নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

!! দগ্ধ হৃদয় !!

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫২





জানো কি-

কয়লা পুড়লে তার গন্ধটা কি রকম হয়?

গন্ধটা যাই হোক না কেন,

সবাই কিন্তু তা টের পায়।

নিকোটিন পোড়ার গন্ধটা কি রকম লাগে?

গন্ধটা খুবই উৎকট !

তাই না?



কিন্তু-

হৃদয় পুড়লে !

তার গন্ধ কি কেউ টের পায়?

কেউ বুঝি তা টের পায় না !



আমার হৃদয় যখন তোমার বিরহে দগ্ধ,

ভেবেছিলাম তুমি বুঝি টের পাবে !

তাই তো তোমার অপেক্ষায় আছি এখনও !

জানি না তুমি আদৌ টের পাবে,

নাকি পাবে না !

তবুও তোমারই অপেক্ষায় !





- একজন আরমান

০৭/০৪/২০১৩

রাত ০৩:২৩:২৯





উৎসর্গঃ হ্যাঁ শুধু তোমাকেই !

মন্তব্য ১৩২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬

আশিক মাসুম বলেছেন: চিঠি :)

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২

একজন আরমান বলেছেন:
এইটা কিছুই হয় নাই রে ভাই।
চাইছিলাম চিঠি লিখতে। পারিনা। তাই গেলাম কবিতা লিখতে। তারপর দেখি হয়ে গেলো খিচুরি !

মাথা ঠিক না থাকলে যা হয় আর কি !
তবে দোষ দিতে পারবেন না।

ট্যাগেই সব বলে দিয়েছি ! :)

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৮

প্রিন্স হেক্টর বলেছেন: আমারে উৎসর্গ দেওনের জন্য থেংকু B-))

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২২

একজন আরমান বলেছেন:
হে হে।
যা খুশি তাই মনে করো। কুনো সমস্যা নাইক্কা। B-)) B-)) B-))

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: রাত যত গভীর হয় , বিরহ তত মাথাচাড়া দিয়ে ওঠে ।

কবিতা অনেক ভালো হইছে । প্রশংসা করতে করতে ক্লান্ত । :P

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৩

একজন আরমান বলেছেন:
রাত যত গভীর হয় , বিরহ তত মাথাচাড়া দিয়ে ওঠে ।

সহমত।

বেশি প্রশংসা কইরেন না, শেষে হিতে বিপরীত হবে। মনে হবে যে পচাইতাছেন। :P :P :P

৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২০

আশিক মাসুম বলেছেন: ব্যাপার না , যাই হোক ভালো হয়েছে । পড়ে আবেগের অনুমান করায়ায়।

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৪

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই !
আবেগ !!
ঐ একটা জিনিসই ভালো আছে আমার !

৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৮

দ্রুতগামী উল্কা বলেছেন: :) :)

ভালও লেগেছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন: সহজ আবেগ, সরল প্রকাশ! ভালো লাগলো পড়তে!

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ইফতি ভাই। :)

৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৫

আমিই মিসিরআলি বলেছেন: অপেক্ষায় আছি এখনও
একজন দেবদাস :(

:P :P :P

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৩

একজন আরমান বলেছেন:
জি !
ইতি,
আরমানদাস :P :P :P

৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
কয়লা ধুইলে ময়লা যায় না হৃদয় পুরলে গন্ধ যায় না । :P

অপেক্ষায় থাক নো প্রবলেম। ;)


কবিতায় +++

১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৭

একজন আরমান বলেছেন:
হে হে।
ভালো বলছিস।
এখনও ঘুমাস নাই?

আমি গেলাম ঘুমাইতে।
শুভ সকাল। :)

৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কবি সুন্দর কবিতা। সকাল বেলায় এমন কবিতা সত্যি উপভোগ্য। শুভসকাল কবি।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৮

একজন আরমান বলেছেন:
কবি ! :!> :!> :#>

ধন্যবাদ সেলিম ভাই।

শুভ সকাল। :)

১০| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অন্যগুলোর চেয়ে বেশি ভাল লেগেছে।

ভুলে যাওয়া গন্ধের মতো
কখনো তোমাকে মনে পড়ে |
হাওয়ার ঝলকে কখনো আসে
কৃষ্ণচূড়ার উদ্ধত আভাস |
আর মেঘের কঠিন রেখায়
আকাশের দীর্ঘশ্বাস লাগে |
হলুদ রঙের চাঁদ রক্তে ম্লান হ'লো,
তাই আজ পৃথিবীতে স্তব্ধতা এলো,
বৃষ্টির আগে শব্দহীন গাছে যে-কোমল, সবুজ স্তব্ধতা আসে |

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৪

একজন আরমান বলেছেন:
এইটা কি বললে স্বর্ণা?
আমার নিজের কাছেই কেমন জানি এলোমেলো লেগেছে !

যাক পাঠকের ভালো লাগাতেই লেখকের সার্থকতা ! :)

ভুলে যাওয়া গন্ধের মতো
কখনো তোমাকে মনে পড়ে |

ভালো লাগলো। :)

১১| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে কত প্রেম করেরে ছেলেটা !!! :P

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৬

একজন আরমান বলেছেন:
কেন ভাই আমি কি মানুষ না? B:-) B:-) B:-) /:) /:) /:)

১২| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৪

সায়েদা সোহেলী বলেছেন: :|

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

একজন আরমান বলেছেন:
কি হল আপু?

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২২

এম হুসাইন বলেছেন: +++++++

ভাল্লাগছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

কালোপরী বলেছেন: আসলেই আউলায় গেছেন ভাইজান কি লিখসেন মাথা ঠাণ্ডা হওয়ার পর পড়লে নিজেই হাসবেন


আমিও আমার লেখাগুলা পড়ে এমনেই বেকুবের মত হাসি

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫

একজন আরমান বলেছেন:
আপু সারা রাত ঘুম হয় নি।
তার ওপর অসুস্থ। মাথাটা আমার পুরাই গেছে কয়েকদিন ধরে। জানি না কি লিখছি, কি বলছি আর কি করছি !

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ঘুম শেষ!!! ;) চামে কিছুক্ষণ ঘুমাইয়া নিলাম। :D



শুভ সকাল।

১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২

একজন আরমান বলেছেন:
শুভ সকাল।
আর আমি তো সারা রাত ঘুমাইতেই পারলাম না।
কি যে হইছে আমার !
বুঝতেছি না।
পাগল হইলে পাবনা নিয়া যাইস দোস্ত।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

আমিভূত বলেছেন: ভালো লাগলো কবিতা :) চিঠিও বলা যায় আশা করছি যার উদ্দেশে লেখা সেও পড়বে ;)

ভালো থাকবেন ।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

একজন আরমান বলেছেন:
হুম। এলোমেলো অকথ্য !

হয়তো পড়বে, হয়তো পড়বে না !!

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭

জাকারিয়া মুবিন বলেছেন:
হৃদয় পোড়ার গন্ধ নাই :(

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

একজন আরমান বলেছেন:
:( :( :(

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২

বটবৃক্ষ~ বলেছেন: আমার এই অপেক্ষাতেই আনন্দ........
আমার এই পথ চাওয়াতেই আনন্দ...

এখন বুঝি অপেক্ষাটাই ভালোলাগে আমাদের!!

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

একজন আরমান বলেছেন:
অপেক্ষা না থাকলে তো আর কিছুই থাকতো না ! :(

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

মামুন রশিদ বলেছেন: জ্বইলা পুইড়া দগ্ধ হইতে হইতে যখন ছাই হইবার উপক্রম, তখন খবর দিয়েন । দমকল নিয়া নিভাইতে আমুনে..



বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে না ?? :P

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

একজন আরমান বলেছেন:
হুম।
তাই তো বেশী কইরা মজা নিতাছেন ! /:) /:) /:) /:)

২০| ১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪

shfikul বলেছেন: সুন্দর।ভালো লেগেছে।+++

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শফিক ভাই। :)

২১| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
নো প্রবলেম।
আগে পাগল হইয়া লও।
শুনছি ব্লগারদের জন্য পাবনাতে বিশেষ সুবিধা আছে। :P

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

একজন আরমান বলেছেন:
বেশী দেরি নাই রে।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

স্বপ্নীল. বলেছেন: ঐ আমলান... তুই এতো কথা কইস ক্যান/:)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

একজন আরমান বলেছেন:
চলি ভাইয়া। বুল হয়ে গেতে।
ভালো আতেন আপনে?

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

স্বপনবাজ বলেছেন: হ্রদয় পুড়লে সোনা হয় ! খাটি সোনা !
অভিনন্দন আপনাকে ! সোনার যা দাম আজকাল .।.।.।
কবিতা অনেক ভালো হয়েছে ভাই ! ++++

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
হা হা হা।
ভালোই বলেছেন।
আপনার অবস্থাও তো আমার মতোই। :P :P :P

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন: নতুন কোন বিচ্ছেদ নাকি ?

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
জানি না ভাই। কিছুই জানি না। :( :( :(

২৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫

বোকা ডাকু বলেছেন: আউলা ঝাউলা কোবতে ভাল্লাগছে

বার্তা খানা উহার কাছে পৌছুলো কিনা ঝাতি উহা ঝানার ঝইন্যে অধির আগ্রহে অফেক্ষা খরিতেসে :#> :#> B-)) B-))

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

একজন আরমান বলেছেন:
ঝানিলেও কি সে কহিবে? :( :( :(

আপনার হরতাল কি শেষ হইছে?

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

রোকেয়া ইসলাম বলেছেন: শুভ নববর্ষ............।
ভালো কাটুক ১৪২০ সালের প্রতিটি খন।
অনেক অনেক শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৮

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ আপু।

আপনাকেও শুভেচ্ছা।

২৭| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

মাহতাব সমুদ্র বলেছেন: এসিডে দগ্ধ, নাকি গরমে/

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

একজন আরমান বলেছেন:
নারে ভাই এর কোনটায়ই না।
বিরহে !!! :( :( :(

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৪

রাতুল_শাহ বলেছেন: কার প্রেমে হৃদয় পুড়িল ভাই?

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

একজন আরমান বলেছেন:
যারে ভালোবাসি তার প্রেমে ! :P :P :P

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

রহস্যময়ী কন্যা বলেছেন: উৎসর্গঃ হ্যাঁ শুধু তোমাকেই !

কাকে??????
জাতি জানতে চায়.... B-) B-) B-)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৬

একজন আরমান বলেছেন:
হা হা।
তাকেই !

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আবেগী লেখা, তবে সুখপাঠ্য নয়।
সুন্দর গদ্য কবিতা। আমি কবি নই, তবে পাঠক হিসেবে আমার মনে হয়েছে প্রথম অংশটি এমন হলে পড়তে আরাম লাগত।

জানো কি-
কয়লা পুড়লে তার গন্ধটা কেমন হয়?
গন্ধটা যাই হোক না কেন,
সবাই কিন্তু তা টের পায়।
নিকোটিন পোড়ার গন্ধটা কেমন লাগে?
গন্ধটা খুবই উৎকট !
তাই না?

তবে আনন্দের বিষয়, তোমার লেখা আগের চাইতে অনেক ভালো হচ্ছে।
শুভকামনা এবং শুভ নববর্ষ। তোমার জন্য আমার একটা লেখা দিলাম। এটা কোন কবিতা বা কোন কিছুই নয় শুধু শুভকামনা।

নিজের কষ্টকে, ব্যর্থতাকে, চির আক্ষেপ আর হতাশার গ্লানিকে দাও সফলতার সাগরে ডুবিয়ে মৃত্যু যন্ত্রনা। তোমার যাবতীয় জাগতিক কষ্ট গুলোকে কাগজের মত কুচি কুচি করে কেটে উড়িয়ে দাও বৈশাখের প্রথম প্রহরের ঝড়ো বাতাসে। নিজেকে নতুন করে তোল ঠিক সে ভাবে, যেভাবে ধারহীন তলোয়ার, বালুতে ঘষার পর চকচক করে উঠে। তুমি আর তোমার কেন্দ্রস্থল হয়ে উঠুল সফলতা আর চির ভালোবাসার মিলনমেলা। সেই নতুন রুপ নিয়ে ফিরে যেও তারই বাহুবন্ধনে।- শুভ নববর্ষ আরমান।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

একজন আরমান বলেছেন:
আসলে ভাইয়া এটা এলোমেলো কথামালা হয়েছে। আর কিছুই না।
আপনার প্রত্যেকটা কথাই আমার জন্য অনেকঅনুপ্রেরণা যোগায়।

অনেক ধন্যবাদ ভাইয়া।

শুভ নববর্ষ। :)

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৮

মামুন রশিদ বলেছেন: বছরের শেষটাতো বিষাদের করুন সুর বাজিয়ে আকাশ বাতাস ভারি করে ফেলছেন । নতুন বছরে মিলনের রাগিনী বেজে উঠুক । নতুন নতুন স্বপ্নেরা ঘরে আসুক, হাত ধরে ঘুরে বেড়াক সারা উঠোনময় ।


ভাইডি মজায় থাকলেইনা তবে বড় ভাইদের মজা ;)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৮

একজন আরমান বলেছেন:
হা হা।
দোয়া কইরেন মামুন ভাই।

শুভ নববর্ষ।

৩২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

কে বলছে তুমি মানুষ না তুমি হইলা প্রেমিক তবে :P

মামুন৬৫৩ বলেছেন: জ্বইলা পুইড়া দগ্ধ হইতে হইতে যখন ছাই হইবার উপক্রম, তখন খবর দিয়েন । দমকল নিয়া নিভাইতে আমুনে..



বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে না ?? :P

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১

একজন আরমান বলেছেন:
হুম হুম।
এখন তো মজাই নিবেন ! /:) /:) /:)

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

বাংলাদেশী দালাল বলেছেন:

হৃদয় পোরার গন্ধ না পাইলেও কলেজা পোরার গন্ধ পাইতাছি।
কার কলিজা একনও টের বুঝতে পারিনাই। ;)




১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩

একজন আরমান বলেছেন:
আমার আমার।
আর কার?

৩৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮

তারছেড়া লিমন বলেছেন: শুভ নববর্ষ............।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ লিমন ভাই। :)

৩৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৪৯

একজন নিশাচর বলেছেন: ছেলেটা এবার সিরিয়াসলি প্রেমে পরেছে। খুবি চিন্তার বিষয়।


নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩

একজন আরমান বলেছেন:
হা হা হা।
কি যে বলেন না ভাই !


শুভ নববর্ষ। :)

৩৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: শুভনববর্ষ....
তোমার প্রেম প্রাপ্তির বছর হোক,
প্রেমের তৃষ্ণা মিটে যাক
জীবনটা স্বর্গীয় ও স্বপ্নিলসুখে ভরে ওঠুক।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ সেলিম ভাই। :)

৩৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে ভাই মজা না আমি সিরিয়াস। ;)

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

একজন আরমান বলেছেন:
ঐ মিয়া এইবার দেখি আপনে সিরিয়াস মজা করা শুরু কইরা দিলেন ! B:-) B:-) B:-)

যাই হোক সকালের পান্তা ইলিশের দাওয়াত দিছেন নাকি সবাইরে?
সত্যি নাকি?
সত্যি হইলে কিন্তু আইসা পরমু।
বেশী টাইম লাগবে না। B-)) B-)) B-))

৩৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
হে দাওয়াত দিয়েছি সবাইকে সাথে নিয়ে চলে এসো।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯

একজন আরমান বলেছেন:
এতো কাজ করতে পারবো না।
তবে যদি দাওয়াত সিরিয়াস হয় তাহলে আসতে পারি।

আর সবাই যদি আসে তবেই কেবল আসবো।
একা একা তো অনেক খাইছি।

যাক আমি হিসেব কইরা রাখতেছি। বিয়ার পর আপনারেও দাওয়াত খাওয়ামু। ;)

৩৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৯

বৃতি বলেছেন: চমৎকার লিখেছেন আরমান । আশা করি হৃদয় পোড়ার গন্ধ ঠিক মানুষটি টের পাবে :)
নববর্ষের শুভেচ্ছা - আপনার জন্য অনেক আনন্দ নিয়ে আসুক এই বছরটি ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ একরাশ।

নববর্ষের শুভেচ্ছা রইলো। :)

৪০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৭

বিষাদ সজল বলেছেন: ভাই এটা যদি আউলা ঝাউলা কথা হয় তবে তাই লিখুন ।
কবিতা তো চরম লিখসেন ভাই ।

১৪ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৫

একজন আরমান বলেছেন:
হা হা। কি যে বলেন না।

অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনাদের অনুপ্রেরণাই আমার লেখার কালি হয়ে থাকবে। :)

৪১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ :)

৪২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন বছরে আপনার ''প্রতিক্ষার'' অবসান হোক । শুভ নববর্ষ :)

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই।

শুভ নববর্ষ।

৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

বাহ চমৎকার এখন তাহলে এভাবেও ভাবা হয়।

ভাল থেক আরমান। আর তোমার বিয়ের পর পাই পাই হিসেব আমি বুঝে নেব তোমার কাছ থেকে।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮

একজন আরমান বলেছেন:
কিভাবে?

আচ্ছা বিয়ের পর হিসেব বুঝিয়ে দিবো নে।
এখন বলেন তাহলে আমাকে কবে বিয়ে করিয়ে দিচ্ছেন? :P :P ;)

৪৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারীর সঙ্গে আমিও আছি ।পাই পাই না হলেও কিছুটা হিসেবতো নিবই ।শুধু দম ফালানোর সময় পইনা।পেলে বুঝতেন।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

একজন আরমান বলেছেন:
কান্ডারীর তো বিয়ে হয়ে গেছে।
আপনাকে তাহলে কন্ডিশন দেই।
আপনি তাড়াতাড়ি বিয়ে করুন উইথ শ্যালিকা। B-)) B-)) B-)) ;) ;) ;)

৪৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দূর্বল জায়গায়আঘাতের শাস্তি কি?কান্ডারী? জবাব চাই। তারপর আরমানের সঙ্গে বোঝাপরা।

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৯

একজন আরমান বলেছেন:
হা হা হা হা B-)) B-)) B-))

৪৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: এই হাসির মানে কি?

১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

একজন আরমান বলেছেন:
এমনি দিলাম। দেখেন কান্ডারীর সাথে বুদ্ধি কইরা কোন লাভ হয় কিনা? :P :P :P

৪৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ নববর্ষ :)

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ আপু। :)

দিন কেমন কাটলো?

৪৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী ভাবছ তোমার দলে তাই না?ব্যাপারটা ভুল।বুঝছো।তোমার জানার ভুল।আমি কান্ডারীকে ম্যানেজ করে ফেলব।তারপর :P

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
এতো সহজ না মিয়া ভাই !

আমি কি তা এখনও টের পান নাই। :P :P ;)

৪৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

আমি বাঁধনহারা বলেছেন:




খুব ভালো লাগলো:++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

শুভ নববর্ষ। :)

৫০| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

টুনটুনি সুখি বলেছেন: :( :( :(

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

একজন আরমান বলেছেন:
কি হল আপু? :(

৫১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

ফারজানা শিরিন বলেছেন: অপেক্ষার প্রহর শেষে কেউ একজন আসুক ।
কেউ একজন যে না চাইতে ভালোবাসার সব অঞ্জলি লুটিয়ে দিবে ।

নববর্ষের শুভকামনা ভাইয়া ।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৯

একজন আরমান বলেছেন:
আসবে কি সে?
ধরবে কি আমার হাত দুটি?
কথা দিবে কি বাকিটা জীবন পাশে থাকার?

শুভ নববর্ষ।

৫২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৬

শ্রাবণ জল বলেছেন: অপেক্ষার প্রহর দীর্ঘায়িত না হয় যেন, সেই কামনা।

ভাল থাকুন।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
আপনিও ভালো থাকবেন। :)

৫৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

সিয়ন খান বলেছেন: হৃদয় পুরলে !
তার গন্ধ কি কেউ টের পায়?
কেউ বুঝি তা টের পায় না !
সহমত।
যার পোরে সুদু সেই বুঝে B:-) B:-) B:-)

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

একজন আরমান বলেছেন:
হ্যাঁ ভাই। সেটাই ! :( :( :(

৫৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

রাইসুল সাগর বলেছেন: পোরার এটার বানান হবে পোড়ার।



কাব্যে ভালো লাগা। আর শুভকামনা সব সময়।

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

একজন আরমান বলেছেন:
আচ্ছা ঠিক করে দিচ্ছি ভাইয়া।
অনেক দিন পর দেখা ! :)

৫৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০০

ফালতু বালক বলেছেন: she jonnoi to koi apnar bloge aile pora pora gondho lage kenB-).....kabbe +++ onek

১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

একজন আরমান বলেছেন:
হা হা হা।
নাকে রুমাল চাইপা আসবেন এর পর থেকে। :)

৫৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

সািহদা বলেছেন: হৃদয় পুড়লে !
তার গন্ধ কি কেউ টের পায়?
কেউ বুঝি তা টের পায় না !

অসাধারণ । তবে সত্যিকারের হৃদয় থাকলে অবশ্যই টের পায়।

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

একজন আরমান বলেছেন:
হতে পারে !

ধন্যবাদ আপু। :)

৫৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ নববর্ষ!!!

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

একজন আরমান বলেছেন:
শুভ নববর্ষ ভাইজান। :)

৫৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

অদ্বিতীয়া আমি বলেছেন: তেমন কোথাও যাওয়া হয় নি , ফ্রেন্ডের বাসায় গেলাম , তারপর ফ্রেন্ডের সাথে একটু বাইরে গেলাম , তারপর বাসায় , এই ত ... :)

তোমার কেমন কাটলো ?

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

একজন আরমান বলেছেন:
আমার তো সারাদিন বাসায় ঘুমিয়ে কেটেছে। বিকেলের দিকে উঠে মিরপুর ১০ নাম্বার গিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আবার রাতে বাসায় চলে আসছি। এইতো !

আমি যেমন সাদামাটা আমার সব দিনগুলোও সাদামাটা ! :)

৫৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

এরিস বলেছেন: বিষাদময় কবিতা।
তবে... নিকোটিন এগেইন...!!!

বিজ্ঞানীদের কাছে আবেদন, হৃদয় পোড়ার গন্ধ আইডেনটিফাই করে এই আরমান ভাইকে চিন্তামুক্ত করুন। প্লিজ।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

একজন আরমান বলেছেন:
হা হা হা।
আমার নিকোটিন নিয়ে লেখাটাই যেন কেন বেশী চলে আসে !
এর মাঝে একটা কবিতা লিখেছিলাম সেটাতে ড্রিঙ্কস এর কথা ছিল !
তাই শেষে নিজেই কবিতাটা বাতিল করে দিয়েছি।
আমি কবিতা লিখলেও পাঠক সিরিয়াসলি নিলে সমস্যা !
তাই সব কবিতা সেন্সরড করি না !

কেমন আছেন?
অনেক দিন পর !

৬০| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

বাংলাদেশী দালাল বলেছেন: অবনত মস্তকে আমার ব্লগে আসিবার আমন্ত্রন জানাইতেছি ।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

একজন আরমান বলেছেন:
অবশ্যই আসিব। :)

৬১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব ভালো।।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৬২| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

শাহজাহান মুনির বলেছেন: আগুনে পুড়ালে কিছু রাখে, তবু কিছুটা থাকে,
হোক না তা শ্যামল রং ছাই,
কিন্তু মানুষে পুড়ালে কিছুই রাখে না, কিছুই থাকে না,
খা খা বিরাণ আমার কিছু নাই।


কবিতা ভাল হয়েছে আরমান ভাই।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

একজন আরমান বলেছেন:

মানুষে পুড়ালে কিছুই রাখে না, কিছুই থাকে না,
খা খা বিরাণ আমার কিছু নাই।


দারুন বলেছেন।

ধন্যবাদ ভাই। :)

৬৩| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

নীল-দর্পণ বলেছেন: আমার হৃদয় যখন তোমার বিরহে দগ্ধ,
ভেবেছিলাম তুমি বুঝি টের পাবে !

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৭

একজন আরমান বলেছেন:
হুম। তাই তো ভাবছিলাম।
কিন্তু সে পায় নাই !
ফায়ার সার্ভিস পর্যন্ত খবর পাইয়া গেছে, কিন্তু সে পায় নাই। :(

৬৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

এন এফ এস বলেছেন: :#) :#) :#) :#) :#) :) ভালু লাগ্ল

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৬৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

স্বপ্নরাজ্য বলেছেন: হৃদয় পুড়লে !
তার গন্ধ কি কেউ টের পায়?

ভালো লাগলো ভাইয়া।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। :)

৬৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

জলপরী১৮ বলেছেন: ''ভেবেছিলাম তুমি বুঝি টের পাবে !''

আমাদের ভাবনাগুলো ভীষণ রকম মিথ্যে.......:(

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

একজন আরমান বলেছেন:
আসলেই মিথ্যে !!! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.