নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

// প্রতিদান //

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩





আজ আমি ভালোবাসার চরম মূল্য দিচ্ছি।

আজ আমার হৃদয়ে রক্তক্ষরণ,

আর তুমি সেই রক্তকে লাল গালিচা ভেবে-

তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছো!



না না, তোমার কোন দোষ নেই।

এ আমারই ভুলের মাশুল!

তোমাকে ভালোবাসার-

একটু প্রতিদান দেবে না তা কি হয়?



আমার রক্তাক্ত পাঁজরের ওপর দিয়ে-

তোমার হেঁটে যাওয়া, আর আমার চেয়ে থাকা!

এ বুঝি তোমাকে ভালোবাসারই যথার্থ প্রতিদান!



তবুও আমি তোমাকেই ভালোবাসি।

হোক না হয় ভুল!

আমি না হয় ভালোবেসেই ভুল করি,

আর না হয় ভুল করেই ভালোবাসি!



- একজন আরমান

২২/০৪/২০১৩

সকাল ১০:১৭:১৯

মন্তব্য ৮৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

ফারিয়া বলেছেন: কয়েকটা স্থানে ছন্দ ঠিক ছিল না। কিন্তু ওভার অল ভালো। চালিয়ে যান!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২০

একজন আরমান বলেছেন:
আপু আমার কোন কবিতারই ছন্দ ঠিক থাকে না ! :P

মন চায় তাই আবোল তাবোল লিখি।
কবিতা লিখার থেকে পড়তে বেশি ভালো লাগে। :)

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:২৭

আলতামাশ বলেছেন: আমি ভাই ছন্দ ছাড়া কবিতা ভালা পাইনা :(

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

একজন আরমান বলেছেন:
দুঃখিত ! :(

আমি গদ্য কবিতা লিখতে চেয়েছিলাম। কিন্তু শেষে খিচুড়ি হয়ে গেছে !
সত্যিই দুঃখিত। পরেরবার ভালো কবিতা দেবার চেষ্টা করবো।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২

স্বপনবাজ বলেছেন: আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ ভাই !
আমি বড় বেশিই ভুল করি !

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

মহাজাগতিক পাগল বলেছেন: :D গদ্য কবিতা ভাল পাই । তবে সব সময় রুমান্তিক কবিতা পড়ার মুড থাকে না । আজ আছে । কবিতা খুব ভাল লেগেছে ।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

একজন আরমান বলেছেন:
সিরাম কমেন্ট !

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২১

*কুনোব্যাঙ* বলেছেন: সব ভুলই ভুল না. কিছু ব্যাপারে ভুলটাই আসলে শুদ্ধ :D

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

একজন আরমান বলেছেন:
জানি না। কিচ্ছু জানি না। :(

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:২১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
/:) এত দুঃখ কেন /:)

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০

একজন আরমান বলেছেন:
জানি না ! দুঃখ দিয়েই জীবন ভরা আমার !

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫০

শিপন মোল্লা বলেছেন: কবিতার আড়ালে অন্য কিছুর গন্ধ পাচ্ছি ভাই। শুভ কামনা।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

একজন আরমান বলেছেন:
হৃদয় পোড়ার গন্ধ !

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩

এম হুসাইন বলেছেন: ভুল থেকে যদি ভালো কিছু হয়, তবে ভুলই ভালো...... :!> ;)



শুভেচ্ছা ও শুভকামনা।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

একজন আরমান বলেছেন:
ভালো কিছু হবার কোন চাঞ্চ নেই ভাই ! :(

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৮

সাউন্ডবক্স বলেছেন: Vala oiche vaya....

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৮

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: চালাইয়া যান

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

একজন আরমান বলেছেন:
আচ্ছা।
সাথে থাকুন। :)

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সব মিলিয়ে ভাল লেগেছে,,,,,,,,,,,,,,শুভকামনা

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু। :)

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

স্বপ্নরাজ্য বলেছেন: আজ আমি ভালোবাসার চরম মূল্য দিচ্ছি।
আজ আমার হৃদয়ে রক্তক্ষরণ,
আর তুমি সেই রক্তকে লাল গালিচা ভেবে-
তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছো!

:( :( :(( :((

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৪

একজন আরমান বলেছেন:
:( :( :(

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভালই ছিলাম হায় কি পাবার আশায়
প্রেম করে এখন যে বেঁচে থাকা দ্বায়

:( :( :(

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

একজন আরমান বলেছেন:
আসলেই !
এখন বেঁচে থাকাই দায় ! :( :( :(

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কি হৈছে আরমান ভাইয়া? এত দুঃখ! :(

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

একজন আরমান বলেছেন:
কি আর হবে আপু?

দহন !
দহন !!
দহন !!!
:(

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

এরিস বলেছেন: কোন দুর্ঘটনা ঘটেছে কি??? ওই মেয়ে মনে হয় গালিচা দেখেনি কখনো। সেজন্যেই রক্তের উপর হাঁটছে। রক্ত দেখিয়ে আনুন। আমার মনে হয় একবার টের পেলে এঁর হাঁটবেনা।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

একজন আরমান বলেছেন:
কেউ হয়তো রক্ত দিয়ে খেলতেই বেশি মজা পায় ! :)

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

জলপরী১৮ বলেছেন: আজ আমি ভালোবাসার চরম মূল্য দিচ্ছি।
আজ আমার হৃদয়ে রক্তক্ষরণ,
আর তুমি সেই রক্তকে লাল গালিচা ভেবে-
তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছো!

খুব সুন্দর কিন্তু দুঃখজনক :(:

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১

একজন আরমান বলেছেন:
যে হেঁটে যায় তার জন্য দুঃখজনক না !~ :)

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

সিয়ন খান বলেছেন: আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি!
দারুন বলেছ +++

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

একজন আরমান বলেছেন:
হুম !

বলে আর কি লাভ ভাই?

শুধুই নিস্ফল আস্ফালন !

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

স্পাইসিস্পাই001 বলেছেন: লাস্টের লাইন দুইটা মনে ধরেছে.....।

ভাল লাগলো কবিতা.....+++++

ধন্যবাদ ... ভাল থাকবেন..।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

আপনিও ভালো থাকবেন।

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

নীল-দর্পণ বলেছেন: না না, তোমার কোন দোষ নেই।
এ আমারই ভুলের মাশুল!
তোমাকে ভালোবাসার-
একটু প্রতিদান দেবে না তা কি হয়?

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটাই !
একটু প্রতিদান দিবে না তা কি হয়?

২০| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০

তারছেড়া লিমন বলেছেন: আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি!
এই লাইন দুইটা খুব বেশি ভাল লাগলো।।।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

একজন আরমান বলেছেন:
আমারও এই দুইটা লাইন বেশি পছন্দ হয়েছে !

২১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

সোনালী ডানার চিল বলেছেন:
ব্যক্তিগত উপলব্ধী প্রায়শঃ চমৎকার কবিতা হয়ে উঠে :-B

কবিতার ভালোলাগা জানালাম।।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

একজন আরমান বলেছেন:
হা হা হা

ধন্যবাদ প্রিয় কবি। :)

২২| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি!
তুমিও না হয় ভুল করে আমায় ভালোবেসে ফেলো
দেখবে তখন আমারা দুজন ভুলে ভুলে গড়বো সুখের ভুবন!!!!
:P

:) :)

দুটো লাইন যোগ করে দিলাম। ;)


কবিতায় ++++

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

একজন আরমান বলেছেন:
নারে দোস্ত মেয়েরা বড় হিসেবি !
তারা ভুল করে না !!
ভুল করে ভালোবাসে না !!! :(

২৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৫

অনীনদিতা বলেছেন: আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি।

তবুও তো বেসেছি ভালো
না হয় সেটা ভুল করেই এলো

ভুল করেই না হয় আর একটি বার
মন যে চায় তোমায় কাছে টানবার

আমারই ভুল ডাকে দেবে কি তুমি সাড়া
ভুল করেই দিও না হয় একটি বার ইশারা




গুরু দারুন লিখেছেন...


২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

একজন আরমান বলেছেন:
আপনার লেখা দারুন হয়েছে।
কিন্তু আপনার লাইনগুলো আমার কাছে অসত্য !

কেউ আমার ভুল ডাকে সাড়া দিবে না। :(

২৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: হুম তবু আমরা ভুল করে ভালোবাসি....
অথবা ভালোবেসে ভুল করি !
কিংবা ভুল মানুষটাকে ভালোবেসে নিরন্তর ভুলে ডুবে যাই!!

এ এক ভুলে ভরা নষ্ট জীবন!!!:(:(:(:(

কেনযে হতচ্ছাড়া হৃদয়টার শিক্ষা হয়না কোনকালে!! /:) X( X(
কাব্যে +++++

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
এ এক ভুলে ভরা নষ্ট জীবন!!!

সত্যি বলেছেন !
ভুলে ভরা নষ্ট জীবন !! :(

২৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

সোহাগ সকাল বলেছেন: আমার রক্তাক্ত পাঁজরের ওপর দিয়ে-
তোমার হেঁটে যাওয়া, আর আমার চেয়ে থাকা!
এ বুঝি তোমাকে ভালোবাসারই যথার্থ প্রতিদান!

চমৎকার লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

ফারজানা শিরিন বলেছেন: কেউ হয়তো রক্ত দিয়ে খেলতেই বেশি মজা পায় !
যে হেঁটে যায় তার জন্য দুঃখজনক না !
দোস্ত মেয়েরা বড় হিসেবি !
তারা ভুল করে না !!
ভুল করে ভালোবাসে না !!!

মন্তব্য গুলো ভালা পেলাম । মন ভালো হয়ে গেলো । :)

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
তবে মন্তব্য থেকে কবিতায় নজর দিলে বেশি ভালো লাগতো। :)

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০

ভিয়েনাস বলেছেন: আমার রক্তাক্ত পাঁজরের ওপর দিয়ে-
তোমার হেঁটে যাওয়া, আর আমার চেয়ে থাকা!
এ বুঝি তোমাকে ভালোবাসারই যথার্থ প্রতিদান!
.......... ভালবাসার প্রতিদান কিছু না কিছু থাকে।

কবিতায় ভাল লাগা রইলো ।


হৃদয় ভেঙ্গে তো সমান দুভাগ হয়ে গেছে :(

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

একজন আরমান বলেছেন:
ভালবাসার প্রতিদান কিছু না কিছু থাকে।

সহমত।

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সহমর্মীতা থাকলো আরমান। কবিতায় ভাল লাগা

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

বাসে কিন্তু আসলকে না । :(

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

একজন আরমান বলেছেন:
হয়তো !
জানি না, কিচ্ছু জানি না।

৩০| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন:




আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি!
যতবারই ফিরিয়ে দাও না কেন
তবু কাছে আসি, ব​ড় বেশি ভালবাসি।

ঘর ছেড়ে আজ নির্বাসনে, সব ভুলে আজ এক মনে,
সাজিয়েছি হৃদয়ে আমার অন্যভুবনের তাজ।
হারিয়েছি সব আমার, পাইনি যার কিছুই আমি,
ভেবেছিলাম পাবই তো সব যা হারিয়েছি আজ।

এই দিলে প্রতিদান... তুমি এই দিলে প্রতিদান...

ভাই, আপনে পারেনও... চালায় যান... :)

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯

একজন আরমান বলেছেন:
কি পারি ভাই? B:-) B:-) B:-)

৩১| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১

রাইসুল নয়ন বলেছেন: সাধু ! সাধু ! সাধু !

চালিয়ে যাও ভাই ।

পাশে আছি, পাশে থেকো ।

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

একজন আরমান বলেছেন:
পাশে আছি পাশে থাকবেন ভাই।

মিরপুর এসেছেন কি?

৩২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।

যদিও মন খারাপের সময়ে অন্য প্রসংগ টানছে না।

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।

// প্রতিদান //
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩ |


এটা ঘটনার পূর্বে প্রকাশ করা ভাই।

৩৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

না পারভীন বলেছেন: বাহ , ভাল হয়েছে তো । কষ্ট কে না পায় , সবাই এত সুন্দর করে বলতে পারেনা ।

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

একজন আরমান বলেছেন:
জানি না আপু।

৩৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

বাংলাদেশী দালাল বলেছেন:
গত দুই দিন সাভার ছারা আর কিছু পড়ি নাই।
এই আপনার টা পড়লাম।

কবিতা ও মন্তব্য দুইটাই ভাল লাগছে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

একজন আরমান বলেছেন:
ভাই এইটা ট্রাজেডির আগে প্রকাশিত।

// প্রতিদান //
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৩ |

৩৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি!


চমৎকার । আমিও আমরণ এই ভুল করে যেতে চাই । ভুল করে করে ভুলের স্বর্গ গড়তে চাই । প্রার্থনার মতো করে ভালবেসে যেতে চাই ।


ভালবাসি ! ভালবাসি !!
এই সুরে কাছে দুরে,
জলে স্থলে বাজায় বাঁশি
ভালবাসি ! ভালবাসি !!

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

একজন আরমান বলেছেন:
দারুন মন্তব্য মামুন ভাই।

গুরুর এই গানটা আমার অনেক প্রিয়। :)

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৬

সািহদা বলেছেন: তবুও আমি তোমাকেই ভালোবাসি।
হোক না হয় ভুল!
আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি!



আজ আকাশে একটু একটু করে মেঘ জমছে
আমার মনের ভেতরে তোমার জন্য অজস্র স্মৃতির বেদনা ভেসে আসছে,
আমি না হয় ভালোবেসেই ভুল করি,
আর না হয় ভুল করেই ভালোবাসি!

প্লিজ আমাকে ভুল বুঝো না ।।।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

একজন আরমান বলেছেন:
সত্যি যদি ভালোবাসো তবে কেন এ মিছে ছলনা?
আমার কষ্ট কেন তুমি বোঝো না?
বেদনার নীল রঙে কেন বার বার আমাকে রাঙাও?
আমার বেদনার রঙে হলি খেলে এতো কিসের মজা পাও?


দারুন লিখেছেন আপু।

৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

সািহদা বলেছেন: যখন
কেউ তোমাকে কষ্ট দেয়
তখন দুঃখ বোধ করিওনা
কারন
যে গাছের ফল যত মিষ্টি
সেই গাছকে তত বেশী আঘাত সহ্য করতে হয়.......


ছলনা করতে করতে কখন যে ভালোবেসে পেলেছি বুঝতেই পারি নাই।আর কষ্টের কথা বলছেন তো?
কষ্ট আমার নিত্য দিনের সঙ্গী।বেদনার নীল কষ্ট না শুধু হরেক রকম কষ্ট আমার, আমি কেন তোমাকে বেদনার নীল রঙ্গে রাঙ্গাতে যাব? আমি নিজেই হরেক রকম রঙ্গে রঙ্গীণ হয়ে হলি খেলা খেলছি । এটাই আমার ছলনা, এটাই আমার মজা।
ধন্যবাদ আরমান ভাই । ভাল থাকবেন ।

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

একজন আরমান বলেছেন:
হা হা।
দারুন বলেছেন।
কিন্তু সবাই আপনার মতো না।


শুভকামনা সব সময়।

৩৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

সািহদা বলেছেন: জানি সবাই আমার মতো না। আমি চাই না অন্য একজন ও আমার মতো হউক। আমি আমি আমি শুধুই আমার মতোই আমি ।

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

একজন আরমান বলেছেন:
ছলনা করতে করতে কখন যে ভালোবেসে পেলেছি বুঝতেই পারি নাই।

আমি শুধু আপনার এই লাইনের কথা বলেছি।
কেউ অন্তত ছলনা করেও যদি ভালোবাসে সেটাই অনে।

ভালোবেসে ছলনা করার থেকে ছলনা করে ভালোবাসা অনেক ভালো।

৩৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

সািহদা বলেছেন: ছলনা করতে করতে কখন যে ভালোবেসে পেলেছি বুঝতেই পারি নাই।

কথাটা সত্যি কিন্তু সেই বেকামি ভালোবাসার চরম মূল্য দিতে হচ্ছে এখন আমাকে।

ধন্যবাদ আরমান ভাই মন্তব্য করার জন্য। ভালো থাকবেন ।

০২ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৭

একজন আরমান বলেছেন:
বোকামির মূল্য আমরা সবাই ই কম বেশি দেই !!!

৪০| ০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর কবিতা। ভালো লেখা। প্রভাবিত লেখা। :)

০২ রা মে, ২০১৩ রাত ৮:৩৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া। :)

৪১| ০৩ রা মে, ২০১৩ রাত ১:১১

বাংলার হাসান বলেছেন: ভালো লেখা।

০৩ রা মে, ২০১৩ রাত ১:২৬

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ হাসান ভাই।

৪২| ০৫ ই জুন, ২০১৩ রাত ৮:১৩

মৌমিতা আহমেদ মৌ বলেছেন: "না না, তোমার কোন দোষ নেই।
এ আমারই ভুলের মাশুল!
তোমাকে ভালোবাসার-
একটু প্রতিদান দেবে না তা কি হয়" - একদম আমার মনের মত । :) ভালো লেগেছে । :)

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:২২

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.