :)

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

একজন আরমান বলেছেন:
:)

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০২

আশিক মাসুম বলেছেন: পোস্ট এর শুরুতে গত মাসে আমরা প্রথম সংকলন শুরু করি অংশে লিঙ্ক এড করে দেন।

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

একজন আরমান বলেছেন:
শেষে দিয়েছি। দেখেন তো এইবার লিঙ্ক ঠিক আছে কিনা।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভালো লাগা....সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫

এম হুসাইন বলেছেন: ৩য় ++++


পরিশ্রমে কৃতজ্ঞতা ব্রো।

ভালো থাকা হয় যেন। ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৬

একজন আরমান বলেছেন:
হুম। চোখ তো আন্ধা হইয়া গেছে কবিতা বাছতে বাছতে আর লিঙ্ক অ্যাড করতে গিয়া।

এখন বলেন চোখ মারলেন কেন? /:) /:) /:)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৮

আশিক মাসুম বলেছেন: প্রথন অংশে এড করলে সবার নজরে পরবে। ভেবে দেখতে পারেন।

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৪

একজন আরমান বলেছেন:
এইবার ঠিক আছে ভাই?

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৯

এম হুসাইন বলেছেন: অই মিয়া আপ্নি কি মাইয়া না কি? চোখ ই তো মার্সি, আর তো কিছু করি নাইক্ক্যা......
;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) :) =p~

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১০

একজন আরমান বলেছেন:
সেই জন্যই তো জিগাইলাম। মাইয়া হইলে তো সমস্যা আছিলো না। কিন্তু একজন পোলা আরেকজন পোলারে চোখ মারবে কেন? B:-) B:-) =p~ =p~

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৬

আশিক মাসুম বলেছেন: হুম পারফেক্ট :P =p~

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৭

একজন আরমান বলেছেন:
হে হে।
ধইন্না। :P

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়েলকাম ব্যাক ;) মন খারাপ করে কি হবে, সব সময় মন ভাল রাখবেন।

আমিনুর ভাই চমৎকার ছবি তুলেন। আর আপনাদের উদ্যোগ অসাধারণ। শুভ কামনা রইল অনেক।

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৭

একজন আরমান বলেছেন:
চেস্টা তো করি। কিন্তু মন যে বড্ড বোকা !
কারণে অকারণে খারাপ হয়ে যায় !

অনেক অনেক ধন্যবাদ স্বর্ণা। :)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯

বোকামানুষ বলেছেন: অনেক কবিতা পড়ে শেষ করবো কখন :-/ :D

অনেক ভাল একটা উদ্যোগ :)

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৬

রোজেল০০৭ বলেছেন: ভালো কালেকশন।

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
সাথে থাকুন।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১

না পারভীন বলেছেন: গতকাল আপনার ব্লগে এসে স্তম্ভিত হয়ে গেছিলাম ।:(
ফটো গুলো অসাধারণ । ৩ জন কেই ধন্যবাদ ।

আমি এক কাক কবি ।
কালেকশনে রেখে দিই সব পড়ব । :)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
স্তম্ভিত হবার কারন নেই। :)

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: রাইতে পড়ুম ভাই এত সকালে এত কবিতা ওভার ডোজ হৈয়া যাইবো। :D
আপনি ফিরছেন খুব খুশি হইছি। :)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

একজন আরমান বলেছেন:
হা হা।
ঠিক আছে।

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭

shfikul বলেছেন: এত সুন্দর সুন্দর কবিতার মাঝে আমার ৩টা কবিতা স্থান পেয়েছে দেখে অনেক অনুপ্রাণীত হলাম।আশা, সংকলনের কাজ থেমে থাকবে না,যে কোনো সহযোগীতায় আমি পাশে থাকার ইচ্ছা প্রকাশ করছি।অনেক ভালো থাকবেন।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ শফিক ভাই। :)

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন:
অনেক ভাল উদ‍্যোগ।

আমার ২টা কবিতা লিস্টে আচে,, হুঁ হুঁ কুব খেয়াল কইর‍্যা ;) ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

একজন আরমান বলেছেন:
মিষ্টি খাওয়ান এখন ! ;) ;) ;)

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি বুদ্ধদেব বসু নিয়ে একটা সংকলন পোষ্ট করতে চাচ্ছিলাম, বাট অলসতার কারনে আজ পর্যন্ত টাইপ করা হয়ে উঠলো না। আপনাদের পোষ্ট দেখে হিংসে হয়! কেন আমি একটু কর্মঠ হলাম না!

নাইস পোষ্ট ব্রো।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৭

একজন আরমান বলেছেন:
থ্যাঙ্কস ব্রো।
প্রথমে মনে করেছিলাম অনেক সহজ হবে, কিন্তু করতে গিয়ে বুঝতে পারছি যতোটা সহজ ভেবেছিলাম ঠিক অতোটা সহজ নয় !

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৮

রাইসুল নয়ন বলেছেন: এইটা একটা ভালো কাম যাহা সাদা মনের মানুষ কাণ্ডারি এবং কর্মঠ একজন ছাড়া সম্ভব নহে ।

শুভকামনা জানিবে নিরন্তর ।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

একজন আরমান বলেছেন:
ওই মিয়া সব চাপাই বুঝলাম, কিন্তু আমার নাম কি একজন নাকি? /:) /:) /:)
আরমান কইতে কষ্ট হয়? :-P :-P :-P

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

ওয়েলকাম ব্যাক !!


ভালো উদ্যোগ ।

++++

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

একজন আরমান বলেছেন:
থ্যাঙ্কস দোস্ত। :)

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

দিন দিন যতই যাচ্ছে আমাদের পক্ষে কাজটা ততই কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে কারন সবাই এত এত দুর্দান্ত কবিতা লিখছেন আর এত এত কবিতা আসছে যে সংকলন করতে যেয়ে কোনটা রেখে কোনটা নিব খুব হিমশিম খেতে হচ্ছে।

আরমান তুমি ফিরে এসেছ তাই ভাল লাগছে।

আমিনুর ভাইকে ধন্যবাদ জানাই তার অসম্ভব কিছু সুন্দর ছবি তুলে দেয়ার জন্য।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

একজন আরমান বলেছেন:
সহমত আপনার সাথে।

অঃ টঃ
আপনার সাথে অনেক দিন দেখা নাই। সময় হলে বইলেন। দেখা করবো নে।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৭

রিমঝিম বর্ষা বলেছেন:

কি খবর কেমন আছেন? :)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

একজন আরমান বলেছেন:
আলহামদুলিল্লাহ। ভালো আছি। :)
আপনি কেমন আছেন আপু?

২০| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

শীলা শিপা বলেছেন: ভালো উদ্যোগ। চালিয়ে যান। ভাল আছেন আপনি?

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
ভালো থাকার চেস্টা করছি। :)

২১| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

মামুন রশিদ বলেছেন: প্রশংসনীয় উদ্যোগের ধারাবাহিকতায় মুগ্ধ হলাম । ব্লগে মনে হয় আমার কবিতাই বেশি পড়া হয় । কবিদের একটু বেশীই পছন্দ করি ।


১১তম ভালোলাগা জানবেন আমার প্রিয় দুজনেই, কান্ডারী ভাই আর একজন 'পিচ্চি' আরমান ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

একজন আরমান বলেছেন:
পিচ্ছি আরমান ! :|| :|| :|| /:) /:) /:)

২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
খুব চমৎকার পোষ্টে অনেক ভালোলাগা!!
এরকম সংকলন কবিতা লেখার আগ্রহকে বাড়িয়ে দেয়।

প্রথম সংকলনটা চোখ এড়িয়ে গিয়েছিলো, দেখে নিতে হবে!!

শুভকামনা সবসময়................

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ কবি। :)

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: শুধু সংকলন ?

পুরস্কার থাকবো না ?



আমিও লেখা শুরু করুম চিন্তা করছি ।

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

একজন আরমান বলেছেন:
পুরস্কারের স্পন্সর থাকলে অবশ্যই দেওয়া হবে। কিন্তু ভাই স্পন্সর টা হবে কে?

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪০

মামুন রশিদ বলেছেন: :|| /:) এই দুইটা ঈমো খুব খুশি হওয়ার, তাইতো ?



যাক জেনে ভালো লাগলো @পিচ্চি আরমান :P =p~

০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

একজন আরমান বলেছেন:
আবার ! X( X( X( X(( X(( X((

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

ভিয়েনাস বলেছেন: চমৎকার উদ্যোগ , কষ্টসাধ্যও বটে। আশা করছি সংকলন অব্যাহত থাকবে..........

ধন্যবাদ কিন্তু দিলাম না :D

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১

একজন আরমান বলেছেন:
হা হা।
মনে আছে তাহলে?
ধন্যবাদ দিতে হবে না। :)

আশা করছি সংকলন অব্যাহত থাকবে। :)

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
সংকলিত কবিতার কবিদের জন্য একটা করে চকলেট :#) স্পন্সর করলাম।

সংকলকের সময় অনুসারে মিরপুরে সকলকে চকলেট পার্টির দাওয়াত রইলো।

বি.দ্রঃ- ১)কত টাকা দামের চকলেট খাওয়ানো হবে তা কেবল স্পন্সর এর ইচ্ছের উপর নির্ভর করবে। ;) একটাকা দামের চকলেট হবেনা এ ব্যাপারে গ্যারান্টি দিলাম। :) :)
২) চকলেট পাবেন কেবল মাত্র সংকলক এবং সংকলিত কবিতার কবিগণ।

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

একজন আরমান বলেছেন:
হা হা হা।
তুই যে কি খাওয়াবি সেই গ্যারান্টিতে কেউ মনে হয় পুরস্কার নিতে যাবে না। :P :P :P

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

আমিনুর রহমান বলেছেন:

আমি কইলাম কেইস কইরা দিমু :-P :-P :-P





কবিদের নাম দিলে আরো ভালো হত মনে হয়। অসাধারণ কষ্টসাধ্য সংকলন করা। তোদের দু'জনের জন্য অনেক অনেক শুভ কামনা। যেগুলো পড়ি নাই এবার পড়া হয়ে যাবে। প্রিয়তে +++

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

একজন আরমান বলেছেন:
সরি ভাইয়া। আর আমি ছোট কেস করলে কান্ডারী ভাইয়ের নামে কইরেন। :P :P :P

ভাইয়া কবিদের নাম দেইনি কারণ, অনেকেই শুধু কবিদের নাম দেখে কবিতা পড়ে। আর যারা নতুন তারা সেই অবহেলিতই থেকে যায় ! তাই এই বুদ্ধি করেছি। পোস্ট না দেখে কার লিখা তা কেউ বলতে পারবে না ! :)

২৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আমিনুর রহমান বলেছেন:

আমি বুঝতে পারছিলাম কিন্তু আমার জন্য কষ্ট দেখা যাইবো পড়া কবিতায় আবার ঘুতাইছি :P :P :P

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

একজন আরমান বলেছেন:
একটু কষ্ট করা ভালো। সব কিছু ফ্রিতে খাইতে চান কেন? :P :P :P

অনেক দিন দেখি না আপনারে।

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ১৫ তম পিলাচ ভাইয়া। :) ভেরী ওয়েল ডান।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৩০| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

মাহতাব সমুদ্র বলেছেন: বাহ!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

একজন আরমান বলেছেন:
:)

৩১| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!!!! ভালো লাগা রইল।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৩২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

শ্রাবণ জল বলেছেন: এত এত প্রতিভাবান কবিদের কবিতার মাঝে নিজের কবিতা দেখে বিস্মিত!

ভাল উদ্যোগ।

শুভ কামনা।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১

একজন আরমান বলেছেন:
প্রতিভাবানরা নিজেদের কখনো প্রতিভাবান বলে স্বীকার করে না !

ধন্যবাদ আপু। :)

৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

পেন্সিল চোর বলেছেন: খাইছে রে!! এ তো দেখি কবিতার বাম্পার কালেকশান!!!
প্রিয়তে লুকাইয়া রাখি :P :P :P

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪২

একজন আরমান বলেছেন:
হা হা হা।
রাখেন। :)

৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
তোমাদেরকে নিয়ে এই একটা সমস্যা কিছু দিলেও দোষ না দিলেও দোষ। X(


ভাজ্ঞিস কিছু টাকা বেঁচে গেলো। ;)
সংকলক কে থ্যাংকস।



প্রিয় কবিগণ স্পন্সর জনিত সমস্যার জন্য আমি স্নিগ্ধ শোভন কোন প্রকারে দায়ি নই। সম্পূর্ণ দায়ভার সংকলক একজন আরমানের। :P

আমার প্রবল সত্যি ইচ্ছে ছিল আপনাদেরকে নিয়ে একবেলা চকলেট পার্টির আয়োজন করতে। ;)



০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

একজন আরমান বলেছেন:
আরে আমি কি করলাম !!! B:-) B:-) B:-)

৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

স্বপনবাজ বলেছেন: অসাধারণ ! চালিয়ে যান ! মৃত গল্পের কাল্পনিক উপসংহার ও আছে দেখি ! রোমাঞ্ছিত !
প্রিয়তে রাখলাম !

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
আশা করি সামনেও আরও কিছু ভালো সূচনা উপহার দিবেন উপসংহারের মতো। :)

৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

সিয়ন খান বলেছেন: শুভ কামনা। চালিয়ে যাও।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৩৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

আমি বাঁধনহারা বলেছেন:






অনেক কষ্ট করেছেন তাই জানাই কৃতজ্ঞতা
সবসময় দুধে-ভাতে থাকুন প্রিয়তম মিতা।
অব্যাহত থাকুক আপনার পথ চলা...
আমার তটে আসুক কাঙ্খিত ভেলা।


ভালো লাগল:+++++++++++

আপনার লেখা আগেই পড়েছিলাম।কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে মন্তব্য করতে পারি নাই।সেজন্য আমি দুঃখিত!!!



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

একজন আরমান বলেছেন:
মিতা !!!
আপনার নামটি জানিতে ইচ্ছা হইতেছে ভ্রাতা ! :)

৩৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

আমিনুর রহমান বলেছেন:

বাঙলী বলে কথা,
কথায় আছে মাগনা পাইলে আলকাতরাও খাইতে ছাড়ে না :P


কাল পরশু আড্ডামু নে ...

আমার কইতি একটা কোবতে লিখে দিতাম সংকলনের জন্য ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৬

একজন আরমান বলেছেন:
হা হা হা।
এই মাসে লিখেন সামনের মাসে দিমুনে। ;) ;) ;)

ঠিক আছে। ৩ দিন আবার হরতাল ! :P :P :P

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: সংকলন প্রিয়তে। অনেক ভালো লাগল। এমন কষ্ট সাধ্য কাজের জন্য আপনাদের দু'জনকেই অনেক ধন্যবাদ।

চমৎকার সব কবিতার ভীড়ে আমার লেখা প্রথম কবিতাটি দেখে ভালো লাগছে। শুধু ভালো লাগছে বললে কম বলা হয় অনেক অনেক ভালো লাগছে :)

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৯

একজন আরমান বলেছেন:
হা হা।
ভালো লাগছে জেনে প্রীত হলাম ভাই। :)

৪০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

বাংলাদেশী দালাল বলেছেন:

একদিন টগরের কাধে শয়তান করল ভর।
টগর চিত্কার করে বলে শোভাকে ধর।

ক্লাস এইটে এই দুই লাইন ছড়া অংক খাতায় পাইয়া স্যারে যে মাইরটা দিছিল!

আর লেখা তো দূরে থাক বুঝিইনা।



তবে অনেকক্ষণ সময় নিয়া কবিতার যাদুঘের ঘুরলাম।প্লাস দিলাম।

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৬

একজন আরমান বলেছেন:
ভাই আপনার কমেন্ট পইড়া হাসতেই আছি।

৪১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

অপু তানভীর বলেছেন: আমার কবিতা এড করছো দেখটাছি !! :):):):)

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৬

একজন আরমান বলেছেন:
কেন অপরাধ করে ফেলছি নাকি? :(

৪২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: বাহ!! বেশ খাটাখাটনি করেছেন!!!! লন লন পিলাস লন+++++
আরো আছে দাড়ান....এটা আপনার আর কান্ডারী ভাই উভয়ের জন্যি!! ..........

[link|


.

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৭

একজন আরমান বলেছেন:
:) :) :)

৪৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

বটবৃক্ষ~ বলেছেন: ঊহহু!! ঝামেলা লেগে গেল....দাড়ান এইবার নে.....ঠিকমতো ভাগ করে খেয়েন কান্ডারী ভায়া কে নিয়ে....;);):):)

০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:২৮

একজন আরমান বলেছেন:
সত্যি সত্যি খাওয়াবেন কবে?

৪৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

সেলিম আনোয়ার বলেছেন: কাব্যকভ্রমনে আমার কবিতা আছে..ভাল লাগলো শুভসকাল আরমান।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
শুভ সকাল।

৪৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

জাওয়াদ তাহমিদ বলেছেন:

বিশাল কালেকশন। পেলাস লন আরমান ভাই। :)


তয় সমেস্যা হইল গিয়া আমার কোবতে পড়তে একদম ই ভাল্লাগেনা।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

একজন আরমান বলেছেন:
হা হা।
সবার সব কিছু ভালো লাগবে এমন কোন কথা নেই তাহমিদ ভাই। আপনি হলেন প্রযুক্তি প্রেমী। আপনার কাছে এলইডি আর ব্যাটারির প্রেম পদ্যই ভালো লাগবে ! এটাই স্বাভাবিক ! :)

৪৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ওরে আরমাইন্যা আমারে ফাসাইসিস ত তোর খবর আছে আমার নামে কেস দিতে চাস ভাই হয়ে ভাইয়ের সর্বনাশ করবি

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

একজন আরমান বলেছেন:
আমার কোন দোষ নাই। সব আমিনুর ভাইয়ের দোষ। :P :P :P

৪৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

সপ্নাতুর আহসান বলেছেন: X(( X(( X# যারা আমার মত (কবিতা লিখতে পারে না) তাদের কি হবে? :P

খুবই ভাল উদ্যগ। অনেক পরিশ্রম করেছেন, সেই সাথে মেধা খাটিয়েছেন তাই আপনাদের ধন্যবাদ। শুভকামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫

একজন আরমান বলেছেন:
তাদের আগে সবার কবিতার পোস্ট প্রিন্ট করিতে হইবে, তারপর সেই কবিতার প্রত্যেকটা তিন বেলা হাল্কা কুসুম গরম পানিতে ভিজিয়ে পান করতে হবে। তাহলেই কপি হওয়া যাবে। :P :P ;) ;) B-)) B-))

৪৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

সপ্নাতুর আহসান বলেছেন: আমার দরিদ্র মানব। প্রিন্টের খরচ দিলে ট্রাই করতে পারি :P

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

একজন আরমান বলেছেন:
খরচের জন্য আবুল মালের সাথে যোগাযোগ করেন। সামনে বাজেট ! :P :P :P

৪৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

সপ্নাতুর আহসান বলেছেন: কারেকশনঃ আমার স্থানে আমি হবে

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

একজন আরমান বলেছেন:
বুঝেছি। :)

৫০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

ফালতু বালক বলেছেন: এমন উদ্যোগ দেখলে আসলেই খুব ভালো লাগে। আপনাদের দুই জনের এরুপ পরিশ্রমী উদ্যোগের জন্য সকলের পক্ষ থেকে বালকের লাল সালাম। অনেক শুভ কামনা, কান্ডারী ও আরমান ভাই।পাশে তো আছে সবাইইইইইইইই।

কৃতজ্ঞতা খুব ;)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

ফারজানা শিরিন বলেছেন: মাত্র ২০ টা কবিতা পড়া হইছে । আচ্ছা কবিতা সংখ্যা একটু কমান যায় না ??? মানে একসাথে ১০০ না দিয়ে আর একটু কমিয়ে । এক ব্লগকে ৩/৪ টা বানিয়ে ??? মানে একসাথে এতগুলা সিরিয়াল রাখতে পারিনা ।

@পিচ্চি আরমান ।


মামুন ভাইয়ার দেয়া নাম সুন্দর হইছে ^_^

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৩

একজন আরমান বলেছেন:
নিজেদের লেখা থাকলে কমানো যেতো নিজেদেরগুলো বাদ দিয়ে। কিন্তু অপরের ভালো লেখা কি করে বাদ দেই? :(

হুম। পিচ্চি ! সবাই পিচ্চি মনে করেই ইগনোর করে ! পিচ্চির মনের দাম বাজারের ফেলে দেওয়া পচা তরকারীর মতো ! দেখলেই সবাই নাক সিটকায় ! :)

৫২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

ফারজানা শিরিন বলেছেন: >_< bad dite boli nai. mane 20 ta kore kobita diye mase 5ta blog deya jayna. : ))

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

একজন আরমান বলেছেন:
এটা অসহ্য টাইপের যন্ত্রনা হবে পাঠকের জন্য। এক জায়গায় থাকলে পড়তে সুবিধা হবে। : )

৫৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

ফারজানা শিরিন বলেছেন: আমার তো সিরিয়াল গোলায় যাচ্ছে !!? : (

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২৪

একজন আরমান বলেছেন:
ঠিক আছে। আগামি মাস থেকে সিরিয়াল করে দেবার চেস্টা করবো নে। তাহলে আর সমস্যা হবে না আশা করি। :)

৫৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৫

মিষ্টি মেয়ে বলেছেন: খুব ভালো আইডিয়া! সবগুলো পড়তে হবে।

০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৫৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

সোহাগ সকাল বলেছেন: onek valo ekta kaj korechen.

shuvo kamona.

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫৬| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৩৫

জলপরী১৮ বলেছেন: আইডিয়াটা দারুন তো.......একসাথে কত্ব কবিতা!!!! আমার ভালোই হলো..ধন্যবাদ ভাইয়াটা.:)

০৮ ই মে, ২০১৩ দুপুর ২:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)
এই মাসেও সংকলন আসবে। একটু দেরি হচ্ছে যদিও।

৫৭| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:৫২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আহা আমার কবিতাও আছে দেখছি ;)

ধন্যবাদ ব্রাদার , অনেক কস্ট সাধ্য কাজ এটি । হ্যাটস অফ ট্যু ইউ :)

১৫ ই মে, ২০১৩ রাত ১১:০০

একজন আরমান বলেছেন:
হা হা হা।

টুপি খুলতে হবে না।

ধন্যবাদ সাদরে গৃহীত হল মাননীয় মন্ত্রী সাহেব। :)

৫৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:২২

সায়েম মুন বলেছেন: চমৎকার পোস্ট। কবিতার পাশে কবির নাম দিলে খুব ভাল হয়।

২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৩৯

একজন আরমান বলেছেন:
নাম না দেয়ার উদ্দেশ্য হল যাতে কেউ নাম দেখে সিলেক্টিভ কিছু না পড়ে।

৫৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৩৩

শাহজাহান মুনির বলেছেন: চমৎকার পোস্ট । প্রিয়তে নিলাম। সময় নিয়ে বসতে হবে। একে একে সব পড়ব। ধন্যবাদ এ রকম একটি অসাধারণ পোষ্টের জন্য।

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৩:০৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই। :)

৬০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: এইখানে আমার কবিতাও আছে??? কি মজা কি মজা!!! আমি তো নাচতেছি। :#) B-)) B-)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৪

একজন আরমান বলেছেন:
নাচের একটা ভিডু পাঠায়া দিয়েন তো, ভালো হলে ডান্স বাংলাদেশ ডান্সে আপনাকে চাঞ্চ পাইয়ে দেবার ব্যাবস্থা করে দিবো নে। :P :P ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.