নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

|| কনফেশন ||

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

২৪ এপ্রিলের ভয়াবহতার কথা তো কারোই অজানা নয়। আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। অনেকেই অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে। আমি শুধু নির্বাক হয়ে পড়েছি, দেখেছি আর মন্তব্য করেছি।



যেহেতু কিছু বলছি না, তাই অনেকেই আমাকে অনেক কথা বলছে। অনেক অপবাদ আমার নামে ! আমি কেন চুপ করে আছি? !



তাই দায়বদ্ধতা মেটাতে কিছু বলতে এসেছি।

হ্যাঁ আমি কনফেস করতে এসেছি !



কেন কিছু বলতে চাচ্ছি না তার কারণ ব্যাখ্যা করছি।

তবে তার আগে আমার কিছু প্রশ্ন তাদের উদ্দেশ্যে, যারা আমাকে বলেছেন যে আমি কেন চুপ ! -



আমি যদি কিছু বলি তবে কি লাভ হবে?

আমার দুঃখ প্রকাশ করাতে কি কোন লাভ হবে?

একজন মৃত মানুষও কি তার প্রান ফিরে পাবে?

একজন অসুস্থ মানুষ কি সুস্থ হয়ে যাবে?

অপরাধী কি ধরা দিবে?

কিংবা পুলিশ কি অপরাধীদেরকে ধরতে পারবে?

তাদের কি বিচার হবে?

আমাদের নেতাদের চরিত্র কি পুরো উল্টে যাবে?

লাশের রাজনীতি কি বন্ধ হবে?



যদি এই সবের উত্তর হ্যাঁ হয় তবে আমি অনেক কিছু বলতে রাজি আছি।

আর যদি উত্তর না হয় তবে আমার কিছুই বলার নেই।



আমি কনফেস করছি আমি দেশপ্রেমিক না। কয়েক ব্যাগ রক্ত দিয়ে আর দু-এক জনকে সাহায্য করতে চেয়েছি বলেই নিজেকে সুশীল সমাজের একজন দাবী করছি না। আমি নিজেকে দেশপ্রেমিক দাবী করতে পারি না আর চাইও না। আমি খুবই স্বার্থপরদের একজন, যার সমস্ত চিন্তাধারা নিজেকে নিয়েই আবর্তিত হয় সর্বদা। সমাজ নিয়ে ভাবার আর কিছু নেই আমার। যেখানে আমরা জন্ম থেকেই অনিয়মকে নিয়ম ভেবে বড় হয়েছি সেখানে আমি গলা ফাটিয়ে ডেমোক্রেসি নিয়ে কিছু বলতে চাই না।



আর স্বাধীনতা! আমার কাছে স্বাধীনতা মানে যখন রাস্তায় চোখের সামনে দ্বিতল বাসে আগুন দিতে দেখেছিলাম তখন মনে হয়েছিল আরে এই মানুষগুলোর উন্মুক্ত ছুটোছুটিই হচ্ছে স্বাধীনতা! কারণে অকারণে গাড়ির গ্লাসের উপর ইট নিক্ষেপ করা হচ্ছে স্বাধীনতা!! বড় এটা পদে হাজারো দায়িত্ব নিয়ে আসীন হয়েও যখন ভাঁড় প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রতিযোগীর থেকেও দুর্দান্ত জোকস পরিবেশন করতে দেখলাম মনে হল না আমি স্বাধীন দেশেই আছি। স্বাধীনতার এক চরম উদাহরন এইগুলো ছাড়া আর কি ই বা হতে পারে? !!!



একটা নতুন জিনিস উপলব্ধি করেছি এতদিন পর। একটা সমীকরণ ! একটা সহজ সমীকরণ !!



টাকাওয়ালার গাড়ির একটি টায়ারের মূল্য > মৃত আমার মূল্য !





কনফেস করে দায়মুক্ত হতে চাচ্ছি আমি !



একজন আরমান

২৬/০৪/২০১৩

রাত ০২:০৬



মন্তব্য ৭৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অপবাদ? কিছুই তো বুঝলাম না। এটা নিয়ে অপবাদ দেয়ার কি আছে? আমিও তো বেশিরভাগ বিষয়ে চুপ থাকি। দেখি শুধু, আমি কিছু বললেও কোনো লাভ আছে বলে মনে হয় না। চুপ না থাকা মানে কি? ফেইসবুকে স্ট্যাটাস দেয়া আর ব্লগে লেখা? নাকি কি? জাস্ট কিউরিয়াস টু নো। অলসো এভ্রি পারসন ইজ ডিফ্রেন্ট।

পোষ্ট দেখে অবাক হলাম। আরেকটা বিষয়ে অবাক হয়েছি, কয়েকদিন আগে। সে সম্পর্কে পরে বলব।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৮

একজন আরমান বলেছেন:
হ্যাঁ চুপ থাকাটাই অপরাধ !

বলতে হবে !
কলম ভাঙ্গতে হবে !!
কীবোর্ড ভাঙ্গতে হবে !!!

আমি কাউকে সাহায্য করলাম কি করলাম না সেটা মুখ্য ব্যাপার না! আমার ভারচুয়ালিটিই যেন আমার সুশীলতার একমাত্র পরিচায়ক !

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: :| :| :|

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

একজন আরমান বলেছেন:
মুখ ঐ রকম রাখছেন কেন?
কিছু তো বলতেই হবে!
কিছু না বইলা কারো গুস্টি উদ্ধার না করলে আপনি তো সুশীল হতে পারবেন না !

আপনি কাকে কখন কোথায় কিভাবে হেল্প করছেন সেটা মুখ্য ব্যাপার না। আপনার ফেসবুক আর ব্লগ এক্টিভিটিই আপনার সুশীলতার একমাত্র পরিচায়ক!

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৯

ফারজানা শিরিন বলেছেন: াহাহাহহাহাহাহা

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

একজন আরমান বলেছেন:
হাসির কি হয়েছে?

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: টাকাওয়ালার গাড়ির একটি টায়ারের মূল্য > মৃত আমার মূল্য

আসলে মানুষের সীমাবদ্ধতা আছে। থাকবে। এজন্যই তো মানুষ তাই না?নিজেকে ক্ষুদ্রভাবা একটা ভাল গুণ।কয়জনে তা পারে।তবে আপনি সবসময় বিপন্ন মানুষের পাশে দাড়িয়েছেন আপনি এজন্য একজন গ্রেট ম্যান।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯

একজন আরমান বলেছেন:
সুপারম্যান, ব্যাটম্যান বা গ্রেটম্যান বুঝি না। শুধু কি-বোর্ড ভাঙ্গলে যদি দেশের পরিবর্তন হয় তাইলে খোদার কসম আমি কালকেই আমার একাউন্টে যতো টাকা আছে তা দিয়া কীবোর্ড কিনে এনে সব একটা একটা করে ভাঙবো। শুধু আমাকে নিশ্চয়তা দিবেন যে কীবোর্ড ভাঙ্গলে দেশের পরিবর্তন হবে। কি বোর্ড ভাঙ্গলে মরা মানুষগুলোর জন্য দায়ী ব্যাক্তিরা শাস্তি পাবে।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

বোকা ডাকু বলেছেন: ভাই আমি শুশিল হইতে চাইনা। খালি আমার কম্বল এর ভাগ টা পাইলেই চলবো :-0 :-0 :-0

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫০

একজন আরমান বলেছেন:
হ্যাঁ আমারও! আমিও শুশিল হইতে চাই না। শুধু আমার কম্বলের ভাগ পাইলেই হইবে ! কিন্তু ভাই কম্বলখান আদৌ পাইবেন তো?

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন:


এতদিনে খুব জেনে গেছি
অনেকের মত আমিও ভন্ড...
অন্ধকার কোনগুলোতে মুরগী হৃদয়ে আমিও ভয়ে থরথর কাঁপি ।
ক্লেদে- জলে পিছল মাটিতে -
টলমল পায়ে আমি কোনোমতে দাঁড়িয়ে হাঁপাই ...
শক্তিমান যে কোন ভ্রু-কুটিতে,
মোমের মতে গলে যায় আমার অন্তরাত্মা।
পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের মত ছুটে-
অমোঘ অমঙ্গলের পায়ে প্রতিরাতে পেশ করে চলি গর্দান।
আমি লোভী নই, একটু উচ্চাকাঙ্ক্ষী,
তাই মুদ্রার বিনিময়ে আমাকে কেনা যায় !
তুমিও যদি নির্বোধ ভালমানুষ না হও,
তাহলে তো জানোই মুদ্রাই জগতের ঈশ্বর।
নিজেকে চরিত্রহীন ভাবতে কেন জানি ইচ্ছে হয়না,
তাই বহুগামিতাকে গাল দিয়ে,
নিরন্তর হস্তমৈথুনে তৃপ্ত করি জগতের তাবৎ নারী কুল।
তবে এতদিনে একটা শিক্ষা হয়েছে বটে,
বাড়ি থেকে বেরুবার আগে মুখোশগুলো নিতে ভুলিনা মোটেই,
মুখোশ ছাড়া কি আর আমাদের একটা দিনও চলে...? বলো ???


- আমার কনফেসন! :(

তবুও শুভকামনা আরমান!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

একজন আরমান বলেছেন:
আপনার কনফেশনের সাথে সহমত ভাই।

বাড়ি থেকে বেরুবার আগে মুখোশগুলো নিতে ভুলিনা মোটেই,
মুখোশ ছাড়া কি আর আমাদের একটা দিনও চলে...? বলো ???

৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫১

ফারজানা শিরিন বলেছেন: সব কিছুতেই হাসি পাচ্ছে । বেচে থাকার আনন্দরে ভাই । ঃ)

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫২

একজন আরমান বলেছেন:
হুম। খালি আনন্দ আর আনন্দ !
কমেডি শো আর সার্কাস দেখতে কার না ভালো লাগে? তাই না? !!!

৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪

ফারজানা শিরিন বলেছেন: হু । বাস্তবে দেখে এসে কাদি । আর বাসায় চেনেলে দেখি সার্কাস ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

একজন আরমান বলেছেন:
সার্কাসের সাথে কমেডি শোও কিন্তু অনেক দারুন লাগে !

৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কি বোর্ড ভাঙ্গাও একটা কাজ। দেশের পক্ষে মুক্তির গান গেয়ে যদি মুক্তিযোদ্ধা বনে যান।মাঠে কাজ করেন সেটা নিয়ে লিখেন্। লেকঅ পড়ে অনেকেই অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে পারে। যেসন ধরে স্বরণা তার ব্লগে যুদ্ধাপরাধীর বিপক্ষে জনমত গড়ায় ভাল ভুমিকা রেখেছে পোস্ট দিয়ে । তা্ই নয় কি?

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

একজন আরমান বলেছেন:
আপনার কথার সাথে একাত্মতা জানাচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে শুধু লাইক কমেন্ট দিয়েই দেশের পরিবর্তন সম্ভব।

ধরুন আমার বাবা অসুস্থ। আমি তাকে হাসপাতালে না নিয়ে ফেসবুকে আর ব্লগে লিখলাম কিছু বেদনাময়ী কথা। আপনি সহ অন্য সবাই লাইক দিলেন, কমেন্ট করলেন সমবেদনা জানিয়ে। আমিও আপনাদের ধন্যবাদ দিলাম। এদিকে আমার বাবা বাসায় বসেই চিকিৎসার অভাবে মারা গেলেন ! তো আমার এই কি বোর্ড ভাঙ্গার মানে কি?

১০| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৯

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: আমিও চুপ করে আছি। আসলে কি বলব??? বলার তো কিছুই নাই।
অসহায় লাগছে, নিজেকে খুব বেশি অসহায় লাগছে। সেইসাথে একটা অপরাধবোধ। কিছুই করতে না পারার অপরাধবোধ।
...................................................

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৫

একজন আরমান বলেছেন:
আমি চুপ করে থাকতেই পছন্দ করি।
যা আমার সাধ্যের বাইরে তা নিয়ে আমি বেশি কথা বলা পছন্দ করি না।

শুধু আল্লাহ্‌র কাছে প্রার্থনা থাকবে তিনি যেন আমাদের হেদায়েত দেন।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
টাকাওয়ালার গাড়ির একটি টায়ারের মূল্য > মৃত আমার মূল্য !

খাঁটি একখান কথা।





কনফেশন এর কথা আর কি কমু!!!আবাল যে রঙেরই হোক না কেন সেতো আবাল-ই। আবালদের চরিত্র কখনই বদলায় না। চুপ থাকটায় উচিত হয়েছে বলে মনে হল।





দেশের অবস্থা নিয়ে চরম মন খারাপ :(
হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আর দেশের মোথারা সুবিধা নেওয়ার ধান্দায় ব্যাস্ত। X(
এদেশে মানুষের মূল্য ২০০০০ টাকা। =p~

এ দেশে দুর্নীতি করা ও খুন করা হল বড় ক্রেডিট। করলে মানুষের সম্মানও পাবে মূল্যও পাবে।

খেঁটে খাওয়া আমজনতা হচ্ছে কাঠের পুতুল।

সেলুকাস বড়ই আজব এই দেশ।

B:-)

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

একজন আরমান বলেছেন: হুম।
আরে তুই তো ভুল বলছিস। সব সময় আমাদের মূল্য ২০০০০ টাকা হয় না। ১০/১৫ হাজার টাকাও হয় !

১২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:

অপরাধী যেই দলেরই হোক না কেন তাকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।
কথাটা শুনলে হাসতে হাসতে আমার প্যান্ট খুলে পড়ার উদ্রেক হয়। মাত্র শুনলাম তাই টাইপ করে দিলাম।


৫০০০/১০০০০ টাকা ভুল বলা বাংলাদেশর জন্য কিছু না ;) । যেখানে হাজার হাজার কোটি টাকা হাওয়া হয়ে যায়।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

একজন আরমান বলেছেন:
হুম।
জোকস শুনে হাসবি না তা কি হয়?

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
দোস্ত সব কিছু উড়াই দিতে মন চাই। X( X( X(


কাদেরকে দিয়ে এই দেশ চলে।
দুই দল তামশা করতেছে।


সব গুলা মাদার ...দ।

X((

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

একজন আরমান বলেছেন:
আমার ভাই কিছু করার নাই, তাই চুপ কইরা আছি।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

দুরন্ত সাহসী বলেছেন: আমি আজ একটা বিষয় ভেবে থ মেরে আছি,আমার মাথায় আর কিছুই আসছেনা।

একটা মেয়ে পড়ে আছে অন্ধাকারে,মেয়েটির একটা হাত একটা পিলারের নিচে চাপা পড়ে আছে,হাত থেকে রক্ত ঝরছে,চিৎকার করে কাউকে পাচ্ছেনা,সে হয়তো শুনতে পারছে বাইরে অগণিত মানুষের কন্ঠস্বর,তার কন্ঠ কারো কানে যাচ্ছেনা,সে গর্ভবতী,সন্তান পেটে নিয়ে এসেছিলো হয়তো মজুরীর আশায়,হাত খানা যখন পিলারের নিচে,যখন হাড় ভাঙ্গা তিব্র কষ্ট,রক্তের স্রোত যখন বইছে,তখনি শুরু হলো তিব্র প্রসব বেদনা,শিশুটি বেরিয়ে এলো অন্ধকারে,কোন কোমল বিছানা বা হাতের না এসে পড়লো কংক্রিট কিংবা বালুর স্তুপে,তার নরম মাথাটা হয়তো রক্তের সাথে আরো রক্তাক্ত,মেয়েটি হাত খুলে মাথা তুলে তাকাতে পারছেনা,নিতে পারছেনা শিশুটিকে,যাকে সে এতদিন ধরে বয়ে এনেছিলো।সেই মেয়েটির কথা একবার ভাবুনতো।তার চিৎকার যেন আমার কানে বাজতেছে এখনো...................
এরপর কি আর কোন কথা থাকে?সারা দেশ জাতী কেন চুপ হয়ে গেলনা,কেন গাড়ি থেমে গেলনা,বাতাস কেন বয় আবার,পৃথিবী কেন থমকে দাড়িয়ে গেলনা,আমাদের রাজনীতি কেন আবার সচল হলো লাশের পাশে দাড়িয়ে?আমাদের টক শো হুলো কেন টক হয়ে গেলনা।মন্ত্রীরা কেন হামাগুড়ি দিলোনা?
পন্ডিতি কেন চলছে এই নিয়ে?কেন?

২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:০২

একজন আরমান বলেছেন:
আমি আর ভাবতে পারছি না।
চুপ করে আছি একদম চুপ।

আর কোন কথা নেই।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
@দুরন্ত সাহসী

ভাই আমাদের দেশে চলে মৃত্যু নিয়ে খেলা। বদলাবেনা আমার দেশ কখনই বদলাবেনা।


আপনার কমেন্ট পড়ে চোখে জল চলে আসলো।
:(( :((


বেঁচে থাকতে বড় লজ্জা হচ্ছে।

২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১০

একজন আরমান বলেছেন:
বেঁচে থাকতে বড় লজ্জা হচ্ছে।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৭

এম হুসাইন বলেছেন: B:-) B-)) :(( :(( :((

একটা মন্তব্য কৈরা আমিও চুচিল হইলাম...... কেডা কি করলো আর কি দিলো সেটা ব্যাপার না... ভার্চুয়ালি তো দেখাইতে হইব, তাই...

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৮

একজন আরমান বলেছেন:
হুম।
ভারচুয়ালি শো আপ করতেই হবে !

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৬

বাংলাদেশী দালাল বলেছেন:

সেলিম আনোয়ার ভাইয়ের সাথে সহমত।

লিখা চালিয়ে যেতে হবে যদি আর কিছু করার না থাকে।
অনুভুতি গুলকে জাগ্রত রাখতে হবে।
যুদ্ধ সাভারেই শেষ নয়।

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

একজন আরমান বলেছেন:
আমিও সহমত কিন্তু...

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৮

সায়েদা সোহেলী বলেছেন: কিছু বলার নেই । বলে লাভ নেই । এইসব নতুন কিছুনা । কিন্তু একটা প্রশ্ন জাগে মনে  আল্লাহ তালার ইশারা ছারা গাছের একটা পাতাও ঝরে না । তাহলে এ কেমন বিচার!!! এই দরিদ্র মানুষ গুলোর উপর দিয়েই কেন এমন হয়! !!

আমাদের সনামধন্য নেতা নেত্রিরা যখন মহান আলচনা পর্জালচনায় বসেন তখন কেন সেই ভবন ভেংগে পরে না! !!!! এতো গুলো মানুষের লাশের সামনে দাঁড়িয়ে রাজনীতি র চাল খেলে মস্তিষ্কে! !! টিভি ক্যামেরার সামনে নির্দিধায় মিত্থাচার করে! !। এবনর্মাল কথা বলে! !! ব্যবসায়ী দের কথা আর কি বলার আছে এদের কাছে জীবনের চাইতে লাভের % গুরুত্বপূর্ণ !
এদের মানুষ হিসেবে বেচেঁ থাকার কোন অধিকার নাই ।

সেলুকাস! ! কেউ করে লাশের রাজনীতি , কেউ করে সাহিত্য চর্চা! !

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

একজন আরমান বলেছেন:
আপু যারা রাজনীতিবিদ তাদের বিল্ডিং এর রড এর পুরুত্ত প্রয়োজনের তুলনায়ও অধিক মোটা !

কেউ করে লাশের রাজনীতি , কেউ করে সাহিত্য চর্চা! !

সহমত।
এইজন্যই তো সুশীল হতে পারলাম না !

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :(

২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

একজন আরমান বলেছেন:
না না।
মন খারাপ করে কোন লাভ নেই।
কিছু লিখতে হবে।
লিখে কি বোর্ড অন্তত ভাঙ্গতে হবে। কাউকে ভার্চুয়ালের বাহিরে হেল্প করেন আর নাই করেন।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫

একজন আরমান বলেছেন:
আরে আবার জিজ্ঞেস করে আর কতো? !
এখনও অনেক বাকি !!
এইটুকুতেই হতাশ হলে চলবে না।
কেউ লাশ নিয়ে রাজনীতি করবে, আর আপনারা তা নিয়ে সাহিত্য চর্চা করবেন ! সুশীল সমাজের একজন হতে হলে এর থেকে ভালো উপায় নেই কিন্তু !!

২১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

বটবৃক্ষ~ বলেছেন: কারণে অকারণে গাড়ির গ্লাসের উপর ইট নিক্ষেপ করা হচ্ছে স্বাধীনতা!! বড় এটা পদে হাজারো দায়িত্ব নিয়ে আসীন হয়েও যখন ভাঁড় প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রতিযোগীর থেকেও দুর্দান্ত জোকস পরিবেশন করতে দেখলাম মনে হল না আমি স্বাধীন দেশেই আছি।

ভাড়ামির জয় হোক!!!
চাই!! আরো আরো সার্কাস শো চাই!!!
আরো আরো ভাড়ের উক্তি শুনতে চাই!! /:) X( X( X(( X((

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

একজন আরমান বলেছেন:


ভাড়ামির জয় হোক!!!
চাই!! আরো আরো সার্কাস শো চাই!!!
আরো আরো ভাড়ের উক্তি শুনতে চাই!!

২২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

অদ্বিতীয়া আমি বলেছেন: কিছু বলার ইচ্ছে টাও চলে গিয়েছে ।

পোস্টের কাজের আপডেট গুলোকে দেখছি , আর দেখছি মানবতা এখনও আছে , মানুষের মনে । সাহিত্য চর্চা ও পড়তে ভাল লাগছে না ।

কমেডি , সার্কাস মার্কা রাজনীতি নিয়ে কিছুই বলার নাই ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৯

একজন আরমান বলেছেন:
আমিও তো চুপ করেই আছি।
কিন্তু চুপ থেকেও হাজারো কথা শুনতে হচ্ছে আমাকে !

২৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কথায় যুক্তি আছে।কিন্তু মানুষ কিন্তু ঠিক ই এগিযে আসবে।আযান দেয়া খুব গুরুত্বপূর্ণ ।নাহলে লোক পাওয়া যাবে না।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

একজন আরমান বলেছেন:
আপনার কথার সাথে আমি সহমত।
আমি কথাগুলো বলেছি অনেক কষ্ট থেকে। আমি অনেক কথা শুনেছি। আর শুনছি এখনও।
আরও শুনতে হবে আমাকে কারণ আমি সাভার যাই নি!

কিন্তু কেউ জিজ্ঞেস করে নি আমি কেন যাই নি !
আমি যাইনি এটাই বড় কারণ।

আমি তাই নিজেকে ছোট বলেই মানছি। তবে আমার মানসিকতা যাচাই করার ক্ষমতা কাউকে দেওয়া হয় নি।

আমি কেন সাভার যাই নি আমি তা কাউকে ব্যাখ্যা দিতে বাধ্য নই। তাতে আমাকে কেউ কিছু বললেও আমার কিছু আসবে যাবে না।

তবুও আপনার সাথে অনেক কথা হল। তাই আপনাকে বলছি কেন আমি সাভার যাই নি !
লাশ দেখলে আমার মাইন্ড ব্লাক আউট হয়ে যায় ! আমি কিছু ভাবতে বা করতে পারি না। আর সাভারে যে লাশ তা কোন স্বাভাবিক লাশও না। আমি ওখানে গেলে নিশ্চিত অসুস্থ হয়ে যেতাম। তখন সাহায্য করার থেকে আরও উল্টো সমস্যা বাঁধাতাম। আমি শেষ কোন লাশ দেখেছি ২০০২ সালে, যখন আমার নানু মারা যান। তখন আমি ২/৩ কথাই বলতে পারি নি ! আমি অবস্থাগুলো সহ্য করতে পারি না। আর এটাই মূল কারণ !
আর আমি এমনিতেও গত রাত থেকে অনেক অসুস্থ।

২৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: নিজের কথাগুলোই বলে দিলেন আরমান ভাই :(

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮

একজন আরমান বলেছেন:
আর কিছুই বলার নাইরে ভাই।

২৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আরে আপনি সেখানে আছেন।সবার মাঝে আছেন।এই যে তাদের কষ্ট উপলব্ধি করছেন এটাই বা কম কি?তাছাড়া আপনার অবদানও আছে।আপনি মন খারাপ করবেন না ।আল্লাহ মানুষের অন্তর বাহির জানেন।ভাল থাকবেন। আর আপনার আবেগ আমরা জানি।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯

একজন আরমান বলেছেন:
আল্লাহ্‌ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।

২৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমাদের রাষ্ট্রীয় দীনতা ফুটে উঠছে চরমভাবে।
গণমানুষ কতটা দাবি মিটাচ্ছে তার আগে ভাবতে হচ্ছে,
আমাদের রাষ্ট্রের হাতে এই সরঞ্জামাদি নেই, কাটার নেই, অক্সিজেন নেই, মেডিসিন নেই, ব্যান্ডেজ-তুলা নেই, ল্যাম্প নেই, কিচ্ছুটি নেই।
দ্রুত যোগাযোগ সুবিধার্থে প্রয়োজনীয় হেলিকপ্টার ও নেই।
এই দীনতা কতটা লজ্জার, এই দারিদ্রতা কতটা অপমানের রাষ্ট্র কোনোদিন বুঝবে না।

আমাদের আছে রাজনৈতিক কর্মসূচী,
ক্ষমতায় যাওয়ার নীল নকশা,
আমাদের আছে বিভিন্ন অলৌকিক তত্ব প্রবক্তা,
মানুষের জীবন মৃত্যু সংকটকে বুড়ো আঙুল দেখিয়ে 'প্রথম আলো তারকা জরিপ' আনন্দোৎসব।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

একজন আরমান বলেছেন:
ভাই রাস্ট্রের হাতে সব কিছুই আছে। কিন্তু ...
নাহ আর কিছুই বলার নাই আমার।

শুধু লাশের রাজনীতি আর ভাঁড়ামি দেখছি নির্বাক দর্শক হয়ে।

২৭| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৭

স্বপনবাজ বলেছেন:
শুধু লাশের রাজনীতি আর ভাঁড়ামি দেখছি নির্বাক দর্শক হয়ে।

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। তাই !

২৮| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৯

বাংলার হাসান বলেছেন: স্বপনবাজ বলেছেন:
শুধু লাশের রাজনীতি আর ভাঁড়ামি দেখছি নির্বাক দর্শক হয়ে।

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। তাই !

২৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: দাঁত খিড়মিড় কইরা কিবোর্ড চাইপা কয়েক লাইন লিখলেই দেশপ্রেমিক হওন যায়না।
দেশ প্রেম মনের ব্যাপার। সময়ে তা কি বোর্ডে নয় বাস্তবে দেখানোরও সুযোগ আছে।

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
সহমত।

৩০| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

s r jony বলেছেন: টাকাওয়ালার গাড়ির একটি টায়ারের মূল্য > মৃত আমার মূল্য

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

একজন আরমান বলেছেন:
বাস্তব সমীকরণ !

৩১| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

যুবায়ের বলেছেন: :( :(

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

একজন আরমান বলেছেন:
কথা বলে কোন লাভ নেই !

৩২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪০

আমিনুর রহমান বলেছেন: আমি যদি কিছু বলি তবে কি লাভ হবে?
আমার দুঃখ প্রকাশ করাতে কি কোন লাভ হবে?
একজন মৃত মানুষও কি তার প্রান ফিরে পাবে?
একজন অসুস্থ মানুষ কি সুস্থ হয়ে যাবে?
অপরাধী কি ধরা দিবে?
কিংবা পুলিশ কি অপরাধীদেরকে ধরতে পারবে?
তাদের কি বিচার হবে?
আমাদের নেতাদের চরিত্র কি পুরো উল্টে যাবে?
লাশের রাজনীতি কি বন্ধ হবে?



উপরের ৪টা হা আর নিচের ৪টা না। একজন মানুষেরও যদি উপকার হয় তাতেই অনেক কিছু। কে কি করল সেটা কখন বড় নয় আমি কি করলাম বা অন্তত চেষ্টা করলাম সেটাই অনেক বড়। গভীর থেকে ভাববি সমসময়।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

একজন আরমান বলেছেন:
একজন মৃত মানুষও কি তার প্রান ফিরে পাবে?
এটা হা হবে কি করে ভাইয়া?

অপরাধবোধ এমন একটা জিনিস যা মিসাইল এর থেকেও ভয়ংকর ! টার্গেট মিস হবার নয় !! অবশেষে আমিও বিদ্ধ এই জিনিসে !!!

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

লেখক বলেছেন:
আরে আবার জিজ্ঞেস করে আর কতো? !
এখনও অনেক বাকি !!
এইটুকুতেই হতাশ হলে চলবে না।
কেউ লাশ নিয়ে রাজনীতি করবে, আর আপনারা তা নিয়ে সাহিত্য চর্চা করবেন ! সুশীল সমাজের একজন হতে হলে এর থেকে ভালো উপায় নেই কিন্তু !!

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

একজন আরমান বলেছেন:
সরি ভাইয়া আমি আপনাকে মীন করে বলিনি। কথাটা রুপক অর্থে বলেছিলাম। আশা করি আমাকে ভুল বুঝবেন না। :(

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

সািহদা বলেছেন: আমি শুধু নির্বাক হয়ে পড়েছি, দেখেছি আর মন্তব্য করেছি।

আমি কিছু করতে পারছিলাম না তবে আল্লাহুর কাছে শুধু দোয়া করেছি যে হে আল্লাহ তাদরকে তুমি হেফাজত করো ।

২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

একজন আরমান বলেছেন:
হ্যাঁ। আমি শুধু নির্বাক হয়ে পড়েছি, দেখেছি আর মন্তব্য করেছি।

এ এক অমৃত সুধা,
রক্ত পানের নেশায়-
মত্ত আজ হায়েনারা,
ভদকার সাথে সোডা যেমন,
টাকার সাথে রক্ত তেমন !
আহা ! কি স্বাদ !!
এ এক অমৃত সুধা।।

৩৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

মেহেরুন বলেছেন: কেমন আছিস?? কনফেশন ভালো লাগলো।

Click This Link

৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

একজন আরমান বলেছেন:
এইতো আপু আছি মোটামুটি। তুমি কেমন আছো?

৩৬| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:২৪

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো! ঠিক/

০২ রা মে, ২০১৩ দুপুর ১:১০

একজন আরমান বলেছেন:
হুম।

৩৭| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৩১

কালোপরী বলেছেন: হুম

০২ রা মে, ২০১৩ দুপুর ১:১২

একজন আরমান বলেছেন:
কেমন আছেন আপু?
হারিয়ে গেলেন কেন?

৩৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩১

ভিয়েনাস বলেছেন: অনিয়মটাই এখন আমাদের নিয়মে পরিনত হয়েছে...........

তবে যাই হোক বন্ধ হোক সকল অনাচার।

০৭ ই মে, ২০১৩ রাত ১:৩৬

একজন আরমান বলেছেন:
বন্ধ হোক সকল অনাচার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.