নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

| | অনাহূত ভালোবাসা | |

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২





অফিস থেকে বাসায় ফিরেই আসিফ দেখতে পায় তার মা-বাবা আর ছোট বোন কি যেন আলাপ করছে। আসিফের দিকে তাকিয়েই তার বোন হেসে দেয়। ড্রেস চেঞ্জ করে ওয়াস রুম থেকে ফ্রেশ হয়ে ডায়নিং টেবিলে রাখা চায়ের কাপে চুমুক দিতেই আসিফের বাবা রহমান সাহেব আসিফকে উদ্দেশ্য করে বলেন, “ আসিফ তোমার সাথে কিছু কথা আছে”।

বাবার দিকে তাকিয়ে সম্মতি জানাতেই রহমান সাহেব বলা শুরু করেন, “তোমার চাকরির বয়স তো বছর খানেক হল। গতানুগতিক সমাজ ব্যাবস্থার হিসেব অনুযায়ী তুমি এখন প্রতিষ্ঠিত। তা এই সমাজের প্রথা অনুযায়ী ছেলে প্রতিষ্ঠিত হলে বাবা-মা’র দায়িত্ব হয় ছেলের বিয়ের ব্যাবস্থা করা”।

আসিফ একটু বিরক্ত হয়ে বাবাকে বলে, “বাবা এতো পেঁচিয়ে কথা বলার অভ্যাস এখনও ছাড়তে পারলে না। যা বলতে চাও সরাসরি বললেই তো হয়”।

আসিফের মা জাহানারা বেগম বলতে শুরু করেন, “তোমার জন্য মেয়ে দেখেছি। মেয়ে অনার্স শেষ করেছে। আরও একগাদা বর্ণনা শেষে জিজ্ঞেস করলেন, “তোমার কোন আপত্তি আছে কি এই বিয়েতে?” জবাবে আসিফের সরল উত্তর, “বিয়ে আজ হোক কাল হোক করতেই তো হবে। তোমার যা ভালো মনে করো তাই করো। আমার কোন আপত্তি নেই”।



প্রিয়া বাবা-মায়ের একমাত্র আদরের মেয়ে। চোখে অনেক রঙ্গিন স্বপ্ন। গ্রাজুয়েশন শেষ করেছে। পোস্ট গ্রাজুয়েশন শেষ করে জব করবে। নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু একদিন তার মা তার বিয়ের কথা বলে। প্রিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়। প্রিয়ার কোন কাজেই তার বাবা-মা কখনো বাঁধা দেয় নি। তাই বাবা-মায়ের সিদ্ধান্তেও সে বাঁধা দেয় নি। বিয়েতে রাজি হয়ে যায় বাবা-মায়ের পছন্দ অনুযায়ী।



আসিফ আর প্রিয়ার বিয়ে হয়ে যায়। নতুন সংসারে যতোটা না সমস্যা হবে ভেবেছিল, অতোটা সমস্যা হয় নি প্রিয়ার। প্রথম কয়েকদিন একটু খারাপ লেগেছিল বটে কিন্তু বাবা-মায়ের ব্যাকআপ হিসেবে শ্বশুর-শাশুড়ি দারুন কাজে দিচ্ছে ! তারা নিজেদের মেয়ের মতোই আদর করেন প্রিয়াকে। প্রিয়াও এই জিনিসটা খুব উপভোগ করে। দিন যেতে যেতে আসিফের সাথেও প্রিয়ার ক্যামিস্ট্রি দারুন জমে একদম ক্ষীর হয়ে যায়।



“ভালোবাসি ভালোবাসি

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়

বাজায় বাঁশি

ভালোবাসি ভালোবাসি”



গানের ভলিউমটা একটু বাড়িয়ে দিতেই প্রিয়া চমকে ওঠে। পেছনে আসিফ দাঁড়িয়ে আছে। কখন যে অফিস থেকে এসেছে তা টেরই পায়নি প্রিয়া। আসিফ ফ্রেশ হয়ে আসতে আসতে প্রিয়া ভাবতে থাকে কদিনের পরিচয়ে মানুষ এতো আপন কি করে হয়ে ওঠে? আসিফ ফিরে এলে প্রিয়া একটা আবদার করে বসে। তার সেই পুরনো ইচ্ছের কথা। সে মাস্টার্স কমপ্লিট করে চাকরি করবে। আসিফ একগাল হেসে প্রিয়ার চুল নিয়ে খেলতে খেলতে বলে, “তোমার ইচ্ছাই শিরোধার্য হে প্রিয়তমা”।



এক বিকেলে প্রিয়া একটি পার্কের বেঞ্চে বসে আছে। হঠাৎ সে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে আসছে তার কাছে। কাছে আসতেই দেখে বাচ্চাটা কান্না করছে। প্রিয়ার অনেক মায়া হয়। কিন্তু কান্নার কারণ জিজ্ঞেস করতে না করতেই দেখে অতি দৈত্যাকায় এক মানবরুপী দানব ধেয়ে আসছে বাচ্চাটার দিকে। এসেই খপ করে বাচ্চাটাকে ধরে ফেলে। এরপর ইয়া বড় এক কাঁচি দিয়ে এক এক করে বাচ্চাটার হাত, পা, মাথা কাটতে শুরু করে। রক্তে প্রিয়ার সমস্ত শরীর ভিজে যায়। প্রিয়া এক চিৎকার দিয়ে ওঠে। পাশ থেকে আসিফ প্রিয়াকে ধরে বলে ওঠে, “কি হয়েছে?” কি হয়েছে প্রিয়ার? প্রিয়া এতক্ষন স্বপ্ন দেখছিল ! দুঃস্বপ্ন !! প্রিয়ার চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল !!!



আসিফ বলে। “কেঁদে কি হবে? যা হবার তা হয়ে গিয়েছে। আমি তোমার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলাম। তুমি আগে কিছু বল নি। কিন্তু শেষে নিজের সিদ্ধান্তেই এবরশন করিয়েছো ! তুমি চাও নি এতো তাড়াতাড়ি সন্তান নিতে। কিন্তু এটা তোমার আগেই ভাবা উচিৎ ছিল। সব সিদ্ধান্তই তোমার ছিল। আমি কখনোই বাঁধা দেই নি তোমার কোন কাজে। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি”।

এক নিশ্বাসে কথাগুলো বলে একটা বড় দীর্ঘশ্বাস ছাড়ে সে। এরপর দুজন কিছুক্ষন চুপ করে বসে থাকে। আসিফের কাঁধে প্রিয়ার মাথা। প্রিয়ার মুখ থেকে শুধু একটা কথাই বের হয়, “আমার পাপের প্রায়শ্চিত্ত আমি ভোগ করছি !”



আমার কথাঃ পৃথিবীতে আমি যে শব্দগুলো বেশি ঘৃণা করি এদের মধ্যে একটি হল এবরশন ! আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার। প্রত্যেকটা কাজ করার আগে ভেবে-চিন্তে করা উচিৎ।



বিশেষ কৃতজ্ঞতাঃ ব্লগার বোকা ডাকু ভাইকে। :)

মন্তব্য ১৩২ টি রেটিং +২১/-০

মন্তব্য (১৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

লেখোয়াড় বলেছেন:
??!!

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

একজন আরমান বলেছেন:
কি হল ভাই? এমন প্রশ্নবোধক এর মানে কি? আমি কি আমার গল্পের মূল ভাব বুঝাতে অক্ষম হয়েছি?

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

লাবনী আক্তার বলেছেন: এই ব্যাপারটা আমারও ঘেন্না লাগে।

অনেক মানুষ আছে যাদের বাচ্চা নেই তারা আল্লাহর কাছে একটা বাঁচ্চার জন্য অনেক কান্নাকাটি করে। আমি খুব কাছ থেকে দেখেছি এই কষ্টটা কেমন।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। আমিও দেখেছি যে একটা কাপল কতো কান্না কাটি করে একটা বেবির জন্য। আর অনেকেই পাওয়া জিনিস নষ্ট করে ফেলে !

আজিব দুনিয়া !!

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

s r jony বলেছেন: লাবনী আক্তার বলেছেন: এই ব্যাপারটা আমারও ঘেন্না লাগে। সহমত

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

একজন আরমান বলেছেন:
সহমত আমারও !

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

s r jony বলেছেন:
যদি কখনো আমার বৌ বা পরিচিত কেউ এই কাজ করতে চায় আমি তাকে "থাব্রা দিয়া" মেরে ফেলব।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

একজন আরমান বলেছেন:
হা হা।
ভাই মাইর দিয়ে মানসিকতার পরিবর্তন সম্ভব না। সচেতনতা তৈরি করতে হবে।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

লাবনী আক্তার বলেছেন: এই ব্যাপারটা আমারও ঘেন্না লাগে।

অনেক মানুষ আছে যাদের বাচ্চা নেই তারা আল্লাহর কাছে একটা বাঁচ্চার জন্য অনেক কান্নাকাটি করে। আমি খুব কাছ থেকে দেখেছি এই কষ্টটা কেমন।

এরপর আর কিছু বলার নেই আমার।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

একজন আরমান বলেছেন:
লাবনী আক্তারকে লেখক বলেছেন:
হ্যাঁ। আমিও দেখেছি যে একটা কাপল কতো কান্না কাটি করে একটা বেবির জন্য। আর অনেকেই পাওয়া জিনিস নষ্ট করে ফেলে !

আজিব দুনিয়া !!

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

বাংলার হাসান বলেছেন: চমৎকার লিখেছেন। ভাল লাগল

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

এম হুসাইন বলেছেন: +++++++ দিয়া গেলাম, পড়ে পড়বো!

শুভেচ্ছা জানবেন।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

একজন আরমান বলেছেন:
হা হা হা।
পড়েই + দিতেন। না পড়েই দিলেন কেন?

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:


আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার।
সহমত।


সুন্দর গল্প।

প্লাসায়িত++++++++++++++++++++++++






এবরশন ব্যাপারটা আমারও অপছন্দ।

এভাবে কত যে প্রান প্রতিদিন পৃথিবীর আলো দেখার আগেই ঝরে যায়।

মানুষের শুভ বুদ্ধির উদয় হোক।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

একজন আরমান বলেছেন:
শুভ বুদ্ধির উদয় হোক।

ধন্যবাদ দোস্ত।।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

বোকা ডাকু বলেছেন: গল্পে ভাল লাগা রইল।

তবে দুঃখ হয় তাদের জন্যে। আবার অনেকে প্রায়শ্চিত্ত করার সুযোগও পায়না। তাদের দুঃখ আজীবন।

কিন্তু যারা জেনে বুঝে এই অধঃপতিত আধুনিক সমাজের প্রতিনিধি হিসেবে নিজেদেরকে জাহির করতে গিয়ে কথায় কথায় "অ্যাবর্ষন" করে তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে ঘৃণা ছাড়া দেবার মত আর কিছুই নেই। ধিক শত সহস্র।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬

একজন আরমান বলেছেন:
হুম।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের।

আপনাকে ধন্যবাদ। ;) ভবিষ্যতে আরও হেল্প করবেন আশা করি। :)

১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: আরমান ভাই, এই শব্দটার সাথে ভালোই পরিচিত। লেখায় পিলাচ

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

একজন আরমান বলেছেন:
হাহা।
কেন আপনি কি পরিচিত না?


ধন্যবাদ মাহতাব ভাই। :)

১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ছবিটাতো সেইরম হইছে।
জাস্ট অসাম!!!
পোস্টের অলংকার । :)


আগেরবার পড়ার সময় ছবি লোড হওয়ার আগেই পড়া শুরু করছিলাম । তাই খেয়াল করিনাই ঠিকমত।


১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
অনেক কষ্ট করে খুঁজে গল্পের থিমের সাথে মিলিয়ে দেবার চেস্টা করেছি। :)

১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

রহস্যময়ী কন্যা বলেছেন: এবরশন একটি প্রাণের অপমৃত্যু........
কারো অধিকার নেই একটি প্রাণকে হত্যা করার
লেখা ভালো লাগলো ভাইয়া
+++++++ দিলাম

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। কারও অধিকার নেই !

ধন্যবাদ আপু। :)

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


টপিকটা ভালো ... এবং নির্মম ...
লেখাটা হটাত যেনও জাম্প করে শেষ হয়ে গেলো! :( ... আরেকটু লিখতে পারতে ভাইয়া ...


যারা এটা করে তারা ভেবেই দেখে না এই একটা প্রান এর জন্যে কত দম্পতি সারা জীবনের আফসোস আর কান্না বয়ে বেড়ায় ... এই একটা প্রান তাদের জীবনে আসে না বলে ... আর যাদেরকে আল্লাহ্‌ দেন তারা তা অবহেলায় হারায় । দুঃখজনক !


১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
আপু ছোট গল্প তো তাই বেশি বড় করিনি। আর এমনিতেও মন ভালো নেই।
পরেরবার ভালো করে লিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। :)

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

সািহদা বলেছেন: প্রত্যেকটা কাজ করার আগে ভেবে-চিন্তে করা উচিৎ।

লেখার জন্য +++++++++++++++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

এম হুসাইন বলেছেন: একেবারে না পড়েই দেই নি হে......

বুঝেই দিয়েছি...... এখন পড়লাম...

+ দেয়া সার্থক।



কৃতজ্ঞতা ও শুভকামনা।
ভালো থাকুন।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
হে হে।

ধন্যবাদ ভাই। :)

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

না পারভীন বলেছেন: লেখাটা খুব ভাল লেগেছে আরমান । একেবারেই অসাধারণ । যে সব দম্পতি এই লেখা পড়বে তারা এবরশন করার কথা ভাববে না ।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আমার লেখা পড়ে যদি একজন মানুষেরও ভাবান্তর হয় তবেই আমার লেখা সার্থক।

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

মেহেরুন বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছিস। ভালো লাগলো _++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

কেমন আছো?
অনেক দিন কোন খোঁজ খবর নেই !

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩

যুবায়ের বলেছেন: পৃথিবীতে আমি যে শব্দগুলো বেশি ঘৃণা করি এদের মধ্যে একটি হল এবরশন ! আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার। প্রত্যেকটা কাজ করার আগে ভেবে-চিন্তে করা উচিৎ। সহমত

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

স্বপনবাজ বলেছেন: গল্পের থিম টা ভালো লেগেছে !
জিনিস টা অনুচিত !!!!

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
জি আসলেই অনুচিত !

২০| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

রাইসুল সাগর বলেছেন: ভালোলাগা রইল।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। :)

২১| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

ঘুড্ডির পাইলট বলেছেন: যে ফুল কুড়িতে ঝড়ে যায় !

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

একজন আরমান বলেছেন:
হুম। :(

২২| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

সোনালী ডানার চিল বলেছেন:
পৃথিবীতে আমি যে শব্দগুলো বেশি ঘৃণা করি এদের মধ্যে একটি হল এবরশন!

আপনার সাথে সহমত আর পোষ্টে ++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
শুভ বুদ্ধির উদয় হোক !

২৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ফারজানা শিরিন বলেছেন: অনেক সুন্দর হইতেছিলো !!! হুট করে শেষ করার এত প্রয়োজন কেন পড়লো ???

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

একজন আরমান বলেছেন:
কারণ মন ভালো নেই।
আর মন ভালো না থাকলে কোন কিছু ভালো ভাবে শেষ করা যায় না।

২৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৮

এরিস বলেছেন: ছবি দেখেই তো একদম... খুব গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ একটা বিষয় নিয়ে লিখেছেন।
টাচি স্টোরি। +++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
ছবি দেখেই তো কি?

হুম। চেষ্টা করেছি !

২৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

রাতুল_শাহ বলেছেন: গল্পের বিষয়টা দারুণ লাগলো।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

২৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯

ফালতু বালক বলেছেন: থিবীতে আমি যে শব্দগুলো বেশি ঘৃণা করি এদের মধ্যে একটি হল এবরশন ! আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার। প্রত্যেকটা কাজ করার আগে ভেবে-চিন্তে করা উচিৎ।

রাইট X((

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

একজন আরমান বলেছেন:
শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

২৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

পেন্সিল চোর বলেছেন: আসিফ প্রিয়ার গল্প পড়ে একটা গান মনে পড়লো-
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়????? ;) ;)
এবরশন মানে হচ্ছে আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করা যা অনেক বড় পাপ। কারন জন্ম মৃত্যু আল্লাহর ইচ্ছায় হয়।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
হা হা।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

আমিনুর রহমান বলেছেন:

গল্পের বিষয়বস্তু অসাধারণ। তোর সব লিখার সেরা লিখা এইটা আমার কাছে। অনেক গুছানো লিখা এবং আমি বলব তুই এখন অনেক পরিপূর্ণ লেখকদের একজন।


১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

একজন আরমান বলেছেন:
আমার ব্লগার জীবনে পাওয়া সেরা মন্তব্যগুলোর মধ্যে একটি হল এটি।
অনেক ধন্যবাদ ভাইয়া। :)

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

তারছেড়া লিমন বলেছেন: “ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি”
অসাধারন...........আর আপনার কথার সাথে সহমত।।

পৃথিবীতে আমি যে শব্দগুলো বেশি ঘৃণা করি এদের মধ্যে একটি হল এবরশন ! আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার। প্রত্যেকটা কাজ করার আগে ভেবে-চিন্তে করা উচিৎ।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৩০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

শিশু বিড়াল বলেছেন: :(

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

একজন আরমান বলেছেন:
মন খারাপ করে কি হবে আপু?

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৩১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

বাংলাদেশী দালাল বলেছেন:

"বিয়ে করিনি তাতে কি হইছে বিয়ের দাওয়াত তো খাইছি"

দাওয়াত খাইয়া ই আপনের এত জ্ঞান?

কাটা কাটির যায়গাটা স্কিপ করে গেছি পরতে পারিনি।সন্তানের মায়া একবার যে বুঝবে সে কাজটা করা তো দুরে থাক আমার মত লেখাটাও পরতে পারবে না।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

একজন আরমান বলেছেন:
হা হা।
অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাই।

সন্তানের মায়া একবার যে বুঝবে সে কাজটা করা তো দুরে থাক আমার মত লেখাটাও পরতে পারবে না।

৩২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

বটবৃক্ষ~ বলেছেন: s r jony বলেছেন:
যদি কখনো আমার বৌ বা পরিচিত কেউ এই কাজ করতে চায় আমি তাকে "থাব্রা দিয়া" মেরে ফেলব। =p~ =p~ =p~

ঠিক!!!
গল্পে প্লাস....থিমটা ভালো ছিলো...
:)

প্রান সৃষ্টির ক্ষমতা যে মানুষের নেই !সে মানুষ কিভাবে প্রাণ হত্যা করে!! X( X( X(( X(( X((
দে মাস্ট বি কার্সড!!

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৩৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

শিশু বিড়াল বলেছেন: মন কেন খারাপ করলাম এটা নিয়ে একটা গল্প বলব একদিন... তখন বুঝবা :)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯

একজন আরমান বলেছেন:
আচ্ছা। অপেক্ষায় রইলাম গল্প শোনার। :)

এই জিনিসটাকে আমি খুব ঘৃণা করি, তাই এটা নিয়ে লিখেছি। মন মেজাজ ভালো ছিল না, তাই লেখার কোয়ালিটি মে বি আগের গল্পের তুলনায় খারাপ হয়েছে। :(

৩৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিনুর রহমান বলেছেন:

গল্পের বিষয়বস্তু অসাধারণ। তোর সব লিখার সেরা লিখা এইটা আমার কাছে। অনেক গুছানো লিখা এবং আমি বলব তুই এখন অনেক পরিপূর্ণ লেখকদের একজন।


আমি বলি অন্য কথা আরমান মনে রাখবে মন যত দহনের জ্বালায় জ্বলবে জীবনে ততই পরিপূর্ণতা আসবে আর জীবনের প্রতিছবি হল তার লেখা।

তবে চালিয়ে যাও থেমে গেলে আবার হারিয়ে যাবে নিজের অজান্তেই। সাহিত্য চর্চা চালিয়ে যেতে হয় একদিন তুমি এই দেশের সেরা একজন লেখক হবে দোয়া করি আমিন।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

একজন আরমান বলেছেন:
দহন তো কমে নারে ভাই !
দিন দিন বাড়ে !!
মানুষের তাচ্ছিল্যতায় দহনের মাত্রা দাউ দাউ করে বেড়ে যায় !!!
মনে হয় পুড়ে খাক হয়ে যাচ্ছে হৃদয়ের সবটুকু !!!

আপনার মন্তব্যটাও আমার চলার পথের পাথেও হয়ে থাকবে।

দোয়া করবেন আমার জন্য জীবনে যেন খাঁটি একজন মানুষ হতে পারি।

৩৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
দহনে দহনে জ্বলে দগ্ধ হও খাঁটি সোনা হও দোয়া করি অন্তর থেকে।

আর তুমি হোলে আমার অনুজ তোমার জন্য দোয়া না করে কিভাবে থাকব বল

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
অন্তরের অন্তস্থল থেকে শুভকামনা সব সময়ের জন্য। :)

৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

একজন আরমান বলেছেন:
:) :) :)

৩৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪০

বাংলাদেশী দালাল বলেছেন:
হু উ

ভায়ে ভায়ে পেয়ার
আমরা সব বেকার
X( X((

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

একজন আরমান বলেছেন:
আরে কি যে বলেন না?
আপনেও তো আমার ভাই। :)

৩৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

মৌরি৯৯ বলেছেন: গল্পটি ২য় বার পড়লাম। গল্পটি সুন্দর কিন্তু বাস্তবতা আরো অনেক খারাপ।
ঘৃনিত কাজ তবুও করেই চলছে বারংবার।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

একজন আরমান বলেছেন:
হ্যাঁ আমি জানি বাস্তবতা আরও খারাপ হয়।
কিন্তু খারাপ দেখতে পারি না। তাই অন্তত কিছুটা ভালো করে প্রকাশ করতে চেয়েছি।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৩৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।

শুভ কামনা।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

৪০| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

সিয়ন খান বলেছেন: এই ব্যাপারে সবাইকে সচেতন হওয়া উচিত।
লেখার থিম টা অনেক সুন্দর। ভাল লাগলো।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৪১| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুপাঠ্য হয়েছে।আপনি সুন্দর লিখেন আরমান।গত কিয়েকদিন নেট এ ঢুকতে পারিনি।পোস্ট প্লাসিত হলো্+

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৪২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

ভিয়েনাস বলেছেন: গুরুত্বপুর্ন টপিক। মনে প্রানে ঘৃনা করি।

ভালো লিখেছেন।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৪৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

রাইসুল নয়ন বলেছেন: পৃথিবীতে আমি যে শব্দগুলো বেশি ঘৃণা করি এদের মধ্যে একটি হল এবরশন ! আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার। প্রত্যেকটা কাজ করার আগে ভেবে-চিন্তে করা উচিৎ।


সহমত ।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০

একজন আরমান বলেছেন:
শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

ভাই আপনে কি ঢাকা আসছেন?
কতো দিন আপনের খোমাডা দেখি না। :( :P ;)

৪৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: আমার এক 'অতি' ধার্মিক আত্মীয়ার ব্যাপারে এমন শুনেছিলাম । তখন মনে হয়েছিল হিপক্রেসির সীমা থাকা উচিত ! খুব ঘৃণা লাগছিল ।

অকারণে এমন ঘৃণিত কাজ যারা করে থাকে তাদের বিবেক নিয়ে প্রশ্ন জাগে ।

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

একজন আরমান বলেছেন:
হুম।

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৪৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

শাহজাহান মুনির বলেছেন: আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার।



শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

একজন আরমান বলেছেন:
শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৪৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

শ্রাবণ জল বলেছেন: শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

একজন আরমান বলেছেন:
শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৪৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

মামুন রশিদ বলেছেন: একমত ।


গল্প ভালো লেগেছে । গল্পের ম্যাসেজ আরো ভালো লেগেছে ।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই।
আমার মেসেজটাই আসল, গল্প নয়। আমার থেকে অনেক ভালো গল্পাকার আছেন ব্লগে। আমি শুধু সচেতনতা তৈরির উদ্দেশেই গল্পটা লিখেছি। :)

৪৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

সায়েদা সোহেলী বলেছেন: জানিনা কেন এই বিষয় টা আমাদের সমাজে খুব সাভাবিক হয়ে যাচ্ছে , যেন এটা কোন ব্যপার ই না , আমার লাইফ আমি যেভাবে খুশি চলবো । থোরাই কেয়ার করি কাউকে ।
কিন্তু এযে খুন ।
মানুষ হয়ে মানুষ খুন ।
মা বাবা হয়েও নিজের সন্তান কে খুন , বনের হিংস্র পশুদের অ দেখি তাদের সন্তানকে জীবন দিয়ে আগলে রাখতে
মানুষের বোধ বুদ্ধি চিন্তাশক্তি দিন দিন হারিয়ে যাচ্ছে । মানুষ আর মানুষ থাকছে না

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫

একজন আরমান বলেছেন:
মানুষ হয়ে মানুষ খুন ।

আমার খুব খারাপ লাগে যখন শুনি এই শব্দটা !
কিন্তু এটা যেন খুব সাধারণ একটা শব্দ হয়ে যাচ্ছে দিন দিন ! ! !

শুভ বুদ্ধির উদয় হোক সকলের !

৪৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

জেমস বন্ড বলেছেন: +++++++


১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৭

একজন আরমান বলেছেন:
অনেক দিন পর তোমারে দেখলাম ভাই।
তুমি কি আজকাল ব্লগে আসো না?

৫০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

shfikul বলেছেন: ++++++++++

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ শফিক ভাই। :)

৫১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জনহিতকর পোস্ট । :P

ভালো লাগলো ...

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৪

একজন আরমান বলেছেন:
হা হা হা।
এই পোস্টে তো মাননীয় মন্ত্রী মহোদয়ের আগেই নজর দেওয়া উচিৎ ছিল। :P

ব্যাপার না। বাংলাদেশের মন্ত্রীরা এমনই হয় ! :P :P ;)

৫২| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

এন এফ এস বলেছেন: ইহা কলিকাতা হার্বাল এর মালিশ এর চাইতেও ডবল কার্যকরী :D

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
B:-) B:-) B:-)

৫৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

এন এফ এস বলেছেন: মানে হৃদয়ে লাগল :)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

মৃত্যুঞ্জয় বলেছেন: পোষ্টে প্লাস :)

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। :)

৫৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

শোশমিতা বলেছেন: প্রত্যেকটা কাজ করার আগে ভেবে-চিন্তে করা উচিৎ
অনেক সুন্দর লিখেছো ভাইয়া!
ভালো লাগলো অনেক + +

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। শুভ বুদ্ধির উদয় হোক সবার।

কেমন আছেন আপু?

৫৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

শোশমিতা বলেছেন: আমি ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো?

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

একজন আরমান বলেছেন:
এইতো আপু আমিও আছি আগের মতোই। :)

ব্লগে খুবই অনিয়মিত আপনি ! :(

৫৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

সুপান্থ সুরাহী বলেছেন:
চমৎকার...!!!

শুভকামনা সবসময়

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই। :)

৫৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০১

শ্রাবণ জল বলেছেন: কাব্যিক ভ্রমণের টাইম হয়ে গেছে!! :)

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

একজন আরমান বলেছেন:
এখনও ১০ দিন বাকি আছে !

কাজ করে যাচ্ছি।
এই মাসের টা কান্ডারী ভাই দিবেন।

কিন্তু হতাশ হচ্ছি প্রিয় লেখকদের পোস্ট ড্রাফ্‌ট করতে দেখে ! :(

ভালো কবিতাগুলো না পেলে খারাপ লাগবে। :(

৫৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: লেখাটা কয়েকদিন আগেই পড়েছিলাম​। পরে হারিয়ে ফেলেছিলাম​। আজ আবারও খুঁজে পেলাম।

প্রথমেই বলবো, সমাজের চরম নোংরা একটা টপিক খুব পরিচ্ছন্নভাবে ফুটিয়ে তুলেছেন লেখাতে। তবে ব্লগার ফারজানা শিরিনের সাথে একমত যে আরও কয়েকটা প্যারা সংযোজন করলে মনে হয় আরও ভাল হত।

এই ধরনের একটা ঘটনা আমার নিজেরও দেখা আছে। সম্পর্ক, বিয়ে, সন্তানধারণ বিষ​য়গুলো নিয়ে কিছু মানুষ (মূলত অমানুষ) কিভাবে ছেলেখেলা করে। স্বামীর সাথে সম্পর্ক ভাল যাচ্ছে না বা এখনও বুঝে উঠতে পারে নি, তাহলে এখনই সন্তান নষ্ট করে ফেলা ভাল। পরে এই ঝামেলা টানবে কে? পরামর্শগুলো (মূলত কু-পরামর্শ) আর কাউকে না, নিজের বোনকেই দিয়েছে তারা। সারাদিন জী-বাংলা দেখা মহিলাদের কুবুদ্ধিতে সন্তান নষ্ট করা হল। এরপর কোন এক কারণে বিয়েটাও আর টিকে নি। এরপর দ্বিতীয় সংসারে দেখা গেল এক এবনরমাল বেবির আবির্ভাব। এখন সেই সন্তানকে নিয়ে কেঁদে আর লাভ কি? প্রথম সন্তান নষ্ট করা যে কতটা ভুল, তা আর কে বোঝাবে তাদের। যতটা সম্ভব এই মানুষগুলোর সাথে আমি কথাও বলতে চাই না। কিন্তু সামনে পরলে কথা বলতেই হয়। আর বাচ্চাটাকে যখন দেখি, তখন খুব মায়া হয়। যার কোন অপরাধ নেই, তাকেই সারাজীবন মানুষের গলগ্রাহ নিয়ে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকতে হবে। আর যারা অপরাধী, এক কথায় মানুষ খুনি, তারা থাকবে বহাল তবিয়তে। টোটালি আনফেয়ার।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৩

একজন আরমান বলেছেন:
আসলে যখন গল্পটা লিখেছি তখন মন প্রচন্ড রকমের খারাপ ছিল। আর আমার আরেকটা খারাপ অভ্যাস হচ্ছে লেখা মাঝে মাঝে প্রিভিউ না দেখেই পোস্ট করে দেই !

তাই সংশোধন করা হয় না !

আর আমার এই গল্পটা লেখার মূল উদ্দেশ্য পাঠককে আনন্দ দেওয়া না, তাকে এই ব্যাপারটায় সচেতন করা !

শুভ বুদ্ধির উদয় হোক সবার !

৬০| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

নীল-দর্পণ বলেছেন: শুরু করসিলাম সংসারের ঝগড়া-ঝআটি মার্কা কিছু পড়ার জন্যে

একটু আগাইতে ভাবলাম নিরামিষ জীবন

আর একটু আগাইতে দেখি ভালই প্রেম-প্রীতি

শেষে আইসা দেখি জনহিতকর....

যাক খারাপ না :D

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮

একজন আরমান বলেছেন:
দারুন বিশ্লেষণ করছেন তো। :)
যদিও গল্পটা তাড়াহুড়ো করে লিখেছিলাম। তবুও থিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। :)

৬১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৬

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট। মন ছুঁয়ে গেল।
লেখায় অনেক +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো.

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।

আপনিও ভালো থাকবেন। :)

৬২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯

জলপরী১৮ বলেছেন: মন ছোঁয়া পোষ্ট।ভালো লাগলো ভাইয়া...।

২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

৬৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫

স্পাইসিস্পাই001 বলেছেন: ""আমাদের কারও ক্ষমতা নেই একটা প্রান তৈরি করার, আর তাই আমাদের কারও অধিকারও নেই একটা মনুষ্য প্রান হত্যা করার।""

স হ ম ত......

উপস্থাপনা প্রশংসনীয় .....+++

ধন্যবাদ ....ভাল থাকবেন...।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

একজন আরমান বলেছেন:
জি আমাদের কারো অধিকার নেই !

ধন্যবাদ ভাই।
আপনিও ভালো থাকবেন।

৬৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০২

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

চমৎকার।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

একজন আরমান বলেছেন:
হা হা।
বেসম্ভব ব্যাস্ত !

ভালো থাকুন ভাই। :)

৬৫| ২৩ শে মে, ২০১৩ রাত ১২:৪৯

সপ্নাতুর আহসান বলেছেন: বেশ টাচি একটি লেখা। পড়ে ভাল লাগল।

২৩ শে মে, ২০১৩ রাত ১:০০

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই।
অনেক দিন পর দেখা !
কেমন আছেন?

৬৬| ২৩ শে মে, ২০১৩ রাত ১:৪৭

সপ্নাতুর আহসান বলেছেন: হুম, অনেক দিন পর দেখা ! ভাল আছি। আপনি কেমন আছেন?

২৩ শে মে, ২০১৩ রাত ২:১৫

একজন আরমান বলেছেন:
আমিও আছি আগের মতোই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.