নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে !

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫





আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,

আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো।

দুঃখের সময় অন্তত আমার হাতটা চেপে ধরো।



আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,

আমি চাই যখন আমার চোখদুটো লাল-

তখন আমার বুকে তোমার মাথা রাখো।



আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,

আমি চাই তুমি আমার সাথে অনেকটা পথ হাঁটো।

যখন ক্লান্ত হবে আমার কাঁধে তোমার মাথা রাখো।



আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে।

তবুও মনের মাঝে সুপ্ত এক আকাঙ্খা,

তুমি আমাকে নিখাদ ভালোবাসো !



- একজন আরমান

০৬/০৪/২০১৩

সকাল ১১:৫০:০৭





উৎসর্গঃ হ্যাঁ, তোমাকেই !

মন্তব্য ১৬০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৬০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

একজন নিশাচর বলেছেন: হুম বুঝলাম।

কিন্তু এই ভেজাল আর ক্যাচালের যুগে নিখাদ ভালবাসা কই পাইবা?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

একজন আরমান বলেছেন:
হুম। কবি তো এখানেই নীরব ! /:) /:) /:)

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহে আরগুন ভালো লিখেছ হে! :)

সবচেয়ে সুন্দর লেগেছে উৎসর্গটা।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

একজন আরমান বলেছেন:
আরমান নন-ফ্রস্টই তো ভালো ছিল, এখন আবার আরগুন ! B:-) B:-) B:-)

হুম। উৎসর্গটা তাকেই করেছি ! :)

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সত্যি কথা বলতে কি যদি কাউকে ভালোবাস; তবে যদি তাকে প্রপোজ করে থাক তবে তার জবাবের আশায় থেক না।

মনে রাখবে কাউকে ভালোবাসলে তার ভালোবাসা পেতে হলে আগে তার মনের মত হতে চেষ্টা কর। তাকে তোমাকে বোঝার সময় দাও। দেখবে তখন তোমাকে ভালোবাসা চাইতে হবেনা তুমি যাকে সত্যি ভালোবাস সে একদিন তার ভুল বুঝবে এবং তোমার বুকে ফিরে আসবেই।

শোন মেয়েরা খুব খুব সেনসিটিভ হয়ে থাকে এই একটা ব্যাপারে। কারন তুমি যে তার সাথে ফ্রড করছনা সেটা সে নিশ্চিত হবে কি করে ? আর ভালোবাসা এত সহজ নয় কারো ভালোবাসা পেতে হলে তাকে সন্মান দাও তার মনের মত করে তাকে শ্রদ্ধা কর দেখবে ভালোবাসার জয় তোমার একদিন হবেই হবে।

কারন যে তোমাকে ভালোবাসবে তার হৃদয়ে তোমাকে হতে হবে তার শ্রদ্ধার পরম পাত্র।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০১

একজন আরমান বলেছেন:
ভাই তার মনের মতো কিভাবে হবো? আমি না হয় অপেক্ষা করলাম, কিন্তু সময় কি কারো জন্য বসে থাকে?

আমি যে সত্যিই তাকে ভালোবাসি সেটা বুঝাবো কিভাবে?
অবশ্যই তাকে শ্রদ্ধা করি এবং তার যথার্থ সম্মান দেবার চেস্টা করি।
জানিনা কখনো তার হৃদয়ে কখনো তার পরম শ্রদ্ধার পাত্র হতে পারবো কি না !!!

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

আমি বন্য বলেছেন: আমি বলছি না আমায় ভালোবাসতেই হবে
সুধু প্রেম এর মাঝে আবদ্ধ করো না আমায়।।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

একজন আরমান বলেছেন:
হুম।

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

একজন নিশাচর বলেছেন: উৎসর্গ কাকে করা হল জাতি জানতে চায়।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

একজন আরমান বলেছেন:
শুধু তাকেই ! ;)

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

shfikul বলেছেন: নিখাদ ভালোবাসা!ভাগ্যের উপর ছেড়ে চুপ করে বসে থাকেন।আর শোনেন,যাকে ভালোবাসবেন,তাকে কোনোদিন বুঝতে দিবেন না যে আপনি তাকে ভালোবাসেন।একা একা ভালোবাসার মজাই আলাদা।ভালোবাসা মানে কাছে থাকা নয়,ভালোবাসা মানে দূরে থাকা।দূরত্বে প্রেম বাড়ে।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক আছে। বুঝলাম।
সে আমার থেকে দূরেই আছে !

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

বোকা ডাকু বলেছেন: বুইল্যে তো বুইল্বা বুইলচি।
আমি বুইলচি না মোক বালুবাস্তেই হবেক
সুধু লিকে দিও প্ল্যাট টা মোক নামে B-)) B-)) B-))

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

একজন আরমান বলেছেন:
ইতা কি মাতলেন?
ঝাতির মাতার উফ্রেত্তন গেলু। :|| :|| :||

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ কান্ডারী ভাইঃ বাহ! খুব সুন্দর বলেছেন। মনে হচ্ছে যেন একজনর মুখ থেকে শুনছি! বাই দ্যা ওয়ে ঐটা কি আপনার নারী স্বত্তা নাকি ;) ;) ;) B-) B-) :P :P :P =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P !:#P B-)) B-))

একচিমটি মজা নিসি ভাই। আর নিমু না। যাক! ওক্কে!! ;) :)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

একজন আরমান বলেছেন:
এক মানুষের মাঝে যে কতো স্বত্বা বিদ্যমান তা জাতি ভালোই জানে ! ;) ;) ;)

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

@ কাল্পনিক_ভালোবাসা ভাই মানে কি বোঝাতে চাইলেন আরমান কি আমাকে ভালোবেসে এই কবিতা লিখছে নাকি ? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি ?



কবি আরমান সাহেব তা এই যাকে নিয়ে এই কবিতা লিখেছ সে কে সেটা আমিও জাতির সাথে সাথে জানতে চাই ?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১

একজন আরমান বলেছেন:
আরে ভাই পরে জানলেও চলবে। জাতি এখন রাজনীতি নিয়াই ব্যাস্ত থাক।
আপনি আমার প্রশ্নের উত্তর দেন। /:) /:) /:)

১০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই তুমি আমার সাথে অনেকটা পথ হাঁটো।


দোস্ত ভাললাগা রেখে গেলাম।


উৎসর্গঃ হ্যাঁ, তোমাকেই ! কে এই হ্যাঁ তোমাকে?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দোস্ত।
আরে তোমাকে মানে তাকে ! ;)

১১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ কান্ডারী ভাই।

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা
মাইরা আম্রে মাইরালা!!!!
এডি কি কন!!!! হাহাহাহাহা হো হো হো হো

অনেক দিন পর নিখাদ বিনোদন পাইলাম। প্রান খুলে হাসলাম।

আমি কইছি যে, আপনি মন্তব্য অনেক সুন্দর হইছে, খুব নারীবাদী। মানে একজন নারীর মনে পুরুষের প্রতি যে কথা থাকে, যে ভাবে বিশ্লেষন করে, সেইটাই আপনি অবুঝ আরমানকে বুঝিয়ে দিলেন।

আমি তো ভাই আপনার প্রসংসা করেছি। মেয়েদের তো বুক ফাটে তো মুখ ফোটে না। আপনি তো ভাই নারী না, তাই আপনি কোন কিছু না ফাটিয়েই বলে দিয়েছেন। :) :) =p~ =p~ =p~ =p~

++++ নেন ভাই।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

একজন আরমান বলেছেন:
মেয়েদের তো বুক ফাটে তো মুখ ফোটে না। আপনি তো ভাই নারী না, তাই আপনি কোন কিছু না ফাটিয়েই বলে দিয়েছেন। =p~ =p~ =p~ =p~

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৯

অনীনদিতা বলেছেন: ওয়াও .......................
এত্ত রোমান্টিক কবিতা........
সবার মনের কথা তো আপনি একাই বলে ফেললেন।;)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৫

একজন আরমান বলেছেন:
তাই নাকি?
আপনারও কি কিছু বলার আছে নাকি?

তা ইদানীং কম দেখি যে !
গুরুর সাথে রাগ করে আছেন নাকি? /:) /:) /:)

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

@ কাল্পনিক_ভালোবাসা ভাই


হা হা হা হা হা হা হা

আমি হাসতে হাসতে চেয়ার থেকে পরে গেলাম


হা হা হা হা


তবু যদি এই অবুঝ আরমানের বুঝ একটু ফিরে।

না হয় আমার এই ছোট ভাইটার জন্য হলাম নারীবাদী আর আমি এমনিতেও নারীদের খুব সন্মান করি। তাই আমি কোন কিছু না ফাটিয়েই বলে দিলাম। পারলে আপনেও না ফাটিয়ে কিছু বলে দেন শুনেছি এই ব্যাপারে আপনার জ্ঞান অনেক বেশী।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

একজন আরমান বলেছেন:
শুধু কি আমাকেই বুঝাবেন?

আর যে আমার তার প্রতি এতো ভালোবাসাও বোঝে না, সে কি অবুঝ না? /:) /:) /:)

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৩

গৃহ বন্দিনী বলেছেন: আহারে ।। কবিতার মর্ম উপলব্ধি করে /:) /:) /:)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

একজন আরমান বলেছেন:
আহারে ! /:) /:) /:)

১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



বোকা বালিকা অথবা তোমার বোঝানোর ব্যর্থতা :(



প্লাস নে রে ভাইয়া !

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

একজন আরমান বলেছেন:
হয়তো আমার বোঝানোর ব্যর্থতা কিন্তু সে অবশ্যই বোকা নয়।

ধন্যবাদ আপু। :)

১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫

স্বপনবাজ বলেছেন: উৎসর্গঃ হ্যাঁ, তোমাকেই !
=+++

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩২

একজন আরমান বলেছেন:
হ্যাঁ, তাকেই !

ধন্যবাদ ভাই। :)

১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৫

আশিক মাসুম বলেছেন: আইচ্ছা এই অবস্থা!!! কেমন কেমন লাগছে :P :)


পোলাটা শেষ পর্যন্ত কবি হইয়াই গেলো :P

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩

একজন আরমান বলেছেন:
আপনার এরই মধ্যে কেমন কেমন লাগতেছে? B:-) B:-) B:-)
কেমন জানি লাগতাছে। ;) ;) ;)

আপনাদের মতো বড় বড় কবিদের সাথে থাকলে একটু কপি তো হইতেই পারি ! নাকি?

১৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

নরাধম বলেছেন:
নির্মলেন্দু গুণের কবিতার ছায়া অনুসারে লেখা, সেটা পোস্টে উল্লেখ করা দরকার ছিল।

তবে কবিতা ভাল হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৭

একজন আরমান বলেছেন:
ভাই অনেকের ছায়াই অনেক সময় ভর করে। যদি লিখা চুরি করতাম তবে তার নাম হুবুহু উঠিয়ে দিতাম।

জীবনানন্দ দাসকে চেনেন?
উনি ওনার জীবনে ৮৫০+ কবিতা লিখেছেন। তবুও অনেকে বলেছেন উনি কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, সত্যেন্দ্ৰনাথ দত্ত, কুসুমকুমারী দাস এদের ছায়া অনুসারে লিখেছেন !
এর মানে কি উনি ওনাদের লেখা কপি করেছেন? নাকি ওনার সব কবিতার শেষে লেখা থাকতো কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, সত্যেন্দ্ৰনাথ দত্ত, কুসুমকুমারী দাস এর ছায়া অবলম্বনে !!!

আশা করি বুঝতে পেরেছেন।

যাই হোক, ধন্যবাদ।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭

আশিক মাসুম বলেছেন: হাহাহা কথায় আছেনা *** ** পুলিশ পুলিশ :P



আমার উৎসর্গ দেইখা কেমন কেমন লাগছেরে পাগলা। :)

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

একজন আরমান বলেছেন:
কেন ভাই উৎসর্গের মাঝে আবার কি খুজিয়া পাইলেন? B:-) B:-) B:-)

২০| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০১

রাইসুল নয়ন বলেছেন: আহারে, ভালো পোলাডা,
কে করলো এই সর্বনাশ !!

সরমের কিছু নাই, কইয়া ফালাও =p~ =p~

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫

একজন আরমান বলেছেন:
কি কইরা ফালামু ভাই? B:-)B:-)B:-)

২১| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
আরে তোমাকে মানে তাকে !

#:-S

যেই লাউ সেই কদু। ;)

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

একজন আরমান বলেছেন:
হুম তাকেই ! ;) ;) ;)

২২| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল ;)

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

একজন আরমান বলেছেন:
কি ভালো? B:-)B:-)B:-)

২৩| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:১৪

নরাধম বলেছেন: আপনি জীবনানন্দ না, তাছাড়া জীবনানন্দের সময়ে কপিরাইটের আইন ছিল না বা থাকলেও এখনকার মত না। জীবনান্দ আপনার মত এরকমভাবে কোন কবিতা লিখেন নি, ছায়া অনুসারে লেখার মধ্যে অনেক পার্থক্য আছে।

নির্মলেন্দুর কবিতাটা পোস্ট করছি:

"আমি বলছিনা ভালোবাসতেই হবে,আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।


আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারী মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিগ্গেস করুক:
আমার জল লাগবে কিনা,নুন লাগবে কিনা।
এটো বাসন,গেন্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।


আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক,কেউ অন্তত আমাকে
জিগ্গেস করুক: 'তোমার চোখ এত লাল কেন?"


আপনার কবিতাটা গুণের কবিতার কত ক্লোজ দেখেছেন? জীবনান্দের এরকম কোন কবিতা দেখাতে পারবেন? তাছাড়া জীবনানন্দও তো ভুল করতে পারে না জেনে, আপনি জেনেও সে ভুল করবেন কেন?

ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

একজন আরমান বলেছেন:
আচ্ছা আপনি বললেন কপিরাইটের কথা। আমি কি কবিতা চুরি করেছি? যদি চুরি করতাম তবে কপিরাইটের কথা আসতো। আমি শুধু নিরমলেন্দু গুনের ছায়া অবলম্বনে লিখার চেস্টা করেছি।

আর আমার ভুলটা কি? ওনার নাম লেখি নি? বলিনি যে ওনার " তোমার চোখ এতো লাল কেন" এর ছায়া অবলম্বনে লিখেছি !!!

এটা উল্লেখ করাটা কি জরুরি ?
না উল্লেখ করলে কি আমি কপিরাইট আইনের আওতায় অপরাধী?
আমি তো ভাই কপিরাইট আইন আর ছায়া অবলম্বন ভালো বুঝি না, আপনি যদি আমাকে একটু জানাতেন তবে আমি উপকৃত হতাম। যদি কারও ছায়া অবলম্বনে লিখে তার নাম না উল্লেখ করা যদি কপিরাইট আইনের আওতায় অপরাধ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই এরপর থেকে আমার ভুল শোধরানোর চেস্টা করবো।

ধন্যবাদ।

২৪| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৮

কালোপরী বলেছেন: আচ্ছা :)

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩

একজন আরমান বলেছেন:
কি আচ্ছা আপু? B:-)B:-)B:-)

২৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২

আশিক মাসুম বলেছেন: কিছু না ;)

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪

একজন আরমান বলেছেন:
আপনার চোখ মারার নিশ্চয়ই কোন কারণ আছে। /:)/:)

এইখানে না কইলে ফেবুতে কন মিয়া।

২৬| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

এম এম কামাল ৭৭ বলেছেন: মেয়েরা এখন মাল্টি প্রেমে বিশ্বাসী।


এক জনের কাঁধে মাথা রাখবে, অন্য জনের দিকে তাকাবে, ৩য় জনের কথা ভাববে, ৪র্থ জনের এস.এম.এস মোবাইলের ইন বক্সে আসবে ৫ম জনের সাথে ফেসবুকে ফ্ল্যাট করবে।

ডিজিটাল যুগে ডিজিটাল ভালবাসা।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

একজন আরমান বলেছেন:
সবাই এক না ভাই।

২৭| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৯

সািহদা বলেছেন: ”আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো।
দুঃখের সময় অন্তত আমার হাতটা চেপে ধরো”


ভালো লাগলো আপনার লেখাটা।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

২৮| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯

এম এম কামাল ৭৭ বলেছেন: @ লেখক,

সবাই এক না এটা আমি ও মানি। তবে আমাদের আসে-পাশে তো এমন আছে সেটা অস্বীকার করার উপায় নাই।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০০

একজন আরমান বলেছেন:
আমি অস্বীকার করিনি।
শুধু বলেছি সবাই এক না !

ভালো খারাপ মিলিয়েই আমাদের এই পৃথিবী !

২৯| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০১

রিমন রনবীর বলেছেন: উৎসর্গঃ হ্যাঁ, তোমাকেই !
এ জিনিসটুকু দিয়ে কি বোঝালেন একটু ক্লিয়ার করেন দেখি। :||

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

একজন আরমান বলেছেন:
রিমন ভাই আপনার মতো ডিজিটাল পুলাও যদি এইটা না বোঝে তাইলে ক্যামনে কী? :|| :|| :||

৩০| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পৃথিবীতে কিছু লোক আছে যারা নিজেদের মহা জ্ঞানী মনে করে কিন্তু আসলে তারা জ্ঞান পাপী এমনই উদাহরন দেখলাম একটি আজ।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

একজন আরমান বলেছেন:
হুম।
ভাই আপনার প্রথম মন্তব্যের রিপ্লাইয়ের প্রশ্নের উত্তর চাই।

৩১| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০

মাহতাব সমুদ্র বলেছেন: প্রেমে পড়ার আভাস। সেই সাথে প্রেমের প্রাথমিক পর্ব চলছে আর ক।।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

একজন আরমান বলেছেন:
হা হা।
হইলেও হইতে পারে ! ;)

৩২| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

ফারজানা শিরিন বলেছেন: কাণ্ডারি ভাইয়া আর কাল্পনিক ভাইয়ার মন্তব্য পড়িয়া হাসতে হাসতে চেয়ার থেকে পইরা যাবার দশা থেকে বাঁচানের লাইগা আপ্নারে ধন্যবাদ ''নরাধম'' !!!
নিজের নামের সার্থকতা খুব কম মানুষ প্রমান করিতে পারে । -_-

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৬

একজন আরমান বলেছেন:
নিজের নামের সার্থকতা খুব কম মানুষ প্রমান করিতে পারে ।
সহমত।

চেষ্টা করেছি, কিন্তু এখনও পারি নি !

৩৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩

সিয়ন খান বলেছেন: অসাধারণ হইছে +++++

যাকে উৎসর্গ করা হইচে সে কি কবিতা তা পরেছে??
পরে থাকলে সে এক দৌরে তোমার কাছে চলে আসবে।

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

একজন আরমান বলেছেন:
হুম। পড়ছে ভাই। কিন্তু এতো কি সহজ? সে তো আসে নাই। দূরেই আছে। আর আমি তার অপেক্ষায়ই আছি। :(

৩৪| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

ফারজানা শিরিন বলেছেন: O_O ভাইয়া আমি আপনাকে কিছু পারতে বলি নাই । সম্পূর্ণ মন্তব্য নরাধমের জন্য । : P

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

একজন আরমান বলেছেন:
আমি আমার উওরটা দিলাম ! ঃ )

৩৫| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৪

লাবনী আক্তার বলেছেন: হুম! তোমার কবিতা পড়ে নির্মলেন্দু গুণ এর একটা কবিতা মনে পড়ল

আমি বলছিনা ভালবাসতেই হবে; আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত
আমি বলছিনা ভালবাসতেই হবে;আমি চাই
কেউ আমাকে খেতে দিক আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা '


১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৬

একজন আরমান বলেছেন:
হুম। আমি ওইটাকে ফলো করেই লিখেছি।
কবিতার নাম " তোমার চোখ এতো লাল কেন?"

আমি বলছিনা ভালোবাসতেই হবে,আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য।
বাইরে থেকে খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।


আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই
কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছিনা,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারী মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিগ্গেস করুক:
আমার জল লাগবে কিনা,নুন লাগবে কিনা।
এটো বাসন,গেন্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি।


আমি বলছিনা ভালোবাসতেই হবে,,আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা
খুলে দিক।কেউ আমাকে কিছু খেতে বলুক।
কাম-বাসনার সঙ্গী না হোক,কেউ অন্তত আমাকে
জিগ্গেস করুক: 'তোমার চোখ এত লাল কেন?"

৩৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: প্রথমেই কবিতায় প্লাস++++++


কমেন্টগুলো পড়ে ব্যাফুক হাসাহাসি!!!! স্পেশাল থ্যাংস্‌ ফর কা_ভা ভাই এন্ড কান্ডারী ভাই।


@ স্পেশাল রিকু টু কান্ডারী ভাই, আরমান ভাইরে টিপস্‌টা কয়া দেন না পিলিজ :P

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

একজন আরমান বলেছেন:
গতকালকে টিপস নিয়া আসছি। :P :P :P

৩৭| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

পেন্সিল চোর বলেছেন: কবিতা ভাল্লাগসে!! :) :) :)

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৩৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

লাবনী আক্তার বলেছেন:
নির্মলেন্দু গুণ এর এই
কবিতাটা অনেক ভাল লাগে।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭

একজন আরমান বলেছেন:
হুম। আমারও।
তাই তো এইটার মতো করে লিখার চেষ্টা করেছিলাম। :)

৩৯| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

শুকনোপাতা০০৭ বলেছেন: চমৎকার ... নির্মলেন্দ্যু গুনের কবিতা এমনিতেই প্রিয়,আর এটা পড়েতো খুবই ভালো লাগল :)

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

একজন আরমান বলেছেন:

গুনের কবিতা আমারও অনেক প্রিয়।

অনেক ধন্যবাদ আপু। :)

৪০| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

এরিস বলেছেন: Sundors hoyechhe Arman bhai..
Hotath Nirmolendu dada k attack keno bhai?? Arman dada to emnitei valo likhen.. :P

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

একজন আরমান বলেছেন:
হা হা হা।
গুরুর পরে গুন দাদা আর হাফিজ ভাইয়া আমার খুব পছন্দের কবি। আর তার ওপর তার ওই কবিতাটা আমার খুব পছন্দের। তাই মনে চাইছিল আর ট্রাই মারছিলাম। এরপর ভাবতাছি ফ্রস্ট মিয়ারে ধরমু কিনা। :P

৪১| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুখপাঠ্য কবিতা। খুবই ভালো লাগলো ভাই।
এরকমটা তো আমরা সবাই চাই!তাই না?

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

একজন আরমান বলেছেন:
সবাইর খবর জানিনা।
আমি শুধু আমার নিজের কথা বললাম।
খুব স্বার্থপর মানুষ কিনা তাই। :)

৪২| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

s r jony বলেছেন: আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই তুমি আমার সাথে তোমার বাপের কেনা দামি গাড়িতে বস।
:P :P :P :P

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

একজন আরমান বলেছেন:
আহা ! :P :P :P

জনি ভাই জিন্দাবাদ ! ;) ;) ;)

৪৩| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

মামুন রশিদ বলেছেন: তুমি আমাকে নিখাদ ভালোবাসো !


'নিখাদ ভালবাসা' আবার কি জিনিস ? এইডা কই পাওয়া যায় ?? 'খোকাবাবু' মাঝে মাঝে এমন বায়না ধরে, আশ্চয্র ;ঞ

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

একজন আরমান বলেছেন:
মামুন ভাই আমি পিচ্চি হই আর খোকাবাবুই হই আমি কিন্তু এইডা চাই ই চাই। :P :P :P
আর এইডার মানে তারেই বুঝাই কমু যে আমারে নিখাদ ভালোবাসবে ! :#) :#) :#)

৪৪| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

লেখক বলেছেন:
ভাই তার মনের মতো কিভাবে হবো? আমি না হয় অপেক্ষা করলাম, কিন্তু সময় কি কারো জন্য বসে থাকে?

আমি যে সত্যিই তাকে ভালোবাসি সেটা বুঝাবো কিভাবে?
অবশ্যই তাকে শ্রদ্ধা করি এবং তার যথার্থ সম্মান দেবার চেস্টা করি।
জানিনা কখনো তার হৃদয়ে কখনো তার পরম শ্রদ্ধার পাত্র হতে পারবো কি না !!!




এই ধর প্রতিদিন তিন বেলা দাত ব্রাশ করলে, সিগারেট খাওয়া বন্ধ করলে, হলে হিয়ে সিনেমা দেখা বন্ধ করলে ইত্যাদি ইত্যাদি করে দেখ মনের মত হতে পার কিনা। জী সত্যি তাকে যদি ভালোবেসে থাক তবে সময় তোমার জন্য বসে না থাকলেও সে ঠিকই বউ সেজে তোমার জন্য বসে থাকবে।

তার বাসায় যেয়ে ঘরের মেঝে মুছে দাও, তার কাপর চোপড় গুলো চারফ এক্সচেল দিয়ে ধুয়ে দাও, B-) B-) গাধা যদি সত্যি ভালবাস তবে সে ঠিকই বুঝে নিবে এই জন্য অভিনয় করার দরকার নাই।
আমার মনে হয় না যে তুমি তাকে যথার্থ সম্মান দাও।
পারবা না কেন ? মানুষ পারেনা এমন কিছু নাই। তোমার হতাশা গুলোর কারনেই হয়ত দেখা যাবে সে তোমার প্রতি আর আগ্রহী হবে না। কারন যে নিজেই হতাশা গ্রস্থ সে অন্যকে কি আশার আলো দেখাবে।

ভাই কিন্তু এত জ্ঞান দিলাম এইবার বল সে কে ? সেকি তোমাদের গ্রামের ওই মেয়েটি নাকি যাকে তুমি প্রথম দেখেছিলে রাস্তায় দাড়িয়ে আইসক্রিম খেতে। ;) ;) ;)

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

একজন আরমান বলেছেন:
আমি তিনবেলা দাঁত ব্রাশ করি, নামাজ সব ওয়াক্ত পরার চেষ্টা করি, সিগারেট খাওয়া কমিয়ে দিয়েছি।

আর যথার্থ সম্মান অবশ্যই দেই।

আর তাকে চিনেন না? সে তো ওই মেয়েটি যাকে আমি উৎসর্গ করেছি ! ;) ;) ;)

৪৫| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

দুঃখিত বলেছেন: ভালোবাসা কি ? B:-) B:-)

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

একজন আরমান বলেছেন:
ভালোবাসা হচ্ছে একটি রোগ !
যার ঔষধও হচ্ছে ভালোবাসা ! !

৪৬| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

এ্যাপোলো৯০ বলেছেন: উফফফফ, জায়গায় জায়গায় এই "আমি বলছিনা আমাকে ভালোবাসতেই হবে" এই কবিতার বিভিন্ন রূপ দেখে আমি বিরক্ত।


আমাকে বলো যে তোমাকে ভালো না বাসলে কেনও আমি দুঃখের সময় অন্তত আমার হাতটা চেপে ধরবো?

কেনো যখন তোমার চোখদুটো লাল-
তখন আমার বুকে তোমার মাথা রাখবো?

কেনো তোমার সাথে অনেকটা পথ হাঁটবো?
যখন তুমি ক্লান্ত হবে আমার কাঁধে তোমার মাথা রাখবো?

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

একজন আরমান বলেছেন:
আমার সাথে না থাকলে দূরে যাইয়া মরো। :-P :-P :P :P ;) ;)

৪৭| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:

থাইক এ্যাপোলো৯০ তুমি কাইন্দনা আরমান তুমারে না ভালবাসলেও তুমি আমার কাছে চলে আইস। আমি আমার হাত, বুক কাঁধ তোমারে দিবনে ।
8-| B-)

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

একজন আরমান বলেছেন:
কস কি মোমিন থুক্কু কান্ডারি? B:-) B:-) B:-)
দেশের কান্ডারিগো যদি এই অবস্থা হয় তাইলে ক্যামনে কি? /:) /:) /:)

ভাবিরে কয়া দিমু কিন্তু। আর নাইলে এইডার স্ক্রিনশট নিয়া প্রিন্ট কইরা ভাবির হাতে ধরায়া দিমু। B-)) B-)) B-)) ;) ;) ;)

৪৮| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

এ্যাপোলো৯০ বলেছেন: আমি দুরে গিয়ে মরবো নাকি কাছে এসে মরবো নাকি দুরে গিয়ে ভালো থাকবো নাকি কাছে এসে সেটা আমার উপর ছেড়ে দেও

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

একজন আরমান বলেছেন:
তোমার কথার জবাবেই উত্তর দিছি।
তুমি প্রশ্ন করছো তাই জবাব দিছি।

৪৯| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

এ্যাপোলো৯০ বলেছেন: @ কান্ডারী :) আরমান আর আমার ভালোবাসা তো সম্ভবই না। আর চরম সত্যি বলি আমি বরিশালের মানুষ থেকে দুরে থাকাটা পছন্দ করি ( আরমান এটা পার্সোনালি নিওনা, কেননা এটা আমার ব্যক্তিগত কারন)


আর কান্ডারী কে অনেক থ্যাংকস :)

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

একজন আরমান বলেছেন:
না ঠিক আছে।
তবে একটা কথা বলি এটা অবশ্যই পারসোনালি নিবা। এজ আ ফ্রেন্ড হিসেবে একটু হাল্কা জ্ঞান আর কি ! :)

যদি কখনো কাউকে ভালোবাসো তবে তার চেহারা, টাকা পয়সা আর বাড়ি-ঘর দেখে ভালোবাইসো না। তাহলে বড় ভুল করবা। একটা মানুষের সত্তাটাই হল আসল। তার বাড়ি ঘর টাকা পয়সা না !

৫০| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

শীলা শিপা বলেছেন: কবিতা পড়ার আগেই কমেন্ট পড়া শুরু করেছিলাম। জটিল অবস্থা। B-)

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫

একজন আরমান বলেছেন:
কোন দিক থেকে জটিল মনে হল?

আর কবিতা কি শেষ পর্যন্ত পড়তে পেরেছেন?

৫১| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

সোনালী ডানার চিল বলেছেন:
আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে।
তবুও মনের মাঝে সুপ্ত এক আকাঙ্খা,
তুমি আমাকে নিখাদ ভালোবাসো !


ভালোবাসা আসলে এমনই................
+++++++

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

একজন আরমান বলেছেন:
হুম আসলেই !

ধন্যবাদ প্রিয় কবি।

ভালো থাকবেন। :)

৫২| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১

রাইসুল সাগর বলেছেন: ভালোবাসার ফাঁসি চাই।
আরমানের মুখে হাঁসি চাই।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩

একজন আরমান বলেছেন:
হা হা হা।

ইডা কোন দাবি ভাই?

৫৩| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

এ্যাপোলো৯০ বলেছেন: আমি একজন মানুষ কে মানুষ হিসাবে ভালোবাসি আরমান। সে কোন ধর্মের, কোন জায়গার, দেখতে কেমন,টাকা পয়সা কতটুকু আছে,সোশ্যাল স্ট্যাটাস কেমন এসব কোনোদিন ভেবে মানুষকে ভালোবাসিনি, আর এটা আমাকে দিয়ে সম্ভবও না। আমার খুব ভালো একজন ফ্রেন্ড বরিশালের। এখানে তুমি এবং রাফাত ভাইকেও আমি অনেক পছন্দ করি।
বাট আমার লাইফ পার্টনার হিসেবে কখনো বরিশালের মানুষকে মেনে নিতে পারবো না জাস্ট এটাই বলতে চেয়েছিলাম।

আর একটা কথা, আমার ভালোবাসার ধরন সম্পর্কে তোমার কোনো ধারনাই নেই, তাই রিপ্লাইটা ওভাবে দিছো, আমার খারাপ লাগেনি, পার্সোনালিও নেইনি।

ভালো থাকো।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

একজন আরমান বলেছেন:
একজনের ভালোবাসা সম্পর্কে আরেকজনের ধারনা থাকবে না এটাই স্বাভাবিক !

আর শেষমেশ তো আমার কথাই ঠিক ছিল। লাইফ পার্টনারও তো একজন মানুষ। আমার কাছে লাইফ পার্টনার বা অন্য কোন মানুষ যেই হোক না কেন ভালোলাগার দিকটা সমান।
দোয়া করি নোয়াখাইল্লা কেউ তোমার লাইফ পার্টনার হোক। ;)
যাই হোক আর কথা পেঁচাতে চাচ্ছি না।

তুমিও ভালো থেকো। :)

৫৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯

আর.হক বলেছেন: হ্যা... তোমাকেই বলছি। .....আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে !

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

একজন আরমান বলেছেন:
আরে !
এ আমি কাকে দেখছি !!

এতো মাস পর !!!
কেমন আছেন ভাই?
কোন খোঁজ খবর নাই !!!

৫৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতা ভালো লেগেছে। যদিও গুনের প্রভাব খুব প্রকট কবিতায়।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

একজন আরমান বলেছেন:
হুম। তাই ওই কবিতা থেকেই এইটা লেখার ভূত চেপেছিল, কারণ আমার ওই কবিতাটা খুব পছন্দের।

ধন্যবাদ আলাউদ্দিন ভাই। :)

৫৬| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

হাসান মাহবুব বলেছেন: অতিমাত্রায় প্রভাবিত। তবে ভালো লাগলো।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৪

একজন আরমান বলেছেন:
হুম।

ধন্যবাদ মাহবুব ভাই।

চতুরে কয়েক মাস হলেও সেখানে আপনার একটি মন্তব্য পেয়েছিলাম আমার একটি গল্পে।

আর সামুতে এই এক বছরে এটাই আপনার প্রথম মন্তব্য আমার ব্লগে !

আরজুপনি আপু একদিন বলেছিলেন যে হাসান মাহবুবের মতো লেখকের কমেন্ট নতুন লেখকদের জন্য অনুপ্রেরণার খোঁড়াক হিসেবে কাজ করে। দেরিতে হলেও সেই খোঁড়াক আজ পেলাম। :)

ধন্যবাদ ভাই। :)

৫৭| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

জাকারিয়া মুবিন বলেছেন:
চমৎকার কবিতা।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মুবিন ভাই।
অনেক দিন খোঁজ খবর নাই ! কেমন আছেন?

৫৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: কিছু কি হয়েচে নাকি ?

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

একজন আরমান বলেছেন:
কিচুই হয় নাইরে বাই। মোর ঠেহি আর কিচুই হইবে না। মোর কপালডাই ঠেহি খারাপ ! : (

৫৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

নরাধম বলেছেন:
শেষ পর্যন্ত স্বীকার করেছেন দেখে ভাল লাগল, ভুল স্বীকার করার জন্য অনেক আত্মসম্মানবোধ লাগে, সাহস লাগে, সেটা আপনার আছে। ধন্যবাদ।

আর হ্যাঁ, কারো কবিতার ছায়া অবলম্বনে লিখলে সেটা উল্লেখ করতে হয়, কারো কবিতার অনুবাদ করলে বা কারো লেখার ছায়া অবলম্বনে মুভি/নাটক বানালেও, নাহয় কপিরাইট আইন ভঙ্গ হয়, তাছাড়া অন্যকে স্বীকৃতি দিলে নিজেরই স্বীকৃতি বাড়ে, শুধু শুধু মানুষকে আপনার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করার সুযোগ দিবেন কেন?

ধন্যবাদ, কবিতা লিখতে থাকুন।

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন:
আমি জানতাম না। এখন থেকে উল্লেখ করে দিবো।

আর হ্যাঁ আমি সত্য কথা প্রকাশ করতে দ্বিধাবোধ করি না।

ধন্যবাদ ভুল শুধরে দেবার জন্য।
ভালো থাকুন।

৬০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২০

বটবৃক্ষ~ বলেছেন: তবুও মনের মাঝে সুপ্ত এক আকাঙ্খা,
তুমি আমাকে নিখাদ ভালোবাসো !

আকাংখা সুপ্ত কেন!! প্রদীপ্ত হোক.....:):)

উতসর্গ টা পছন্দ হয়াসে!!:):)

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

একজন আরমান বলেছেন:
চাইলেই কি সব পাওয়া যায়?

হা হা।
ধন্যবাদ আপু। :)

৬১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫২

সায়েদা সোহেলী বলেছেন: আরমান মন থেকে দোয়া করে দিলাম যেন জীবনে এমন একজনকে পাও যে তোমায় নিখাদ ভালোবাসা দেবে , সর্বক্ষণ পাশে থাকবে :)

১১ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০১

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকা হোক সর্বদা। :)

৬২| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

রাতুল_শাহ বলেছেন: এমন বার্তা গেলে কেউ ভাল না বেসে পারে আরমান ভাই!!!!!!!!!!!


অনেক অনেক ভাল লাগা রইলো।

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

একজন আরমান বলেছেন:
রাতুল ভাই যে !
অনেক দিন পর !

কেমন আছেন?

জানি না কেউ ভালোবাসে কি না !

৬৩| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

বটবৃক্ষ~ বলেছেন: আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুকঃ “তোমার চোখ এতো লাল কেন


নির্মলেন্দু গুণের আমার পছন্দের কিসু লাইন...:)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

একজন আরমান বলেছেন:
জি। গুনের এই কবিতার ছায়া অবলম্বনেই এইটা লিখার চেস্টা করেছি।

গুনের তোমার চোখ এতো লাল কেন কবিতাটা আমার অনেক অনেক পছন্দের কবিতাদের মধ্যে একটি। :)

৬৪| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

ব্লগার রানা বলেছেন: হ্যা আকাঙ্খা থেকেই যায় প্রিয় মানুষের ভালবাসা পাবার।

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

একজন আরমান বলেছেন:
হ্যাঁ ! সেটাই !!

ধন্যবাদ রানা ভাই।

৬৫| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১

রেজওয়ান তানিম বলেছেন: পুরোপুরিই গুণ প্রভাবিত

নিজস্বতা চাইছি

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

একজন আরমান বলেছেন:
প্রভাব থাকতেই পারে।

৬৬| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লাগলো :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৬৭| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৬৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

বাঘ মামা বলেছেন: আরমান কি ভাই এত হতাশা কেন?:)


ভালোবাসা চাইতে হয়না,ভালোবাসা ছিনিয়ে নিতে হয়,ভালোবাসা গুলো এমনি বেরসিক হয় আজকাল।ভালোবাসা নিয়ে কোন ছাড় নেই,লাগবে তো যুদ্ধ বাধিয়ে দিন,দখল করে নিন। :)

কবিতা ভালো লাগলো

শুভ কামনা সব সময়

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন:
আমি দুর্বল বলেই ছিনিয়ে আনতে পারি না, আর চাইলেও অবজ্ঞার পাত্র হই !

আপনার আগমন আমার অনেক ভালো লাগে।

ভালো থাকবেন সর্বদা। :)

৬৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

বাঘ মামা বলেছেন: আবার আসতে হলো আরমান।


"ভালোবাসার একমাত্র যোগ্যতা হলো ভালোবাসতে পারা,ভালোবাসার একমাত্র প্রতিদন্ধি হলো ভালোবাসা সয়ং নিজেই'"
,যারা ভালোবাসার সাথে অন্য আর সব মিলায় তারা ভালো ব্যবসায়ী হবে হয়তো এছাড়া অন্য কিছু নয়।ভাবুনতো কেউ কাঁদছে আপনার জন্য আপনি তাকে ছেড়ে পৃথিবীর কোন কোণে গিয়ে এর চেয়ে সুন্দর কিছু পাবেন?যদি কারো মন কাঁদে,কাঁদে চোখ দিয়ে দিন চোখ বুঝে সব বুক ভরে ভালোবাসুন.....................

আবারও শুভ কামনা

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
হুম। ভালো বলেছেন। তাই ফলের চিন্তা না করেই ভালোবেসে যাচ্ছি। :)

৭০| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

আর.হক বলেছেন: নতুন দিনের অপেক্ষায়......

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৭১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

মাক্স বলেছেন: সুন্দর!

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মাক্স ভাই। :)

৭২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

ভিয়েনাস বলেছেন:
আশা করছি খুব শীঘ্রই সকল আকাংখার শুভ সমাপ্তি হোক :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
দোয়া করবেন। :)

৭৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

টুনটুনি সুখি বলেছেন: বাহ :) :) চমৎকার কবিতা +++++

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৭৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

শাহজাহান মুনির বলেছেন:
কবিতা +++++

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

একজন আরমান বলেছেন:
:)

৭৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

এন এফ এস বলেছেন: ===========+===========
পাওয়ার দাবিদার :)

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

একজন আরমান বলেছেন:
:)

৭৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

স্বপ্নরাজ্য বলেছেন: রাইসুল সাগর বলেছেন: ভালোবাসার ফাঁসি চাই।
আরমানের মুখে হাঁসি চাই।

++++++

প্রিয়তে ,

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

একজন আরমান বলেছেন:
হা হা হা।

৭৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সুন্দর কবিতা

আমি বলছিনা আমাকে ভালবাসতেই হবে,
আমি চাই তুমি আমার সাথে অনেকটা পথ হাঁটো।
যখন ক্লান্ত হবে আমার কাঁধে তোমার মাথা রাখো।

এ হাঁটা কি শুধুই রস্তায় হাঁটা নাকি জীবন অতিবাহিত?

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫০

একজন আরমান বলেছেন:
অবশ্যই জীবন অতিবাহিতের কথা বুঝিয়েছি ভাই।
রাস্তার হাটা তো অল্প সময়ের জন্য !
কিন্তু জীবনটা অনেক দিনের !

ধন্যবাদ।
শুভকামনা রইলো। :)

৭৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কবিতাটি আগে পড়েনি, আজকেই চোখ গেল,

কবিতাটি সুন্দর, তবে ওই তিনটা লাইন সেইরকম সুন্দর। একটা খটকা লাগছিল তাই সেটা জিগাইলাম।

ভাল থাকা হোক, মাথা কান্দে পাওয়া হোক :)

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৮

একজন আরমান বলেছেন:
হা হা হা।
আমি গুনের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছি ভাই।

ধন্যবাদ,।
ভালো থাকুন।

৭৯| ২২ শে মে, ২০১৩ সকাল ১১:৪৬

বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর কবিতা

তবে উৎসর্গ বেশি পছন্দ হয়েছে :)

২২ শে মে, ২০১৩ রাত ১০:১১

একজন আরমান বলেছেন:
হা হা হা।

৮০| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২১

ভ্রমরের ডানা বলেছেন: এই ভার্সনটাও বেশ ভাল লাগল!

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.